এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯৩০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১৪:৪৬455874
  • * জায়গা
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১০ ১৬:১০455875
  • PT, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলা যাবে না, কেন্দ্রের রুটিও পালটানো যাবে না, পৃথিবীতে যখন দারিদ্‌র্‌য আছে ভারতে এবং বঙ্গে থাকবেই - এবার কোন প্রেক্ষিতে কথা হবে ? ছেলেমানুষদের বড় করতে গিয়ে যে মহাশূন্যে পাঠিয়ে দিলেন স্যার ।
  • aka | 168.26.215.13 | ১৩ জুলাই ২০১০ ১৮:১১455876
  • গিনি কোএফিশিয়েন্ট বেশি হলে আপত্তি কি? আমেরিকার গিনি কোএফিশিয়েন্ট তো খুব বেশি। কই সেখানে আফ্রিকার থেকে বেশি দরিদ্র নেই?
  • aka | 168.26.215.13 | ১৩ জুলাই ২০১০ ১৮:২০455877
  • দেশের ইনকাম গ্রোথ হলে জিনি কোএফিশিয়েন্ট ইনিশিয়ালি বাড়ে, সেরকমই সব উন্নত দেশেই দেখা গেছে।
  • ranjan roy | 122.168.23.255 | ১৩ জুলাই ২০১০ ২২:২০455878
  • একজন কেউ সাম্যবাদী দলের সমর্থক হতে পারেন। তাঁর সমর্থনের ভিত্তি দলটির আশু প্রোগ্রাম বা দলের কার্যশৈলী বা নৈতিকতা বা নেহাৎ ভালোলাগা হতেই পারে।
    কিন্তু যিনি নতুন সদস্য নন, দীর্ঘসময় সাম্যবাদী দলের হয়ে জীবন কাটিয়েছেন, তাঁর আচার-আচরণে সাম্যবাদী দর্শনের ছায়া পড়বেই। আর যিনি নেতৃত্ব দেবেন তিনি তো রোল মডেল। তাঁর জীবন্‌যাপন শৈলীতে তাঁর নিজস্ব মূল্যবোধ প্রকট হবে না?
    যিনি ভূত ও ভগবানে বিশ্বাস করেন, দেহের বাইরে স্বতন্ত্র আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন তিনি কি করে একই সঙ্গে " দ্বান্দ্বিক বস্তুবাদ'' এ বিশ্বাসী হবেন?
    PT সিপিএম এর সমর্থক হতে পারেন, কিন্তু আদৌ মার্কসবাদ নিয়ে সিরিয়াস কি?
  • pi | 128.231.22.89 | ১৩ জুলাই ২০১০ ২২:২৬455879
  • পৈতে যাঁরা সমর্থন করেন, কোন দৃষ্টিকোণ থেকে করেন ? মানে, ব্রাহ্মণত্ব ইত্যাদি মেনে করেন ? নিছক কৌতূহল।
  • Blank | 59.93.195.71 | ১৩ জুলাই ২০১০ ২৩:১১455880
  • আমার একটা কোশ্চেন ছিলো।
    মার্কসবাদী দের কি যোগ ব্যয়াম করা উচিৎ?
  • Blank | 59.93.195.71 | ১৩ জুলাই ২০১০ ২৩:১২455881
  • আমি পৈতে হেব্বি সমর্থন করি। আমার কোনো পৈতে নেই বলে দু:খু পাই। পৈতে তে প্রচুর গীফট মেলে। অনেক গুলো ঘড়ি মেলে। পৈতে দেবে বললে আমি মার্ক্স ছেরে দেবো
  • pi | 128.231.22.89 | ১৩ জুলাই ২০১০ ২৩:১৫455882
  • হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের তো আরো ই দুখ্‌খু।
  • PT | 203.110.246.230 | ১৩ জুলাই ২০১০ ২৩:৩২455884
  • ""মুখ চাই মুখ"" উপন্যাসের একটি চরিত্র -- প্যারিস নিবাসী এক ব্রাহ্মণ সন্তান পৈতে দেওয়ালে ঝুলিয়ে রেখে ফরাসী সুন্দরীদের সঙ্গে বিছানাতে যেতেন!!
  • Netai | 122.162.238.66 | ১৩ জুলাই ২০১০ ২৩:৩৫455885
  • সত্যি কথা কইতে
    আমার একটি পৈতে
    হইতে হইতে হলনা
    বক্ষে দু:খু এলো
    দু:খে জনম গেলো
    দু:খ তবু মোলোনা
  • SC | 128.2.53.210 | ১৪ জুলাই ২০১০ ০২:১৮455886
  • এই টইটা ঠিক এটা আলোচনা করার জায়গা নয়, তাও একটু বলি।
    এই কুসংস্কার, ধর্ম ব্যাপারগুলো একটু জটিল। পৈতে আমি নিজে পরিনা, কিন্তু কেন কেউ বিশ্বাস করে, তার একটা আইডিয়া দিতে পারি।অধর্মের মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে শক্ত শক্ত তঙ্কÄ,যথা কেমনে মোক্ষ মিলিবে ইত্যাদি, আর আছে ডালভাতের সাথে হজম করা যায়, এমনি মেড ইজি।

    ধর্ম মানুষকে একটা বাঁচার পারপাস দেয়, তার জীবনের একটা বিরাট বড় শূন্যতাকে পূর্ণ করে। এবারে একটা সম্পূর্ণ এবস্ট্রাক্ট ফিলো দিয়ে তো সেটা সম্ভব নয়। পৈতেই বলুন, আর পুজামন্ডপ, আসলে সকলই হচ্ছে কিছু সিম্বল, যার মধ্যে দিয়ে ধর্ম মানুষের কাছে আসতে পারে।
    এনিয়ে অনেক পোমো ফান্ডা আছে, এককালে পড়েছিলাম।

    তবে বামপন্থীরা যতখানি সহজে যুক্তিবাদকে একটা এবসোলিউট ভালো ব্যাপার বলে চালিয়ে দেন, সেটা মানি না। মানুষের জীবনের একটা বিরাট অংশকে যুক্তিবাদের ব্যাখ্যার মধ্যে ফেলা যায়না। শুধু তাই নয়, ডস্টয়েভস্কির মতো অনেকে তো এই লিবারাল যুক্তিবাদকে এক ধরণের সামাজিক অবক্ষয় হিসেবে দেখেছেন। আমি হয়ত খুব ভালো করে বোঝাতে পারলাম না,আরো ডিটেলে লিখতে হবে।

    ব্যাক্তিগতভাবে ভারতবর্ষের মানুষের জীবন থেকে ধর্ম বাদ দেওয়ার ব্যাপারটা আমার অবাস্তব মনে হয়। এবং কমিউনিস্টরা ক্ষমতা পেয়ে যদি জোর করে সেটা করতেও যান, তার ফল খুব বিপজ্জনক হতে পারে।
  • PT | 203.110.246.230 | ১৪ জুলাই ২০১০ ১০:৫৩455887
  • কট্টর মার্ক্সবাদীরা আর যুক্তিবাদী সংগঠনগুলো কেন যে দুগ্গাপুজোর সময় বইয়ের দোকান দেয় কে জানে..... এ তো পরোক্ষে মানুষের মধ্যে দুগ্গাপুজোর ব্যাপক প্রভাবকে মেনে নেওয়ার সামিল। একজন প্রতিমাশিল্পী যেভাবে দুগ্গাপুজোকে উপলক্ষ করে তার ব্যবসা চালায় বা শিল্পকে প্রচার করে, এই দলগুলো তো সেই একই পদ্ধতি গ্রহণ করেছে। তার মানে ঐ প্রতিমাশিল্পী আর রাজনৈতিক দলগুলো একটি সংস্কারকে (কু- নয়) ব্যবহার করছে।
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১০:৫৬455888
  • আহা, দুগগাপুজোর ব্যাপক প্রভাব তো আছেই । মানুন আর নাই মানুন । না মানলে বড়জোর উটপাখি হতে পারবেন ।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১১:৫৩455889
  • সত্যি, এখন তক্কের মান দেখে বেশ হাসি পাচ্ছে।
    দূর্গা পূজোর প্রভাবকে অস্বীকার না করা। আর নিজে দূর্গা পূজোয় অঞ্জলি দেওয়া এক জিনিস হলো!!!
    ধূর - এসব তক্কের কোন মানে আছে!
  • PT | 203.110.243.21 | ১৪ জুলাই ২০১০ ১২:০৮455890
  • যে মুসলমান চাষী দুগ্গাপুজোর অঞ্জলীর ফুলের যোগান দেয় সে বুঝি দুগ্গা ঠাকুরে বিশ্বাস করে ফুলের জোগান দেয়? সেও তো মার্ক্সবাদীদের মত কিছু বিক্রী করে পয়সা তুলছে -- ঔ দুগ্গাপুজোকে কেন্দ্র করেই!
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১২:১৯455891
  • হ্যাঁ, তো তাতে কি?
    দূর্গা পূজায় বিশ্বাস না করেও তার প্রভাবকে স্বীকার করাই যায়। কিন্তু দূর্গা পূজায় অঞ্জলি দিয়ে এসে, গ্রহ রত্ন-মাদুলি ধারণ করে মার্কসবাদী হওয়া যায় না।
  • PT | 203.110.243.21 | ১৪ জুলাই ২০১০ ১৩:৪২455892
  • ঠিক, ঠিক, মেনে নিলাম।
    এইবার সেই ""অবিশ্বাসী"" মার্কসবাদী যখন অসংখ্য ""বিশ্বাসী"" মানুষের মধ্যে গিয়ে তাদের দলে টানার চেষ্টা করবে, তার সমস্যা তখনই শুরু হবে। বিশেষত: এই দেশে, যেখানে মুক্তচিন্তার নামে অসংখ্য টিভি চ্যানেল সরাসরি, জ্যোতিষ, আংটি, মাদুলির প্রচার চালাচ্ছে। যে কাগজটি না পড়লে পেছিয়ে পড়তে হয়, বা যে কাগজটি ""হার্মাদ"" শব্দটিকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তারা জোতিষের বিজ্ঞাপন ছাপিয়ে লক্ষ, লক্ষ টাকা রোজগার করে। এই টিভি চ্যানেল এবং কাগজগুলো সব সময়ই চাইবে যে তাদের জ্যোতিষ-বাবদ রোজগারে যেন ভাঁটা না পড়ে। আর জোর করে কিছু করতে গেলে মানবাধিকার কর্মিরা তো আছেই -- ভদ্রবাবুরা চ্যানেলে চ্যানেলে মুক্তচিন্তার পক্ষে বক্তব্য রাখতে বসে যাবে। কাজেই এই অসম লড়াইয়ে জেতা নয়, শুধু টিকে থাকতে গেলে ঐ কট্টর অবিশ্বাসী মনোভাবকে আপাতত: পকেটে পুরে রাখতে হবে।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১৪:৫১455893
  • ধর্ম নিয়ে আক্রমনাত্মক না হওয়া, আর ধর্মে বিশ্বাস করা এক হোল?
    কি জানি। কালে কালে কতো কি শুনবো। এর পর পুঁজিপতিরা কম্যুনিষ্ট হয়ে যাবে। আর শোষন-টোষন পকেটে পুরে রাখতে বলা হবে। ভালো।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১৫:২৬455895
  • এসব ফালতু তক্কো আর ভাল্লাগছে না।
    এ টইটা থেকেও চলি।
  • PT | 203.110.247.221 | ১৪ জুলাই ২০১০ ২০:৪৮455896
  • ফালতু তক্ক? লড়াইটা কত অসম সেটা এই খবরটা থেকে বোঝা যাচ্ছে -- এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো কয়েকজন ""অবিশ্বাসী"" কম্যুনিস্টের কম্ম নয়।

    Astrology biz booms! GaneshaSpeaks to go global

    .......Today, nine years later, GaneshaSpeaks employs 300 astrologers and has call centres across India. They get 1 million calls per day and the revenues have crossed Rs 10 crore (Rs 100 million).
    http://business.rediff.com/slide-show/2010/jul/14/slide-show-1-ganeshaspeaks-to-go-global.htm

  • nyara | 122.167.170.202 | ১৪ জুলাই ২০১০ ২১:১০455897
  • হাস্যকর থেকে bizarre হচ্ছে ক্রমশ: পিটির কথাগুলো। দিল্লিতে বিপ্লব না এলে সিপিয়েম কিছু করতে পারবে না, সারা দেশের পরিস্থিতি না বদলালে পশ্চিমবঙ্গের উন্নতি করা যাবে না (ভারতের বাইরে সম্বন্ধেও কিছু কী বলেছিলেন?) - সেউ থেকে এবার সারা বিশ্ব থেকে তাগা-তাবিজ না উঠলে ওনারা লড়াই করতে পারবেন না।

    সাধু বাংলায় প্রশ্ন যে কেন কেউ করছে না - কী উৎপটাং-এর জন্যে তবে পার্লামেন্টারি সিস্টেমে যান?
  • pi | 128.231.22.89 | ১৪ জুলাই ২০১০ ২১:১২455898
  • http://www.indianexpress.com/news/with-no-birth-date-cpm-mp-abdullakutty-turn/359910/

    CPI(M) MP from Kannur, the party citadel in North Kerala, has sought refuge in Nadi astrology, the art of reading one’s destiny from thumbs. .....After having got the birthday, the star and other related details of his horoscope, the comrade said he had emerged out of the village a contented man.

    লড়াইটা আগে ভিতরে করুন কমরেড :)
  • PT | 203.110.246.230 | ১৪ জুলাই ২০১০ ২৩:১৯455899
  • কোনটা হাস্যকর প্রস্তাব বা প্রত্যাশা ভেবে দেখুন -- জোতিষের ব্যাবসা সারা ভারতে ১০ কোটি টাকা রেভিনিউ আদায় করবে আর তিনটি রাজ্যে ৫০%-এর কাছাকাছি ভোট পাওয়া একটি দল জ্যোতিষের বিরুদ্ধে লড়াই করবে!!
  • Arpan | 122.252.231.10 | ১৪ জুলাই ২০১০ ২৩:৩৩455900
  • আরে এ তো ভালো কথা। আর প্রোমোটারির ব্যবসা সারা ভারতে কত কোটি টাকা রেভিনিউ আদায় করে সেই হিসেবটা একটু হয়ে যাক। পিটির কাছে তো সব সংখ্যাতত্ব আছে।
  • aka | 168.26.215.13 | ১৪ জুলাই ২০১০ ২৩:৪০455901
  • সারা পৃথিবীর এই যাবতীয় বাজারি কাজকম্মের বিরুদ্ধেই তো ""মার্ক্সবাদ"" এর লড়াই, আন্দোলন। সে যদি রাজ্যে ক্ষমতায় থেকে নাই করা যায়, তাইলে আর ক্ষমতায় থাকা কেন?
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০০:১৫455902
  • প:বঙ্গের জ্যোতিষচ্যানেলগুলোর রেভিন্যু কি কেন্দ্র বা অন্য রাজ্য পায় ? ব্যঙ্গ করছিনা। সিরিয়াস কোশ্চেন।
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১০ ০০:৩৩455903
  • রেভিনিউ পায় কিনা বলতে পারব না। তবে নতুন চ্যানেল খোলার জন্য সম্ভবত: কেন্দ্রের অনুমতি লাগে। যে কারণে দাড়িবাবু দিদির আঁচল ধরে প্রণব বাবু পর্যন্ত ধাওয়া করেছিলেন তাঁর চ্যানেল খোলানোর অনুমতির জন্য।
  • SC | 128.2.53.210 | ১৫ জুলাই ২০১০ ০৪:৪১455904
  • পি টি তো আংটি মাদুলির পিছনে হাত ধুয়ে পড়ে গেছেন।
    আমি ধর্মকে ব্যাক্তিগত ব্যাপার বলে মনে করি। মাদুলি ইত্যাদির বিরুদ্ধে বামফ্রন্ট বা অন্য কোনো ফ্রন্টের কোনো লড়াইকে কোনোভাবেই সমর্থন জানাবো না। তবে আমার ধারণা রাজ্য সরকার সেরকম কোনো লড়াই করার চেষ্টা করছে না। বাড়ি গিয়ে তো দেখি টিভিতে কয়েকটা বাংলা চ্যানেল আছে, যারা সারাদিনই বাবাজীদের ফোন ইন প্রোগ্রাম করে, আর আংটি মাদুলি তাবিজের প্রেসক্রিপশন লেখা হয়। এর বিরুদ্ধে বামফ্রন্ট সরকার কোনো স্টেপ নিয়েছে বলে জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন