এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 17 | 24.55.32.185 | ১৮ ডিসেম্বর ২০২০ ০৩:৫৫733391
  • https://www.politico.com/news/2020/12/17/nuclear-agency-hacked-officials-inform-congress-447855


    এনার্জী ডিপার্টমেন্টে আর ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এর আজকের বক্তব্য ওনাদের নেটওয়ার্ক হ্যাকড | কাজেই পাওয়ার গ্রিড ফেলিওর থেকে নিউক্লয়ার এট্যাক সবই সম্ভব এখন |


    "Federal investigators have been combing through networks in recent days to determine what hackers had been able to access and/or steal, and officials at DOE still don’t know whether the attackers were able to access anything, the people said, noting that the investigation is ongoing and they may not know the full extent of the damage “for weeks.”

  • 17 | 2603:8080:d40:145:6d76:589b:8e99:b531 | ২০ ডিসেম্বর ২০২০ ১২:৪৪733412
  • ক্রিস্টোফার মিলার  সেক্রেটারি অফ ডিফেন্স পদে রয়েছেন এক মাস এক সপ্তাহ | নভেম্বর এর নয় তারিখে ভোটের পর পেন্টাগন এর ওপর মহল ট্রাম্প ঢেলে সাজিয়েছেন | সবাই নতুন | এর আগে দেড় বছর মিলার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ উপদেষ্টা ছিলেন | 


    এন এস সি অন্যান্য তিন অক্ষরের এজেন্সি গুলোর তুলনায় ট্রাম্পের প্রতি অনেক বিশ্বস্ত ছিল | 'এলিস' সুপার কম্পিউটার এর সাহায্যে এন এস সি খুব ভালো ইন্টারসেপ্ট করতে পারে ফোন , ইমেইল , ভিডিও সবকিছুই  | 


    এই সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিফেন্স এর মাথায় বসার এক মাস এক সপ্তাহের মধ্যেই মিলার নাকি  আমেরিকার মিলিটারী ইতিহাসের সবচেয়ে জটিল কিছু অপারেশন সম্পূর্ণ করেছেন | 


    আজ  স্পেস ফোর্স এর উদ্বোধন সভায় পেনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময়  সে কথা বলতে গিয়ে প্রাক্তন গ্ৰীন বেরেট মিলার এর গলা একটু কেঁপে উঠলো , শরীরও | "অবিশ্বাস্য" শব্দটা বলতে গিয়েও আটকে দিলেন |  


    কী ঘটলো গত এক মাসে ? কবে জানবো আমরা ?


    ভিডিও লিংক 


    https://twitter.com/i/status/1340419431579615232

  • 17 | 2603:8080:d40:145:6d76:589b:8e99:b531 | ২১ ডিসেম্বর ২০২০ ০৬:০৯733414
  • ফ্রান্স ৪৮ ঘন্টার জন্য ইউকে  থেকে সব ট্রাভেল বন্ধ করলো | শুধু ফ্লাইট না, পোর্ট, ইউরোটানেল সব | 

    আয়ারল্যান্ড ইতালি হল্যান্ড বেলজিয়াম পর্তুগাল সবাই ইউকের ফ্লাইট বন্ধ করলো |

    অন্যদিকে সৌদিও সব বর্ডার সিল করলো |  

    পালাবার আর কোনো রাস্তা নেই |

  • 17 | 2603:8080:d40:145:6d76:589b:8e99:b531 | ২১ ডিসেম্বর ২০২০ ২০:৪৩733416
  • স্বীকারোক্তির শুরু ? চাকরীর শেষ দু তিন দিনে বুশ সিনিয়রের আমলে করা কিছু পাপের কনফেশন করে যাবেন কি এটর্নি জেনারেল উইলিয়াম পি বার ? লোকাৰ্বি বম্বিং দিয়ে শুরু শেষে ৯ / ১১ ? 


    https://twitter.com/TheJusticeDept/status/1341016271610109953


    "LIVE today at 10:30 am ET: Attorney General William P. Barr and Others to Provide An Update to the Pan AM 103 Terrorist Bombing Investigation on its 32nd Anniversary"

  • সতেরো | 2603:8080:d40:145:7861:b25e:fe67:1ce3 | ২৩ ডিসেম্বর ২০২০ ২৩:১৫733418
  • গত দু সপ্তাহে দুটো বড় এরেষ্ট -


    1) কানাডাতে ফ্যাশান মোগল পিটার নাইগারড - বাচ্চা পাচার ও শিশুকাম চক্রে নেতৃত্ব দেবার অভিযোগ |


    https://tinyurl.com/y98ez5s6


    2) প্যারিসে মডেলিং এজেন্সির মাথা জা-লুক ব্রুনাল  এর বিরুদ্ধেও একই ধরণের অভিযোগ | এপস্টিন আর ম্যাক্সওয়েলের পুরণো সাঙাত এই  ব্রুনাল | ফ্রেঞ্চ পুলিশ বলছে এই তদন্তের সূত্রে প্রিন্স এন্ড্রিউ কে জেরা করা হবে |


    https://tinyurl.com/yb7nlhfq


    তিরিশ বছর ধরে চলে আসা চক্রগুলো অবশেষে ভাঙছে |  


    এই প্রসঙ্গে সমপ্রতি শিশু যৌন পাচারকারী নিক্সিয়াম চক্রের নেতা রেনিয়ার ও ব্রনফম্যানকেও দোষী সাব্যস্ত করে যথাক্রমে ১২০ ও ৭ বছরের শাস্তি দেওয়া হয়েছে | আলিসন ম্যাক দোষ স্বীকাৰ করে শাস্তির রায়ের অপেক্ষায় |


    https://tinyurl.com/y8u5v9j2

  • মেরী ক্রিস্টমাস ! | 2603:8080:d40:145:c07e:da3f:ed5:8b0d | ২৪ ডিসেম্বর ২০২০ ১৩:০৩733419
  • কাউন্টডাউন শেষ | 


    কাল থেকে ক্রিস্টমাস সিসনের শুরু | শেষ হবে ৬ জানুয়ারী যেদিন এপিফানি |

    the manifestation of Christ to the Gentiles as represented by the Magi (Matthew 2:1–12).
    • the festival commemorating the Epiphany on January 6.
    • a manifestation of a divine or supernatural being.
    •  
    • সেইদিনই ডিসিতে বিশাল এক পার্টি | ট্রাম্পের ভাষায় - "বি দেয়ার, ইট উইল বি ওয়াইল্ড |"​​​​​​​
  • শয়তানের বোমা | 2603:8080:d40:145:7833:e31f:da1f:5d0c | ২৬ ডিসেম্বর ২০২০ ০৬:০৪733427
  • যিশুর শুভ জন্মদিনে ন্যাশভিলে আজ যে বিস্ফোরণ হলো তাতে এটি & টির একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে | টেনেসি কেনটাকি আলাবামা আর জর্জিয়ার বিস্তৃত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে | ফোন টেক্সট ইন্টারনেট ৯১১ কাজ করছে না | বিচ্ছিন্ন ঘটনা ? সতর্কবার্তা ? নাকি পরিকল্পিত একাধিক আক্রমণের প্রথম ধাপ ?

  • সাইবার যুদ্ধ | 2603:8080:d40:145:7833:e31f:da1f:5d0c | ২৬ ডিসেম্বর ২০২০ ১০:৪২733429
  • সাইবার যুদ্ধ সমানে চলিতেছে | 


    ন্যাশভিলের আজকের বিস্ফোরণ খুব সম্ভবত এন এস এর "ফেয়ারভিউ" সার্ভিলেন্স প্রোগ্রাম এর সাথে জড়িত |


    এটি & টি একমাত্র কোম্পানি যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত | এন এস এর নেটওয়ার্কটা আদতে মা বেলের পুরোনো নেটওয়ার্কের ওপর ওভারলে |


    মিলিটারি স্পেশাল অপ্স ঠিক কতটা ইন্টারসেপ্ট করেছে বা ভবিষ্যতে করবে ডিপ স্টেট্ সেটা বোঝার চেষ্টা করছে ফিজিক্যাল একসেসের চেষ্টা করে | বিল্ডিং এ আগুন লাগলে পাওয়ার ডাউন হযে যায় | অ্যালার্ম , সিকুরিটি কাজ করেনা | তখন স্টোরেজ ড্রাইভ বা অন্তত এনক্রিপশন কি লগ চুরির চেষ্টা করা যায় |


    সোলার উইন্ডস হ্যাক এর পর ফিজিক্যাল এট্যাক | ডিপ স্টেট্ ডেসপারেট হচ্ছে |


    এটি & টি বিল্ডিং এর কাছে যাবেন না |


    https://theintercept.com/2018/06/25/att-internet-nsa-spy-hubs/


    https://pbs.twimg.com/media/Ejm4-hnX0AIXeOw?format=jpg&name=4096x4096

  • টেরামার | 2603:8080:d40:145:a48d:7786:96b8:b449 | ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:২৬733436
  • সুখবর |


    গিলেন ম্যাক্সওয়েল এর জামিন আজ আবার নাকচ হল | ২৮ মিলিয়ন ডলার অব্দি দিতে রাজী ছিল দানবী |


    আর্কটিক সাগরের প্রাইভেট দ্বীপগুলোতে আর জলের নীচে সাবমেরিনে বন্দী সারা পৃথিবীর বাচ্চারা | 


    দেখুন প্রজেক্ট টেরামার |


    https://www.bitchute.com/video/v0dsbPnTdlwH/

  • সতেরো | 2603:8080:d40:145:1421:4805:d22:99a7 | ৩১ ডিসেম্বর ২০২০ ০৯:০৩733438
  • শিশুকামী এবংথবা মানুষ পাচারকারী এবংথবা ব্ল্যাকমেলারদের গ্রেফতার ছাড়া বাকী অশুভ শক্তির যে ক্ষয়ক্ষতি হচ্ছে / হয়েছে, সেদিকে একটু নজর দেওয়া যাক ।


    ১) পোপের শেষ দিন আসন্ন । গুজব শোনা যাচ্ছে আজকালের মধ্যেই পদত্যাগ করবেন । ভ্যাটিকানের বিরুদ্ধে ডোনেশন তছরুপের যে তদন্ত কয়েক বছর হল চলছে, তার ফলে ভ্যাটিকান সেক্রেটারি অফ স্টেট্ এর সব এসেট পোপ কেড়ে নিয়ে অন্য অফিসে ক্ষমতার হস্তান্তর করলেন গত সপ্তাহে, ট্রান্সপারেন্সি বাড়বে আশা করা হচ্ছ । ভ্যাটিকানে বড় ক্যাশ ক্রাঞ্চ চলছে, কোভিডের ফলে টুরিসম বন্ধ, অন্যদিকে "ডিপ চার্চ" মানে ইতালির 'ব্ল্যাক নোবিলিটি' ফ্যামিলিগুলোর মধ্যেও টেনশন বাড়ছে, শোনা যাচ্ছে ।


    ২) হোয়াইট হাউস এর পেন্টাগন সাফাই সমানে চলিতেছে। টপ ম্যানেজমেন্ট এর খোলনলচে বদলাবার পর এবার বিসনেস বোর্ড মেম্বার ও উপদেষ্টাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো । এদের মধ্যে অনেক বাস্তুঘুঘু রয়েছেন - কিসিঞ্জার, ম্যাডেলিন অলব্রাইট প্রমুখ । অভূতপূর্ব সব ঘটনা, বিশেষত "লেম-ডাক সেশনে" :-) । 


    ৩) লিন উডস আজ টুইটে ১) ইঙ্গিত দিলেন, আকস্মিক মৃত্যুর আগেই চিফ জাস্টিস স্কালিয়ার উত্তরসূরী কে হবেন, তা নিয়ে আলোচনায় জন রবার্টস যে অংশ নিয়েছিলেন, তার রেকর্ডিং রয়েছে ২) প্রশ্ন করলেন, নাবালক / নাবালিকা যোগান দিয়ে ঢুকতে হবে, এরকম কোনো ক্লাব বা ক্যাবাল এর সদস্য কিনা জন রবার্টস ?  এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে স্কালিয়ার হঠাৎ মৃত্যু ও রবার্টসের আয়ারল্যান্ড থেকে করা এডোপশন নিয়ে সন্দেহ পুরোনো । লিন উডস ডেফামেশন ল এ বিশেষজ্ঞ, কাজেই প্রমাণ ছাড়া এই টুইট করবেন বলে মনে হয় না । হয়তো শীঘ্রই রবার্টস "পরিবারের সাথে সময় কাটানোর" জন্য অবসর নেবেন ।


    ৪) যদিও সাম্প্রতিক খবর নয়, কিসিঞ্জার (জন্ম -১৯২৩, বয়েস ৯৭) প্রসঙ্গে মনে পড়ল ট্রাম্প রাজত্বে ডিপ স্টেটের রকেফেলার / ইলুমিনাzi শাখার চাঁইরা অনেকেই পটল তুলেছেন । ডেভিড নিজে (১৯১৫ - ২০১৭, বয়েস ১০২), বুশ সিনিয়র (১৯২৪ - ২০১৮, বয়েস ৯৪), ফ্রেডেরিক কচ (১৯৩৩ - ২০২০, বয়েস ৮৭) আর ডেভিড কচ (১৯৪০-২০১৯, বয়েস ৭৯) । এদের উত্তরাধিকারীরা উপযুক্ত নন । হয়তো সেই কারণেই শাখা তুলে দিয়ে জেসুইটরা সরাসরি ট্রাম্পের মাধ্যমে ক্ষমতা দখল করলো । জর্জটাউন আর ফোর্ডহাম ইউনিভার্সিটি, এরিক প্রিন্স, গোল্ডম্যান সাক্স, ব্যানন, মেন্টর রয় কুন্ এবং আটলান্টিক সিটি ও ভেগাসের ক্যাসিনো-মাফিয়াদের নিবিড় সান্নিধ্যে বেড়ে ওঠা ট্রাম্প অন্তত শুরুর দিকে যে জেসুইট ক্যাবালের কাছের মানুষ ছিলেন, সে ব্যাপারে সন্দেহ নেই । 


    কিন্তু মিলিটারি / পেন্টাগনের যে ফ্যাক্সন -- ফ্লিন, ক্রিস মিলার, এডমিরাল রজার্স, এজরা ওয়াটনিক, কাশ্যপ প্যাটেল, টাটা প্রমুখ -- ট্রাম্পের ঘনিষ্ট, এবং বিতর্ক সাপেক্ষে যাদের সৃষ্ট "the plan" অনুসারে ও যাদের অনুরোধেই ট্রাম্পের প্রেসিডেন্ট হতে রাজি হওয়া, তারা বহু শতাব্দীর পুরোনো জেসুইটদের ক্ষমতার ঘাঁটিগুলোর বিরুদ্ধে, যার একটা বড় অংশ আন্তর্জাতিক ইন্টেলিজেন্স , সিয়া ও মোসাদ মূলত। এই টেনশনের ফলেই গত একমাসের ম্যাসিভ রিঅর্গ । মিলিটারি স্পেশাল অপ্স এর প্রমোশন -- এজরা কোহেন ওয়াটনিক এখন ক্রিস মিলার কে ডাইরেক্ট রিপোর্ট করছেন, এবং ডিওডির সিআইএ এর প্রতি সমর্থন কমিয়ে দেওয়া ও ক্রমশঃ সরিয়ে নেওয়া। এই টেনশনটাই সাইবার ওয়ার, বায়ো উইপন, ন্যাশভিল বিস্ফোরণ ইত্যাদি নানা রূপে প্রকাশ পাচ্ছে ।


    শিশুকাম চক্রে ফিরে আসা যাক । বিগত শতাব্দীতে অবৈবাহিক সম্পর্ক বা সমকামিতার প্রমাণ জোগাড় করে ব্ল্যাকমেইল করা যেত । হুভার এর পারদর্শিতা ও ডার্টি ফাইল এই প্রসঙ্গে প্রবাদপ্রতিম । ক্রসড্রেসিং প্রেমী ও গুপ্ত-সমকামী হুভার নিজে মাফিয়াদের ব্ল্যাকমেলের শিকার ছিলেন, কিন্তু একইসাথে নিজের ও মাফিয়া নেটওয়ার্ক ব্যবহার করে অন্যদেরও ব্ল্যাকমেল করতেন । কিন্তু আজকের মরাল স্ট্যান্ডার্ড এ একমাত্র শিশুকামিতাই ব্ল্যাকমেলোচিত অপরাধ । তাই আমরা বারবার দেখি, রাজনীতির সাথে পেডোফিলিয়া ও চাইল্ড ট্রাফিকারদের যোগ । 


    ওয়েনস্টাইন, ম্যাক্সওয়েল, এপস্টিন, নাইগার্ড, ব্রুনাল, NXIVM দের গ্রেফতারের খবর, বা ক্যাথলিক চার্চের স্ক্যান্ডাল আর অজানা নেই । 


    তুলনামূলকভাবে কম আলোচিত কিছু নাম লেখা যাক - রিচার্ড ড্যাসেন (কনসারভেটিভ ক্রিশ্চান গ্রুপগুলোর বড় ডোনার), এন্টোনি উইনার (ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ও হিলারির বাঁহাত হুমা আবেদিনের প্রাক্তন স্বামী), গ্যারি বেকার (ডেমোক্র্যাটিক মেয়র), এড মারে (ডেমোক্রেটিক মেয়র), জ্যাকব সোয়ার্টজ (ডেমোক্র্যাটিক মেয়র ডি ব্লাসিওর ডান হাত), রাসেল সিমন্স (ডেমোক্র্যাটিক কর্মী), নিল গোল্ডস্মিট (ডেমোক্র্যাটিক গভর্নর), মেল্ রেনল্ডস (ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান), ফ্রেড রিচমন্ড (ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান), জর্জ জ্যাকো (ডেমোক্র্যাটিক সেনেটর),  অ্যান্ড্রু মেয়ার্স (ডেমোক্র্যাটিক স্টেট্ রিপ্রেসেন্টেটিভ ক্যান্ডিডেট), গ্যাস সাভেজ (ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান), কার্ল ক্যারে (হিলারির স্টেট্ ডিপার্টমেন্টের অফিসিয়াল), জেমস ক্যামেরন (ডেমোক্র্যাটিক অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল), ড্যানিয়েল রোসেন (ডেমোক্র্যাটিক স্টেট্ ডিপার্টমেন্ট অফিসিয়াল), রেমন্ড লিডি (ডেমোক্র্যাটিক ডেপুটি এটর্নি জেনারেল), ডেনিস হেস্টার্ট (রিপাবলিকান স্পিকার অফ দা হাউস) ।


    ব্ল্যাকমেল এঙ্গেল ছাড়া, নিছক মানবিক প্রবণতা দিয়ে, এই হাই ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করা মুশকিল ।  

  • ভিনগ্রহী সরীসৃপরা পৃথিবী দখল করবে? | 47.39.151.164 | ৩১ ডিসেম্বর ২০২০ ২২:৩৯733440
  • এই সব কনস্পিরেসির গল্পগুলো বেশ ইন্টারেস্টিং। ন্যাশভিলের ব্যাপারটা এতোদিনে ক্লিয়ার যে লোকটার মাথায় গোলমাল ছিল। অনেকদিন ধরেই গাড়িতে বোমা বাঁধত, গার্লফ্রেণ্ড পুলিশকে রিপোর্টও করেছিল, এই সব, তাতে কী? The suspect had reportedly made statements about a "lizard people" conspiracy theory which claims politicians and celebrities such as Justin Bieber and the Obamas are lizards with alien origins which are now taking over the world.
    পুরোটা পড়ুন https://www.bbc.com/news/world-us-canada-55494572

     

  • s | 100.36.157.137 | ০১ জানুয়ারি ২০২১ ০০:২৩733441
  • এসব হচ্ছে অ্যালেক্স জোন্স শোনার বদহজম।

  • s | 100.36.157.137 | ০১ জানুয়ারি ২০২১ ০০:২৭733442
  • আর সতেরোর পোস্টে দু নম্বর পয়েন্ট নিয়ে একটা কথা। আর কুড়ি দিন পর বাইডেন আসলে প্যাটেল ভাই আর টাটাবাবুকে টাটা বলতে হবে। তো এই লেম ডাকে পেন্টাগনের টপ লেভেল চেঞ্জ করে কি এমন হাতিঘোড়া হবে?

  • পার্টি পুপার | 2603:8080:d40:145:e474:525a:a970:573d | ০১ জানুয়ারি ২০২১ ০০:৫৭733443
  • ২০২০ শেষদিনেও পার্টি পুপার ।


    ১) পোপ নববর্ষের নৈবেদ্যে নেতৃত্ব দেবেন না । পায়ে ব্যাথা ।


    https://tinyurl.com/y964tznb


    ২) মার্-ও-লোগো তে লোকে টিকেট কেটেছিল নিউ ইয়ারস ইভ পার্টিতে ট্রাম্পকে দেখবে বলে । শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন । ট্রাম্প আজ ফিরে এলেন হোয়াইট হাউসে । কারণ অজানা ।


    https://tinyurl.com/y8oyrsyb


    ৩) পেন্সের ফেয়ারওয়েল ট্রিপ টু ইস্রায়েল বাতিল । শেষ মুহূর্তে ।


    https://tinyurl.com/y9vajf6a

  • ক্যাথেরিন অস্টিন ফিটস | 2603:8080:d40:145:d4c8:ce05:40f0:a84d | ০২ জানুয়ারি ২০২১ ০০:৪১733446
  • মাস্টো ওয়াচো | 


    "প্ল্যানেট লকডাউন" - ডলার রিসার্ভ কারেন্সি,  ক্রিপ্টো, ক্যাশলেস সোসাইটি, ভ্যাকসিন, স্পেস ওয়েপন্স, সোশ্যাল ক্রেডিট, আন্টি-এজিং এবং শেষ পর্যন্ত ডিজিটাল স্লেভারী |


  • কালনাগিনীর ষড়যন্ত্র | 2603:8080:d40:145:d4c8:ce05:40f0:a84d | ০২ জানুয়ারি ২০২১ ০৭:২৯733447
  • তিরিশে শেষ । ("Done in 30") । এখন মনে হচ্ছে, কবি কিউ এখানে জানুয়ারী ১-৩০ বোঝাতে চেয়েছেন ।


    ঘর পরিষ্কার । ("House Cleaning") । আমরা এখন এই পর্যায়ের শেষ কয়েক দিনে । ফ্লিন মুক্ত, DOJ, DOD পরিষ্কার । 


    সাদা বাড়ী সুরক্ষিত ("White House Secured") । জানুয়ারি ৪-২০ ।


    শেষ অধ্যায় । ("Final Stage") । জানুয়ারী ২১-৩০ । এই পর্যায়কেই হয়তো  কবি কিউ অন্যত্র "10 days of darkness" বলেছেন ।


     
  • রোমেল'স ডেথ | 2603:8080:d40:145:8cb8:90dc:5333:27f3 | ০৪ জানুয়ারি ২০২১ ০০:৪২733451
  • কবি কিউ "হাউস ক্লিনিং" শব্দযুগ্ম আক্ষরিক অর্থেই ব্যবহার করেছিলেন । গত পাঁচ দিনে তিন মৃত্যু । তিনজনেই রিপাবলিকান ।


    ১)  বেন স্যাফিন (ভার্জিনিয়া ) - বয়েস ৬০


    ২) লিউক লেটলো (লুইসিয়ানা) - বয়েস ৪১


    ৩) মাইক রিস (পেনসিলভানিয়া) - বয়েস ৪২

     
  • #ফ্রিআসাঞ্জে | 2603:8080:d40:145:5068:1001:3272:ae4b | ০৪ জানুয়ারি ২০২১ ০৬:১৪733461
  • কাল ৪ঠা জানুয়ারী  জুলিয়ান আসাঞ্জের বিচারের রায় লন্ডনে । আসাঞ্জের মুক্তির প্রত্যাশায় সারা পৃথিবীর মানুষ ।


    ৯২ বছরের চমস্কি বলেছেন - 


    “I am expecting the worst,” MIT professor and prominent US foreign policy critic Noam Chomsky told Al Jazeera.


    “I hope I am wrong,” the 92-year-old activist added, calling Assange’s incarceration “unfair, unjust and criminal – but power reigns”.

  • জুলিয়ান মুক্ত | 2603:8080:d40:145:5068:1001:3272:ae4b | ০৪ জানুয়ারি ২০২১ ১৯:২১733465
  • সুখবর ।


    জুলিয়ান মুক্ত । লন্ডন ডিস্ট্রিক্ট কোর্টের রায় বেরিয়েছে, জুলিয়ানকে মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সট্রাডাইট করা হবে না ।


    আমেরিকাতে জুলিয়ানকে পাঠালে নিশ্চিতভাবেই আমেরিকার "জাস্টিস" সিস্টেম জুলিয়ানকে খুন করতো ।


    জুলিয়ান মুক্ত, পার্টনার স্টেলা ও দুই ছেলের কাছে ফিরে যাবেন জামিন পেলেই ।


    ইউ এস হয়তো ১৪ দিনের মধ্যে আপীল করবে । তবে আপাতত নিশ্চিন্ত ।


    আছে, আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে ।


    https://www.theguardian.com/media/2021/jan/04/julian-assange-cannot-be-extradited-to-us-british-judge-rules

  • সতেরো | 2603:8080:d40:145:347a:4850:67ea:860 | ০৭ জানুয়ারি ২০২১ ০১:৩৩733470
  • ডিওডি জানিয়েছে ক্যাপিটলে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করবে না |


    এইবার বোঝা যাচ্ছে কেন ডিওডির নেতৃত্ব পরিবর্তন  |

  • সতেরো | 2603:8080:d40:145:347a:4850:67ea:860 | ০৭ জানুয়ারি ২০২১ ০২:১৪733471
  • তবে ভার্জিনিয়ার স্টেট্ ন্যাশনাল গার্ড আসছে |

  • পাতকীর মুন্ড | 2603:8080:d40:145:347a:4850:67ea:860 | ০৭ জানুয়ারি ২০২১ ০৫:২৫733472
  • শোনা যাচ্ছে, ডিসিতে সেল সিগন্যাল নেই , ইন্টারনেট ডাউন  | এবং কারফিউ জারি |


    "অন্ধকারে চৌরাশিটা নরকের কুন্ড ,  তাহাতে ডুবায়ে ধরে পাতকীর মুন্ড"

  • 17 | 2603:8080:d40:145:cd1b:a5f:6d2f:5253 | ০৮ জানুয়ারি ২০২১ ০৪:২৭733477
  • এফ সি সি আজকে রিমাইন্ডার দিলো | সোশ্যাল মিডিয়া চ্যূত ট্রাম্প কি এমার্জেন্সি এলার্ট সিস্টেমের সাহায্য নেবেন? 


    Federal Communications Commission DA 21-10


    DA 21-10


    Released:  January 7, 2021


    C ENFORC FCCFCC ENFORCEMENT ADVISORY


    EENFORCEMENT BUREAU REMINDS EMERGENCY ALERT SYSTEM (EAS) PARTICIPANTS OF COMPLIANCE OBLIGATIONS


    The Enforcement Bureau of the Federal Communications Commission (Commission or FCC) issues this Enforcement Advisory to remind broadcasters, cable television operators, wireless cable operators, wireline video service providers, satellite digital audio radio service providers, and direct broadcast satellite providers (EAS Participants) See 47 CFR § 11.2(b) (defining EAS Participants). 


    The EAS is a national public warning system that enables the President to communicate via live audio transmission to the public during a national emergency. 


    EAS Participants must transmit Presidential messages during national emergencies

  • ২৫ না ইম্পিচ | 2603:8080:d40:145:10a6:c799:26f:7646 | ০৮ জানুয়ারি ২০২১ ১২:৫২733478
  • ২৫ নম্বর এমেন্ডমেন্ট নাকি ইম্পিচমেন্ট ? যেভাবে ট্রাম্পের ক্যাবিনেট মেম্বাররা একের পরে এক রিসাইন করছে, ২৫এ ভোটাভুটির জন্য, বিশেষত ট্রাম্পকে তাড়াবার পক্ষে ভোট দেবার জন্য, কেউ পড়ে থাকবে বলে মনে হয় না । পেন্সও অরাজী । 


    আবার ১২ দিনের মধ্যে সেনেটে ইম্পিচমেন্ট ট্রায়ালও অবাস্তব । একদিকে বলছে ইম্পিচমেন্ট, অন্যদিকে বলছে ২০ অব্দি কংগ্রেস বন্ধ রাখতে । 


    কিন্তু এই পাগল-পাগল প্যানিক ভাবের এর মূল কারণ কি ? ১২ দিনের অপেক্ষাও কেন অসম্ভব? 


    একটা সম্ভাব্য উত্তর - ডি-ক্লাসিফিকেশন । 


    এবং এই থ্রেডের পুরোনো বন্ধু এজরা কোহেন ওয়াটনিক । 


    ইলেকশনের ডামাডোলে এবং ডিওজে / ডিওডি খোলনলচে বদলাবার মাঝে একটা ছোট্ট ঘোষণা সবার নজর এড়িয়ে গেছে । রাইসিং শাইনিং ষ্টার ডিফেন্সের আন্ডার সেক্রেটারি ECW ২২শে ডিসেম্বর থেকে পাবলিক ইন্টারেস্ট ডি-ক্লাসিফিকেশন বোর্ডের চেয়ারম্যান পদেও নিযুক্ত হয়েছেন । 


    লেম ডাক সেশন এর আর একটা ছোট পরিবর্তন । :-)


    https://nypost.com/2020/12/22/trump-appoints-allies-to-range-of-federal-boards/

  • ল্যাপটপ চুরি | 24.55.32.185 | ০৮ জানুয়ারি ২০২১ ২৩:৪০733479
  • ২৫ / ইম্পিচ নিয়ে এমন মাথার ব্যামো কেন ? ল্যাপটপ হারালে এমনই হয় ।

    পেলোসি, মার্কলে, ক্লেবার্ন সবাই আজ জানিয়েছেন ক্যাপিটল আক্রমণকারীরা তাদের ল্যাপটপ চুরি করেছেন ।

    ষড়যন্ত্র মহলে গুজব, পুরোটাই পূর্ব-পরিকল্পিত । কালো টুপী এন্টিফা / বি এল এম ঢুকে গিয়েছিলো ট্রাম্প ভক্তদের মধ্যে, যারা মব কন্ট্রোলে অয়েল ট্রেন্ড । ডিসি ক্যাপিটল পুলিশ তাদের বিল্ডিং-এ ঢুকতে দিয়েছে  -- নাহলে কেউ অত সহজে ঢুকতে পারে ? তাদের ফলো করে কিছু ট্রাম্প ভক্তও ঢুকে গেছে । উদ্দেশ্য ট্রাম্প ও ভক্তদের টেরোরিস্ট আখ্যা দেওয়া ও ইম্পিচমেন্ট এর ভিত্তি স্থাপন । কিন্তু এদিকে হয়েছে কি, মিলিটারি ইন্টেলিজেন্স এর  কিছু সাদা টুপী বিএলেম এন্টিফাদের মধ্যে মিশে গিয়েছিলো । তারা ল্যাপটপ চুরি করেছে । এবার  সেইসব ল্যাপটপ থেকে ভোট চুরি ও অন্যান্য জালিয়াতির প্ৰমাণ পাওয়া যাবে ।

    লোমহর্ষক  ব্যাপার, মশাই ।

  • ইম্পিচ নিয়ে মাথার ব্যামো | 165.225.8.103 | ০৯ জানুয়ারি ২০২১ ০২:০৯733480
  • আবার দেখছি ওয়াল স্ট্রীট জার্নাল এডিটোরিয়াল বোর্ড ট্রাম্পকে রিজাইনের সুপরামর্শ দিয়েছে। 

  • টেনেসিতে টেনশন | 2603:8080:d40:145:c588:1b47:5d56:accb | ০৯ জানুয়ারি ২০২১ ০৯:৫৬733482
  • একাধিক রিপাবলিকান হাউস রিপ্রেজেন্টেটিভদের -- গ্লেন ক্যাসাডা, রবিন স্মিথ, টড ওয়ার্নার == বাড়ি ও অফিসে এফ বি আই এর ১২ জন এজেন্ট কি সব যেন খুঁজছে । 


    অনেক বাক্স নিয়ে গেছে, কিন্তু কি খুঁজছে সে ব্যাপারে স্পিকটি নট । এর পরের রোমেল'স ডেথ, থুড়ি কোভিড ডেথ, টেনেসিতে হলে অবাক হবেন না ।


    https://tinyurl.com/y588kw8j

  • লাস্ট ডেস অফ পম্পিও ? | 2603:8080:d40:145:7109:6764:937f:53a6 | ১০ জানুয়ারি ২০২১ ০৭:৩০733487
  • আমরা আগে দেখেছি, ডিওজে ও ডিওডির একদম ওপরের দুই স্তর গত দুই মাসে ভোটের পরে কিভাবে সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে । "লেম ডাক সেশন" এ :-) 


    এবার দেখা যাক আজ সেক্রেটারি অফ স্টেট্ কী বলছেন ।


    ১) তাইওয়ান ও ইউ এস এর দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্টেট্ ডিপার্টমেন্টের ওপর যেসব বাধানিষেধ ছিল, আজ থেকে তা বাতিল । সিসিপিকে তেল দেওয়া বন্ধ হলো ।


    "Our two democracies share common values of individual freedom, the rule of law, and a respect for human dignity. Today’s statement recognizes that the U.S.-Taiwan relationship need not, and should not, be shackled by self-imposed restrictions of our permanent bureaucracy."


    https://www.state.gov/lifting-self-imposed-restrictions-on-the-u-s-taiwan-relationship/


    ২) INF (ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস) ট্রিটি থেকে ইউ এস এ আজ একতরফা সরে এলো । নাটো মিত্র দেরও নাকী আপত্তি নেই । এই প্রসঙ্গে নাটো আম্বাসাডার হাচিসনকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ।


    "Thanks to the diplomatic work of our team and @USAmbNATO, all NATO Allies backed our decision to withdraw from the failed INF Treaty. Never going to hear that on @CNN!"


    "লাস্ট ডেস অফ পম্পেই পম্পিও" ?


    এই প্রসঙ্গে মনে করা যায়, বাইডেনের জয় অফিসিয়াল হবার পরেও, পম্পিওর "কৌতুক" - "there will be a smooth transition to a second Trump administration" 


  • 17 | 24.55.32.185 | ১২ জানুয়ারি ২০২১ ০৮:৪৫733493
  • আজ ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন Q কে এই প্রথম সরাসরি বরণ করলো । তিন বছরের উইঙ্ক উইঙ্ক, নাজ নাজ, ধরি মাছ না ছুঁই পানি খেলা শেষ হলো । ভিডিও শুরু "ডীপ স্টেটের" দিন শেষ বলে, আর ভিডিও শেষ সেই অমোঘ মন্ত্রে WWG1WGA - "where we go one, we go all" |


    তিন চার বছর আগে "বাটারফ্লাই ওয়ার" বা "সাইকিক ওয়ারফেয়ারের" তত্ত্ব মাথায় রেখে IARPA (ইন্টেলিজেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট একটিভিটি) দুর্বোধ্য ধাঁধার আড়ালে লুকোনো মিলিটারি ইন্টেলিজেন্স জনগণের সাথে 8chan বোর্ডে ভাগ করে নেওয়ার যে প্রকল্প শুরু করেছিল, তা আজ অন্তিম লগ্নে । 


     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন