এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৩৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.243.97 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৮453106
  • প্রচন্ড ঝামেলায় মেজর তেলের কোম্পানীরা ড্রিলিং বন্ধ করল লিবিয়ায়। http://www.cnbc.com/id/41700795
  • dri | 117.194.227.69 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৪453109
  • ইরানী যুদ্ধজাহাজ সুয়েজ ক্যানালের মধ্যে দিয়ে সিরিয়া যাবে। ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের পর কোন ইরানী যুদ্ধজাহাজ সুয়েজ ক্যানালের মধ্যে দিয়ে যায়নি। পাস করার ঠিক দুদিন আগে সুয়েজ ক্যানালের মুখে একট 5.9 আর্থকোয়েক হল। http://www.israelnationalnews.com/News/News.aspx/142433
  • dri | 117.194.227.69 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৩453110
  • পাকিস্তানে আম্রিকান স্পাই নিয়ে দুই দেশের খুব ডিপ্লোম্যাটিক ঝামেলা। রায়মন্ড ডেভিস দুই পাকিস্তানিকে গুলি করে খুন করে। পরে জানা যায় ঐ দুজন নাকি আই এস আইয়ের এজেন্ট ছিল যারা রায়মন্ডকে গোয়েন্দা সন্দেহে ফলো করছিল। এই ঘটনার পর রায়মন্ড ফোন করে কাভার চেয়ে সাহায্য ডেকে পাঠায়। তখন একটি আম্রিকান গাড়ি রায়মন্ডকে সাহায্য করতে ছুটে আসে পথে আরেকটি পাকিস্তানিকে মাড়িয়ে দিয়ে। যাই হোক রায়মন্ড ধরা পড়ে। যা বোঝা যাচ্ছে অনেক ইনক্রিমিনেটিং কাগজপত্র শুদ্ধুই ধরা পড়েছে।

    Based on interviews in the US and Pakistan, the Guardian can confirm that the 36-year-old former special forces soldier is employed by the CIA. "It's beyond a shadow of a doubt," said a senior Pakistani intelligence official. The revelation may complicate American efforts to free Davis, who insists he was acting in self-defence against a pair of suspected robbers, who were both carrying guns.

    আম্রিকা জেনিভা কনভেনশান হেনা তেনার সাহায্যে লড়ে যাচ্ছে রায়মন্ডকে বাঁচানোর জন্য।

    http://www.guardian.co.uk/world/2011/feb/20/us-raymond-davis-lahore-cia
  • dri | 117.194.227.69 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৯453112
  • আচ্ছা। কেলোদার দেওয়া লিংকে দেখলাম ১৮৫৯ এ একবার সোলার স্টর্মে টেলিগ্রাফের তার পুড়ে গিয়েছিল। আর ১৯৮৯ এ কোয়েবেকে ট্রানফর্মার পুড়ে গিয়েছিল, বড় পাওয়ার কাট হয়েছিল। ১৯২১ সালে একটা বড় সোলার ফ্লেয়ারের কথা বলা আছে। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি যে কি হয়েছিল কিছু বলা নেই।

    ২০১০ এর জাকার্তা পোস্টে এই লাইনটা পেলাম।

    In April 2001, sun storms harmed several military and communication satellites.

    খুব স্ট্রেঞ্জ এত রিসেন্ট খবরের কোন মেনশান উইকি বা নাসার সাইটে পেলাম না।
  • dri | 117.194.227.69 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৭453113
  • কেলোদাকেই প্রশ্নটা করি। ধরা যাক সূর্য্যের এই ইমেজটা, http://sohowww.nascom.nasa.gov/data/realtime/eit_304/512/

    এটা দেখে কি সহজে বলা যায় কোনগুলো ফ্লেয়ার আর কোনগুলো স্পট? মানে যেই জায়গাগুলোতে আগুন জ্বলছে বলে মনে হচ্ছে সেইগুলো ফ্লেয়ার আর ঐ কালো কালোগুলো স্পট? নাকি অত সোজা নয়। ব্যাপারটা ম্যামোগ্রাম দেখে টিউমার ধরার মত কঠিন। ট্রেন লোক চাই?
  • dri | 117.194.227.69 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৬453114
  • একটি থিংকট্যাংক অর্গানাইজেশান, ফেডারেশান অফ আমেরিকান সাইন্টিস্টস ইউ এস কংগ্রেসের জন্য এই রিপোর্টটা বানিয়েছিল, http://www.fas.org/sgp/crs/natsec/RL32544.pdf

    এর টাইট্‌ল High Altitude Electromagnetic Pulse (HEMP)and High Power Microwave (HPM) Devices: Threat Assesments

    এতে আছে

    ... now even a single, low-yield
    nuclear explosion high above the United States, or over a battlefield, can produce a
    large-scale EMP effect that could result in a widespread loss of electronics, but no
    direct fatalities, and may not necessarily evoke a large nuclear retaliatory strike by
    the U.S. military.


    এবং

    Electromagnetic energy, characterized as weapon potentially threatening to
    national security, can be created as a pulse traditionally by two methods: overhead
    nuclear burst and microwave emission. High-Altitude Electromagnetic Pulse
    (HEMP) is a near-instantaneous electromagnetic energy field that is produced in the
    atmosphere by the power and radiation of a nuclear explosion, and that is damaging
    to electronic equipment over a very wide area, depending on power of the nuclear
    device and altitude of the burst. High-Power Microwave (HPM) electromagnetic
    energy can be produced as a near-instantaneous pulse created through special
    electrical equipment that transforms battery power, or powerful chemical reaction or
    explosion, into intense microwaves that are also very damaging to electronics, but
    within a much smaller area. In addition, while HEMP weapons are large in scale and
    require a nuclear capability along with technology to launch high altitude missiles,
    HPM weapons are smaller in scale, and can involve a much lower level of technology
    that may be more easily within the capability of some extremist groups. HPM can
    cause damage to computers similar to HEMP, although the effects are limited to a
    much smaller area.


    এটা জানা যায় টেস্টিং করতে গিয়ে

    The effects of
    HEMP became fully known to the United States in 1962 during a high-altitude
    nuclear test (code named “Starfish Prime”) over the Pacific Ocean, when radio
    stations and electronic equipment were disrupted 800 miles away throughout parts
    of Hawaii. The HEMP effect can span thousands of miles, depending on the altitude
    and the design and power of the nuclear burst (a single device detonated at an
    appropriate altitude over Kansas reportedly could affect all of the continental United States), and can be picked up by metallic conductors such as wires, or overhead
    power lines, acting as antennas that conduct the energy shockwave into the electronic
    systems of cars, airplanes, or communications equipment.


    তো দেখা যাচ্ছে এই হেম্পের এফেক্ট অনেকটা সোলার ফ্লেয়ারের মতই।
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৫453116
  • গদ্দাফি এখনও যায়নি, আছে। http://www.bbc.co.uk/news/world-africa-12535883। লিবিয়ার মারামারিটা সিরিয়াস। ইজিপ্টের মত গটাপ নয়। দুটো ফ্যাকশানে প্রচন্ড ক্যালাকেলি চলছে।

    শেল, টোটাল, এনি এরা সব লিবিয়া ছেড়ে চলে গেছে। তেলের দাম অলরেডি কিছুটা বেড়ে গেছে।

    ইটালিয়ান স্টক মার্কেট বন্ধ আছে। ইনভেস্টাররা অসন্তুষ্ট। তারা চায় লিবিয়া রিলেটেড স্টক সব বেচে দিতে। http://www.businessinsider.com/italian-market-closed-2011-2
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩১453117
  • ইন্টারনেটের পাওয়ার দেখে চীনের হু ভয় পেলেন।

    Chinese President Hu Jintao on Saturday called for tighter controls of the Internet and "guidance" of online opinion.

    কি কি স্টেপস নিতে হবে বলতে গিয়ে বলেছেন

    further strengthening and improving management of the Internet, improving the standard of management of virtual society, and establishing mechanisms to guide online public opinion.

    গাইড অনলাইন পাবলিক ওপিনিয়ান। হুম।

    There was widespread speculation that Hu was alarmed by the role social media like Twitter are said to have played in uprisings against dictatorships in the Arab world.

    তুমি গাইড না করলে অন্য লোকে গাইড করবে টুইটার আর ফেসবুকের মাধ্যমে।
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৫453119
  • রাশিয়ায় পুতিনের ডেপুটি সেচিন এক ইন্টারভিউতে সরাসরি গুগলকে দায়ী করেছেন মিশরের বিপ্লবের জন্য।

    "Look what they have done in Egypt, those highly-placed managers of Google, what manipulations of the energy of the people took place there," Russian Deputy Prime Minister Igor Sechin told the Wall Street Journal.

    http://af.reuters.com/article/tunisiaNews/idAFLDE71L0DW20110222?sp=true
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪২453120
  • উইস্কনসিনে একটা শোডাউন আসন্ন। মিডিয়ায় নানারকম স্পেকুলেশানের মধ্যে একটা হল পুলিশকে যদি ফোর্সফুলি ক্রাউড সরাতে বললে পুলিশ কী করবে। পুলিশ প্রধান ফুলার পাবলিকলি গভর্নর ওয়াকারের পলিসির বিরোধিতা করেছেন। কিন্তু তিনি এবার ইন্টারভিউয়ে বললেন, যা অর্ডার দেওয়া হবে তাই তিনি করবেন। http://www.rawstory.com/rs/2011/02/21/exclusive-police-would-absolutely-carry-out-order-to-clear-wisc-capitol-union-president-tells-raw/

    দেখা যাক এবার কী অর্ডার দেওয়া হয়। ইজিপ্ট, লিবিয়ার ব্যাপারে ওবামা তো বারে বারে মডারেট রেস্পন্সের কথা বলে গেছে।
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৭453121
  • ক্রাইস্টচার্চে আবার ভূমিকম্প! আগেই দুবার হয়ে গিয়েছিল, তারমধ্যে একটা ছিল 7.1। এবারেরটা 6.3। তবে এবারেরটা ছিল বিধ্বংসী। অনেকগুলো বড় বড় আফটারশকও হয়েছে। অনেক বিল্ডিং ভেঙ্গে গেছে। পাওয়ার ইনফ্রাস্টাকচার ভেঙ্গে গেছে। জলের পাইপ ফেটে গেছে। একটা ল্যান্ডমার্ক চার্চের চুড়ো ভেঙ্গে গেছে। http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12540345

    ছোট ভিডিও
    । (আমি শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু শুধু ভিসুয়ালগুলোই কাফি)। বিবিসি পেজেও ভিডিও আছে।

    এই ভূমিকম্পে নাকি একটা গ্লেসিয়ার ভেঙ্গে দুটুকরো হয়ে গেছে। http://www.foxnews.com/world/2011/02/22/new-zealand-quake-causes-massive-glacier-break/

    ইন্দোনেশিয়ায় ভলকেনোগুলোও বেশ অ্যাক্টিভ হয়ে উঠেছে।
  • dri | 117.194.241.9 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৩453123
  • এইবার কেলোদা এবং অন্যান্য ফিজিসিস্টদের এনগেজ করতে চাই। নাসার সাইটে এই যে ছবিটি, http://stereo.gsfc.nasa.gov/gallery/item.php?id=sciencevisuals&iid=12, এর থেকে কী বোঝা যায়? এই যে দুটো স্যাটেলাইট, এগুলো আসলে সূর্য্যের চারদিকে ঘুরছে (পৃথিবীর চারদিকে তো নয়)? এবং দুটো উল্টোদিকে ঘুরছে। তাই তো? এবং এই দুটো অর্বিট পৃথিবীর অর্বিটের কাছাকাছি? (সামান্য উনিশ বিশ ওকে)।

    তাই যদি হবে, তাহলে এদের অর্বিটিং টাইম এত বেশী দেখাচ্ছে কেন? স্যাটেলাইটগুলো ২০০৭ থেকে ২০১৫ অব্দি হাফ দা অর্বিট ঘুরছে। কিন্তু পৃথিবী তো এক বছরেই পুরোটা পাক মেরে দেয়। মোটামুটি সেম সাইজের অর্বিটে অ্যাঙ্গুলার ভেলসিটির এত ডিফারেন্স তো হওয়া উচিত না।

    কিছু কি বোঝার ভুল হল?
  • kelo | 117.254.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২453124
  • দ্রি-দা,
    দ্যুত...আপনি কি আমাকে বিরিঞ্চিবাবার চ্যালা ঠাউরালেন নাকি? যে সূর্য্যবিজ্ঞান থেকে এত শক্ত শক্ত কোচ্চেন ধরছেন। তাও আবার প্‌র্‌যাকটিকালের। থিওরী হলেও না হয় গুগুল মুগুল দেখে টুকে দিতুম।
    অবশ্য আপনার ইনট্যুশন টাও দারুন, একেবারে ঠিক ধরেছেন। আপনি যা বলেছেন তাইই। (আপনিও এই লাইনেই আচেন নাকি?)

    আপনারDate:22Feb2011 -- 12:36AM এর পোস্টে দেওয়া লিঙ্কটাতে সূর্য্যের যে ছবি পাচ্ছি সেটা UV304Å60-80KºK তে তোলা। “SOHOEIT304LatestImage” নামটার মধ্যে 304 সংখ্যাটা ওকথাই বোঝাচ্ছে। আর ওটা কবে কখন তোলা সেটা তো ছবির নিচে বড় বড় করে লিখেই দেওয়া রয়েছে। UV304Å মানে আপনি যা চাইছেন তাই পাবেন ওতে। অন্য অনেক ওয়েভলেংথে তোলা ছবিতে মোটেই সোলার ফ্লেয়ারগুলো ভাল বোঝা যায় না। আপনি একেবারে সঠিক ওয়েভলেংথ বেছেছেন। ওতে একটা বিশাল ফ্লেয়ার পস্টো দেখা যাচ্ছে, আর বাঁ দিকে মাঝখানে আরও একটা ছোটমত। অর্থাত আপনার দেওয়া কোচ্চেনপেপারে ফ্লেয়ারের সংখ্যা দুই। অবশ্য ট্রেনড লোক যদি দেখে তবে সে আরও দুটো ফ্লেয়ার ঐ ছবি থেকেই খুঁজে বের করবে, স্রেফ নিজের দাম বাড়ানোর জন্যে। নয়ত আর লোকে তাকে এক্সপার্ট বলে মানবে কেন! অমনটি হলে আমাদের মত চন্ডালদেরই লোকে তো মোটা মাইনে দিয়ে অবজারভেটরীর এসি ঘরে বসাবে। তবে চুপি চুপি আপনাদের বলে রাখি, ঐ ছবিতে আরও দুটো ফ্লেয়ার বার করতে টাকা বা এসি মেশিন কোনটাই লাগে না। একটু খুঁটিয়ে দেখুন, বড় যে ফ্লেয়ারটা আছে তার ৪৫° ওপরে আর ৭৫° নিচে আরও দু জায়গায় আলোর ছটা বেরোচ্ছে। ও দুটূ একটু পুরোন সোলার ফ্লেয়ার। এক্সপার্ট লোকটা অবশ্য ও দুটোকে আইডেন্টিফাই করার আগে এক কাপ কফি খাবার অজুহাতে ঠিক টুক করে আগেরদিনের ইমেজটা একবার দেখে নেবে। দুদিন আগের মানে ২০ তারিখের(স্টারডেট 2011.51) ইমেজে দেখবেন ঐ দু জায়গায় জ্বলজ্বলে দুটো ফ্লেয়ার। সেদিন আবশ্য আপনার ফ্লেয়ারটা আরও বড় ছিল।
    আজকের প্‌র্‌যাকটিক্যাল এখানেই শেষ, আজকের ফ্লেয়ারটার আমরা নামাকরন করব dri2011.53। (নোমেনক্লেচারের কায়দা না বুঝলে ৮০র দশকে গিয়ে দূরদর্শনে স্টার ট্রেক দেখে আসুন)।
    নামাকরন করেও আবশ্য লাভ নেই, কারন মালটা আজ আছে কাল নেই। মাউন্ট এভারেস্টের ক্ষেত্রেও ব্যাপারটা সত্যি, শুধু এভারেস্ট সাহেবকেই কেউ বলে নি কথাটা।

    তবে শুধু এই EIT ইমেজটা দিয়ে সানস্পটগুলো খুঁজে বের করা যাবে না। বহুত স্পট আছে ওতে। আগেই বলেছি না, যে ঠিক কি দেখতে চাইছেন সেটা বুঝে, তার জন্য ঠিক ওয়েভলেংথ এর ছবি সিলেক্ট করা জরুরী। সব ওয়েভলেংথের ছবিতে সবকিছু স্পষ্ট বোঝা যায় না। স্পটের জন্য এর সঙ্গে MDI মানে, MichelsonDopplerImager ইমেজ টাও লাগবে।
    ম্যাগনেটোগ্রাম রীড করাও আমার কাছে শিকতে চান নাকি? সীটি হচ্ছে না বাওয়া, এ সব উইকি-বোজ্জিতো বিষয় জান্তে গেলে আমায় ক্যান্টিনে নিয়ে ঘুগ্নিরুটি খাওয়াতে হবে ..তাপ্পর আমি ভেবে দেখতেও পারি। আর শুধু কি ম্যাগনেটোগ্রাম? তার সঙ্গে Zeemaneffectও রয়েছে না। নাহ.. ষড়ৈশ্বর্য্য সস্তায় হবে না বাপু, তাজ্জন্য Zeeshan যেতে হবে।

    এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন, যে ১৭০০ সালে সানস্পটের ডাটা তাহলে কোত্থেকে এলো? তখনও কি ঘরে ঘরে MichelsonDopplerImager ছিলো?
    মনে রাখবেন, তখনকার দিনের মানুষ মানুষ ছিল। এবং তখন এসি মেশিনও আবিস্কার হয় নি। তখনকার লোক স্রেফ ভিজিবল লাইট ফুটোস্কোপ দিয়ে দেখেই যা বলতে পারত তা আজকের বড় বড় অবজারভেটরী আলো করা গুরুরাও ভাবতে পারবেন না। নিশ্চয়ই গুরুতে তেমন গুরু আছেন। দ করে এ বিষয়ে তিনিই সামনে এসে আলোকপাত করুন। আমি আপারগ।
  • Arpan | 112.133.206.2 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫২453125
  • কেলোদা, জুলিয়ান ডেট?
  • kelo | 117.254.79.139 | ২২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৬453127
  • স্টারডেট।
    স্টাট্টেক দ্রষ্টব্য।
  • Arpan | 112.133.206.2 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১০453128
  • ২০১১০৫৩ ইহা নয়? ইহাকে তো জুলিয়ান ডেট বলিয়াই জানি।

    http://en.wikipedia.org/wiki/ISO_8601#Ordinal_dates
  • kelo | 117.254.252.137 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০৬453129
  • হেঁ হেঁ আর্পনদা,.. আপনি ঠিকই বলেছেন। আমিই ছড়িয়েছি।
    আসলে একগাদা লিখে নিজেই আর পড়ে দেখি না যে কি লিখেছি। তাই দেখবেন আমার পোস্টে বানান টানালও প্রচুর ভুল থেকে যায়।
    ঙাগ্যিস আপনি দ্বিতীয়বার কনফিডেন্টনি বললেন, তাই আমি আমার ছাইভস্ম আবার পড়ে ভুলটা দেখতে পেলাম। পরে ক্যালকুলেট করে লিখব বলে ফেলে রেখেছিলাম, দু জায়গাতেই। পরে ভুলে মেরে দিয়েছি।
    আপনি যদি প্রথমবারেই একটু জোর দিয়ে বলতেন তবে কাল রাতেই ভুল স্বীকার করে নিতাম।
    যাক স্টারডেটটার অবশ্য ইয়ার্কি ছাড়া কোন ভ্যালু নেই। বাকি সিরিয়াস জিনিষেও ভুল ভাল থাকতে পারে। আমি আসলে বায়োলজির লোক তো।

    আর দ্রি-দা,স্যটিলাইটের পাথ কযে বার করা ভীষন শক্ত ব্যাপার হবে।অতাও আবার জোড়া স্যাটেলাইট। ইসরোর কেউ থাকলে তাকে দিন না কাজটা।অদেখছেন তো এতকাল স্‌চারফ্লীটের সঙ্গে কাটিয়েও স্টারডেটই কযতে পারি না ঠিক করে, আমাকে ওসব শক্ত অঙ্ক দেওয়া কি ঠিক?
  • kelo | 117.254.252.137 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১০453130
  • ইশ.. ওপরের পোস্টে এত বানান ভুল করেছি যে কহতব্য না। এটা অবশ্য অনিচ্ছাকৃত।
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২০453132
  • না না, এটা কেন জুলিয়ান ডেট হবে? ও টা তো সেই কবে কোন বিসি থেকে কাউন্ট করে আজ পর্য্যন্ত কত দিন হল সেই কাউন্ট।

    এটা তো মনে হচ্ছে ইয়ার ইন এডি ডট নাম্বার অফ ডেজ ফ্রম ফাস্ট জানুয়ারী। গতকাল ছিল এই ২০১১ সালের তিপান্নতম দিন। তাই ২০১১.৫৩।

    জুলিয়ান ডে কত হবে সেটা হিসেব করে দেখতে হবে। কিছু কিছু এম্বেডেড অপারেটিং সিস্টেমে গেটজুলিয়ানডেট টাইপের একটা সিস্টেম কল থাকে। সেইটে চালিয়ে বার করাই ভালো।
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৭453133
  • মেদ্‌ভেদেভ বললেন মিড্‌ল ইস্টে গোলমাল দীর্ঘস্থায়ী হতে পারে এবং ক্ষমতায় কোন ফ্যানাটিক আসতে পারে। কিন্তু এই ধরণের কোন আনরেস্ট তিনি রাশিয়ায় হতে দেবেন না।

    এরপর তিনি একটা অদ্ভুত কথা বললেন।

    "They have prepared such a scenario for us before, and now more than ever they will try and realize it. In any case, this scenario won't succeed," he said, without identifying the people he considers could threaten the Kremlin.

    এই they বলতে তিনি যে ঠিক কাদেরকে বোঝালেন সেটা ক্লিয়ার নয়। কিন্তু ইশারায় বললেন যে এরাই আগে রাশিয়ার ডিসইন্টিগ্রেশানের জন্য দায়ী। এবং এখনও এরা এই চেষ্টাই করবে।
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪453134
  • চাউর হয়েছে লিবিয়ার পূব দিকটা আর গদ্দাফির ক®¾ট্রালে নেই। পশ্চিমে ত্রিপোলি এখনও গদ্দাফির ক®¾ট্রালে আছে। আর গদ্দাফি নাকি মেডিটেরানিয়ানের দিকে পাইপলাইনগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে/দেওয়ার অর্ডার দিয়েছে। http://www.jpost.com/MiddleEast/Article.aspx?id=209478

    তেলের দাম ...
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪১453135
  • গ্রীসের চেহারা এখন পার্মানেন্ট ব্যাট্‌লগ্রাউন্ড। বেলাউট পেয়েও কোন সমস্যার সমাধান হয়নি। অস্টারিটি শব্দটার মধ্যে একটা এমন আভিজাত্য আছে যে সেটা বিটার রিয়েলিটিকে ভুলিয়ে দিতে পারে। কিন্তু বেশীক্ষণ নয়। গ্রীসের প্রোটেস্টে তাই মলোটভ ককটেলে ছড়াছড়ি। http://www.bbc.co.uk/news/world-europe-12551636

    গ্রীকরা এখন 'আই য়োন্ট পে' মুভমেন্ট শুরু করেছে। হাই ওয়ে টোল থেকে হেল্‌থ ফীজ। http://www.msnbc.msn.com/id/41723432/ns/business-world_business/
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৫453136
  • কিছুদিন আগে বুয়েনস এয়ার্সে একটি ইউ এস মিলিটারী প্লেন ডিক্লেয়ার না করে বন্দুক, ড্রাগ এবং স্যাটেলাইট ফোন নিয়ে ল্যান্ড করে। তো তাই নিয়ে দুই দেশের ডিপ্লোম্যাটিক ঝামেলা। http://www.guardian.co.uk/world/2011/feb/15/argentina-us-weapons-country
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন