এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুরা না মানো -- ফাগুন লেগেছে বনে বনে

    shrabani
    অন্যান্য | ১৭ মার্চ ২০১১ | ১২৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 59.90.135.107 | ১৮ মার্চ ২০১১ ১৫:৩১469299
  • নীনা ও শ্রাবনীকে বাধাই এত সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।

    নীনার আরো লেখা দেখতে চাই।

    আমার বিহারি বন্ধুদের বাড়িতে হোলির দিন অনান্য খাবারের সাথে কাঠালের সব্জি অবশ্যই হয়ে থাকে।
  • Nina | 68.84.239.41 | ১৮ মার্চ ২০১১ ১৭:৪৩469300
  • লিখতে ভয় পাই, ভাষার দখল বানানের দখল কম, কিন্তু বলতে খুব প্রাণ চায়--তাই বলি ।
    তোমরা পড়লে ও ভাল বললে খুব ভাল লাগে---তোমরা শুনেছ, ভাল লেগেছে--এটাই আমার খুব ভাললাগা, বড় প্রাপ্তি। তোমাদের হগ্গলেরে অনেক ধন্যযোগ ও ভালবাসা জানই!

    ডাগদারসাব, পাটনায় আমরা জক্কনপুরে থাকতাম----গর্দানিবাগের কাছে--:-)

    দমদিদি, সম্ভ্রান্ত কথাটা বড় বিভ্রান্তকর হয়ে ওঠে, থেক থেকেই (আমার মনে হয়) অর্থাৎ কিনা সেটাকে শ্রেণিবিভাজনে ব্যাবহার করে মানুষ--কিন্তু বিহারে নানা স্তরে বিশেষ করে গ্রাসরুট পিপল যারা তাদের মধ্যে আমি এত রুচি ও সংবেদনশীল মনের প্রকাশ দেখেছি ----আর বিহারে হোলির যেমন একটা উদ্দাম দিক আছে শালীনতার বাইরে গিয়ে---তাই আমি ঐ সম্ব্রান্ত কথাটি মনে আসে যখন নাগিনার কথা ভাবি! আগেই বলেছি ভাষার দখল কম---ঠিক বোঝাতে পারলাম না বোধহ্য।
    অনেক অনেক ভালবাসা তোমাদের সক্কলকে--চেষ্টা করব আমার ইতি উতি ঘটনাগুলো তোমাদের বলার :-))

    শ্রাবণী তোমার লেখার টইতে লিখতে বিস্তর লজা করেছে--কিন্তু তোমার লেখার জাদু, আমার কথাগুলোকে টেনে বার করে নিল
    :-))
  • Nina | 68.84.239.41 | ১৮ মার্চ ২০১১ ১৭:৪৬469301
  • মনীশভাই, আপনে ঠিক কহা, কটহর কে সবজী ও বিহারীদের একটি অবশ্য আইটেম!
  • kumu | 59.178.49.254 | ১৮ মার্চ ২০১১ ১৭:৫৮469302
  • নীনা,এত তাড়াতাড়ি এসেছ আজ?
    কিন্তু আমি এখন বাড়ী যাচ্ছি,কারণ কত্তা আজ দিল্লী এসেছেন এবং বাড়ী তালাবন্ধ থাকায় বাইরে দাঁড়িয়ে/বসে তিরিশ সেকেন্ড অন্তর ফোনাচ্ছেন।
  • hu | 12.34.246.72 | ১৮ মার্চ ২০১১ ১৯:৩৩469303
  • শ্রাবণীদি বড্ড ভালো লেখে। এইরকম ছোটবেলা খালি গল্পের বইতেই পড়েছি। এমন যে সত্যি সত্যি হয় তা শ্রাবণীদি, পিপি বা পাল্লিনের গল্প না পড়লে বিশ্বাসই করতাম না!
  • kd | 59.93.244.231 | ১৮ মার্চ ২০১১ ২২:২৩469304
  • আমেন।
  • i | 124.168.143.145 | ১৯ মার্চ ২০১১ ০৪:০৯469305
  • হু র কথাটাই রিপিট করি। এরকম ছোটোবেলা গল্পের বইতেই পড়েছি।
    শ্রাবণীকে একটা কথা বলি? আজ পূর্ণচাঁদের মায়ায় ক্ষমা করে দেবেন সে ভরসাতেই বলা বিশেষত: আজকের পূর্ণচন্দ্রটি পৃথিবীর খুব কাছাকাছি যখন...
    দেখুন। এই যে লিখে গেছেন এই সুতোয়, স্মৃতিচারণই মূলত: -একটানা লিখে গেছেন -নিজে কোনো মন্তব্য করেন নি। মন্তব্য করেন নি-আহা সেদিন বড় ভালো ছিল, সে কোথায় গেল।।অথচ পাঠক যখন পড়তে এসেছেন-তাদের মনে এ কথা ধ্বনিত হয়েছে নিজে থেকেই। আপনার রিসেণ্ট বুলবুলভাজাও স্মৃতিচারণ-ই কিন্তু আপনি নিজেকে বিযুক্ত করে লেখেন নি-আপনার ক্ষোভ, রাগ, আবেগ উজাড় করে লিখেছেন-কমেন্ট করেছেন -পাঠকের জন্য অপেক্ষা করেন নি। বলতে চাইছি, দুটি লেখাই স্মৃতিচারণ অথচ কথনভঙ্গিটি আলাদা।
    আমার নিজের মনে হয়-নিজের কথা লেখার সময় কিছুটা নির্লিপ্তি যেন মাখানো থাকে কলমে-বিযুক্ত হয়ে লেখা যেন আরো অভিঘাত আনে।গভীর অভিঘাত, তাৎক্ষণিক আবেদন নয়। লেখক যদি সামান্য ঈশারায় পাঠকের মনে কথা জাগিয়ে তুলতে পারেন, সেখানেই কলমের সার্থকতা-এইটা আমার মনে হয়।
    আপনার বুলবুলের সুতোয় এক লাইন লিখেছিলাম। এই লেখাটা পড়ে মনে হল ক্ল্যারিফাই করার এই সুযোগ। দোলপূর্ণিমায় রাগ করতে পারবেন না বেশি।
    লিংএ দড় নই। তবু আপনার নকাকিমার গান-ন কাকিমার গানই-যে সিনেমার গানই হোক, আজ এ গান আপনার ন কাকিমার গান-আপনার ছোটোবেলার গান-
    http://www.dekhona.com/music-videos/fidajvtwwp/Aaj-Holi-Khelbo-Shyam-Tomar-Sane-Sandhya-Mukhopadhyay-video

  • shrabani | 59.94.102.246 | ১৯ মার্চ ২০১১ ০৮:১৯469306
  • ইন্দ্রানী,
    আমাদের হয়ত সরাসরি কথা হয়নি আগে, তাই এই সুযোগেই বলে নিই আমি আপনার লেখা দেখলেই পড়ে ফেলি, পুরনো লেখা ঘুরেফিরেও।
    গান এখন বাজছে, আমার বাড়ীতে এবং আমাতে হোলী মুড এসে গেল।
    দুর, পূর্ণচাঁদ অর নো চাঁদ ক্ষমাটমার প্রশ্ন আসে কোত্থেকে? আমি তো বুঝিনি তবে আপনি শুধু আপনিই বলার পর মনে হল ক্ষোভ আর তিক্তটা বোধহয় বেশী বলেই চাইলেও নিরপেক্ষ লেখা হয়নি। এ স্মৃতি তো সুখের তাই হয়ত পেরেছি।
    আসলে এই স্মৃতিগুলো কে আমিও এভাবেই ঘুরে দেখি, একটা ছোট্ট মেয়ের চোখ দিয়ে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে। গুরুর টই আমার এজন্যই প্রিয়, নিজের কথা সবার সাথে শেয়ার করা আর তায় যদি কারুর ভালো লাগে সেতো উপরি পাওনা!

    তবে সব শেষে বলে যাই ঐ ছোট্ট মেয়েটা নরমসরম, প্রোটেকটেড, আহ্লাদী ছিল বটে তবে বড়/বুড়ো হয়ে সে আর সেরকমটি নেই। ভবিষ্যতে যদি আরও লিখি বুবুভার মত ঐরকম টপিক নিয়ে তখন তা হয়ত আরও তীব্র হবে।
    তবে মনে রাখব আপনার সাজেশন, চেষ্টা করব, আসলে আমি তো ঠিক প্রো লেখক বা সাংবাদিক গোছের নয়, গুরুর আগে কোনোদিন লিখতামই না! আপনার মত একজনের মতামত খুবই মূল্যবান, ওয়েলকাম ও সবসময় সর আঁখো পর!
    গানটা চলছে। "হোলী মুবারক", খুব ভালো কাটুক দোল!!!!
  • achintyarup | 59.93.244.178 | ২০ মার্চ ২০১১ ০০:৫৪469307
  • বেশ অনেক দিন পর অনেকটা সময় ধরে গুরু পড়ার সুযোগ হল। অনবদ্য টইয়ের জন্য শ্রাবণীকে অসংখ্য ধন্যবাদ। কি দারুণ লেখা।

    নীনাদিদি, অপূর্ব লেখো কিন্তু।

    আরেকটু বেশি বেশি পড়তে চাই নীনাদিদি আর শ্রাবণীর লেখা
  • ranjan roy | 122.168.238.103 | ২০ মার্চ ২০১১ ১২:০৯469309
  • অচিন্ত্য'র সঙ্গে একমত। শ্রাবণী আর নীনার লেখায় ফুটে ওঠে এক কিশোরীমেয়ের চোখ দিয়ে দেখা আপনজন, পরিবেশ আর উপরি পাওয়া আনন্দ, খুঁটে খাওয়া আনন্দ, এবং একটা সময়ের রঙ-রূপ-গন্ধ,-- যা হারিয়ে গেছে, বরাবরের মত।

    ইন্দ্রাণী(সিডনি),
    আমি আজকাল ঠিকমত লিখতে পারছি না। কেমন যেন সব ছড়িয়ে যাচ্ছে। চেষ্টা করছি, হচ্ছে না।
    আগে দু'বছর একটা ঘোরের মধ্যে লিখতাম। রোজ অফিস আসা-যাওয়ায় চারঘন্টা তএন জার্নি করেও। কিন্তু লেখাগুলো এর চেয়ে একটু ভাল হত।
    তখন ভাবতাম, রিটায়র করে খুব লিখবো। অনেক কথা, অনেক গল্প জমে আছে।
    কিন্তু সকালে নীচে নেমে চা খেয়ে পত্রিকা হাতে নিয়ে গড়াই, ওপরে কম্পু'র কাছে যেতে যেতে রাত হয়ে যায়। তখন মনে হয় এত সব কথা দিয়ে বসে আছি। গুরু'র বাইরেও। কারো কথা ফেলতেও পারছিনে, রাখতেও না।
    তুমি একটু বললে-- লেখায় কোথায় ছড়াচ্ছে, আমার একটু হেল্প হবে। আমি ক্রিটিসিজম খুব ভাল ভাবে নিই।
    নির্দ্বিধায় বলতে পারো।
  • s | 117.194.97.104 | ২০ মার্চ ২০১১ ১৩:৪৯469310
  • শ্রাবণীর কলমখানি ভারী মিষ্টি..
  • Nina | 68.84.239.41 | ২০ মার্চ ২০১১ ২০:৩৪469311
  • শ্রাবণী
    তোমার এই মনমাতানো কলমে জানই তো আমি কেমন মাতোয়ারা হই! তুমি যত লেখ আমার মন বলে আরও আরও----অক্ষয় হোক তোমার কলম !

    ইন্দ্রাণী
    তোমার লেখা তো খুঁজে খুঁজে পড়ার মতন--যেখানে যেটুকু লিখে যাও--তাই বারবার পড়ার মতন---অনেকদিন তোমার নতুন লেখা পড়িনি তাই আর্জি জানিয়ে গেলাম এখানে---
  • Shibanshu | 117.195.177.78 | ২১ মার্চ ২০১১ ১৩:২৮469312
  • শ্রাবণী আর নিনা, লেখাগুলো নিয়ে কোনও কথা হবেনা, নির্বাক... :-)
  • Biswamitra | 207.219.150.178 | ২২ মার্চ ২০১১ ০০:২৪469313
  • রঞ্জনদা, আর কোথায় কোথায় লেখেন একটু জানাবেন? গুরুতে আপনার লেখা পড়ার জন্যে মুখিয়ে থাকি।
  • siki | 123.242.248.130 | ২২ মার্চ ২০১১ ১১:২৭469314
  • নীনাদির লেখাটা আমি সামহাউ স্কিপ করে গেছিলাম। আজ ফিরে পড়লাম। লেখাটার জন্য বিধিসম্মত সতর্কীকরণ দেওয়া উচিত, এটা অফিসে বা কোনও পাবলিক প্লেসে বসে পড়া একেবারে উচিত নয়। পড়তে হবে এক্কেবারে গোপনে, একলা।

    একটি অমূল্য রত্ন।
  • DB | 59.94.74.151 | ২৯ মার্চ ২০১১ ২০:৩৫469315
  • ও নিনা
    বলি আমায় কি চেনা যাচ্ছে ?
  • DB | 59.94.74.151 | ২৯ মার্চ ২০১১ ২০:৩৭469316
  • ঘুরতে ঘুরতে এ পাড়ায় এসে দেখি চেনা জানা অনেকেই হাজির এ পাতায় । মন্দ কি আড্ডার আর একটা ঠেক জুটল আমার
  • M | 59.93.193.119 | ২৯ মার্চ ২০১১ ২১:২৫469317
  • বাসুদাআআআআআআআ
  • Nina | 64.56.33.254 | ২৯ মার্চ ২০১১ ২১:৪২469318
  • ক্ষী আনন্দ ! বাসুভাইইইইইইইইইইই
  • kumudini | 122.162.233.251 | ২৯ মার্চ ২০১১ ২২:০৩469320
  • বাসুবাবু,আপনার সাথে আলাপ হওয়ার সুযোগ হয় নি অবশ্য,তাতে কী!আপনি নীনার বাসুভাই,বড়মর বাসুদাদা, তাহলে আমারো বাসুভাই।
  • kd | 96.224.22.230 | ২৯ মার্চ ২০১১ ২২:২৩469321
  • গুরুর এখন বাড়বাড়ন্ত। ২০১১এর শুরু থেকেই সব মহারথীরা একে একে হাজির হচ্ছেন। আমরা ফাটাফাটি সব লেখা পাচ্ছি এই ক'দিনের মধ্যেই আনকোরা সব বিষয় নিয়ে। কেলো, অচিন্ত্যরূপ, আর এখন দীপঙ্করবাবুও হাজির।
    মুশকিল হ'লো, এত জ্ঞান রাখবো কোথায়? :)

    জ্জয় গুরু!
  • Nina | 64.56.33.254 | ২৯ মার্চ ২০১১ ২২:৩৮469322
  • কব্লিদা --কোথয় তুমি?? ফোনে কোরো। অমর এই নোতুন অপিশে বড্ডো কড়াকড়ি নেটে আস্তে পরিনা বিশেষ---কাল ছুটি নিয়েছি দুজোনেই, খেল দেখবো --বাড়ীতেই থকবো।
    বাসুভাই কে বেলকাম--লেখা ও গানে ভরিয়ে রাখেন!! :-))
  • DB | 59.94.78.225 | ৩০ মার্চ ২০১১ ১৩:১৮469323
  • এই তো দিব্বি আলাপ হয়ে গেল কুমুদিনী । মনে হচ্ছে যেন কতদিনের চেনা । দারুণ লাগছে চেনা মানুষদের মধ্যে জায়্‌গা পেয়ে যাওয়াতে।
  • DB | 59.94.78.225 | ৩০ মার্চ ২০১১ ১৩:২৩469324
  • আমিও খেলা দেখব কিন্তু সেই ছেলেবেলায় পাঠ্য বইয়ের নীচে লুকিয়ে রাখা অপাঠ্য (ক্ষেত্র বিশেষে নিষিদ্ধ ) গুরুজনদের নজর এড়িয়ে লুকিয়ে পড়ে নেবার মত করে। কারণ ড্যাবডেবিয়ে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার মত কলজের জোর নেই আমার নির্ঘাৎ মুচ্ছা যাব
  • siki | 123.242.248.130 | ৩০ মার্চ ২০১১ ১৩:৩৬469325
  • দীপঙ্কর বাসু? জামশেদপুর?
  • kc | 194.126.37.76 | ৩০ মার্চ ২০১১ ১৩:৪১469326
  • ওরফে বাবিদা?
  • Nina | 68.84.239.41 | ৩০ মার্চ ২০১১ ১৫:০২469327
  • আরে কি যে বল বাসুভাই ( ইয়েস one and only বাবিদা ফ্রম জামশেদপু অধুনা কলকাতা) আমরা দুজন অফিস ছুটি নিয়ে রাত দুটো থেকে warm up ND TV থেকে শুরু করেছি--এই যা: সেভক আউট!!
  • DB | 59.94.76.137 | ৩০ মার্চ ২০১১ ২০:০২469328
  • ভরতের ব্যাটিংটা দেখে নিলাম তাও একটানা নয়। কেউ একজনও বেশ জমিয়ে খেললনা তো ! শচীনের এমন খারাপ ব্যাটিং শেষ কবে দেখেছি মনে পড়েনা । ওর খেলা দেখে মনে হচ্ছিল যেন সেঞ্চুরির সেঞ্চুরি করারব্যপারটা ওর মনে বোঝারমত চেপে বসেছিল - নাকি একা হাতে ইন্ডিয়াকে টানতে হবে সেই ভাবনায় গুটিয়ে গিয়েছিল? কে জানে। যাই হোক শচীনকে আজ চেনা চ্যাম্পিয়ান বলে মনে হলনা -যাক তবু ২৬০ করে কিছুটা হলেও মান রক্ষা হয়েছে। এখন ম্যাচট বের করতে পারলে ই হল। আমি এখন বাড়ি থেকে পলাতক - এমন একটা বাড়িতে বসে আছি যেখানে ক্রিকেটের কথা বললে লোকে কামড়ে দেবে ।বাড়ি ফিরব সেই রাত এগারোটার পর
  • Nina | 68.84.239.41 | ৩০ মার্চ ২০১১ ২২:৫৭469329
  • আরে কি ডরপোক আদমি রে বাবা তুমি--দেখলে না --আমরা ছুটি নিয়ে দেখলাম--অবশ্য মাঝে মাঝেই বরিশালের আমাকে কি ঝাড়--ঐ বিহারীটাকে ক্যাপটেন করেছে ----এব্বার ক্কি??
    এই নাও মিষ্টি খাও!
  • DB | 59.94.72.59 | ৩১ মার্চ ২০১১ ১০:৪১469331
  • নিনা ডরপোক কি আর সাধ করে হয়েছি? হয়েছি অনেক দু:খে ।
    জামশেদপুরে আমার অফিসের কাছেই ইন্ডিয়ান কেবল কম্প্যানীর (পবলিকে বলত ক্যাবলা কোম্পানী) কারখানা আর কলোনী । সেই কোম্পানীরই এক বড় কর্তার কোয়ার্টার ছিল আমার অফিসের খুব কাছেই। মাঝে মাঝে তার বাড়িতে হঠাৎ হাজির হয়ে যেতাম চায়ের লোভে অথবা খেলা থাকলে টিভিতে খেলাটা একটু দেখে নেবার জন্য। ভদ্রলোকের ছেলেমেয়েরা আমার থেকে বয়েসে কিছুটা ছোটো । তাদের অভিযোগ হল "বাবিদা" খেলা দেখতে এলেই ইন্ডিয়ার কেউ না কেউ আউট হয়ে যায় ! তাই ওরা আমাকে গেট থেকে দেখতে পেলেই বলত বাবিদা এখন এসোনা তুমি এলেই অমুক আউট হয়ে যাবে ! সেই মজট এখনও হয় অমদের মধ্যে। কল তই রাজাকে ফেসবুকে জানিয়েছিলাম আমি খেলা দেখছিনা।
    সেই থেকে ইন্ডিআর খেল থাকলে অমি দেখিনা । কি দরক্কার বাবা খামোখা রক্ত চাপ বাড়িয়ে।
    সায়েব কি ক্যাপটেনকে পছন্দ করেন না? ক্যাপটেন কিন্তু একটা ভালো জয় পেয়েছে অশ্বিনের জায়গায় নেহরাকে খেলিয়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন