এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুদিবস গুরু স্পেশাল

    Guruchandali
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০১০ | ২২০৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.149.39.84 | ১৫ নভেম্বর ২০১১ ০১:৪৫468574
  • তিতির, মলহার ( এই নামট কি সেই মেঘ-মল্লার রাগ?) দুজনের ছবি খুবই সুন্দর। ছবিগুলির নাম থাকলে আরও ভাল হত।
    বাড়ী গিয়ে অমিতকে ও দেখতে বলব --এককালে নিজে খুব ভাল আঁকত--দেখি সে কি বলে :-)

    তিতিরের প্রথম ছবিটা খুব মায়াবি -জ্যোৎস্না রাতের---খুব স্নিগ্‌ধ !আমার প্রথমটা বেশি ভাল লেগেছে--কিনলে ওটাই কিনব!

    মলহারের দূর্গা--খুব জীবন্ত--মনে হচ্ছে কথা বলে উঠবে---এবারে কলকাতায় খুব গরম ছিল নাকি পুজোতে--তাই একটু রাগী রাগী লাগল :-)

    কলির লেখা---বেশ ঘুরে ফিরে পড়ার মতন---তাই তো! কি হল ঐ কালো বাচ্চাটির আর ভুলো---বেশ রহস্যময় -কাকতালীয় তো!
    সুমেরুর ড্যাবাড্যাবা চোখওয়ালা ছবিগুলো তার সঙ্গে আমর হেব্বি ভাল লেগেছে----:-)

    বাকিগুলো পড়া হয়নি এখনো।

    সাম্পানের লেখা কই? আর সেই ছোট চীজ আর বড় চীজ---সাঁঝের লেখা? আরও অনেক লেখা পাব তো আমরা তাই না?
  • Update | 72.83.76.29 | ১৫ নভেম্বর ২০১১ ০৪:৩৩468575
  • name:r2hmail:country:

    IPAddress:198.175.62.19Date:15Nov2011 -- 01:58AM

    টিম, ওটা অনেক পুরনো ইলাস্ট্রেশন বছরখানেকের তো বটেই :)
  • Update | 117.194.34.179 | ১৫ নভেম্বর ২০১১ ১১:১৫468576
  • Name:sikiMail:Country:

    IPAddress:123.242.248.130Date:15Nov2011 -- 09:05AM

    সাঁঝ লেখে নি এবারে। :(

    তার ন্যাজ মোটা হয়ে গেছে।

    Name:ddMail:Country:

    IPAddress:124.247.203.12Date:15Nov2011 -- 10:06AM

    ছোটো বাচ্চাদের লেখা/আঁকা নিয়ে আলাদা করে কিছু বলবো না, সকলের গুলই ফাস ক্লাস ফাস। ভীষন ভালো।

    একটু বড়ো বাচ্ছাদের সব কটি উৎকৃষ্ট লেখার মধ্যে জনৈক শঙ্খ কর ভৌমিকের লেখাটা ইশপেসালি ভালো লাগলো। এটুকু বলতেই হলো, সত্যের খাতিরে।

    Name:sumeruMail:Country:

    IPAddress:117.194.96.111Date:15Nov2011 -- 10:20AM

    রু-এর কাজ ফাটাফাটি। অনেক আঁকুক।

    মল্‌হারের মেলা কনফিউশন, চাপ, সমীর সরকার, টিচার সব আছে। দুটো ড্রইং এক হাতের নয় বলে মনে হয়। তবু নিচেরটায় ভোট।

    তিতিরের ছবি ভালো না। বেশিদিন ছবি আঁকবে বলেও মনে হচ্ছে না আমার। আনন্দ কম।

    Name:sumeruMail:Country:

    IPAddress:117.194.96.111Date:15Nov2011 -- 10:23AM

    রু-এর কাজ খুব ভাল। ওকে আঁকতে দিন।

    Name:sumeruMail:Country:

    IPAddress:117.194.96.111Date:15Nov2011 -- 10:26AM

    মলহার খুব কনফিউজড। দুটো আঁকা আলাদা কারো বলে মনে হচ্ছে, ভোট নিচেরটায়।

    তিতির খুব ইনস্টিটুইশনাল। বেশিদিন ছবি আঁকবে না বলে আমার মনে হচ্ছে। আর আঁকলেও, হ্যাঁ এখনকার মত দাঁড়াবে না।
  • Lama | 117.194.226.176 | ১৫ নভেম্বর ২০১১ ১১:৪৯468577
  • ডিডিদার মতো লোকদিগের জন্যিই তো জনৈক শঙ্খ কর ভৌমিক চিরবাচ্চা থেকে গেল। এরা নিজেরাও বুড়ো হবে না, লোকেরও বয়েস বাড়তে দেবে না।

    হুঁ:
  • siki | 123.242.248.130 | ১৫ নভেম্বর ২০১১ ১২:০০468578
  • জনৈক শঙ্খ কর ভৌমিক আমার মেলের উত্তর দিচ্ছে না কেন? আমি কিন্তু জনৈক বাচ্চাটিকে বেশ পেটাবো। হুঁ। এটা ছোটো জনৈককেও বলা। ওম্‌ মণিপদ্মে হুম্‌ ... হুম্‌ ...
  • byaang | 122.172.248.98 | ১৫ নভেম্বর ২০১১ ১২:০৩468579
  • আমার ছবিদুটো দেখে মনে হয়েছে, বিভিন্ন সময়ে ছবিদুটো আঁকা। দুটো আলাদা হাতের কাজ বলেও মনে হয় নি। হাতদুটো একই আছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাতদুটোর সাইজ, পেন্সিল/তুলি ধরার ক্ষমতা, চিন্তা, চিন্তাগুলোকে ফুটিয়ে তোলার ক্ষমতা সবই বদলায়। আর গোল মুখের ছাঁদ, বড় বড় চোখ হলেই সমীর সরকার(এর ছায়া) বলে ধরে নিতে হবে, এমনটাও মনে হয় নি।
    আর সবার মত আমারও কী মনে হয় সেটা লেখার স্বাধীনতা আছে ধরে নিয়েই এই পোস্টটা করলাম।
  • Lama | 117.194.226.176 | ১৫ নভেম্বর ২০১১ ১২:২৯468580
  • রু এর কাজ সত্যিই ফাটাফাটি। অনেক আঁকুক।

    মলহারের সত্যিই মেলা কনফিউশন। আমাদের মতো ধেড়ে খোকাদের উচিত ওকে কম কনফিউজ করা। দুটো ড্রইং আলাদা হাতের মতো যদি করতে পারতাম, তাহলে তো আমিই মলহার এর মতো আঁকতে পারতাম।

    তিতিরের ছবি ঘুব ভালো। অনেকদিন আঁকবে। অন্তত: আমি পটল তোলার পরও অনেক বছর আঁকা না থামুক এই আশীর্বাদ করি।

    বিধিসম্মত সতর্কীকরন: সবটাই আমার ব্যক্তিগত মতামত। সেই যে সেবার ইঞ্জিনিয়ারিং এর মার্কশিট দিয়ে নৌকো বানিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম, তারপর থেকে চোদ্দো বছর ধরে ডিজাইনারগিরি করে পেট চালাচ্ছি বলে ছবি বোঝার ভান করি (বড় হবার এই এক সমস্যা, বড় ভান করতে হয়। না করলে পেট চলে না, হোম লোনের ইন্সটলমেন্ট দেওয়া যায় না, গাড়ির তেল জোটে না )। আসলে বুঝি ঘোড়াড্ডিম। বাচ্চাদের ছবি তো আরোই বুঝি না।

    (মৃত সৈনিকের প্রস্থান ও যবনিকা পতন। বিদূষকের কদলী ভক্ষণ)
  • Lama | 117.194.226.176 | ১৫ নভেম্বর ২০১১ ১২:৪৭468581
  • শমীক, জনৈক বড়জন উত্তর দিয়েছে। পুন্নিমেতে বাতের ব্যথাটা চাগিয়েছিল বলে মাউস ধরতে পারছিল না, তাই দেরি হচ্ছিল- আসলে লোক খারাপ নয়।
  • kumu | 122.160.159.184 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩১468582
  • মল্লারের ছবি অসাধারণ লাগল।অনাকের নথ ছাড়া কোন অলংকার নেই,সাধারণ শাড়ী,ব্লাউজ,ত্রিনয়না- ইনি দেবী না মানবী,বা দুইই! দুটি চোখ দুই লেভেলে হওয়াতে ছবিটি অন্য মাত্রা পেয়েছে।
    পাখীর ছবিটিও চম্‌ৎকার,যেন হঠাৎ চুপ করে গিয়ে চেয়ে আছে।

    অন্য ছবি ও লেখা দেখে/পড়ে লিখব।

  • Netai | 121.241.98.225 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৪468584
  • তুষ্টুর গল্প ক্ষি কিউট
  • Update | 117.194.39.81 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:০৬468585
  • Name:kumuMail:Country:

    IPAddress:122.160.159.184Date:15Nov2011 -- 03:42PM

    এইসব বাচ্চাদের নিয়ে মাকুর দেশে যেতে ইচ্ছে করে।
  • Biplob Rahman | 202.164.212.14 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৪২468586
  • রু-এর মাগুর মাছটিকে ভালবেসেছি।

    পাততারি গোটাচ্ছি, তিতিরের লাল পাহাড়ের দেশে যাব বলে।...
  • rimi | 168.26.205.19 | ১৫ নভেম্বর ২০১১ ১৯:০৫468587
  • ছবির মধ্যে আমার সবচে ভালো লাগল:
    তুষ্টুর আঁকা, রু-র আঁকা, পট্টর আঁকা আর সায়ন নামক শিশুটির আঁকা।

    প্রচন্ড মিস করলাম এবারে মৈত্রেয়র আঁকা।
  • Guruchandali | 122.177.237.71 | ১৬ নভেম্বর ২০১১ ২২:২৮468588
  • শিশুদিবস উপলক্ষ্যে প্রকাশিত হল শেষ কিস্তিতে দুটি বুলবুলভাজা।

    পট্ট-র ছবি আঁকার খাতা
    আর
    গৌরী ধর্মপালের দীর্ঘ কবিতা: খোকা যাবে বেড়াতে

    এ ছাড়াও, শিশুদিবস ট্যাগলাইনের বাইরে, প্রকাশিত হল নীনা গাঙ্গুলির লেখা একটি গল্প: নেতাজি ও তিনটি আলুর দম - একটি ইতিহাসের বাইরের ঘটনা
  • Guruchandali | 122.177.237.71 | ১৬ নভেম্বর ২০১১ ২৩:১৬468589
  • শেষ হয়ে হইল না শেষ।

    শেষবেলায় এসে হাজির অদ্রিজার আঁকার খাতা। তুলে দেওয়া হল তা-ও ।
  • siki | 123.242.248.130 | ১৭ নভেম্বর ২০১১ ০৯:২৪468590
  • কেউ পড়ল কিনা বোঝা গেল না। এক রাতের মধ্যে টপ টেনের লিস্টি থেকে হাওয়া হয়ে গেল। :(

    নীনাদির এবারের লেখাটা জাস্ট একঘর হয়েছে। ফাটাফাটি। গু চ-র জেম্‌ লেখাগুলোর মধ্যে একটা হয়ে রইল।
  • Tim | 173.163.204.9 | ১৭ নভেম্বর ২০১১ ১২:৫২468591
  • হ্যাঁ অসম্ভব ভালো লেখা। বড়োদের লেখা নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু এইটা না বলে থাকা গেল না।
  • Tim | 173.163.204.9 | ১৭ নভেম্বর ২০১১ ১২:৫৬468592
  • গুরুর এক্সপ্যানশনের জন্য এবং অসুবিধেগুলো দূর করার জন্য পাইয়ের ছাড়াও সিকি এবং আরো অনেকেই প্রচন্ড এফর্ট দিচ্ছে। সেইভাবে কখনও বলা হয়না, তাই এই সুযোগে গুরুর সাপোর্ট স্টাফদের প্রচুর সাবাশি দিয়ে গেলাম। কিপিটাপ গাইজ!
  • rimi | 168.26.205.19 | ১৭ নভেম্বর ২০১১ ১৮:৫০468593
  • নীনাদির লেখা আমার বরাবরই খুব ভালো লাগে। সহজ সরল বাহুল্যবর্জিত ভাষা সবসময় ঠিক জায়গাটাই স্পর্শ করে। এই লেখাটা আগে কোথাও পড়েছিলাম। খুব সুন্দর প্রেমের গল্প।

    বাকি লেখাগুলো এখনো পড়ার সময় হয় নি। মনে হচ্ছে না উইকেন্ডের আগে সময় পাবো।

    টিমের সঙ্গে একদম একমত। গুরুর সাপোর্ট স্টাফদের বিরাট কৃতিত্ব। আর পাইএর অক্লান্ত উদ্যোগ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আমি তো ভেবেই পাই না যে মেয়েটা এতকিছু একসঙ্গে করে কি ভাবে।
  • Du | 117.194.203.164 | ১৭ নভেম্বর ২০১১ ১৯:১৭468595
  • ডিট্টো দিলাম।
  • Nina | 12.149.39.84 | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৫৩468596
  • আমিও বলি গুরুর সাপোর্ট-টিমকে হাই ফাইভ! পাইকে কদিন পর সামনাসামনি পাচ্ছি--তখন সত্যি দেখব ভালো ও ও করে--ওর কটা হাত (আরও কয়েকটা কি মাফলারে লুকোনো আছে?) গুরুর এই সাপোর্ট টিমকে আমি সত্যি অন্তর থেকে অভিনন্দন জানাই ---স্যালুট!
    সব লেখাগুলো এই উইকএন্ডে পড়ে ফেলব---অমিত ছবিগুলো মন দিয়ে দেখেছে--মুগ্‌ধ--তবে ও নিজের ভাষায় কিছু বলতে চায়--সেটাও উইকএন্ড প্রজেক্ট!
  • Nina | 12.149.39.84 | ১৭ নভেম্বর ২০১১ ১৯:৫৯468597
  • ইয়ে মানে--আমার কচি কচি গুরু-ভাইবোনেরা আমার লেখা পড়ে ভাল বল্লে না খুউউব আনন্দ হয় ---
    কিন্তু খুব লজ্জা করে--প্রত্যেকে--শমীক, টিম্ভাই, রিমি দু--প্রত্যেকে এত গুণি আর কি সব বাঘা বাঘা লেখে---আর কি ভাল এরা---দিদিটাকে কি সুন্দর উৎআহ দেয়---দিদিও তাই কৃতার্থ!
    সব্বাইকে আমার বকবকমব্‌ক শোনার জন্য অন্তরিক ধন্যবাদ---:-)
  • pharida | 182.68.68.214 | ১৭ নভেম্বর ২০১১ ২১:২৬468598
  • নীনাদির লেখাটা মন ভরিয়ে দিল।
  • i | 137.157.8.253 | ১৮ নভেম্বর ২০১১ ১০:৪৫468599
  • মোটামুটি পড়ে ফেল্লাম শিশুদিবসের লেখা সব।
    কথা হচ্ছে, কাদের জন্য এলেখা? কে পড়বে? কারা পড়বে? গোলমেলে ব্যাপার।
    বাজে কথা শিকেয় তুলে একটা কথা কইতে পারি। আমার মত ধাড়ি পড়েছে, ভাল্লেগেছে। আমার কন্যাকে পড়ে শোনাবো, ছবি দেখাবো। বাচ্চাদের লেখাগুলো যেমন কে তেমন পড়ে শোনাবো। বড়দের লেখাগুলো কিছু শব্দ পরিবর্তন করে পড়ে শোনাতে হবে কিছু ক্ষেত্রে কোনো কোনো লেখায়। কোনো ক্ষেত্রে টীকা আবশ্যক হবে কিশোরীটির জন্য। একজনের লেখার একটি শব্দও না বদলে পড়ে শোনাবো-তিনি বিক্রম পাকড়াশী। গুষ্টিসুখের মিষ্টিমুখের রামছাগল একসপ্রেশনটার জাস্ট কোনো তুলনা নেই।
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১১:৩৩468600
  • রু-এর ওটা মাগুর মাছ? আমি তো জানতাম হাঙর। নাকি টিকটিকি?
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১১:৪২468601
  • পাকড়াশীবুড়োর লেখা কী ভালো কী ভালো ! যেন উপিন্দিরের জাতভাই। কিন্তু লেখাটা আগে কোথায় পড়েছিলাম মনে হচ্ছে! গুরুতেই কী?
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১১:৪৮468602
  • কুলদাবাবু'র লেখা পড়ে কী যে শান্তি হল ! কুলদাবাবু লিখলেই তো পারেন। এখানে-ওখানে এত ঝগড়া করে বেড়ান কেন?
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১২:০০468603
  • টিম্বাবুর সব গপ্পের মধ্যে ইনুইটদের গপ্পটাই সবচেয়ে মজার। আজকে ছেলে আসছে; সবার আগে ওকে ইনুইটদের গপ্পো পড়াবো। পট্ট'র ছবিগুলিও ফাটাফাটি। পট্ট নামটাও তেমনি।
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১২:০৮468604
  • শঙ্খবাবু লা-জবাব। তবে আমার মত বুড়োদেরই ভালো লাগবে, শিশু ও কিশোরদের জন্য নিশ্চয়ই শঙ্খবাবু লেখেন নি। আপনাকে হিংসে দিলাম, অমন বিচিত্র সব অভিজ্ঞতার জন্য। আমি আমার দাদু-ঠাকুরদাকে কখনো চোখে দেখিনি। দিদিমাকেও না।
  • I | 14.99.224.188 | ১৮ নভেম্বর ২০১১ ১২:১০468607
  • নীনাদি'র লেখাটাও। এত ভালো লেখেন, আগে জানতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন