এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৯৫৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ২৪ নভেম্বর ২০১৫ ২১:৫৩487867
  • আগেও বোধহয় একবার কোথাও এখানেই লিখেছিলাম ট্যাক্সের ওপরে।
    ১।ট্যাক্স কারা দেয়?
    ক)ষোলো বছরের বেশি বয়সের প্রত্যেকে। আয় থাকুক বা না থাকুক।
    খ)এদেশের নাগরিক
    গ)এদেশের পার্মানেন্ট বসবাসকারীরা (C পার্মিট যাদের আছে)
    ঘ)এদেশের অস্থায়ী উপার্জনশীল বসবাসকারীরা

    ২। ট্যাক্স ডিক্লারেশন ফর্ম কাদের ফিলাপ করতে হয়?
    ওপরের ক, খ, গ এবং ঙ, চ
    ঙ) এদেশের অস্থায়ী উপার্জনশীল বসবাসকারীরা যাদের বাৎসরিক গ্রস ইনকাম একটা নির্দিষ্ট অঙ্কের বেশি
    চ) ঙ দের ডিপেন্ডেন্ট সন্তানেরা, যাদের বয়স ষোলো বছর বা বেশি

    ৩) ট্যাক্স ডিডাক্শান ফ্রম সোর্স কাদের?
    ঘ, ঙ এবং ব্যাঙ্কের ইন্টারেস্টের বা অন্য কোনো খাতে নিয়োগ করা অর্থের ইন্টারেস্টের ৩৫% বা বেশি

    ৪) কী কী ভাগের ট্যাক্স?

    অ) মাথাপিছু ট্যাক্স
    আ)আয়কর
    ই)স্থাবর সম্পত্তিকর
    ঈ)অস্থাবর সম্পত্তিকর
    উ)লটারী ইত্যাদিতে অর্থলাভ করলে তার ওপরে কর
    ঊ)অন্য কোনো সোর্স থেকে অর্থলাভ হলে তার ওপরে কর, যেমন অ্যালিমনি, ডিপেন্ডেন্ট সন্তানের জন্যে প্রাক্তন স্পাউসের থেকে অর্থলাভ, ইত্যাদি
    ঋ)ইনশিওরেন্স ম্যাচিওর করবার পরে সেই অর্থ অথবা টার্ম ডিপোসিটে রাখা অর্থ, যার কোনো ইন্টারেস্ট এই মুহূর্তে পাচ্ছেন না, সেই ক্যাপিটালটুকুও ওপরে
    ৯)শেয়ার মার্কেটে যে টাকা খাটাচ্ছেন তার তাৎক্ষণিক মূলধনের মূল্য (প্রতি বছর তা বাড়তে বা কমতে পারে), স্টকের দাম
    এ)যে টার্ম ডিপোসিটে রিস্ক আছে, সেই মূলধন
    ঐ)বিদেশে কোনোখানে অস্থাবর সম্পত্তি থাকলে, এবং সেই দেশে ট্যাক্স না দিলে, সেই অর্থ

    এর প্রত্যেকটি ডিক্লেয়ার করা নৈতিক কর্তব্য। না করলে আপনি অসদুপায়ে ট্যাক্স ফঁকি দিচ্ছেন।
    আমরা এভাবেই প্রতি বছর ট্যাক্স ডিক্লেয়ার করে থাকি।
  • সে | 198.155.168.109 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:০০487868
  • এবং
    ৪।
    ও) উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অর্থের ওপরে ট্যাক্স
    ঔ) অবসরগ্রহণের পরে প্রাপ্ত প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড থেকে ( পিলার ৩A, ৩B এবং কোনো কোনো ক্ষেত্রে পিলার ২A) প্রাপ্ত অর্থের ওপরে(সুদ্সহ পুরো টাকাটাই মূলধন ধরা হয় এক্ষেত্রে এবং আয়কর (আ) এর হারে ট্যাক্স কাটা হয়ে থাকে।
  • সে | 198.155.168.109 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:০৩487869
  • ৫। যদি মোটোর গাড়ি থাকে, তার তাৎক্ষণিক মূল্য (প্রতিবছরের ক্ষয়ক্ষতিতে তার দাম পড়ে যাচ্ছে ধরে নিয়ে), সেটাও সম্পত্তিকরের আওতায় পড়ে এবং ডিক্লেয়ার করা বাধ্যতামূলক।
    ৬। দামী কোনো পেইন্টিং থাকলে (পিকাসো কি রেমব্রান্ট, ইঃ) তাও ডিক্লেয়ার করতে হবে
  • সে | 198.155.168.109 | ২৪ নভেম্বর ২০১৫ ২২:০৬487870
  • আপনার যদি বাইসাইকেল থাকে, তবে সেই বাইসাইকেলের মূল্য করের আওতায় পড়ে না উপরন্তু, এনভাইরনমেন্ট ফ্রেন্ডলি ট্রান্স্‌পোর্ট ব্যবহার করছেন বলে আপনার ট্যাক্স রিবেট মিলবে।
  • দ্রি | 172.247.73.206 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:১৮487872
  • যা বোঝা যাচ্ছে সুজারল্যান্ড দেশটা মোটামুটি ব্যাঙ্কাররাই চালায়। অবশ্য, ইন আ ওয়ে সে তো জানা কথাই।

    এদিকে রাশিয়া টার্কিশ মিলিটারী আতাশেকে অফিশিয়াল প্রোটেস্ট জানিয়েছে। রাশিয়ান মিডিয়া তো বলতে শুরু করেছে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার।
  • সে | 198.155.168.109 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:২৭487873
  • না। ভুল জানেন। আরেকটু পড়াশুনো করুন এদেশের ব্যাপারে। সবটা আমি বলে দেব না।
  • দ্রি | 99.31.57.5 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:৪০487874
  • আচ্ছা করব।
  • দ্রি | 99.31.57.5 | ২৪ নভেম্বর ২০১৫ ২৩:৪৬487875
  • শোনা যাচ্ছে রাশিয়ান হেলিকপ্টার সুখৈ এর পাইলটদের খুঁজতে গিয়েছিল। সেটাকে সিরিয়ান মিলিট্যান্টরা ইউ এস প্রদত্ত টো মিসাইল দিয়ে নামিয়ে দিয়েছে।

    উই মে বি ক্লোজ টু অ ফুল ফ্লেজেড ওয়ার।
  • দ্রি | 101.109.247.173 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:৪৫487876
  • টার্কি আবার এখন বলছে প্লেনটা যে রাশিয়ান সেটা নাকি তারা বুঝতে পারে নি।

    নেটো বলছে রাশিয়াকে সংযম দেখাতে হবে।
  • দ্রি | 101.109.247.173 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:৫৩487877
  • ব্রেকিং নিউজঃ

    Moscow plans to suspend military cooperation with Ankara after the downing of a Russian bomber by Turkish air forces, Russian General Staff representatives said on Tuesday. Further measures to beef up Russian air base security in Syria will also be taken.
    ...
    Russian guided missile cruiser Moskva, equipped with the ‘Fort’ air defense system, similar to the S-300, will be deployed off Latakia province's coast.

    "We warn that every target posing a potential threat will be destroyed,” lieutenant general Sergey Rudskoy said during the briefing.

    “All military contacts with Turkey will be suspended,” he added.

    টার্কির সাথে আইসিস বমিংএ কোঅপারেট করছিল রাশিয়া। সেইটা ভোগে গেল।
  • দ্রি | 101.109.247.173 | ২৫ নভেম্বর ২০১৫ ০০:৫৯487878
  • ফ্রান্স আর বেলজিয়ামের বর্ডারে নাকি একটা হস্টেজ সিচুয়েশান হয়েছে।
  • দ্রি | 99.234.157.254 | ২৬ নভেম্বর ২০১৫ ২২:৫৯487879
  • আমেরিকা বলেছে টার্কির সেল্‌ফ ডিফেন্সের অধিকার আছে। টার্কি বলেছে, এরকম হলে আবার করব। টার্কি বলেছে, ১৭ সেকেন্ডের জন্য প্লেন টার্কির এয়ার স্পেসে ছিল। রাশিয়া বলেছে প্লেন কখনোই সিরিয়ান এয়ারস্পেসের বাইরে যায় নি। টার্কি বলেছে দশ বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। দুজন পাইলটের মধ্যে একজন বেঁচে যাওয়া পাইলট বলেছে একবারও ওয়ার্নিং দেওয়া হয় নি। পুতিন বলেছে, 'স্ট্যাব ইন দা ব্যাক'। লাভরভ বলেছে, সব এভিডেন্স দেখে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত এবং প্রিপ্ল্যান্ড।

    তবে রাশিয়া রেসপন্ড করছে না। শুধু সিটিজেনদের টার্কিতে ভেকেশানে যেতে বারণ করেছে। আর টার্কির ইম্পোর্টে কড়া ইনস্পেকশান লাগিয়েছে। আর মস্কভা এবং এস-৪০০ বসিয়েছে। ব্যাস।
  • দ্রি | 99.234.157.254 | ২৬ নভেম্বর ২০১৫ ২৩:০৭487880
  • Mystery over who bombed Turkish convoy allegedly carrying weapons to militants in Syria

    A Turkish convoy, which according to some reports was transporting weapons to terrorist organizations, has been hit by apparent airstrikes in northwestern Syria.

    Footage released online by the Istanbul-based Humanitarian Relief Foundation (IHH) shows plumes of smoke from the burning trucks and people running about in panic. At least 20 trucks were engulfed in flames.

    https://www.rt.com/news/323538-turkey-convoy-syria-attack/

    Turkish newspaper editor in court for 'espionage' after revealing weapon convoy to Syrian militants

    A Turkish prosecutor asked a court to imprison the editor-in-chief of Cumhuriyet newspaper pending trial for espionage and treason. In May, the outlet published photos of weapons it said were then transferred to Syria by Turkey’s intelligence agency.

    https://www.rt.com/news/323557-turkey-arrests-editor-cumhuriyet/
  • দ্রি | 99.234.157.254 | ২৬ নভেম্বর ২০১৫ ২৩:১১487881
  • কাতার এবং সৌদি আরবে প্রবল বৃষ্টি, হঠাৎই। নৌকো করে লোকে অফিস গেল।

    Cars floating in rivers that were once streets, water gushing through ceilings and people sailing to work on boats – that’s the current picture in Qatar and Saudi Arabia, both desert countries, which should be dry and sunny for the whole year.
    ...
    Many buildings at the multibillion-dollar airport failed to hold up to the torrent: pictures and videos on social media show water flooding into the passenger terminal.
    ...
    Cascades of water fell from a ceiling inside Ezdan Mall in Doha, Doha News reported.

    “Inclement weather” prompted the closure of schools across the country as well as the US Embassy in Qatar on Wednesday.

    https://www.rt.com/news/323513-qatar-saudi-arabia-floods/
  • দ্রি | 99.234.157.254 | ২৬ নভেম্বর ২০১৫ ২৩:৩৩487883
  • টার্কিশ প্রেসিডেন্ট এর্দোয়ানের ছেলে বিলাল।

    Bilal Erdoğan owns several maritime companies. He has allegedly signed contracts with European operating companies to carry Iraqi stolen oil to different Asian countries. The Turkish government buys Iraqi plundered oil which is being produced from the Iraqi seized oil wells. Bilal Erdoğan’s maritime companies own special wharfs in Beirut and Ceyhan ports that are transporting ISIS’ smuggled crude oil in Japan-bound oil tankers.

    Gürsel Tekin vice-president of the Turkish Republican Peoples’ Party, CHP, declared in a recent Turkish media interview, “President Erdoğan claims that according to international transportation conventions there is no legal infraction concerning Bilal’s illicit activities and his son is doing an ordinary business with the registered Japanese companies, but in fact Bilal Erdoğan is up to his neck in complicity with terrorism, but as long as his father holds office he will be immune from any judicial prosecution.” Tekin adds that Bilal’s maritime company doing the oil trades for ISIS, BMZ Ltd, is “a family business and president Erdoğan’s close relatives hold shares in BMZ and they misused public funds and took illicit loans from Turkish banks.”

    http://journal-neo.org/2015/08/24/erdogan-s-dirty-dangerous-isis-games/
  • দ্রি | 99.234.157.254 | ৩০ নভেম্বর ২০১৫ ২১:০৪487884
  • শোনা যাচ্ছে টার্কি নাকি অ্যানাউন্স না করেই স্ট্রেইট অফ বসফরাস দিয়ে রাশিয়ান ট্রাফিক বন্ধ করে দিয়েছে।
  • দ্রি | 99.234.157.254 | ৩০ নভেম্বর ২০১৫ ২১:১২487885
  • জর্জ সোরোস ফাউন্ডেশান, ন্যাশানাল এনডাওমেন্ট ফর ডেমক্রেসি, ন্যাশানাল ডেমক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ম্যাকার্থার ফাউন্ডেশান, ফ্রিডম হাউস আদি এনজিও রাশিয়া থেকে ব্যান হয়ে গেল।

    https://www.rt.com/politics/323919-soros-foundation-recognized-as-undesirable/
  • T | 212.142.96.110 | ০২ ডিসেম্বর ২০১৫ ০৮:৪১487886
  • দৃ সাহেব, 'বেকথ্রু এনার্জ্জি কোয়ালিশন' নিয়ে কিছু লিখুন। সাদা চোখে তেল নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত নাকি পিছনে গভীর কিছু ষড়যন্ত্রের আভাস?
  • দ্রি | 138.199.51.205 | ১২ ডিসেম্বর ২০১৫ ২০:৩৬487887
  • ব্রেকথ্রু এনার্জি কোয়ালিশান তো এই সবে জন্মালো। দেখা যাক এরা কী করে।

    তবে এই গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ফুটপ্রিন্টওয়ালাদের একটা খুব সিম্পল 'গভীর ষড়যন্ত্র' আছে।

    প্যারিস সামিটে যে কী ডীল হল, সেটা তো মিডিয়াকে কিছুই বলছে না।
  • দ্রি | 104.30.181.134 | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:০৫487888
  • টার্কি কুর্দিশ ইরাকে সৈন্য ঢুকিয়ে দিয়েছে। ইরাক ইউ এনে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু টার্কির সৈন্য সরানোর ইচ্ছে নেই।
  • দ্রি | 195.117.215.3 | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:১৫487889
  • ইউ এস কোয়ালিশান ইরাকে সৈন্য নামাতে চায়। বুটস অন দা গ্রাউন্ড। সাপোজেডলি আইসিসের সাথে লড়াই করার জন্য।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:২০487890
  • আইসিসের ট্যাকা পয়সা ফুরিয়ে গেছে? জানেন না কি?

    একে তো ওদের ফিনান্স মিনিস্টার মারা গেছে। তহবিলের টাকা কোথায় কতোটা - এইসব গোপন বৃত্তান্ত আর কেউ জানে না। তায় তেল। মানে একে তো তেলের দাম হু হু করে পড়ে গেছে।এর ফলে আইসিসের ইনকামও খুব কমে গেছে তায় পুতিন বাবু বোম মেরে তেলের লাইন ও উড়িয়ে দিয়েছে। কি মুষ্কিল।
  • দ্রি | 195.117.215.3 | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:২৫487891
  • আইসিস হল পৃথিবীর সবচেয়ে ধনী টেররিস্ট অর্গানাইজেশান।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:২৬487892
  • বল্লে হবে? খরচা নেই?
  • দ্রি | 195.117.215.3 | ১২ ডিসেম্বর ২০১৫ ২২:৩৩487894
  • বাঃ, ইন্টারন্যাশানাল মার্সিনারী পুষতে খরচা তো আছেই।

    জি-২০র মিটিংএ পুতিন বলেছিল, ৪০টি দেশে আইসিসের ডোনার আছে। তার মধ্যে জি-২০র ও কেউ কেউ আছে।

    প্লাস সিরিয়া, ইরাকের তেলের খনি থেকে স্মাগলিং আছে।
  • দ্রি | 72.102.148.67 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২২:১৭487895
  • A Russian destroyer had to open warning fire as a Turkish fishing vessel sailed on a collision course towards them and didn’t respond to calls from the warship, the Russian Defense Ministry reported.

    Following the incident, the Russian Defense Ministry warned the Turkish military attaché about “the possible harmful consequences of the reckless actions by Ankara against the Russian military contingent, involved in tackling international terrorism in Syria."

    “Deep concerns were voiced over another provocative action by the Turkish side against the Russian patrol ship Smetlivy in the Aegean Sea, which forced them to open warning fire… in order to avoid a collision with the Turkish vessel,” the ministry said in a statement.

    https://www.rt.com/news/325785-russian-destroyer-turkish-trawler/
  • avi | 113.24.84.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২২:২৫487897
  • আচ্ছা, এই গোলমালে উত্তর কোরিয়ার লোকাস স্ট্যান্ডাই কী? কিম যে মাঝে মাঝে নিউক, হাইড্রোজেন এসব ঝাড়বো বলে যাচ্ছেন, কেউ তো বিশেষ পাত্তাও দিচ্ছে না। এদের সাথে বড়ো সমস্যার কোনো যোগাযোগ আছে নাকি?
  • দ্রি | 72.102.148.67 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২২:২৫487896
  • প্যারিস ক্লাইমেট ডীলঃ

    To keep global temperatures "well below" 2.0C (3.6F) and "endeavour to limit" them even more, to 1.5C

    To limit the amount of greenhouse gases emitted by human activity to the same levels that trees, soil and oceans can absorb naturally, beginning at some point between 2050 and 2100
    To review each country's contribution to cutting emissions every five years so they scale up to the challenge

    For rich countries to help poorer nations by providing "climate finance" to adapt to climate change and switch to renewable energy.

    http://www.bbc.com/news/science-environment-35073297
  • দ্রি | 119.163.234.7 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২২:৪১487898
  • নর্থ কোরিয়াকে একটু পশ্চারিং করতেই হবে।

    সিরিয়া, ইরাক, ইরান, আফঘানিস্তান, নর্থ কোরিয়া এইগুলোতে ফুটহোল্ড নেওয়া হল আমেরিকান পলিসি। এর পারপাস হল রাশিয়ার এনসার্কলমেন্ট। মানে একটা বিগ ওয়ার উইথ রাশিয়া হতে গেলে এইসব জায়গাগুলোতে প্রথমে কব্জা করতে হবে।

    সেইটা কাউন্টার করার চেষ্টা করে রাশিয়া। টুকটাক অস্ত্রশস্ত্র নর্থ কোরিয়াকে দিয়ে। নিউক সম্ভবত নর্থ কোরিয়ার আছে। কিন্তু ডেলিভারী সিস্টেম নেই। কিন্তু তবু নিউক একটা ডেটারেন্ট। সেইজন্য নর্থ কোরিয়াকে একটা লিমিটের বেশী ঘাঁটায় না আমেরিকা। কারণ, যদিও আমেরিকাকে নিউক করতে পারবে না নর্থ কোরিয়া, কিন্তু সাউথ কোরিয়ায়ও যদি একটা নিউক ফেটে যায়, সেটা ক্যাটাস্ট্রফিক হবে। ঐসব জায়গায় পপুলেশান ডেন্সিটি খুব বেশী।
  • avi | 113.24.84.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১০487899
  • আচ্ছা।
    ভালো কথা, নিউক সম্পর্কে একটা জানার আছে। এই যে কাগজে টিভিতে বলে যায়, যে সত্যিকারের বড় যুদ্ধ হলে মানবসভ্যতা, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, সবার হাতে যত নিউক আছে সব ফাটানো হলে আর কেউ বাঁচবে না, এটা কতটা বাস্তব দাবী? মানে, যুদ্ধ আটকানোর জন্য এটা খুব ভালো ডেটারেন্ট সত্যি, কিন্তু কতটা যুক্তিযুক্ত? হিরোশিমা বা নাগাসাকিতে যতজন মারা গিয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি লোক বেঁচে গিয়েছিলেন যদ্দূর জানি। সেদিন এক ভদ্রলোকের কথা পড়লাম যিনি ৬এ হিরোশিমায় ছিলেন, এপিসেন্টার থেকে ৩কিমি দূরে, একটু আপার বডি পুড়ে যায়। দুদিন হাসপাতালে থেকে ৯ই সকালে নাগাসাকিতে কাজে যোগ দেন। এবারও তিন কিমির মতই দূরে ছিলেন এপিসেন্টার থেকে, কিন্তু এবার তেমন বড় চোট লাগে নি। ভদ্রলোক মারা যান ২০১০এ, পাকস্থলী ক্যান্সারে, যেটা আবার জাপানে এমনিই খুব কমন।
    ইনি নাহয় ব্যতিক্রমী। আর এখনকার বোমাগুলোও মানছি অনেক বেশি শক্তিশালী। কিন্তু তাও, অনেক শহর যাবে, ১-২ কোটি মানুষ যাবে, কিন্তু পুরো মানবসভ্যতা একটু বেশিই বড় না?
    আর এই বোমাগুলোর জন্য কতটা পরিবেশ দূষণ হবে, তা নিয়েও প্রশ্ন আছে। আইসল্যান্ড বা ইন্দোনেশিয়ায় ভলক্যানো জেগে উঠলে তো শুনি অনেক গুণ বেশি দূষণ ছড়ায়। তো তা সব নিয়েও তো আমরা দিব্যি বেঁচে আছি। ঐ ফাইনম্যান যেমন বলেছিলেন, the stage is too big for the drama।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন