এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৭০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 57.15.136.163 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:০৩488500
  • কে কোনদিকে লড়ছে বলুন তো দিকি, কে মুঘল আর কেই বা রাজপুত?
  • দ্রি | 195.34.52.96 | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৪৯488501
  • ইন্টারন্যাশানাল জিওপলিটিক্সে কেউ পার্মানেন্টলি কারো দিকে নয়। একবার এক অ্যামেরিকান জার্নালিস্ট পুতিনকে জিজ্ঞেস করেছিলেন, 'ক্যান ইউএস কনসিডার ইউ অ্যাজ আ ফ্রেন্ড?' পুতিন বলেছিলেন, 'আই অ্যাম নট আ ফ্রেন্ড, নর আ ব্রাইড অর আ গ্রুম অফ এনিওয়ান। আই অ্যাম দা প্রেসিডেন্ট অফ রাশিয়া। অ্যান্ড অ্যাজ দা প্রেসিডেন্ট আই হ্যাভ দা ডিউটি টু সেফগার্ড দা ইন্টারেস্টস অফ রাশিয়ান পীপ্‌ল।'

    এইটা সব দেশের ক্ষেত্রেই সত্যি। প্রত্যেকেই নিজের ইন্টারেস্ট পার্সু করছে। ইন্টারেস্টগুলো ডায়নামিকও।

    ইন জেনারাল রাশিয়া, ইরান, সিরিয়া একদিকে। আবার সৌদি, কাতার, আইসিস, ইউএস একদিকে।

    টার্কি আগে সেকেন্ড অ্যালায়েন্সে ছিল। কিন্তু ক্যু অ্যাটেম্পটের পর আঠাটা একটু কমেছে। ইজিপ্টের সাথে রাশিয়ার অ্যালায়েন্স হয়েছে। লিবিয়ার সাথে রাশিয়ার কন্ট্যাক্ট শুরু হয়েছে। সৌদি-ইউএস আঠা কমতে শুরু করেছে, ৯/১১ এর ডকুমেন্ট পাবলিক হওয়ার পর। সৌদি ট্রেজারী হোল্ডিংও আস্তে আস্তে কমাচ্ছে। ট্রাম্প এসে যাওয়ার পর ইকুয়েশান আরো বদলাবে। ইউ এস আর আইসিস হয়ত আর বন্ধু থাকবে না। এইসব।
  • দ্রি | 195.34.52.96 | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৫৪488502
  • এক স্প্যানিশ বর্ন জার্মান নাগরিক নাকি ইসলামে র‌্যাডিক্যালাইজড হয়ে গিয়ে চুপি চুপি ঢুকে পড়েছিল জার্মান ইন্টেলিজেন্স এজেন্সিতে। নাকি বড়সড় বোমাবাজির ছক কষছিল। আজ আবার জানা গেল সেই র‌্যাডিক্যাল ইসলামিস্ট নাকি গে পর্ন অ্যাক্টরও ছিল অতীতে। পড়ুন এই বিজারস্য বিজার কাহিনী।

    https://www.rt.com/news/368637-islamist-german-security-service/

    https://www.rt.com/viral/368770-german-bfv-islamist-gay-porn/
  • Abhyu | 208.137.20.25 | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৫৮488503
  • বিজারস্য বিজার বটে!
  • দ্রি | 56.183.218.199 | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৪৩488505
  • অস্ট্রিয়ায় গ্রীন হারিয়ে দিল ফ্রিডম পার্টিকে। তবুও, সেদিনের ফর্ম হওয়া পার্টি সেকেন্ড রাউন্ডে উঠে ৪৬% ভোট পেয়েছে, এটাই আশ্চর্য্য।

    ইতালীতে রেনৎসী চেয়েছিলেন কনস্টিটিউশানাল রিফর্ম করতে (মোর সেন্ট্রালাইজ্‌ড পাওয়ার)। ভোটাররা বলেছে নো। রেনৎসী রিজাইন করবেন। কেয়ারটেকার গভর্মেন্ট যদি না ফর্ম করা যায় তো ইন্টেরিম ইলেকশান। সেটা হলে খুব জেতার চান্স অ্যান্টি-গ্লোবালাইজেশান, অ্যান্টি-অয়েরো ফাইভ স্টার পার্টির। গোড়াতে যে পার্টির নাম ছিল ভাফাংকুলো ('ফাক অফ' ইন ইটালিয়ান)।

    রাশিয়া, চীন ও ইরানের সাথে নিজেদের কারেন্সিতে ট্রেড করবে টার্কি ডলারের বদলে।

    ভেনেজুয়েলায় হাইপারইনফ্লেশানের জেরে কারেন্সি বদলাতে হল। খুব খারাপ অবস্থা। লোকজন ফিশিং বোটে নৌকো করে পালাচ্ছে দেশ ছেড়ে। দীর্ঘদিন লো অয়েল প্রাইসের শক নেওয়ার প্রস্তুতি ছিল না ভেনেজুয়েলার। প্রচুর পরিমাণ সোশাল প্রোগ্রামের কস্ট নেওয়া আর সম্ভব হয় নি। ঋণ বেড়ে যাচ্ছে বড্ড বেশী।
  • দ্রি | 61.15.39.2 | ০৯ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৯488506
  • রোবোট ডিসপ্লেস করছে মানুষকে।

    Outsourcing giant Capita is to sack 2,000 staff and replace them with robots in a move some fear will be repeated across the economy, leading to more than 1 million job losses. The announcement will add to fears the world is a facing fourth industrial revolution powered by artificial intelligence (AI) which will result in unprecedented job losses.

    A study published by Oxford University and consultancy firm Deloitte in October predicted there is a 77 percent probability Britain will lose 1.3 million “repetitive and predictable” administrative and operative jobs within 15 years.

    More than 850,000 public sector jobs – including teachers, social workers and even police officers – could also be replaced by computer programs.

    https://www.rt.com/uk/369763-capita-jobs-robots-automation/
  • দ্রি | 181.25.193.78 | ১০ ডিসেম্বর ২০১৬ ২২:২৫488507
  • আমেরিকা ইলেকশানে রাশিয়ার হাত দেখতে পাচ্ছে। মীনহোয়াইল, রাশিয়ান টেলিকম কোম্পানী, রসটেলিকম সিভিয়ার ডিডিওএস অ্যাটাক আটকে দিল। ওগুলো রাশিয়ান ব্যাঙ্ককে টার্গেট করেছিল। আইওটি ডিভাইসের প্রোটোকল ভালনারেবিলিটি ইউজ করে।

    Russian telecom giant Rostelecom has thwarted DDoS-attacks on the five largest banks and financial institutions in the country, the company said in a statement.

    All the attacks were recorded on December 5, 2016, the longest of them lasting for over two hours, Rostelecom said on Friday.

    “The analysis of the attack sources carried out by Rostelecom specialists revealed that the traffic was generated from the home routers of users who are usually referred to IoT devices,” Muslim Medzhlumov, director of the Cybersecurity Center for Rostelecom, said in a statement, published on the company’s website.

    “A distinctive feature of the attacks was that they were organized with the help of devices that support the CWMP Management Protocol (TR-069). A few weeks ago, a serious vulnerability was revealed in the implementation of this protocol on a number of devices from different manufacturers, which allows attackers [to] organize DDoS-attacks. At the beginning of last week, the largest German operator Deutsche Telecom was subjected to an attack on users’ home devices, as well as the Irish provider Eircom,” he explained.

    The Russian Federal Security Service (FSB) reported on December 2 that it had received intelligence of foreign intelligence services preparing large-scale cyber-attacks in Russia in the period starting from December 5, 2016, aimed at destabilizing Russia’s financial system and the activities of a number of major Russian banks.

    https://www.rt.com/news/369738-ddos-attacks-russia-banks/
  • দ্রি | 181.25.193.77 | ১১ ডিসেম্বর ২০১৬ ০০:৫২488508
  • অ্যালেপ্পোতে হারের দিকে আইসিস। ইউএস, ইইউ এরা সব টেনশানে। এখন তারা হিউম্যানিটেরিয়ান করিডর চাইছে। (যাতে আইসিস একটু রিগ্রুপ করতে পারে, সাপ্লাই বাড়াতে পারে)। ওবামা আবার সিরিয়ান রেবেলদের এয়ার টু মিসাইল লঞ্চার দেবে বলেছে (কে কার দলে সেই নিয়ে যদি কারো কনফিউশান থাকে, হিয়ার ইজ হিজ চান্স টু গেট ক্ল্যারিফায়েড)।

    আবার ওদিকে মোসুলের যুদ্ধে ইউএস 'ভুল করে' ইরাকী সৈন্য (মিত্রশক্তি) মেরে ফেলল প্রায় ৮০ জন। কিছুদিন আগেও এইরকম স্ট্র্যাটেজিক ভুল হয়েছিল।
  • দ্রি | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:৩৯488509
  • মেনস্ট্রীম মিডিয়া ফেক নিউজ, বলছেন এভা বার্টলেটঃ

  • দ্রি | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ২২:২৩488510
  • আনেক্সপেক্টেড কাউন্টার-অ্যাটাকে পালমিরা দখল করে নিল আইসিস। ৮০% সিভিলিয়ানকে ইভ্যাকুয়েট করিয়ে দিতে পেরেছিল সিরিয়ান আর্মি। সিরিয়ান আর্মি পালমিরাকে ঘিরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৩০488511
  • অ্যালেপ্পো দখল হল, কিন্তু হাতছাড়া হল পালমিরা। অ্যালেপ্পো দখল হওয়ায় ওয়েস্টার্ন পাওয়াররা খুবই অখুশী। মিডিয়া বলে যাচ্ছে এটা নাকি একটা ডিজাস্টার। ডিক্টেটার আসাদ ... এটসেট্রা। পিপ্‌ল অন দা গ্রাউন্ড যদিও এতে খুবই খুশী। চার বছর আইসিসের আন্ডারে যখন ছিল তখন অ্যালেপ্পোবাসীদের প্রতি তেমন ভালোবাসা টের পাওয়া যায় নি। আসাদের আন্ডারে আসতেই সব ভালোবাসা উথলে উঠছে।

    তবে আইসিসের পালমিরা দখলের মিলিটারী ম্যানুভারের প্রশংসা করতেই হবে। দারুন অপর্চুনিস্ট মুভ। অনেক ফোর্স নিয়ে হঠাৎ আক্রমণ। ব্রেকথ্রু করার সময় অনেক লস নিয়েছে আইসিস, অনেক সুইসাইড বমার ছিল, অনেক হার্ডওয়্যার স্যাক্রিফাইস করেছে। কিন্তু সিটি দখল করেছে। সিরিয়ান আর্মি এতবড় আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। যদিও রিট্রিটের সময় ম্যাক্সিমাম সিভিলিয়ানদের ইভ্যাকুয়েট করতে পেরেছে সিরিয়ান আর্মি। এখন তারা কিছুটা পিছু হটে একটা এয়ারবেস থেকে ফাইট করছে। এই কাউন্টার অ্যাটাকের পেছনে অ্যামেরিকার মিলিটারী অ্যাডভাইস দেখতে পাচ্ছেন কেউ কেউ। যেই রাস্তা দিয়ে আইসিস আক্রমণ করেছে সেই পথে আমেরিকান স্যাটেলাইট নজরদারী যথেষ্ট। কিন্তু আমেরিকা সিরিয়ানদের কোন মিলিটারী বিল্ডাপের কথা জানায়নি। যদিও সাপোজেডলি আমেরিকাও আইসিসের বিরুদ্ধেই লড়ছে।
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৯488513
  • বেলাউটের টার্মস ছিল পেনশান দেওয়া চলবে না, কিন্তু

    The Greek parliament has defied the international creditors providing Athens' bailout funds and voted through a one-off payment to pensioners.

    http://www.bbc.com/news/business-38336423
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৩488514
  • Berlin’s Federal Intelligence Service (BND) and domestic intelligence agency, the Federal Office for the Protection of the Constitution (BfV), are pointing the blame at Gulf counties who they accuse of funding religious groups, mosques, conversion groups and hardline imams.

    https://sputniknews.com/europe/201612151048570938-german-intelligence-gulf-states-/
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৬488516
  • যুদ্ধের প্রস্তুই নিচ্ছে সুইডেন।

    The Swedish government has told municipal authorities to prepare civil defense infrastructure and procedures for a possible war. The move was prompted by Sweden’s return to the Cold War-era ‘Total Defense Strategy’.

    https://www.rt.com/news/370290-sweden-prepare-possible-war/
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৮488517
  • রাশিয়াকে হাতে রেখে চীনের সাথে যুদ্ধ বাধানোর তালে ট্রাম্প।
  • দ্রি | 87.247.181.163 | ১৭ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৪488519
  • সাউথ চায়না সীতে ভাসমান একটি আম্রিকান জলচর ড্রোনকে গ্রেপ্তার করল চীন। সেই নিয়ে একটু অশান্তি চলছে।
  • দ্রি | 176.62.53.94 | ১৯ ডিসেম্বর ২০১৬ ২২:৩৯488520
  • দোন্যেৎস্ক আক্রমণ করল ইউক্রেন।

    গুলিতে জখম হলেন টার্কির রাশিয়ান অ্যাম্বাস্যাডার।

    আলেপ্পো ইভ্যাকুয়েশানের বাসে আগুন দিল মিলিট্যান্টরা।
  • দ্রি | 176.62.53.94 | ২০ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৬488521
  • ইউএন ফ্লোরে দাঁড়িয়ে সিরিয়ান অ্যাম্বাস্যাডার বললেন ১২ জন বিদেশী ইন্টেলিজেন্স অফিসারের নাম যারা ইস্টার্ন অ্যালেপ্পোয় ধরা পড়েছে। এক জন টার্কিশ, একজন অ্যামেরিকান, একজন ইজরায়েলি, একজন কাতারী, ছজন সৌদি, একজন জর্ডনিয়ান এবং একজন মরোক্কান। এদের বাঁচানোর জন্যই হিউম্যানিটেরিয়ান করিডরের জন্য শোরগোল পড়ে গিয়েছিল।



    কিছুদিন আগে সিরিয়া ইউএনে আইসিসের কেমিক্যাল ওয়েপন ব্যবহারের প্রমাণও পেশ করেছে।
  • দ্রি | 176.62.53.94 | ২১ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৫488522
  • Five people in Port Said allegedly making fake videos purporting to show the wreckage of air strikes in the Syrian city of Aleppo have been arrested, the Egyptian Interior Ministry has said.

    The videographer, his assistants and the parents of two children who appear in the footage were detained after police managed to trail the would-be camera crew to a building site awaiting demolition, a statement on Monday said.

    The team reportedly admitted they had planned to distribute their work on social media, pretending it showed scenes of the injured and destruction in Aleppo, the embattled northern Syrian city which has just fallen back under government control after four years of fighting between the regime and Sunni rebels.
    ...
    In the distinctly amateur raw videos and stills released by the Interior Ministry, an eight-year-old girl wears a white dress and bandages covered in red stains, and holds a teddy bear. A 12-year-old boy is also interviewed about what life is like under intensive Russian-backed Syrian government air strikes.

    http://www.independent.co.uk/news/world/middle-east/aleppo-fake-footage-children-five-peopele-arrested-egyptian-police-a7486541.html
  • PM | 176.62.53.94 | ২৪ ডিসেম্বর ২০১৬ ১১:০৫488524
  • ইজরায়েল প্রথমবারের জন্য আমেরিকার ছাতা হারালো UN এ

    US abstains as UN demands end to Israeli settlements

    http://edition.cnn.com/2016/12/23/politics/israel-official-rips-obama-un-settlements/

    ওবামার শেষ গুরুত্ত্বপুর্ন সিদ্ধান্ত-- তবে মনে হয় সাময়িক--

    কারন ট্রাম্প বাবু বিরোধীতা করেছে। বলেছে জনুয়ারির ২০ র পরে পরিস্থিতি পাল্টাবে।

    "Mr. Trump, who had urged the administration to veto the resolution, has made clear that he will take a far more sympathetic approach to Israel when his administration assumes office on Jan. 20.

    ট্রাম্প আসায় সবথেকে লাভ বোধ হয় ইজরায়েলের হলো। ওবামা/ক্লিন্টনের সাথে নেতানয়ুর মারামারি সুবিদিত। ট্রাম্পের আসায় ইহুদি লবির ভুমিকা নিয়ে কোথাও কোনো আলোচনা দেখি নি। মেন্স্ট্রিম মিডিয়া না হয় অনেকটাই ইহুদি কনট্রোল্ড--- কিন্তু অন্য কোথায়-ও এই আলোচনা দেখি নি।
  • দ্রি | 188.17.170.179 | ২৯ ডিসেম্বর ২০১৬ ০০:৪২488525
  • ট্রাম্পের জামাই ইহুদী এবং ট্রাম্প ক্যাম্পে বেশ ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু ওবামা চলে যাওয়ার আগে এই গোলমালটা বাধিয়ে দিয়ে গেল ট্রাম্পকে বাঁশ দেওয়ার জন্য।

    ব্রাসেলসে একজন নেটো অফিশিয়াল খুন হয়েছে।

    ব্ল্যাক সীতে ভেঙ্গে পড়েছে রাশিয়ান মিলিটারী প্লেন।

    অ্যালেপ্পোতে পাওয়া গেছে মাস গ্রেভ। আইসিসের অত্যাচারের চিহ্ন।

    আর পাওয়া গেছে জঙ্গীদের ফেলে যাওয়া অস্ত্র, মেড ইন ইউএস, জার্মানী।
  • দ্রি | 195.104.120.2 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:০৮488527
  • ayAleppote ja`Mgeeder argyaan TreDer galp shonaa Jaachchhe.

    They spoke of a massive illegal human organ trade across the border with Turkey, set up by the militants. Civilians learned to fear the local emergency vehicles as they sped around the city hunting for potential donors.
    ...
    "We were shelled from a grenade launcher and immediately afterwards rebels came in an emergency vehicle. They ended up stealing one of my kidneys and part of my spleen," he told Sputnik.

    https://sputniknews.com/middleeast/201612291049111417-aleppo-human-organs-trade/
  • দ্রি | 195.104.120.2 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:১৪488528
  • জিহাদীদের কেমিক্যাল ওয়েপনের ফ্যাকট্রি পাওয়া গেল।

    Sputnik correspondents managed to explore makeshift factories in eastern Aleppo used by terrorists to build bombs laced with poisonous chemicals.

    A source in the Syrian military confirmed that this type of ordnance was used by the terrorists against the Syrian army; one such attack occurred in the southwestern area of the city in the vicinity of the al-Assad Military Academy.

    Analyses indicate that chemicals used by the terrorists were made in the US while the bombs were manufactured on site. Furthermore, the mark UN 3082 is clearly visible on the chemical canisters discovered at the terrorist factory.

    Earlier this year Samer Abbas, spokesman for the Syrian National Authority monitoring the implementation of the Chemical Weapons Convention, contacted the Organization for the Prohibition of Chemical Weapons (OPCW) and presented documented proof of terrorists using sulfur mustard ordnance against civilians in Syria. OCPW declared that a special committee to confirm the veracity of these documents needs to be created, but so far have apparently refrained from pursuing this line of inquiry for reasons unknown.

    https://sputniknews.com/middleeast/201612291049117057-aleppo-chemical-weapons-production/
  • দ্রি | 88.109.24.109 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:৪৩488529
  • রাশিয়ার ওপর আরো স্যাংশান বসালো ইউএস।

    The five institutions are: the Professional Association of Designers of Data Processing Systems, an autonomous noncommercial organization; Federal Security Service (Federalnaya Sluzhba Bezopasnosti or FSB); Main Intelligence Directorate (Glavnoe Razedyvatelnoe Upravelenie or GRU); Special Technology Center; and Zorsecurity, formerly known as Esage Lab or Tsor Security.

    The four people are Vladimir Stepanovich Alexseyev, the first deputy chief of the GRU; Aleksey Alekseyevich Belan; Evgeniy Mikhaylovich Bogachev; Sergey Gizunov, the deputy chief of the GRU; Igor Korobov, chief of the GRU; and Igor Kostyukov, the first deputy chief of the GRU.

    https://www.rt.com/usa/372189-russia-us-hacking-sanctions/

    এবং, ৩৫ জন রাশিয়ান ডিপ্লোম্যাটকে তাড়ানো হল, ও দুটো এম্ব্যাসি বন্ধ করে দেওয়া হল।

    Thirty-five Russian diplomats have been expelled from the US, according to a senior official. President Obama described those expelled as “intelligence operatives,” also announcing the closure of two Russian compounds, in New York and Maryland.

    The Russian diplomats would be given 72 hours to leave US soil, the official told Reuters on condition of anonymity.

    The Russian staff will also be denied access to the New York and Maryland compound as of noon on Friday, the source added.

    https://www.rt.com/news/372190-us-expels-russian-diplomats/

    দামাস্কাসে রাশিয়ান এম্ব্যাসিতে বোম পড়েছে।
  • PM | 116.78.106.96 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:২৯488530
  • বেশ কিছু নতুন আর একটু অনভ্যস্ত ঘটনা ঘটে চলেছে দুনিয়ায়---

    সিরিয়া নিয়ে রাশিয়া, টার্কি আর ইরান অক্ষ হচ্ছে-
    পশ্চিমী মিডিয়া বলছে ভাগবাটোয়ারা চলছে
    Russia, Turkey, Iran eye dicing Syria into zones of influence

    Assad's powers would be cut under a deal between the three nations, say several sources. Russia and Turkey would allow him to stay until the next presidential election when he would quit in favor of a less polarizing Alawite candidate.

    Iran has yet to be persuaded of that, say the sources. But either way Assad would eventually go, in a face-saving way, with guarantees for him and his family.

    http://www.reuters.com/article/us-mideast-crisis-syria-deal-idUSKBN14H12V

    রাশিয়ান মিডিয়া অন্য কথা বলছে---

    Yet, this is also Putin’s personal revenge on Obama for having labeled Russia a “declining” and “regional” power. With the Russia-Turkey-Iran axis, it is the U.S. that is the declining power in the Middle East.

    However, after the fait accompli in Syria, the Kremlin is eager to bring in the Trump administration as a partner in the war on Islamic radicalism and as a political ally to goad the EU and the Saudis into a reconstruction plan for post-war Syria. This will suit Trump just fine.

    https://themoscowtimes.com/articles/the-new-axis-russia-turkey-and-iran-take-over-syria-56703

    আরেকটা অক্ষ তৈরী হচ্ছে পুর্বে , আফগানিস্তানে-- এখানে রাশিয়া, চীন আর পাকিস্তানের মধ্যে---

    China, Pakistan, Russia to Meet on Afghanistan, Angering Kabul Leaders

    http://www.voanews.com/a/china-pakistan-russia-to-meet-on-afghanistan-angering-kabul-leaders/3651066.html

    এই জোটের বক্তব্য আফগানিস্থানে তালিবানের থেকে এখন ISIS ভয়ংকর তাই তালিবান দের সাথে আইসিস বিরোধী জোট করা উচিত। UN র তালিবান দের ওপোর থেকে নিষেধ তুলে নেওয়া উচিত অবিলম্বে।

    পুরো ব্যাপরটাই অদ্ভুত লাগছে এই কারনে যে দুটো অক্ষ আর মিটিঙে -ই মুল দেশ বাদ। মনে আফগানিস্তান নিয়ে মিটিঙে আফগানিস্তান সরকার নিজেই ব্রাত্য !!! আসাদ সরকার ও প্রায় গুরুত্বহীন।

    এখনো পর্য্যন্ত মনে হচ্ছে পুতিনের দাবার দান গুলো ই ঠিক ঠাক পড়ছে। ট্রাম্প কে এসে আরেকটা৭০ এর "পিং পং" ডিপ্লোমেসির মতো আউট অফ দা বক্স কিছু করতে হবে রাশিয়া/চীন কে আলাদা করতে। নাহলে আমেরিকার কপালে দুঃখ আছে মনে হচ্ছে।

    এদিকে মোদি বাবুর খুল্লম খুল্লা পশ্চিম ঘেষা নীতি, একই বাক্সে সব ডিম রাখা, আর রাশিয়া কে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া, ভারতকে বেশ বিপদে ফেলতে চলেছে মনে হয় আগামী দিনে।
  • dc | 120.227.240.249 | ০৭ জানুয়ারি ২০১৭ ১৫:৩১488531
  • রাশিয়া অ্যামেরিকার ইলেকশান ইনফ্লুয়েন্স করেছে বলে অ্যামেরিকায় এতো হইচই হচ্ছে, সে দেখে একটাই কথা মনে হচ্ছেঃ হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন