এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৪২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 146.152.142.63 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৩২487567
  • লোন অ্যামাউন্ট আর পেব্যাক-পিরিয়্ড
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৩২487566
  • দ্রি, সিরিয়াসলি? তাহলে আর কিছুই বলার নেই। কারণগুলো জানতে পারি কি? মানে আপনি একটা পাড়ার দোকান - যার একটাই লাইন অব বিজনেস তাকে কম ইন্টারেস্টে লোন দেবেন কম্প্যেয়ার্ড টু রিলায়েন্স - যাদের লাইন অব বিজনেস, কাস্টোমার, জিয়োগ্রাফি সবই এতো ডাইভার্সিফাইড, যাদের ভবিষ্যতে আরো লোন নিতে হবে। প্লিজ তর্কের খাতিরে তর্ক করবেন না। মানে আপনার কোনো আইডিয়া নেই আপনি কি বললেন।

    ফোজ্জি, মুচকি হাসি না, আমি মাঝে মাঝে অট্ঠাসি দিয়ে উঠি এখানে কিছু মন্তব্য পড়ে।
  • দ্রি | 203.111.136.162 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৩৩487568
  • ২০০৮ এ এতগুলো ব্যাঙ্ক ফেল করল। রেটিং এজেন্সিগুলো কি অ্যাডেকোয়েট ওয়ার্নিং দিয়েছিল?
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৩৭487569
  • লসাগু, না একদমই লোনের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করেনা। ডিপেন্ড করে লোন টু ইনকাম/ক্যাশফ্লো ইত্যাদির উপরে। যার আয় ১ লাখ তাকে আপনি যত টাকা লোন দেবেন, যার আয় ১ কোটি তাকে সেই টাকাই কম ইন্টারেস্টে লোন দেবেন।

    দ্রি, এমন পোস্নো আপনি করবেন ভাবতে পারছিনা। আপনি একটা কেস তুলে নিয়ে পোস্নো করছেন? এইভাবে কেউ ভাবে?
  • sm | 53.251.88.88 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৪৩487572
  • আরে এস উত্তেজিত হন কেনে? সহজ জিনিষ কি কঠিন জিনিষ , প্রাঞ্জল ভাবে বুঝায়ে বলেন। ৯৫/৫ সব্বাইকেই ধরে নিয়ে বলুন।আপনাকে একটু বিপরীত দিকে না ঠেলে নিয়ে গেলে ,এত কিছু জানব কি করে? বেড়ে লিখছেন। আরো লিখুন শুনতে থাকি।
    দৃ এর প্রশ্ন টি কিন্তু যুক্তি পূর্ণ। আপনি কিংফিশার আর পাড়ার দোকান, কাকে বেশি প্রেফার করবেন? কিং ফিশার কে করলে, ডোবার সম্ভবনা আরো বেশি কারোন এক লপ্তে বেশি টাকা মার যাবে।
    এই মুহুর্তে দাড়িয়ে আমি লোন দেবার বিষয়ে , চায়নার চেয়ে সিঙ্গাপুর কে কেন প্রেফার করব?
  • দ্রি | 105.130.15.96 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৪৪487573
  • আমি মনে করি ফাইনান্স শুড বি সাবসার্ভিয়েন্ট টু দা ইকনমি, নট দা আদার ওয়ে রাউন্ড।

    ব্যঙ্কের মেইন কাজ যেন তেন প্রকারেন প্রাফিট ম্যাক্সিমাইজ করা নয়। ঠিক যায়গায় ফাইনান্সিয়াল ইন্সেন্টিভ দিয়ে রিয়েল ইকনমিকে রান করানো।

    এটা অবশ্য একটা ফিলোসফিকাল পোজিশান।

    যদি প্রফিট ম্যাক্সিমাইজেশানই উদ্দেশ্য হয় তাহলে বেস্ট হল, রিস্কি লোক দাও, বেটিং কর, তারপর ডুবলে ট্যাক্সপেয়ারকে বল বেলাউট করে দিতে। অ্যান্ড ইট ওয়ার্ক্স। দেখাই গেছে। খুব সাউন্ড মডেল।
  • দ্রি | 87.109.141.138 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৫৩487574
  • আমি এইভাবে ভাবি।

    যার আয় ১ লাখ টাকা, তাকে কম লোনই দেওয়া উচিত। কিন্তু কম সুদে।

    যার আয় এক কোটি টাকা তাকে বেশী লোন দেওয়া যেতে পারে।

    দেখতে হবে সে লোনটা শোধ করতে পারবে কিনা। তা না হলে তো এক ধরণের সাবপ্রাইম লেন্ডিং হল।

    যার ইনকাম ১ লাখ টাকা তাকে ১ কোটি টাকা লোন দিলে কি সে কখনো শোধ করতে পারে? এখন গ্রীসের ঠিক এই অবস্থাই হয়েছে। এটা লেন্ডারের বোঝা উচিত।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৫৫487576
  • আপনারা না সব ইন্জিনিয়ারিঙ্গ/স্ট্যাটের লোক? এই জন্যেই রেগে যাই। আচ্ছা এমন কটা বড় কোম্পানিকে ফেইল করতে দেখেছেন? কিঙ্গফিশার তো এখনো চলছে। সেদিনই দেখলাম মাল্যা সাহেব আইপিএলে ক্রিকেটার কিনছেন। আর কতগুলো পাড়ার দোকান উঠে যেতে দেখেছেন? সেগুলোর অবস্থা কি হয় তারপরে। ডিফল্ট রেটটা বেড় করতে হয়। তার কিছু উপায় আছে। তবে আপাতত ধরে নিন যে ঐ স্ট্যাটিস্টিকালি দেখতে হয় কোথায় কত ডিফল্ট হয়েছে ফ্রম হিস্টোরিকাল ডেটা। আপনি যদি একদিকের বেস্ট কেস আরেকদিকের ওয়ার্স্ট কেস নিয়ে আলোচনা করেন তাহলে আর কি বলি?

    সিঙ্গাপুর একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি - মানে কি? মানে হোলো সর্বপরি প্রোটেকশন অব প্রাইভেট ওয়েল্থ। এইখানে অবশ্যই অনেক পোস্নো করা যায়। সেইটা ওদের স্টেটেড মিশন। ইনভেস্টরদের প্রতি অনেক বেশি আনুগত্য। আমেরিকাতেও তাই - বহুদিন ধরে তারা সেটা পুভ করেছে। চায়্নার সেটা স্টেডেড মিশন নয়। তেমন কোনো হিস্ট্রি নেই। শুনেছি এখনো চায়্নার বেশিরভাগ কোম্পানিতে সরকারি মালিকানা আছে। এইটাই প্রব্লেম। আরো কয়েকদিন যাক - তখন চেন্জ হবে।

    আর রেটিঙ্গ এজেন্সি যা খুশি করুক। আজকের যুগে পলিটিক্স করে বেশিদিন ফান্ড ফ্লো আটকানো যায়্না। মার্কেট প্রচন্ড শক্তিশালি। যদি দেখা যায় মার্কেট রেটিঙ্গ এজেন্সির উল্টোদিকে কাজ করছে, তখন ঐ এজেন্সির হালই খারাপ হবে।
  • মহাজন | 176.216.157.82 | ১০ এপ্রিল ২০১৫ ০০:৫৫487575
  • The interest rate is typically determined by the loan amount and term among other conditions.

    For example, 30 years interest rate is more than 5 year loan.
  • দ্রি | 101.109.247.173 | ১০ এপ্রিল ২০১৫ ০১:০২487577
  • যারা টু বিগ টু ফেইল তারা আর উঠবে কেন। ঠিক ফেইল করার আগে আবার ক্যাশ ইনজেক্ট করে দেওয়া হবে। এই ফেভারটা ছোট পাড়ার দোকানকে করা হয় না।

    বড় বড় মেগা কর্পোরেশানগুলো ব্যাঙ্কার ও তাদের বন্ধুরাই চালায়।

    পাড়ার ছোট দোকানদের সেই সাপোর্ট সিস্টেমটা নেই।
  • দ্রি | 101.109.247.173 | ১০ এপ্রিল ২০১৫ ০১:০৫487578
  • রেটিং এজেন্সিগুলোই তো মার্কেটমেকার।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০১:০৮487579
  • হ্যাঁ লোন টার্ম অবশ্যই একটা ফ্যাক্টর। তার কারণ এক বছরে ডিফল্ট করার প্রবাবিলিটির থেকে দুবছরে ডিফল্ট করার প্রবাবিলিটি কিছুটা বেশি হয়। কিন্তু লোন অ্যামাউন্ট ডাইরেক্টলি নয়। ঐসব একগাদা রেশিও দেখতে হয়। এছাড়া লিকুইডিটির হিসেব করতে হয়।

    "আমি মনে করি ফাইনান্স শুড বি সাবসার্ভিয়েন্ট টু দা ইকনমি, নট দা আদার ওয়ে রাউন্ড।"
    এতক্ষনে একটা কাজের কথা বলেছেন। ব্যান্কের/ফাইনান্শিয়াল সেক্টরের কাজ হোলো/ছিলো প্রপার ফান্ড ফ্লো করানো।মানে যেখানে বেশি রিটার্ণ সেখানে। তবেই ঠিক ঠাক চলে। আর ডেরিভেটিভ তইরী করা হয়েছিলো টু ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল রিস্ক। কিন্তু সেখানে সবাই শুধু স্পেকুলেট করে। এতে শর্ট টার্মে প্রফিট হলেও, লঙ্গ টার্মে ব্যান্করাপ্ট হতে পারে। তখন যদি সরকার এসে ট্যাক্সপেয়ার মানি দিয়ে বাঁচায় তাহলে আর কিছুই বলার নেই। কিন্তু কোনো উপায়ও নেই - কারণ সময় মতন রেগুলেট করা হয়নি। কিন্তু আমি যদি ব্যান্কার হই আর এই সাইকেলটা জানি - তাহলে আমি আবার করবো।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০১:১৩487581
  • রেটিং এজেন্সিগুলোই তো মার্কেটমেকার।
    না। মার্কেটমেকার হোলো ব্রোকার-ট্রেডাররা। আপনি একটা শেয়ার কিনবেন - আমি বেচবো। আমাদের দুজনের হয়ে ট্রেড একজিকিউট করবে তারা আর একটা ফেয়ার প্রাইস সেট করবে।

    রেটিঙ্গ এজেন্সির কাজ হোলো একটা ক্রেডিট অপিনিয়ন রাখা। আপনার কাজ সেইটা দেখে/না দেখে ইনভেস্ট করা। ইট শ্যুড বি কন্সিডার্ড যাস্ট এজ এওয়ান অব দি ইন্পুটস।

    আর টু বিগ টু ফেইল হওয়ার আগেই ব্যাপরটাকে রুখতে হয়। রেগুলেশন বলে একটা ব্যাপার থাকা উচিত। সে আর কে করছে। মেরিল ওয়াজ টু বিগ টু ফেইল। তাই তাকে বেইলাউট কারা হোলো থ্রু মার্জিঙ্গ উইথ বিওএ। এখন তারা আরো টু টু টু বিগ টু ফেইল।
  • মহাজন | 176.216.157.82 | ১০ এপ্রিল ২০১৫ ০১:১৩487580
  • মাইক্রো ফাইন্যান্স মডেল গুলোর, জনমজুরদের খুব কম টাকা লোন- ওগুলির সুদের হার খুব বেশি।
    আমার তো এইসবই বিজনেস, কেউ বেশি টাকা কম টার্মে ধার নিলে আমি কম সুদে দিয়ে দিই।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০১:১৮487583
  • মাইক্রো ফিনান্সের বেশি সুদের দুটো ডাইরেক্ট কারণ আছে। আর একতা ইন্ডাইরেক্ট।
    ১) ডিফল্ট রেট খুব বেশি - মানে গরীব চাষি/পানওয়ালা না ফেরত দিতে পারলে আর কিই বা করতে পারেন। তাদের কোলাটেরলও নেই।
    ২) অপারেটিঙ্গ কস্ট খুব বেশি। কারণ লোনের অ্যামাউন্ট খুব কম হয় - ফলে একটা ব্রান্চ/সেটাপ থেকে খুব কম লোন জেনারেট করা যায়।
    ৩) এইসব কোম্পানিগুলো একটু বেশি কস্টে cost ক্যাপিটাল রেইজ করে।
  • দ্রি | 28.187.1.68 | ১০ এপ্রিল ২০১৫ ০১:২১487584
  • বেশ তো। ট্রেডাররা যা ঠিক করবে তাই শেষ কথা। ক্রেডিট এজেন্সি সেটা ঠিকঠাক প্রেডিক্ট না করতে পারলে শেম শেম।

    ২০০৮ তো এই কান্ডই হয়েছিল। ক্রেডিট এজেন্সি তো লাস্ট মোমেন্ট অব্দি বলে গেছে সব ঠিক হ্যায়। তারপর ট্রেডাররা দিয়েছে আচ্ছা করে।
  • মহাজন | 176.216.157.82 | ১০ এপ্রিল ২০১৫ ০১:২৩487585
  • বড়লোকদের কম সুদে ধার দিই না। কেউ দেয় বলে জানিও না।
  • দ্রি | 28.187.1.68 | ১০ এপ্রিল ২০১৫ ০১:২৭487586
  • আচ্ছা এটা নিয়ে কোন স্ট্যাট আছে? ধরুন ইন্ডিয়াতে।

    এই ছোট ছোট হেঁজিপেজিদের লোন ডিফল্টের মোট পরিমাণ। আর রাঘব বোয়ালদের (ভিজয় মাল্য, মনু ছাবড়িয়া ইত্যাদি) লোন ডিফল্টের মোট পরিমাণ। কোনটা বেশী?

    আমি যেন মনে হচ্ছে পড়েছিলাম দ্বিতীয়টা বেশী। বার করুন তো স্ট্যাট।
  • মহাজন | 176.216.157.82 | ১০ এপ্রিল ২০১৫ ০২:০৩487588
  • কাস্টমার কোটিপতি না লাখপতি দেখে সুদের হার বাড়াই কমাই না। কোয়ালিফাই করলে অ্যামাউন্ট আর টার্ম এর ওপর বেস করে সুদের হার ঠিক হয়।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০২:০৫487589
  • আচ্ছা আমি একটা ডিস্ক্লেমার দিয়ে দি। আমি কিন্তু কোনো পক্ষকেই সাপোর্ট করছি না বা ডিফেন্ড করছি না। শুধু আপনাদের বোঝানোর চেস্টা করাচ্ছি অ্যাকচুয়ালি কেসটা কি? মানে এখানে অনেকে অনেক পপুলার কিন্তু ভুল স্টেটমেন্ট দিয়ে থাকেন। সেইটা আমি সাধারণতঃ ঠিক করে দিয়ে থাকি। অন্য কিছু না। আর কেউ যখন শুধুমাত্র তক্কের খাতিরে একটা ভুল স্টেটমেন্ট দিয়ে থাকেন, খুব খারাপ লাগে। মানে আপনারা এতো শিক্ষিত লোক - এদিকে আমাকে একটা লোপ্প বাউন্সার দিছেন।
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০২:০৮487590
  • তাই যদি হয় তাহলে তো সক্কলেরই বার্কলেজের ব্ল্যাক কার্ড পাওয়া উচিত। বা অ্যামেক্সের প্ল্যাটিনাম কার্ড। আর কোয়ালিফাই করছে কিনা সেটার কি কি ভ্যারিয়েবল থাকে?

    কোটিপতি লোক মাইক্রোফিনান্সে আসছেন? কত টাকা লোন নেয়?
  • S | 182.56.20.181 | ১০ এপ্রিল ২০১৫ ০২:১৬487591
  • হাফভলি।
  • 4z | 208.231.20.20 | ১০ এপ্রিল ২০১৫ ০২:৪২487592
  • অ্যামেক্সের প্ল্যাটিনাম কার্ড পাওয়া কোন ব্যাপার নয়। খালি গুচ্ছের অ্যানুয়াল ফী চার্জ করে। ধুস
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০২:৪৬487594
  • ফোজ্জি সেইটা আপনার ক্ষেত্রে - বড়লোক মানুষ। কেন চার্জ চায়?
  • S | 139.115.2.75 | ১০ এপ্রিল ২০১৫ ০২:৫০487595
  • ধুর লোকজন ফালতু উল্টোপাল্টা আলোচনা করালো এই টইতে। আমার আসল পোস্নো ছিলো (টইএর উদ্দেশ্য অনুযায়ি) যে জিডিপিতো ইন্জিনিয়ার্ড করা যায়। তাহলে জিডিপির জন্ম কেন এবং কিভাবে?
  • 4z | 208.231.20.20 | ১০ এপ্রিল ২০১৫ ০২:৫৪487596
  • আমার অ্যামেক্সের কোন কার্ড নেই। অন্য সুত্রে চার্জ জানি। তবে আমার মনে হয় আপনি অ্যামেক্স সেঞ্চুরিয়ন কার্ডের কথা বলতে চেয়েছেন, প্ল্যাটিনাম না। অনেকের কাছেই প্ল্যাটিনাম কার্ড আছে। ওটা খুব একটা এক্সক্লুসিভ কিছু না। অমি নো অ্যানুয়াল ফী কার্ড ব্যাবহার করি :-D
  • সিকি | ১০ এপ্রিল ২০১৫ ০৬:৩৩487597
  • লোন সংক্রান্ত আলোচনায় বড় এস একদম ঠিক বলেছেন।

    ধুর্ধুর, একটু সময় পেলেই বসছি। আজকেই।
  • sm | 233.223.159.253 | ১০ এপ্রিল ২০১৫ ২১:৩৮487598
  • ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ রয়েছে; তার সিন্হভাগ বড় শিল্প পতিরা নিয়ে রেখেছে।
    ব্রিটেনেও দেখলাম কয়েকশ বিলিয়ন পাউন্ড বেইল আউট হলো বড় ব্যান্ক গুলো কে।আমেরিকাতেও বড় বড় কোম্পানি গুলো বেইল আউট দেওয়া হলো।
    গরিব/সাধারণ মানুষ কি পেল?
    তাদের ওপর করের বোঝা বাড়ানো হলো।
    মনে হয় সহজ শর্তে ঋণ দিলে তাদের সুবিধে হত।ব্যাঙ্কে মর্টগেজ এর হার কম বলে ডিফল্টও কম হবে , দেখবেন।
  • lcm | 118.91.116.131 | ১০ এপ্রিল ২০১৫ ২২:১১487599
  • আমেরিকাতে অনেক সাধারন মানুষ মর্টগেজ ডিফল্ট করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন