এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুদিবস গুরু স্পেশাল

    Guruchandali
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০১০ | ২২০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kartuj | 125.20.3.146 | ১৮ নভেম্বর ২০১০ ১৭:৩৬468474
  • মানিকজ্যেঠুর দাদু ঐ যে দুখানা বই লিখেছিল না, তাতেই রা আর মভা সব জানা হয়ে গিছিল। দিদুনকে মোটা মোটা কালী সিংহি পড়তে দেখে ভাবতাম আমরা ঐ চটি বই পড়ে যা জেনে ফেললুম, দিদুন এত ভারী বই টেনে চশমা এঁটে এত কষ্ট করে পড়ে কেন? আজও যা জানি ঐ বইয়ের দৌলতেই জানি।
  • shrabani | 124.124.244.109 | ১৮ নভেম্বর ২০১০ ১৭:৩৮468475
  • গল্পের বই পড়িয়ে ভাষা শেখানোর ব্যাপারটা আমাদের বাড়িতেও খুব চলত। ছোটবেলায় কিছুকাল বাংলা পড়েছি তারপরে ইউপিতে। স্কুলে হিন্দী ক্লাসটা ভয়ের হয়ে দাঁড়িয়েছিল যখন তখন হিন্দী গল্পের বই হাতে ধরানো হল।
    বাড়ির সবার গল্পের বইয়ের নেশা ছিল, আমারও, তাই সব না বুঝলেও বই গিলতাম। বিশেষ করে হিন্দী গল্পের বই পড়ছি দেখলে কেউ কিছু বলত না, সেজন্যে । স্কুলের লাইব্রেরী থেকে একটা হিন্দী বই আনতেই হত, ইংরেজীর সাথে সাথে। হিন্দী বই পড়ছি দেখে হিন্দীভাষী বন্ধুরাই নাক কোঁচকাতো।
    কিন্তু হিন্দী ক্লাস আর ভয়ের রইলনা, কত বাংলা গল্প আগে হিন্দী অনুবাদ পড়েছি, পরে বাংলায় পড়েছি। বোর্ডে তার ফলও পাওয়া গেল।
    বাংলাও যা জানি ঐ গল্পের বই পড়েই। বাংলা ঠিক করে লিখি কিনা তা নিয়ে নিজেরই সন্দেহ ছিল। চিঠিপত্র লিখতামই না, বাঙালী বন্ধুই ছিলনা। কলেজে কলকাতায় পড়তে গিয়ে বন্ধুদের চাপে পড়ে ছুটিতে তাদের চিঠি লেখা এসব করে বাংলা লেখার অভ্যেস এল, সাহস হল।বাংলা গল্পের বই পড়া তখনই শুরু হল, তার আগে শুধু বছরে ঐ পূজাবার্ষিকী, আনন্দমেলা শুকতারা সন্দেশ।

    তবে এত ভাষা মেনটেন করা চাপ, নিজের অভিজ্ঞতায় বলছি। স্কুলে বাংলা নিয়ে খুব বেশী ঝামেলা ছিলনা, বলতামও কম, বাড়িতে বললেও মিশিয়ে।এখন যেমন হিন্দী লেখার অভ্যেস চলে যাচ্ছে! মালয়ালাম আর কোঙ্কনীর হিসেবও অল্পস্বল্প রাখতে হয়!:(
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১৭:৪৪468476
  • আকা, আমি ছোটদের অনুশীলনেও মজাদার অ্যাপ্রোচের পক্ষে ।
    ভিন্নরুচিড়ি লোকা: । :)
  • Kartuj | 125.20.3.146 | ১৮ নভেম্বর ২০১০ ১৭:৫৩468477
  • রুচিড়ি কি? রুচির্হি ?

    ruchi`rhi এরকম হলে তবে পড়বে রেফটা। :-)
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১৭:৫৫468478
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু ।
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০০468479
  • ইকিরে, রামায়ণ আর মহাভারত তো আমি ছবিতে পড়েছি। স্কুলে পাঠ্য ছিল ওয়ান আর টুতে। অনেকটা অমর চিত্রকথা স্টাইলে। কিন্তু বড় ভালো ছবি ছিল। কর্ণের রথের চাকা বসে যাবার দৃশ্য তো এখনো মনে আছে।

    এখন জানি না পাওয়া যায় কিনা।

    তারও আগে অবশ্য উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণ আর মহাভারত গোগ্রাসে পড়ে শেষ করেছি। ছবি ছিল না তাতে বেশি।
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০২468481
  • আরে ওটাই তো ছবিতে রামায়ণ আর ছবিতে মহাভারত। কমলা রঙের সব ছবি। আমিও পড়েছিলাম, মেয়ের জন্যও কিনলাম। কিন্তু ওটা তো উপেন্দ্রকিশোরেরই। ঐ দুটো ছাড়া বলছিলাম।
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০২468480
  • আবোলতাবোল, টুনটুনি, গল্প আর গল্প - যেমনটি আছে তেমনটি হলে >

    নয়তো, রিমেক করে বলতে হবে। সাধারণ ভাষায়। ঋতিকে উকুনে বুড়ি বা লালকমল-নীলকমল পড়ে দিইনি, নিজের মত করে বলেছি - সেটাই ওর পছন্দ হয়েছে। বই থেকে পড়ে দিতে গেলে বোর হয়ে যায়। পাতা উল্টে বলে এইখানটা পড়ো - যেটা বোর হয়ে যাওয়ার সিম্পটম।

    বাই দ্য ওয়ে - নিজে কখনো খেয়াল করিনি, সেদিন এই রকম পড়ে দেওয়ার সময় দেখলাম ডালিমকুমার "তেরো রাত তেত্রিশ দিনে' কোথাও একটা পৌঁছলেন। ঋক জিগ্গেস করলো কি করে এটা হয়...
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০৫468484
  • আমি যেমন খুব সুন্দর ছবিওয়ালা আরব্য রজনী, আলিবাবা, সিন্দবাদ ইত্যাদি খুঁজছি। ইংরিজী একটা আলিবাবা-তে দেখলুম বাবা মুস্তাফাকেই গাপ্‌ করে দিয়েছে।
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০৫468482
  • অরিজিত যেটা বলল, সেটা ভ্যারী করে। ঠাকুমার ঝুলি শুনতে মেয়ে কখনও আপত্তি করেনি, আমারই অসুবিধে হয় গল্পগুলো পড়তে, মারামারি-কাটাকাটি ইত্যাদির জন্য।
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০৬468485
  • হ্যাঁ, কমলা রঙের ছবি। ওইটা উপেন্দ্রকিশোরের নাকি? উপেন্দ্রকিশোরের আদি বইতে মোটেও ছবি ছিল না। প্রচ্ছাদে ছিল হনুমান লাফিয়ে সমুদ্র পার হচ্ছে আর মৈনাক (?) পর্বত সমুদ্র থেকে মুখ বার করে দেখছে।
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০৮468486
  • আকা, পাঁচ ছ বছরের জন্য পাগলা দাশু আর সুকুমারের অন্য ছোট গল্পগুলো তো বেশ অ্যাপ্রোপ্রিয়েট। না হলে সেরা সন্দেশ পড়াও। আমি তো মেয়েকে পড়াবো (বা শোনাবো) বলে একটা কিনে রেখেছি।
  • Kartuj | 125.20.3.146 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:০৯468487
  • উপেন্দ্র র রা আর মভা তে ছবি নেই?? কোনটা বলছে অপ্পন কে জানে। আমি তো দেখেছি ওতে প্রতি পেজে গুচ্ছের ছবি ছিল। সৈকতদাও নিশ্চয়ই তাই বলছেন।
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:১১468488
  • আমি কমলা ছবিওলা বইয়ের কথাই বলছি। উপেন্দ্রবাবুর নয়? গিয়ে দেখব। "ছেলেদের' রামায়ণ-মহাভারতে কোন ছবি নেই, লেখার প্রাধাণ্য।
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:১৫468489
  • হ্যাঁ, এইতো সৈকত ধরতে পেরেছে। "ছেলেদের'-টাতে কোন ছবি নেই।
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:১৭468490
  • অরিজিত বই খুঁজলে কালেজ স্ট্রীটে চক্রবর্তী-চ্যাটার্জী-তে ঢুঁ মারতে পার। পাবেই বলছি না, কিন্তু দেখতে পার।ছোটদের বেশ কিছু বই আছে।

  • pi | 72.83.86.88 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:১৯468491
  • হ্যাঁ, পাঁচ- ছ বছরে উপেন্দ্রকিশোর , সুকুমার সমগ্র তো পাগলের মত গিলতাম। ভীষণ ই ইন্টারেস্টিং লাগতো তো। আবোল তাবোলের খিচুড়ি কি গানের গুঁতো পড়ে বাচ্চাদের ভালো লাগে না ?
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:২২468492
  • ভালো কথা মনে পড়ল। রুশদেশের উপকথা। এইবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে।
  • saikat | 202.54.74.119 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:২৮468493
  • অর্পণ, সাথে করে হাঁদা-ভোঁদা, তুতু-ভুতু ইত্যাদি গুটিকয়েক নিয়ে যেও। হাঁদা-ভোঁদা ইত্যাদি এখন তো আবার রঙীন হয়ে গেছে। মেয়ে মজা পাবে।
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩০468496
  • ছবিতে মহাভারত আর ছবিতে রামায়ণ দুটো ই সংসদের বই। এখনো ঝকঝকে নতুন পাওয়া যায় সংসদেরই দোকানে।।
  • dukhe | 122.160.114.85 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩১468497
  • অনেক ভালো ভালো বইপত্তর আজকাল পাওয়া যায় না । ইন্দিরা দেবীর একটা বই ছিল - 'পুতুলরা কথা বলল' । ভারী ভালো । ৫-৬ বছর যথেষ্ট । আরেকটু বড়দের জন্য (৮+) আলফা-বিটা বলে এক উঠে যাওয়া প্রকাশনের 'ছোটরা ছোট নয়' - গোপাল রায় বা কারো লেখা । তাছাড়া কাফী খাঁর (প্রতুল লাহিড়ী) কাফীস্কোপ ।
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩২468498
  • দাঁড়াও, আসছি ফিরে, এসে লিস্টি দিচ্ছি ৬বছরের ওপারে, মানে কমতির দিকে যারা আছে, তাদের জন্য বেশ সাজুগুজু করা কী কী বই পাওয়া যায়। এমন সময় এরা তক্কো ফাঁদে না!
  • byaang | 122.172.45.189 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩৪468499
  • দুখে, ইন্দিরাদেবীর ঐ বইটাও পাওয়া যায়, আমি গতবছর আমার ছেলের জন্য কাঁকুড়গাছির ক্রসওয়ার্ড থেকে কিনলাম।
  • kd | 59.93.193.111 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩৫468500
  • বাপ্‌রে, টই নয় তো যেন দুরন্ত এক্সপ্রেস!

    টই শুরু থেকে পড়তে পড়তে যখনই কোনো প্রশ্ন বা উত্তর দেওয়ার কথা ভাবি, তখনই দেখি কেউ না কেউ দিয়ে দিয়েছে। তাই শেষ (মানে এতদূর অবধি, জানিনা এই লেখার সময়ই কতগুলো পড়ে যাবে) অবধি পড়ে যা এখনও মনে পড়ছে, লিখি।

    ১) পারিজাতের লেখা এ'পাড়ায় না ও'পাড়ায় পড়েছিলুম - লেখাটি খুব সুন্দর (অবিস্যি যার মা অমন লেখে, তার কাছে এটা আশা করাই যায়) আর লেখার কী বাঁধুনি। এই লেখাটি যদি না ওর মা ট্র্যান্সলেট করে না দিয়ে থাকে, তাহলে বিদেশে বসেই বাচ্চাদের বাংলা শেখানো যায়, তা বিশ্বাস করতেই হবে।

    ২) বাংলা ভাষা, সংষ্কৃতি সব বখ্‌ওয়াশ। এই কলকাতায় আজন্ম থাকা বেশীর ভাগ বাঙালী ছেলে ধুতি পরতে পারে না (এবং এই অক্ষমতার জন্যে গর্ববোধ করে)। হয়তো এই ফোরামেই অনেকে পারে না - তাদের অন্তত: কোনো অধিকার নেই আজকের বিদেশে জন্মানো বাচ্ছাদের বাংলা না শেখার জন্যে। বাংলা শেখাটা নিশ্চয়ই ধুতি পরতে শেখার থেকে একটু বেশী শক্ত।

    ৩) তাতিনের একটি পোস্টে কয়েকটি মাত্র শব্দের ইংরেজি প্রতিশব্দ লিখলে ওটা বাংলা স্ক্রিপ্টে ইংলিশ লেখা মনে হতো। এটা যদি মেনে নেওয়া যায়, তাহলে বাংলা লিখতে না জানা কেউ যদি রোমান স্ক্রিপ্টে বাংলা লেখে, ক্ষতি কী?

    আরও কী কী যেন, মনে পড়লে লিখবো।
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৮:৩৬468501
  • হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছবি হেব্বি ভালোবাসে। আনন্দমেলায় বিরিঞ্চিবাবার কমিকস খুলে ছবি দেখে গেলে পাতা উল্টে উল্টে।
  • rimi | 168.26.215.135 | ১৮ নভেম্বর ২০১০ ২২:১৬468502
  • ব্যাং, আকার কথায় কান দিস না। আকা সহজ পাঠ কঠিন পাঠ কিছুই গাঁতায় না, শুধু গুরুতে তক্কৈ করে। এমনকি ছেলের গল্প অনুবাদ করেছে, সেগুলো পর্যন্ত ভুলভাল। যেমন, প্ল্যানেটের নাম মারকিউরি চিরকাস নয়, মারকিউরিয়ান চিরকাস, ফিভির নয়, ফার্ভার, ভয় দেখানোর ওষুধ নয়, ভয় পেতে শেখানোর জন্যে ওষুধ ইত্যাদি ইত্যাদি। সহজ পড়ার ব্যপারে আমি তোর সঙ্গে কথা বলছি, দাঁড়া। ওগুলো আমি কিনবই।

    শমীক, যোগাযোগ করছি, একটু অপেক্ষা করো।

    যারা বাচ্চাকে বাংলা শেখাতে চাও, পড়া বা লেখার কথা না ভেবে আগে বলতে শেখাও:

    ১। বাচ্চাকে নতুন জিনিষ দেখিয়ে যখন নাম বলবে, তখন বাংলা আর ইংরিজি দুটো শব্দই বলে দাও। এই টিপস আমাকে সাম্পানের আমেরিকান ডাক্তার দিয়েছিলেন। উনি বলেছিলেন, বাইলিঙ্গুয়াল বাচ্চা তৈরী করা খুব কঠিন, প্রথমদিকে বাচ্চার ভাষা শিখতে দেরী হয়, কিন্তু এর উপকারিতা এত বেশি যে সেই অসুবিধাটুকু গ্রাহ্য করাই উচিত না। আমি তাঁর উপদেশ প্রথম থেকেই পালন করে এসেছি। দুটো ভাষায় গুলিয়ে ফেলার ব্যপারটা হয় না, যদি যেকোনো জিনিষের নাম দুটো ভাষাতেই জানা থাকে। এখানে বলে রাখি, সাম্পান বাংলা ইংরিজিতে এখন আর গোলায় না। ওর গল্পে যে গোলানোগুলো আছে সেগুলো অনুবাদকের কীর্তি :-)))

    ২। ভুলেও কখনো বাংলা বলার জন্যে চাপ দিয়ো না। জোর করো না। যদি বাচ্চা কিছু ইংরিজিতে বলে, তাহলে নিজে বাংলায় আবার বলো। যেমন বাচ্চা বল্ল, "দ্যাটস আ ডগ।" তুমি তাকে উৎসাহ দিয়ে বলবে, "আরে হ্যাঁ, সত্যিই তো, ওটা একটা কুকুর।" এইভাবে, বাচ্চাকে তার ভাষা সম্পর্কে সচেতন না করেই ধীরে ধীরে দুটো ভাষা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়।

    সাস্টেন করা যাবে না বলে আমাকে অনেকেই নিরুৎসাহ করার চেষ্টা করেছে। অনেকেই বলেছে, ইস্কুলে ভর্তি হয়ে চারিদিকে ইংরিজি শুনলেই বাংলা ভুলে যাবে। তা হয় নি। সাম্পান ১১মাস বয়স থেকে ডে কেয়ারে থাকে, ঠিক সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। এখন সে পাঁচ। এখনো পর্যন্ত বাংলা ভুলে যাবার কোনো লক্ষণ চোখে পড়ে নি, বরং উল্টোটা। এমনকি তার বাংলা উচ্চারণেও কোনো আমেরিকান টান নেই। শুধু ও একা নয়, ওর জাপানপ্রবাসী মাসতুতো বোনও, এখনো চার হয় নি, পরিষ্কার সুন্দর বাংলা বলে।

    ৩। বাংলায় গল্প বলো। বাচ্চা গল্প শুনতে ভালোবাসে। বই থাকলে ভালো হত, না থাকলেও পরোয়া নেই। নিজের ছোটোবেলার গল্প বলো। এমন কিছু এমন ভাবে বলো, যাতে বাচ্চা নিজের সঙ্গে মেলাতে পারে। যাই শেখাও না কেন, নিয়মিত হওয়াটা জরুরী।

    ৪। একটু বড় বাচ্চাদের নিয়ে নানারকম মজার খেলা খেলা যায়। যেমন গাড়িতে যেতে যেতে যা দেখবে সেগুলোর বাংলা বলা। এরকম আরো অনেক আছে।

    এখন আর লেখার সময় নেই।পড়তে শেখানো নিয়ে পরে জ্ঞান দেব।

    সাস্টেন করা যাবে না'র চ্যালেঞ্জ আমি নিয়েছি। দেখা যাক কি হয় :-))))

  • Update | 122.162.17.2 | ১৮ নভেম্বর ২০১০ ২২:১৭468503
  • Name:byaangMail:Country:

    IPAddress:122.172.45.189Date:18Nov2010 -- 06:36PM

    এরা সব নিজেরা ছোটবেলায় যা পড়েছে, তার বাইরে ফিরেও চাইবে না, তাহলে কী করে চলবে?

    --------------------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:204.138.240.254Date:18Nov2010 -- 06:37PM

    আরে দাও না। কে বলল ফিরে চাইব না? তবে আমার মেয়ের আরো বছর খানেক বাকি আছে বানান করে করে শব চিনতে।
    --------------------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:204.138.240.254Date:18Nov2010 -- 06:37PM

    * শব্দ

    --------------------------------------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:18Nov2010 -- 06:37PM

    অনেক বইই এখন আর পাওয়া যায় না। রাশান বইয়ের দিন গেছে অনেকদিন হল। আর বাংলা পাবলিশিং ইন্ডাস্ট্রীতে পহা নেই। যে ব্যাটারা পারতো, তারা অন্য কাজে ব্যস্ত;-) উদিকে ইংরিজী ছোটদের বইগুলো রিপ্রিন্টের পর রিপ্রিন্ট হয়ে চলেছে।

    --------------------------------------------------------------------

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.45.189Date:18Nov2010 -- 06:39PM

    এবং দুখে যেই বইটার কথা বলল, সেটার গল্পের সাথে টয় স্টোরি থী গল্পের কিছুটা মিল দেখে ছেলে সিনেমা হলেই বেজায় উত্তেজিত হয়ে পড়েছিল। ঐ বইটা কিন্তু ৪-৫ বছরের বাচ্চাদের খুব ভালো লাগবে।

    --------------------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:204.138.240.254Date:18Nov2010 -- 06:41PM

    তবে এইরকম ছবি বাংলা বইতে আনতে অনেকদূর যেতে হবে। বছর খানেক আগে কিনে দিয়েছিলাম। ছবির জাদুতে মেয়ে রোজ বইদুটো একবার করে উল্টোয়।

    http://www.amazon.com/David-Goes-School-Shannon/dp/0590480871
    http://www.amazon.co.uk/Stick-Man-Julia-Donaldson/dp/1407106171

    --------------------------------------------------------------------

    Name:saikatMail:Country:

    IPAddress:202.54.74.119Date:18Nov2010 -- 06:42PM

    আমার আর একটা প্রশ্ন আছে। সুকুমার রায়-সুখলতা রাও-উপেন্দ্রকিশোর-ইন্দিরা দেবী-লাল কালো-রুশ দেশের উপকথা ইত্যাদি ছোটোবেলায় না পড়লেই বা কার কী ক্ষতি? আমি নিজেও এ সবের অধিকাংশ পড়িনি । তাতে আদৌ কোন ক্ষতি হয়েছে কিনা তা ভেবে দেখতে হবে। :-)

    --------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:18Nov2010 -- 06:44PM

    ব্যাঙ, ভেরি ভেরি গুড নিউজ দিলেন । পাবলিশার কে বলুন তো ? আমার ছোটবেলার বইটা এত ঝুরঝুরে হয়ে আছে যে ভরসা করে মেয়েকে দিতে পারি না । নতুন কপি পেলে বাঁচি ।

    --------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:18Nov2010 -- 06:46PM

    কিসসু ক্ষতি নেই সৈকত । আম্মো তো রাখী সাবন্তের শো দেখিনি - কী ক্ষতি হয়েছে ?
    --------------------------------------------------------------------

    Name:ArijitMail:Country:

    IPAddress:61.95.144.122Date:18Nov2010 -- 06:50PM

    টেস্টিং

    --------------------------------------------------------------------

    Name:saikatMail:Country:

    IPAddress:202.54.74.119Date:18Nov2010 -- 06:51PM

    ঘাঁটল ক্যান?

    --------------------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:204.138.240.254Date:18Nov2010 -- 06:57PM

    এইবার টই উবে যাবে। ব্যাকাপ নাও কান্ডারী।
    --------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:18Nov2010 -- 06:58PM

    দুখে ইন্টারেস্টিং নাকি কল্পনার কথা বলছেন?

    --------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:18Nov2010 -- 07:04PM

    আকা, দুটোর কথাই বলছিলাম । কিন্তু সে তো অনেকক্ষণ আগে । মনে হচ্ছে এই তর্ক কানাগলিতে ঢুকে যাচ্ছে । কেউই কাউকে কনভিন্স করতে পারব না । ছাড়ান দ্যান ।

    --------------------------------------------------------------------

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.45.189Date:18Nov2010 -- 07:35PM

    সত্যি বাবা, এইসব তক্কো ছাড়ান দ্যান। সবাই মিলে টইটাকে বইয়ের দোকান বানিয়ে ছাড়লে! বাচ্চাগুলো যে অত কষ্ট করে লিখলে আপনাদের আমোদ দেওয়ার জন্য, বললেন না তো কোনটা ক্যামোন লাগল, কেন লাগল? এই টই-কে তার হারানো জায়গা ফিরিয়ে দিন। :-)

    --------------------------------------------------------------------

    Name:tatinMail:Country:

    IPAddress:70.177.55.6Date:18Nov2010 -- 09:07PM

    ব্যাঙ্গদি, এইটা তো ওদের লেখা নিয়েই আলোচনার পার্ট ; )

    কাবলিদা, ধুতি পরা খুব কিছু টাফ না- আলখাল্লা পরা এক ভদ্রলোক ১০০+ বছর আগে শিশুপাঠ্য বাংলা বইয়ে লেখেন- "ছেলেরা 'ব্যাটবল' খেলছে। নিত্যশরণ ওদের 'ক্যাপটেন'" -সেটা কিন্তু বাংলাই হলো, কারণ ক্রিয়া, সর্বনাম, বিভক্তি-অনুসর্গ ইত্যাদি বাংলার ; আর বাংলা ভাষার অজস্র বিশেষ্য তো অন্য জায়গা থেকে এসেছে।

    --------------------------------------------------------------------

    Name:AnanyaMail:Country:

    IPAddress:199.133.18.154Date:18Nov2010 -- 09:06PM

    বাংলা শেখানো বলা যত সহজ করা টা ততো নয়, বিশেষ করে প্রবাসে সেটা আরো শক্ত। আমার ছেলে ১৮ মাস বয়স। আমরা বাড়িতে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলিনা, ছেলে TV ও বিশেষ দেখেনা, বাড়িতে আমাদের প্রচুর বাংলা বই আছে যা আমরা নিয়মিত পড়ি। দেশ থেকে ছেলে এর জন্য বাংলা ছড়া এর বই, ছড়া এর DVD আনা হয়েছে যা তাকে নিয়মিত পড়ে শোনানো হয়, দেখানো হয়। তাও ছেলে এখন দু একটা যা শব্দ বলছে তা সব ই english । কারন সারাদিন সে daycare এ যায়, এবং english শোনে। তাই বাড়ির এর ঐ টুকু সময় বাংলা শোনা তার বাংলা শেখার জন্য যথেস্ট নয়।
    তাই এখানের শিশু রা কথা ও শেখে দেরিতে, কারন তারা দুটো ভাষা শুনে শুনে বুঝতে পারেনা কোনটা তে কথা বলবে। আমার কিছু বন্ধু আছে যারা তাদের ছেলে মেয়ে দের বাংলা শেখাতে বদ্ধ পরিকর ছিলো, সব সময় জোর করতো বাংলা তে কথা বলার জন্য, তাদের অনেকে এই daycare যেতো।অকয়েক বছর পর দেখা গেলো ছেলে মেয়ে রা প্রায় ৫ বছর হয়ে গেছে কিন্তু তাও ভালো করে কথা ই বলতে শেখেনি, পুরো বাক্য বলতে পারেনা। বাবা মা হয়ে সেটা যে কি চাপ এর।

    ঠিক এক ই কারনে দেশে kolkta বা শহরতলি এর বাচ্ছা রা তাড়াতাড়ি কথা শেখে আর বাংলা তে শেখে, কারন সব সময় আশেপাশে ঐ ভাষা টাই শুনছে। ভাষা শেখার জন্য সেটা সব সময় শোনা টা ভীষন জরুরী। শুধু বাড়ী তে বই পরে আর TV তে বাংলা শুনে সেটা সম্ভব নয়।

    --------------------------------------------------------------------

    Name:tatinMail:Country:

    IPAddress:70.177.55.6Date:18Nov2010 -- 09:11PM

    http://www.exploringabroad.com/articles/child-tips.htm

    --------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:18Nov2010 -- 09:16PM

    ওরে তাতিন তাতিন,

    Trytofindbookswritteninyourlanguageforyourchild.Iftherearen'tanytrytomakeyourownorasksomeoneelsetohelpyou.

    এটা খুব চাপের কাজ। সাস্টেন করা অসম্ভব প্রায়।

    --------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:18Nov2010 -- 09:25PM

    আমার ছেলে বাইলিঙ্গুয়াল, ওর প্রথমদিকে খুবই অসুবিধা হত। ইংরিজি ভাষী লোকেদের সামনে আমাদের দেখলে গুটিয়ে যেত। অথচ আমরা না থাকলে সেই ছেলেই লোকের কানের পোকা নড়িয়ে দেয়। আমার ধারণা আমাদের দেখলে ও কনফিউজড হয়ে যেত কি ভাষায় কথা বলবে। এই ফেজ অনেকদিন চলেছে। ওর কথা বলতেও একটু দেরি হয়েছে। সেটাও আমার ধারণা এই কনফিউশনের জন্যই। এখনো পাখোয়াজ হবার পরে আমাদের জ্ঞান দেয় কখন বাংলায় কথা বললে অন্যরা বুঝতে পারবে না অতএব আমাদের ইংরিজিতে কথা বলা উচিত, ইত্যাদি ইত্যাদি।

    যদ্দিন না নিজে চাপ নেওয়া যাচ্ছে ততদিন টইতে লেখা খুব সহজ। করে দেখানোর জন্য কি কি করতে হয় সে কথা টইতে লিখব না, কারণ এরজন্য ভিজিবল আইতে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু বাপ-মা কে করতে হয়। সেটা পরিস্থিতিতে না পরলে বোঝা খুব মুশকিল। আমার ছেলে তার মায়ের অদম্য উত্‌সাহে বাঙলা পড়তে পারে। কিন্তু এটা কতটা সাস্টেনেবল, তাই নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। পড়তে, লিখতে শেখানো খুব চাপের বিষয়।

    জীবনে আরও অনেক কিছু আছে তো, সারাক্ষণ চাপ টাপ নিয়ে জীবনানন্দ, রবীন্দ্রনাথ পড়তে শিখল কিন্তু জানলার কাঁচ ভাঙতে শিখল না সেটা খুব কাজের কথা নয়।

    --------------------------------------------------------------------

    Name:nyaraMail:Country:

    IPAddress:122.172.47.14Date:18Nov2010 -- 09:47PM

    বাংলা শেখার অর্থকরী মূল্য খুবই কম। আমার ছেলেমেয়েরা যখন বড় হবে তখন আরও কমে যাবে বলে মনে হয়। কাজেই ঐ দিক দিয়ে বাংলা শেখানো সময়ের ও উদ্যোগের অপচয়।

    নিজের যা ভাল লাগে বা লাগত সেগুলো অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ায় আনন্দ আছে। কিন্তু সবাইকার সঙ্গে সব কিছু ভাগ করা যায় না। চাপও খুব। সেটাই ছেলেমেয়েকে বাংলা শেখানোর মূল উদ্দেশ্য বলে মনে হয়। কিন্তু উপেন্দ্রকিশোর বা দক্ষিণারঞ্জন না পড়লে তাদের জীবন বা আমাদের জীবন হাহাকারে ভরে যাবে এমন নয়।

    যদি বই-পড়ার, বই-ভালবাসার স্বাস্থ্যকর একটা অভ্যেস অল্প বয়সে তৈরি করে দিতে পারা যায়, তাহলেই আমি খুশি হব - ইংরিজি কি স্প্যানিশ তাতে কিছু এসে যায় না। হাতের কাছে বাংলা বই প্রচুর আছে। বাড়িতে লোককে পড়তে দ্যাখে। এই করে যদি নিজের উত্‌সাহে আর বাপ-মা অল্প ঠেলায় বাংলা পড়তে-লিখতে শেখে তাহলে সোনায় সোহাগা।

    নিজের ভাললাগা যেন ছেলেমেয়ের ওপর বেশি না চাপাই।

    --------------------------------------------------------------------

    Name:tatinMail:Country:

    IPAddress:70.177.55.6Date:18Nov2010 -- 09:56PM

    শেখা যে মূলত: অর্থকরী মূল্যের জন্যে- এই ধারণাটা চাপিয়ে দেবেন না, ব্যাস।
  • nyara | 122.172.47.14 | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৩468504
  • আমি কী শেখাব না শেখাব সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।
  • tatin | 70.177.55.6 | ১৮ নভেম্বর ২০১০ ২২:৩১468505
  • তা তো বটেই- পাব্লিক ফুট কাটার বেশি কিছু করতে পারবেনা, কিন্তু ফুট টুকু কাটবেই
  • ranjan roy | 122.168.63.243 | ১৯ নভেম্বর ২০১০ ০০:০০468507
  • তাতিন,
    ভাই তুমি তোমার মত বেশ জোরের সঙ্গে স্পষ্ট করে বলেছ। কেউ এগ্রি করবে, কেউ করবে না। বিতর্ক চলতে থাকবে। আমরা নিজেরা আজ গুরুর পাতায় যাই স্ট্যন্ড নিই না কেন, পরে অন্যপক্ষের বক্তব্য নিয়ে নিশ্চয়ই একটু ভাববো। এইটাই মজা। আর প্রয়োগের ক্ষেত্রে কি হবে সেটা সম্পূর্ণ ভাবে কে কোথায় কি পরিবেশে দাঁড়িয়ে তার ওপর নির্ভর করবে।
    এটাকে ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়ার কি দরকার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন