এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৮৭৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ২৪ জুলাই ২০১০ ২৩:১৪456074
  • আসলে পরোক্ষে এই মনু-চিদুর হাত শক্ত করার মত সহজ রাজনীতিটাকে ধামাচাপা দেওয়ার জন্যই একদা-নকশাল, কখনও-মাওবাদী, হতে-পারি-কংশালরা সিপিএমের ""ঔদ্ধত্য"" নামক ঘোমটার আড়ালে আশ্রয় নিয়েছে।
  • PT | 203.110.246.230 | ২৪ জুলাই ২০১০ ২৩:১৭456075
  • ..... যেন ৮০০m লোককে না খাইয়ে রেখে চন্দ্রায়নের পেছনে ৪০০ কোটি টাকা খরচ করার মধ্যে কোন ঔদ্ধত্যই নেই!!
  • dukhe | 117.194.228.186 | ২৫ জুলাই ২০১০ ০০:০০456076
  • PT-র সঙ্গে পুনরায় একমত । মনু-চিদু-বুধুর হাত শক্ত করার জন্য আজিজুল প্রমুখ প্রাক্তন নকশালরা উঠেপড়ে লেগেছেন দেখছি ।
  • SC | 67.186.56.191 | ২৫ জুলাই ২০১০ ০০:০৬456077
  • মমতাকে সমর্থন করলে মনু চিদুর হাত সক্ত হচ্ছে কেন? ওনারা কেন্দ্রে ইউ পি এ জোটের অংশ বলে?
    তা হলে সেই একই যুক্তিতে বছর খানেক আগে সিপিয়েমকে সমর্থন করলেও কি এরকমভাবেই মনুর হাত শক্ত করা হচ্ছিলো।
    কোশ্চেন দুই, মাওবাদীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর জন্য যারা চিদুর সাথে ঠান্ডা ঘরে বৈঠক করছেন, এদের সমর্থন করলেও কি, বাই এনি চান্স, মনু চিদুদের হাত শক্ত করা হয়?

    মমতা বা সিপিয়েম কেউই বিপ্লব করতে নামেনি, ভারতের রাজনীতিতে এরা কেউ এলেই মৌলিক পরিবর্তন আসবে না। হয়ত পাড়ার প্রোমোটারের দাদাগিরি, পার্টির দাদাদের হম্বিতম্বি, গ্রামে সন্ত্রাসের পরিস্থিতি, নন্দীগ্রামের ঔদ্ধত্য এগুলো কমতে পারে। না কমলে রুটি আবার পাল্টাবে।
    কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে যাদের কোনো রেলেভেন্স নেই, তাদের কাছে ভারতীয় রাজনীতিতে মৌলিক পরিবর্তন নিজের পার্টির নেতারাও আশা করে না। ভারতবর্ষের তীব্র বৈষম্যের কথা যে নতুন করে সিপিয়েম বলছে তা তো নয়, এনিয়ে তো বিভিন্ন ধারার বামপন্থীরা আগেও অনেকবার বলেছেন। সিপিয়েম যে এনিয়ে বিশেষ কিছু করার চেষ্টা করেছে, এরকমও কোনো ইঙ্গিত নেই।
    বরং এই স্টেটের বিরুদ্ধে ইন্টারনাল থ্রেট হয়ে উঠতে পারার কৃতিত্ব মাওবাদীদের দেবো, যদিও তাদের অনেক কাজকেই সমর্থন করে উঠতে পারি না। সিপিএমের মতো একটা পার্টিকে চিদু বা মনুও ইন্টারনাল ত্থ্রেট বলে কোনোদিন অভিহিত করবে না, বরং এসে হরেকরকম সন্ত্রাস কি করে চালানো যায়, তাই নিয়ে বৈঠক করে যাবে।

  • dukhe | 117.194.228.186 | ২৫ জুলাই ২০১০ ০০:১৩456078
  • আর হ্যাঁ, চন্দ্রযানের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন । চাঁদে যাবার পথে অবরোধ হল বলে ।
  • Sibu | 174.145.107.225 | ২৫ জুলাই ২০১০ ০৯:৫১456079

  • http://en.wikipedia.org/wiki/Opposition_to_the_Indo-US_civilian_agreement_in_India

    The primary opposition to the nuclear deal in India, however, comes from the Communist Party of India (Marxist) (CPI(M))and its parliamentary allies (Communist Party of IndiaI, Revolutionary Socialist Party (India), All India Forward Bloc)[7][8] November 17 the left parties had provisionally agreed to let the government initiate talks with the IAEA for India specific safeguards which indicated that they may support.[9] The CPI(M), an external parliamentary supporter of government as it stipulates conditions that in some areas are more severe than the clauses in either the NPT or the CTBT.[10][11][12] They alleged that the deal would undermine the sovereignty of India's foreign policy and also claimed that the Indian government was hiding certain clauses of the deal, which would harm India's indigenous nuclear program, from the media.[13] On July 9, 2008, the Left Front withdrew support to the government reducing its strength to 276 in the Lok Sabha[14] (the lower house of the parliament).[15] The government survived a confidence vote in the parliament on July 22, 2008 by 275-256 votes in the backdrop of defections from both camps to the opposite camps.[16]

  • PT | 203.110.246.230 | ২৫ জুলাই ২০১০ ১৫:০৪456080
  • Poland 'to ban' Che Guevara image
    The iconic image of Che Guevara found adorning students' walls and t-shirts across the world could be banned in Poland under a government proposal to outlaw materials that incite "fascism and totalitarian systems".
    http://www.telegraph.co.uk/news/worldnews/europe/poland/5207669/Poland-to-ban-Che-Guevara-image.html


    চে-র ছবি পোল্যান্ডে শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়েছে কিনা কেউ জানেন?
  • kc | 194.126.37.5 | ২৫ জুলাই ২০১০ ১৭:২০456081
  • গোপাল উড়ের গান

    ঝিঁঝিট- আড়াখেমটা।

    কে করেছে এমন সর্ব্বনাশ,
    হলো অরাজকে বাস।
    আঁটকুড়ির ছেলেদের জ্বালায়,
    জ্বলি বারোমাস।।
    ডাল ভেঙ্গেছে ফুল তুলেছে,
    পাতা ছিঁড়ে ডাঁটা-সার করেছে,
    পাঁপড়ি গুলো মুচড়ে দেছে,
    যার যে অভিলাষ।।
  • PT | 203.110.243.21 | ৩০ জুলাই ২০১০ ২২:৩৯456082
  • দিদি ৯ তারিখে লালগড় যাবেন ঘোষণা শোনামাত্র পকাবুরা (নিরপেক্ষ ভদ্র সহ) ১৫ তারিখ লালগড় যাওয়ার দিন ঘোষণা করে দিলেন। কি আশ্চর্য সমাপতন!!
  • Ishan | 122.161.63.89 | ৩০ জুলাই ২০১০ ২৩:৪৫456084
  • ধুত। অনেকেই যাচ্ছে। অনেকদিন ধরেই যাচ্ছে। তিনজন এখনও জেলে। পিটিবাবু খালি চশমা পরে দেখেন। :)
  • SC | 128.2.53.210 | ৩১ জুলাই ২০১০ ০০:১৮456085
  • প: ব: র মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টচার্য্য মহাশয় কবে যাচ্ছেন?
    কমরেড প্রকাশ কারাতের কবে যাওয়ার প্ল্যান?
  • janataa | 121.241.218.132 | ৩১ জুলাই ২০১০ ১৫:৩৯456086
  • maaobaadiderbiruddhe "raashhTreeyasantraas" samarthankari.kaaranaamaraamoolsroter.aamaraagaNatantrapriya.aamaaderobe`nchethaakaaradhikaaraachhe.
    to?
  • a x | 99.74.167.50 | ৩১ জুলাই ২০১০ ২১:৩৩456087
  • আহা শুধু বেঁচে থাকলেই হবে? বাঁচার মত করে বাঁচতে হবেনা? কমনওয়েল্‌থ্‌ গেমস্‌ বাজেট এক্সিড করেছে ১৭ গুণ, ওরিজিনালের। ১৭ গুন! সেই টাকা কোত্থেকে এসেছে?

    দলিত ফান্ডের ৭৪৪ কোটি টাকা এখানে সরানো হয়েছে।

    এই ভাবে না বাঁচলে কি আর বাঁচা হয়!
  • PT | 203.110.247.221 | ৩১ জুলাই ২০১০ ২১:৪০456088
  • ঠিক ঠিক! কিন্তু দিদি সেই টাকা উদ্ধার করার চেষ্টামাত্র করবে না। আর মাওবাদীরাও সিপিএম মারতে এত ব্যস্ত যে এইসব তুচ্ছ ব্যাপারের দিকে নজর দেওয়ার তাদের সম্য নেই। আচ্ছা, এই জাতীয় কোটি কোটি টাকা লোপাট করা মানবাধীকার লঙ্ঘনের মধ্যে পড়েনা?
  • kallol | 124.124.93.205 | ৩১ জুলাই ২০১০ ২১:৫৯456089
  • আর সিপিএম চুপ করে থাকবে - তারাও তো ভাগটাগ পায় বোধহয় তাদের দিদির মতো।
  • ranjan roy | 122.168.205.238 | ০১ আগস্ট ২০১০ ০৫:৫৯456090
  • কমরেড পিটি,
    নিজের তৈরি রুলস্‌ অফ দ্য গেম মেনে বঙ্গের বাইরে বৃহত্তর ক্ষেত্রে তাকান। মাওবাদীরা যত না সিপিএম মারছে তার থেকে অনেক বেশি কং ও বিজেপি মারছে উড়িষ্যা,বস্তার ও মহারাষ্ট্রে। মেরে চিদুবাবুর হাত শক্ত করছে!
    বঙ্গে মাওবাদীরা মরছে বেশি।
    কারণ প্রকৃত ""গণতন্ত্র'' শুধু বঙ্গে আছে। আর ""গণতান্ত্রিক'' মানুষ এসব নষ্টামো সহ্য করতে রাজী নয়। ফলে চিদুবাবুর "রাষ্ট্রীয় সন্ত্রাস'' কে পূর্ণ সমর্থন দিচ্ছে!!!
  • PT | 203.110.243.21 | ০১ আগস্ট ২০১০ ১২:২১456091
  • এখানে লেখেন এমন অনেকের সিপিএম ব্যাশিং-এর অবশেসনটা কোথায় পৌঁছেছে দেখুন। ax-এর ""দলিত ফান্ডের ৭৪৪ কোটি টাকা এখানে সরানো হয়েছে"" কথাটার প্রতিবাদ করিনি -- সেটাও দেখা বা বোঝার মত ধৈর্য নেই তাঁদের। শুধু যাদের কাঁধে চড়িয়ে পরিবর্তন আনার (বা রুটি পালটানোর) চেষ্টা চলছে তাদের অবস্থানটা হাইলাইট করেছি মাত্র!! তবে দিদির লগে লগে পকাবুদের লালগড় যাওয়ার প্রস্তাব প্রসঙ্গে অনেকের নৈ:শব্দ আমাদের অনেককেই আশ্চর্য করেনি -- বরং স্বস্তি দিয়েছে!!

    RR
    এবার তাহলে সংখ্যা গুনতে হবে। আমার জানা নেই -- আপনি যদি গত এক বছরে আপনার দেওয়া তিনটি জায়গায় মাওবাদীরা কং-বিজেপির কত লোক মেরেছে সেই হিসেবটা দেন তাহলে বাধিত হই।
  • | 59.93.245.168 | ০১ আগস্ট ২০১০ ১৫:১৩456092
  • নানাসময়ে এখানে কজন সি পি আই এম ব্যাশিং আর কজন সি পি আই এম লিকিং? সে হিসেবটা কি রাখেন পিটিবাবু?
  • ranjan roy | 122.168.61.176 | ০১ আগস্ট ২০১০ ১৫:২৭456093
  • PT,
    এই হিসেবটা মাঝেমধ্যেই, এমনকি গত সপ্তাহেও TOI ইত্যাদি প্রধান সংবাদপত্রে বেরিয়েছে। দেখে নিন। জঙ্গলমহালে কত মেরেছে ও মরেছে তার খবরও বেরুচ্ছে।
    বস্তারে প্রাক্তন মন্ত্রী বলীরাম কশ্যপের ভাই , মহেন্দ্রকর্মার ছেলে সবাইকে মেরেছে। এরা কেউ সি পিএম নন,-- সেটা তো মানবেন? মাওবাদীরা বঙ্গে যা সিপিএম মেরেছে তা গ্রাসরুট লেভেলে, কোন বড় নেতা বা মন্ত্রীর পরিবারে হামলা হয় নি। কিন্তু ঝাড়খন্ডে বা বস্তারে বড় নেতাদের পরিবারের ওপর হামলা হয়েছে। আর মাওবাদীদের বড় নেতা ও সক্রিয়রা বঙ্গে মরছে বেশি, বস্তার ও ঝাড়খন্ডে কম।
    আমি এটা দেখাতে চাইছি-- মাওবাদীদের সংঘর্ষ যে যেখানে রাষ্ট্রক্ষমতায় আছে তার বিরুদ্ধে, সে যে পার্টিই হোক। আপনি কেবল সিপিএম নামক দলটি ধোয়া তুলসী পাতা আর সবাই খালি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে কান্নাকাটি শুরু করএছেম তা ধোপে টেকেনা।
  • PT | 203.110.247.221 | ০১ আগস্ট ২০১০ ১৬:১৬456095
  • @RR

    আপনার পচ্ছন্দের শব্দাবলি আমার মুখে বসিয়ে দিয়ে কোন লাভ নেই। আমি যখন মেনে নিচ্ছি যে এখানে কয়েকশ কোটি টাকা মারা হয়েছে তখন সিপিএম সম্বন্ধে আমার অবস্থানকে "ধোয়া তুলসী পাতা"" দিয়ে ব্যাখ্যা করাটা নেহাৎই অতিরঞ্জন বলা যেতে পারে।

    প: বঙ্গের বাইরে মাওবাদিদের হাতে নিহত গুটি দুয়েক নাম পেয়ে বাধিত হলাম-- অন্তত: গোটা কুড়ি আশা করেছিলাম। বড়বাবুরা যারা মরেছে তাদের মাথা পিছু প: বঙ্গের লেংটি পড়া ""ছোটলোকদের"" সংখ্যা ১০০ করে ধরলে অবিশ্যি কিছুটা কাছাকাছি আসে।

    তারপরেও প্রশ্ন যেটা রয়েই যায় সেটা হল যে এই বড়বাবুরা যারা মরেছে তারা শ্রেণী শত্রু হিসেবে মরেছে না ভাগ বাঁটোয়ারার কারণে মরেছে কে জানে।

    এখানে বলে রাখা ভাল যে খনি থেকে আকরিকবাহি ট্রাকগুলো কেন জানিনা দিব্য বিনা বাধায় দিনের পর দিন কারখানা গুলোতে পৌঁছে যাচ্ছে!!! মাওবাদীদের ভয়ে কারখানা গুটিয়ে আকরিকের বড় ব্যবসায়ীরা কেউ পালিয়ে গিয়েছে বলে শুনিনি।
  • kc | 194.126.37.76 | ০১ আগস্ট ২০১০ ১৭:০৩456097
  • রঞ্জনদা, এতো ঠিকই আছে। এতদিন সিপিএমের লোকগুলো বেশী মরেছে, এখন বনপার্টির লোকেরা বেশী মরছে, ২০১১র ""কুরুক্ষেত্র''র পর শুধু সিপিএমের লোকগুলোই আবার মরবে। কোই শক্‌?
  • nyara | 122.172.24.40 | ০১ আগস্ট ২০১০ ১৭:৩০456098
  • সিপিয়েম ব্যাশিং শাস্ত্রে বারণ নাকি?

    মেদনিপুরের গ্রামে শুনলাম এদ্দিনে মাওবাদীরা অন দা রান। সিপিয়েমের হার্মাদ বাহিনী দখল নিয়েছে। সিপিয়েম বেশ কিছুদিন বেধড়ক মার খাবার পরে, দান উল্টেছে।
  • a x | 99.74.167.50 | ০১ আগস্ট ২০১০ ২০:১৭456099
  • এটা অনেকদিন ধরেই ঘটছে। যৌথবাহিনী বলে বঙ্গে অন্তত যে অভিযান চলে, সেটি যৌথবাহিনী প্লাস হার্মাদবাহিনী। প্রতিটি পুলিশ স্টেশন তৈরি হয়েছে লোকাল সিপিএমকে প্রোটেকশন দিতে, তাদের অফিসের পাশেই। শিলদাও তাই।

    আর পিটির ঐ গুলপটা তো দেড় হাজারকোটি টাকা ছিল, সেই ইনফ্লেশনে সবই বাড়ে, গুল্পই বা বাড়বে না কেন!

    তবে একই খবর যখন রিসাইকেল করা হয় রিলেন্টলেসলি, খবর কিরকম মিথ্যে দেখানোর পরেও, তখন আমাকেও বাসি লিংক রিসাইকেল করতে হবে। তবে স্থিকাবুদের ডেডিকেশন অন্য লেভেলে, এ কথা মানতেই হবে।

    http://sanhati.com/excerpted/2269/
  • Ishan | 122.161.63.146 | ০১ আগস্ট ২০১০ ২১:৪৩456100
  • উফ পিটি পারেনও বটে।

    http://www.dnaindia.com/india/report_maoists-killed-nearly-600-people-in-past-five-months_1396456

    জ্ঞানেশ্বরী কান্ড বাদ দিলে (যেটার দায়িত্ব মাওবাদীরা অস্বীকার করেছে), মাওবাদীদের হাতে অসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা এরকম:

    ছত্তিশগড়: ৯০
    পশ্চিমবঙ্গ : ৮২
    ঝাড়খন্ড: ৩৪
    উড়িষ্যা: ৩০

    এটা বোধহয় মাসখানেক আগের খবর। ভারত সরকারের দেওয়া হিসেব।
  • ranjan roy | 122.168.181.4 | ০১ আগস্ট ২০১০ ২২:২৫456101
  • সোজা হিসেবটা সোজা ভাবে দেখেন না কেন পিটিবাউ?
    বঙ্গে মাত্র জঙ্গলমহাল এলাকায় মাওবাদীদের সশস্ত্র অভিযান চলছে।
    মহারাষ্ট্রের গড়চিরৌলী-চান্দা বা অন্ধ্রের শ্রীকাকুলাম ছেড়ে দিলাম। বাদ দিলাম উড়িষ্যার সংলগ্ন এলাকা। শুধু ঝাড়খন্ড আর ৩৬গড়ের এলাকা ধরলেই বঙ্গের জঙ্গলমহালের দশগুনেরও বেশি এলাকা। সেখানে সিপিএম ক্ষমতায় কেন, অস্তিত্বেও নেই বল্লেই হয়। কাজেই অন্য দলগুলো, অর্থাৎ যাদের লোকজন ক্ষমতায় আছে, তারা মরছে।
    আর আমি দু'জন বড়দার নাম দিয়েছি। আপনি একজন সিপিএম মেজদাও মরেছে বলে দেখান দিকি!
    কেসি,
    ২০১১তে মরবে বা মারবে ঘাসফুল-সিপিএম। মাওবাদী হিংসার বিস্তার ( সর্বভারতীয় স্তরে)এ এই রেফারেন্স অপ্রাসংগিক।

    আর পিটি, আপনি যেই হিসেব , যেই কারণই দেখান এটা কি অস্বীকার করতে পারেন যে প্রধানমন্ত্রী নিজে আজ মাওবাদীদের সবচেয়ে বড় আন্তরিক বিপদ বলছেন-- কোন সিপিএম কে নয়।
    ওদের ঠেকাতে সাতটি রাজ্য জুড়ে জয়েন্ট কম্যান্ড তৈরি হয়েছে। সি আই এস এফ এর বিজয়রমন এর প্রমুখ হয়ে কোলকাতায় অফিস খুলেছেন। এবং ঐ কমিটিতে বামনেতা বুদ্ধবাবুও সংগতভাবেই আছেন।
    এরপরও বলবেন নাকি যে ভাগ-বাঁটোয়ারা পোষায়নি বলে চিদু-মনমোহন বুদ্ধবাবুদের সঙ্গে জোট বেঁধেছেন!
  • pinaki | 67.210.179.5 | ০২ আগস্ট ২০১০ ০৪:২৭456102
  • উঁহু। ওসব বল্লে হবে না। চিদু মনুর সাথে বুদ্ধের জোট হল পোগোতিসীল জোট। বিজেপি, মাওবাদী - ইত্যাদিকে ঠেকানোর স্বার্থে। হোয়্যার‌্যাজ মমতার জোট হল পোতিক্কিয়াসীল জোট। সিপিএমকে ঠেকানোর স্বার্থে।

    এন্ড প্রোডাক্টটা হাগুই। শুধু আমার পেছন দিয়ে বেরোলে সেটা একরকম। অন্যের পেছন দিয়ে বেরোলে আর একরকম।

    এটাই 'প্রেক্ষিত'। এটা না বুঝলে চলবে কমরেড?
  • PT | 203.110.243.21 | ০২ আগস্ট ২০১০ ০৮:৫৯456103
  • কত কায়দায় না আসল কথাটা এড়িয়ে যাওয়া গেল! কতগুলো যাত্রীবাহি বাস পোড়ানো হয়েছে আর কেন একটাও আকরিকবাহি ট্রাক এপর্যন্ত উড়িয়ে দেওয়া হয়নি - কেন একজন ব্যবসায়ীও আকরিকের ব্যবসা থেকে পাত্তাড়ি গোটায়নি - মাওবাদীরা নাকি আদিবাসীদের স্বার্থরক্ষার জন্য লড়ছে? তাদের ২০০০ কোটি টাকার সাম্রাজ্যে ব্যবসায়ীরা এমনি এমনি টাকা যোগাচ্ছে?

    আর Ishaan পারেনও বটে, বেছে বেছে সংখ্যাতত্ব হাজির করতে। আপনার দেওয়া লিংক থেকেই তুলে দিলাম:

    The count was the highest in West Bengal at 291.

    Of these, 230 were civilians and the remaining state and central paramilitary personnel.

    a majority of civilians killed by Maoists in Bengal were CPI(M) workers suspected to be police informers.


    অন্যান্য রাজ্যের নিহত মানুষের রাজনৈতিক পরিচয় জানা নেই। এটাই আমিও বলতে চেয়েছিলাম।
  • pi | 72.83.82.169 | ০২ আগস্ট ২০১০ ০৯:২০456104
  • না:, সত্যি আপনি পারেন বটে। লিখতে ইচ্ছে করছিলো না, কিন্তু এরকম পোস্ট দেখলে সত্যি অস্বস্তি হয়।

    যে লাইনগুলি তুলে দিলেন, তার ঠিক পরের লাইনগুলো বাদ দেওয়া কে কি বলে ?

    A senior official in the West Bengal home department said the reason for the high casualty in the state was the recent Gyaneshwari Express sabotage that took 148 lives.

    আর, 01 Aug 2010 -- 09:43 PM এর পোস্ট যা পড়লাম , ওটা জ্ঞানেশ্বরী কাণ্ড বাদ দেওয়া হিসেব। অবশ্য চশমা পরলে বোধহয় অন্যরকম কিছু পড়া যায়।
  • dukhe | 122.160.114.85 | ০২ আগস্ট ২০১০ ০৯:৫৮456106
  • জ্ঞানেশ্বরীতে ট্রেন বোঝাই সিপিয়েম ছিল । দিদির রেল খবরটা মাওদের দিয়েছে । মাওরা তাদের ওপর হামলা করেছে । সোজা হিসেব । সাধে কি আজিজুল বলেছে রেল বাজেটের সব টাকায় দুষ্কৃতীদের অস্ত্র কিনে দেওয়া হচ্ছে ?
    হাসবেন না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন