এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯১৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ০২ আগস্ট ২০১০ ১৩:০৬456107
  • অ, জ্ঞানেশ্বরী কান্ডের লোকগুলোর মরার সময় কম লেগেছিল বুঝি - কেননা তাদের মাওবাদীরা বুলেট দিয়ে বা খুঁচিয়ে মারতে পারেনি? অনেক চেষ্টা তো হয়েছিল কোন একটা টইতে প্রমাণ করার যে মাওবাদীরা এই কাজ করেনি। তারপর দিদির পেয়ারের সিবিআই প: বঙ্গের সিআইডি প্রদর্শিত রাস্তাতেই মাওবাদীদের ধরপাকড় করাতে খুব বেদনা পেয়েছে অনেকে। এখন এইসব মৃতুকে আমেরিকানদের সংজ্ঞা মত ""কোল্যাটারাল ড্যামেজ"" বলে মাওবাদীদের নৃশংসতাকে - বিশেষত: প: বঙ্গের প্রেক্ষিতে -- কমিয়ে দেখাতে হবে বুঝি?

    আর এই লাইনটা - a majority of civilians killed by Maoists in Bengal were CPI(M) workers - অনেকের কম্প্যু-র মনিটরে অদৃশ্য হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১০ ১৩:২৩456108
  • অদৃশ্য হবে কেন ? হেইডাই তো কইলাম - জ্ঞানেশ্বরীতে যারা ছিল স-অ-ব সিপিয়েম । মাওরা অন্য কাউরে মারে না । সিপিয়েমের মনোপলি ।
  • PT | 203.110.247.221 | ০২ আগস্ট ২০১০ ১৩:৪৫456109
  • RR
    আমার সোজা হিসেবটা এই রকম। প: বঙ্গের কিছু মানুষ ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে আর কিছু মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী বিরুদ্ধে ভোট দেওয়া সত্বেও এই সরকারের রাজত্বে নিরাপত্তর সঙ্গে বসবাস করার সাংবিধানিক অধিকার পেয়েছে। মাওবাদীরা জনগণের দ্বারা নির্বাচিত নয়, ৮% আদিবাসীদের কত শতাংশের প্রতিনিধিত্ব করে তাও কেউ জানেনা, আর আদিবাসীদের কি উপকারে তারা লাগছে সেটা পরিষ্কার নয় এবং সর্বোপরি আদিবাসীদের নামে ধ্বংস আর নৃশংশতা জারি রেখেছে। সেখানে প: বঙ্গের সরকার একদম ঠিক কাজ করেছে যৌথবাহিনীকে সহায়তা দিয়ে।

    আমি চাই যে আদিবাসীদের স্বার্থরক্ষার জন্য তীব্রতর অন্দোলন হোক কিন্তু একইসঙ্গে এটাও চাই যে এই নৃশংস, বিপথগামী, লক্ষ্যহীন মাওবাদীদের কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা হোক -- তার জন্য রাষ্ট্রকে কঠোর হতে হলে হবে।

    আর মনু-চিদুর হাত যদি বুদ্ধবাবু শক্তই করতেন তাহলে দিল্লী থেকে নির্দেশ নিয়ে প্রণববাবু এখানে এসে মমতার হাত শক্ত করার জন্য উঠেপড়ে লাগতেন না। বাম সরকারকে উৎখাত করা কেন্দ্রীয় সরকারের কাছে এতই জরুরী যে মমতার পথ আরো মসৃণ করার জন্য নির্বেদ রায় সহ মমতা-বিরোধী আরো চারজনকে নেতাকে তাদের পদ থেকে ঘাড়ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কেননা বামেদের সব অবক্ষয় মেনে নেওয়ার পরেও, তাদের যেটুকু রাজনৈতিক বিশ্বাস বেঁচে আছে, তাই নিয়ে পার্লামেন্টে তাদের উপস্থিতি মনু-চিদুর পক্ষে যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছে।
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১০ ১৩:৫৯456110
  • এই বিপজ্জনক রাজনৈতিক বিশ্বাসটা ঠিক কী ? মায়াবতীর নেতৃত্বেই তৃতীয় ফ্রন্টের ভারত জগ্‌ৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ?
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১০ ১৪:০২456111
  • মাওরা যখন বেছে বেছে সিপিয়েম মারে, তাদের ঠেকানোর জন্য মনু-চিদুর মাথাব্যথাই বা কেন ?
  • Ishan | 122.248.182.16 | ০২ আগস্ট ২০১০ ১৪:৩৪456112
  • অ পিটিবাবু। পার্লামেন্টে পার্লামেন্টারি বামেদের উপস্থিতি চিদু-মনুর কাছে অসহ্য হয়ে উঠেছে। তাই তারা যৌথবাহিনী দিয়ে পার্লামেন্টারি বামেদের সাহায্য করছে, যাতে মাওবাদ হঠিয়ে পার্লামেন্টারি বামরা আবার ঘুরে দাঁড়াতে পারে? :)

    আর দুই নং কথা এখনও বলছি। মাওরা জ্ঞানেশ্বরী কান্ড ঘটায়নি। ঘটালে স্বীকার করত। এমন একটাও ইনসিডেন্ট দেখিনি, যেখানে সমালোচনার ভয়ে মাওরা কোনো ঘটনার দায় অস্বীকার করেছে।
  • Ishan | 122.248.182.16 | ০২ আগস্ট ২০১০ ১৪:৩৬456113
  • আর জানেন কি? আমেরিকা মাওদের কি একটা কালো তালিকা আছে, সেখানে তুলেছে? ভারত সরকর নিষিদ্ধ করেছে? আর সিপিএম যৌথবাহিনী নামিয়েছে? আমেরিকা-চিদু-সিপিয়েম হাত মেলালো না কি তাহলে? আমরা কি এবার থেকে সিপিয়েমকে সিয়ার ভাই বলে ডাকব? :)
  • PT | 203.110.247.221 | ০২ আগস্ট ২০১০ ১৬:১৭456114
  • "a major chunk of the extortion money comes from iron ore and coal businessmen" -- এটা আদিবাসী-প্রেমী মাওবাদীরা পোস্টার দিয়ে জানিয়েছিল বুঝি?
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১০ ১৬:৩১456115
  • সিয়া তাহলে লোহা-কয়লার ব্যবসায়ীদের টাকা দিচ্ছে ? যাতে তারা মাওদের দেয় ? যাতে মাওরা সিপিয়েম মারে ? যাতে সিপিয়েম যৌথবাহিনী ডাকে ? যাতে মনু-চিদু সিপিয়েমকে বাঁচায় ? যাতে আমেরিকা তাদের দলে যোগ দেয় ? যাতে মাওরা কালো লিস্টিতে ওঠে ?

    কিলিয়ার... কিলিয়ার ।
  • Ishan | 122.248.182.16 | ০২ আগস্ট ২০১০ ১৬:৩২456117
  • সিয়ার্ভাইরা যাকে এক্সটর্শন বলে মাওয়ের্ভাইরা তারে কয় ট্যাক্সো। নমেনক্লেচার টা বদলে নিতে হবে। :)
  • Ishan | 122.248.182.16 | ০২ আগস্ট ২০১০ ১৬:৩৯456118
  • অন্যভাবেও বলতে পারেন।

    পর্ব এক।
    সিপিয়েম মাওদের অস্ত্র দেয় (কেশপুরে)। অস্ত্র কেনার টাকা কোথা থেকে পায়? কেন? সিয়া দেয়।

    পর্ব দুই।
    নন্দীগ্রামে তৃণমূলকে সিয়া আবার টাকা দেয়। সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আবার মাওদের দেওয়া হয়।

    পর্ব তিন।
    মাওদের সিয়া কালো তালিকায় তোলে। তবু টাকা দেয়। সিপিয়েমকে মারার জন্য।

    পর্ব চার।
    চিদাম্বরমকে সিয়া টাকা দেয়। সেই টাকা দিয়ে যৌথবাহিনী হয়। সেই যৌথবাহিনী মাও মারতে আসে।

    সিদ্ধান্ত: সিয়া হল দাতা কর্ণ। সবাইকে মারার জন্য সবাইকে টাকা দেয়।
  • kallol | 124.124.93.205 | ০২ আগস্ট ২০১০ ১৭:২৬456119
  • বরং গৌরী সেন বলা ভালো। কর্ণ, কুন্তীকে ফিরিয়ে দিয়েছিলেন। সিয়াবাবা কাউকে ফেরায় না।
  • nyara | 203.83.248.37 | ০২ আগস্ট ২০১০ ১৭:৪৮456120
  • সিপিয়েম ঈশ্বরের দান। ধর্মে যুধিষ্ঠির, প্রজাপালনে রাম, সততায় একলব্য, বুদ্ধিতে বৃহস্পতি ও মার্ক্সবাদে স্তালিন। সিপিয়েমের সুশাসনে দেশ ফুলে-ফলে-ধন-ধান্যে উপচে পড়ছে। দেশে তস্কর-দুবৃত্ত একেবারেই নেই। গৃহস্থ বাড়ির দরজা হাট করে খুলে ঘুমোয়। মধ্যরাতে সুন্দরী রমণী গা-ভর্তি গয়না পড়ে শহরের যত্রতত্র হেঁটে যেতে পারে। ঘরে ঘরে শিশুদের হাসিমুখ। সবাই বিদ্যালয়ে যায়, মিড-ডে মিল খায় ও কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে। চিকিৎসকের দ্বার ফাঁকা। অসুখ-বিসুখ নাই। সিপিয়েম আর কর্ণ - ধর্মযুদ্ধে এদের কেউ হারাতে পারে না। তাই সিয়া আসে। বার বার। নানা অবতার হয়ে। কখনও কূর্ম, কখনও মমতা, কখনো মাও।

    আহা রে!
  • SC | 128.2.53.210 | ০২ আগস্ট ২০১০ ২০:০৬456121
  • কেন্দুপাতার ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যপারটা মাওবাদীরা নিজেরাই বলেছে তো!!
    অরুন্ধতীর কমরেডদের সাথে পথ চলার লেখাটাতে আছে।
    ভালো কি খারাপ আলাদা কথা, কিন্তু পোস্টার মেরে জানিয়ে দিয়েছে।
  • kc | 89.203.49.18 | ০২ আগস্ট ২০১০ ২০:৩১456122
  • ঈশ্বর গুপ্তের কবিতা
    ----------------------

    ওরে ভণ্ড হাতে দণ্ড এ কেমন রোগ।
    দণ্ডে দন্ডে নিজ-দণ্ডে দণ্ড কর ভোগ।।
    নিজ-হাতে নিজ-পিণ্ড করিয়া গ্রহণ।
    লণ্ড ভণ্ড হয়ে মর কাণ্ড এ কেমন।।
    মুক্তি মুক্তি করিতেছ যত নারী-নরে।
    কথায় বসায়ে হাট বেচা কেনা করে।।
    কেহ বেচে কেহ কেনে কেহ করে দান।
    সকলেই শুনিতেছে কারো নাই কাণ।।
  • a x | 143.111.22.23 | ০২ আগস্ট ২০১০ ২১:২৫456123
  • এবাবা দেখেছ, ঈশ্বরগুপ্ত কেমন সাইমন গার্ফঙ্কেল থেকে টুকে দিল!
    People talking without speaking
    People hearing without listening
  • SC | 128.2.53.210 | ০২ আগস্ট ২০১০ ২২:১৯456124
  • থিওরিগুলো এক একটা অসা। না লিখে পারা যায় না। চিদু মনু আপনাদের বিরোধী দল। হারাতে চাইবে এটাই স্বাভাবিক। চিদু মনু বিজেপিকে যখন বাঁশ দেয়,তখন বিজেপিও কি বিপ্লবী নাকি?
    চিদু মনু তো একটা দলের নেতা, কিন্তু প্রশ্ন তো সিস্টেম নিয়ে। কমিউনিস্ট বিরোধীদের ভূমিকা সিপিএমের মতো সুবোধ বালক পালন করুক, এটাই তো সিস্টেম চায়। এম এন সি র মালিক থেকে কর্পোরেট নেতা সকলেই জানেন ভারতে তীব্র অর্থনৈতিক বৈষম্য, এবং সেটা ঘিরে একটা বিরাট অংশের মানুষের অসন্তোষ। বুদ্ধিমান পুঁজিপতির এই অবস্থায় একমাত্র চেষ্টা হবে মানুষের ক্ষোভ যেন একটা সেফটি ভাল্‌ব্‌হ পায়। সিপিএম ওরামই একটি সেফটি ভাল্‌ব্‌হ। দুটো বন্ধ ডাকবে, একটু মিডিয়াকে বাইট দেবে, আবার তারপরে লক্ষী ছেলের মতো সালিম সাহেবের সাথে চুক্তিও সই করবে। সি পি আই কে নেহরু বলতেন জিঞ্জার পার্টি, এও সেরকম।

    মানুষের ক্ষোভ ইন্টারনাল থ্রেট হয়ে উঠলে তো বিপদ। এই বিরাট বাজার হাতছাড়া হয়ে যাবে। সেটা ঠেকানোর সবচেয়ে ভালো উপায় তো এটাই,আন্দোলনটাকে একটা গন্ডীর মধ্যে বেঁধে রাখো, এরকম কিছু আদার ঝাঁঝ আছে, লঙ্কার ঝাল নেই জাতীয় যে এন ইউ র‌্যাডিকাল তৈরী করো। গণতন্ত্রের বহুস্বরও থাকলো, আবার বাজারও দিব্যি নিজেরটা গুছিয়ে নিলো।
  • PT | 203.110.243.21 | ০২ আগস্ট ২০১০ ২২:৪২456125
  • ""চিদু-মনু আপনাদের বিরোধী দল".....
    SC আপনি কোন দলের সেটা আগে খোলসা করে জানিয়ে দিন। তার পরে আলোচনা শুরু করা যাবে।
  • PM | 113.21.66.244 | ০৩ আগস্ট ২০১০ ০০:১০456126
  • PTববু।আপনার-তো দেখছি অভিমন্যু-র দশা।এক্কেবারে একা লড়ে যাচ্ছেন সপ্তরথির সাথে। বীরত্তের সাথে। চালিয়ে যান।
  • | 59.93.215.34 | ০৩ আগস্ট ২০১০ ০০:৫৩456128
  • সপ্তরথী কোথায়? তার দ্বিগুণ তো বটেই !!

    নানাসময়ে যতজন এরকম বা ওরকম বক্তব্য রেখেছেন নানা থ্রেডে, তাঁদের বিন্যাসটা অনেকটা হয়তো এরকম। এঁরা অনেকেই নিয়মিত লেখেন না আজকাল, তবে বিভিন্ন সময়ে এঁরা এক নির্দিষ্ট সুরেই গেয়ে এসেছেন, রেখেঢেকে বা খোলাখুলি।

    ক) সি পি আই এম বিবাদী (শূদ্রবর্ণ রাক্ষসগণ)

    ১) অক্ষ
    ২) রঞ্জন রায়
    ৩) কল্লোল
    ৪) অর্পণ
    ৫) ঈশান
    ৬) ন্যাড়া
    ৭) এম এম ইউ
    ৮) শমীক
    ৯) পাই
    ১০) আকা
    ১১) দুখে
    ১২) দে
    ১৩) পিনাকী
    ১৪) কে সি

    খ) সি পি আই এম বাদী (বিপ্রবর্ণ দেবগণ)

    ১) পিটি (সাজি কখনও পিঙ্গল কখন সবুজ, দ্যাখাই কখন বুঝি আর কখন অবুঝ)
    ২) পিটি (তোমরা যা বলো তাই বলো)
    ৩) পিটি (লড়ি অরি পারি যে কৌশলে)
    ৪) এস বি
    ৫) বিবি
    ৬) অরিজিৎ
    ৭) ব্ল্যাঙ্ক্‌
    ৮) ®
    ৯) র পরে .
    ১০) দু
    ১১) অনামিকা
    ১২) জনতা
    ১৩) পি এম
    ১৪) শুভজিৎ
    ১৫) শিবু
    ১৬) মনীশ
    ১৭) পিটি (আমাকে দাবায়ে রাখতে পারবা না)
    ১৮) পিটি (আমাকে কখনই দাবায়ে রাখতে পারবা না)
    ১৯) পিটি (আমাকে কোনভাবেই দাবায়ে রাখতে পারবা না)

    অনেককাল আগের একটি উদাহরণ থেকে পি টি-র এতগুলি স্থানের কথা মাথায় এলো - তৎকালীন বিশ্বের প্রথম দশজন ব্যাট্‌স্‌ম্যানের নাম জিজ্ঞেস করাতে গাভাসকর প্রথম চারটে স্থানেই ভিভ রিচার্ড্‌সের নাম বলেছিলেন, অনেকটা সেরকম।

    * তবে ষড়ানন পি টি-র পঞ্চমুখ বাদ দিলেও সদস্য সংখ্যা কাছাকাছিই থাকবে।

    এতে অবিশ্যি কিই বা প্রমাণ হয়?
  • Suvajit | 59.177.193.60 | ০৩ আগস্ট ২০১০ ০১:৩৩456129
  • :-)
    ঈশেনের সঙ্গে রাক্ষসগণটা বেড়ে মানিয়েছে।
  • kc | 89.203.49.18 | ০৩ আগস্ট ২০১০ ০৮:৩২456130
  • যা ক্কলা। আমাকেও শুদ্রবর্ণ বানিয়ে দিলে গা। কি দিঙ্কাল। ওহে বালক, আমি যে একদম ঝাণ্ডাধরা সিপিএম।
  • a x | 99.74.167.50 | ০৩ আগস্ট ২০১০ ০৮:৩৪456131
  • দে কেও ;-)
  • nyara | 203.110.238.16 | ০৩ আগস্ট ২০১০ ০৮:৫৪456132
  • শুভজিৎ, off late, দল পাল্টেছে নাকি?
  • Arpan | 122.252.231.10 | ০৩ আগস্ট ২০১০ ০৮:৫৭456133
  • যা:, সৈকতরে বাদ দিসে।
  • pi | 72.83.82.169 | ০৩ আগস্ট ২০১০ ০৯:০১456134
  • SC কে ও।
  • Samik | 122.162.75.138 | ০৩ আগস্ট ২০১০ ০৯:২৫456135
  • আমি রাক্ষসগণ!! ভাবলেও রোমাঞ্চ হয়।
  • Bratin | 122.248.182.16 | ০৩ আগস্ট ২০১০ ১০:৩৪456136
  • আমাকেও বাদ দিয়েছে.....
  • kd | 59.93.194.81 | ০৩ আগস্ট ২০১০ ১০:৫২456137
  • 'ফাঁকা' তো নিজেকেও বাদ রেখেছে :)
  • saikat | 202.54.74.119 | ০৩ আগস্ট ২০১০ ১০:৫৩456139
  • মংগলবার কোনক্রমে আপিসে এসে এ কী অনাচার দেখি !! আমাকে বাদ দেয়া হয়েছে!! ভেউ ভেউ ভেউ, এই তো একটাই কাজ টিপ্পনী কাটা, তাও ধর্তব্যের মধ্যে নেয় না গো !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন