এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৬৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:১৭470039
  • আপনার ঐ সোয়াইন ফ্লু, হেপাটাইটিস এইসবই তো বাই চয়েস ! এসব না নিলে আম্রিগায় পুলুশ ডাকে !!
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২২470041
  • ও বাব্‌মনে নেই সোয়াইন ফ্লু ভ্যাকসিন তো ম্যান্ডেটারি করার তাল করা হয়েছিল, কিন্তু পাবলিক প্রেশারে ব্যাক আউট করে? নিউ ইয়র্কে মনে হয় নার্স টার্সদের জন্য ম্যান্ডেটারীও করা হয়েছিল।

    http://current.com/community/90400306_reuters-mandatory-swine-flu-vaccination-globally-likely-by-next-week.htm
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২২470040
  • সেতো বলেইছিলাম। কারণ এরা ঠিক করে ইনফর্ম করেনি। ও নিয়ে আমার যা প্রশ্ন ছিল, তার ঠিকঠাক উত্তর দ্যায় নি। স্বত:প্রবৃত্ত হয়ে জানিয়েছিল, সঙ্গে বাড়ির লোকের থাকার কোন দরকার নেই। এমারএন্সিতে প্রচুত উল্টোপাল্টা কাণ্ড করেছিল। রিপোর্টে অর্ধেক কথা লেখেনি ইত্যাদি।

    তা, ভ্যাকসিনেশনের জন্য ল স্যুট হয়না ! :o

    আমি তালে কী পড়তে দিলাম ?

    ঐ ফ্রড করা তো স্যু করার জন্যই !
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২৬470043
  • ডাক্তার , নার্সদের জন্য অনেক কিছু ম্যান্দেটরি থাকে।

    আমরা ইঁদুর টিঁদুর নিয়ে কাজ করি বলে আমাদের জন্যও হেপাটাইটিস বি ইত্যাদি ম্যান্ডেটরি। না নিলে বন্দুক ঠেকাবে না। কিন্তু কাজ করা যাবে না।
    ঠিক যেমন সেফটি ট্রেনিং না নিলে অর্ধেক কাজ করা যাবে না।

    তাইলে আমরাই কি সেই 'ভুলভাল' লোক যারা ইউজেনিস্টদের টার্গেট পপুলেশন ? ;)
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২৬470044
  • ওসব অনেক আগের কথা।

    এখন ভ্যাকসিনেশানে স্যু করা যায় না। ২০০৯ থেকে বোধ হয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে।
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২৭470045
  • এইত্তো, আসতে আসতে কিলিয়ার হচ্ছে।

    ইউজেনিস্টসের টার্গেট ডাক্তার, নার্স, সায়েন্টিস্ট, মিলিটারি :)
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:২৮470046
  • কিন্তু কী আশ্চর্য্য, অন্য একটি স্টেটে, যেমন মেরিল্যান্ডে নার্সদের ম্যান্ডেটারি করেনি।
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৫470049
  • মিলিটারীরা ইউজেনিস্টদের টার্গেট তো বটেই।

    সেটা ওয়ার ভেটারানদের কিকরে ট্রীট করা হয় দেখলেই ক্লিয়ার হবে।

    তবে ইউজেনিক্সটা ঠিক অতটা সিম্পল নয়।

    ডাক্তার, নার্স, মিলিটারী এরা হল ফার্স্ট গ্রুপ যাদের দিয়ে একটা নতুন ভ্যাকসিন পপুলারাইজ করানো হবে। সব ভ্যাক্সিনে বাজে জিনিষ তো থাকে না। কিন্তু একবার সবাই নিতে শুরু করলে তখন অনেক কিছু করানো যায়।

    একটা গ্রুপে ভ্যাক্সিনের সাথে অ্যান্টি ফার্টিলিটি মিশিয়ে দেওয়া যায়। এই মুভটা ইটসেল্ফ ইউজেনিক। আরেকটা গ্রুপে ভ্যাক্সিনের সাথে একটা নতুন ধরণের (ল্যাবে বানানো) ভাইরাস বা ঐ ধরণের বায়োটেররিজ্‌মের এজেন্ট ঢুকিয়ে দেওয়া যায়। দিয়ে নানা রকম টেস্টিং করা যায়।
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৫470047
  • ভ্যাকসিন কমপেনসেশন প্রোগ্রাম আছে তো।

    আর এগুলো বার বার বলার কী মানে জানিনা। আমি তো বলেইছি, ম্যানুফ্যাকচারদের ভ্রান্তি, অসদুদ্দেশ্য এসব থাকতেই পারে। থাকে না, এমনও না। ( কিন্তু এটা ইউজেনিস্টদের কন্সপিরেসি সেটা কোন তথ্য থেকে একেবারেই ক্লিয়ার নয়।)

    সে ওষুধেও থাকে।
    খাবারেও।

    ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে ?
    খাবার খাওয়া ?

  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৬470050
  • এইত্তো , এইবার তাইলে কন্সপিরেসিটা আরেকটু কিলিয়ার হইলো।

    নিউ ইয়র্কের নার্সরা 'ভুলভাল', ইউজেনিস্টদের টার্গেট, কিন্তু মেরিল্যান্ডের নার্সেরা নন :)
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৭470051
  • না:, এবার কথার রিপিটেশান হচ্ছে।

    আর রিপিটেশান হলেই বুঝতে হবে আর কোন নতুন কিছু কারো বলার নেই।
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৯470052
  • নাকি, সরকার নিউ ইয়র্কের নার্সের প্রতি যতটা কেয়ারিং, মেরিল্যান্ডের নার্সের প্রতি ততটা নয়?
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৪১470053
  • আমাদের দেশের বেশিরভাগ গরীবগুর্বো জনতা তো ইউজেনিস্টদের টার্গেট বটেই।
    ভাবছি। এই অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন ( যা কিনা এখন অব্দি সফল হয়েছে বলেই কোন রিপোর্ট নেই, আর হলেও তার এফেক্ট সাময়িক) মিশিয়ে মিশিয়ে আমাদের দেশের ম্যান্ডেটরি চাইল্ড ভ্যাকসিনেশন প্রোগ্রামের ভ্যাকসিন ডোজে ঢালতে থাকলে আজ আমাদের জনসংখ্যার কী অবস্থা হইতো :)

    তালে কি অ্যাণ্টি ফার্টিলিটি ভ্যাকসিনে ভেজাল ? :(
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৪470054
  • আমাদের দেশে জনসংখ্যার বৃদ্ধির রেট তো অনেক দেশের থেকেই কম।

    মে বি অত ভেজালও নেই।
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৭470055
  • উরিত্তারা ! এক বছরে খাওয়া ভ্যাকসিন রিপ্রোডাক্টিভ এজ অব্দি কাজ করে আমাদের দেশের গরীব মানুষকে ইনফার্টাইল বানিয়ে রাখছে ! ( এদিকে এই ভ্যাকসিন এখনো সফল হতে পারছে না, তার একটা কারণ ই নাকি এর এফিকেসি সাময়িক। তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে এফেক্টিভ নয় !)

    আপনর তত্ব অনুযায়ী কিন্তু তাইলে ইনফার্টিলিটি রেট খুব বেশি হবার কথা। বিশেষত: ভেজাল যখন নেই :)

    পপুলেশন রেট যেটুকু যা ক®¾ট্রাল হয়েছে ( আদৌ হয়েছে কি ? ), সেটা পরিবার পরিকল্পনার জন্য না, সন্তানহীন দম্পতিদের জন্য ?

    যাগ্গে, বহুত সময় চলে গেল। বহুত কাজ বাকি :(

    কাটি।
  • dri | 117.194.230.121 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০২:০৬470056
  • ঠিক। এফিকেসি সাময়িক বলেই যেটা করার চেষ্টা হচ্ছে যে মানুষকে রেগুলার ভ্যাকসিনেশানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যেমন প্রতি বছর ফ্লু ভ্যাক্সিন নিন। (প্রতি বছর তাহলে আমরা কিছুটা করে এ ফ ভি মিশিয়ে দিতে পারব)।

    নিয়মিত ভ্যাক্সিন নিন।
  • kd | 59.93.222.227 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:২৩470057
  • যাক্‌, দ্রি আর পাইএর তক্কাতক্কি পড়ে এই বুঝলুম -
    ইউজেনিস্টরাই আসলে ভ্যাক্সিনের মধ্যে অ্যান্টি-ফার্টিলিটি ড্রাগ দেওয়া হচ্ছে বলে রটাচ্ছে। কেননা এই প্রচারটা ঠিকমতো করতে পারলে লোকে ভয়ে আর ভ্যাক্সিন নেবে না আর দুমদাম মরে যাবে। ব্যস্‌, ইউজেনিস্টরা যা চাইছে পেয়ে যাবে।
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৮470058
  • :D :D
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১470060
  • মার্চে জাপানে সুনামির নতুন ভিডিও। গাড়ীর মধ্যে থেকে। জাপানী ভয়েসওভার, তাও দেখুন।

    http://www.wimp.com/japanesetsunami/
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৫470061
  • ইউ এস গম্মেন্ট ব্যাঙ্ক অফ আমেরিকা, গোল্ডম্যান স্যাক্স, জে পি মরগ্যান এবং ডয়েচব্যাঙ্কের বিরুদ্ধে মামলা করবে বলে খবর।

    http://www.marketwatch.com/story/us-said-ready-to-sue-big-banks-over-mortgages-2011-09-02
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৯470063
  • সাউথ চায়না সী জিওপলিটিকালি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিডল ইস্টের তেল এই পথে চীন ও জাপানে আসে। এইখানে ইন্টারন্যাশানাল ওয়াটারে কার নেভি থাকবে সেই নিয়ে মাসল ফ্লেক্সিং আছে। এতদিন ইউ নেভিই এখানে মস্তানি করত। যতদিন প্যাক্স অ্যামেরিকানা ছিল। কিন্তু ফাইনান্সিয়াল ক্রাইসিসের পর চীন অ্যামেরিকার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছে বেশ কয়েক মাস হল। নেভি জাহাজ এবং সাবমেরিন নামিয়েছে। নতুন দুটো এয়ারক্রাফট ক্যারিয়ারও লঞ্চ করেছে। ভিয়েতনামের মত ছোট ছোট দেশও আমেরিকার পোঁ হয়ে এখন চীনের সাথে পাল্লা দিচ্ছে। সব মিলিয়ে সাউথ চায়না সীতে এখন পরিস্থিতি গরম।

    এমত অবস্থায় ইন্ডিয়া ওখানে জাহাজ পাঠিয়েছে। তাই নিয়ে চীনের সাথে একটু পাঙ্গাও নেওয়া হয়ে গেছে। কিন্তু কেন যে ওখানে গেছে ঠিক বুঝলাম না। অ্যামেরিকার অর্ডারে?

    http://www.theaustralian.com.au/news/world/test-looms-for-china-over-india/story-e6frg6ux-1226127557284

    এর থেকে ভালো কিছু হতে পারে বলে মনে হচ্ছে না।
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:১২470066
  • ইউকে থেকে আলাদা হয়ে যেতে চায় স্কটল্যান্ড। কিন্তু সেটা চায় না ইংল্যান্ড।

    http://www.guardian.co.uk/politics/2011/sep/02/coalition-opposes-scottish-independence

    স্কটল্যান্ডের উত্তর পাড়ে নর্থ সীতে আছে কিছু তেল। সেই তেলে ফুরিয়ে আসছে। কিন্তু যেটুকু আছে তাই দিয়ে চলে যাবে স্কটল্যান্ডের অল্প কয়েকটি মানুষের। কিন্তু মুস্কিল হয়ে যাচ্ছে ঐ তেলের প্রফিট ভাগ করে নিতে হচ্ছে পুরো ইউকের মানুষের সাথে। গোলমাল বাধছে। সিটি অফ লন্ডনের ফাইনান্সিয়াল সেক্টর থেকে যে প্রফিট হত সেটা ড্রাস্টিকালি কমে গেছে। রিসেশান বড় ব্রুটাল গো।
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৫470068
  • মনে হচ্ছে এই শীতে আবার একটি ফ্লু স্কেয়ারের সম্মুখীন হতে হবে আমাদের। বার্ড ফ্লু মিউটেট করে গেছে। কোন ভ্যাকসিন কাজ করছে না।

    http://www.dailymail.co.uk/health/article-2031601/Mutant-strain-bird-flu-spreading--resistant-existing-vaccines-warns-UN.html

    (লেট মি গেস, ঠিক শীতের সময় ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারের ঝুলি থেকে বেরোবে নতুন ভ্যাকসিন। সব দেশ পুরনো স্টক ফেলে দিয়ে নতুন স্টক কিনবে)
  • pi | 128.231.22.133 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮470069
  • পুরানো স্টক তো এমনিই ফেলতে হয় :(
    এক্সপায়ার করে যায় তো।
  • dri | 117.194.231.254 | ০২ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০470071
  • আবার ওদিকে অস্ট্রেলিয়ায়, নিউক্যাসলে, নতুন সোয়াইন ফ্লু। কাজ করছে না ট্যামিফ্লু!

    http://www.bloomberg.com/news/2011-08-25/tamiflu-resistant-flu-outbreak-reported-in-australia-s-newcastle-who-says.html

    গেস করুন ট্যামিফ্লুর সাবস্টিচিউট ওষুধের নাম, আর জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন