এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৫৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 213.77.177.175 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৯488400
  • রশিয়ার পাকিস্তানের সাথে জয়েন্ট মিলিটারি এক্স্সারসাইস ব্যাপারটা কি? এটা দঃ এশিয়ার সব থেকে বড় খবর বলে মনে হচ্ছে। সার্জিকাল স্ট্রাইকের থেকেও বড়।

    জিও পলিটিকালিও ছোটো খবর নয়। রাশিয়া, চীন, পাক অক্ষ তৈরী হচ্ছে কি?
  • PM | 149.5.231.253 | ০২ অক্টোবর ২০১৬ ২২:২৫488401
  • আমেরিকায় ওবামা আর এস্ট্যাব্লিশমেন্টের তীব্র বোরোধীতা সত্ত্বেও একটা আইন পাশ হয়েছে যাতে ৯/১১ র ভিকটিমরা সৌদির বিরুদ্ধে মামলা করতে পারবে।

    তার পর থেকে এই খবরগুলো নিয়ে খুব হই চই হচ্ছে--- কতটা সত্যি কি জানি----

    Saudi bill could expose US deep state behind 9/11: Scholar

    http://www.presstv.ir/Detail/2016/09/30/486977/911-US-deep-state

    Passage of US 9/11 law enrages Saudi Arabia

    http://presstv.ir/Detail/2016/09/30/486976/Saudi-Arabia-warn-US-911-law-victims-terrorists-attacks-New-York-JASTA

    নতুন পাস হওয়া JASTA আইনের বলে একজন ভিকটিম প্রথম মামলা ঠুকে দিয়েছেন সউদির বিরুদ্ধে--

    9/11 victim sues Saudi Arabia for husband’s death

    http://www.presstv.ir/Detail/2016/10/01/487105/US-Saudi-Arabia-911-JASTA-DeSimone

    কন্সপিরেসি থিওরি--

    US, Israel using Saudi Arabia to cover up own role in 9/11: Analyst

    http://presstv.ir/Detail/2016/09/28/486832/US-911-Obama-Israel-Saudi-Lendman

    Saudis may reveal names of other 9/11 players: Pundit

    http://www.presstv.us/Detail/2016/10/01/487161/US-Saudi-Arabia-911-Kelley

    প্রেস টিভি হলো ইরানের সংবাদ সংস্থা যারা ইজরায়েল আর সউদির আর্চ রাইভাল। পুরোটা ফেস ভ্যালুতে নেওয়া মুসকিল।

    অন্যদিকে আবার ইরান/রাশিয়া/চীন ছাড়া আমেরিকা/সউদি/ইজরায়েলের প্রভাব্মুক্ত মিডিয়া দুস্প্রাপ্য।
  • দ্রি | 114.236.58.27 | ০২ অক্টোবর ২০১৬ ২২:৩৯488402
  • রাশিয়া পাকিস্তান জয়েন্ট মিলিটারী এক্সারসাইজের পর ইরান পাকিস্তান জয়েন্ট মিলিটারী সার্ভিস হল।

    ডাচ ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানী আইএনজি রিস্ট্রাকচারিং অ্যানাউন্স করল। কয়েক হাজার জব ফায়ারিং লাইনে।

    ক্রেদিৎ সুইস লন্ডন ব্রাঞ্চও জব কাট অ্যানাউন্স করল।

    মার্চের শেষে ব্রেক্সিট ট্রিগার্ড হবে, বললেন মে।
  • দ্রি | 119.163.234.9 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:০৪488403
  • রাশিয়াকে মাইক্রোসফটের সফ্‌টওয়্যার-মুক্ত করার অর্ডার দিলেন পুতিন।

    Government spokesman Sergei Zheleznyak explained that Microsoft had been caught carrying out “minute-by-minute surveillance” on millions of Russian citizens – as well as citizens of other countries.

    “The US, which presents itself as a bastion of democracy, has in fact been carrying out minute-by-minute surveillance of tens of millions of citizens of Russia and other countries.“

    “All the main internet companies that were formed in the US are involved in this ugly story, and these companies operate on the territory of our country,” said the Kremlin spokesman.

    মাইক্রোসফ্‌তের সফটওয়্যারের বদলে ব্যবহৃত হবে রাশিয়ান হোমমেড সফটওয়্যার। সব দেশেরই এই স্টেপ নেওয়া কনসিডার করা উচিত।
  • 0 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:১৭488405
  • PM, সওয়া-চার কোটি (২০--২৫%) শিয়া অধিবাসীর জন্যে পাকিস্তান ইয়েমেনের জায়দি-শিয়াদের (হুথিদের) বিরুদ্ধে সৌদি-অ্যালায়েন্সকে কোনো সাহায্য দেয়নি। সেই কারণেই ইরান-রাশিয়ার সাথে আপাত সদ্ভাব বজায় রেখে চলা। শিয়া-সুন্নি মৈত্রী টিঁকিয়ে রাখা পাক-এস্ট্যাব্লিশ্‌মেন্টের জন্যে ভীষণ জরুরী।
  • PM | 149.5.231.253 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:৩৫488406
  • পাকিস্তানের অবজেকটিভ এখানে ইম্পর্ট্যান্ট নয় রাশিয়ার সিদ্ধান্ত ইম্পরট্যান্ট। এটা রাশিয়ার তরফ থেকে ভারতকে দেওয়া একটা মেসেজ বলেই মনে হচ্ছে। পাকিস্তান এখানে একটা উপলক্ষ্য মাত্র
  • দ্রি | 103.115.95.207 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:৫০488407
  • এই মুহুর্তে চীন পাকিস্তান ভীষনভাবে অ্যালায়েড। চীন থেকে ইওরোপের যে নতুন সিল্ক রুট তৈরী হচ্ছে তাতে পাকিস্তান বড় পার্টনার। এখন ভারত পাকিস্তানকে (বড় ভাবে) আক্রমণ করলে চীন পাকিস্তানের পক্ষ নেবে। ওয়াইডার কনফ্লিক্টের সম্ভাবনা আছে। এই কনফ্লিক্ট বাধলে ইউ এস সম্ভবত ইন্ডিয়ার পক্ষ নেবে।

    পাকিস্তান বিরোধিতার কারণে ভারতের এখন ইউএসের পন হওয়ার একটা সম্ভাবনা আছে। ইরান পাকিস্তানের মিলিটারী এক্সারসাইজ ভারতের এই অতি-অ্যাডভেঞ্চারিজ্‌মের ডেটারেন্ট হিসেবে কাজ করবে, আশা করা যায়।

    ইকনমির যা অবস্থা বড় যুদ্ধই এখন একমাত্র ভরসা।
  • দ্রি | 103.115.95.207 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:৫৩488408
  • "এটা রাশিয়ার তরফ থেকে ভারতকে দেওয়া একটা মেসেজ বলেই মনে হচ্ছে।"

    কারেক্ট। প্লিজ ডোন্ট প্লে ইন্টু দা হ্যান্ডস অফ ইউএস।

    কিন্তু প্রবলেম হল, ভারতে পাকিস্তান বিরোধিতাটা এত ভিসেরাল, এটা ইউজ করা খুব সোজা।
  • দ্রি | 103.115.95.207 | ০২ অক্টোবর ২০১৬ ২৩:৫৪488409
  • আইএমেফের রিজার্ভ কারেন্সির বাস্কেটে যোগ হল চাইনীজ ইউয়ান। ১৯৯৯ এর পর এই প্রথম অ্যাডিশান।
  • দ্রি | 208.167.223.38 | ০৩ অক্টোবর ২০১৬ ০০:৫৮488410
  • জার্মান মিডিয়ায় আল-নুসরার কম্যান্ডার বললেন, আমেরিকা তাদের সাহায্য করে।

    On Monday, German newspaper Köelner Stadt-Anzeiger published an interview with Abu Al Ezz, a commander in the Nusra Front, in which he claimed that the United States offers indirect support to his group by sending equipment and aid via allied countries.

    “Yes, the US supports the opposition [in Syria], but not directly. They support the countries that support us. But we are not yet satisfied with this support,” Al Ezz said, according to a translation published by RT.

    The Nusra Front, or Jabhat-al-Nusra, recently attempted to rebrand itself as Jabhat Fateh al-Sham and distance itself from its traditional allies, the terrorist group al-Qaida. However, the group’s leadership and extremist ideology remain unchanged, and both RT and Köelner Stadt-Anzeiger continue to refer to the group by its former name.

    According to Al Ezz, U.S. materiel has been key in turning the tide against Syrian army forces:

    “Due to these rockets [American-made TOW anti-tank missiles], we reached a balance with the regime. Our tanks came from Libya via Turkey, joined by the [BM-21] multiple rocket launchers.”

    “The [Assad] government forces have an advantage because of aircraft and missile launchers, but “we have the American-made TOW missiles, and the situation in some areas is under control,” Al Ezz added.
  • 0 | ০৩ অক্টোবর ২০১৬ ১৪:৫৯488411
  • "এটা রাশিয়ার তরফ থেকে ভারতকে দেওয়া একটা মেসেজ" - জয়েন্ট এক্সারসাইজ নিয়ে সেরকমটা কিন্তু মনে হচ্ছে না।

    কারণ, পাক-রুশ সম্পর্কের উন্নতির ব্যাপারটা সেই ২০১০-১১ সাল থেকেই শুরু হয়েছে। আসলে তারও আগে, যখন থেকে আন্দ্রেই বুদ্‌কিন ওখানে আম্বাসেডর হয়ে গেছে, তখন থেকেই সম্পর্ক ভালো হতে শুরু করেছের। ইয়ুসুফ গিলানি প্রধানমন্ত্রী থাকাকালীন, ঠিক এই ব্যাপারেই বলেছিলেন "New Momentum"। পরে নওয়াজ শরিফও সেটাকে আরও আগে নিয়ে গেছেন। এর মধ্যে FTA চুক্তি সহ পরপর অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। JF-17 যুদ্ধবিমানের জন্যে বিশেষ একটা ইঞ্জিনও রুশরা দেবে বলেছে।

    ঠিক ওই সময়েই বা তার অল্প আগেই, মাল্টিবিলিয়ন MRCA-টেন্ডারের ব্যাপারে ভারত বলে দেয় যে, রুশি মিগ-৩৫ প্লেন বাতিল হয়ে গেছে। জানিনা সেটা কতোটা প্রভাব ফেলেছিল। আমেরিকার দুটো প্লেন বাতিলের কথায় তো আম্বাসেডর তক্ষুনি ভারত ছেড়েছিল।

    এছাড়া ২০১১তে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে পাকিস্তান সরাসরি কখনও আসাদ-বিরোধিতা করেনি।
    আর আফগানিস্তান থেকে মার্কিন-সেনা অপসারণের পরবর্তী অবস্থায় রুশিদের স্ট্র্যাটেজিক-অ্যাডভান্টেজ আদায়ের জন্যেও পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাটা দরকারী।

    মানে, এখন ভারতকে মেসেজ দেওয়ার কারণ ছাড়াও, রাশিয়ার এর আগে থাকতেই নানান পরিস্থিতির জন্যে ক্রমশঃ পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার অন্য কিছু কারণ ছিল। জয়েন্ট এক্সারসাইজটা সে'গুলোর একটা ধারাবাহিক অংশ মনে হয় ।
  • দ্রি | 209.68.196.126 | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:২৬488412
  • টাইমলাইন দেখতে গেলে পাক-রুশ সম্পর্কের উন্নতির সাথে পাক-মার্কিন সম্পর্কের অবনতির একটা যোগ আছে। সেটা খুব ন্যাচারালও। বর্ডারের পাশেই ইরাক, আফঘানিস্তানে আমেরিকার মিলিটারী বেস রাশিয়ার কাছে স্বস্তিদায়ক নয়। পাকিস্তানও সেই ক্যাটেগরিতে পড়লে রাশিয়ার সিকিওরিটি আরো কমত। সেই জায়গা থেকেই পাকিস্তানের দিকে হাত বাড়ানো। অন্যদিকে, একটা সময় ড্রোন চালিয়ে ইনডিসক্রিমিনেট আমেরিকান বমিং পাকিস্তানে খুব আনপপুলার হয়। সো ইট অল ওয়ার্কড আউট। আমেরিকা আবার পাকিস্তানকে ছেড়ে ভারতের সাথে ফুটসি খেলা শুরু করে, চীনের বিরুদ্ধে কাউন্টারব্যালেন্সের কথা মাথায় রেখে। ভারত রাশিয়া, আমেরিকা সব দিক বাঁচিয়ে পরাণ জলাঞ্জলি দিয়া খেলার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। কিন্তু পাকিস্তানের সাথে বাওয়াল শুরু হলে মাথার ঠিক থাকে না। সেটাই বিপদ।

    গোলমাল শুরু হবহব করার সময় 'শো অফ পাওয়ার' মাঝে মাঝে স্যানিটি ফিরিয়ে আনতে সাহায্য করে। জয়েন্ট এক্সারসাইজ হল এই ধরণের শো অফ পাওয়ার। ইরান করেছে, রাশিয়া করেছে। এর একটা মেসেজ আছে। খুল্লমখুল্লা অ্যাগ্রেশান শুরু হলে কে কার পক্ষ নেবে সেই হিসেবটা পুরো না বুঝে কোন কিছু শুরু না করাই ভালো। ইন্ডিয়ার অ্যাগ্রেশানের হাওয়া না থাকলে, রাশিয়া, ইরান এদের সাথে পাকিস্তানের জয়েন্ট এক্সরসাইজ বোধ হয় হত না।
  • দ্রি | 209.68.196.126 | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:৩০488413
  • মরগ্যান স্ট্যানলির বিরুদ্ধে চার্জ আনল ম্যাসাচুসেট্‌স।

    A complaint filed Monday by the secretary of the commonwealth alleges that Morgan Stanley brokers in Massachusetts and Rhode Island promoted securities-backed loans, in which clients borrow against the value of their investment portfolios, to win an internal “sales contest” that rewarded them financially.

    The complaint says the program tripled new loan originations and created a conflict of interest between the brokers and their clients. It alleges that Morgan Stanley played down the risks, including that the firm could liquidate their investments to repay the loans.

    http://www.wsj.com/articles/massachusetts-charges-morgan-stanley-over-high-pressure-sales-contest-1475509165
  • দ্রি | 209.68.196.126 | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:৪৪488414
  • আর ওয়েলস ফার্গোর গোস্ট অ্যাকাউন্ট স্ক্যান্ডাল এখনও ফ্রেশ। ক্যালিফোর্নিয়ার পর স্টেপ নিল ইলিনয়।
  • দ্রি | 209.68.196.126 | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:৫১488416
  • রাশিয়া আমেরিকার নিউক্লিয়ার চুক্তি সাসপেন্ডেড হয়ে গেল।

    Russian President Vladimir Putin on Monday suspended a treaty with Washington on cleaning up weapons-grade plutonium, signaling he is willing to use nuclear disarmament as a new bargaining chip in disputes with the United States over Ukraine and Syria.

    The Kremlin said it was taking that action in response to unfriendly acts by Washington. It made the announcement shortly before Washington said it was suspending talks with Russia on trying to end the violence in Syria.
  • দ্রি | 209.68.196.126 | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:৫৬488417
  • ইমিগ্র্যান্ট চায় না হাঙ্গেরিয়ানরা, পীস ডীল চায় না কলাম্বিয়ানরা।
  • দ্রি | 209.68.196.126 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:০০488418
  • এরপর হবে কি?

    জুলিয়ান অ্যাসাঞ্জের লীক? এবং ডয়েচব্যাঙ্কের বেলাউট?
  • দ্রি | 156.185.177.103 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:১২488419
  • ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির ওয়েবসাইটে হ্যাক করে জানা গেছে, যেই ভয়টা করা হয়েছিল সেইটেই সত্যি। অনেক মেডেল ইউনিং অ্যাথেলিটই বিভিন্ন ড্রাগ নেন।

    "We are facing a quite curious phenomenon: some athletes can take drugs that are forbidden for other athletes, if they can prove they crucially need them because of medical indications," Durmanov said. "For instance, therapeutic exceptions have been made for the Williams sisters and Simone Biles.

    "But the thing is, these are very heavy drugs. Oxycodone, hydromorphone, ritalin — these are psychotropic drugs, painkillers, that are usually prescribed in dire circumstances, in a moments of life or death. They are kin to morphine and heroin. They are forbidden in [Russia], and one can get thrown in jail for some 14 years for possessing them illegally in Europe.

    "Thus, with all respect to therapeutic exceptions, I'd like to ask: if sportsmen are being prescribed such heavy drugs, maybe they should be in an intensive therapy ward, and not take part in the Olympics?"

    Earlier on Tuesday, hacking group Fancy Bear leaked alleged WADA documents showing that the agency allowed US tennis players Serena and Venus Williams, as well as Olympic gold-winning gymnast Simone Biles, to take banned substances for therapeutic purposes.

    https://sputniknews.com/us/20160914/1045279660/wada-hack-us-hyprocrisy.html
  • দ্রি | 186.123.26.12 | ০৪ অক্টোবর ২০১৬ ২২:৪৩488420
  • আমেরিকা ফেক টেররিস্ট ভিডিও বানানোর বরাত দিয়েছিল বেল পটিঞ্জার নামক পাবলিক রিলেশান ফার্মকে।

    The Pentagon paid a UK PR firm half a billion dollars to create fake terrorist videos in Iraq in a secret propaganda campaign exposed by the Bureau of Investigative Journalism.

    PR firm Bell Pottinger, known for its array of controversial clients including the Saudi government and Chilean dictator Augusto Pinochet’s foundation, worked with the US military to create the propaganda in a secretive operation.

    The firm reported to the CIA, the National Security Council and the Pentagon on the project with a mandate to portray Al-Qaeda in a negative light and track suspected sympathizers.

    Both the White House and General David Petraeus, the former general who shared classified information with his mistress, signed off on the content produced by the agency.

    https://www.rt.com/usa/361385-pentagon-pr-firm-terrorist-videos/
  • দ্রি | 173.172.136.101 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:১৪488421
  • রাশিয়া নিউক্লিয়ার চুক্তি সাসপেন্ড করার পর, আমেরিকা রাশিয়ার সাথে সিরিয়ার বিষয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করল।

    চারদিন ব্যাপী সিভিল ডিফেন্স ড্রিল শুরু করল রাশিয়া যাতে ৪০ মিলিয়ান রাশিয়ান পার্টিসিপেট করবে!

    Large-scale All-Russian civil defense drill to take place from 4 to 7 October

    All-Russian civil defense drill involving federal and regional executive authorities, local governments and organizations ‘Organization of civil defense during large natural and man-caused disasters in the Russian Federation’ will start tomorrow morning in all constituent territories of Russia.

    The main goal of the drill is to practice organization of management during civil defense events and emergency and fire management, to check preparedness of management bodies and forces of civil defense on all levels to respond to natural and man-made disasters and to take civil defense measures.
    ...
    More than 40 million people, 200,000 specialists of emergency rescue divisions and about 50,000 units of equipment are going to be involved in the drill.

    http://en.mchs.ru/mass_media/news/item/32915549/

    ৭ই অক্টোবর ড্রিল শেষ হবে, আর ৮ই অক্টোবর অ্যাসাঞ্জের লীক ডিউ।
  • PM | 149.5.231.253 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:১৭488422
  • আমার মনে হচ্ছে আমেরিকা চিনকে ব্যালেন্স করছে ভারতে দিয়ে, ভারতকে পাকিস্তানকে দিয়ে আর পাকিস্তানকে আফগনিস্তানকে দিয়ে। আমরিকার কাছে প্রত্যেকেই বোরে ছাড়া আর কিছু নয়। আজ এই বোরেটাকে এগিয়ে দিচ্ছে তো কাল ওটাকে ঃ) ঃ)
  • SS | 160.148.14.3 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৪৪488423
  • দ্রি কি সারারাত জেগে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জের বম্বশেলের জন্যে ??
  • দ্রি | 183.254.216.66 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৪৯488424
  • নাহ্‌, ও অ্যাকেবারে ৮ তারিখই জাগব।

    কিন্তু আপনি ডয়েচবাঙ্কের হাঁড়ির খবর দিন দুয়েকটা।
  • দ্রি | 183.254.216.66 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৫৭488427
  • ওহো সরি, আপনাকে S এর সাথে গুলিয়েছি।

    আপনাকে তো হিলারীর খবর জিজ্ঞেস করতে হয়। শুনলাম হিলারী নাকি নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না। বডি গার্ডের হাত ধরে উঠতে হচ্ছে?
  • SS | 160.148.14.3 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:০২488428
  • না, সেরকম কিছু শুনিনি। তবে ডিবেটের সময় ট্রাম্পের ঘন ঘন জল খাওয়া, ডিলুশনাল কথাবার্তা আর সাই শুনে মনে হচ্ছে ট্রাম্প সত্যি সত্যি হাই ছিল। একজন ডাক্তার বলেছেন, সব কোক অ্যাডিকশানের সিন্ড্রোম।
  • দ্রি | 104.142.242.84 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:১৭488429
  • আর ঐ যে শুনলাম হিলারী নাকি অ্যাসাঞ্জকে ড্রোন দিয়ে মারার কথা সাজেস্ট করেছিলেন, ওটাও কি গুল ছিল?
  • দ্রি | 104.142.242.84 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:২৪488430
  • হারিকেন ম্যাথু আছড়ে পড়ল হাইতির ওপর।

    গেলবারে হাইতির ভূমিকম্পের পর ক্লিন্টন ফাউন্ডেশানের কিসব মার্কি কার্য্যকলাপ ছিল না?
  • SS | 160.148.14.3 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:২৫488431
  • ট্রাম্পের ট্যাক্সের খবর কি ? ট্যাক্স রিটার্নের ব্যাপারে কিছু জানেন নাকি ?
  • দ্রি | 104.142.242.84 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:৩১488432
  • অবশ্যই! নিউ ইয়র্ক টাইমসও পড়ি যে। ট্রাম্প মিলিয়ান ডলার লস দেখিয়ে বছরের পর বছর ট্যাক্স দেননি, বলেছে নিউ ইয়র্ক টাইমস।

    তারপর দেখা গেছে ঠিক একই কায়দায় হিলারীও ট্যাক্স দেননি গত বছর।

    এবং হোয়াটস মোর, নিউ ইয়র্ক টাইমসও ট্যাক্স দেয়নি গত বছর।

    আম্রিগায় বিগ ফিশরা কেও ট্যাক্স দেয়না । ট্যাক্স দিই আমি, আর টাক্স দেন আপনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন