এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভূ-১০

    pinaki
    নাটক | ১৭ জুন ২০১০ | ২৯২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.205 | ১২ জুলাই ২০১০ ২১:০৭455841
  • হ্যাঁ, অযৌক্তিক সস্কারের বিরুদ্ধে রুখে দঁড়ানোটা জরুরী।
    আমি ও আমার ববার শ্রাদ্ধ করিনি। তাতে আমার পাড়া-বন্ধু-অফিস-আত্মীয় কারুর থেকে বিচ্ছিন্ন হই নি। হ্যাঁ, তিন বছর ব্যঙ্গালোরে থেকেও হই নি।
  • SB | 115.117.221.223 | ১৩ জুলাই ২০১০ ০৯:৫১455842
  • টইটাতে একটা ভাল ডিবেট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে মনে হোল :-)

    যাউগ্গিয়া, ধর্ম এবং ধর্মীয় আচার আচরণের সাথে কোন কম্যুনিস্টের বিন্দুমাত্র সংযোগ থাকতে পারেনা। তাবিজ, আংটি, মাদুলী, পূজো আর্চা, সংস্কার, কুসংস্কার - কিছুর সাথেই কোন কম্যুনিস্ট বা মার্ক্সবাদীর কোন সম্পর্ক নেই। মার্ক্সবাদ মানে তো বেসিক্যালি যুক্তিবাদ, শুধুই লেবার থীওরি অব ভ্যালুজ নয়।

    তবে সিপিএম টানলে দুচার কথা আছে। সিপিএম মনে করে প্রথমে গণসংগঠনের মাধ্যমে মানুষজনকে কাছে টানতে হবে, যাদের মধ্যে পোটেনশিয়াল আছে তাদের কে পার্টি মেম্বার্শিপ দিতে হবে, তারপর অনুশীলনের মাধ্যমে সে মানুষ আসতে আসতে কম্যুনিস্ট হয়ে উঠবে। তাই DYFIএর মিছিল শনি মন্দিরের পাশ দিয়ে গেলে অনেকেরই হাত মাথায় ঠেকে যায়। অনেক পার্টি মেম্বারও তাবিজ মাদুলী পড়েন, পূজো কমিটির হর্তা কর্তা হন। নক্‌শাল রা মনে করেন আগে কম্যুনিস্ট হও, তারপর মেম্বার্শিপ পাবে। সিপিএম অন্যরকম মনে করে।

    বিটিডাব্লিউ, ঈশানের ল্যাখাপত্তরও আমার বেশ চিত্তকর্ষক লাগে, আরো কারোর কারোর। সেই যেমন জ্ঞানেশ্বরীর পরে মাওবাদীদের নাম শুনেই কেউ কেউ কেমন ঝাঁপিয়ে পরলো প্রমাণ করার জন্যে যে ওটা কিছুতেই মাওবাদীদের কাজ নয় .... সেসব খুবই চিত্তাকর্ষক ;-)
  • SB | 115.117.221.223 | ১৩ জুলাই ২০১০ ০৯:৫৫455843
  • পাগলা পুঁইক - অখিলেশ

    আমরা যত সবুজবাদী,
    ঘাসে ফলাই ফুল।
    নেত্রী যতই hot হোননা,
    আমরা সবাই cool!

    একবার যাই ডান দিকেতে,
    পরক্ষণেই মাও।
    যতসামান্য সুযোগ পেলেই
    খাবলে মারি দাঁও।

    রাজনীতি তো রাজার কম্ম,
    পাবলিক খায় ঘোল।
    দিল্লী বলে দাঙ্গা লাগাও,
    বঙ্গে যখন Poll!

    লক্ষ্য এখন লাল বাড়ী টা,
    দিদি বলছেন quick!
    আর কিছুদিন, ব্যাস তারপর,
    সাংবিধানিক "পুঁইক"।

    (উপরে "পুঁইক" অর্থে বহু-চর্চিত ও স্বনামধন্য ভুভুজেলা-র শব্দের বঙ্গীয় সংস্করন বিশেষ! )

    protibadikabitacommunitytheke
  • Ishan | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ০৯:৫৮455844
  • অজ্জিনাল কিছু লেখেন। অ্যাটলিস্ট চেষ্টা তো করেন। সর্বত্র অন্যের শুনে টোকা ভালো অভ্যেস নয়। :)
  • Ishan | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ১০:০১455846
  • এই রে। এই টা কাব্যি টোকা সম্পর্কে লিখি নাই। :)
  • aka | 24.42.203.194 | ১৩ জুলাই ২০১০ ১০:০১455845
  • এইযে শুধু ভারতের নিরিখে নয় পৃথিবীর নিরিখে প:ব:য়ের অবস্থান

    http://www.anandabazar.com/13desh1.htm

    দেখি, শুনি কি যুক্তি গরীব মানুষের সরকারের। তাও বুঝে দেখতে হবে যে প:ব:য়ের সাথে আরও সাতখানা রাজ্য আছে।

    এসবি, মার্ক্সবাদ মানে যুক্তিবাদ নয়, মার্ক্সবাদ মানে ""মার্ক্সবাদ"" - মার্ক্স রচিত অর্থনীতি এবং দর্শন ও কমিউনিস্ট ম্যানিফেস্টো। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি অন্য, প্রবীর ঘোষ চালাতেন। :)

    মার্ক্সবাদ মানে বেসিকালি যুক্তিবাদ কথাটি কি ব্যক্তিগত উপলব্ধি নাকি তাঙ্কিÄক রেফারেন্স আছে?
  • Ishan | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ১০:০৪455847
  • যুক্তিবাদ একটি ভাট। কমিউনিজমও একটি ভাট।
  • kc | 194.126.37.5 | ১৩ জুলাই ২০১০ ১০:২৩455848
  • বর্তমান বুদ্ধিজীবীদের প্রতি

    তোমার বুদ্ধির সুধা, সুরা হল আঁধারে পচিয়া।
    হে অগ্নি পানিয়ে!! নিত্য জ্বলে তব ঘৃণ্য পাকস্থলি;
    কৌমার্য করিতে রক্ষা, আত্মরতি সম্বল তোমার,
    তোমার দুর্বল কন্ঠে স্বেচ্ছাবন্দী পাখির কাকলি,
    প্রাণশক্তি প্রাণহীণ, ধরিয়াছ প্রাণঘাতী নেশা,
    চরণে কাঁদিছে কায়া, ছায়া ভাবি হাসো উপহাসে,
    করেছ গতির রক্তে পঙ্গুতার প্রশস্তি রচনা,
    বিচ্ছেদ ভুলিতে চাহ বিরহের নিবীর্য বিলাপে।
    প্রসবের ব্যর্থতায় অভিমানী শৌখিন শাখার
    স্বার্থপর আত্মনাশ, বনস্পতি করিবেনা ক্ষমা,
    তৃষ্ণায় শ্বসিছে তরু শিকড়ের শুন্য ভাণ্ড হাতে।
    সংবর এ ক্লীব কান্না! দেখনি কি মৃত্তিকা নির্মমা?
    রাজদণ্ড বহি ফিরে, শ্লথছন্দে রচিয়া বিলাপ,
    যে চাহে অলকা, তার নির্বাসন যোগ্য অভিশাপ।

    (সরোজ দত্ত)
  • kc | 194.126.37.5 | ১৩ জুলাই ২০১০ ১০:২৫455849
  • বর্তমান বুদ্ধিজীবীদের প্রতি

    তোমার বুদ্ধির সুধা, সুরা হল আঁধারে পচিয়া।
    হে অগ্নি পানিয়ে!! নিত্য জ্বলে তব ঘৃণ্য পাকস্থলি;
    কৌমার্য করিতে রক্ষা, আত্মরতি সম্বল তোমার,
    তোমার দুর্বল কন্ঠে স্বেচ্ছাবন্দী পাখির কাকলি,
    প্রাণশক্তি প্রাণহীণ, ধরিয়াছ প্রাণঘাতী নেশা,
    চরণে কাঁদিছে কায়া, ছায়া ভাবি হাসো উপহাসে,
    করেছ গতির রক্তে পঙ্গুতার প্রশস্তি রচনা,
    বিচ্ছেদ ভুলিতে চাহ বিরহের নিবীর্য বিলাপে।
    প্রসবের ব্যর্থতায় অভিমানী শৌখিন শাখার
    স্বার্থপর আত্মনাশ, বনস্পতি করিবেনা ক্ষমা,
    তৃষ্ণায় শ্বসিছে তরু শিকড়ের শুন্য ভাণ্ড হাতে।
    সংবর এ ক্লীব কান্না! দেখনি কি মৃত্তিকা নির্মমা?
    রাজদণ্ড বহি ফিরে, শ্লথছন্দে রচিয়া বিলাপ,
    যে চাহে অলকা, তার নির্বাসন যোগ্য অভিশাপ।

    (সরোজ দত্ত)
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১০ ১০:৩৭455851
  • "রাজদণ্ড বহি ফিরে, শ্লথছন্দে রচিয়া বিলাপ" - নন্দীগ্রামের পর সুনীলের লেখা মনে পড়ে যাচ্ছে । ভদ্রলোক আবার মানহানির মামলা না করেন!
  • pi | 72.83.82.169 | ১৩ জুলাই ২০১০ ১০:৪৪455852
  • আচ্ছা, পিটি কাল লিখেছিলেন, রুটি পাল্টাতে পাল্টাতে আমরা ১২৭ নং এ নেমে এসেছি, সেইজন্য রুটি পাল্টানোর তত্বে ওনার আস্থা নেই। তা, এই ১২৭, এটা তো ভারতের র‌্যাংক। মানে, উনি কেন্দ্রে রুটি পাল্টানোর বিপক্ষে । তাই তো ? মানে, কংগ্রেসের ই বরাবর থেকে যাওয়া উচিত ছিলো ? :)
  • Ishan | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ১০:৫৩455854
  • লেফটদের প্রতি:

    একদা ওরা কাশ্মীরিদের ক্যালাচ্ছিল, আমরা তখন অখন্ডতার নামে দাঁত কেলাচ্ছিলাম।

    তারপর ওরা মাওবাদীদের ক্যালাচ্ছিল, তখন আমরা ক্যালাও ক্যালাও বলে চিল্লাচ্ছিলাম।

    তারপর আমাদের পুলিশ কজন বুদ্ধিজীবিকে জেলে পুরে দিল। আমরা বেশ করেছে বলে লাপাচ্ছিলাম।

    এরপর ওরা আমাদের ক্যালাবে। তখন আমরা হাঁউমাউ করব। আর বাকিরা দাঁত ক্যালাবে।

    * কৃতজ্ঞতা: জনৈক অনামা জার্মান। :)
  • pi | 72.83.82.169 | ১৩ জুলাই ২০১০ ১০:৫৩455853
  • আর, ভারতের ঐ ১২৭ র‌্যাঙ্কের এক ই সূচকে প:বঙ্গের অবস্থান: একিhttp://www.anandabazar.com/13desh1.htm

    ১২৭ র‌্যাঙ্ক টা রুটি পাল্টানোর ফল আর এটা রুটি না পাল্টানোর ফল ? :)

    বেড়ে 'যুক্তি' কিন্তু মশায় :)

  • a x | 99.16.9.234 | ১৩ জুলাই ২০১০ ১১:১৪455855
  • অলরেডি কেলাচ্ছে। আরো কেলাবে, দেখতে থাকো।

    http://www.hindu.com/2010/07/13/stories/2010071354751000.htm

    Maoist attack: Congress, CPI workers among 6 arrested

    Raipur: The Chhattisgarh police have arrested six men in Dantewada in connection with the July 6 attack on Congressman Avdesh Singh Gautam's house in the district's Kuakonda block in which two men were killed and two persons injured...

    “The case against Sudru Ram Kunjam is completely false and baseless,” said the former CPI MLA of Konta, Manish Kunjam. “Sudru is part of the Communist Party of India and member of the Dantewada district panchayat.
  • nyara | 203.110.238.17 | ১৩ জুলাই ২০১০ ১১:১৭455856
  • গরীবী র‌্যাংকিং-এ পশ্চিমবঙ্গের স্থান নিয়ে অত সোরগোল করার কিছু হয়নি। প্রেক্ষিতটা ভারতের ন'টা রাজ্য করে নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। অবস্থা বুঝে ন'টা থেকে কমিয়েও আনতে হতে পারে।

    তাছাড়া কেন্দ্রের বঞ্চনা, মাশুল সমীকরণ নীতি, সিএনআর রাও, অপারেশন বর্গা-টর্গা সবই আলোচনায় আসবে।
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১১:১৮455857
  • একটি বাদ দিয়ে বাকি ৭ টি রাজ্যে গত ৩৩ বছরে কত বার রুটি পাল্টানো হয়েছে? তাহলে তদের অবস্থা বদলায়নি কেন?
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১০ ১১:৩১455858
  • আমি ভাই PT-র দলে । রুটি পালটানো খুব খারাপ । ঐ জন্য তো আমরা কেন্দ্রে এক দল তো বটেই, এক পরিবারকেই রাজা হিসেবে দেখতে চাই ।
  • Bratin | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ১১:৩৪455859
  • তবে?? এইবার জবাব দাও :-)))))))))
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১১:৩৮455860
  • জবাব নেই -- তাই ঠাট্টা-ইয়ার্কি শুরু হল।
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১২:২০455863
  • ঐ ৭টি বাদ দিয়ে অন্য আর যে রাজ্যগুলো আছে তাতেও তো রুটি পাল্টেছে - তো?

    প:ব: ছাড়া অন্য ৭ টাতে তো বাম সরকার নেই। তাই কিছুই হয় নি। এখানে বাম সরকার গরীবদের জন্য 'অ্যাতো' কিছু করলো, অপারেশন বর্গা, পঞ্চায়েত। রুটিও পাল্টায় নি।তাতেও এই হাল কেন?

    রুটি পাল্টানোর সাথে অর্থনৈতিক উন্নতির কি সম্পর্ক? রুটি পাল্টানো হয় সরকারে যারা থাকেন তারা যাতে বেশী তিকড়মবাজি না করেন। সেটা আমি রঞ্জন বহুবার বলেছে। তবু আপনার কানে ঢোকে না চোখেও পড়ে না।
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১২:৪৬455864
  • ভারতের এলিটরা রুটি পাল্টালেই খুশী থাকবে ইগো ম্যাসাজিং-এর কারণে -- সেটা যাঁরা সরকার চালান বুঝে গিয়েছেন। এত তত্ব ছড়ানোর পরে সরকারি সহায়তায় ভারতের কোটিপতিদের লুটে-পুটে খাওয়া যদি এলিটদের ""তিকড়মবাজী""-র তালিকায় না থাকে তাহলে কে কার মুখপাত্র হয়ে জেনে বা না-জেনে কাজ করছেন কে জানে!!
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১০ ১৩:০১455865
  • কী প্রেক্ষিত চলছে এখন ? গোটা ভারত না আটটা (ইনক্লুডিং রুটি না পালটানো সুজলা সুফলা)রাজ্য ?
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১৩:০৪455867
  • তা নাহয় হলাম। কিন্তু জবাব নেই বলে ইয়ার্কি মারবেন?

    ১) যে সব রাজ্য প:ব:এর উপরে আছে-সেখানেও তো রুটি পাল্টেছে - তা হলে কি প্রমান হলো?
    ২) প:ব: তে রুটি পাল্টায় নি। তার উপর বাম সরকার অপারেশন বর্গা, পঞ্চায়েত করেও কেন এই হাল?

    জবাব চাই জবাব দিন। নইলে তক্কো ছেড়ে দিন।
  • Ishan | 125.18.17.16 | ১৩ জুলাই ২০১০ ১৩:০৪455866
  • পিটি শুধু চশমা পরেন তাই নয়, চশমায় ফিল্টার লাগান। :)

    -----------------------------------------
    IPAddress:125.18.17.16Date:12Jul2010 -- 01:20PM

    পিটি কেবলই চশমা পরে দেখেন।

    কে বলল, দেশের উন্নতি করার জন্য রুটি বদলানো দরকার? "উন্নতি' কি জিনিস ভগবান জানে, সে হবে কিনা তাও মার্কসবাদী ঈশ্বর জানেন। এখন লোকে ভোট দেয় প্রাণ বাঁচাতে। মানে যারা অ্যাট লিস্ট ক্যালাবেনা বা কম ক্যালাবে, বা স্লাইট পয়সাকড়ি বাগাতে দেবে, তাদের ফরে। বা যাদের জমানায় মোটামুটি শান্তিতে কোনোক্রমে টিকে থাকা যাবে তাদের ফরে।

    আপাতত লোকের মনে হচ্ছে এই প্যারামিটারে তৃণমূল ভালো। অবস্থা বদলালে অন্যরকমও মনে হতে পারে। এর মধ্যে দেশ ও দশের উন্নতি ফুন্নতি নাই। সিপিএমের অ্যাদ্দিনের জয়ের পিছনে যেমন মহান কিছু নেই। একই ভাবে তৃণমূলের এখনকার জয়ের পিছনেও ক্রেডিট কিছু নাই।

    ----------------------------------------

    প্রয়োজন পড়লে আবার পেস্ট করব। :)
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১৩:৪৭455868
  • রুটি পাল্টানোর তত্ব আমার মস্তিষ্ক-প্রসূত নয়। না পাল্টানোরটাও নয়। এই দেশে আসল কাঠামোটা বজায় রেখে সরকার বদলালেও যা হবে না বদলালেও তাই থাকবে। এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি -- মগজে ঢুকবে সেই প্রত্যাশা নিয়ে। কোটিপতিরা লুটেপুটে খাওয়ার পরে যা টুকরো-টাকরা অবশিষ্ট থাকবে তার সামান্য কিছু ভাগ জনগণের জন্য আসবে। সেই কারণে বামেদের কোন অস্তিত্ব না থাকা সত্বেও আর financial capital হওয়া সত্বেও ব্যাংএ হিসি করলে আজও মুম্বাই শহর জলে ডুবে যায়। কিংবা দিল্লীতে বিজলী-পানির সমস্যা মেটে না। কাজেই কেউ যদি ভেবে থাকেন যে বামেরা ক্ষমতাতে থাকলে প: বঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে তিনি নিজের তৈরি মূর্খের স্বর্গে বাস করছিলেন। নকশালদের সশস্ত্র আন্দোলনের ব্যর্থতার পরে (আংটি না পরেই) আরেকদল বামেদের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে যে সমাজ বদলে দেওয়া যায় না সেটা প্রমাণিত হচ্ছে। এই নিয়ে বুক চাপড়ানো বা চুল ছেঁড়ার কিছু নেই। এবং আরও একবার এই সত্যটাও বেড়িয়ে আসছে যে ভারতের উন্নতি কেন্দ্রীয় সরকারের অর্থনীতির সঙ্গেই ওতোপ্রত ভাবে জড়িয়ে আছে।
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১৪:০৩455869
  • তাহলে বিশেষ বাম সরকার থেকে কি লাভ?
    অন্য কোথাও তো অপারেশন বর্গা হয় নি
    অন্য কোথাও তো পঞ্চায়েতের হাতে এতো ক্ষমতা নেই
    তা সত্বেও কেন দরিদ্রতমদের মধ্যে পড়বে প:ব:?
    তাহলে কোনো প্রদেশে বাম সরকার থাকাও যা না থাকাও তা?
    তবে আর এতো ফ্যাঁচ ফ্যাঁচ কেন?
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১৪:২৪455870
  • এইবার এই সিপিএম বা প: বঙ্গ কেন্দ্রিক ছেলেমানুষি তক্কটা বন্ধ হওয়া দরকার। আশা করি নীচের তথ্যগুলো ছেলেমানুষদের বড় হয়ে উঠতে সাহায্য করবে।

    So, have the 1991 pro-market reforms delivered?

    As per the International Monetary Fund’s estimates - based on National Sample Survey Organization data of various round - while India’s Gini coefficient was declining steadily, it actually rose substantially during the post-reform period.

    This means that inequality rose in the last 18 years.

    It is important to note that growth rate in agriculture actually declined post-reform, leading to a drastic reduction in the share of agriculture in GDP.

    While this need not be a problem, it assumes disastrous proportion if we consider the fact that there was hardly any adequate reduction in the dependence of the population on this sector. Currently, about 65 per cent of the population is still dependent on the agricultural sector.

    The pro-market reforms also failed to galvanize industry, as the average growth rate improved by a mere 34 basis points during this period. This reduces the possibility of people moving out of agriculture and into industry. Not surprisingly, the Gini coefficient for India has been growing.

    Fact is, governance has been a big failure in India.

    India is very much through with the so called ‘low hanging fruit’ as far as reform efforts are concerned. Where India is failing is in the next steps, which is undertaking the difficult part of the reform process.

    One of them is reforming bureaucracy and bringing in more accountability.

    Elsewhere delivery mechanisms will continue to be inefficient and real development will elude us.

    If after nearly two decades of reforms India continues to let these important changes pass by, India’s commitment to Millennium Development Goals will fall flat on its face.
    http://www.ft.com/cms/s/0/e654efe2-0a7a-11df-ab4a-00144feabdc0,s01=1.html


    এই প্রবন্ধটা থেকে বোঝাই যাচ্ছে যে রাজ্য যত বেশী কৃষিতে নির্ভর তার সমস্যা তত বেশী হতে বাধ্য। আবাপ এই লেখাগুলো থেকে তথ্য ছাপায় না। তাই পকাবুরাও জানতে পারে না। তারা কেউই বোধহয় জানতেও চায়না কেননা দুজনেরই এক লক্ষ্য -- সিপিএম ব্যাশিং!
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১০ ১৪:৩২455871
  • এটা বাদ চলে গিয়েছে:

    According to the IDS report, the economic boom has enriched a consumer class of about 50m people, but an estimated 880m people still live on less than $2 a day, many of them in conditions worse than those found in sub-Saharan Africa.
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১৪:৪৪455873
  • আজকাল IMFএর রিপোর্টই বেদ বাক্য হয়ে গেছে। বাহ বাহ।
    ওটা আইএমএফ-ই দৃষ্টিভঙ্গী। আমার তা মনে হয় না।
    বরং কৃষিতে আরও উন্নতির জায়গ ছিলো, কৃষি সমবয়ের মাধ্যমে। সুষম বন্টন হতে পারতো ঐ সমবায়ের মাধ্যমেই। এমনকি কৃষিভিত্তিক শিল্পও গড়ে উঠতে পারতো সমবায়ের মাধ্যমেই। এতে আইনে আটকাতো না। হ্যাঁ, নানান বাঁধা আসতো। লড়াই তো সেখানেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন