এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (৩)

    Guruchandali
    অন্যান্য | ০১ জুলাই ২০১১ | ২৬৩৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SG | 128.151.71.18 | ২২ নভেম্বর ২০১১ ০১:১৬478585
  • হল্লোবীন লেখা টি ভারি ভালো হয়েছে। :)
    মমতার এই বিখ্যাত ইন্টারভিউ টি কি নেট এ আছে? দেখতাম।
    আর অ্যাডমিন কে অনুরোধ করছি আগের পোস্ট টি উড়িয়ে দিতে। বলা বাহুল্য আমার কম্পু প্লাগিন পছন্দ করে নি। :(
    ধন্যবাদ।
  • Guruchandali | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৪৮478586
  • এসজি,

    প্রবলেমটা আপনার কম্পুর প্লাগিনের নয়। আপনি বাংলাপ্লেন ভার্সনে ইউনিকোড দিয়ে লিখতে গেছিলেন। পাতার একদম ওপরে দেখুন, এই পাতার ইউনিকোড ভার্সন দেখার লিংক আছে। ইউনিকোডে গিয়ে ইউনিকোডে মতামত দিন, আপনার মতামত সঠিকভাবে পোস্ট হয়ে যাবে।
  • ananddaB | 50.135.90.11 | ২২ নভেম্বর ২০১১ ০৮:৫৪478587
  • হল্লোবীন আমার ভারী চমৎকার লাগলো
  • dd | 124.247.203.12 | ২২ নভেম্বর ২০১১ ০৯:৩৩478588
  • অনিন্দ্য পাত্রের লেখাটা ভালো লাগলো।

    এই পোলারাইজড ফোরামগুলিতে রাজনীতিক ব্যক্তিত্ব নিয়ে লেখা খুব মুষ্কিল। পাঠকেরা ব্র্যান্ডিংএর জন্য মুখিয়ে থাকে। অনিন্দ্য কিন্তু এই ক্ষুরধার পথে স্বচ্ছন্দে হেঁটেছেন।

    গুছিয়ে লিখেছেন কিন্তু হিউমার কে বাদ দেন নি।

  • prateek | 180.151.34.130 | ২২ নভেম্বর ২০১১ ১০:২৫478589
  • ডিডিদাকে ক্ক
  • siki | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ১০:৪১478591
  • এবং হল্লোবীণ। একঘর জিনিস। কোনও কথা হবে না।
  • siki | 123.242.248.130 | ২২ নভেম্বর ২০১১ ১০:৪১478590
  • অনিন্দ্য পাত্র দুর্দান্ত ভালো ব্যালান্সড লেখা লিখেছেন।
  • kallol | 119.226.79.139 | ২২ নভেম্বর ২০১১ ১১:১৮478593
  • সলিল বিশ্বাসের লেখাটি খুব জরুরী একটা বিষয় নিয়ে সহজভাবে লেখা। লেখকের শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে চমৎকার ভাবে শিক্ষাক্ষেত্রে স্বৈরতান্ত্রিক ঝোঁকগুলোকে চিহ্নিত করেছেন।

    শ্রমজীবি হাসপাতাল নিয়ে সীতাংশুর লেখা খুব ভালো লাগলো। আসলে খুব নস্টালজিক লাগছিলো।
    কিন্তু কটা প্রশ্ন থেকেই যায়।
    যেদিন হৃদয় ছুঁয়ের উদ্বোধন হয় সেদিন আমিও ছিলাম। শুধু প্রতুলদা নয়, সেদিন বেলুড় মঠের সর্বাধ্যক্ষ, এলাকার পুরসভার প্রধান, বেলুড় থানার কেউ একজন, রেলের কর্তা সকলেই বললেন - ""এ তো তীর্থস্থান""। সেদিন আমি গাইতে উঠে প্রশ্নটা তুলেছিলাম - যখন ইন্দোজাপান মালিক ও প্রমোটারদের ষড়যন্ত্রে বেলুড় থানার পুলিশ এসে হাসপাতাল ভাঙ্গচুর করে, রোগীদের রাস্তায় ছুঁড়ে ফেলেছিলো, সেদিন এই সব ""তীর্থ ভ্রমণকারীদের"" কাউকে দেখা যায় নি। উদ্বোধনের দিন এদের আদর করে নিয়ে আসার কি দরকার ছিলো?
    আমি আজও ওঁদের সাথে আছি। হাসপাতালের সাথে যুক্ত প্রতিটি মানুষ আমার হৃদয় ছোঁয়া বন্ধু।
    কিন্তু আমার আশঙ্কা হাসপাতাল যেভাবে বড় হচ্ছে, তাতে এটি আর একটি ক্ষমতার কেন্দ্র না হয়ে ওঠে। আর সেটা হলে কি হয়, তা আমি এপিডিআর-এ দেখেছি, মাসুম-এ দেখেছি সিপিএম-এ দেখেছি, এখন মমতায় দেখছি।
    আমার আশঙ্কা ভুল হোক, এই আশায় থাকবো।
  • Kulada Roy | 74.72.54.134 | ২২ নভেম্বর ২০১১ ১১:১৮478592
  • আমার ভাগ্নে দিগন্ত। আমি তার মোজোমামা। দিগন্ত সম্ভবত সবচেয়ে অল্পবয়স্ক ধীমান লেখক ও কবিদের অন্যতম। এই লেখাটিও দিগন্তর বয়সকে ফাঁকি দিতে পেরেছে। বেশ ভাল লাগছে।
  • dukhe | 122.160.114.85 | ২২ নভেম্বর ২০১১ ১১:৫৩478595
  • সলিলবাবুর লেখা নিয়ে একটি বিনীত প্রশ্ন । আমি শিক্ষাজগতের কেউ না, হয়তো আনাড়ির মত প্রশ্নই হবে ।

    আপনার লেখায় আছে - "নির্বাচন নয়, মনোনয়নই হবে সব পরিচালন সমিতি (সিনেট, সিন্ডিকেট, কোর্ট, কাউন্সিল প্রভৃতি) গঠনের প্রধান পদ্ধতি। বর্তমান সরকার নাকি পরিচালন সমিতিতে জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব তুলে দেবেন।"
    আবার শেষের দিকে - "কলেজ পরিচালন সমিতিগুলোতে যেমন বর্তমান স্ট্যাটুট অনুসারেই উপস্থিত থাকেন "জনপ্রতিনিধি' যিনি - ধৃষ্টতা মার্জনা করবেন - পঠনপাঠন বা বিদ্যায়তন সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রে কিচ্ছু জানেন না। তাঁর একমাত্র কাজ থাকে ছড়ি ঘোরানো। দলের আদেশ বলব্‌ৎ করা। অনেক ক্ষেত্রেই তাঁরাই নিয়ামক হয়ে থাকেন। এখন তেমন অনেকে পরিচালন সমিতির প্রধান হচ্ছেন। রাজনীতির জগতে তাঁরা দিকপাল হতেই পারেন, কিন্তু, আবারও বলি, আমাকে মার্জনা করবেন, কলেজ চালানোর কাজে দক্ষতা অন্য জিনিস। ঐ "জনপ্রতিনিধি' নিজের সীমা ছাড়াবেন না, একথা কেউ বিশ্বাস করবেন? আমি তো করব না।"

    এই দুটো থেকে ঠিক বুঝলাম না আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে জনপ্রতিনিধি রাখার পক্ষে বলছেন, না বিপক্ষে ।
  • q | 121.241.218.132 | ২২ নভেম্বর ২০১১ ১১:৫৯478596
  • সলিলবাবু "আলফাবেটিক্যাল অর্ডার"-এর খোরাকটা মিস করে গেছেন।
  • Salil | 223.29.193.230 | ২২ নভেম্বর ২০১১ ১২:৪৩478597
  • ‘জনপ্রতিনিধি’ শব্দটার চলতি মানে (অর্থাৎ নির্বাচিত দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব) আজকে যা, সেই মানের দিক থেকে আমি শিক্ষাপরিচালনায় তেনাদের উপস্থিতির বিরোধী। যেহেতু অদূর ভবিষ্যতে এই মানে পাল্টাবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না, সেহেতু আমি চাইব, এনারা বিদায় হোন। আবার এও বলি যে অন্য একপ্রকার প্রকৃত ‘জন’ প্রতিনিধির ধারণা গড়ে তোলা কিছু অসম্ভব নয়। ‘শিক্ষাকর্মী’‘ছাত্র’ প্রতিনিধি নির্বাচন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াও সম্ভব। দ্বিতীয়টি তো সহজই সরকার করতে পারেন। ধান্দাবাজী ত্যাগ করলে।
    হ্যাঁ, ‘অ্যালফাবেটিকাল অর্ডার’ নিয়ে বলা হয়নি। খানিকটা ইচ্ছে করেই। বারান্তরে বলা যাবে। অনেক কিছুই বলতে হবে।

  • I | 14.99.106.169 | ২২ নভেম্বর ২০১১ ২০:৫১478598
  • হল্লোবীন অসাধারণ !!! প্লাস্টিকভাজা পড়ে খুব আমোদ পেয়েছি।
  • ppn | 112.133.206.18 | ২২ নভেম্বর ২০১১ ২০:৫৪478599
  • হল্লোবিন একঘর হয়েছে। তেমনি ভালো আর সময়োপযোগী হয়েছে অনিন্দ্য পাত্রের লেখা।
  • I | 14.99.106.169 | ২২ নভেম্বর ২০১১ ২১:০০478600
  • অনিন্দ্য পাত্রের লেখা ভালো লাগলো। শেষাংশ যে এখন লেখক আবার নতুন করে লিখতে চাইবেন ( মহাশ্বেতা, শঙ্খ প্রমুখের পরে), সেটা বলাই বাহুল্য।
  • maximin | 59.93.219.116 | ২২ নভেম্বর ২০১১ ২১:১৪478601
  • আলুর দম নিয়ে নীনার লেখাটা পড়লাম। ভালো লাগল, মধুর লাগল।
  • ppn | 122.252.231.10 | ২২ নভেম্বর ২০১১ ২১:১৫478602
  • কিন্তু হল্লোবিনের শেষটা পড়ে একটু ঘেঁটে গেলাম। থ্যাংকস্‌গিভিং আসে না হল্লোবিন আর যীশুদিবসের মাঝে?
  • Amit Lahiri | 59.93.246.174 | ২২ নভেম্বর ২০১১ ২১:৩৭478603
  • এই সময়ে এমন এক্তি লেখা অত্যন্ত জরুরী - ধন্যবাদ আর বাহবা।
  • indranil | 117.201.101.217 | ২২ নভেম্বর ২০১১ ২১:৩৮478604
  • ধন্যবাদ, উ: হাঁফ ছেড়ে বাঁচলাম অভ্রতে লিখতে পেরে । কিছুতেই ঐ "নতুন কল " ম্যানেজ করতে পারছিলাম না ।
  • Nina | 12.149.39.84 | ২২ নভেম্বর ২০১১ ২১:৪১478606
  • :-) হল্লোবীন আসে থ্যাঙ্কসগিভিং এর আগে --অক্টোবরে !
    খুব মজা লাগল হল্লোবীন--এট্টু ইয়ে মানে বড্ড ঠিক ! মানে ইয়ে আমরাও ঐ রকম করি কিনা তাই বলছিলুম --হল্লা ইন হল্লোবীন (অপ্রস্তুত হাসির ইমো !)
  • ppn | 112.133.206.18 | ২২ নভেম্বর ২০১১ ২১:৪৮478607
  • ইসে, আমিও তো তাই বলেছি। :(
  • Nina | 12.149.39.84 | ২২ নভেম্বর ২০১১ ২১:৫০478608
  • প্পন---:-) তাই তো তাই তো--:-))))
  • indranil | 117.201.101.217 | ২২ নভেম্বর ২০১১ ২২:০৪478609
  • সলিলবাবু বেশ হতাশ হয়েছেন মনে হচ্ছে , হওয়ারি কথা ,যেকোন সুভবুদ্ধিসম্পন্ন মানুষেরি হওয়ার কথা ।অতবে এরকম সিদ্ধান্ত , হঠকারী আচরন , লুম্পেনদের রমরমা হবে এটাই স্বভাবিক ছিলো । কলেজের অধ্যাপক " অ-রাজনৈতিক " (!) ব্যক্তি হতে হবে । মিছিল-মিটিঙ বন্ধ করারা আইন আসবে , এইতো স্বভাবিক !! যাঁরা পূর্ববর্তী ক্ষমতাসীন দলের বা গোষ্ঠির অপসারনে মরিয়া হয়ে বর্তমান দল ও গোষ্ঠির মধ্যে প্রগতিশীল - উদার গনতন্ত্রের প্রতিভু খুঁজে পেয়েছিলেন ,এবং পরক্ষো ও প্রত্যক্ষভাবে সেই নির্দিষ্ট দলের হয়ে 'ভোট' প্রার্থনা করেছিলেন নিজেদের নাগরিক সমাজের প্রতিনিধি পরিচয় দিয়ে তাঁরাও বেশ ক্ষুব্ধ দেখলাম এবং ফ্যাসিস্ত-ট্যাসিস্ত বলে কেলেংকারী করেছেন দেখলাম , আবার এও বলেছেন " আমি কাউকে জবাবদিহি করিনা "( এটাও তো ফ্যসীজিম তাই না?) , কিন্তু প্রেস কনফারেন্স যে সওয়াল-জবাবেরই জায়গা এবং সরাসরি ভোট চাওয়ার ৬ মাসের মধ্যেই 'ফ্যাসীস্ত' বলে গাল পেরে হাত ধূয়াতো যাবেনা , এই দল ও সরকারের কর্ম-অপকর্মের কিছু দায়ীত্ব তো নিতেই হবে তাঁদেরও যাঁরা বিপুল বিশ্বাসযোগ্যতা দিয়েছিলেন এদের পাশে সরাসরি দাঁড়িয়ে এবং উল্টোদিকের শক্তিটির দিকে শানিয়েছিলেন যথেচ্ছ আক্রমন একপেশেভাবে । সে তাঁরা করতেই পারেন , কিন্তুউ এত বড় এক পরিবর্তনের মাত্র ৬ মাসেই সুর পালাটানোকে ভালোচোখে নেওয়া যাবেনা এমনকি সক্রীয় সমর্থন যাঁরা দিয়েছিলেন বর্তমান ক্ষমতাসীন দলকে তাঁদের হতাশ হয়ে অব্যাহতি চাওয়ার অদিকারটুকুও নেই ।

    যা হচ্ছে তাতে আমি আশর্য নই , শংকিত অবশ্যই ।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ২২:১২478610
  • অনিন্দ্য পাত্রর লেখাটা একঘর হয়েছে। লেখককে এক রাশ বিপ্লবী অভিনন্দন।

    এগুলো চিঠি করে আবাপতে পাঠালেও হয়।
  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ২২:২৩478611
  • এবং হল্লোবীনের এত প্রশংসা পড়ে পড়তে গিয়ে বুঝতেই পারলাম না লেখার উদ্দেশ্যটা ঠিক কি?

    একটি সাহেবী উৎসব ঘিরে বংদের আহ্লাদ? নাকি বংদের গ্রীনকার্ড ফিভার? নাকি ইন জেনারাল লেখকের হতাশা? উদ্দেশ্য ক্লিয়ার হল না।

    অত্যন্ত দৃষ্টিকটূ লাগল ক্যান্ডিজার কে ক্যাণ্ডি ভিক্ষার পাত্র বলা।

    না হতাশ বললে ভুল হবে অত্যন্ত হতাশ হইলাম। অত্যন্ত আরোপিত হিউমার।

    বাই দা ওয়ে নেক্সট ইয়ারে আমিই সেজেগুজে বেরবো ঠিক করেছি। নইলে নিজেদের বাড়িতেই ক্যান্ডির বন্দোবস্ত করব, সাজাব ইত্যাদি ইত্যাদি।
  • Nina | 12.149.39.84 | ২২ নভেম্বর ২০১১ ২২:৪৯478612
  • আকা বড্ড রাগী--:-))) সেই একটা গান গাইত আমার বাবা---একদম ভুলে গেছি এখন
    দূগ্গাঠাকুর দেখে একটি ছোট্ট মুসলিম ছেলে গাইছে
    কি ঠাউর দেইখলাম সাসা
    কি ঠাউর দেইখলাম সাসা
    --ব্যাস বাকি সব ভুলে গেছি--কিন্তু ঐ--মজার ---তার চোখে দূগ্গিঠাইরেণ

  • aka | 168.26.215.13 | ২২ নভেম্বর ২০১১ ২২:৫৫478613
  • রাগলাম কই? আমি রাগি না, তবে রাগাতে পারি। :)
  • rimi | 168.26.205.19 | ২২ নভেম্বর ২০১১ ২৩:০১478614
  • নীনাদি, একদম ঠিক ধরেছে। এই লেখাতে এত রেগে যাবার মতন কিছুই নাই। দিব্য লেখাটি, কালীপ্রসন্ন সিংহের লেখার ধরণটি তো চমৎকার কাপি করেছেন লেখক। আমি অন্তত হল্লোবীন বেশ উপভোগ করলাম। বাঙালী চরিত্র বিশ্লেষণটিও যথার্থ। তবে এই চরিত্র সর্বত্র বিদ্যমান, বঙ্গের ভিতরেও যেমন, বাহিরেও তেমনি, ভারতের ভিতরে যেমন, বাহিরেও তিমনি। ঘটনাগুলো কিঞ্চিৎ বদলিয়ে গেলেও বেসিক চরিত্র সেই কা: সি:র আমল থেকে একই রকমের রয়ে গেচে :-)
  • pobitro | 115.242.149.188 | ২৩ নভেম্বর ২০১১ ০০:৩৪478615
  • অনিন্দ্যবাবুকে সাধুবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন