এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৫৮469939
  • ওকে। তাহলে এরা কনস্পিরেসি ওয়ালা।

    তাহলে কি এটা বলবেন, যে এদের তথ্যগুলো ঠিক থাকলেও এই লাস্ট প্যারার কনক্লুশানটা ভুল?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৫৯469940
  • আর আরো একটা কারণ হল, ভুলভ্রান্তি হয়ে যে লোকগুলো মারা যাচ্ছে তারা তো আর খালি 'ভুলভাল' লোক নয়।

    আমি এবার আপনার কাছে একটা তথ্য চাই।

    এখনো অব্দি ভ্যাকসিনেশনের ফলে ঠিক কতজন মারা গেছেন।
    কী কী কারণে।
    আর সেই মৃত পপুলেশনের মধ্যে 'ঠিকঠাক' ও 'ভুলভাল' লোকেদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন।

    এই তথ্যটা না পেলে আপনার কনস্পিরেসি থিয়োরী শিকড় মেলা তো দূরের কথা, দাঁড়াতেই পারবে না।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:০০469941
  • আর যেহেতু এরা বিল গেটসের নাম নেয় নি, অতয়েব বিল গেট্‌স এর মধ্যে নেই। এত কমপ্লিট এদের তথ্য?

    মানে এরা যা বলেছে তার বাইরে আর কিছুই ট্রু নয়?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:০৫469943
  • আপনার কনস্পিরেসিওয়ালারাও বলছেনা ইউজেনিস্ট বিল গেটস এর প্রবক্তা, কারণ আপবার দেওয়া এই তথ্যটাই ভুল, সেটার জন্য ঐ লিং টা।
    লাস্ট প্যারা তো বিশ্লেষণ। সেটার সাথে আমার অমত থাকতে পারে, কিন্তু বিশ্লেষণটা ঠিক তথ্যের ভিত্তিতে।
    কিন্তু আপনার সাথে অমতের কারণ, তথ্য, তঙ্কÄ দুয়েই।
    ওটা যে সেই ১৯৭২ থেকেই রমরমিয়ে চলে আসছে,WHO ও অন্যান্যদের একটা ওয়েল ফাণ্ডেড প্রোজেক্ট , এটাই তো আপনি মিস করে গেছিলেন।

    তথ্যটা যে ভুল সেটা আপনার তত্বে বিশ্বাসীদের সোর্স থেকেই দেওয়া, যাতে অন্তত তথ্যটাতে আপনার বিশ্বাস হয় :)

  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:০৫469942
  • জানা নেই পাইদি। এই ধরণের তথ্য কি পাবলিশ করা হয়? তাহলে আমার খুব সুবিধে হত।

    তবে এই ধরুন রকাফেলার, কিংবা ইংল্যান্ডের রানী এদের পরিবারের লোকজনরা ভ্যাকসিন নিয়ে কোনদিনও মারা যাননি। কিন্তু তারও আগে আমার জানার ইচ্ছে এরা কি ভ্যাকসিন নেন? এই তথ্যটা আছে কোথাও?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:০৮469944
  • হ্যাঁ, যেই অন্য নানা ভ্যাক্সিন দিয়ে মৃত্যু আটকাতে চাওয়া হয়, সেইসব নিতে শুরু করলে, বিল গেট্‌সই বা কিকরে এত নি:সন্দেহ হলেন যে ভ্যাক্সিন দিয়ে পপুলেশান কমে যাবে?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:০৯469945
  • গেটস ফাউন্ডেশন এখনো কত কী টাকা ঢেলেছে এই রিসার্চে ?

    তবে, ঐ তথ্য না পাওয়া গেলে এই তর্কে কোনো লাভ নেই :(

    ভ্যাকসিনেশনের হন্য মৃত্য নিয়ে তো আপনি বারবার বলেন। কোন তথ্যের ভিত্তিতেই নিশ্চয়। সেখানে হিসেব নেই ? সেই রিপোর্ট থেকেই তো কোথাকার পপুলেশন বেরিয়ে আসবে। এটা বের করা তো খুব সোজা।
    আপনি আপনার সোর্সগুলো একটু আরেকবার দেখবেন ?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:১০469946
  • 3:08 এর মানে বুঝতে পারলাম না।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:১১469947
  • যাব্বাবা! ১৯৭২ থেকে হু এই এ ভি এফ ফান্ড করছে সেই লিংক তো আমি বহু আগেই দিয়েছি। Date:27 Aug 2011 -- 01:53 AM। আপনার পয়েন্টটা ঠিক বুঝলাম না।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:১৩469949
  • ইন ফ্যাক্ট, আমি হুর সাইটের ডকুমেন্ট দিয়েছিলাম।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:১৮469950
  • হু কারা ফান্ড করে? হু তো ইউ এন এর মত একটা গ্লোবাল গভর্নেন্সের বডি। ইউ এন এর পেছনে রকাফেলার আছে সেটা জানেন নিশ্চয়। রকাফেলার নিজের জমি ইউ এনকে দান করেছিলন অফিস বানানোর জন্য নিউ ইয়র্কে।

    রকাফেলারের সাথে হুর ডাইরেক্ট কানেকশানের কথা কোথাও পড়িনি। কিন্তু কিছুদিন আগেই হু'র সদস্যদের সাথে বড় ভ্যাকসিন এবং ওষুধ কোম্পানীর মাখামাখির কথা এসেছিল। একটু নেট খুঁজুন। পেয়ে যাবেন।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:১৯469951
  • তালে এটা নিয়ে আলাদা করে এখন গেটসকে নিয়ে চেঁচামেচি ক্যানো ? এটা তো WHO র অনেকদিনের প্রোগ্রাম !

    ১৯৭৩ থেকে চেষ্টা শুরু হয়েও আজও রেডি হল না, এতেও বা অবাক হলেন ক্যানো ?
    আমি ভেবেছিলাম, ১৯৭৩ থেকে তোরি শুরু হয়েছে জেনে অবাক হলেন।
    আর রেডি হয়নি, সেইটা যদি আপনার অবিশ্বাসের জায়গা হয়ে থাকে, তালে তো আবার সেল্ফ ক¾ট্রাডিকশন এসে যাচ্ছে। তৈরি যদি হয়েই থাকবে তো গেটস তাতে আবার টাকা ঢালবেন ক্যানো ? :)

  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২১469952
  • গেট্‌স ফাউন্ডেশান এর পেছনে মানে বিল গেট্‌স নিজের পয়সায় এ ভি এফ বানাচ্ছে এরকম নয়। কিন্তু তারা হয়ত ট্রায়াল কন্ডাক্ট করছে।

    একদম কোন ইন্টারেস্টই না থাকলে আর বিল গেট্‌স আগ বাড়িয়ে বলতে যাবেন কেন, ভ্যাকসিন দিয়ে পপুলেশান কমাব?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২২469953
  • WHO তো সবই করেছে।
    স্মলপক্স ভ্যাকসিনেশনও ।
    'ভুলভাল' জাতিগুলোর মধ্যে এই ইরাডিকেশনটা করিয়ে রকেফেলারের কী লাভটা হল ?
    বেশ তো লটকে কে লট মরতো।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২৪469954
  • প্রাণদায়ী অ্যান্টিবায়োটিকগুলোকেই বা এইসব ভুলভাল দেশে অ্যাভেলেবেল করার কী মানে ?

  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২৬469955
  • চেঁচামেচি করব কেন?

    হু তো হু। সেখানে যারা চেয়ার আলো করে বসেন তারা ওয়ার্ল্ড এলিটই। সবার নাম তো আমরা জানি না। সবার নাম ইকুয়ালি পাবলিশ করা হয় না। কিন্তু অনেকেই এই পুরো এফর্টটার পেছনে আছেন।

    বিল গেট্‌স ব্যবসায় সফল হয়ে বিরাট একটা ফাউন্ডেশান করে এখন ভ্যাকসিনেশান এফর্টে এই ফাউন্ডেশানের টাকা ঢোকাচ্ছেন। তিনি ও বিশ্বাস করেন ভ্যাকসিনেশান করে পপুলেশান কমানো যাবে (যদিও ভ্যাকসিন প্রচুর মানুষের প্রাণ বাঁচায়)।

    তাই ওনার নামটি টানা। একজন ভিজিব্‌ল মানুষ। সবাই এক ডাকে চেনে। তাই।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২৭469956
  • ভ্যাকসিন দিয়ে পপুলেশন কমানোর পরিকল্পনাটা বহুদিন ধরেই বহুজনে বলে আসছে।

    ইন ফ্যাক্ট যেকোন উপায়ে পপুলেশন ক®¾ট্রালের কথাই :)

    পপুলেশন ক®¾ট্রালের কথা বলা মানেই ইউজেনিস্ট হওয়া ?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:২৯469957
  • বার্থ ক®¾ট্রাল আর প্রাণ বাঁচানোর মধ্যে কি কোন সংঘাত আছে ? :)

    তালে ভ্যাকসিনেশন দিয়ে পপুলেশন কমানোর সাথে ভ্যাকসিনেশান প্রাণ বাঁচায় এই স্টেটমেন্ট ক¾ট্রাডিক্ট করছে কীভাবে ? :)
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৩০469958
  • ঐ অ্যালিগেশানটা কি জানেন?

    একবার ইউ এন ঠিক করল, আফ্রিকায় স্মল পক্স সমূলে নির্মূল করতে হবে। তো গেল ছুঁচ নিয়ে। আর তারপরই দেখা গেল আফ্রিকায় এইডসের এপিডেমিক হল।

    এটা অবশ্য নেহাতই অ্যালিগেশান। কিন্তু টেম্পোরাল কোরিলেশান ছিল। নেট দেখুন। পেয়ে যাবেন।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৩৪469960
  • কে ইউজেনিস্ট সে তো বোঝা শক্ত। কেউ যদি মুখের ওপর বলে যে আমি ইউজেনিসিস্ট তাহলে পরিষ্কার বোঝা যায়। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পর্য্যন্ত তারা পরিষ্কারই বলত। দেখা গেছে ঐতিহাসিক ভাবে যে যারা বার্থ ক®¾ট্রালের কথা বলে তাদের মূল উদ্দেশ্য ইউজেনিক্স। এর মধ্যে আপনি আমি পড়ে না। কিন্তু যারা এই এফর্টটা লীড করে এবং ফাইনান্স করে।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৩৫469961
  • আমার ০২:৪৭ এর পোস্টের উত্তরটা পেলে বুঝতে সুবিধা হত। আপনার ফিলোসফিটা।

    আচ্ছা, এইই যে ধরুন, এমন একটা আর্থ-সামাজিক অবস্থা জিইয়ে রাখা, যেখানে বাবা মা ছেলেমেয়ের কোন যত্নই নিতে চাইবেনা, তার পিছনে কোন খরচ নেই, কেবল লাভ আছে, কারণ হেল্পিংহ্যান্ড বাড়ছে ( আপনার কথাই মোটামুটি কোট করলাম ), সেটা নিয়ে আপনার আপত্তি নেই ?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৪০469962
  • আমি বললাম, বার্থ ক®¾ট্রাল কর।

    আমার মনের গোপন ইচ্ছে হল, হ্যা বার্থ ক®¾ট্রাল কর, কিন্তু সেইসবদেরই বেশী কর, এই যারা গরীব, বিকলাঙ্গ, অসুস্থ, কালো এরা। কিন্তু মনের কথাটা আপনি বললেন না।

    আবার এও হতে পারে আপনার মনের ইচ্ছা হল, পৃথিবীর স্বার্থেই জনসংখ্যা কমানো উচিত, ফর হোয়াটেভার রিজ্‌নস। এখানে কোন পার্টিকুলার গ্রুপকে আমি টার্গেট করব না। আপনি মনের কথাটা বললেন না।

    আপনি শুধু বললেন, বার্থ ক®¾ট্রাল কর।

    কথা হল, এই দুটোর কোনটা ঠিক, তার ওপর নির্ভর করবে আপনার ইন্টেন্ট।

    দেখা গেছে, যারা এই এফর্ট লীড করেছে তাদের মনের ইচ্ছেটা ছিল প্রথমটা।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৪৩469963
  • ২:৪৭

    সাক্ষরতা, ইনভেসিভ পার্সুয়েশান।

    আবার ধরুন, আমি যদি একটি চাষীর কাছে গিয়ে ঘ্যানঘ্যান করি, প্লিজ আপনি একটু আমার জি এম ও বীজ কিনুন, সেটাও ইনভেসিভ পার্সুয়েশান।

    মূল্যায়ণ করতে হবে এই পার্সুয়েশানের ইন্টেন্ট কী ছিল, তার ভিত্তিতে।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৪৯469964
  • জল, মশারী, শৌচাগার ?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৫৩469965
  • আর্থ সামাজিক অবস্থা। এটা গুড পয়েন্ট।

    যখন বলা হয়, তুমি গরীব, তুমি তোমার বাচ্চাদের খাওয়াতে পারবে না। তুমি বাচ্চা কোরো না। এই কথার ডাইরেক্ট ইমপ্লিকেশান হল গরীবদের রিপ্রোডাক্টিভ রাইট কম, বড়লোকদের বেশী।

    গরীবদের বাচ্চার দায়িত্ব তো রকাফেলার নেবে না। একজন গরীব কেন গরীব? কেন পৃথিবীর ওয়েল্‌থ ডিস্ট্রিবিউশান এত স্কিউড?

    আমার কথা হল, ওয়েলথ ডিস্ট্রিবিউশান যদি ঠিক করার চেষ্টা করা হয়, লোকজন স্বেচ্ছায় কম বাচ্চা করবে। কাউকে সাধাসাধি করতে হবে না।

    কিন্তু অন দা আদার হ্যান্ড, যে গরীব, যাকে খেটে খেতে হয়, সে তো চাইবেই, তাকে তার বাচ্চারা ছোট থেকে সাহায্য করুক। তার দারিদ্রের প্রবলেম না সল্‌ভ করেই তুমি বলে দিচ্ছ যে বেশী বাচ্চা কোরো না। গরীব লোকের তো আর পেনশান নেই। বুড়ো বয়েসে তাকে কে দেখবে? তার বাচ্চারাই দেখবে। বেশী বাচ্চা হলে হয়ত এরা একটু বেশী সিকিওর্ড বোধ করে। কেউ না কেউ ঠিক দেখবে।

    আর গরীবী দূর করার যদি কোন সদিচ্ছা না থাকে, তাহলে আমার মনে হয় গরীবদের বেশী বাচ্চা হওয়াই ভালো। কারণ, সংখ্যায় বেশী হলে, আর মিজারি বাড়লে তারা একদিন রুখে দাঁড়াতে পারবে।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৫৬469966
  • জল, মশারি শৌচাগার এক দিকে।

    আবার ধরুন সিগারেটের বিজ্ঞাপণ আরেক দিকে।

    বললাম তো। পার্সুয়েশানের ইন্টেন্টটাই আসল। এবার প্রত্যেকটা এক্সাম্পল আলাদা আলাদা করে বলতে হবে নাকি? দুটো সাইডেই উদাহরণ পাওয়া যাবে।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০৩:৫৯469967
  • যাক গে। একদিনের পক্ষে বড্ড বেশী টাইপ হয়ে গেছে। আবার কাল হবে।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০৪:০৮469968
  • কিন্তু এদের যখন এতই ক্ষমতা, আকাঙ্খিত পার্টিকুলার গ্রুপকেই টার্গেট করা যাবে, এমন কোন বন্দোবস্ত করলেন না কেন ? সেটা তো পারতেনই। নানাভাবে।

    আর, অপানার মতে তো শুরু যাঁরা করেছেন, তাঁরা শুধু নয়, WHO র নিয়ন্ত্রা সবাই মোটামুটি এই আদর্শেই বিশ্বাসী। তো এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চলছে এই বিশ্বাসেই। মুখে না বল্লেও। তাই তো ?
    তো, তাঁরা সবাই মিলে এমন একটা প্রোগ্রাম চালিয়ে গেলেন যাতে তাঁদের বাড়াতে চাওয়া পপুলেশন কমে গেল, আর কমাতে চাওয়ারা কমলো না, এমনকি সেই কমাতে গিয়ে 'ইনভেসিভ পার্সুয়েশন' এর পিছনে আবার কত্ত খরচ হয়ে গেল।

    এটা ঐ ভূমিকম্পের কনস্পিরেসির মতই হজম করতে অসুবিধে হচ্ছে :(
  • dri | 117.194.235.51 | ৩১ আগস্ট ২০১১ ২১:১৩469969
  • ভূমিকম্পের কনস্পিরেসিটা আবার কোনটা?
  • dri | 117.194.235.51 | ৩১ আগস্ট ২০১১ ২১:২২469971
  • যাইহোক, কাল আপনার কথা শুনে মনে হয়েছিল যে হু'র সাথে বিল গেট্‌সকে আপনি জড়াতে চাইছেন না। আপনার ধারনায় ওরা ডিফারেন্ট এন্টিটি।

    তাই চলে গেলাম হু'র উইকিতে। http://en.wikipedia.org/wiki/World_Health_Organization

    The WHO is financed by contributions from member states and donors. In recent years, the WHO's work has involved increasing collaboration with external bodies; there are currently around 80 partnerships ("official relations" and "working relations")[30] with NGOs and the pharmaceutical industry, as well as with foundations such as the Bill and Melinda Gates Foundation and the Rockefeller Foundation.

    দেখলাম হু'র ফাইনান্সিং এ গেট্‌স ফাউন্ডেশান এবং রকাফেলার ফাউন্ডেশান সক্রিয়।

    এছাড়া হু যে ইউ এনের এজেন্সি সে কথাও লেখা আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একই সাথে তৈরী হয়েছিল।

    The World Health Organization (WHO) is a specialized agency of the United Nations (UN) that acts as a coordinating authority on international public health. Established on 7 April 1948, with headquarters in Geneva, Switzerland
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন