এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিশ্বকাপ ফুটবল ২০১০

    dri
    অন্যান্য | ২৮ জুন ২০১০ | ২৩০৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ০৮ জুলাই ২০১০ ০২:১৯454925
  • এদিকে কমরেড আকা কথা রেখেছেন। দেখি ফাইনালের দিনে কোনদিকে টাল্লি খান!
  • pi | 128.231.22.89 | ০৮ জুলাই ২০১০ ০২:২৬454926
  • আকাদাকে এফেক্টিভলি গুরুর পাওলো বলা যেতে পারে।
  • Abhyu | 80.221.18.28 | ০৮ জুলাই ২০১০ ০২:৩০454927
  • না হে টিম্ভাই। দুটোই নতুন দেশ তাইতে আমি বেশ মনোখুশিতে আচি।
  • Tim | 198.82.19.76 | ০৮ জুলাই ২০১০ ০২:৩৪454928
  • হ্যাঁ নতুন দেশের জন্য আম্মো খুশি। উরুগুয়ে উঠলেও হতাম। বরম জার্মানি আরেকবার কাপ জিতে গেলে চাপ হতো। :-)
    স্পেন জিতলে একই সাথে ইউরোপিয়ান কাপ আর বিশ্বকাপ জিতবে ওরা। আগে কেউ জিতেছে? দ্রিদার কি মত এই ব্যাপারে?
  • dri | 117.194.224.230 | ০৮ জুলাই ২০১০ ০২:৪৪454929
  • স্পেন আর নেদারল্যান্ডের মধ্যে কে জিতবে এখনি বলা যাচ্ছে না। আগে দেখি স্পেনের রাণী সোফিয়া খেলা দেখতে আসেন, না নেদারল্যান্ডের রাণী বেয়াট্রিক্স খেলা দেখতে আসেন।

    আর স্টেডিয়ামে যেন খেলা নির্বিঘ্নে হয়। কোন অঘটন না ঘটে।
  • pi | 128.231.22.89 | ০৮ জুলাই ২০১০ ০২:৪৭454930
  • দু'দলের রাণী ই এলে ?
  • dri | 117.194.224.230 | ০৮ জুলাই ২০১০ ০২:৫৪454931
  • দু দলেরই রাণী আসবেন না। রাণীরা অনেক সমঝদার হন। ফালতু এমব্যারেসমেন্টের মধ্যে যাবেন না। আজ অ্যাঞ্জেলা মার্কেল কেমন অ্যাবসেন্ট করলেন।
  • Abhyu | 80.221.18.28 | ০৮ জুলাই ২০১০ ০২:৫৫454932
  • তখন রাজকুমার্দের খবর্নিতে হবে
  • dri | 117.194.224.230 | ০৮ জুলাই ২০১০ ০৩:০০454933
  • আজ ৭ই জুলাই স্পেনে সান ফার্মিন ফেস্টিভাল উপলক্ষে 'ষাঁড়ের দৌড়' দিবস। প্যামপ্লোনা শহরে।

    আজ বুল'রা জার্মানদের আচ্ছা করে গুঁতিয়ে দিল।
  • Suvajit | 59.177.194.52 | ০৮ জুলাই ২০১০ ০৩:৩০454935
  • আমি তো পড়লাম যে এই ষাঁড়ের দৌড় আগামী আটদিন ধরে চলবে, এটা স্পেনের জাতীয় উৎসব।
    আর বাঙালী পূজোর ৫ দিন ছুটি চায় বলে দিকে দিকে কি হ্যাটা হয় :-(
  • Raj | 202.79.203.59 | ০৮ জুলাই ২০১০ ০৯:৩০454936
  • অক্টোপাস খেতে খুব ইচ্ছা করছে !

    জাম্মানির মাঝমাঠটাকে জাষ্ট দাঁড়াতে দিল না , একা শোয়াইনষ্টাইগার আর কি করবে ? ইনিয়েস্তার কয়েকটা ঝলকেই কাত হয়ে যাচ্ছিল ডিফেন্স - দু-তিন গোলে হারলেও অবাক হতাম না।

    এই প্রথম কোন ফাইনালে একেবারে পোকিতো নিরপেক্ষ হয়ে দেখবো :-)
  • aka | 24.42.203.194 | ০৮ জুলাই ২০১০ ০৯:৩৩454937
  • নেদুর সাপোর্টারদের জন্য সুখবর ফাইনালে আমি স্পেনকে সাপোর্ট করছি।

    এই বিশ্বকাপের ধাঁধা।

    ১। ব্রাজিল - নেদারল্যান্ড ম্যাচে ফার্স্ট হাফে অমন শুরু করার পরে একটা গোল খেয়ে ব্রাজিল অমন ছড়িয়ে গেল কেন? পৃথিবীর এক নম্বর দল ঐটুকু চাপ নিতে পারবে না?

    ২। উরুগুয়ে-নেদারল্যান্ড ম্যাচে দিয়েগো ফোরল্যান অমন দাঁড়িয়ে গেল কেন? যে লোকটা প্রতিটা ম্যাচে দৌড়ে, গোল করে, চেঁচিয়ে দলকে লিড করছিল, যে ঐ ম্যাচেও অমন একটা গোল করেছে, সে অমন দাঁড়িয়ে গেল? শেষের দিকে দেখে মনে হচ্ছিল পাড়ায় বেড়াতে বেরিয়েছে। তেমন কোন চোটও তো পেয়েছে বলে মনে পরছে না।

    ৩। যে জার্মানি আগের দিন স্রেফ দৌড়ে আর আক্রমণ করে আর্জেন্তিনাকে চার গোল মারল, তারা আজ অমন দাঁড়িয়ে গেল কেন? যখন আগের ম্যাচেই প্যারাগুয়ে দেখিয়েছে নিজেদের হাফে স্পেনকে তাড়া করে প্রেসিং ফুটবল খেললে স্পেন ছড়িয়ে যায়। যে জার্মানি অমন প্রেসিং ফুটবল খেলতে পারে তারা আজ হেঁটে হেঁটে মাঝমাঠটা ছেড়ে দিল? মুলার নয় নেই, কিন্তু বাকিদের দেখেও তো মনে হচ্ছিল ফ্রেণ্ডলি খেলছে।

    এগুলো ফুটবলের ব্যাখ্যা দিয়ে হবে না, অন্য কিছু ঘাপলা আছে। যেমন ব্রাজিল দলে ডেফিনিটলি চাপা চাপ ছিল, ফোর্ল্যানের সাথে হাফটাইমে কোচের ঝামেলা হয়েছে বা ডোপের এফেক্ট চলে গিয়েছিল, জার্মান কোচ টাকা খেয়েছে ইত্যাদি ইত্যাদি যা খুশী হতে পারে এক্সেপ্ট ফুটবল। এবারে স্পেন ফাইনালে আÒট্রা ডিফেন্সিভ খেলে হেরে গেলেই ষোলকলা পূর্ণ হয়।
  • Manish | 59.90.135.107 | ০৮ জুলাই ২০১০ ১৩:০৩454938
  • dri বড় হয়ে অমৃতলাল হবেই হবে।সব প্রেডিকশান গুলো হুবহু মিলে যাচ্ছে।
  • quark | 202.141.148.99 | ০৮ জুলাই ২০১০ ১৩:২৬454939
  • স্পেন এবং হল্যান্ড, দুই দলেরই ফিনিশ অত্যন্ত বাজে। ব্রাজিল - হল্যান্ড ম্যাচের শেষ পনের মিনিটে, যখন সিজার ছাড়া ব্রাজিলের সবাই হল্যান্ডের হাফে, হল্যান্ড অন্তত: তিনবার সামনে শুধু সিজারকে পেয়েও জড়ামড়ি ক'রে গোল পায় না। হ্যাঁ ঐ রবেন, স্নাইডাররাই। আর স্পেন! কাল যেটা গোল হ'ল সেটা তো সেট পিসে। এই ভিয়া, পেড্রোরা তো তিনকাঠিতে বলই রাখতে পারছে না। হ্যাঁ ভিয়ার একটা ৪৫ ফুটি গোল মাথায় রেখেই বলছি

    অত্যন্ত জঘন্য ফাইনাল হ'তে চলেছে।

    জার্মানি ব্রাজিলের মত খেলে জিতছিল, শেষে জার্মানির মত খেলতে গিয়ে হারল।
  • Netai | 125.19.38.82 | ০৮ জুলাই ২০১০ ১৬:৫৭454940
  • শেষ কয়েকটা খেলায় স্পেন আর হল্যান্ড কিছু বাজে মিস করেছে। কিন্তু এই মিস করাটাই ওদের মজ্জাগত ভেবে নিলে ওরা তো মোহনবাগানকেও হারাতে পারবেনা বলতে হয়।
    আর ফিনিশিং বাজে হলেও খেলা বাজে কেন হবে? শুধু গোল দেখার জন্য খেলা দেখবেন? কাল স্পেন যেভাবে ভীড়ের মধ্যেও নিঁখুত পাসিং দেখিয়ে দিয়ে গেলো ওটা কিচ্ছুনা? আমার মতে এখন সবচে সেরা খেলা খেলছে স্পেন ই। হল্যান্ডের রাফ ডিফেন্সের সামনে কি করবে খুব ইন্টারেস্ট নিয়ে ওয়েট করছি। প্লাস রবেন। ওয়ার্ল্ড নং ২ ম্যাচ উইনার। একটা দুর্ধর্ষ ম্যাচ হবে ধরে নিয়েই অমি কিন্তু খেলা দেখতে বসব।
  • stoic | 160.103.2.223 | ০৮ জুলাই ২০১০ ১৭:২৯454941
  • ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল, দেয়ার উইল বি এ ফাইনাল উইদাউট ব্রাজিল, আর্জেন্তিনা, ইতালি অর জার্মানি (ওয়েস্ট জার্মানি)।

    আজ অবধি প্রত্যেকটা বিশ্বকাপের ফাইনালে এদের কেউ খেলেছে।

    অ্যান্ড দ্যাট, ইন মাই ওপিনিয়ন ইজ আ গুড থিং।
  • Raj | 202.79.203.59 | ০৮ জুলাই ২০১০ ১৭:৩২454942
  • কারেক্টো :-)
  • Netai | 125.19.38.82 | ০৮ জুলাই ২০১০ ১৯:২৯454943
  • আরেকজনার খেলা খুব ভালো লাগছে। সে হচ্ছে জাভি। ভীড়ের মধ্যে থেকেও ফিফটি-ফিফটি পাস রিসিভ করা, ওই বল ক®¾ট্রালে এনে নিরাপদ ভাবে পাস বড়ানো, তাপ্পর ফিরতি বলের জন্যে জায়গা নেওয়া---- অসাধারন। জিদানের মতন
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ১৯:৪৬454944
  • সাধে বলে পড়তে হয় নয়ত ...

    ফোরল্যানের চোট ছিল। একটা ধাঁধা মিলল।

    http://www.anandabazar.com/8khela4.htm
  • Arpan | 216.52.215.232 | ০৮ জুলাই ২০১০ ২০:৩৯454946
  • আমি আগেই বলেছিলাম, কমরেড।
  • aka | 168.26.215.13 | ০৮ জুলাই ২০১০ ২০:৪৫454947
  • ঠিক ঠিক, শুনতে হয় নইলে ...
  • Netai | 125.19.38.82 | ০৯ জুলাই ২০১০ ১৩:৫৮454948
  • একটু ছড়িয়েছি। হান্টলার হল্যান্ডের।
    আর একটু ছড়াবো। একটা ছড়া।

    লাথায়ে লাথায়ে বল তিস দিন শেষে
    দুই দেশ মুখোমুখি ফাইনাল রেসে

    তুমুল লড়াই হবে বলা ভারি টাফ
    হল্যান্ড না ইস্পেন কে জিতবে কাপ

    মাঠের লড়াই মাঝে মাঝমাঠ কার?
    স্কিলফুল জাভি নাকি সেই স্নাইডার?

    উইন্‌গ্‌স এ করে ভর কে মেলবে পাখা
    র‌্যামস না ব্রন্‌কহর্স্ট যাক তবে দেখা

    রবেন ছড়াবে আলো, না দেখাবে ফিকে
    উত্তর দিতে পারে পুয়োল অর পিকে

    গোলখরা কাটবে কি রবি ভ্যান পার্সির?
    টরেস কি রাখবেনা মান লাল জার্সির?

    সব ফয়সালা হবে রবিবার রাতে
    ভুভুজেল-মুখে খেলা দেখো একসাথে

  • Raj | 202.79.203.59 | ০৯ জুলাই ২০১০ ১৪:৩৩454949
  • জয় নিতাই :-)
  • | 125.18.104.1 | ০৯ জুলাই ২০১০ ১৭:৫২454950
  • নেদারল্যান্‌ড্‌স কে অনেকে হল্যান্ড কেন কয়? দেশটার নাম তো নেদারল্যান্‌ড্‌স?
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুলাই ২০১০ ১৭:৫৬454951
  • Historically Holland was the most powerful region in the current Netherlands. The counts of Holland were also counts of Hainaut, Friesland and Zeeland from the 13th to the 15th centuries. Holland remained most powerful during the period of the Dutch Republic and the cities in Holland were important trading cities. Since Holland was the most economically developed region of the Netherlands, it was historically the region that dominated foreign trade, and hence most of the Dutch traders encountered by foreigners were from Holland, which explains why the Netherlands is often called Holland overseas.[6] After the demise of the Dutch Republic under Napoleon, that country became the Kingdom of Holland (1806–1810). Today the two provinces making up Holland, including the cities of Amsterdam, The Hague and Rotterdam, remain politically, economically and demographically dominant – 37% of the Dutch population live there.

    The name 'Holland' for the Netherlands is used colloquially by the Dutch themselves, especially in relation to football, where the national team is sometimes cheered on with the cry 'Holland!' The name is used in international promotion, too, because 'Holland' is the best known worldwide.

    http://en.wikipedia.org/wiki/Netherlands_%28terminology%29

  • Netai | 125.19.38.82 | ০৯ জুলাই ২০১০ ১৮:৩০454952
  • ভাগ্যিস হল্যান্ড কয়। যদি না কইতো, তবে ছড়াটার একটা লাইন বদলাতে হইতো।
  • Abhyu | 80.221.18.28 | ১০ জুলাই ২০১০ ২০:৫৬454954
  • 'দুই পরাজিতের যুদ্ধ' কেউ দেখবে না আজ?
  • Arpan | 122.252.231.10 | ১০ জুলাই ২০১০ ২২:৩৪454957
  • * আবাপর
  • Arpan | 122.252.231.10 | ১০ জুলাই ২০১০ ২২:৩৪454955
  • হার্জেন্তিনা তো দুব্বোল দল সবাই জানে। এর জন্য আবাপ্র লিংক দেবার কি দরকার? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন