এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৯৭৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 117.151.152.210 | ২০ এপ্রিল ২০১৬ ০৩:২৯488100
  • "কোম্পানির লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন হতে পারে, কিন্তু তার কোল্যাটারাল ড্যামেজ হল দেশের বা দশের অপকার।"

    এই কথাটা ঐ হিন্দি সিনেমা/ কিরিকেট ছেলেদের পড়াশুনার জন্যে ক্ষতিকর মতন শুনতে লাগলো ঃ))
  • S | 202.156.215.1 | ২০ এপ্রিল ২০১৬ ০৪:২৭488101
  • যেটুকু বুঝেছি এইখানে সেইটা এক্সপ্লেইন করছিঃ (অনেক ভুল থাকতে পারে)
    ১) কোম্পানি একটা প্রডাক্ট ইনভেন্ট করলো আম্রিগায়।
    ২) আয়ারল্যান্ডে একটা কোম্পানি (ক) ইনকরপরেট করা হলো, কিন্তু তার ম্যানেজমেন্টের লোকেশান হলো ক্যারিবিয়ান (জিরো ট্যাক্স)। আইরিশ ল অনুযায়ী এটি আয়ারল্যান্ডে ট্যাক্স নন-রেসিডেন্ট, অর্থাত আইরিশ গভমেন্টকে কোনো ট্যাক্সো দেবেনা।
    ৩) এইবারে সেই প্রোডাক্টের আইপি ট্রান্স্ফার করা হলো ক-এর নামে।
    ৪) "ক" প্রোডাক্টের লাইসেন্স দিলো আরেকটি কোম্পানিকে যেটি নেদার্ল্যান্ডসে ইনকরপরেটেড ও রেসিডেন্ট ("খ")
    ৫) এইবারে "খ" এই প্রোডাক্টের সাব-লাইসেন্স দিলো আরেকটি কোম্পানিকে যেটি আয়ারল্যান্ডে ইনকরপরেটেড ও রেসিডেন্ট ("গ")
    ৬) চীন, ভারত, ও অন্যান্য লোকেশানে প্রোডাক্ট তৈরী হলো এবং রপ্তানি করা হলো আম্রিগা ও পস্চীম ইউরোপে বিক্রির জন্য। চায়্না ও ভারত কস্ট সেন্টার - অতেব ট্যাক্সের কোনো ব্যাপারই নেই।
    ৭) এইবারে ৩ এ চলে যান - ঐ আইপি ট্রান্সফার করার সময় ট্রান্সফার প্রাইস আইনের মধ্যেই কস্ট শেয়ারিঙ্গের চুক্তি হলো আম্রিগার প্যারেন্ট ও "ক" এর মধ্যে। সেই চুক্তি অনুযায়ী আম্রিগাতে যত লাভ হলো (আয়-ব্যায়, মনে রাখবেন ব্যায় কিন্তু হচ্ছে চীন ও ইন্ডিয়ায়) তার মধ্যে একটা অংশ চলে এলো "ক" এর কাছে। "ক" ট্যাক্স দেয়না।
    ৮) পস্চীম ইউরোপে যে বিক্কিরি হলো সেটা হলো "গ" এর নামে।
    ৯) যেহেতু "খ" লাইসেন্স দিয়েছিলো "গ" কে, তাই "গ" তার লাভের একটা বড় অংশ দিয়ে দেবে "খ" কে। ফলে "গ" এর লাভ খুম কম থাকলো - ফলে ট্যাক্স অনেকটাই কম হবে।
    ৯) নেদারল্যান্ডসের সাথে আয়ারল্যান্ডের (দুজনেই ইউর মেম্বার) চুক্তি অনুযায়ী "গ" এর কাছ থেকে ইনকামের উপরে ডাচ গভমেন্ট ট্যাক্স বসাবে না।
    ১১) এইবারে যেহেতু "খ" লাইসেন্স পেয়েছিলো "ক" এর কাছ থেকে - তাই "খ" তার লাভকে ট্রান্সফার করবে "ক" কে। "ক" ট্যাক্স দেয়্না।

    ঃ))
  • dc | 132.174.173.131 | ২০ এপ্রিল ২০১৬ ০৬:২৫488102
  • SS, প্রেসিডেন্ট চাইলে তো ট্যাক্স ল পাল্টাতেই পারে, তখন কোম্পানিরাও সেই ল মেনে চলবে। কিন্তু এক্সিসটিং ট্যাক্স ল ফলো করে ট্যাক্স বাঁচালে আপেল বা অন্য কোম্পানিকে কেন জাজ করা হবে বুঝলাম না।

    যেমন আমাদের দেশে ব্যাবসায়ী বা প্রফেশনাল রা নিকটাত্মীয়কে এমপ্লয় করে তাকে ফি দিতে পারে, তাতে ট্যাক্স অনেকটা কমে যায়। অনেকে এটা করেও। এই ট্যাক্স ল ফলো করে ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কি এই ব্যাবসায়ীরা, বা আমার বন্ধু যে কনসালট্যান্ট, দেশের বা দশের অপকার করছে? এই ল এর সুযোগ না নিয়ে এদের কি বেশী বেশী করে ট্যাক্স দেওয়া উচিত? আমরা অনেকে যে 80C র সুযোগ নিয়ে ট্যাক্স কিছুটা কমাই, তাতে কি আমরা দেশের ও দশের অপকার করি? সরকার চাইলে অবশ্যই এই ল গুলো পাল্টে বা উঠিয়ে দিতে পারে, তখন সেইভাবেই ট্যাক্স দেবে সবাই। কিন্তু এক্সিসটিং ট্যাক্স ল এর সুযোগ নিয়ে আইনিভাবে ইনকাম ট্যাক্স কম দিলে ইন্ডিভিজুয়াল বা কোম্পানি কিভাবে দেশের ও দশের ক্ষতি করল বুঝলাম না।
  • SS | 160.148.14.3 | ২০ এপ্রিল ২০১৬ ২০:২৩488103
  • S,
    অত জটিল করতে হবে না। ফাইজারের ব্যাপারটা অত জটিল নয়। ফাইজারের কর্পোরেট হেডকোয়ার্টার আমেরিকায়। সেখানে বিজনেস ট্যাক্স বেশি। আয়ার্ল্যান্ডে কম। তাই ফাইজার আয়ার্ল্যান্ডে এক কোম্পানির সাথে মার্জ করে কর্পোরেট হেড কোয়ার্টার আয়ার্ল্যান্ডে সরিয়ে নিল, মানে খাতায় কলমে বিদেশী কোম্পানি হয়ে গেল। এবার আমেরিকায় বিদেশী কোম্পানির ট্যাক্স কম, আয়ার্ল্যান্ডে লোকাল ট্যাক্স আরো কম। তাই ফাইজারের নেট লাভ হল, দুদিকেই ট্যাক্স কমে গেল। কিন্তু ফাইজারের R&D, প্রোডাক্শন ইত্যাদি আমেরিকায় থাকবে, তারা রিসার্চের জন্যে আমেরিকান ট্যাক্স পেয়ার মানি ইউজ করবে, NIH এর গ্র্যান্টের জন্যে অ্যাপ্লাই করবে আর তারপর লাভের গুড় খাবে শেয়ারহোল্ডার অর এক্সিকিউটিভরা। ব্যাপারটা বেআইনি নয়, আনএথিকাল। আর কোম্পানিরা এটা এমন দৃষ্টিকটু পর্যায়ে নিয়ে গেছে যে এবার ট্রেজারি বাধ্য হয়ে কিছু রুল চেঞ্জ করেছে। আশা করব নতুন প্রেসিডেন্ট আর কংগ্রেস পার্মানেন্ট কিছু একটা করবে।
  • S | 108.127.180.11 | ২০ এপ্রিল ২০১৬ ২১:৪০488105
  • SS আমি যেটা দিয়েছি, সেইটা বাস্তবে করা হয়। অ্যাপল থেকে অনেক কোম্পানিরাই এটা করে থাকে। এটাকে বলে "ডাবল আইরিশ উইথ ডাচ স্যান্ডউইচ"।

    আপনি লিখেছেন যে আমেরিকায় বিদেশি কোম্পানির ট্যাক্স কম। এটা কি ঠিক জানেন? আমি যতটুকু জানি তাতে বিদেশি কোম্পানিগুলো ফরেন ট্যাক্স ক্রেডিট পায়, অর্থাৎ এখানে যতটুকু দেওয়ার ছিলো - বাইরের দেশে যতটুকু দিয়েছে। অর্থাৎ এখানে যদি ৩৫% দেওয়ার হয় আর আয়ারল্যান্ডে যদি ১২।৫% ট্যাক্স দিয়ে থাকে তাহলে আমেরিকায় দিতে হবে বাকি টুকু, অর্থাৎ মোট ট্যাক্স একই থাকে।

    এগুলো সব দেখবেন আইপি ওয়ালা কোম্পানিরা করে থাকে। কারণ আইপি ট্রান্সফার না করলে লাভ শেয়ার করা যাবেনা। ঠিক সেখানেই ঐ কমপ্লেক্স মেথডটা নেওয়া হয়। নইলে হেডকোয়ার্টার চেন্জ করার জন্য অতবড় মার্জারে না গেলেও চলে। তাইনা।
  • দ্রি | 208.58.107.53 | ০৯ জুন ২০১৬ ১২:১৬488107
  • একদা বিল্ডারবার্গ গ্রুপ ছিল কনস্পিরেসি থিওরিটিশিয়ানদের টপিক। ওসব কেউ বিশ্বাস করত না।

    নট এনি মোর। গত কয়েক বছর ধরে মেইনস্ট্রীম মিডিয়া বিল্ডারবার্গ মিটিং কাভার করছে। কাল থেকে শুরু হচ্ছে এ বছরের চারদিনব্যাপী মিটিং ড্রেসডেনে।

    কারা অ্যাটেন্ড করছেন এই মিটিং?

    ব্যাঙ্কিংঃ
    ইন্সুরেন্স জায়েন্ট অ্যাক্সা গ্রুপের অঁরি দে'কাস্ত্রিজ
    ডয়েচব্যাঙ্কের চেয়ারম্যান অফ সুপারভাইজারি বোর্ড, পল আখলাইটনার
    বাঙ্কো সাতান্দেরের চেয়ারম্যান আনা বোতিন
    মেম্বার অফ ইসিবি, বেনোয়া ক্যোরে
    ডয়েচব্যাঙ্কের সিইও, জন ক্রায়ান
    এইচেসবিসি হোল্ডিংএর চেয়ারম্যান, ডগলাস ফ্লিন্ট
    লাজার্ডের কোফাউন্ডার কেনেথ জেকবস
    ডয়েচ বোর্সের সিইও, কার্সটেন কেঙ্গেটার
    আইএমেফের ম্যানেজিং ডিরেক্টার, ক্রিস্টিন লাগার্ড

    ডিফেন্সঃ
    হানিওয়েলের সিইও ডেভিড কোটে
    এয়ারবাসের সিইও, থমাস এন্ডার্স

    অটোঃ
    ফিয়াটের সিইও জন এলকান
    ভলভোর চেয়ারম্যুআন, কার্ল-হেনরিক স্ভ্যানবার্গ

    পেট্রোলিয়ামঃ
    রয়্যাল ডাচ শেলের সিইও, বেন ভ্যান বয়ের্ডেন
    স্যার জন সয়ার্স, প্রাক-বিপি পার্সন, এমাইসিক্সেও কাজ করেছেন

    রিয়েল এস্টেটঃ
    সিগনা হোল্ডিংএর ফাউন্ডার রেনে বেঙ্কো

    কমিউনিকেশানঃ
    ডয়েচ টেলিকমের সিইও, টিমোথিয়াস হটগেস
    টেলিফোনিকার সিসিও, সিজার অ্যালিয়েত্তা
    লিংকডইনের কোফাউন্ডার, রীড হফম্যান
    সিমেন্সের সিইও, জো ক্যেজার
    গুগলের প্রাক্তন সিইও, এরিক শ্মিট

    পাবলিশিং অ্যান্ড মিডিয়াঃ
    অ্যাক্সেল স্প্রিংগারের সিসিও মাথিয়াস ডফনার
    ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট, অ্যানি অ্যাপ্‌লবাউম
    এনবিসির চীফ ফরেন করেস্পন্ডেন্ট, রিচার্ড এঞ্জেল
    ফিন্যান্সিয়াল টাইমসের চীফ ইকনমিক কমেন্টেটার, মার্টিন উল্‌ফ
    ওয়াল স্ট্রীট জার্নালের কলামনিস্ট, পেগি নুনান

    নন-প্রফিট অর্গানাইজেশানঃ
    অ্যাস্পেন ইনস্টিটিউটের সিনিয়ার ডিরেক্টার, মার্টা ডাসু
    কার্নেগি এন্ডাওমেন্টের প্রেসিডেন্ট, উইলিয়াম বার্নস

    মিলিটারী পার্সোনেলঃ
    প্রাক্তন সুপ্রীম অ্যালায়েড কম্যান্ডার, ফিলিপ ব্রীডলাভ
    প্রাক্তন সিইওর ডিরেক্টার, ডেভিড পেট্রেয়াস

    পলিটিশিয়ানঃ
    ইওরোপিয়ান কমিশনের প্রাক্তন প্রেসিডেন্ট, হোজে বারোসো
    স্বনামধন্য হেনরি কিসিঞ্জার
  • dd | 116.51.29.189 | ০৯ জুন ২০১৬ ২২:০৫488108
  • সবাইকে জানিয়ে রাখি, বিল্ডারবার্গ মিটিং'এ আমি নেই। আমি লুরুতেই থাকবো।
  • dc | 132.174.90.241 | ০৯ জুন ২০১৬ ২২:০৯488109
  • ও তখন লুরুতে ইলুমিনাটির গ্যাদারিং হবে বুঝি? হুম।
  • দ্রি | 56.4.85.112 | ০৯ জুন ২০১৬ ২২:২৩488110
  • ডিডিদার এই লাস্ট মিনিট ক্যানসেলেশানের জন্য ডিডিদার বদলী হিসেবে যাচ্ছেন নেদারল্যান্ডের রাজা।
  • দ্রি | 55.62.255.94 | ১১ জুন ২০১৬ ২৩:৩৮488111
  • Unknown drug kills 2 young people at Florida music festival, 57 in hospital

    https://www.rt.com/usa/345005-drug-overdose-sunset-festival/

    মিউজিক ফেস্টিভ্যাল হল নতুন ড্রাগের টেস্টিং গ্রাউন্ড।
  • দ্রি | 119.163.234.5 | ১৭ জুন ২০১৬ ০৯:৫৪488113
  • নেটো চীফ বললেন, সাইবার অ্যাটাকের উত্তরে কনভেনশানাল ওয়ারফেয়ারও জায়েজ।

    Just days after NATO declared “cyberspace” a formal military zone, NATO Secretary-General Jens Stoltenberg warned that major cyber attacks might now be classified as a “case for the alliance” which NATO as a whole would respond to militarily, with conventional warfare.

    http://news.antiwar.com/2016/06/15/nato-chief-alliance-may-respond-to-cyber-attacks-with-conventional-warfare/
  • দ্রি | 227.115.10.132 | ১৭ জুন ২০১৬ ১০:৪১488114
  • লিবিয়ার সভারিন ওয়েল্‌থ ফান্ড গোল্ডম্যান স্যাকসকে স্যু করেছে। এই ল'স্যুট হয়ত টিকবে না। কিন্তু ল'স্যুটের বক্তব্য খুব ইন্টারেস্টিং।

    Libya's national investment fund is attempting to claw back $1.2 billion from nine trades it carried out with Goldman Sachs in 2008, which supposedly came about after the bank used prostitutes, private jets, and five star hotels to secure contracts.
    ...
    “The disputed trades were inherently unsuitable for a nascent sovereign wealth fund such as the LIA and Goldman Sachs knew (or at the very least suspected) the LIA did not properly understand the trades, which were highly structured, complex and risky,” Libya’s Investment Authority said in a document submitted to the court.
    ...
    The court heard how LIA staff received the five-star treatment and were showered with lavish gifts, hotel stays, and expensive meals during trips to Dubai, London, and Morocco. Primarily organized by former Goldman Sachs banker Youssef Kabbaj, short trips racked up more than $31,000 in expenses.

    LIA also claim during one trip, Haitem Zarti, the younger brother of the fund’s deputy executive officer, was offered an internship at the bank and Kabbaj later paid for a “pair of prostitutes to entertain them both one evening” at a cost of $600, according to Reuters.

    গ্লোডম্যান এসব কথা অস্বীকার করেছে।

    ২০০৬এ লিবিয়ার সভারিন ওয়েল্‌থ ফান্ড সেটাপ করা হয়। তার আগে লিবিয়ার সাথে ওয়েস্টের সম্পর্ক খারাপ ছিল। কিন্তু গোল্ডম্যান স্যাকস আর সোসিয়েতে জেনেরালের কাছে ফান্ড ম্যানেজ করার পর সম্পর্কের উন্নতি হয়।

    কিন্তু পরে গদ্দাফির সাথে গোলমাল বাধে এই কারণে --

    Things went sour, however, when Gaddafi started making plans for a pan-African currency using almost $7 billion in gold and silver, according to an email from Sidney Blumenthal to then-Secretary of State Hillary Clinton, released under the Freedom of Information Act.

    The email also revealed how conservative French President Nicolas Sarkozy saw the opportunity to invade Libya and overthrow Gaddafi as a chance to “gain a greater share of Libya oil production” and “provide the French military with an opportunity to reassert its position in the world.”

    https://www.rt.com/business/346600-libya-fund-damages-goldman/
  • দ্রি | 205.154.56.44 | ১৭ জুন ২০১৬ ১২:৫৬488116
  • ওর্ল্যান্ডো নাইটক্লাবে শুটিংএর অফিশিয়াল ভার্শানে একজনই শুটার, ওমর মতীন। কিন্তু একাধিক প্রত্যক্ষদর্শীর মতে মাল্টিপ্‌ল শুটার ছিল। কেউ কেউ রিপোর্ট করেছে শুটিং এর সময় পালানোর চেষ্টা করার সময় কেউ বাইরে থেকে দরজা চেপে রেখেছিল।

  • দ্রি | 11.39.13.236 | ১৭ জুন ২০১৬ ২৩:৩৬488118
  • ব্যাঙ্ক অফ অ্যামেরিকা ৮০০০ জন ছাঁটাবে। কারণ ডিজিটাল ব্যাংকিংএর উত্থান। কোপ পড়বে ব্যাক অফিস স্টাফ আর টেলারদের ওপর।

    http://www.zerohedge.com/news/2016-06-15/bank-america-set-fire-8000-banker-layoffs-accelerate
  • PM | 233.223.159.253 | ১৮ জুন ২০১৬ ১৩:১৪488119
  • কোকা কোলা ১২০০০০ থেকে ৪০০০০ এ নমিয়ে আনবে। কোর অপারেসনে ২০০০০ লোক কাজ করবে, বাকিরা বটলিং প্ল্যান্টে।
  • dc | 132.164.126.152 | ১৮ জুন ২০১৬ ১৩:৪৭488120
  • দ্রিবাবু ব্রেক্সিট নিয়ে কিছু লিখুন - হবে কি হবেনা, সুবিধে অসুবিধে, কাদের লাভ আর কাদের ক্ষতি।
  • PM | 116.78.125.78 | ১৯ জুন ২০১৬ ২২:৫৬488121
  • PAX এর রিপোর্ট নিয়ে দু চার কথা হবে না?

    SBI in 'Hall of Shame' of banks funding cluster bomb makers

    State-run banking behemoth SBI has been named in a 'Hall of Shame' list of 158 banking and financial institutions globally that have invested billions of dollars in companies making cluster bombs.
    .
    State Bank of India (SBI) is the only Indian entity on the list, which includes global giants like JP Morgan, Barclays, Bank of America and Credit Suisse that invested over $28 billion in seven producers of cluster munitions between June 2012 and April 2016, according to a report by Dutch campaign group PAX.
    .
    -------------------------------

    Pax said "State Bank of India (India) has made an estimated $87 million available to the companies on the red flag list since June 2012."
    .

    http://timesofindia.indiatimes.com/business/india-business/SBI-in-Hall-of-Shame-of-banks-funding-cluster-bomb-makers/articleshow/52820274.cms
  • দ্রি | 11.39.15.253 | ১৯ জুন ২০১৬ ২৩:২৬488122
  • সাব্বাশ বেটা এসবিআই!

    ইয়েমেনে তো শুনছি খুব ক্লাস্টার বোম ফেলছে সৌদি।
  • দ্রি | 11.39.15.253 | ১৯ জুন ২০১৬ ২৩:৩৪488123
  • ব্রেক্সিটটা ভালো বুঝছি না ডিসি। শুধু এইটুকু বুঝছি ব্যাঙ্কারদের একটা বড় লবি ব্রেক্সিট চায় না। মিডিয়াও ব্রেক্সিটবিরোধী পোজিশান নিয়েছে এবং সেটাই প্রপাগেট করছে। যা শুনছি ব্রেক্সিট হয়ে গেলে ইইউতে কিছু ব্যাঙ্ক ফ্যাঙ্ক ফেলও করতে পারে।

    তবে ব্রেক্সিট হয়ত হবে না। মিডিয়া হ্যাজ অলমোস্ট এনশিওর্ড দ্যাট।
  • dc | 132.174.164.122 | ১৯ জুন ২০১৬ ২৩:৪৯488125
  • ব্রেক্সিট নাকি ক্লোজ কল। আর ব্যাংকাররা তো চাইবেই না, ওরা তো সবসময়েই স্ট্যাটাস ক্যো খোঁজে। তবে ইউরো জোন নিজেই টিঁকবে কিনা সেই নিয়ে লেখা আসছে। দেখা যাক।
  • Ela | 15.69.121.183 | ১৯ জুন ২০১৬ ২৩:৫৬488128
  • লিভ কিন্তু শেষ কয়েক দিনে রিমেইনের থেকে এগিয়ে, এক্জিট পোল মোতাবেক। আর লিভ হলে ব্রেক্সিট হবেই শুনছি? বিগ বিজনেস লবি যদিও বিরুদ্ধে খেলছে। ঘোলা জলে কিছু লোক নেমে পড়েছে অর্থনৈতিক বিপর্যয় হলে কী করিতে হইবে টাইপস সমাধান নিয়ে। লিখুন না বিশদে।
  • দ্রি | 11.39.96.229 | ২০ জুন ২০১৬ ০২:২৯488129
  • পুয়ের্তো রিকোর অবস্থাও খুব খারাপ। মে মাসে লোন পেমেন্ট ডিফল্ট করেছে পুয়ের্তো রিকো। ঋণদাতারা তাই চঞ্চল হয়ে উঠেছে।

    The country is also in the throes of an economic crisis with more than $72 billion in debt and a poverty rate of 45 percent. Two weeks ago the House of Representatives said it would take action to address the issue. A bipartisan bill was passed that would appoint a federal oversight committee to steer the US territory out of its fiscal crisis.

    It’s up to the Senate now to ratify PROMESA (The Puerto Rico Oversight, Management and Economic Stability Act) ahead of the July 1 due date for its $2 billion debt payment. However, the bill essentially prioritizes the interests of vulture funds and other bondholders.

    In May, Puerto Rico Governor Alejandro Garcia Padilla had to opt not to pay back $370 million in debt, opting to default in favor of continuing to provide essential services to some 3.5 million American citizens living there.

    https://www.rt.com/usa/347321-us-decolonization-protests-rico/

    এই বিলের বিরোধিতা করেছেন বার্নি, আর সাপোর্ট করেছেন হিলারী।

    পুয়ের্তো রিকোয় এখন নিয়মিত বিক্ষোভ হচ্ছে।
  • দ্রি | 11.39.96.229 | ২০ জুন ২০১৬ ০২:৪৯488130
  • "আর ব্যাংকাররা তো চাইবেই না, ওরা তো সবসময়েই স্ট্যাটাস ক্যো খোঁজে।"

    একথা বলছেন কেন? গ্লাস-স্টীগাল বদলানোতে তো ব্যাংকাররা খুব তৎপর ছিল।

    "লিভ কিন্তু শেষ কয়েক দিনে রিমেইনের থেকে এগিয়ে, এক্জিট পোল মোতাবেক।"

    একজিট পোল তো একটা গুলের ডিপো।

    তবে কী যে হবে সত্যি বোঝা যাচ্ছে না। তারপর আবার ঠিক ভোটের আগে এমপির খুন হয়ে যাওয়া ... এসব খুবই সাসপিশাস।
  • দ্রি | 11.39.96.229 | ২০ জুন ২০১৬ ০৩:৩৭488131
  • মাইক্রোচিপ আসছে।

    Last week it emerged that US naval officers have held discussions with Zoltan Istvan of the Transhumanist political party, who is also running as a candidate for the US presidency.

    He advocates fitting human beings with technology, including microchips, to boost brain power or enhance physical attributes.

    Istvan himself has a microchip in his hand that he uses to give out business cards, send text messages, or start his car.

    He told Radio Sputnik that the US navy wanted to discuss the possibility of implanting humans with chips fitted with global positioning (GPS) technology, and said that in the near future many people will want to be fitted with chips.

    "I wouldn't be surprised if within ten years 50 percent of Americans have some type of implant, because at the end of the day an implant can reduce the size of your wallet or whatever you carry in your purse by about 30 or 40 percent," Istvan said.
    ...
    The legality of biological chips is a gray area, and they are currently bought on the black market from companies over the internet, without any regulation.

    "You inject these chips in yourself, it's just a 30- or 60-second procedure, the chips are so small they go in through a needle, they're literally the size of a grain of rice so right now that's one of the things I'm trying to do, is get the US government and official institutions like the Navy to start discussing it and creating policies around it."

    http://sputniknews.com/science/20160619/1041597594/transhumanism-microchips-us-navy.html#ixzz4C49D5izP
  • d | 144.159.168.72 | ২০ জুন ২০১৬ ১৫:৪৫488132
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন