এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪০৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ০৯:৪০465648
  • বিতংশ, আপনার Date:14 Jun 2011 -- 04:18 AM উত্তরে।
    আমার Date:13 Jun 2011 -- 09:30 PM পোস্ট দেখে নিন।

    অস্ত্র, প্রশিক্ষণ, আন্তর্জাতিক রাজনৈতিক সহায়তা এগুলো করাই যায়। সরাসরি সেনাবাহিনী নামিয়ে দেওয়াটা দাদাগিরিই।

    এবারে প্রশ্ন উঠবে ভারত আক্রান্ত হলে কি করবে, হাত গুটিয়ে বসে থাকবে? তার উত্তর রঞ্জন Date:13 Jun 2011 -- 10:37 PM এর পোস্টে দিয়ে দিয়েছে। ভারত আক্রান্ত হওয়ার অনেক আগেই ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের সাথে সাদা পোষাকে পূর্ব পাকিস্তানে হানা দিচ্ছে। পাকিস্তান তার প্রমাণও দিয়ে দিয়েছে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ০৯:৪৯465649
  • আপনার একটা মৌলিক প্রশ্ন ছিলো। দাদাগিরি মানে কি? শুধু স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সাহায্য করা ইন ইটসেল্ফ দাদাগিরি হতে পারে না। আপনি তো রায় দিয়েই দিয়েছেন, তবু একটা মৌলিক প্রশ্ন থেকে যায় ""শুধু স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সাহায্য করা"" বলে কিছু হয় কি? সাহয্যকারীর উদ্দেশ্য থাকে না কিছু? নি:স্বার্থ হলে কিছু বলার নেই। কিন্তু নি:স্বার্থ না হলে!!!! সেটা দাদাগিরিই। ভারত নি:স্বার্থ সাহায্য করছিলো হবু বাংলাদেশকে, একথা বল্লে আজও ঢাকার কুট্টিরা মুখ চাপা দিয়ে বলে উঠবে - কইয়েনা কত্তা, ঘুড়ায় হাসবো।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ০৯:৫৪465650
  • হুতো।
    তোর আবেগটা বুঝি। আমি আর ঐ রাস্তায় বিশ্বাসী নই। আমি মনে করি না যুদ্ধ কোন সমস্যার সমাধান করতে পারে। তবু যদি তোর লড়াইটা তোকে লড়তেই হয়, তবে পশের পাড়ার দাদার মদতে লড়াইটা জিতে গেলে, শুধু জেতাই হয়, জয়ী হয় না বিজেতা।
  • Arpan | 202.91.136.3 | ১৪ জুন ২০১১ ১০:২৬465651
  • নি:স্বার্থভাবে কেউই প্রত্যক্ষ/পরোক্ষ সাহায্য করে না। কোন না কোন স্বার্থ জড়িত থাকেই। হতে পারে মতাদর্শের মোড়কে ক্ষমতার বিস্তার, অথবা বাজার দখল, অথবা প্রতিপক্ষকে সামরিক রাজনৈতিক ভাবে দুর্বল করে দেওয়া। ভারতের স্বার্থ তো অবশ্যই ছিল। প্রত্যক্ষ স্বার্থ পাকিস্তানের বিভাজন ঘটানো। পরোক্ষ স্বার্থ এই অঞ্চলে চীনের/আমেরিকার প্রভাব কমানো। মনে হয় না এখানে সেটা কেউ কাউন্টার করেছে।

    এইবার ভারত যদি প্রত্যক্ষভাবে সাহায্য না করত (নিজের স্বার্থসিদ্ধির জন্যই), তাহলে মনে হয় না বাংলাদেশের বিশালসংখ্যক স্বাধীনতাকামী মানুষ মনে হয় না ভারতের সেই ভূমিকাকে ক্ষমা করতে পারতেন। এটা আমার অবশ্যই ব্যক্তিগত ধারণা। কেন, সেটা হুতো বলেই দিয়েছে।

    এইবার রঞ্জনদার ন্যায়ের প্রশ্ন। রাজনীতি কখনোই ন্যায়নীতি মেনে চলে না। ব্যক্তিগত ভাবে মনে করি স্বাধিকারের প্রশ্নে কোন ভূখণ্ডের জনগোষ্ঠীর নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকা উচিত। যদি বিপুলসংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই পথের সমর্থক হন। সে কাশ্মীর, বাংলাদেশ, গোর্খাল্যান্ড যাই হোক না কেন। নইলে প্রকৃত প্রস্তাবে ন্যায়ের কথা বিচার্য হয় না। তখন ব্যপারটা দাঁড়ায় ইয়াহিয়া খান আর ইন্দিরা গান্ধীর মধ্যে কে লেসার ইভিল।
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১০:৪৬465652
  • বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বাইরে থেকে দীর্ঘদিন ধরে অস্ত্রের যোগান না দিয়ে, লুকিয়ে ট্রেনিং ক্যাম্পের মদত না দিয়ে, এক দীর্ঘ যন্ত্রনাদায়ক লড়াইয়ের হাত থেকে অগুন্তি মানুষকে রেহাই দিয়ে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নেমে বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করে ভারত ঠিক করেছে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১১:২৩465653
  • লসাগু। আমি দু:খিত। আপনাকে ব্যাক্তিগতভাবে আঘাত করতে চাই না। কিন্তু একটু ভেবে দেখবেন, আপনার Date:14 Jun 2011 -- 10:46 AM পোস্টের কথাগুলোরই অন্য নাম দাদাগিরির মানসিকতা। ঠিক একই মানসিকতায় বাবা-মা সন্তানদের বলেন - তুমি ইঞ্জিনিয়ার হবে না পেইন্টার সেটা আমরাই ঠিক করে দেবো। এতে তোমার ভবিষ্যতে ভালো হবে। ঠিক একই মানসিকতায় বুশ-ওবামারা বলেন সাদ্দামের হাত থেকে ইরাককে মুক্ত করা হলো, ইরাকীদের ভালো হবে। আফগানিস্তানে তালিবানদের হঠিয়ে ""গণতান্ত্রিক"" সরকার করে দেওয়া হলো, আফগানদের ভালোই হবে। ঠিক যেভাবে সোভিয়েৎ আফগানিস্তানে বারবাক কারমালকে বসিয়ে বলেছিলো এতে আফগানদের ভালোই হবে।
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১১:৩৬465654
  • আর,
    - যে দাদাগিরিতে গেরিলা ক্যাম্প বানাতে মদত দেওয়া হয়
    - যে দাদাগিরিতে কিশোরের হাতে বন্দুক তুলে দিয়ে বলা হয়, লড়ো, বিপ্লব করো, আমরা আছি, টিভিতে দেখছি
    - লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর রক্তাক্ত যন্ত্রণাদায়ক জীবনযাত্রা দেখে বাইরে থেকে বাহবা দেয় যে দাদারা, ওহ কি লড়াই না করছে

    সেই দাদাগিরিকে ধিক্কার দেন না?

    উদ্দেশ্য যাই হোক, ফল পরিনাম তো বটেই।

    যেমন, বাংলাদেশ সৃষ্টিতে ভারতের উদ্দেশ্য যাই থাকুক, ফল ভালই।
    যেমন, নকশাল আন্দোলনের উদ্দেশ্য যাই হোক, পরিনাম....

    এই আর কি।
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১১:৪৪465655
  • অ, বাবা-মা ছেলেমেয়েদের ভবিষ্যৎ ঠিক করার চেষ্টা করে, সেটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।

    আর, লড়াইয়ে বিদ্ধস্ত অসহায় রক্তাক্ত মানুষ সাহায্য না চাইলেও মুক্তির ব্যবস্থা পেলে, সেটাও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।

    দুটো তাহলে এক জিনিস।

    অন্যের সাহায্যে যন্ত্রনা থেকে মুক্তি হল ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ!

    কল্লোলদা, কি শুরু করেছেন বলুন তো! এরপর তো ডাক্তারের (ফ্রি দাক্তার) কাছে যাওয়া যাবে না যে।
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১২:৩৬465656
  • লাসাগু। তাই তো। কি করি। মনে হয় আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। আপনি ক্ষুব্ধ হয়েছেন। আমি সেক্ষেত্রে ক্ষমাপ্রার্থী।

    ১) কিন্তু আমি মনে করি ফল বা লক্ষ্য কখনই উপায়কে/উদ্দেশ্যকে মান্যতা দেয় না। টাকা রোজগার চাষ বাস করেও করা যায়, চাকরী করেও করা যায়, চুরি ডাকাতি করেও করা যায়, খুন করেও করা যায়। তাতে কি!! টাকা রোজগার করলেই হলো। আর টাকা রোজগার তো করছি সংসার প্রতিপালনের জন্য। যাতে আমার সন্তান ভালো ডাক্তার হয়। কি ? তাই তো!!
    তবে আপনিই ঠিক, আপনার কাছে। আমি দ্বিমত পোষন করি। তাই, ""উদ্দেশ্য যাই হোক, ফল পরিনাম তো বটেই"" - এতে আমি নেই। আপনিও কি আছেন?

    ২) যে দাদাগিরিতে গেরিলা ক্যাম্প বানাতে মদত দেওয়া হয়......... ওহ কি লড়াই না করছে।
    এই সব গুলোকেই নিন্দা করি।
    আমার হুতোকে লেখা Date:14 Jun 2011 -- 09:54 AM পোস্টে স্পষ্টই লিখেছি আমি মনে করি না যুদ্ধ/হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়।
    কিন্তু ভারতই তো ৭১এ গেরিলা ক্যাম্প করে কিশোরদের হাতে বন্দুক তুলে দিয়েছিলো। তার বেলা? আর ইন্দিরা গান্ধী টিভিতে যুদ্ধ দেখছিলেন আর বলছিলেন - ওহ কি বীরের মতো লড়াই করছে ওরা।

    ৩) ""লড়াইয়ে বিদ্ধস্ত অসহায় মানুষ সাহায্য না চাইলেও মুক্তির ব্যবস্থা পেলে, সেটাও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ""

    না এটা ঠিক ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ নয়, এটা একটা জাতির স্বাধীনতায় হস্তক্ষেপ।

    পাকিস্তান কাশ্মীরে মুক্তিযুদ্ধ চালালে আপত্তি নেই তো? নাই বা চাইলো কাশ্মীরীরা পাকিস্তানের সাহায্য।

    ৪) ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার আপনার কাছে আসেন না। এবার ভাবুন, পাড়ার ডাক্তারবাবু, যার কাছে আপনি অসুখ সারাতে যান, রোজ সকালে এসে খোঁজ করতে শুরু করলেন, দাঁত মেজেছেন কিনা, সকালে ব্রেকফাস্টের মেনু স্বাস্থ্যসম্মত কি না, দুপুর ও রাতের খাওয়া কি কি খাবেন, সকালে কিছুক্ষন হেঁটেছেন কি না, রাতে শোবার সময়ে ফ্যান কোন পয়েন্টে চালাবেন................. সবই আপনি না চাইলেও আপনার স্বাস্থ্যের ভালোর জন্যই, তখন ঐ শেষ লাইনটা ডাক্তারবাবুকেই বলবেন - কি শুরু করেছেন বলুন তো!!!!!
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১২:৪১465658
  • ওহো, বলতে ভুলে গেছি, সোভিয়েৎ ও চীনও ভিয়েৎনাম-কম্বোডিয়া-লাওসে ঐ একই কাজ করেছিলো। গেরিলা ক্যাম্পে কিশোরদের হাতে বান্দুক তুলে দিয়ে বলেছিলো লড়ো, বিপ্লব করো। আর মাও / ব্রেজনেভ টিভিতে হাততালি দিচ্ছিলেন।

  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১২:৫৯465659
  • প্রথমে একটা কথা বলি, আমি দু:খু পাই নি, আপনিও আঘাত দেন নি। এসবের কোনো সিনই নেই এখানে।

    মতের অমিল থাক। আমার খুব পছন্দ এই অমিল। কোনো অসুবিধে নেই। কথায় আছে না, if every one thinks alike, then no one is thinking
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১৩:০৬465660
  • আর, আপনার পয়েন্টের প্রত্যেকটিকে কাউন্টার করে প্রচুর পাতার পর পাতা লেখালেখি, লিংক প্রদান করাই যায়...
    কিন্তু, কিছু অলসতা, আর, কিছু অমিল ...
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১৩:০৮465661
  • একটা কথা... বলেই ফেলি...
    ১৯৭১-২০১১ এই দীর্ঘ ৪০ বছর ধরে ভারত কি বাংলাদেশের মানুষের ফ্যানের সুইচের মোড-ও ক®¾ট্রাল করে আসছে?

    সত্যিই , তাই!!!
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১৪:০২465662
  • না, এই দীর্ঘ ৪০ বছর ধরে ভারত বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রন করে নি। সত্যি কথা বলতে কি মাত্র চার বছরেই ভারত তার নিয়ন্ত্রন হারিয়েছিলো। আরও ঠিক ঠাক বলতে গেলে ১৯৭৫, ১৫ আগষ্ট।
    তারপর থেকে নানান খাতে বয়েছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু এই উপমহাদেশে ভারতের দাদাগিরি রয়েই গেছে।

    আপনি আহত হননি জেনে, নিশ্চিন্ত হলাম।
  • lcm | 69.236.173.93 | ১৪ জুন ২০১১ ১৪:১৬465663
  • অ, মানে মুজিবর ভারতের এজেন্ট ছিলেন। উনি খুন হবার পর থেকে ভারত বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারায়।
    উত্তরটা এরকম দিকে যাবে এক্সপেক্ট করছিলাম। আসলে, এই কথাগুলো এত চেনা চেনা।

    যাই হোক, ১৯৭৫-এর পরে ভারত আর বাংলাদেশের ওপর দাদাগিরি করার সুযোগ পায় নি। কিন্তু, উপমহাদেশে দাদাগিরি চালিয়ে যায় ভারত। উপমহাদেশের মধ্যে, কিন্তু বাংলাদেশ বাদে - তাই তো?
  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১৫:৫৫465664
  • আমার মুখে কথা বসিয়ে আপনি তর্কে জিততে চান জিতুন, তাতে জিতে হয়তো যাবেন, জয়ী হবেন না।
    মুজিবর ভারতের এজেন্ট ছিলেন আমি কোথাও বলিনি। মুজিবরের আমলে বাংলাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রন ছিলো, যেমন ইন্দিরার আমলে ভারতের ওপর সোভিয়েৎএর নিয়ন্ত্রন ছিলো। ভারত তখন সোভিয়েৎ জোটে ছিলো। ভারতের অর্থনীতিতে, রাজনীতিতে সোভিয়েৎ দাদাগিরি প্রকট ছিলো। তা বলে ইন্দিরা সোভিয়েৎ এজেন্ট ছিলো না। জরুরী অবস্থার সময় কোসিগিন বলেছিলেন এতোগুলো দলের কি দরকার!! সিপিআই জরুরী অবস্থার সমর্থক এমনি এমনি ছিলো না।
    এই কথাগুলো আপনি জানেন না, এমন নয়। কিন্তু শুধুই একটা তর্কে জিততে হবে বলে, আমি যা বলিনি তা আমার মুখে বসিয়ে কি লাভ?
    এজেন্ট আর প্রভাবিতর/নিয়ন্ত্রিত মধ্যে ফারাক আপনিও জানেন, তবু এই অহেতুক কূট তর্কে যাওয়ার কি কোন প্রয়োজন ছিলো?
    অবশ্য এই অহেতুক কূট তর্কের ধারাটাও খুবই পরিচিত।

  • kallol | 220.226.209.2 | ১৪ জুন ২০১১ ১৫:৫৯465665
  • দাদাগিরিরও স্তরভেদ আছে। ভরত ভূটানের ওপর যে দাদাগিরি চালায়, তেমনটাই পাকিস্তানের ওপর নিশ্চই চালায় না।
    এই ৪০ বছর ধরে ভারত নানা স্তরে নানাভাবে এই উপমহাদেশে দাদাগিরি চালাচ্ছে। এমন নয় যে কথাটা আজ নতুন শুনলেন। তবু সেই কূটকাচালী। বহুকালের চেনা সেই কূটকাচালী।
  • lcm | 128.48.254.37 | ১৪ জুন ২০১১ ২২:০৪465666
  • আচ্ছা, বেশ। তাহলে ভারতের সঙ্গে সোভিয়েতের যেমন সম্পর্ক ছিল, তেমনই সম্পর্কই ভারত-বাংলাদেশের। এবং, সেটা 'দাদাগিরি'-র সম্পর্ক। মতান্তরে 'মৈত্রী'-র সম্পর্ক। তবে ৭৫-এর পর আর সে সম্পর্ক নেই। এবং মুজিবর ভারতের এজেন্ট ছিলেন না। বেশ। মুখে কথা বসানো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, আমার ইন্টার্প্রিটেশন আমি নিজেই তো টাইপ করলাম। আমি যদি লিখতাম যে, কল্লোল বলেছেন "মুজিবর ভারতের....' - তাহলে না হয়...। যেমন, আমি বলি নি যে বাংলাদেশ নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ, আর wmd নিয়ে আমেরিকা-ইরাক যুদ্ধ এক জিনিস। এবং, আমার মুখে একথা বসাচ্ছেন বলে অভিযোগও করি নি।

    আর, আপনি বলছেন, বলছেন যে অহেতুক তক্কো করলুম, অনেক লম্বা পোস্ট করে কুটকাচালি করলুম বলছেন। বেশ।

    আমার কেন জানি মনে হচ্ছে, আপনি দাদাগিরি ফোবিয়ায় আক্রান্ত। আপনি চারদিকে দাদাগিরির অশরীরী ছায়া দেখতে পাচ্ছেন। ভারত বাংলাদেশের ওপর, রাশিয়া ভারতের ওপর, বাবা-মা সন্তানের ওপর, ডাক্তার রুগীর ওপর - সর্বত্র দেখতে পাচ্ছেন। (এগুলি আমার কথা, আমার মুখের, ঠিক মুখের না, কি-বোর্ডের)।
  • aranya | 144.160.226.53 | ১৪ জুন ২০১১ ২২:৩৩465667
  • end does not justify means, 'ফল বা লক্ষ্য কখনই উপায়কে মান্যতা দেয় না' - কল্লোল-দার এই কথাটায় আমি গভীর ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপার-টা আমি এইভাবে দেখছি-
    লক্ষ্য - দেশের স্বাধীনতা অর্জন
    উপায় ১ - অন্য দেশের (পড়ুন ভারতের) সেনাবাহিনীর সাহায্য না নিয়ে নিজেরা প্রয়োজন হলে ৯ বছর ধরেও যুদ্ধ করা এবং তার ফল স্বরূপ হয়ত এক কোটিরও বেশী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, করেক লাখ মেয়েকে ধর্ষিত হতে দেখা (৯ মাসে-ই ত্রিশ লাখ মানুষ নিহত, ২ লাখ নারী ধর্ষিতা - এদের প্রায় সবাই নিরীহ নাগরিক, মুক্তিযোদ্ধা নয়; ৯ বছরে কি হতে পারে সহজেই অনুমেয়)।
    উপায় ২ - অন্য দেশের সেনাবাহিনীর সাহায্যে এই জেনোসাইড/ধর্ষণ যত দ্রুত সম্ভব বন্ধ করা

    এখানে কোন উপায় গ্রহণ করব সেটা হুতোর মতো ই আমার কাছেও no brainer
  • lcm | 128.48.254.37 | ১৪ জুন ২০১১ ২২:৫৮465669
  • ফল বা পরিনাম থেকে যায়। বাকি সব কালের স্রোতে হারিয়ে যায়।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪৪465670
  • আর থেকে যায় হরিনাম। :-)
  • ranjan roy | 122.168.204.176 | ১৫ জুন ২০১১ ০৬:৫২465671
  • ফল থেকে যায়, অন্যসব হারিয়ে যায়--- লসাগু'র এই কথাটি বিশেষ প্রণিধান যোগ্য।
    ফল শুধু থেকেই যায় না, আগামী কোন ফলের জন্যে নিমিত্তকারণ ও হয়ে যায়। তাই কেমন ফল চাইছি সেইটি লং টার্ম পরিপ্রেক্ষিতে মহত্বপূর্ণ।
    আসলে কোন একটি ফল সেখানেই শেষ হয়ে যায় না। এটি একটি ডায়নামিক কারণ-কার্য পরম্পরার শৃংখল।
    তাই কোন অসুখ রোগীর কষ্ট কমাতে স্টেরয়েড দিয়ে ম্যাজিক দেখাবো না কি অন্য একটু সময়সাপেক্ষ চিকিৎসা করে সাইড এফেক্ট কম করে ইত্যাদি, সেটা ভাবার প্রশ্ন।
    যেমন ভারতের স্বাধীনতা যদি অন্য পথে আসত, যদি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিড়লা প্ল্যান অনুযায়ী না হয়ে এম এন রায়ের পিপলস্‌ প্ল্যান অনুযায়ী হত, --তাহলে আজ দেশের চেহারা কেমন হত, ইত্যাদি।
    যদ্দূর জানি, শিয়া প্রধান ইরাকে সুন্নীলালিত সদ্দামের শাসন নিয়ে জনগণের বড় অংশের মধ্যে বিক্ষোভ ছিল, এবং কুর্দিস্তানের দাবি নিয়ে সাদ্দামের বিরুদ্ধে আন্দোলন/দমন ছিল। তাই বলে আমেরিকার সশস্ত্র হস্তক্ষেপ কি সমর্থন যোগ্য? বা আফগানিস্তানে? বা পাকিস্তানে ড্রোন হামলা? বা লিবিয়ায় ন্যাটোর সামরিক পদক্ষেপ!
    অনেকে বলেন বেশ করেছে। প্যান-ইস্লামিক আতংক ঠেকাতে আমেরিকা ছাড়া কে পারে এমন স্টেপ নিতে? হোক গে দাদাগিরি!
    দাদাগিরি চলছে চলবে।
    দাদাগিরির একটাই ডেফিনিশন,--- আন্তর্জাতিক স্বীকৃত নীতির ক্ষেত্রে যে ব্যবহার অস্বীকার্য, সেটাই দাদাগিরি।
    সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ লিবিয়ায় জন-আন্দোলনের পক্ষে ন্যাটোর সামরিক হস্তক্ষেপ।
  • kallol | 115.184.80.33 | ১৫ জুন ২০১১ ০৬:৫৯465672
  • লসাগু।
    আমি মনে করি ক্ষমতা নানান সম্পর্কে বিরাজ করে। অভিভাবক-সন্তান, ডাক্তার-রোগী, ছাত্র-শিক্ষক, বড় রাষ্ট্র-ছোট রাষ্ট্র, স্বামী-স্ত্রী এরকম আরও নানান সম্পর্কে ক্ষমতার টানাপোড়েন থাকে। আপনি তা মনে করেন না।
    ফলে এই তর্কটা একই জায়গায় ঘুরপাক খেয়ে যাচ্ছে।

    অরণ্য। উপায় গ্রহণ করার প্রশ্নই ওঠে না। মুক্তিবাহীনিকে কেউ এরকম উপায় চয়ন করতে দেয় নি। সেটা হলেও হয়তো কিছু বলার থাকতো না। ভারত তার সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শুরু ও শেষ করেছে।
  • ranjan roy | 122.168.204.176 | ১৫ জুন ২০১১ ০৭:০৩465673
  • বীতংসকে,
    স্প্যানিশ গৃহযুদ্ধে সামরিক হস্তক্ষেপ? দাদাগিরি? বিলকুল ঠিক।
    এই লেবেল লাগার ভয়েই তো স্তালিনের রাশিয়া প্রত্যক্ষ সৈন্য হস্তক্ষেপ করেনি।
    হেমিংওয়ের ""ফর হুম দি বেল টোল্‌স্‌'' এর শেষ অধ্যায়ে ফ্র্যাংকোর বোমারু বিমানের সামনে অ্যান্টি- এয়ারক্র্যাফট চালাতে চালাতে মরার আগে যোদ্ধাদের রাশিয়ার বিরুদ্ধে তেতো কমেন্ট গুলো দেখুন। এটাই তো অনেকের অভিযোগ ছিল যে আমরা মরছি স্তালিন কিছু করছে না কেন?
    আন্তর্জাতিক ব্রিগ্রেড? যাতে আমেরিকার হেমিংওয়ে, ভারতের মুলকরাজ আনন্দ ও বৃটিশ বিজ্ঞানী বার্নাল লড়তে গিয়েছিলেন? ও তো মূলত অ্যামেচারিশ, নৈতিক এবং রোমান্টিক-সিম্বলিক ব্যাপার।
    নম্বুদ্রিপাদ শ্রীলংকা প্রশ্নে ভারতভূমি থেকে ওদেশের আলাদা তামিল ইলম আন্দোলনকে সমর্থনের বিরোধিতা করেছিলেন।
  • ranjan roy | 122.168.204.176 | ১৫ জুন ২০১১ ০৭:০৯465674
  • কাল যদি স্বতন্ত্র গোর্খাল্যান্ডের প্রশ্নে আন্দোলনের ওপর কেন্দ্রীয় বা রাজ্যসরকারের দমনচক্র শুরু হয় আর আন্দোলনকারীদের সমর্থনে মানবিকতার বাহানায় নেপাল বা চীন সরকার সামরিক হস্তক্ষেপ করে তাহলে বন্ধুরা কি বলবেন জানতে আগ্রহী রইলাম।
  • r2h | 67.96.80.214 | ১৫ জুন ২০১১ ০৭:৫২465675
  • একাত্তরের বাংলার জেনোসাইডের পুণরাবৃত্তি ঘটলে মুক্তির যেকোন উপায়কে, আমি অন্তত, সমর্থন করবো, কারন আমার কাছে জাতীয়/আন্তর্জাতিক/মহাজাগতিক যেকোন রাজনৈতিক পর্যালোচনার থেকে মানুষের জীবনের মূল্য বেশী।

    তবে আমার প্রশ্নের উত্তর পাইনি।
  • r2h | 67.96.80.214 | ১৫ জুন ২০১১ ০৮:৪৬465676
  • আর কল্লোলদা, উপায় গ্রহণ করার প্রশ্নও তো ওঠে।
    মুক্তিবাহিনীতে কেবল অপরিণতবুদ্ধি কিশোরদের নিয়ে তৈরী হয়নি, যে তাঁরা শুধু ভারতীয় সেনাবাহিনীর অঙ্গুলিহেলনে যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে ক্রীড়নকের ভূমিকা পালন করেছেন।

    না চাইলে বর্জন করার উপায় হয়তো ছিলনা, কিন্তু মানুষ এই হত্যালীলার অবসান চায়নি তা নয়। সদ্য পড়া রেফারেন্স হিসেবে জাহানারা ইমামের "একাত্তরের দিনগুলি'র নাম বলতে পারছি।

    ধর্ম রাজনীতি শিক্ষা আন্তর্জাতিকতাবাদ ইত্যাকার ভক্কর চক্করের প্রান্তে যে উপেক্ষিত দ্বিপদ থাকে, তাকে ন' বছর ধরে তার স্ত্রী কন্যার ধর্ষন দেখতে না হওয়ায় আমি স্বস্তির নিশ্বাস ফেলি। এবং বিশ্বাস করি, বিপ্লব রক্তাল্পতার কারনে হাতছাড়া হয়না, দেশনেতাদের লোভ, অদূরদর্শিতা ও অপদার্থতায়।

    রাষ্ট্রের উল্লাসের অনুপান হিসেবে দেশ রক্ত দিয়ে যাবে... আমি তো রাজী নই।
  • lcm | 69.236.173.93 | ১৫ জুন ২০১১ ০৯:২৯465677
  • কি যে কন কত্তারা। ভারত হইল গিয়া বুদ্ধর দ্যাশ, গান্ধীর দ্যাশ, যারে কয় শান্তিপ্রিয় দ্যাশ।
    পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্ম্‌ড ফোর্স (নেভি, আর্মি, এয়ার ফোর্স, কোস্ট গার্ড), নিউক্লিয়ার অস্ত্র, চার ট্রিলিয়ন জিডিপি, একশো বিশ কোটি মানুষ... - কিন্তু মাস্‌ল ফুলাইতে দ্যাখসেন? যা খুচখাচ খুটুরমুটুর হইছে ঐ পাকিস্তানের লগে। এত শক্তি, এত বাহার, অথচ দম্ভ নাই।
    প্রতিবেশী চীন-রে দ্যাখেন - তাইওয়ান, তিব্বত রে কি করসে দ্যাখসেন, উহারে কয় পেশীশক্তি, দাদাগিরি।
    দুনিয়ার চোখে ভারত হইল শান্তির প্রতীক।

  • pi | 72.83.97.171 | ১৫ জুন ২০১১ ০৯:৩১465678
  • কাশ্মীর ?
    উ:পূর্ব ভারত ?
  • lcm | 69.236.173.93 | ১৫ জুন ২০১১ ০৯:৫০465680
  • সে তো ঘরের মধ্যে। ও রকম সব সংসারেই একটু আধটু হয়ে থাকে।
    ....
    ভারত আমার ভারতবর্ষ...
    ....
    হতে পারি দীন মোরা নই তবু হীন...
    ...

    ইত্যাদি
    ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন