এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৮৭৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ০৩ আগস্ট ২০১০ ১১:৪৪456140
  • এত ব্যক্তিগত বিদ্বেষ কেন?
  • pi | 72.83.82.169 | ০৩ আগস্ট ২০১০ ১২:০৮456141
  • ব্যক্তি বিদ্বেষ বাদ থাক, ব্যক্তি বাদ নিয়ে একটু আলোচনা হবে নাকি !

    http://www.ganadabi.in/news/article_5.pdf :)
  • Netai | 121.241.98.225 | ০৩ আগস্ট ২০১০ ১৪:২৬456142
  • আম্মো খেলবো
  • SB | 115.117.227.144 | ০৩ আগস্ট ২০১০ ১৬:৪৭456143
  • আমরা তোমরা ....And who knows which is which and who is who.
    Up and down.
    But in the end it's only round and round.
    Haven't you heard it's a battle of words....

  • de | 203.199.33.2 | ০৩ আগস্ট ২০১০ ১৬:৫৯456144
  • অহো কি আনন্দ! আম্মো অনার্য!
  • SC | 128.2.53.210 | ০৩ আগস্ট ২০১০ ১৯:৪২456145
  • দ্যাকলেন তো, দ্যাকলেন তো পিটি স্যার, আমারে কেউ দলে নিলে না। এতবড় লিস্টি বানালে, তাও রাখলে না গো।
    টুএল্‌ব্‌হথ ম্যানও করলে না।

    আমি তো রুটি পালটানো দল, আগেও বলেছি। কিন্তু কে কোন দল,এইসব ছেড়ে মূল বিষয় নিয়ে ভাবলেই মঙ্গল।
  • ranjan roy | 122.168.167.107 | ০৩ আগস্ট ২০১০ ২২:১৯456146
  • খালিস্থানী:)))),
    মজা আ গয়া, নইলে এইটই বড্ড একঘেয়ে ন্যাতা ন্যাতা হয়ে যাচ্ছিল।
  • a x | 143.111.22.23 | ০৩ আগস্ট ২০১০ ২৩:২৫456147
  • তাচ্চেয়েও বড় কথা, এই যে প্রো-সিপিএম ক্যাম্প মাঝেমাঝেই কান্নাকাটি করেন তারা নাকি এখানে মাইনরিটি, সেটা? তাও তো রাজদীপ, বোধি, শ্রাবণী এইসব স্টলওয়ার্টের নামই নেই!
  • kc | 89.203.49.18 | ০৩ আগস্ট ২০১০ ২৩:৫৪456148
  • কে কান্নাকাটি করে? প্রো সিপিএম ক্যাম্প ভালো করে টাইপাতে পারেনা বলে কান্নাকাটি করে। আর কান্নাকাটি করে এখানে প্রো তিনোমূল কেউ নাই বলে, বিরুদ্ধ দোষারোপগুলো ভালো করে জমেনা, তাই কান্নাকাটি করে।
    তবে এখন ব্যাপারটাতো এখন প্রোপিটি আর অ্যান্টিপিটি।
  • Suvajit | 59.177.194.76 | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৪456150
  • ন্যাড়াদা - আমিও খুব অবাক এবং বিস্মিত হয়েছিলাম। তাপ্পর দেখলাম দেবগণ, রাক্ষসগণ ছাড়া মানবগণ অপশন যখন নেই তখন যেখানেই থাকি সুখে থাকি:-)
  • | 59.93.246.95 | ০৪ আগস্ট ২০১০ ০০:৪৮456151
  • কার কার নাম বাদ গ্যালো গিয়া, তা লইয়া অ্যাতো নাচোন কোন্দনে কাম নাই।

    কথা হইতাসিলো অভিমন্যুরে লইয়া। কিন্তু অভিমন্যু তো অ্যাকা আসিলো। এইহানে অ্যাকা কেডা?

    আবালগুলান কয় কি? হ্যারা টাইপাইতে পারে না। হ্যারা সব পারে, সাইট খোল্‌তে পারে, নান্দনিক আনন্দদায়ী রান কাউণ্ট করতে পারে, আর টাইপাইতে পারে না? আচ্চর্য।

    যাউগ্গিয়া; আপনেগো লাইগ্য বিজ্ঞপ্তি দেওয়া হইলো।

  • | 59.93.246.95 | ০৪ আগস্ট ২০১০ ০০:৫১456152
  • ভোটার/সমর্থক তালিকা সংশোধনের তারিখ পুনর্বিবেচনা করিয়া আগামী "ক্ষমতা হস্তান্তর দিবস"-কে নির্দ্দিষ্ট করা হইলো। যাঁহাদের নাম ভোটার তালিকায় ওঠে নাই, যাঁহাদের ঠিকানা ভিন্ন অঞ্চলে নথিভুক্ত হইয়াছে, তাঁহারা নাম, সুনাম, দুর্নাম, বদনাম এবং অবশ্যই বনাম (বাধ্যতামূলক) আগামী পনেরোই আগস্টের মধ্যে এই থ্রেডে পেশ করিলে আগামী ষোলই আগস্ট সংশোধনী তালিকা পুনরায় বিজ্ঞপ্তি হিসাবে প্রচারিত হইবে।

    তদবধি রহু ধৈর্য্যং!!
  • a x | 143.111.22.23 | ০৪ আগস্ট ২০১০ ০১:০৪456153
  • হোনেন, অ্যাত্তো চিল্লমিল্লি করতে লাগবানি। হাত আছে তো, হাত? মেলে ধরেন। সামনে। বাম বা ডান, দুইডাই। এবার দ্যাহেন, হ্যাঁ দ্যাহেন - কড়ে আঙ্গুল খান - কড়ে আঙ্গুলের মাথা পাশের আঙ্গুলডার ওপরের কড়ের লাইনের ওপরে না নীচে? ভালো কইর‌্যা দ্যাহেন, সমান সমান কইবেন না, সমান সমানের অপশন নাই। এইবার কড়ে আঙ্গুল যদি কড়ের ওপরে থাকে, তো আপনে হইলেন দেবগণ। নীচে থাকলে রাক্ষসগণ। সোজা হিসেব। যান এবার, নিজ নিজ কাজে মন দিন।
  • aka | 168.26.215.13 | ০৪ আগস্ট ২০১০ ০১:০৬456154
  • আব্বে নরগণটা কোথায় যাবে শুনি?
  • byaang | 122.172.55.118 | ০৪ আগস্ট ২০১০ ০১:০৯456155
  • যা:, আমিও রাক্ষসগণ হয়ে গেলাম অক্ষর ফর্মুলা মেনে। :-( অথচ আমি জীবনেও সিপিএমের বিরুদ্ধে একটাও কথা বলি নাই!
  • a x | 143.111.22.23 | ০৪ আগস্ট ২০১০ ০১:১৯456156
  • আকা একদম কথা শোনেনা। নরগণ নেই বলা হলনা!
  • Suvajit | 59.177.194.76 | ০৪ আগস্ট ২০১০ ০১:২৮456157
  • পিটির জন্য বিতর্কের রসদ। http://tinyurl.com/339lnpm
    কমনওয়েল্‌থ গেমসের ক¾ট্রাক্ট দেওয়া হয়েছে:
    একটা ট্রেডমিলের ৪৫ দিনের ভাড়া - ৯ লক্ষ ৭৫ হাজার টাকা
    একেকটা চেয়ারের ভাড়া ৮৩৭৮ টাকা
    একেকটা ১০০ লিটার ফ্রিজের ভাড়া ৪২২০২ টাকা
    এছাড়াও আছে ২ টন এসির ভাড়া ৭০০০০ - ১৮৭০০০ টাকা, তরল সাবানদানি (২০০ - ১০০০০ টাকা)।
    শীলা দীক্ষিতের সরকার পুরো ভূরিভোজ করছে।
  • a x | 143.111.22.23 | ০৪ আগস্ট ২০১০ ০১:৩৫456158
  • এবং হাগজের একেকটি রোল ৪১০৮ টাকা।
  • PT | 203.110.243.21 | ০৪ আগস্ট ২০১০ ১০:১৮456159
  • তাহলে বুঝুন। কংগ্রেসকে সকল অনাচারের উৎসমুখ বলাতে কেউ কেউ বেশ বেদনা পেয়েছিলেন। মাওবাদী-তৃণমূলী-পকাবুরা অনুজ পান্ডের একটা দোতলা বাড়ি নিয়ে কি চিল্লা-মিল্লিটাই না করেছে। এই মহা-কেলেঙ্কারির ""প্রেক্ষিতে"" সেসব তো নস্যি! এবং প্রত্যাশামত মাওবাদী-তৃণমূলী-পকাবুরা নীরবতা পালন করছে।
  • byaang | 122.172.54.215 | ০৪ আগস্ট ২০১০ ১০:২২456161
  • আর ছত্রধরের জীবনবীমা নিয়ে অন্য কেউ চিল্লামিল্লি করে নি বুঝি!
  • kc | 194.126.37.76 | ০৪ আগস্ট ২০১০ ১০:৩০456162
  • আরে এসবতো বড় বড় দুর্নীতির কতা। একজন তৃণমূলী মন্ত্রীযে ৩৭ লক্ষ টাকার হোটেল বিল নিজেই দিয়ে দেবেন বললেন, সে কথা? ঐ মন্ত্রীর নিজের তো অত টাকা নাই, তবে দিলেন কেম্‌নে? নাকি দিলেন না? কেউ জানেন?
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১০ ১১:৩৭456163
  • ছত্রধরের ১ কোটি টাকার বীমা যদি থেকেও থাকে সেও নস্যি। বাঙালী দেখছি রাজ্য চালানো বা চুরি- কোন কাজটাই ঠিকমত করতে পারেনা!
  • dukhe | 122.160.114.85 | ০৪ আগস্ট ২০১০ ১২:৪১456164
  • ধুস । এক কোটিটা পাতি ঢপ । পুলিশের ডিজি না কে দিয়েছিল । পরে চেপে গেছে ।
  • pinaki | 67.210.179.5 | ০৪ আগস্ট ২০১০ ১৩:০০456165
  • ডিজিটা ব্যাপক খোরাক। সেদিন বিধানসভায় মোবাইলে ছবি তুলতে গিয়ে কেস খেল না? পুলিশ মহলের খবরাখবর রাখে - এরকম অনেককেই বলতে শুনেছি যে ভুপিন্দর নাকি বেশ জালি লোক।
  • SC | 128.2.53.210 | ০৪ আগস্ট ২০১০ ২০:১১456166
  • সকলেই তো খাই খাই। চশমা মানব থেকে শুরু করে জল শোভন, অনুজ থেকে শুরু করে অগ্রজ ভ্রাতা কালমাদি।
    খাই খাই এ কোনো বাঙ্গালী অবাঙ্গালী আছে কি? কে জানে।
    দিল্লীতে খেতে পাওয়ার সুযোগ হয়নি, তাই খায়নি।

    ইদিকে খাওয়া দাওয়াতে আবার দিল্লীতে এক বঙ্গসন্তানের রীতিমতো রেকর্ড আছে। আম্বানী সাহেবের সাথে খাওয়াদাওয়ার গপ্পো
    মণিরত্নমের কল্যাণে একদম পপুলার কালচারে ঢুকে গেছে।

    পিটি, এই দেশটাকে একটা বিরাট বড় সময় ধরে শাসন করেছে কংগ্রেস, সুতরাং খারাপের দায় তাদের উপরেই বর্তাবে। তেমনি
    ভালোর ক্রেডিটের অনেকটাও তাদের প্রাপ্য। ঠিক যেমনি প: ব: তে সিপিয়েম।
  • ranjan roy | 122.168.227.118 | ০৪ আগস্ট ২০১০ ২২:৪৪456167
  • ফের গোলপোস্ট সরানো?
    আরে কংগ্রেস হল শোষক শ্রেণীর পার্টি,( বাম দৃষ্টি কোণ থেকে)। অর্থাৎ যাদের অস্তিত্বের বেসিস হল শ্রমিকের সৃষ্ট সারপ্লাস ভ্যালু চুরি করা। ওদের চুরি করা নিয়ে হৈচৈ না করা মানে অস্বস্তি পাওয়া? হাসালেন মাইরি!
    কিন্তু যাঁরা সোষিতের জন্য লড়ছেন বা লড়ছেন বলে তামা-তুলসী-গঙ্গাজল নিয়ে কসম খাচ্ছেন, তাঁরা যখন সারাজীবন পার্টির হোলটাইমার থেকে হটাৎ বুড়োবয়সে ইলেকশনের সময় সম্পত্তির ফিরিস্তি দেন তখন হয় ভাবের ঘরে চুরি। জিগাইলের তা-না-না কইর‌্যা বলেন বউয়ের আয়! বা পৈতৃক সম্পত্তি:))
    ইহা হাস্যকর ও নিন্দনীয়!!
  • PT | 203.110.243.21 | ০৪ আগস্ট ২০১০ ২৩:২০456168
  • এখন মনে হচ্ছে যে মাঠে গোলপোষ্টটাই নেই। সব ব্যাপারটাকে ঘুলিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের লুটে-পুটে খাওয়ার ইতিহাসটাকে নাকি ""বাম""-দৃষ্টিতে দেখতে হবে!! তোবা-তোবা। ইনিও কি প্রাক্তন নকশাল নাকি? নদী যেমন সাগরে মেশে সেইরকম - কানু সান্যাল বাদে সব নকসালই কংগ্রেস নামক সাগরে মিশে যেতে চায়। এর চাইতে হাড়িয়া খেতে খেতে জঙ্গল সাঁওতালের মত বিস্মৃত হয়ে যাওয়াও অনেক বেশী সম্মানীয় রাজনৈতিক অবস্থান।
  • ranjan roy | 122.168.227.118 | ০৪ আগস্ট ২০১০ ২৩:৩৪456169
  • বেশ, তালে মেনে নিলাম যে কংগ্রেস ও সিপিএম
    কে একই মাপ্‌দন্ডে বিচার করতে হবে। অর্থাৎ বাম রাজনীতির পুরোধা বলে সিপিএম যে আলাদা শ্রদ্ধার আসন পাচ্ছিল সেটার দরকার নেই।
    মেসি গোল করতে পারেনি বলে যে হাহাকার করছি সেটার কোন মানে নেই। সুনীল ক্ষেত্রী যে গোল করতেপারেনি সেই অপদার্থতা নিয়ে কেন কথা বলছেন না? নাকি শাক দিয়ে মাছ ঢাকছেন?:))))
  • PT | 203.110.243.21 | ০৫ আগস্ট ২০১০ ০০:০৬456170
  • কিন্তু আসল ব্যাপারটা খোলসা হলনা। কংগ্রেস যে গত ৬২ বছরে দেশের সম্পত্তি লুটে পুটে খেয়ে লোপাট করে দিয়ে এখন কমনওয়েলথের টাকাও বাদ দিচ্ছেনা এটা বলতে গেলে বা বুঝতে গেলে সমালোচকের ""বামপন্থী দৃষ্টিকোণ"" থাকতে হবে নাকি?
  • PT | 203.110.243.21 | ০৫ আগস্ট ২০১০ ০০:১৪456173
  • ... এবং সিপিএম মাত্র আড়াইটে রাজ্যে ক্ষমতায় থাকা সত্বেও তাদের ""করাপশন""-কে চিবোনো চিকলেটের মত টে-এ-এ-নে-এ লম্বা করে সারা দেশে ক্ষমতাসীন কংগ্রেসের লুঠেরা সংস্কৃতির সঙ্গে এক করে দেখাতে হবে-- দেখাতেই হবে, কেননা পুর্বনির্ধারিত সিপিএম বিরোধীতার চশমা নাকের ওপরে ঝুলছে যে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন