এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (৩)

    Guruchandali
    অন্যান্য | ০১ জুলাই ২০১১ | ২৬৪৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dalia Mukherjee | 83.83.40.194 | ২০ আগস্ট ২০১১ ২০:৩৯478769
  • আগের লেখাটাতে একটু ভুল ছিল, তাই আবার লিখছি। দীপঙ্করের গান শুনেছি, এককথায় বলা যায় অপূর্ব।
  • Guruchandali | 122.162.75.98 | ২২ আগস্ট ২০১১ ২২:৩৩478770
  • প্রকাশিত হল দুটি বুলবুলভাজা।

    গানের ঝর্ণাতলায়: দ্বিতীয় পর্ব - দীপঙ্কর বসু
    স্বাধীনতা: সাইবার কহানি - শুদ্ধসত্ব ঘোষ

    আরও বুলবুলভাজা আসছে। প্রকাশিত হবে খুব শিগগিরই।
  • kallol | 220.226.209.2 | ২৩ আগস্ট ২০১১ ১১:৫৮478771
  • দীপঙ্কর। আপনাকে কি বলবো, তাই ভেবে পেলাম না। ভাষাহীন হয়ে আছি। আপনার সামনে বসে শুনতে ইচ্ছে করছে। জানি না তার সুযোগ হবে কি না।

    শুদ্ধসঙ্কÄ।
    ভীষণ জরুরী বিষয়, অসম্ভব ভালো লেখা। আরও লিখুন এরকম বিষয় নিয়ে। আপনার সাথেও খুব আড্ডা মারতে ইচ্ছে হচ্ছে।
  • Nina | 12.149.39.84 | ২৩ আগস্ট ২০১১ ১৯:৪৯478772
  • গানের ঝর্ণাতলায় --লেখাটি যে ভারি সুরেলা-----
    বাসুভাই এই সঙ্গে বোধহয় তোমার একটা নিজের গলায় গাওয়া গানের লিঙ্ক থাকলে আরও ভাল লাগবে।
  • Guruchandali | 122.162.75.98 | ২৩ আগস্ট ২০১১ ২১:২৮478773
  • প্রকাশিত হল আরও একটি বুলবুলভাজা, এবং একটি খবর্নয়?।

    একটি ভোটার কমল -- কবীর সুমন
    রাজনীতির ছবি, ছবির রাজনীতি -- যোশী যোসেফ
  • dev jones | 86.10.184.37 | ২৪ আগস্ট ২০১১ ০০:১৫478774
  • ডেঅর ইর ,ঈটীআঈ ঋ আআঊড্ডীণ এখত খুবেই অলো
    মনুশের মোধেয় জে পর্থোক্যোঋওএচ সেতও যূযূআণ্টাঋ থেকে হোলে আসে্‌চ, যওমোন :--এওলুতিওন থেকে দেখ জএই অরিব ও ধোনি লোকেথের মোধয় পর্থক্য কোনো দিন এই সেশ হৈনি ।অরোন ত হোছে ঢোনি লোকের কোনোদিনেই নিগেদের সর্থ টয়গ -ব ওপোর্কে নিজেদের মোতোন অবে্‌তপরেন ন ।
    অনুশের মোধেয় জে অর্থয় চিলো অজো সেত বোদ্‌লইনি। ঢিনির কে্‌খানো ততেহ অ চিন্ত ধর বিস্লেসোন কোরে দেখেন নি
    ডুরঅগ্যক্রোমে বঙ্গলীদের অএই বোস্থ। ডেশ জোদি গোনোতন্ত্র মেনে নিতে পরে তোবেই সম্ভব, আজো দেখ জএ য়্রিঅ তে ই ওছে ওতো দেশে অখোনো ঋআযা ঋআণী ঋণ অগ্য চক্র ওনর বোঅন্‌গ্‌স পোরোম্পোরই রজোত্তো কোরে চোলেচেন এখ উজিবুর আজণ গোনোতন্ত্র ইস্বসি অব্‌ন্‌গ তিনি সেই অবেই সকল দেশের বসিন্দদের দেখে্‌তন। ইন্তু অলো সর্থোপোর লোকের কোতোত চই সেত জোখোন সধরন মনুশের বুজে্‌হ্‌ত পর্বেন তোখোন্য চিন্ত দ্ধর বোদ্‌লতে পরে ইন্তু সোমোয় সপেখোয়ো। "অন্স ঈণঊআণীট ট আণ"থিস ইস স্তিল্ল ত্রুএ।
    ডূ আ টা ঊদহোরোন জেমোন ঢর্ম ণিরোপেখে্‌হা কোর্তে হোলে সক্ল স্মূয় মোনে রখ দর্কর মনুসো বোদে্‌ল জই তে্‌খান্য অসে ইইন্‌শ ইন্‌গ্‌শ থেকে অসে সত্রুত ।অনুশের মোনোঅব ।তর মোনে কি অচে সেত অয় ব ঈণ ন হোলে সম্ভ হৈন। আঈ যডী ড যাঈ আআ কৈঅত দেবর জন্নো লয় এঅর প্রোয়ে্‌জান । আখোন বন্‌গ্‌লদেশে ত্বো পর্ত্য রুলএ অনেক অর্থয়ক । ঈ ডণ ,ডআঋআ ণীঋ ট আআ ঋঋ আণ আট ।ঢন্য বদ
  • Sayantan Goswami | 223.29.195.184 | ২৪ আগস্ট ২০১১ ০২:৩৫478775
  • মণিপুরের কালা কানুন নিয়ে যোশী যোসেফের ধারাবিক লেখার প্রথম কিস্তিটা পড়লাম । এমন পৈশাচিক আইনের , আমার বিশ্বাস , কোনো রকম কোনো অল্টারেশন করে সাধারন মানুষের সুবিধের কিছু হয়না । পুরোপুরি নস্‌য়্‌ৎ করা উচিত এমন ঘৃন্য আইন ।

    লেখককে আমার প্রশ্ন - উচ্চ আদালতে কি এই আইনের বিরুদ্ধে কোনোরকম কোনো পিটিশন দায়ের করা হয়েছে ? ভারতীয় সংবিধানে নিয়মাবলী অনুযায়ী এমন কোনো পন্থা কি এই ক্ষেত্রে সাধারন মানুষেরা নিতে পারে?

    তথ্যচিত্রটি দেখার ইচ্ছে আছে , তবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইনের প্রতিরোধ করা। মণিপুরে অবস্থিত এনজিও ও নাগরিক গোষ্ঠীরা এই ব্যাপারে কী ভাবছে , কী পরিকল্পনা করছে তা হয়তো লেখাটি ধারাবিক পর্যায় পড়লে জানতে পারবো ।
  • Guruchandali | 128.231.22.133 | ২৪ আগস্ট ২০১১ ০৩:২৩478776
  • -------------------------------------------------------------------------------------
    *
    রাজনীতির ছবি, ছবির রাজনীতি : সাক্ষাতকার, শ্রুতিলিখন ও অনুবাদ - শুভজিত চক্রবর্তী, সুমেরু মুখোপাধ্যায়

    একটু ভোটার কমলো : শ্রুতিলিখন - শমীক মুখোপাধ্যায়

    -------------------------------------------------------------------------------------
  • suddhasatya | 117.194.236.2 | ২৪ আগস্ট ২০১১ ১৯:২৩478777
  • কল্লোলদা, আমারো ইচ্ছে রইলো আড্ডা দেবার। একটু সুস্থ হলেই হয়ে যাবে আশাকরি।

    দীপঙ্করবাবুর লেখা পড়ছি আর মুগ্‌ধ হচ্ছি বলাই বাহুল্য। একটা প্রশ্ন রইলো। আমার এক পরিচিতা, তিনি গান শিখেছিলেন দেবব্রতবাবুর কাছে। তিনি জানিয়েছেন অন্যত্র দেবব্রত নাকি চাইতেন তাঁর ছাত্র-ছাত্রীরা তাঁর মত করেই গাইবেন। এটা সম্পর্কে জানার ইচ্ছে রইলো।

    অর্পিতার সহজিয়া সাধন নয়-ও যথেষ্ট ভাল লাগলো। জোজি জোশেফ-এর লেখাটা শেষ হবার অপেক্ষায় আছি। আফস্পা সত্যিই ভারতীয় গণতন্ত্রে একটি নোংরা দাগ। এ দাগ মুছে দেবার ক্ষমতা যাঁদের আছেন তাঁরা এতই নির্লজ্জ যে কিছুই বলার নেই। আইরম শর্মিলা চানু-কে কর্পোরেটরা স্পনসর করেনা, কারণ তিনি সরাসরি ভারত রাষ্ট্রের সঙ্গে প্রকৃত নৈতিকতার যুদ্ধে নেমেছেন, কোনো গোল বিষয় নিয়ে গোল সংলাপের আসর মাতানোর কাজ করেননি। আইরম শর্মিলা এ রাষ্ট্রের লজ্জা আর স্বাধীনতাকে সন্মান করা যে কোনো মানুষের গর্ব।
  • dalia Mukherjee | 83.83.40.194 | ২৪ আগস্ট ২০১১ ২৩:৪৫478396
  • গানের ঝর্ণতলায় খুব সুন্দর লাগছে পড়তে। সত্যি দীপঙ্কর, আপনাদের কত সৌভাগ্য যে এমন গুণীজনের সঙ্গ পেয়েছেন। ৩য় কিস্তির অপেক্ষয় রইলুম।
  • Biplob Rahman | 202.164.212.14 | ২৫ আগস্ট ২০১১ ১৭:১৯478397
  • ট্রাফিকের রবীন্দ্রনাথকে সেল্যুট। সুমন, আপনি আরো লিখুন। ধন্যবাদ গুরু হে! চলুক।

  • DB | 115.187.59.137 | ২৫ আগস্ট ২০১১ ১৯:৫০478398
  • নিন,
    অগে এল্‌খত শেষ করি। তার পর একট আলোচনার সঙ্গে সঙ্গে কিছু কিছু গানের লিঙ্ক দিয়ে দেওয়া যাবে। ত হলে তখন আলোচনাটা জমবে। যাঁর কথা এখন লিখছি তাঁর সঙ্গে নিজের গানের ভেজাল দেওয়াটা বুদ্ধিমনের কাজ হবে বলে মনে হয়না।
    শুদ্ধসঙ্কÄবাবুর প্রশ্নের জবাবটা দেব একটু গুছিয়ে। ঐ বিষয়ে একটি গল্প ও শুনেছিলাম।/ সে সব গুছিয়ে লিখব দুই এক দিনএর মধ্যেই

  • DB | 115.187.37.125 | ২৬ আগস্ট ২০১১ ১০:০৮478399
  • নাহ।
    নিনা,কথায় বলে Babu changes his mind আমিও মত পাল্টালাম। মেতে আছি সৌমেন ঠাকুরের গান নিয়ে। আপাতত তারই কিছু নমুনা পেশ করে যাই এখনে। রবীন্দ্রানথের গান না হয় এর পরে হবে। দেখ তো পছন্দ হয় কিনা
    ১।হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।৪শরেদ।ওম/অউদিও/গ্‌প্‌ক্ষ০ন/ডঅনি্‌অমি্‌মনি।হ্‌ত্‌ম্‌ল
    ২।হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।৪শরেদ।ওম/অউদিও/অম-৬আয়/লন্তো্‌অমি্‌অভোরনের্ভরে।হ্‌ত্‌ম্‌ল
    ৩।হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।৪শরেদ।ওম/অউদিও/আ২৪ল্বআ/ঊড়ে্‌জয়্‌মোনের্‌কথ।হ্‌ত্‌ম্‌ল

  • DB | 117.194.70.37 | ৩০ আগস্ট ২০১১ ১১:৪০478401
  • শুদ্ধসত্ববাবু,
    সাধারনত সত্যিকারের ভালো শিক্ষক ছাত্র ছাত্রীদের উৎসাহ দেন গান কাউকে নকল না করে নিজের মত করে গান গাইতে। আমার মনে হয় দেবব্রত বিশ্বাস তাঁর ছাত্রী কে গানের যে সমস্ত উপাদনগুলি গানকে জীবন্ত করে তুলতে সাহাহ্য করে - যেমন স্পষ্ট এবং অর্থবহ উচ্চারণ , গানের বক্তব্যটিকে যথা সাধ্য আত্মস্থ করারে নিয়ে গান গাইবার পরামর্শ দিয়েছিলেন। এগুলি জর্‌জ্‌দা নিজে অত্যন্ত নিষ্ঠাভরে পালন করে চলতেন। এই মুল সুত্র গুলি অনুসরণ করাই তো দেবব্রত বিশ্বাসের মত করে গাওয়া।নইলে গানের পরিবেশনায় বৈচিত্র আসবে কেমন করে? রবীন্দ্রনাথের গান এত লোকে গাইছে - তাদের সবাই যদি এক জনের মত করেই গায় তবে তো গান একে্‌ঘয়ে হয়ে পড়বে।আমার মনে হয় জর্‌জ্‌দা আপনার পরিচীতা মহিলাকে ঐ মূলসূত্রগুলি মেনে চলতে নির্দেশ দিয়েছিলেন।
    জর্‌জ্‌দার মত করে গাওয়া প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ে গেল। গল্পটি সম্ভবত জর্‌জ্‌দা তাঁর আত্মকথা 'ব্রাত্যজনের রূদ্ধসংগীত" বইতে লিখেওছেন।(সম্ভবত লিখলাম এই কারণে যে বইটি এই মুহুর্তে আমার কাছে নেই, তাই যাচাই করে নিতে পারলাম না)
    একজন অল্প বয়সী উৎসাহী যূবক এসেছিলেন জর্‌জ্‌দার কাছে গান শিখবেন বলে ।তাঁর মনবাসনা ছিল তিনি জর্‌জ্‌দার মত করে রবীন্দ্র সংগীত গাইতে চান। জর্‌জ্‌দা তাঁকে পত্রপাঠ বিদায় করেছিলেন -বলেছিলেন আমার তো হাঁপানি আছে অনেক কসরৎ করে দম সামলে গান করতে হয়। তাই আমার মত গান গাইতে হলে আগে হাঁপানি ধরান নিজের । তার পরে আসএবন আমার মত গান গাওয়া শিখতে।
    পরিশেষে একটি কথা বলে নেওয়া জরুরী মনে করছি। একটু হাল্কা ভাবে বক্তব্যটা লিখলামবলে ভাববেন না যেন আপনার পরিচীতা মহিলা ঠিক কথা বলেননি বলে আমি মত প্রকাশ করছি। হয়ত কোন রকম বোঝার বা বোঝানর গোলমাল আছে ব্যপারটায়।

  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ১২:৩২478402
  • দেবব্রত বিশ্বাসকে নকল করে গাওয়ার কথায় মনে পড়লো।
    একদিন হেমাঙ্গদার বাড়িতে গুলতানি চলছে। হেমাঙ্গদা ওনার ছাত্রদের গান তোলাচ্ছেন, এর মধ্যে জর্জদা হাজির।
    তো, ব্যস। গান তোলা চুলোয় গেলো। দুই বন্ধুতে আড্ডা শুরু হলো। সত্যি কথা বলতে গানের চাইতে অনেক স্বাদু ছিলো আড্ডাটি। কথায় কথায় হেমাঙ্গদা বললেন
    - আরে, স্বপন গুপ্তের গান হুনছো নি?
    - আর কইস না, ছ্যমড়ায় আমার হাফানিডা যা নকল করে, আমিউ তা ফারি না।

    আশা করি ওনার নকল করা নিয়ে মনোভাব স্পষ্ট।

    উনি চাইতেন ওনার গানের দর্শণটি ছড়িয়ে দিতে। এর বেশী কিছু না। সেখানে গায়কের স্বাধীনতা নিয়ে ওনার খুব জোরালো মত ছিলো।

    নির্মলেন্দুর ওপর হেমাঙ্গদা খুব চটা ছিলেন। ওনার মতে নির্মলেন্দু লোকসঙ্গীত বিকৃত করতেন, বিশেষ করে ভাটিয়ালী।
    তাতে জর্জদা খুব প্রতিবাদ করতেন। উনি বলতেন যে, নির্মল তো তোমার মতন চাকরী করে না। ওকে গান করে খেতে হয়। পরের অনুষ্ঠানে ডাক পাওয়াটা ওর কাছে জরুরী। তাই শ্যামবাজারে ভাটিয়ালী গাইলে, তা একটু শ্যামবাজারী হবেই। যখন বব ডিলান ফোক-রক গায়, তখন তো ""জিব্বা বাইরইয়া যায়""।
  • dd | 124.247.203.12 | ৩০ আগস্ট ২০১১ ১২:৪৭478403
  • অথচ দেখুন, এই গানের উঠানে আমার নাক গলানোর কোনো রকমের লাইসেন্স নেই, তাও ও, পাকামীর চোটে উঁকি দিয়েই ফেলি।

    জন্মান্ধ স্বপন গুপ্ত নকল করতেন, লোকে তাঁর গানের থেকেও বেশী "একেবারে দেবব্রতের মতন গলা আর তেম্নি আষাঢ়'র সঠিক উচ্চারন"বলে আমোদ পেতো। স্বপন বাবুও পাড়ার পুজা আচ্ছায় ফাংশানে গান গেয়ে সংসার চালাতেন। ওনার কোনো প্রিটেনশন ছিলো না।

    অমিত কুমার জেনেটিক্যালি ১০০% গায়ক হতে পারতেন কিন্তু আগাগোড়াই নিজের বাবাকে নকল করে ঐ পাড়ার ফাংশানের বাইরে যেতে পারলেন্না। কিন্তু তাঁর কিন্তু ইচ্ছা ছিলো বড়ো গায়ক হবার।

    অন্তরা চৌধুরী সেই যে আধো আধো বুলিতে গান করতেন দশ বারো বছর বয়সে, সেই মায়া আর কাটাতে পারলেন না, নিতান্ত যৌবনেও খামোখা অম্নি খুকী বুলি তে গান গাইতেন, সে যে কি বিরক্তিকর।

    এ গুলো সবাই জানে, কিন্তু আমার লেখা পাচ্ছিলো, ক্ষিদেও পাচ্ছে, তাই লিখে দিলাম।
  • siki | 123.242.248.130 | ৩০ আগস্ট ২০১১ ১২:৫৭478404
  • হ্যাঁ, কুমার শানুও তো শুরুতে কিশোরকণ্ঠী ছিলেন। একটা দুটো ফাংশন করে নামডাক হল, তারপরে তিনি নাক দিয়ে গাওয়া শুরু করলেন, তবে না ভারতভূমি কুমার শানুকে চিনল!
  • nyara | 203.110.238.17 | ৩০ আগস্ট ২০১১ ১২:৫৯478405
  • এর উল্টোটাও আছে। কবে থেকে নিজের গলায়, নিজের সুরে রবীন্দ্রসঙ্গীত গাইছি - কেউ চিনল আমাকে?
  • I | 14.96.67.17 | ৩০ আগস্ট ২০১১ ১৩:১০478407
  • কিন্তু স্বপন গুপ্ত দেবব্রতর কাছেই গান শিখতেন না?
  • dd | 124.247.203.12 | ৩০ আগস্ট ২০১১ ১৩:২৮478408
  • আমি সেটা জানি না, কিন্তু ফাংশানে স্বপনবাবুকে দেবব্রতর শিষ্য/ছাত্র এই সবই বলা হতো। সেটা বোধয় গুজব।

    মনে হয় না স্বপনবাবু নিয়মিত ছাত্র ছিলেন, ঐ রকম অনুকরন করলে সেটা কোনো পেশাদার গাইয়ের পছন্দো হতো? পেত্যয় হয় না।

    তারপরে ধরুন অলিভিয়া নিউটন জোন্স (হা কপাল ! এরা নামটাও শোনে নি!), শিশু শিল্পী হিসেবে আধো আধো কথা বলে গান গেয়ে নাম করেছিলেন টেডি বীয়ার নিয়ে, হঠাৎ দেখি দিব্যি বড়ো সড়ো মহিলা হ্রস্ব পোষাক পড়ে সেস্কি গান গাইছেন। ইমেজ বদলে দিলো। এক সীজনেই।

    ইন্ডিয়াতেও। আলিসা চিনয়ের নামটাতো শুনেছেন? না কি? উনিও অমন আহ্লাদী খুকী থেকে স্বেছায় এবং রাতারাতি সেক্স বম বনে গেছিলেন এক টা ভিডিও থেকে আরেকটায়। মেকোভার।

    সত্যি বলতে কি এরকম বোরিং অ্যানেকডোট আর একটাও মনে পরছে না। মনে পরলেই লিখে দেবো।

  • nyara | 203.110.238.17 | ৩০ আগস্ট ২০১১ ১৩:২৯478409
  • স্বপন গুপ্ত দেবব্রতর ছাত্রই ছিলেন।
  • I | 14.96.67.17 | ৩০ আগস্ট ২০১১ ১৩:৩১478410
  • নিয়মিত না হলেও ছাত্র বোধ হয় ছিলেন। প্রতিদিনের রোববারেই সম্ভবত: দেবব্রতর আরেক ছাত্র তেমন লিখেছিলেন।
  • nyara | 203.110.238.17 | ৩০ আগস্ট ২০১১ ১৩:৪৪478411
  • রামকুমারের ছেলে শ্রীকুমার। রামকুমার বয়েস হয়ে যাবার জন্যে যে রকম আধো উচ্চারণ করতেন, শ্রীকুমার পঁয়তিরিশ বছর বয়েসেই সেরকম উচ্চারণ করতে শুরু করেন।
  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ১৪:১০478412
  • নকল করে বিখ্যাত হওয়া তো বহু। কুমার শানু, অভিজিত, বিনোদ রাঠোর, সোনু নিগম, সুমন কল্যানপুর, শিবাজী বন্দ্যো:।
    শুরু নকল দিয়ে পরে নিজের মতো : কিশোর কুমার, আশা ভোঁসলে, মহেন্দ্র কাপুর।
    অমিত কুমারেরটা স্রেফ ল্যাদ। পঞ্চম ওকে বার বার গানটা শিখতে বলেছিলো। সে তখন পাত্তাই দেয় নি। বুড়ো বয়সে এসে গানটা সিরিয়াসলি নিলো। তখন দেরী হয়ে গেছে।

    স্বপন গুপ্ত বোধ হয় জর্জদার ছাত্র ছিলেন না। অন্তত জর্জদা যেভাবে সেদিন ওনার কথা বলেছিলেন তাতে মনে হলো না উনি আগে চিনতেন।
  • kallol | 220.226.209.2 | ৩০ আগস্ট ২০১১ ১৫:২২478413
  • জোশীর লেখাটা সাংঘাতিক হচ্ছে। তবে রাত অভি বাকি হ্যায়।
    ওরা গেছিলো মনোরমার ঘটনার ও তার সেই দুনিয়া কাঁপানো প্রতিবাদের পর পর। ঐ টিমে ছিলো যোশী, শুভেন্দু, শুভজিত আরও কয়েকজন। ওদের অভিজ্ঞতা শুনলে হাড় হিম হয়ে যায়। এই লেখাটা অনেকের চোখ খুলে দেবে, যারা সন্দেহ করেন মনিপুর, নাগাল্যান্ডের দাবী কতোটা ঐ অঞ্চলের মানুষের দাবী, কতোটা তোল্লাই দেওয়া।
  • Nina | 12.149.39.84 | ৩০ আগস্ট ২০১১ ১৮:৩৭478414
  • বাসুভাই, আমার খুব ভাল লেগেছে গানগুলি----ঘুরে ফিরে শুনেছি।

    কল্লোলদাকি শুনলেন DB র লিঙ্কটা? কিম্বা আর কেউ? ন্যাড়া পাইদিদি সিকি ও অন্যান্য সকলে?
  • pi | 72.83.92.218 | ৩০ আগস্ট ২০১১ ২০:০৩478415
  • আগে কোন একটা টইতে বোধ্‌হয় ছিল । সেগুলো শুনেছিলাম। খুব ভাল লেগেছিল।
  • Guruchandali | 122.162.75.251 | ৩০ আগস্ট ২০১১ ২১:২৬478416
  • প্রকাশিত হল এই সপ্তাহের বুলবুলভাজা।

    এ ব্রিফ ডাইরি অফ হারিকেন -- লিখেছেন কুলদা রায়
    ক্রুসেডে সামিল হোন -- লিখেছেন সৃজন সমাদ্দার
    আর নয়, কেন? -- লিখেছেন কবীর সুমন
    লং মার্চের ডায়েরি: সপ্তম কিস্তি -- লিখেছেন নাসরিন সিরাজ অ্যানি
  • dd | 124.247.203.12 | ৩১ আগস্ট ২০১১ ১০:৩০478418
  • কবীর সুমন লিখেছেন যেমন লিখে থাকেন। 'কখনো আমি কোনো অনুষ্ঠানেই উচ্ছসিত প্রশংসা পাই নি" বা "গত তিরিশ বছরে আমি প্রায় একটাও বাঙালি দেখি নি'। মনে হয় খুব কি কোনো কমপ্লেক্সে ভুগছেন যে এই রকম জোর করে নজর কাড়া লাইন লিখে খুঁজছেন আরো পিঠ চাপড়ানি অথবা অ্যাটেনশন।

    বড্ডো ছেলেমানুষী হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন