এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৪৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০১:৫০469906
  • খুবই খারাপ কোয়ালিটির কনস্পিরেসি বলতে হবে। ছক টক মোটেও ভাল করে কষা হয়নি।

    যেসব ঠিকঠাক লোকের পপুলেশন প্রোপোর্শানেটলি বাড়াতে চাওয়া হল, মাঝখান থেকে তারা স্বেচ্ছায় ক®¾ট্রালের মেজারগুলো নিয়ে নিল ও তাদের পপুলেশন কমতে থাকলো।
    এদিকে যাদের কমানো টার্গেট ছিল, তাদের মধ্যে এতদিনেও তেমন কিছুই কাজের কাজ হয়নি। সে সংখ্যা বেড়েই চলেছে। বাবা বাছা করে বুঝিয়ে সোঝানো , খেলনা দেব , লবেঞ্চুস দেব বলে লোভ দেখানোর 'ইনভেসিভ পার্সুয়েশন' এর পিছনে আবার হুলিয়ে টাকার শ্রাদ্ধ করতে হচ্ছে !
    কনস্পিরেসি কুলের কলঙ্ক তো ! :(

    আর ইনভেসিভ বার্থ ক®¾ট্রালের কথা এলে চায়নার কথা আসবেই। তো সেদেশের সরকার কী ধরণের ইউজেনিস্ট যে নিজেদের জাতির পপুলেশনকেই ডালপালা মেলতে দ্যায় না।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০১:৫১469907
  • ভ্যাকসিন দিয়ে পপুলেশন ক®¾ট্রালটার বিল গেটসের মস্তিষ্কপ্রসূত হতে যাবে কেন ? এটা নিয়ে তো WHO তে বহুদিন ধরেই কাজ চলছে !!

    টিটেনাস ভ্যাকসিনের সাথে ওটা মিশে যাবার পিছনে বরং এই কারণটা থাকতে পারে:
    WHO has been actively involved for more than 20 years in the development of an anti-fertility vaccine utilizing hCG tied to tetanus toxoid as a carrier -- the exact same coupling as has been found in the Mexican-Philippine-Nicaragua vaccines. এটার একটা ট্রায়াল মেরে নিল, এটা হতেও পারে। সেটা ইচ্ছাকৃত করা হয়ে থাকলে অন্যায়। আর সেই কনস্পিরেসি টা মানতে রাজি আছি।

    কিন্তু অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিক কি ভ্যাকসিন মানেই ইউজেনিস্টদের কনস্পিরেসি এটা মানতে পারলাম না।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:০০469908
  • আপনি কি এটা জানেন যে চীনে রকাফেলারের ভালো ইনফ্লুয়েন্স আছে? সানোফি পাস্তুরের ম্যানুফ্যাকচারিং ইউনিট পুরো চীনে? এবং এই ব্যাপারে রকাফেলার চীনের খুব প্রশংসাও করেছেন।

    এগুলো কনসিভ করা একটু ডিফিকাল্ট। নেশানের লেভেলে, আম্রিকা চীনের রাইভালরি আছে। কিন্তু যারা ট্রান্সন্যাশানাল, তারা দেশের বাউন্ডারি মানে না। সব দেশেই তাদের (বিভিন্ন মাত্রায়) ইনফ্লুয়েন্স আছে।

    যাই হোক, আপনার জেনারাল পয়েন্টটা বুঝলাম। আপনার মতামত জানলাম। এ ব্যাপারে আমার মতামতও জানিয়েছি। আর মনে হয় আমাদের আদানপ্রদানের কিছু নেই, এই পার্টিকুলার বিষয়ে।

    কিন্তু আমি যে কনক্রিট এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো নিয়ে অন্তত কিছু মতামত দিলে ভালো লাগবে। জানতে চাই ঐ বিষয়গুলো আপনি কিভাবে দেখেন।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:০১469909
  • Allied with the WHO in the development of an anti-fertility vaccine (AFV) using hCG with tetanus and other carriers have been UNFPA, the UN Development Programme (UNDP), the World Bank, the Population Council, the Rockefeller Foundation, the All India Institute of Medical Sciences, and a number of universities, including Uppsala, Helsinki, and Ohio State.(5) The U.S. National Institute of Child Health and Human Development (part of NIH) was the supplier of the hCG hormone in some of the AFV experiments.(6)

    The WHO begain its "Special Programme" in human reproduction in 1972, and by 1993 had spent more than $356 million on "reproductive health" research.(7) It is this "Programme" which has pioneered the development of the abortificant vaccine. Over $90 million of this Programme's funds were contributed by Sweden; Great Britain donated more than $52 million, while Norway, Denmark and Germany kicked in for $41 million , $27 million, and $12 million, respectively. The U.S., thanks to the cut-off of such funding during the Reagan-Bush administrations, has contributed "only" $5.7 million, including a new payment in 1993 by the Clinton administration of $2.5 million. Other major contibutors to the WHO Programme include UNFPA, $61 million; the World Bank, $15.5 million; the Rockefeller Foundation, $2.5 million; the Ford Foundation, over $1 million; and
    the IDRC (International Research and Development Centre of Canada), $716.5 thousand.

  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৩469911
  • সরি ভ্যাকসিন দিয়ে পপুলেশান ক®¾ট্রাল মানে?

    এই অ্যান্টি-ফার্টিলিটি ভ্যাকসিন! মানে জানিয়ে, না না জানিয়ে?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৩469910
  • এরপরও বলবেন এই ভ্যাকসিন ইউজেনিস্ট বিল গেটসের কনস্পিরেসি ? :)
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৪469912
  • আমি তো স্পেসিফিক উদাহরণগুলো নিয়েই বলছি।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৬469913
  • ও হো হো! আপনি বলছেন বিল গেটস ঐ অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিনের কথা বলেছেন!

    তা এই অ্যান্টিফার্টিলিটি ভ্যাকসিনের আর কত বাকি রেডি হতে?

    এটার কথা তো শুনিনা। কবে হবে এটা মার্কেট?

    লুকিয়ে লুকিয়ে অন্যান্য ভ্যাকসিনের সাথে মিশিয়ে দেওয়া হয় না তো?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৭469916
  • ১৯৭৩ থেকে যে ভ্যাকসিনের ওপর কাজ চলছে সেটা আজও রেডি নয় এটা কি বিশ্বাসযোগ্য?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:০৯469917
  • অথচ দু চারটে সোয়াইন ফ্লুর কেস হতে না হতেই সোয়াইন ফ্লু ভ্যাকসিন রেডি হয়ে যায়?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:১৫469918
  • সে কী করে বলা যাবে ? আজ চল্লিশ বছর ধরে তো এই এত্ত এত টাকা ঢেলে, এত পরি্‌রশ্রম করেও একটা এফেকটিভ ম্যালেরিয়ার ভ্যাকসিন বের করা গেল না।
    একেকটা হব হব হলেই কোন না কোন ফ্যাকড়া বেরিয়ে পড়ে। সেফটি কি এফিকেসি নিয়ে। কেন যে পড়ে ! বের করে এর সাথে হুলিয়ে অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন ( যা আদৌ এফেক্টিভ কিনা তাই আদৌ জানা হয়নি যদিও :)) মিশিয়ে আফ্রিকা , এশিয়ার গরীবগুর্বোগুলোর উপর প্রয়োগ করতে পারলে তো ইউজেনিস্টদের কার্য সিদ্ধি হয়েই যেত ! তবে, হলে তাঁরা তো বেকার হয়ে পড়তেন, তো সেটা রুখতে এটা মনে হয় একটা কাউন্টার কন্সপিরেসি।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:১৮469919
  • ম্যালেরিয়ার ভ্যাকসিনের কাজ কবে থেকে চলছে এবং আজো সেটা রেডি নয়, কেন নয়, বল্লে বিশ্বাস করবেন কি ? :)

    আর এটা রেডি হলেই তো বরম কনস্পিরেসি বেশি সফল হত , নাকি ? :)
    'ইনে্‌ব্‌হসিভ পার্সুয়েশন' এর জন্য আরেকটা খুব ভালো হাতিয়ার রেডি হয়ে যেত , তাই না ? আপনার প্রশ্নগুলো তো এবার সেল-ক¾ট্রাড্রিক্টরি হয়ে যাচ্ছে :)
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:২১469920
  • আহা! এফেক্টিভ কিনা না জানা থাকলেই তো আরো আরো টেস্টিং করা দরকার। চল্লিশ বছর তো প্রায় কেটে গেল। আর আম্রিকায় তো টেস্টিংএর এত কড়াকড়ি। তাই অগত্যা ... কেনিয়া।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:২৪469921
  • আচ্ছা আপনার কাছে কি কোন দেশে ভ্যাকসিনেশান কি রকম (মানে কতটা বেশী বা কম) এই তথ্যটা আছে? কোথাও পাওয়া যায় এই ডেটা?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:২৫469922
  • আপনার কি জানা আছে অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিনের টেস্টিং কিভাবে হচ্ছে?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:২৭469923
  • আমি শুনেছি আরব দেশগুলোতে, যেমন সৌদি আরাবিয়া, ইজিপ্ট এইসব দেশে ভ্যাকসিনেশান কম। বেশী ভ্যাকসিন এরা অ্যালাও করে না। এই তথ্যের সত্যতা যাচাই করতে চাই।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:২৯469925
  • আর লিবিয়ায় গদ্দাফি তো ইউ এনের ভ্যাকসিনেশান টীমকে ফেরত পাঠিয়ে দিয়েছিল এই অ্যাইগেশানে যে ওরা নাকি কি একটা ভ্যাকসিন দিতে এসে তার মধ্যে এইড্‌সের জীবাণু ঢুকিয়ে দিয়েছিল।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:২৯469924
  • হ্যাঁ, তাড়াতাড়ি বের করা যেতে পারে। কারণ ওগুলো পুরো ভাইরাস দিয়েই বানানো হয়। আগে এফেক্টিভ ফ্লু ভ্যাকসিন থেকে থাকলে সেটাকে কেরিয়ারের সাথে জোড়া , তার সেফটি , এফিকেসি, এই ব্যাপারগুলো অলরেডি টেস্টেড। ট্রায়ালের অনেকগুলো পরীক্ষা অলরেডি পাশ করে বসে আছে।
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩১469927
  • লাইভ ট্রায়াল কোথায় হয়েছিল? কোন দেশে হয়?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩৩469928
  • আপনি কি এর আগের পোস্টটা অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিনের ব্যাপারে বললেন, না ফ্লু ভ্যাক্সিনের ব্যাপারে?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩৪469929
  • আর আমি একথা কখনো মনে করিনা, কোম্পানীগুলো সাধু মাল, ডোনর এজেন্সি গুলোর কোন স্বার্থ নেই। ইকনমিক প্রফিটের স্বার্থ আলবত আছে। আর তার জন্য নানা অসাধু কাজ এরা করে থাকে। অন্ধ্রর ড্রাগ ট্রায়ালের উদা: দিয়েই সেকথা বলেছি।
    সব সময় কোয়ালিটি টেস্টিং ও কি ঠিকঠাক হয় ? হয় না। ইনেফিসিয়েন্সি আছে, দুর্নীতি আছে, পাতি ভুলভ্রান্তি ও আছে।

    কিন্তু সেই স্বার্থটা ইউজেনিক্স দিয়ে পরিচালিত এই কনস্পিরেসিটা আমি মানতে নারাজ।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩৫469930
  • ফ্লু ভ্যাকসিন।

    লাইভ ট্রায়াল আবার কোথায় বল্লাম ?
    লাইভ ট্রায়াল মানেই বা কি ?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩৮469931
  • না আমি জানতে চাইছিলাম অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন সম্বন্ধে। লাইভ টেস্টিং মানে আমি মীন করলাম সত্যিকারের মানুষের ওপর টেস্টিং। ল্যাবে আপনারা যা টেস্ট করেন সে তো করেনই। এ ভি এফ কোন দেশে কিভাবে টেস্ট করে?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৩৯469932
  • অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিনের সব আপডেট এখানে ভাল করে দেওয়া আছে।

    http://www.globalresearch.ca/index.php?context=va&aid=20906
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৪২469933
  • ভুলভ্রান্তি হল, দুর্নীতি হল, মানুষ ভুগল, মানুষ মরল। এটা একটা তথ্য।

    অন্য তথ্যটা হল, যারা এই এফর্টটা চালায়, একদিকে প্ল্যান্‌ড পেরেন্টহুড টাইপের সংস্থা, লাইক মার্গারেট স্যাঙ্গার, মেরি স্টোপ্‌স, আবার ফাউন্ডেশানের কর্ণধারেরা লাইক বিল গেট্‌স, রকাফেলার এরা সবাই ইনসিডেন্টালি ইউজেনিক্সে বিশ্বাসী।

    তো এই দুটোয় কোন সম্পর্কই নেই বলছেন? দুটো ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৪৭469935
  • আচ্ছা, ঘরে ঘরে গিয়ে পানীয় জলের বিশুদ্ধতার প্রয়োজনীয়তা, ঠিকঠাক স্যানিটেশন অভ্যাসের কথা বোঝানো, মশারি খাটিয়ে শুতে বলা ... এগুলো কি 'ইনভেসিভ পার্সুয়েশন' ?

    সাক্ষরতা প্রকল্প ?

    যেকোনো অ্যাওয়ারনেস মিশন ই তো তালে তাই !
    বেচারা বার্থ ক®¾ট্রালকে একা একা এত বকাঝকা কেন ?
  • dri | 117.194.231.181 | ৩১ আগস্ট ২০১১ ০২:৪৭469934
  • যাব্বাবা! আপনার দেওয়া লিংকের লাস্ট প্যারা

    The picture emerging from these facts is clear. The WHO, as a global coordinating body, has since the early 70s continued the development of the Rockefeller-funded “anti-fertility vaccine”. What also is becoming clear, is that extensive research has been done to the delivery systems in which these anti-fertility components can be buried, such as regular anti-viral vaccines. It’s a mass-scale anti-fertilization programme with the aim of reducing the world’s population: a dream long cherished by the global elite.

    এতক্ষণ ধরে আমি যেটা বলতে চাইছিলাম।

    কি হল কেসটা?
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৫০469936
  • হ্যাঁ, ওটা তো কন্সপিরেসি ওয়ালদের লিংক ই।

    সেখানেও বলা নেই যে এটা ইউজেনিস্ট বিল গেটসের প্রকল্প, যেটা আপনি বলে চলেছেন, সেটা দেখাতে।

    এটা বহুদিন ধরে WHO ও আরো নানাবিধ সংস্থা চালিয়ে আসছে। আর যেকোন প্রোগ্রামের মতই।
  • pi | 128.231.22.133 | ৩১ আগস্ট ২০১১ ০২:৫৫469938
  • হ্যাঁ, কাকতালীয়ই বলবো।
    কারণ 01:50 AM এ লিখেছি।

    আর যে পপুলেশনকে এরা বাড়তে দিতে চাননা, অন্য নানা ভ্যাকসিনেশন প্রোগ্রাম দিয়ে তাদের মৃত্যু আটকাতে চাওয়া হয় , সেটা কেমনতর কন্সপিরেসি তাও বুঝিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন