এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটের পূর্বাভাস মিলল কি?

    Ishan
    অন্যান্য | ১৪ মে ২০১১ | ১০০৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১২:১১475041
  • এক্সিট পোল।

    দুটি বাংলা নিউজ চ্যানেল ভোটের ঠিক করেই দুই সেট ফল নিয়ে উপস্থিত হয়েছিলেন।

    ১। ২৪ ঘন্টা। নিখুঁত মনে নেই। তবে তাঁরা হাড্ডাহাড্ডি লড়াই এর ইঙ্গিত দিয়েছিলেন। মোটামুটি, যদ্দুর মনে পড়ছে ডান পক্ষ ১২০+। আর বামপক্ষ ১৩০+। অনেক গুলো অনিশ্চিত। ভোটের শতকরা কোনো হিসেব দেননি।

    ফলাফল: একটুও মেলেনি। আমার ব্যক্তিগতভাবে ধারণা, সমীক্ষাটা তাঁরা ঠিকঠাক করেনও নি। তাহলে ভোটের শতকরা অংশের একটা ইঙ্গিত দিতে পারতেন।

    ২। স্টার আনন্দ। পূর্ভাভাস ছিল: কং-তৃণ পাচ্ছে ২২৫। বামপক্ষ: ৬০। ভোটের শতকরা হিসেবে ডানপক্ষ ছিল ৪৯%। বামপক্ষ ৩৭%।

    ফলাফল: আসনের হিসেবে হুবহু মিলে গেছে। মাত্র দুতি সিট এদিক ওদিক হয়েছে, যা এই ধরণের সমীক্ষায় নগন্য। বামফ্রন্ট এই সমীক্ষাটি নিয়ে নানাবিধ অশালীন আক্রমন করেছিলেন, তার জবাব এখন চ্যানেলটিতে দেওয়া হচ্ছে। সেটা তাঁর ঠিকই করেছেন। মিলিয়ে যখন দিয়েছেন, একশবার রেলা নেবেন। :) আর বামপক্ষ আক্রমন করে খুব অন্যায় করেছেন সে নিয়েও কোনো সন্দেহ নেই।

    কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি মিলেছে স্টার আনদর হিসেব? পড়ুন ছোট্টো একটি বিরতির পর। :)
  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১২:২৫475152
  • মিলেছে কিনা দেখার জন্য আমরা আসন নয়, ভোটের শতকরা হিসেব দেখব।

    এখনও পর্যন্ত ভোটের প্রাথমিক হিসেব যে পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, ডানপক্ষে ভোট পড়েছে মোটামুতি ৪৮+%। স্টার আনন্দ বলেছিল ৪৯%। মার্জিন অফ এরর ধরে আমরা বলতে পারি মোটামুটি ঠিকই আছে।

    কিন্তু বামপক্ষের শতকরা ভোটের হিসেব দেখলে, আর এতটা নিশ্চিন্ত থকা যাচ্ছে না। স্টার আনন্দ সমীক্ষায় বলেছিল বামপক্ষ পাবে ৩৭% ভোট। প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে, তারা পেয়েছে ৪১% ভোট। অর্থাৎ ৫% ভোটের হিসেবে গরমিল। ভোটের চুলচেরা হিসেবের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত বড়ো গরমিল। সিপিএমের শীর্ষনেতাদের ভুল হিসেবের কাছাকাছিই যাবে। :)

    এই ভুলের ইমপ্যাক্টটা কি? যদি সত্যিই বামফ্রন্ট আরও ৫% ভোট কম পেত? কি হত বলা খুব কঠিন। তবে আমরা আন্দাজ করতেই পারি। দুই পক্ষের ভোটের ভোটের তফাত ৭% হতেই বামেদের এই বিপর্যয়। আরও ৫%, অর্থাৎ আরও প্রায় সমপরিমান ভোট কমলে কি হত ভাবতে পারছেন? বামেদের আসন মিনিমাম এরও অর্ধেক হত। অর্থাৎ ৬২র জায়গায় হত ৩১, বা তারও কম।

    ঐতিহাসিকভাবে যদি দেখেন, পচি্‌শমবঙ্গে সরকার-আর বিরোধীদের ভোটের শতাংশের তফাত গত তিরিশ বছর ধরেই এইরকম, মানে এবার যেমন হয়েছে, সেরকমই। এবং ফালফলের প্যাটার্নও এরকমই। এবার শুধু ফলটা দিক পাল্টেছে। তার বেশি কিছু নয়। ১৯৭৭ সালে শুধু ভোটের শতাংশের ব্যবধান অনেক বেশি ছিল। অনেকটা তারানন্দের প্রেডিকশনের কাছাকাছি। সেবার বিরোধী দল কংগ্রেস কটা আসন পেয়েছিল? মোটে ২০ টা।

    অর্থাৎ, শতাংশের সঙ্গে আসন সংখ্যার একটা প্যাটার্ন আছে, যেটা সমীক্ষক দল বেমালুম গুলিয়েছেন। গুলিয়ে টুলিয়ে যে হিসেবে পৌঁছেছেন, সেটা মোটামুটি ঠিক। কিন্তু সেটা গোঁজামিল।

    ইচ্ছে করে করেছেন, একেবারেই নয়। তবে হাইপ তোলার আগে আনন্দর একটু এইগুলো ভেবে দেখা উচিত। আর নিজেদের পিঠ না চাপড়ে আবার নতুন করে হোমওয়ার্কে বসা উচিত।
  • Suvajit | 59.177.196.189 | ১৪ মে ২০১১ ১৫:২১475207
  • মামু, মানতে পারলাম না। প্রথম ৭% ব্যবধানের ফলে যে রকম আসনের তফাৎ হয়েছে, আরও ৪-৫% বেশী ব্যবধান হলে আসনের তফাৎ এরিথমেটিকাল প্রোগ্রেশনে বাড়বে, এই হাইপোথেসিস সঠিক নয়।
    এর জন্য স্টাটিসটিক্যাল অ্যানালিসিস করা দরকার। তবে এক নজরে যদি দেখি তাহলে বহু আসনে জোট বড় মার্জিনে জিতেছে। অর্থাৎ ভোটের ব্যবধানের একটা বড় অংশ কিছু সংখ্যক আসনের মার্জিনের মধ্যে খেয়ে গেছে।
    তাই আরও ৪-৫% ব্যবধান বাড়লে হয়ত ১০-১৫ আসন জোট বেশী জিততে পারত অথবা যে সব আসনে কম মার্জিনে জিতেছে সেখানে মার্জিন আরো বাড়ত।
    আশা করি আমার পয়েনটা বোঝাতে পারলাম।
  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১৫:৪৭475218
  • স্ট্যাস্টিকাল অ্যানালিসিস দরকার ১০০ বার ঠিক। আমি স্রেফ আন্দাজ করেছি। সেই আন্দাজেরও খুব ভিত্তি নেই। এমনিতে অ্যানালিটিকাল টুল হাতে নেই, ফলে আমার আন্দাজ আন্দাজই থেকে যাবে। তবে মার্জিনাল আসন কতগুলো এইগুলো দেখে নেওয়া যেত। সেটাও এখনও ডিটেলে আসেনি। আর আমি নিজে সব ধরে-ধরে চেক করতে পারবনা। :)

    তবে একেবারে বাতাসে ঢিল ছুঁড়িনি। যেখানে যা প্রমিনেন্ট সিট, তার সবই বিপুল মার্জিনে জিতেছে তৃণমূল। তার মানে অ্যাভারেজ রাখতে হলে বেশ কিছু সিট অবশ্যই মার্জিনাল। ৫০টা সিট বিপুল ভোটে জেতা মানে ৪০ টা মার্জিনাল হতেই হবে।

    অবশ্য এখানেও অ্যাসামশন আছে।
    ১। সিপিএম প্রায়ে্‌কানো সিটই বিপুল মার্জিনে জেতেনি।
    ২। ভোটের ডিস্ট্রিবিউশন মোটামুটি ইকুয়াল।

    এ দুটোর মধ্যে ২ নং টা এক্কেবারেই ঠিক না। প্রথম টা হলেও হতে পারে।

    তবে সবার পরেও যা দাঁড়ায়, যে, তারানন্দ সিপিএমের প্রাপ্য ভোটকে ৫% কমিয়ে ধরে এই হিসেব করেছে। সেটা ডেফিনিটলি ভুল ছিল। ৫% বাড়লে ওদের ডিস্ট্রিবিউশন অনুযায়ী রেজাল্ট কি হত সেটা ওরাই বলতে পারবে। :)
  • dukhe | 117.194.235.182 | ১৪ মে ২০১১ ১৬:৫৫475229
  • ভোটের % এর হিসেব পাচ্ছেন কোথায় ?
  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১৭:০২475240
  • আজকের আজকালে দিয়েছে। না পড়লে চলবে? :)
  • dukhe | 117.194.235.182 | ১৪ মে ২০১১ ১৭:০৯475251
  • ও: - আমি তো জয়দেব বসুর অভাবে আজকাল ভালো করে দেখলামই না ।
    তবে আবাপ-র % এর হিসেব (যদি দেয়) নির্ঘাত আলাদা হবে ।
  • Ishan | 14.99.125.234 | ১৪ মে ২০১১ ১৭:১৬475262
  • এটা অবশ্য ভেবে দেখিনি। :(
  • pi | 72.83.97.171 | ১৫ মে ২০১১ ০২:৫১475273
  • এক্সিট পোলের কেন্দ্রভিত্তিক ব্রেকাপ কেমন মিলেছে ?
  • Suvajit | 59.177.198.233 | ১৫ মে ২০১১ ১৬:৫৯475042
  • এই যে ভোটের হিসেব http://www.anandabazar.com/15vote-chart.pdf
    শুধু কলকাতার ১১ টি আসনে তৃনমূলের মোট ব্যবধান ৪,১৫,৮৫০।
    http://eci.nic.in/eci_main/eroll&epic/ERoll2010.pdf এই সাইট থেকে পেলাম প:ব: মোট ভোটার ৫,৫০,৪০,৮২০। তার মধ্যে গড় ৮৫% ভোট দিয়েছেন ধরলে, শুধু কলকাতাতেই তৃনমূলের পক্ষে ১% এর মত স্যুইং হয়েছে।
  • kanti | 111.93.160.202 | ১৫ মে ২০১১ ২০:৪৫475053
  • বকি জেলগুলোর ফলাফলের কোথায় পাব কেউ বলবেন। কান্তি।
  • rasel parvez | 27.131.13.7 | ২০ মে ২০১১ ০০:২৫475097
  • পরচিম বাঙলার নির্বাচন নিয়্যা আমাগো মাথা ব্যাদ্‌না
    http://unmochon.com/?q=node/364
  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১১ ১৮:০৬475119
  • জিও: গুরু । সাপ বিছে জোঁক মেষ সিংহ - আজিজুল তো আলিপুরকে হেসেখেলে কুড়ি গোল দিলেন !
    কেউ কি বুঝিয়ে দেবে এর মর্মার্থ ? বিশেষ করে ল্যাজা আর মুড়োটা ? মানে খুব করুণ একটা কিছু মনে হচ্ছে, কিন্তু ধরতে পারছি না, খালি ফস্কে যাচ্ছে । কে আছে জোয়ান ?
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১১ ১৯:৪২475130
  • এই সার্ভেটার কথা কেউ জানে? আমেরিকার তথ্যপ্রযুক্তির ৩৫ ভাগ ভারতীয়দের দখলে সেই ৩৫ ভাগের ৬০ ভাগ আবার বাঙালীর দখলে।
  • siki | 122.162.75.10 | ০৩ জুন ২০১১ ২০:২১475141
  • লেখাটা পড়ে আমার প্রথমেই ভাষাহীনের ভাষা মাথায় এসেছিল।
  • Somnath | 207.239.86.106 | ০৩ জুন ২০১১ ২২:৫৩475153
  • Aka বেশ interesting তথ্য কতটা সত্যি সেটা নিয়ে পোচ্চুর ডাউট আছে .. এরকম সার্ভে কবে হয়েছে এবং কে বা কারা করেছে জানি না .. চারিদিকে তো শুধু তামিল, তেলুগু, মরাঠি আর গুজ্জু গিজি্‌গজ কর ছে , বাঙালি তো নাম মাত্র কোটিকে গুটিক।
  • এটা এবার | 132.177.119.59 | ১৫ মে ২০১৬ ০৭:১১475164
  • তুলেই দেওয়া যাক।
  • dc | 132.174.123.246 | ১৫ মে ২০১৬ ০৭:২৪475175
  • এহ সেই ২০১১ তে আজিজুল হক আর দেবেশ রায়ের লেখা! খুব মিস করি। দেবেশ রায়ের লেখাগুলো কিছুটা ঘ্যানঘেনে টাইপের হতো, কিন্তু খোরাকের কোন অভাব হতো না।
  • Arpan | 24.195.231.163 | ১৫ মে ২০১৬ ১১:০২475186
  • ঘুমচোখে পড়লাম "জোটের পূর্বাভাস মিলল কি?"

    ঃ o
  • cb | 192.70.50.220 | ১৫ মে ২০১৬ ২৩:৪০475197
  • তিনু ১৭০ - ১৭৫

    জোট ১০৫ ১১০

    জি জে এম ৩

    আদার্স ৪ - ৬
  • PM | 233.223.153.212 | ১৬ মে ২০১৬ ০০:২৪475202
  • cb যেটা প্রেডিক্ট করছেন সেটা প্রায় ২০১৪ লোকসভা ভোটের ফল। ২০১৪-র বাম+ কং এর ভোট যোগ করলে এরকম সিট ই হতো। ২০১৪ আর ২০১৬ তে মানুষের অধিকার প্রয়োগে কোনো পার্থক্য হয় নি? কে জানে।
  • aranya | 83.197.98.233 | ১৬ মে ২০১৬ ০০:২৮475203
  • জোট -১৫০, তিনো - ১৪০ এই রকম কিছু
  • dd | ১৬ মে ২০১৬ ০০:৩৪475204
  • অ্যাক্চুয়ালি কি জানেন, এটা আমার প্রেডিকশন নয়। যাস্ট উইশফুল থিনকিং।

    মানে, তিনো আর মহাজোট কেউই মেজোরিটি পেলো না কিন্তু লরেন পার্টীধরুন গোটা দশ বারো সীট পেয়ে গ্যালো। ঠিক আছে? মানে লরেন পার্টীর সমর্থন না পেলে গর্মেন্ট হবে না।

    উঃ। ক্ষী পরিমান টই আবির্ভুত হবে, কতো পোস্ট পড়বে, কতো লিং ছুটবে - কে কার হাত ধরবে। কী সব থিউরী বের হবে।পুরোনো ভাষণ,পোস্ট,নিবন্ধ এইসবের ভুতের ছেরাদ্দ কতো হবে।

    এই সব ভেবেই আমি আহ্লাদে ষোলোখানা হয়ে যাচ্ছি।
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.108.170 | ১৬ মে ২০১৬ ০৭:০৫475205
  • হুঁ, এই প্রশ্ন শুনে শুনে বোর হয়ে গিয়ে শেষে সেদিন একজনকে বলেই ফেল্লামঃ

    জোট ১৪৫, তিনো ১৪৫
    বিজেপি ৪

    তার মধ্যে ২ জন জোটের পক্ষে, দুজন তিনোর পক্ষে।
  • dd | ১৬ মে ২০১৬ ০৯:৩৬475206
  • ভোটের ফলাফল অমন হলে আর মজার কী?

    মজা হবে যখন এরকম হলে নানান সাফাই বা থিউরী আসতে শুরু করবে। সেটাই শোনার/দেখার
  • PM | 116.78.98.175 | ১৬ মে ২০১৬ ০৯:৪৭475208
  • এই নামটা কি অরিজিতের ১৯ শে মে পর্য্যন্ত পয়া নাম? অনেকদিন লাস্ট করছে ঃ) ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন