এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৯৭৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Robu | 11.39.36.232 | ০৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৫488433
  • একটু কান কটকট করছে, তাই বলে যাই - সব দেশেরই এটা শেখা উচিত। বড় লোক ক্যানো ট্যাক্স দেবে। একটা সার্টেন ইনকাম রেন্জ পেরিয়ে গেলে ট্যাক্স মকুব করে দিক।
  • pi | 233.176.41.111 | ০৫ অক্টোবর ২০১৬ ০৯:৪৬488434
  • আমি আবার দেখছিলাম, এখানে কোন কোন দেশ নিয়ে কে কে লিখে গেছেন। মানে কে কে SS এর কাছে বকা খেতে পারেন।
    অবশ্য আম্রিগা নিয়ে না লিখলেই বকা খাওনের চান্স নাই মনে হয়।
  • SS | 160.148.14.38 | ০৫ অক্টোবর ২০১৬ ১৮:২৭488436
  • রোবু,
    কান কটকট কমল? গেট ওয়েল সুন (মুন্নাভাই স্টাইলে)।
    আর ভারতবর্ষ ট্যাক্স ফাঁকি দেওয়ার সাবজেক্টে দুনিয়ার অন্য সব দেশকে কান ধরে শেখাতে পারে। অন্য দেশের থেকে আর শেখার দরকার আছে বলে মনে হয় না।

    দ্রি,
    ট্যাক্সের ব্যাপারে আর কি বলব! পে চেক থেকেই মালুম হয়।
    তবে শুধু আমেরিকান বিলিয়্নেয়ার নয়, রাশিয়ান অলিগার্কদের কথাও একটু বলুন।
  • Robu | 11.39.57.129 | ০৫ অক্টোবর ২০১৬ ১৯:৪৮488438
  • না, কমেনি। ধন্যবাদ।
    অ্যামেরিকার দিকেই তো আমরা শিখবার জন্য তাকিয়ে থাকি। শেখার শেষ আছে?
  • sm | 53.251.91.253 | ০৫ অক্টোবর ২০১৬ ২২:২৩488439
  • আচ্ছা SS এইড্যা কি কইলো!আম্রিগা নাকি আইনের শাসনের দেশ! তা,আম্রিগার সঙ্গে ভারতের তুলনা করলে চলে ভাইটি ?
  • দ্রি | 201.96.249.110 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:০৮488440
  • কেন, রাশিয়ান অলিগার্কদের গল্প শোনানোর জন্য নিউ ইয়র্ক টাইমস আছে, ওয়াশিংটন পোস্ট আছে। আমি আমেরিকান বিলিয়ানেয়ারদের কথাটাই বলি।

    এই যেমন আজই শুনলাম, ক্লিন্টন ডোনার, অ্যাপ্‌ল ৬৫ বিলিয়ান ডলার ইউএস ট্যাক্স অ্যাভয়েড করেছে।
  • দ্রি | 201.96.249.110 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:১২488441
  • Yahoo Inc last year secretly built a custom software program to search all of its customers' incoming emails for specific information provided by U.S. intelligence officials, according to people familiar with the matter.

    The company complied with a classified U.S. government demand, scanning hundreds of millions of Yahoo Mail accounts at the behest of the National Security Agency or FBI, said three former employees and a fourth person apprised of the events.

    Some surveillance experts said this represents the first case to surface of a U.S. Internet company agreeing to an intelligence agency's request by searching all arriving messages, as opposed to examining stored messages or scanning a small number of accounts in real time.

    It is not known what information intelligence officials were looking for, only that they wanted Yahoo to search for a set of characters. That could mean a phrase in an email or an attachment, said the sources, who did not want to be identified.

    Reuters was unable to determine what data Yahoo may have handed over, if any, and if intelligence officials had approached other email providers besides Yahoo with this kind of request.

    http://www.reuters.com/article/us-yahoo-nsa-exclusive-idUSKCN1241YT
  • Arpan | 15.67.117.230 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:১৪488442
  • হিলারির থেকে জয়ললিতা শিখেছেন।

    (শেখার কি আর সেশ আছ্র রে ভাই?)
  • SS | 160.148.14.38 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:২৬488443
  • সেই। বিলিয়্নেয়ারদের গল্প, সে রাশিয়ান হোক বা আমেরিকান, শোনার জন্যে আমেরিকান নিউজপেপার পড়তে হবে। রাশিয়া টিভি এই ব্যাপারে পুরো চুপচাপ। মুখ খুললে প্রকাশ্য রাস্তায় পুটিনের ভাড়াটে গুন্ডার গুলি খেয়ে মরতে হবে।
    আর আপেল শুধু ক্লিন্টন ডোনার??? এক কাজ করুন, বাজারে একটা খবর প্রচার করুন। আইফোন এইট আর বেরোবে না। দেখুন কিরকম প্যানিক তৈরি হয়। আপেল এখন আমজনতার। তাই আমজনতা ভোটে নির্বাচিত হবার চান্স জার বেশি আপেল তাকেই টাকা দেবে। টেক কোম্পানিরা এই ব্যাপারে বেশি বাছাবাছি করে না।
  • SS | 160.148.14.38 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:২৯488444
  • আমি অবশ্য আপেল শুধু খাই। একটাও আপেল প্রোডাক্ট নেই। ইউনিভার্সিটিতে থাকাকালীন স্কুলের টাকায় কেনা একটা ম্যাকবুক কিছুদিন ব্যবহার করেছিলাম।
  • দ্রি | 47.187.129.166 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:৪০488445
  • আচ্ছা ঠিক আছে। ক্লিন্টন ডোনার, আপামর জনসাধারণের চোখের মনি, অ্যাপ্‌ল ...
  • SS | 160.148.14.38 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:৪৯488446
  • আপেলের ট্যাক্স অ্যাভয়েড করার গল্পটা তো পুরোনো। মানে মাস খানেক তো বটেই। তবে গল্পের মধ্যে গল্পটা কি জানেন? ই ইউ আপেলকে ফাইন করেছে আপেল আয়ার্ল্যান্ডে হেড কোয়ার্টার রেখে ট্যাক্স অ্যাভয়েড করার জন্যে। তাতে ইউ এস ট্রেজারি পড়েছে মুশকিলে। কারণ ইলেকশানের পর কর্পোরেট ট্যাক্স ল রিভ্যাম্প করার একটা প্ল্যান ছিল। ওবামা বেশ কিছুদিন ধরে এই সব কোম্পানিকে আন প্যাট্রিয়টিক বলে জমি তৈরি করছিল। এখন ই ইউ তাতে জল ঢেলে দিয়েছে।
  • দ্রি | 195.38.14.215 | ০৬ অক্টোবর ২০১৬ ০০:৫৫488447
  • সে কী? ইইউ ফাইন করেছে বলে আমেরিকা এদের আটকাতে পারছেনা?

    সত্যি। ওবামার এই কষ্ট চোখে দেখা যায় না।
  • SS | 160.148.14.38 | ০৬ অক্টোবর ২০১৬ ০১:০৭488449
  • আটকানোর কথা বললাম নাকি?
    ট্রেজারি ই ইউর এগেনস্টে বলেছে রেট্রোঅ্যাকটিভ ট্যাক্স কালেক্শান আনপ্রিসিডেন্ট বা ঐ রকম কিছু একটা। একটু মেনস্ট্রিম নিউজ খুঁজুন, পেয়ে যাবেন। কারণ, ট্রেজারির প্ল্যান ছিল অ্যাপলের মত কোম্পানির থেকে কিছু ট্যাক্স উদ্ধার করা। কিন্তু ই ইউ ফাইন করেছে বলে এখন টেকনিকাল কিছু অসুবিধে হবে। এনপিআরে প্ল্যানেট মানি বলে একটা প্রোগ্রাম হয়, তাতে শুনেছিলাম (আবার মেনস্ট্রিম মিডিয়া)।
  • দ্রি | 124.143.72.138 | ০৬ অক্টোবর ২০১৬ ০১:৪৮488450
  • ঃ-) ট্রেজারি বলেছে ইইউর রেট্রোঅ্যাকটিভ ট্যাক্স কালেকশান আনপ্রিসিডেন্টেড। কিন্তু নিজে রেট্রোঅ্যাকটিভভাবে অ্যাপ্‌লের কাছে থেকে কিছু ট্যাক্স উদ্ধার করবে? এইটা কি আপনি আমায় বিশ্বাস করতে বলছেন? ইইউ ফাইন করেছে বলে কি টেকনিকাল অসুবিধে হবে কিছু বলেছিল এনপিআরে?

    দেখুন এগুলো টিট ফর ট্যাট গেম। কিছুদিন আগে ইউএস গভর্মেন্ট ডয়েচব্যাঙ্ককে ফাইন করেছিল। এখন ইইউও অ্যাপ্‌লকে ফাইন করেছে। আই ফর অ্যান আই।
  • SS | 160.148.14.3 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:০২488451
  • ট্রেজারি রেট্রোঅ্যাকটিভলি ট্যাক্স কালেক্ট করবে ন। ইলেকশানের পর যদি প্রেসিডেন্ট আর সেনেট ডেমোক্র্যাটিক হয়, তাহলে কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেনস ট্যাক্স রেট চেন্ঞ্জ হলেও হতে পারে। যেসব কোম্পানি ওভার্সিজ ট্যাক্স হেভেন ইউজ করে তাদের জন্যে কিছু স্পেশাল মেজার নেওয়া হতে পারে। কিন্তু এখন ই ইউ যে ফাইন করেছে তার সাথে কমপ্লাই করতে হলে অ্যাপল কি করবে জানা নেই। টেকনিকাল অসুবিধে কিছু একটা শুনেছিলম, এখন মনে নেই। খোঁজার সময়ও নেই।

    আর এই ইকুয়েশানটা ডয়েচব্যাঙ্কের মত অত সহজ নয়। এতে আয়ার্ল্যান্ড বলে একটা ভেরিয়েবল আছে। আয়ার্ল্যান্ড বলেছে তারা টাকা চায় না, কারণ তাহলে আর লুক্রেটিভ ট্যাক্স হেভেন থাকতে পারবে না। এদিকে ই ইউর পার্ট হবার জন্যে এই ফাইনের সাথে কমপ্লাই করা উচিৎ। তাই এখানে অঙ্ক একটু কঠিন।
  • দ্রি | 202.42.116.16 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:২৮488452
  • ট্রেজারী যদি রেট্রৈঅ্যাকটিভলি কিছু কালেক্ট না করে তাহলে ইইউ এখন কি করল তাতে কি যায় আসে? পরের বছর লেজিস্লেশান চেঞ্জ করে তার পর যা খুশী করুক। এতে কোন 'টেকনিকালিটি' তো থাকার কথা নয়। আর যদি থাকেও, সেই সব ঢপের টেকনিকালিটিও লেজিস্লেশান দিয়ে বদলে নেওয়া যায়।

    কিন্তু এইসব তো হওয়ার আগে হবে হবে বললেই বিশ্বাস করব না। যাদের থেকে টাকা নিয়ে ইলেকশান লড়া, তাদেরই দাঁতের গোড়া ভাঙা তো অত সহজ নয়। এইসব ক্ষেত্রে জাস্ট ফিউচারিস্টিক আশ্বাস আমার কাছে যথেষ্ট নয়।
  • দ্রি | 101.219.237.244 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৪৬488453
  • ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইসিস রিক্রুটের ওপর একটা স্টাডি করেছে। স্টাডির রেজাল্ট খুব ইন্টারেস্টিং।

    দেখা গেছে রিক্রুটদের অধিকাংশই শিক্ষিত! এমনকি পৃথিবীর যে অংশ থেকে তারা এসেছে, সেই অঞ্চলের যা অ্যাভারেজ তার চেয়ে বেশী শিক্ষিত তারা। 'শিক্ষার অভাবই সন্ত্রাসের মূল কারণ' এই ধারনাকে জোরালোভাবে চ্যালেঞ্জের সামনে ফেলে দিল এই স্টাডি।

    A vast proportion of ISIS recruits are “far from being uneducated or illiterate,” the World Bank has found in a study of why people join terrorist groups. The report says some of the recruits tend to be even better educated than their average countrymen.

    The World Bank-sponsored report titled ‘Economic and Social Inclusion to Prevent Violent Extremism’ states that, “sixty-nine percent of [Islamic State] recruits report at least a secondary education. Only fifteen percent left school before high school and less than two percent are illiterate,” debunking a common myth about the jihadists.
    ...
    Not only did the study debunk a popular myth that most members of the extremist group lack education, it also said that IS recruits who come from specific parts of the world tend to be better educated than their average countrymen.

    “An important finding is that these individuals are far from being uneducated or illiterate. Most claim to have attended secondary school and a large fraction have gone on to study at university,” the report states.

    “Notably, Daesh recruits from Africa, South and East Asia and the Middle East are significantly more educated than individuals from their cohort in their region of origin,” researchers write in the report, using an Arabic pejorative for IS.

    খুব কিউরিয়াসলি, সুইসাইড মিশানে যারা যাচ্ছে তাদের মধ্যে শিক্ষিতের পার্সেন্টেজ দেখা যাচ্ছে আরো বেশী।

    “The proportions of administrators but also of suicide fighters increase with education,” the study says.

    The researchers, however, urged others to take caution when interpreting the results since recruits might have been “overestimating” their education.

    দেখা যাচ্ছে, অধিকাংশ রিক্রুটরা চাকরীও করত!

    কিন্তু সুইসাইড স্কোয়াডের মধ্যে বেকারত্ব বেশী।

    The majority of recruits also reported having a job prior to joining the extremist group. However, those who chose to become suicide bombers either lacked a job in their country or had served in the military.

    “The proportions of administrators but also of suicide fighters increase with education. Recruits who reported not working or being in the military before joining Daesh are the most prone to choosing ‘suicide fighter’ as their preferred option,” the report said.

    ফাইনালি, স্টাডির ক্লেম হল,

    “poverty is not a driver of radicalization into violent extremism,” a “lack of economic and social inclusion” is most likely to have played a role in people’s decision to join IS.

    “We find that Daesh did not recruit its foreign workforce among the poor and less educated, but rather the opposite,” they write. “While terrorism is not associated with poverty and low levels of education, the lack of inclusion seems to be a risk factor of radicalization into violent extremism. Moreover, unemployment certainly has explanatory power.”

    শিক্ষা নয়, আনেমপ্লয়মেন্ট।
  • দ্রি | 195.100.85.101 | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:৩০488454
  • হারিকেন ম্যাথু পার হয়ে গেল হাইতি, কিউবা। পরের স্টপ ফ্লোরিডা। গভর্নর বলছেন, পালাও।
  • দ্রি | 202.95.53.3 | ১২ অক্টোবর ২০১৬ ০০:০৫488455
  • যুদ্ধের সময় প্রায় হয়ে এল।

    সিরিয়ায় সীজফায়ারের সময় আমেরিকা সিরিয়ান আর্মির ওপর বোম ফেলেছিল। সঙ্গে সঙ্গে সীজফায়ার কলড অফ হয়। অলেপ্পোতে বমিং শুরু হয়। রাশিয়া নিউক্লিয়ার ট্রিটি থেকে উইথড্র করে। আমেরিকা সিরিয়ায় নো-ফ্লাই জোন চালু করার প্রস্তাব দেয়। রাশিয়া তা নাকচ করে।

    সেনেটে জেনারাল জোসেফ ডানফোর্ড বলেন, 'টু ইম্পোজ আ নো-ফ্লাই জোন ইন সিরিয়া, উই হ্যাভ টু গো টু ওয়ার উইথ রাশিয়া অ্যান্ড সিরিয়া।'



    জেনারাল মার্ক মিলি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, 'উই উইল বীট ইউ হার্ডার দ্যান ইউ হ্যাভ এভার বি বিটেন বিফোর'।



    তার উত্তরে রাশিয়ান জেনারাল কোনাশেঙ্কভ বললেন সিরিয়ান আর্মি পোজিশান অ্যাটাক করা বুদ্ধিমানের কাজ হবে না। 'আই ওয়ার্ন অ্যামেরিকান স্ট্র্যাটেজিস্টস, দ্যাট রাশিয়া কারেন্টলি হ্যাজ এস-৩০০ অ্যান্ড এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমস ডিপ্লয়েড টু প্রোটেক্ট ইটস ট্রুপস ... দা রেডিয়াস অফ দা ওয়েপনস রীচ মে দি আ সারপ্রাইজ টু অল আনাইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্টস ... অল দা ইলিউশানস অফ অ্যামেচারস অ্যাবাউট দা একজিস্টেন্স অফ ইনভিজিব্‌ল জেটস উইল ফেস আ ডিসাপ্যেন্টিং রিয়েলিটি'।



    এরপর ফ্রান্স, অ্যামেরিকা অ্যালেপ্পোয় ওয়ার ক্রাইম ইনভেস্টিগেশানের কথা তুলেছে। রাশিয়া বলেছে, ওয়ার ক্রাইম ইনভেস্টিগেশান অবশ্যই হওয়া উচিত। ইরাকে, লিবিয়ায়, ইয়েমেনে।

    ইউকেতে পার্লামেন্টে ডিবেট চলছে সিরিয়ায় নো-ফ্লাই জোনে বৃটেন পার্টিসিপেট করবে কিনা।

    Western air forces must be willing to confront Russian military jets over the skies of Syria to enforce a no-fly zone and protect the citizens of eastern Aleppo from a bombardment akin to the attack on Guernica during the Spanish civil war, UK MPs will be told by a former cabinet minister in an emergency three-hour Commons debate on Tuesday.

    https://www.theguardian.com/politics/2016/oct/11/west-must-confront-russia-over-aleppo-syria-emergency-commons-debate-to-hear
  • দ্রি | 56.183.221.231 | ১২ অক্টোবর ২০১৬ ০১:৩২488456
  • ayAleppor byaapaare bhyaanesaa beelir বক্তব্য।

  • | ১২ অক্টোবর ২০১৬ ২২:০২488462
  • এইটা ঠিক আগামী নয় বরং অতীত। তবু থাক এখানে।

    "আমার জন্ম হইছিলো লিবিয়ার সির্থ শহরে।
    আরব দেশগুলিরে আমেরিকানগণ যেইভাবে পোর্ট্রে করেন, তার ধারে কাছেও লিবিয়া ছিলো না। আমার মা'রে কোনোদিন মাথায় কাপড় দিতে হয় নাই, একলা ঘুরতে বা চাকরি করতেও উনার প্রবলেম ছিলো না। আমার বাপ ছিলেন একটা পাওয়ার প্লান্টের চিফ এঞ্জিনিয়ার। সেইখানে প্লান্টের মাথা থিকা শুরু কইরা একদম নিচের কর্মচারীরা প্রতিদিন একই রকম খাওয়া ফ্রি পাইতেন। প্রতিদিন পার পরিবার একটা কইরা শুধু লবণ দিয়া রোস্ট করা স্বাদহীন মুরগী, এক ডজন ডিম এবং এক জেরিক্যান ভর্তি আঙ্গুরের রস পাইতেন প্লান্ট বা কাজের জায়গা থিকা। আমাদের চিকিৎসা ফ্রি ছিলো, ইস্কুল ফ্রি ছিলো, বাড়ি ফ্রি ছিলো, ইনকাম ট্যাক্স বইলা কিছুর অস্তিত্ব ছিলো না। অর্থাৎ আপনি যা ইনকাম করবেন তার পুরাটাই আপনার। আপনি বিয়া করলে সরকারের তরফ থিকা চাষের জমি এবং ট্রাক্টর পাইতেন উপহার হিসাবে। আমাদের বাসার দরজা জানালাও সবসময় খোলাই থাকতো। কোনোদিন চুরি ডাকাতি হয় নাই। বাসার পিছনে ভূমধ্যসাগরের তীরে আমার হাঙ্গেরিয়ান বান্ধবীর আম্মা এবং আরব মেয়ে দরিয়ানা বিকিনি পইরা রোদ পোহাইতেন। মুসলমানরা সাগর তীরে বইসাই নামাজ পইড়া বিকিনি এড়াইয়া সালাম ফিরাইতেন। কেউ কাউরে ধর্ষণ করছেন, হাত কাইটা ফেলছেন, পাথর ছুইড়া মাইরা ফেলছেন- এমন খবর আমি কোনোদিন পাই নাই যতদিন ঐদেশে ছিলাম।

    তো আমেরিকানরা আসলেন। কইলেন এইদেশে গণতন্ত্র নাই। কইলেন গাদ্দাফী মানবাধিকার লঙ্ঘন করতেছেন। কইলেন এইদেশে বিধ্বংসী অস্ত্র আছে। এই কইয়া উনারা সবাইরে মাইরা গাদ্দাফীরে উচ্ছেদ কইরা বিভিন্ন গোত্রে গিট্টু লাগাইয়া সবাইরে বিধ্বংসী অস্ত্রের সাপ্লাই দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করলেন।

    সুতরাং-
    জয় হোক আমেরিকার।
    জয় হোক মানবতার।"

    লিখেছেন নাদিয়া ইসলাম
  • dc | 132.174.123.170 | ১২ অক্টোবর ২০১৬ ২২:১৩488463
  • হায় বেচারা গদ্দাফি।
  • দ্রি | 119.163.234.8 | ১২ অক্টোবর ২০১৬ ২২:৪৪488464
  • এক রাশিয়ান ওয়েবসাইট জানাচ্ছে, যে সব রাশিয়ান গভর্মেন্ট অফিশিয়ালের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে গেছে তারা যেন কালবিলম্ব না করে দেশে ফেরত আসে।
  • দ্রি | 119.163.234.8 | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫০488465
  • কিছু আমেরিকান প্লেনের ছবি ইন্টারনেটে এসেছে যেগুলো রাশিয়ান প্লেনের মত রং করা।

    পারফেক্ট ফর ফলস ফ্ল্যাগ।
  • dc | 132.174.86.107 | ১৩ অক্টোবর ২০১৬ ০৭:৫৭488466
  • ইন্টারনেটে কিছু রাশিয়ান প্লেনেরও ছবি এসেছে যেগুলো আমেরিকান প্লেনের মতো রং করা। একবারে ফলসিফায়েড ফলস ফ্ল্যাগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন