এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৬৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 214.194.29.4 | ২৩ জুন ২০১৬ ২২:৫৯488167
  • "জিএম চীনে টেক ট্রান্সফার করলো, তাতে চীনের প্রোডাকশন প্রসেসের উন্নতি হলো, আর চীনের লোকে চাকরি পেলো। আবার চীন অন্য কিছু একটা লো কস্ট প্রোডাক্ট আমেরিকায় এক্স্পোর্ট করলো (কারন লেবার চীনের অ্যাবান্ডান্ট ফ্যাক্টর), তাতে অ্যামেরিকার লোকেরা কম দামী জিনিস কিনতে পেলো। অ্যামেরিকায় যারা কম দামে কিনতে পেলো তাদের মধ্যে আমেরিকার প্রাক্তন গাড়ি শ্রমিকরাও আছে। দুদেশেরই লাভ হলো।"

    দেখুন, এটা হল যাদের লাভ হয়েছে সেই স্টোরিটা বলে যাদের ক্ষতি হয়েছে সেটা ডিলিট করে দেওয়া।

    আর তারপর বারবার করে বলা, সব্বার উপকার হয়েছে।

    কিন্তু যাদের ক্ষতি হল তারা তো চুপ থাকবে না। তারা এইসব রূপকথায় সাবস্ক্রাইব করবেও না। ন্যাচারালি।
  • sm | 53.251.91.253 | ২৩ জুন ২০১৬ ২৩:০০488168
  • উঁ হু, খালি স্টেট কন্ট্রোল্ড বলে ছেড়ে দিলে চলবে না।পরে ক্রমশ বেরোবে; দেশে কতজন ধনী ব্যক্তি ও পলিটিশিয়ান, টাকা মেরেছে ও দেদার শাই- ফন করেছে।
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২৩:০১488169
  • অবশ্যই ফ্রি ট্রেড আর টেক ট্রান্সফার একমাত্র কারন না, দেশের গভর্নেন্স স্ট্রাকচার, মার্কেট ইত্যাদি অন্যান্য ফ্যাক্টর আছে। তবে কিনা ইকোনমিস্টদের, বা যারা রিগ্রেশান ইকুয়েশান বানায় তাদের, একটা প্রিয় ফ্রেজ হলো "অল এল্স রিমেইনিং ইকুয়াল"। তো অল এল্স রিমেইনিং ইকুয়াল, ফ্রি ট্রেডে পার্টিসিপেট করলে একটা দেশের ইকোনমিক প্রোগ্রেস হয়।
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২৩:০২488170
  • দ্রি, হ্যাঁ দেখা যাক এবার ট্রাম্প জেতে কিনা। রূপকথার অবসান হবে ঃ)
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২৩:০৫488172
  • এই যে এখন শুনি চীনের শ্রমিকেরা অবশেষে একটু আধটু বিদ্রোহ করতে পারছেন, জিনিসপত্তর আর তেমন লো কস্টে বানানো যাচ্ছেনা, কোং রা চীন থেকে যাচ্ছে যাবো করছে ?

    আর চীনের শ্রমিকেরা এই প্রসেসে সবাই খুব ভাল ছিলেন ? এই লো কস্টের জন্য তাঁদের যে কণ্ডিশনে রাখা হত ? বাংলাদেশের গারমেণ্ট ওয়ার্কারদের যেভাবে রাখা হয় ? বা এই সব আউটসোর্স হবার ফলে দেশে যাঁরা চাকরি পান না ?
    সবার ভাল হয় ?
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২৩:০৭488174
  • কিন্তু যাই বলুন, স্বর্গের সিঁড়ির শুরুটা নাকি প্লেগিয়ারাইজড না। তার মানে এখনো আশা আছে ঃ) ঘুমোই এবার।
  • sm | 53.251.91.253 | ২৩ জুন ২০১৬ ২৩:০৭488173
  • খালি, গ্লোবাল জি ডি পি গ্রোথ আর ইনকাম গ্রোথ দেখলে চলবে না।সব নিউজেই লেখা হয় বিশ্বে অসাম্য কতটা বেড়েছে আর কয়েক জন মুষ্টিমেয় ধনী ব্যক্তি ব্যক্তিগত সম্পদ কত গুন বাড়িয়ে নিয়েছে।
    আমার চেনা ড্রাইভার ; বছর পনেরো আগে 1200 টাকা মাস মাইনে পেত।এখন 12000 পায়।তাও বলে, আগে এক আধ পিস মাছ ভাত প্রতিদিন জুটতো এখন সপ্তাহে দুবার জোটে না।
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২৩:১১488175
  • পাই ম্যাডাম অ্যাস ইউসুয়াল মোক্ষম জায়গাটা ধরেছেন। লেবার কস্ট সবসময়ে কম থাকেনা, ইকনমিক প্রোগ্রেস হলে আসতে আসতে বাড়ে। চীনের লোকেদের মাইনে বেড়েছে, ভারতেরও আইটি গাইদের মাইনে বেড়েছে, আগে ইনফি যে বিলিং রেটে যে প্রফিট করতো এখন তা পাবে না কারন প্রোডাকশন কস্ট বেড়েছে। তাহলে উপায়? নেক্স্ট রাউন্ড অফ টেকনোলজি ডেভেলপমেন্ট।

    এবার সত্যি কাটলাম।
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২৩:১২488176
  • ও হ্যাঁ sm এর ড্রাইভার কে আমার সমবেদনা।
  • দ্রি | 103.115.95.204 | ২৩ জুন ২০১৬ ২৩:১৩488177
  • "তবে ফ্রি ট্রেডএ যে ওভারল ইমপ্রুভমেন্ট হয় ..."

    এখন পৃথিবীতে যেটা হচ্ছে সেটা তো ফ্রি ট্রেড নয়। সব দেশেই নানারকম ট্রেড ব্যারিয়ার আছে। অ্যান্টি ডাম্পিং ক্লজ আছে।

    ফ্র্যাংকলি, সেগুলো থাকা দরকার। নিজেদের শ্রমিকদের বাঁচানোর জন্য। যা জিডিপি গ্রোথ হয়েছে, সেগুলো এইসব ব্যারিয়ারসুদ্ধুই হয়েছে।

    বিভিন্ন দেশের ক্ষমতা বিভিন্ন হওয়ায় এই ব্যারিয়ার সেটিং নিয়ে নানারকম পলিটিক্স হয়। সব দেশই চায় আমার দেশে আমি ব্যারিয়ার রাখব কিন্তু অন্যরা সব ব্যারিয়ার তুলে দিক।
  • sm | 53.251.91.253 | ২৩ জুন ২০১৬ ২৩:১৬488178
  • আমি ব্রুকিনা ফাসো; আমার ব্যারিয়ার তুলে নেওয়া হলো কি থাকলো; কি ই বা যায় আসে!
  • দ্রি | 103.115.95.204 | ২৩ জুন ২০১৬ ২৩:১৯488179
  • ট্রাম্প কিকরে জিতবে? ট্রাম্পের আর পয়সা নেই।

    হিলারী জিতবে। তারপর যুদ্দু হবে, যুদ্দু।

    ভালোই হবে। কত অস্ত্রশত্র তৈরী হবে। মানুষ অস্ত্রশত্র বানিয়ে একটু খেয়েপরে বাঁচবে।
  • দ্রি | 94.232.5.230 | ২৩ জুন ২০১৬ ২৩:৩০488180
  • আইসিস, আল কায়েদা এগুলো তো গুন্ডা বাহিনী। আর তাছাড়া এইগুলোর কোন কমন লীডার তো নেই। লীডারের গপ্পোগুলো শুধু পাবলিকদের খাওয়ানোর জন্য। এদের চালায় বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি। তার জন্য পয়সা দিয়ে অস্ত্র দিয়ে তুতিয়ে পুতিয়ে রাখতে হয়। কিন্তু যোদ্ধারা অস্ত্র হাতে পেলে মাঝে মাঝে একটু বেশী দুর্ধর্ষ হয়ে ওঠে। লয়ালটি বদল করে। পার্সোনাল খার মেটায়। ঐটুকু কেওস এক্সপেক্টেড। এ তো আগুন নিয়ে খেলা। ওটা যারা আগুন তৈরী করে তারাও জানে। ফ্র্যাঙ্কেনস্টাইন।
  • dc | 132.174.167.94 | ২৪ জুন ২০১৬ ০৮:০২488181
  • দ্রি, ব্রেক্সিট হয়ে গেলে কিন্তু ট্রাম্পও জিতবে ঃ)
  • সে | 198.155.168.109 | ২৪ জুন ২০১৬ ১১:২৩488183
  • ব্রেক্সিট হয়ে গেছে।
  • Musca domestica | 131.241.218.132 | ২৪ জুন ২০১৬ ১১:২৬488184
  • ডিসেম্বরের কত তারিখে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে - নিউ ওয়ার্ল্ড অর্ডারের কঃথিঃ।
  • PM | 116.79.21.245 | ২৪ জুন ২০১৬ ১২:১৬488185
  • রিভার্স গ্লোবলাইসেসন কি শুরু হোলো ? ঃ)
  • umesh | 72.254.195.217 | ২৪ জুন ২০১৬ ১২:১৭488186
  • কালই দেখলাম, মাত্র ৬২ জন ধনী লোকের কাছে পৃথিবী'র ৫০% লোকের সম্প্ত্তির থেকে বেশী সম্প্ত্তি আছে।
  • dc | 132.174.167.94 | ২৪ জুন ২০১৬ ১২:১৮488187
  • তাই মনে হচ্ছে।
  • sm | 53.251.91.253 | ২৪ জুন ২০১৬ ১২:২৩488188
  • এই 62 জন খুব ভালো মানুষ।পরোপকারী। সাথেও নেই পাঁচেও থাকে না।কিন্তুক, এতো পয়সা নিয়ে করে কি ব্যাটারা! টাকা- পয়সার সিস্টেম টা তুলে দিলে হয়না?
  • umesh | 72.254.195.217 | ২৪ জুন ২০১৬ ১৪:১৭488190
  • একদম নিচে গ্রাফটা দেখো
  • Ela | 174.143.240.34 | ২৪ জুন ২০১৬ ১৮:৫৭488191
  • টিয়ার থ্রী ভিসা ফর লো-স্কিলড লেবার আসতে চলেছে।
  • দ্রি | 173.172.209.46 | ২৪ জুন ২০১৬ ১৯:২০488192
  • গ্রাফ থেকে তো দেখা যাচ্ছে ২০০৯ এর পর ঐ ৬২ জন তো ফাটিয়ে দিয়েছে! হোয়্যার‌্যাজ, বট্‌ম ৫০% এর ওয়েল্‌থ তো একেবারে ফ্ল্যাট।

    ছ্যাঃ।

    বিবিসি ঐ ৬২ জনের নামের লিস্টটা দিলে পারত।;
  • দ্রি | 56.166.170.3 | ২৪ জুন ২০১৬ ২১:১৮488195
  • ক্রেদিৎ সুইস, ডয়েচব্যাঙ্ক ১৫% ডাউন। ফেডারাল রিজার্ভ বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কদের ডলার লিকুইডিটি প্রোভাইড করবে বলেছে।
  • দ্রি | 56.166.170.3 | ২৪ জুন ২০১৬ ২১:২৭488196
  • গতবার যখন পাউন্ড ডিভ্যাল্যুড হয়েছিল, সোরোস পাউন্ডকে শর্ট করে বড়লোক হয়ে গিয়েছিল। এবার কে পয়সা করল কে জানে। কিছুদিন পর হয়ত জানা যাবে।
  • দ্রি | 119.236.90.209 | ২৪ জুন ২০১৬ ২১:৫৪488197
  • এখন মনে হচ্ছে গ্রীসটাও ডিফল্ট করে বেরিয়ে গেলে পারত। প্রথমে একটু কষ্ট হত। উইক দ্রাখ্‌মা হত। কিন্তু এক্সপোর্ট ভালো হত। কয়েক বছরে ঠিক ইকভার করে নিত।

    তার বদলে লোন নিয়ে নিয়ে বেচারা পুরো জার্মানীর কলোনী হয়ে গেছে।
  • dc | 132.174.167.94 | ২৪ জুন ২০১৬ ২২:১৬488198
  • হ্যাঁ গ্রিসের ডিফল্ট করে বেরিয়ে যাবার কিন্তু এটাই সবচে ভালো সময়, মার্কেট এমনিতেই টার্ময়েলে আছে, খুব বেশী কিছু আর হবেনা।

    আর ব্রেক্সিটের ফলে আগামীর অবয়ব কেমন হতে পারেঃ

    স্কটল্যান্ড হয়ত ইউকে ছেড়ে বেরিয়ে যেতে পারে।

    সেটা যদি হয় তো আয়ার্ল্যান্ডও ইউকে থেকে বেরনোর কথা ভাবতে পারে। তাহলে বাকি থাকে ইংল্যান্ড আর ওয়েল্স, এদের গ্লোবাল বার্গেনিং পাওয়ার অনেকটা তো কমবেই, প্লাস ইকনমি কোল্যাপ্সও করে যেতে পারে। সেটা না হলেও আগামী পাঁচ-দশ বছর ধরে শ্রিংক করবে, ব্রেক্সিট না হলে যেরকম জিডিপি গ্রোথ হতো তার তুলনায় অনেকটা কম হবে।

    ওদিকে ফ্রান্স, হল্যান্ডও ই ইউ ছেড়ে বেরিয়ে যাবার ভালো চান্স তৈরি হল। আর সেটা যদি হয় তাহলে ইউরো কারেন্সিও কোল্যাপ্স করবে আর ইউরোজোনও আনস্টেবল হয়ে যেতে পারে। তবে জার্মানির ওয়েটেজ বোধায় বাড়বে।

    আর এবার য়ুরোপ জুড়ে অ্যান্টি-ইমিগ্রেশান মনোভাব আর জেনোফোবিয়া বাড়বে, সবকটা রাইট উইং পার্টিও আরো পপুলার হবে।
  • দ্রি | 105.128.43.164 | ২৪ জুন ২০১৬ ২২:৩৯488199
  • স্কটল্যান্ড ইউকে ছেড়ে বেরোতে পারে। কিন্তু ইংল্যান্ড কোল্যাপ্স করবে না বলে মনে হয়। অন্তত রিয়েল ইকনমি কোল্যাপ্স করবে না। ফাইন্যান্স থেকে ক্যাপিট্যাল ফ্লাইট হতে পারে। সিটি অফ লন্ডন ফাইন্যান্স ক্যাপিটাল ছিল। কিন্তু এখনকার ফাইন্যান্স মার্কেটের সাথে রিয়েল ইকনমির সম্পর্ক খুবই ক্ষীণ। স্পেকুলেশান, বেটিং, ডেরিভেটিভ -- ঐসব হলে বা না হলে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কানাঘুষোয় যা শুনতে পাচ্ছি চীন ইংল্যান্ডকে বাঁচিয়ে দেবে। ইন্ডিয়াও কিছু ইনভেস্ট করবে। তবে হ্যাঁ, পাউন্ডকে কিছুটা ডিভ্যালুড হতে হবে। কিন্তু রিয়েল ইকনমি ওকেই করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন