এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (৩)

    Guruchandali
    অন্যান্য | ০১ জুলাই ২০১১ | ২৫৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | 117.194.37.143 | ০৮ আগস্ট ২০১১ ১৯:৫৪478736
  • -------------------------------------------
    ২২ শে শ্রাবণ এসে গেলে গুরু কি আর চুপচাপ থাকতে পারে? তাই এক ঝাঁকে প্রকাশিত হল পাঁচটি লেখা:

    রবিঠাকুর আমাদের বাড়িতে নিষিদ্ধ ছিলেন -- মলয় রায়চৌধুরি

    রবীন্দ্রনাথের ভাষাতত্ব -- সুশান্ত কর

    বাংলাদেশে রবীন্দ্রবিরোধিতার স্বরূপ: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং অন্যান্য মিথ্যা মিথ -- কুলদা রায় ও এম এম আর জালান

    স্মৃতিতে শিলাইদহ -- মেঘ অদিতি

    রবীন্দ্রনাথের শিলাইদহ -- সুমিত রায়

    এতেই ঝুলি শেষ নয়, আসতে পারে আরও লেখা।

    -------------------------------------------
  • Sushanta Kar | 117.198.63.243 | ০৯ আগস্ট ২০১১ ১৩:১৭478737
  • মলয় রায় চৌধুরী পড়লাম, তাঁর জবরদস্ত নিষেদ ভাঙার কারণটি আরো একটু ভালো রকম বুঝলাম। এই মন্তব্যটি দারুণ!:""বামুনরা "বেমমো'দের গানকে অশ্রাব্য করে রেখেছে, তা বোধহয় টের পেয়ে শান্তিনিকেতনের কত্তারা উঁচুজাতগিরি ফলাচ্ছে।''
  • Sushanta Kar | 117.198.63.243 | ০৯ আগস্ট ২০১১ ১৩:৩৪478738
  • কুলদা রায়ের লেখাটিও ভালো লাগল। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের মুসলমান প্রসঙ্গে কিছু সদর্থক উক্তি, এবং সাম্প্রদায়িককাত সম্পর্কে রবীন্দ্রনাথের প্রচলিত মতের বিল্প ধারণাগুলোর উল্লেখ থাকলে জোর আরো বাড়ত।
  • Sushanta Kar | 117.198.63.243 | ০৯ আগস্ট ২০১১ ১৩:৪৪478739
  • #২৪৮০;#২৪৭৬;#২৪৯৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;#২৪৮০; #২৪৮৬;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭০;#২৪৮৯; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৭;#২৪৭৯;#২৫০৭;#২৪৫৫; #২৪৬০;#২৪৯৭;#২৪৬৩;#২৪৭৬;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৮;#২৪৬০;#২৪৭২;#২৫০৩;#২৪৮০;? #২৪৭৮;#২৫০৩;#২৪৫৬; #২৪৩৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৪৭;#২৪৩৯; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭৪;#২৫২৪;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৪;#২৪৭১; #২৪৭৮;#২৪৯৫;#২৪৬৩;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬; #২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৭; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২;#২৪০৪; #২৪৪৭;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫; #২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭০;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;, #২৪৬৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬; #২৪৫৩;'#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৩৮;#২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৮৭;#২৪৬৭;#২৪৯৬;#২৫২৭; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪১;#২৪৬৪;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪;
  • rana | 108.194.169.197 | ১০ আগস্ট ২০১১ ০৫:৩৭478740
  • মলয় বাবুর লেখা খুব ইন্টারেস্টিং লাগলো | ওনার কবিতাটা আগে শুনেছি , নিজের আবৃত্তি-
    http://www.youtube.com/watch?v=X8P72hBrWI8
    একটা তারিখে গন্ডগোল মনে হলো |
    রামমোহন রায় ১৮৩৩ সালে মারা যান | প্রবন্ধে ১৮৮৩ লেখা |
  • Nina | 12.149.39.84 | ১০ আগস্ট ২০১১ ২১:০৮478741
  • মলয়দা, বলতে ইচ্ছে করছে যে ! একে তো পাটনা শুনলেই মনটা বড্ড নাচানাচি করে--born & brought up যে ঐ শহরে--তাহলে তো বিহারের মতে ' গাঁও ভরকা ভাই-বহেন " আমরা :-))মলয় রায়চৌধুরি পাটানার লেজেন্ড নাম, পাটনার গর্ব।

    খুব ভাল লাগল, মলয়দার লেখা---অনেক কিছু চোখে ওপর ভেসে উঠল, আবার অনেক কিছু ঝাপসা---সেইসঙ্গে কিছু নাম , যাঁদের খুব কাছ থেকে দেখার জানার সৌভাগ্য হয়েছে--লেখাটি যেন কোথায় টেনে নিয়ে চল্ল আমার মনটাকে।
    মলয়দা, পাটনার এলিট পরিবার নিয়ে আরও কিছু সময় পেলে লিখবেন, প্লিজ। রবীন্দ্রনাথ কে প্রথম পাব্লিক সন্মানপত্র শুনেছি দিয়েছিলেন মজ:ফরপুরের বাঙালীরা। আর ওনার প্রথমা কন্যা বেলা দেবী ও বিহারে, মজ:অফরপুরেই বিহারীলাল চক্রবর্তীর ছেলের শরৎ চক্রবর্তীর স্ত্রী।
    আরও অনেক কিছু শোনার আগ্রহ রইল।

    প্রত্যেকটি লেখাই খুব সুন্দর--কবি যেখানে বিষয় --অন্যথা হবে কেমন করে!
    সবাইকে অভিনন্দন--এমন সুন্দর লেখাগুলির জন্য।
    জয়গুরু:-))
  • Guruchandali | 122.162.75.20 | ১০ আগস্ট ২০১১ ২১:২০478742
  • প্রকাশিত হল আরও দুটি লেখা।

    মকবুল বললেন : কবীর সুমন
    ২২শে শ্রাবণ: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে: তাতিন বিশ্বাস
  • Salil Biswas | 223.29.193.221 | ১১ আগস্ট ২০১১ ০০:২৬478743
  • প্রদর্শণীর জন্য রোজ জোড়াসাঁকো-তে বসে থাকছি। ঘুরছি কখনো বিচিত্রায়, কখনো ঠাকুরদালানে, কখনো বা রামভবনের নিচে, আবার কখনো বারান্দায় বারান্দায়। ছবি তোলার সময় এমনই ঘুরতাম। কেমন লাগে? বলা মুশকিল। একদিন বসে দেখে যাবেন?
  • suddhasatya | 117.194.224.91 | ১১ আগস্ট ২০১১ ০১:১১478744
  • এলোমেলো ভাবনা:
    ক্যামেরুন এর স্পর্ধা দেখে অবাক হচ্ছিলাম। একটি রাজতান্ত্রিক দেশকে এরা চিরকাল গণতান্ত্রিক বলে গণতন্ত্রের পরিহাস করে এল। এখন যখন মানুষ সইছেন না ভন্ডামি শাস্তির ভয় দেখাচ্ছেন। ইতিহাস এদের আস্তাকুড়ে নিক্ষেপ করবেই করবে। এসব তারই লক্ষণ।

    http://www.guruchandali.co​m/guruchandali.Controller?​font=unicode&portletId=8&p​orletPage=2&contentType=co​ntent&uri=content130418909​6841
    মুখোসগুলো সব খুলে পড়ছে।অবোধহয় ওরাই শুধু ভাবে যে ওদের মুখোশটা এখনো আছে। নইলে চেম্বারলিন-চার্চিল কি অ্যাটলী, সবই তো এক গোয়ালের গরু!
    যে কোনো বিক্ষোভের ক্ষেত্রেই একটা সংগঠিত আরেকটা অসংগঠিত চেহারা থাকে। প্যারী কম্যুনের সময় কম্যুনের লোকদের বলতে হয়েছিল 'লুটবাজদের শাস্তি খতম'!এখানেও আছে। তবে বিক্ষোভটা ইরাক, আফঘানিস্তান দিয়ে দমানো গেল না এই যা। ভেবেছিল হয়ে যাবে। ওদের সামাজিক বেনিফিট সিস্টেমটাও তো আসলে চলে অনুন্নত দেশগুলোর থেকে নতুন অর্থনৈতিক ঔপনিবেশিক শোষণের মাধ্যমে। সেটায় টান পড়ছে, কারণ বড়লোকরা মুনাফা কমাতে রাজী না। ক্ষতি তাদের হয় না। কিন্তু মুনাফার ক্ষতিকে তারা ক্ষতি বলে দেখায়। এবারে এটা বৃটেনের ইতিহাসের খেলা। এই বিক্ষোভ খুব দূর অবধি দৌড়বেনা। কিন্তু দেখবেন এর ফল ফলবে ঐ সব কাট বন্ধ হবে। আমেরিকাতে বা ফ্রান্সেও ব্যাতিক্রম হবেনা খুব। এইটা দেখিয়েই অতি লোভীদের ওদের শাসকরা সামাল দেবে।অবলবে কিছু ছাড় না দিলে মাৎসন্যায় হবে। এ সব কিন্তু খেলার অঙ্গ। সুতো কিন্তু এখনো বিক্ষোভকারীদের হাতে নেই।অযা আছে তা হল অ্যানার্কি, আর সেটা কোনো পরিণত রাজনৈতিক অবস্থান না।
    তিনটে কাজ একসঙ্গে হচ্ছে। এক, ক্ষোভকে বের করে দিয়ে প্রেসার রিলিজ করতে সাহায্য করা। দুই, সেইটা দিয়ে অতি লোভী ধনীদের সামাল দেওয়া। তিন, এদের ঠেঙিয়ে আবার জনতাকে বুঝিয়ে দেওয়া যে বাড়াবাড়ি করলে বিপদ। আমেরিকার মতন দেশে এটা করা বিপদ, কালো প্রেসিডেন্ট। ফ্রান্স এত জঙ্গী, যে উস্কে দিয়ে সামলানো খুব মুশকিল। আর সারকোজী একেবারে ঘোষিত জাতি-বর্ণবিদ্বেষী। কাজেই ক্যামেরনের পালা।
  • suddhasatya | 117.194.224.91 | ১১ আগস্ট ২০১১ ০১:১৩478746
  • http://www.youtube.com/watch?v=WoFak7MRBJw

    এইটা ফুটেজ। আগেরটা ভুল করে দিয়েছিলাম। দু:খিত।
  • suddhasatya | 117.194.224.91 | ১১ আগস্ট ২০১১ ০১:১৬478748
  • সবকটা লিঙ্ক-ই গন্ডগোলের হল।অএকটাও ঠিক না। দ করে কর্তৃপক্ষ মুছে দিলে বাধিত হব।
  • ranjan roy | 122.168.207.133 | ১১ আগস্ট ২০১১ ০১:১৭478749
  • শুদ্ধসঙ্কÄকে ক'।
  • chandrabali | 113.21.75.8 | ১১ আগস্ট ২০১১ ২৩:৪৯478750
  • মোলোয় ববুর লেখতি খুব উপোভোগ কোর্লম
  • Pabitra Sen | 74.242.205.165 | ১৪ আগস্ট ২০১১ ১৮:৫৯478751
  • ভলো খবর --অধিক অংশ আপেলে এ পোরতে পারলাম

    পিদিফ এ ছ বি নেই

    অনেক ধন্যবাদ
  • pi | 72.83.74.17 | ১৫ আগস্ট ২০১১ ০৮:০৭478752
  • এগুলো এই সুতোতেই থাক বরং।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:13Aug2011 -- 10:03PM

    দ্রি, এটা পড়েছেন ?

    http://www.guardian.co.uk/uk/2011/aug/13/bill-bratton-advice-uk-police

    আম্রিগান চিফের উপদেশগুলো শুনতে তো ভাল,কিন্তু এসব করে আম্রিগায় সমস্যা কতটা কমেছে জানিনা।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:17PM

    কে জানে।

    গ্যাং ব্যাপারটা ভালো বুঝিনা। ঠিক ধরতে পারি এর পেছনের কারণগুলো। এগুলো কি নিজে নিজে গজিয়ে ওঠে? আমার তো মনে হয় এর পেছনে স্টেট সাপোর্টও থাকতে পারে। জানা নেই। ব্যাপারটা অত সহজ নয়।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:36PM

    কিন্তু সুচেতনা এর পেছনে যে কারণগুলো বলছেন সেগুলো নিয়ে আমার খুব সন্দেহ আছে। ওনার মুলত দুটো পয়েন্ট। এক, সরকারী ওয়েলফেয়ার। দুই পেরেন্টিং।

    এখন পেরেন্টিং ব্যাপারটা অনেকটা সেল্ফ ফুলফিলিং প্রফেসির মত। বাচ্চা ভালো হলেই পেরেন্টিং ভালো। বাচ্চা ভালো হল কি হল না না জেনে কি ধরণের পেরেন্টিং ভালো এ বলা খুব শক্ত।

    আর ওয়েলফেয়ার নিয়ে আমার খুব ডাউট আছে। স্ক্যান্ডিনেভিয়ায় ওয়েলফেয়ার সিস্টেম খুব স্ট্রং। কিন্তু সেখানে তো গ্যাং কলচারের প্রবলেম নেই। জার্মানীতেও ওয়েলফেয়ার ভালৈ। ওখানে কি এত গ্যাং আছে?

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:45PM

    বৃটেনে এখন যেটা হল সেটাকে প্রোটেস্ট বলা চলে না। ম্যাক্সিমাম মার্ক ডুগানকে খুনের পরই টটেনহ্যামে যেটা হয়েছে সেটাকে একটা ভায়োলেন্ট রিয়্যাকশান বলা যেতে পারে। তারপর যা হয়েছে সেটা মূলত লুটিং।

    কিন্তু কিছুদিন আগে ওখানে জেনুইন স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছিল। তাতে পার্টিসিপেশানও প্রচুর ছিল।

    কিন্তু শুধু বৃটেন নয়, স্টুডেন্ট প্রোটেস্ট এখন চিলিতেও হচ্ছে। সব জায়গায় কাট। এবং প্রথম কাটের ভিক্টিম অনেক জায়গায়ই হচ্ছে ছাত্ররা। দেখুন চিলির স্টুডেন্ট প্রোটেস্ট ভিডিও। উঁচু বাড়ির মাথা থেকে প্যানোরামিক ভিউ। কেম যেন ভিডিও গেমে্‌সর এফেক্ট আছে।

    http://www.youtube.com/watch?v=g8zAfn_EGcY

    Name:ddMail:Country:

    IPAddress:122.167.44.128Date:13Aug2011 -- 10:47PM

    আমার তিন মেয়ে। তিনটেই পাজীর পা ঝাড়া, অথচ পেরেন্টিং স্পেসালি বাবার দিক থেকে একেবারে পারফেক্ট।

    সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারবো না, যদ্যপি বিনয়ে কম্প্রোমাইস হয়ে গ্যালো। তাও, জানিয়ে গ্যালাম।

    Name:SibuMail:Country:

    IPAddress:174.145.241.156Date:14Aug2011 -- 11:16AM

    স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং সমস্যা, অনেক কম, তবু আছে।

    http://en.wikipedia.org/wiki/Great_Nordic_Biker_War

    তবে স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং বোধহয় মোস্টলি হোয়াইট গ্যাং। মাইনরিটি গ্যাং মনে পড়ছে না।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.225.191Date:14Aug2011 -- 11:47PM

    ইন ফ্যাক্ট আমিও শুরুতে ভেবেছিলাম সুচেতনা মাইনরিটি গ্যাংঅএর কথা বলছেন। কিন্তু পরের লেখাগুলো পড়ে মনে হল হোয়াইট ওয়ার্কিং ক্লাসও ইমপ্লিকেটেড। অর্থাৎ, যেকোন গরীব রান ডাউন এলাকার লোকেদের মধ্যে গ্যাংবাজি দেখা যায়। এখানে পেরেন্টিং ভালো না। সরকারের ঘাড়ে বসে সবাই খায়। অলস। বড়লোকেরা, অন দা আদার হ্যান্ড, তোমায় কিনে নিতে পারি ভাব দেখালেও মারামারি করে না। খুবই শান্তশিষ্ট। থিসিসটা মোটামুটি এইদিকে যাচ্ছে।

    এখন এর সত্যতা যাচাই করতে গেলে গ্যাং নিয়ে রিসার্চ করতে হবে, যেটা আমি করার উৎসাহ পাচ্ছি না। প্রথমে একটু ফ্যাক্ট ফাইন্ডিং দরকার। এল এ তে তো গ্যাং আছে। এদের মেম্বাররা কি ওয়েলফেয়ার বেনিফিট পায়? ইভেন লন্ডনেও কত জন গ্যাং মেম্বার ওয়েলফেয়ার পায়। এই ডেটাগুলো চাই। বিভিন্ন ওয়েলফেয়ার স্টেটে গ্যাং এর প্রাদুর্ভাবের কম্প্যার‌্যাটিভ স্টাডি চাই।

    অন্য কোন কারণ থাকতে পারে কিনা সেটাও খুঁটিয়ে দেখতে হবে। একটা পসিব্ল এরিয়া অফ ইনভেস্টিগেশান হল ড্রাগ বিজনেস। আমরা সকলেই জানি ওয়েস্টার্ন নেশানগুলো হল ড্রাগের বিগেস্ট কনজিউমার। এবং এই বিজনেসে জড়িয়ে আছে নট জাস্ট ড্রাগ লর্ডস, বাট বিগ ব্যাংকস। কিন্তু ড্রাগ তো শপিং মলে পাওয়া যায় না। ড্রাগের রিটেলের জন্য প্রতি শহরেই কিছু শেডি জায়গা বানিয়ে রাখতে হয়। ড্রাগ ডিলিং যারা করবে তাদের প্রোটেক্ট করতে হয়। তাদের অস্ত্র দিতে হয়। গ্যাংরা কিন্তু খুব ওয়েল ইকুইপ্‌ড হয়, ইভেন পুলিশদের সাথে লড়াই করারও ক্ষমতা রাখে। পাওয়ারফুল ব্যাকিং না থাকলে সেটা সম্ভব নয়। আর এই ধরণের বিজনেসে এমন ছেলেপুলে ধরাই ভালো যারা হয়ত পড়াশোনায় তেমন ভালো না, যাদের গতানুগতিক কেরিয়ারের সম্ভাবনা নেই।

    এনিওয়ে, জাস্ট অ্যানাদার হাইপথেসিস।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.225.191Date:14Aug2011 -- 11:59PM

    জর্জিয়ার ক্লেইটন কাউন্টিতে হঠাৎই ফুড স্ট্যাম্প কার্ড কাজ করছিল না। দেখুন তাতেই কি বিপত্তি।

    http://www.youtube.com/watch?v=nyrDlObFYoY&feature=player_embedded

    এর থেকে মোটামুটি আন্দাজ করা যেতে পারে যদি বাজেট কাটের কারণে ফুড স্ট্যাম্প প্রোগ্রাম বন্ধ করে দেওয়া কি পরিমাণ কেওস হবে। ৪৫ মিলিয়ান মানুষ ফুড স্ট্যাম্পে আছে।

    আমার তো মনে হয় এরা একটা ছোট টেস্ট কেস করে দেখে নিল এর কন্সিকুয়েন্স সামাল দিতে পারবে কিনা।

    Name:SibuMail:Country:

    IPAddress:184.195.147.151Date:15Aug2011 -- 03:09AM

    হোয়াইট সুপ্রীম্যাসিস্ট গ্যাং-গুলো মোটামুটি অ্যাফ্লুয়েন্ট এরিয়াতেও থাকে। এই লিং-টা ( http://www.lagangs.us/skinheadgangs/ ) বলছে হান্টিংটন বীচে স্কিনহেড গ্যাং-গুলোর বড় আড্ডা।

  • pi | 72.83.74.17 | ১৫ আগস্ট ২০১১ ০৮:০৮478753
  • সরি :(
  • Guruchandali | 122.162.75.232 | ১৫ আগস্ট ২০১১ ১৯:৪৯478754
  • স্বাধীনতা দিবসের সমারোহ শুরু হয়ে গেল দেশজুড়ে, তবে রবীন্দ্রনাথ এখনও ফুরিয়ে যান নি।

    প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজারা:

    জাতীয়তাবাদের ঔপনিবেশিক উত্তরাধিকার এবং অসমে মাতৃভাষার কাজিয়া - সুশান্ত কর

    স্বরাজিয়া সাধন নয় সহজিয়া সাধন - অর্পিতা ব্যানার্জী

    গরমের ছুটি ১৩৪৪ ও তার আগুপিছু কয়েকটি দিন: ঠাকুরের সহিত কথঞ্চিৎ - গৌতম চৌধুরী

    গানের ঝর্ণাতলায় - দীপংকর বসু
  • Rajesh Datta | 117.194.9.77 | ১৫ আগস্ট ২০১১ ২০:৩৪478755
  • #২৪৬৮;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৭; #২৪৫৮;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৫;#২৫১০;#২৪৮৮;#২৪৫৩; #২৪৬৫;#২৪৯৪;#২৪৩৫; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৬৯; #২৪৫৫;#২৪৯৭;#২৪৭৪;#২৫০৯;#২৪৬৮; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭০;#২৪৭৬;#২৪৭৪;#২৪৯৭;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮২;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৭;#২৪৫৩; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৬০;#২৫০৯;#২৪৬২;#২৪৯৪;#২৪৭২; #২৪৮৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৬০; #২৪৬০;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;#২৪০৪; #২৪৫৫;#২৪৬৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৩;#২৪৮২;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৬৫;#২৪৯২;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৯;#২৫০৮;#২৪৬৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৬;#২৪৮০; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৭৪;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;#২৪০৪;
  • Guruchandali | 128.231.22.133 | ১৬ আগস্ট ২০১১ ০২:০৩478757
  • --------------------------------------------------------------------------------------------
    আমাদের স্বাধীনতা মোচ্ছব চলছে , চলবে !

    প্রকাশিত হল আরেকটি লেখা।

    আলোচনা: 'কাশ্মীর-ঝাঁকিদর্শন', লিখেছেন সোমনাথ রায়।

    -----------------------------------------------------------------------------------------------
  • kallol | 220.226.209.2 | ১৬ আগস্ট ২০১১ ০৯:১৬478758
  • কাশ্মীর ঝাঁকিদর্শন পড়ে ভালো লাগলো। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে। ড: শেখ শওকত হোসেন পন্ডিত মানুষ। কিন্তু উনি এটা কি করে লিখলেন যে, ভারতের বাকি নিপীড়িত গোষ্ঠীগুলি ভারতেরই অংশ বলে নিজেদের মনে করে।
    অফস্পা, ডিএএ, পিএসএ এগুলো শুধু কাশ্মীরেই নয় নাগল্যান্ড, মনিপুরেও চালু আছে। ওখানকার মানুষও কশ্মিনকালেও নিজেদের ভারতীয় বলে ভাবে না। কাশ্মীরীয়ৎ আন্দোলনের যেমন একটা জোরদার ধর্মীয় কোন আছে, সেরকমটা উ:পূ:র জাতিগুলির আত্মনিয়ন্ত্রনের লড়াইয়ে নেই। কিন্তু সেখানে উপজাতিক কোনটি প্রবল, যা কাশ্মীরে ততো নেই। কাশ্মীরীয়ৎ আন্দোলনের ইসলাম প্রবণতা ওখানকার হিন্দুদের সে আন্দোলন থেকে সরিয়ে রেখেছে। আবার উ:পু:র উপজাতিদের পারস্পরিক লড়াই ওদের আন্দোলনকে তীব্র রূপ নিতে দেয় নি।
    উ:পূ আত্মনিয়ন্ত্রনের লড়াই নিয়ে লেখা চাই।
  • Nina | 12.149.39.84 | ১৭ আগস্ট ২০১১ ০১:৩৭478759
  • দীপঙ্কর বসুর গানের ঝর্ণাতলায় খুব ভাল লাগছে। চিঠিগুলো ঠিক পড়া যাচ্ছেনা--আর একটু পরিষ্কার করে পড়া গেলে খুব ভাল হত।
    পরের কিস্তির অপেক্ষায় রইলাম।
  • Su | 86.145.156.234 | ১৭ আগস্ট ২০১১ ০১:৫২478760
  • দীপঙ্করদার 'সুরের কথা' শুনবো বলে বসে রইলাম। পুরোনো অ্যালবামের ছবি ও দেখার আশায় রইলাম
  • Nina | 12.149.39.84 | ১৭ আগস্ট ২০১১ ০১:৫৭478761
  • অর্পিতা ব্যানার্জীর স্বরাজিয়া সাধন নয় সহজিয়া সাধন--এক অত্যন্ত সুচিন্তিত লেখা --খুব মন দিয়ে পড়ার মতন। অর্পিতাকে অভিনন্দন।
  • kallol | 220.226.209.2 | ১৭ আগস্ট ২০১১ ০৯:৩৫478762
  • দীপঙ্করবাবু,
    খুব ভালো লাগছে আপনার লেখা। সাগ্রহে বসে আছি পরের কিস্তির জন্য।
  • Guruchandali | 72.83.74.17 | ১৭ আগস্ট ২০১১ ২১:২৩478763
  • ------------------------------------------------------------------
    প্রকাশিত আরেকটি লেখা :

    অপার বাংলা : ইতিহাসবিদ সালাহউদ্দীন আহমদ এর সাক্ষ্যতে “বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ”

    লিখেছেন কাজী মামুন

    ------------------------------------------------------------------
  • Salil Biswas | 223.29.193.207 | ১৮ আগস্ট ২০১১ ০০:১৫478764
  • Thisisastatementbeingissuedbysomeconcernedcitizens.Thosewhowouldliketoaddtheirsignatures, messageme.
    "We, liketheoverwhelmingmajorityofthecitizensofthiscountry, stronglycondemntheviolationofthefundamentalrightsoftheparticipantsofthecurrentanti-corruptionmovementinDelhi.WestronglycondemnthecorruptpracticesoftheUniongovernment, muchofitlinkedtoitsantinationaleffortstosellwater-forestry-land-minerals, themountainsandtherivers, allbirthrightsofthepeopleofIndia."
    Signedbymyself, DipanjanRoychaudhuri, MeherEngineer, etc.
  • Biplob Rahman | 202.164.212.14 | ১৮ আগস্ট ২০১১ ২০:২৩478765
  • শাবাশ জঙ্গলমহল!
    জনতার সংগ্রাম চলবেই/আমাদের সংগ্রাম চলবেই, চলবে...
  • Atanu Banerjee | 14.99.45.207 | ২০ আগস্ট ২০১১ ১৬:২৭478766
  • মলয়দার রবিবাবু স্মৃতিচারণ,কবীর সুমনের ‘মকবুল’,দীপঙ্কর বাবুর ‘গানের ঝর্ণাতলা,গৌতম বাবুর ‘আলমোড়ায় আড়মোড়ানো রবিবাবু’,অর্পিতা দেবীর ‘স্বরাজিয়া’,রাজেশ বাবুর ‘জঙ্গল মহল’ পড়ে রিদ্ধ হলাম।অপ্রতিটি লেখায় নিজের নিজের ভাবনা আর উপস্থাপণায় অনন্য।অসুমিতবাবুর ‘বইপ্রেম’ ও বড় ভালো লাগলো।
  • dalia Mukherjee | 83.83.40.194 | ২০ আগস্ট ২০১১ ২০:২৬478768
  • দীপঙ্কর বসুর "" গানের ঝর্ণাতলায়" লেখাটি মন দিয়ে পড়লাম। দ্বিতীয় কিস্তির অপেক্ষায় আছি। আমি ওনার গান সামনা সামনি শুনেছি, এককথায় বলা যায় অপূর্ব। দীপঙ্কর, তাড়াতাড়ি লিখে ফেলুন দ্বিতীয় কিস্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন