এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৪০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.237.222 | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৪453073
  • বাহরিন আর লিবিয়ায় জোর ফাটাফাটি চলছে।
  • dri | 117.194.234.64 | ১৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০২453077
  • সাংঘাই স্টক এক্সচেঞ্জের সাথে ব্রাজিলিয়ান বোভেস্পার একটি 'সংযোগ' স্থাপিত হল। তবে ফর্মাল মার্জার নয়। http://www.bbc.co.uk/news/business-12505056। বিয়ে নয়, লিভ টুগেদার।
  • dri | 117.194.234.64 | ১৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৪453078
  • অস্ট্রেলিয়ার ডারউইন শহরে ভীষণ বন্যা। http://www.accuweather.com/blogs/news/story/45895/australia-cyclone-leaves-darwi.asp। বলছে

    Flooding described as a one-in-500-year event has inundated swathes of the city of Darwin in Australia's tropical Top End.

    ফাইভ হান্ড্রেড ইয়ার হাই? আমার তো বিশ্বাস হয় না। ৫০০ বছরের ডেটা আছে?
  • dri | 117.194.234.64 | ১৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৯453079
  • আজকাল সোলার ফ্লেয়ার নিয়ে খুব লেখালিখি হচ্ছে। ব্যাপারটা একদম বুঝছি না।

    রিসেন্ট একটা সোলার ফ্লেয়ার পৃথিবীতে এসে পৌঁছেছে তাতে দক্ষিণ চীনে শর্ট ওয়েভ রেডিও ট্রান্সমিশান ব্যাহত হয়েছে। http://www.breitbart.com/article.php?id=CNG.d91e3775fd5b821f0b35dc7f0cbb52fc.21&show_article=1

    The China Meteorological Administration reported that the solar flare caused "sudden ionospheric disturbances" in the atmosphere above China and jammed short-wave radio communications in the southern part of the country.
  • kelo | 117.254.240.85 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১453080
  • আপনি যেরকম শক্ত শক্ত কূটনৈতিক বিষয় জলের মত বুঝিয়ে দেন তার লোভেই তো এই টইটা নিয়মিত পড়ি।
    সোলার ফ্লেয়ারের ব্যাপারটা তো সে তুলনায় নস্যি। শক্ত কিচ্ছুই নেই। সূর্য্য তো আসলে একটা বিশাল হাইড্রোজেন বোমা। সবটা একসঙ্গে না ফেটে দীর্ঘ সময় ধরে ফেটেই চলেছে। তা এই ফাটার রেটটা সর্বদা সমান না। বেশীকম হয়। সূর্য্যের বিশাল বডির মধ্যে কোথাও বিস্ফোরন বেশীমাত্রায় হলে সেটা ছিটকে ওঠা ঢেউ এর মত 'সোলার ফ্লেয়ার' হয়ে সূর্য্যের গোলগাল চেহারার বাইরে বেরিয়ে আসে। সূর্য্যের মধ্যে বিস্ফোরনের ফলে আলোর সঙ্গে অন্য নানা কনার স্রোতও সর্বদা বইতে থাকে। যাকে কিনা সোলার উইন্ড বলে। এই হাওয়ায় পাল তুলে কার্ল সাগান সাহেব জ্বালানীবিহীন মহাকাশপোত বানাবার ফন্দি এঁটেছিলেন বছর পনেরো কুড়ি আগে। সূর্য্যে হঠাত বিস্ফোরনের মাত্রা বেড়ে গেলে, মানে সোলার ফ্লেয়ার দেখা দিলে, এই সৌর বাতাসের ঝড় শুরু হয়ে যায়। বিজ্ঞানের পরিভাষায় একেই বলে করোনাল মাস ইজেকশন বা CME।(Coronalmassejection). জিনিষটা আর কিছুই না লক্ষ লক্ষ টন নানারকম কণা, যার বেশীভাগটাই প্রোটন, সূর্য্য থেকে চাদ্দিকে ছিটিয়ে পড়তে থাকে। উইকিপিডিয়ার করোনাল মাস ইজেকশনের পেজটা দেখে নিন। দারুন একটা ছবি দেওয়া আছে। পৃথিবীর যে পিঠটা “দিন” সেদিকে ঐ টন টন প্রোটন আছড়ে পড়ে বলেই নানারকম ঝামেলা হয়। আমাদের ওজোনোস্ফীয়ার আর আয়নোস্ফীয়ার এমনিতে এধরনের রেডিয়েশন এর বৃষ্টি থেকে পৃথিবীকে ছাতার মত রক্ষা করে। কিন্তু অমন ঝড় হলে আর ঐ ছাতা কাজ করে না। সোজা সৌর বাতাস তখন আয়নোস্ফীয়ার ভেদ করে এসে নিচে আমাদের রেডিও যোগাযাগকে বিপর্যস্ত করে দেয়। দক্ষিন চীনে কাল এটাই হয়েছে।
    শুধু রেডিও যোগাযোগই নয়, স্যাটেলাইটের সঙ্গে যোগও বিচ্ছিন্ন হয়ে যায়। যে কোন যন্ত্র যাতে চুম্বক বা তড়িত চৌম্বকীয় ব্যবহার রয়েছে তারাও বেগড়বাঁই করে। এর ফলাফল কিন্তু ভবহ দাঁড়াতে পারে। কারন সৌরঝড় নিত্যনৈমিত্তিক ঘটনা নয় বলে আমরা আমাদের নিত্যপ্রয়জনীয় যন্ত্র বানাবার বা ব্যবহার করার সময় অনেকসময় খেয়ালই রাখি না যে সৌরঝড় হলে সেগুলোর কি ক্ষতি হতে পারে। একটা ছোট উদাহরন দিলেই বুঝবেন-
    কাজ দেখাতে গিয়ে দিদি প্রতিটি রেলওয়ে প্ল্যাটফর্মে LED ঘড়ি লাগিয়েছেন। সেগুলো ইলেকট্রিকে চলে এবং দম দিতে হয় না বা মেলাতে হয় না। মেলাতে গেলে এত লোক লাগত যে পার্টি নির্বিশেষে সব ক্যাডারের চাকরী হয়ে যেত। এই মেলানোর কাজটা ঘড়িগুলো নিজেই করে নেয়। একটু লক্ষ্য করলে দেখবেন প্রতিটি ঘড়ি একসঙ্গে নিখুঁত সময় দিচ্ছে। প্রতিটি ঘড়ির সঙ্গে GPS স্যাটেলাইটের যোগ আছে। কমপক্ষে একটা স্যাটেলাইটও দিগন্তের ওপর থাকলেই ঘড়িগুলো সময় মিলিয়ে নেয় নিজে নিজেই। সৌরঝড় চললে কিন্তু ঘড়িগুলো নিজে নিজেকে মেলাতে পারবে না। আমাদের ঘরের বাকি পাতি ঘড়িগুলোর মতই আচরন করবে। মানে, কয়েকসেকেন্ড এদিক ওদিক হয়ে যেতে পারে।
    ঘড়ি নিতান্ত নিরামিষ ব্যাপার। ঘড়ি না হয়ে যদি রেলের অ্যান্টি কলিশন ডিভাইস হয়, আর তার ওপর যদি আমরা চোখ বুজে বিশ্বাস করে বসে থাকি, তবে কিন্তু কেস কেলো হবে।
    সুতরাং সৌরঝড় এবং সোলার ফ্লেয়ার আধুনিক যন্ত্রপাতি বা যুদ্ধাস্ত্র ঘেঁটে দেওয়ার পক্ষে খুব কাজের জিনিস। এক্ষেত্রে কাল দক্ষিন চীনের ঘেঁটেছে। আমেরিকার দিকে দিনেরবেলা ওটা হলে ওদেরও ঘাঁটত। এতে অবশ্য কারোরই হাত নেই।
    আর, সোলার ফ্লেয়ার নয়, সোলার স্টর্ম পৃথিবীতে এসে পৌঁছেচে। ফ্লেয়ারটা পৌঁছলে আমি আপনি কেউই বোধয় লেখার জন্য টিকে থাকতাম না। ফ্লেয়ারেরা বুধ অব্দিও পৌঁছয় না, সূর্য্যের অ্যাটমস্ফীয়ারের ঠিক বাইরেই ফুরিয়ে যায়।
  • lcm | 69.236.160.12 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫০453081
  • বাহ! কেলো চমৎকার বুঝিয়ে লিখেছে।
  • kelo | 117.254.242.235 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৫453083
  • আসলে দ্রি সাহেব সোলার ফ্লেয়ার জানেন না এটা হতেই পারে না। কিন্তু উনি কি বুঝছেন না ? হঠাত করে সোলার ফ্লেয়ার নিয়ে লেখালিখি বেড়ে যাবার কারন বুঝছেন না? আমি ওনার লিঙ্ক দেখে বা অন্যান্য সোলার ফ্লেয়ার সংক্রান্ত সমসাময়িক খবরে তো অস্বাভাবিক কিচ্ছু খুঁজে পেলাম না।
    উনি সোলার ফ্লেয়ার পৃথিবীতে এসে পৌঁচেচে লেখায়, আমি আর লোভ সামলাতে না পেরে..মানে... দু লাইন লিকে দিয়েছি। বেজায় হাত নিশপিশ করছিল। আমার ধৃষ্টতা মাপ করবেন।
  • dri | 117.194.237.58 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৪453084
  • কেলো, প্লীজ লিখুন। দু লাইনের বেশীই লিখুন।

    আমি এখান সেখান পড়ে টড়ে সোলার ফ্লেয়ারের ক্যারেকটারাইজেশান যা পেয়েছি তা আপনি যা বললেন তাই।

    কিন্তু আমার কতগুলো খটকা আছে। ইদানীং সোলার ফ্লেয়ার ব্যাপারটা নিয়ে বেশী লেখালিখি দেখছি। এর কারণ কী? সোলার ফ্লেয়ারের কি কোন পিরিয়ডিসিটি আছে? কিছুদিন আগে থেকেই লেখালিখি শুরু হয়েছিল সোলার স্টর্ম আসতে পারে, আসতে পারে বলে। সোলার স্টর্ম প্রেডিক্ট করার কৌশল কী? (কোথায় যেন পড়েছিলাম একটা ১১ বছরের সাইক্‌ল আছে।) সোলার স্টর্ম অবজার্ভ করার ইতিহাস কী? কবে ১৮৫০ সালের কাছাকাছি নাগাদ একবার টেলিগ্রাফের তার পুড়ে গিয়েছিল শুনেছিলাম। এছাড়া সোলার ফ্লেয়ারে মেজর কোন ক্ষতি হয়েছিল? সানস্পটের সাথে সোলার ফ্লেয়ারের কোন সম্পর্ক আছে?
  • aka | 24.42.203.194 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৫453085
  • dri | 117.194.237.49 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪১453087
  • এইচ বি টরেন্ট নামে এক ডেটা সিকিউরিটি কোম্পানীর কিছু হাঁড়ির খবর ফাঁস হয়ে গেল।

    ওরা নাকি 'পার্সোনা ম্যানেজমেন্ট সফটওয়্যার' লেখে। কীরকম? একজন ইউজার দশজন ভিন্ন ইউজার সাজতে পারেন। প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড, পার্সোনালিটি, জিওগ্রাফি, কালচার এইসব থাকবে। এদের আলাদা আই পি অ্যাড্রেসও থাকবে। এবং এরা ফেসবুক জাতীয় ওয়েবসাইটে পোস্ট করতে পারবে।

    As the text explains, the software would require licenses for 50 users with 10 personas each, for a total of 500. These personas would have to be "replete with background , history, supporting details, and cyber presences that are technically, culturally and geographacilly consistent."

    It continues, noting the need for secure virtual private networks that randomize the operator's Internet protocol (IP) address, making it impossible to detect that it's a single person orchestrating all these posts. Another entry calls for static IP address management for each persona, making it appear as though each fake person was consistently accessing from the same computer each time.


    এতে কী সুবিধে? যেহেতু এতে পাঁচ মানুষ পঞ্চাশজন সাজতে পারেন, মতৈক্য সিমুলেট করা এতে সহজ হয়।

    "Persona management software" can be used to manipulate public opinion on key information, such as news reports. An unlimited number of virtual "people" could be marshaled by only a few real individuals, empowering them to create the illusion of consensus.

    রিভলিউশান জেরারেট করতে সুবিধে হয়।
    http://www.rawstory.com/rs/2011/02/18/revealed-air-force-ordered-software-to-manage-army-of-fake-virtual-people/
  • aka | 24.42.203.194 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪২453088
  • আরো নাসা -

    Q: Is there a danger from giant solar storms predicted for 2012?

    A: Solar activity has a regular cycle, with peaks approximately every 11 years. Near these activity peaks, solar flares can cause some interruption of satellite communications, although engineers are learning how to build electronics that are protected against most solar storms. But there is no special risk associated with 2012. The next solar maximum will occur in the 2012-2014 time frame and is predicted to be an average solar cycle, no different than previous cycles throughout history.


    http://www.nasa.gov/topics/earth/features/2012.html
  • dri | 117.194.234.80 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৭453089
  • ইজিপ্টের রিভলিউশানে গুগলের এরিক শ্মিট এবং ওয়ায়েল খোনিম দুজনেই খুব খুশি। খোনিম একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছেন।


    "If there was no social networks it would have never been sparked," he said.

    "Because the whole thing before the revolution was the most critical thing. Without Facebook, without Twitter, without Google, without YouTube, this would have never happened."


    বোঝা যায় এই বিপ্লবে সফটওয়্যারের একটা অবদান আছে।
  • dri | 117.194.234.80 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৫453091
  • আকা, ইউটিউবের বক্তব্যটা কি ছোট করে লেখা যাবে? আমার ল্যাপটপের সাউন্ড কার্ডটা গেছে। আর এইটা তো ২০১২ স্কেয়ার। আর মাঝেরটা ২০০৬ এ লেখা। ঠিক। ঐ সময় থেকেই একটু একটু করে এই সোলার ফ্লেয়ারের কথা আসছিল। কিন্তু কয়েক সাইক্‌ল আগের সোলার ফ্লেয়ারে কিছু নোটিসেব্‌ল হয়েছিল? রেকর্ড আছে?

    এনিওয়ে এটা একটা সাবজেক্ট ইন ইটসেল্ফ।
  • aka | 24.42.203.194 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৪453092
  • ইউটিউবের লিংকটা হল মশিয়ে কাকুর।

    এরই ধারে কাছে কিছু হবে।
    http://www.theusreport.com/the-us-report/dr-michio-kakuthe-physicist-who-should-have-a-tv-show.html

    কাকু ইউটিউবে বলেছেন খুব সাংঘাতিক কিছু হতে যাচ্ছে। পাওয়ার ফেলিওর এবং তদজনিত সমস্যা খুবই মারাত্মক হবে। কিন্তু নাসা সেরকম কিছু বলে না।
  • dri | 117.194.234.80 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৯453094
  • উইস্কন্সিনে কেস দিনে দিনে ঘোটালা হয়ে উঠছে। প্রোটেস্টের পঞ্চম দিন। একদিকে যেমন বাজেট কাট বিরোধীদের জটলা বেড়েছে, আবার একটি ইউনইয়ান বিরোধী একটি জটলাও তৈরী হয়েছে। তাদের বক্তব্য, এখন রিসেশান। টাকা কোত্থেকে আসবে? বাজেট কাট না করে উপায়টা কী? আমরা আনর্গানাইজ্‌ড সেক্টারে এমনিই কোন বেনিফিট পাও না। তোমরা অর্গানাইজ্‌ড সেক্টারের লোকেরা লোভী। এই রিসেশানেও তোমাদের সব বেনিফিট চাই। ইত্যাদি।

    আর এই গোলমালের অ্যাহেম মোমেন্টে এসে গেল স্নো-স্টর্ম! http://www.todaystmj4.com/news/local/116516323.html। এতেই হয়ত কিছুটা ধাক্কা খেয়ে যাবে প্রোটেস্ট।

    মানুষ যদি ওয়েদার মডিফিকেশান টেকনওলজি জানত তাহলে প্রোটেস্টকে ছত্রভঙ্গ করতে ওয়েদারও যথেষ্ট ছিল। বাহরিনে, লিবিয়ায় গুলি চালাতে হচ্ছে। দোষ হচ্ছে গম্মেন্টের। কিন্তু ওয়েদার হলে পুরো দোষটাই ভগবানের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেত।
  • dri | 117.194.234.80 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:১২453095
  • সিয়াট্‌লে পুলিশ অ্যাট্রোসিটির বিরুদ্ধে বেশ জোরালো প্রোটেস্ট। http://www.king5.com/news/local/116515673.html
  • lcm | 69.236.160.12 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৮453098
  • হে হে! সিমুলেটর সফ্‌টওয়্যার বানিয়ে তাই দিয়ে টেস্ট বিদ্রোহ করিয়ে তারপর প্রোডাকশন রান/বিদ্রোহ !

    দ্রি-র লেখা আমার বেশ লাগে। কিন্তু ইদানীং বড় বেশী লিংক, বাংলায় বিশ্লেষণ সংক্ষিপ্ত।

    অবশ্য, ফোকাসটা একদম ঠিক আছে। একটাই টার্গেট --- আমেরিকা + সোরোস -- সে ভুমিকম্প হোক বা হঠাৎ করে মশা বেড়ে যাক, কুমীর নিয়ে এখনও কিছু আসে নি বোধহয় :-)
  • kelo | 117.254.242.235 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৮453099
  • আপনার 20Feb2011 -- 11:24PM এর জবাব-

    সানস্পট হল সোলার ফ্লেয়ারের ঠিক উল্টোটা। মানে, সূর্য্যের গায়ে কোন জায়গায় বিস্ফোরনের রেট কমে গেলে সেই জায়গা তুলনামূলক ঠান্ডা জায়গা অন্ধকার ছাপের মত দেখায়। ওগুলৈ সানস্পট।

    সানস্পটের সঙ্গে সোলার ফ্লেয়ারের কোন সম্পর্ক নেই বোধহয়। বেশ কিছুদিন আগে NOAA( NationalOceanicandAtmosphericAdministration) এ নিয়ে নাড়াঘাঁটা করেছিল। উদ্দেশ্য ছিল সোলার স্পট নাম্বার দিয়ে সোলার স্টর্ম প্রেডিক্ট করা। কিন্তু যদ্দুর জানি ওরা কোন রিলেশন বার করতে পারে নি। যখন NOAA র কাজটা চলছিল, তখন আমি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওশেনোগ্রাফি তে। ওরা সফল হলে আমার কাছে ঠিকই খবর থাকত।

    সোলার স্টর্ম বা করোনাল মাস ইজেকশন (CME) প্রেডিক্ট করার জন্য ২০০৬ নাগাদ একজোড়া স্যাটেলাইটের একটা প্রজেক্ট শুরু হয়েছিল। প্রজেক্টের নাম STEREO (SolarTErrestrialRElationsObservatory)।
    এখানে তার ডিটেলস পাবেন-
    http://www.pbs.org/newshour/extra/features/science/jan-june11/solar_02-08.html
    এটা শেষ হয়েছে এবং এটাই এখন পর্যন্ত সোলার স্টর্ম প্রেডিক্ট করার সবচে ভাল উপায়। আপনার ঐ ১১ বছরের সাইকেলের ব্যাপারটাও ঐ লিঙ্কেই পাবেন, একদম শেষদিকে দেখুন। আপনি সম্প্রতি যে সোলার ফ্লেয়ার নিয়ে বেশী লেখাপত্তোর পাচ্ছেন তারও কারন সম্ভবত: এই প্রজেক্টের সাফল্য।

    সোলার স্টর্ম না হলেও, সানস্পট অবজার্ভ করার ইতিহাস বেশ পুরোন। ১৭০০ সাল বা তারও একটু আগের। ১৭০০ থেকে ১৭৫০ অব্দি বার্ষিক ডাটা রাখা হত। তার পর থেকে আজ পর্যন্তু মাসিক ডাটা রয়েছে। এইখানে তার ডিটেলস গ্রাফ পাবেন-
    http://sidc.oma.be/html/wolfaml.html

    সবচেয়ে রিসেন্ট ডাটা পেতে হলে আপনাকে যেতে হবে নাসার SOHO র ওয়েবসাইটে। SOHO হল SolarandHeliosphericObservatory. এখানে সূর্য্যের একেবারে লেটেস্ট ইমেজ পাবেন, যা দেখে বুঝতে পারবেন আজকের মহাজাগতিক আবহাওয়া কেমন যাবে।
    http://sohowww.nascom.nasa.gov/data/realtime-images.html
    আমি প্রথম SOHO র সঙ্গে পরিচিত হই আমার অ্যানড্রয়েড মোবাইলটা কেনার পর। তাতে ট্রাইকর্ডার বলে একটা প্রোগ্রাম ইনস্টল করেছিলাম। দূরদর্শনে সোমবার সোমবার স্টার ট্রেক যদি দেখে থাকেন তবে ঐ যন্তরটা আর তার ঘ্যানঘ্যানে শব্দের সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। ইন্সটল করার পর দেখি ওটায় সোলার অ্যাকটিভিটি দেখাচ্ছে। মানে লেটেস্ট সানস্পটের সংখ্যা, সোলার ফ্লেয়ারের সংখ্যা ইউ ভি রেডিযয়েশনের মাত্রা এইসব আরকি। এখানে আমার ফোনের ঐ সফটওয়্যারটা সম্পর্কে দু কথা পাবেন-
    http://www.makeuseof.com/tag/turn-your-android-phone-into-a-real-star-trek-tricorder/
    কোথে্‌থকে এগুলো পাচ্ছে তা দেখতে গিয়ে, খুঁজেপেতে দেখি মালটা স্রেফ জিপিআরএস দিয়ে ঐ SOHO সাইট থেকে লেটেস্ট ডাটা টুকে দেখায়। যাই হোক, জিনিষটা মজার, কারো কারো কাছে কাজেরও। যেমন ধরুন- HAM রেডিও ওয়ালারা। ওদের কাছে সোলারস্পট আর সোলার ফ্লেয়ারের খবর সবচেয়ে ভাল পাবেন, এসব খবর ওদের কাছে খুবই কাজের।

    সোলার ফ্লেয়ারে কার কবে কোথায় মেজর ক্ষতি হয়েছিল এবং কি কি ক্ষতি হতে পারে তার কিছু তথ্য এখানেও পাবেন-
    http://science.nasa.gov/science-news/science-at-nasa/2009/21jan_severespaceweather/
  • kelo | 117.254.242.235 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২২453100
  • যথারীতি লিঙ্কগুলো ভেঙ্গে গেছে। ওগুলো জোড়া দিয়ে নেবেন কৃপা করে।
  • O | 115.241.245.8 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০৯453101
  • ওহ কেলোদা! জ্জিও। পাগলা।
  • kelo | 117.254.240.168 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৭453102
  • আমায় বেশী ছুলবেন না দাদা/দিদি।
    সমুদ্রবিজ্ঞান নিয়ে দুলাইন পড়েছিলাম এককালে, ভুলেও গিচি যথারীতি, কিন্তু সূর্য্যবিজ্ঞান আমার আয়ত্তের বাইরেই।

    তবে ইদানিং সোলার অ্যাকটিভিটি নিয়ে লেখার প্রবণতা বাড়ার কারন হচ্ছে ঐ STEREOProject. ৬ই ফেব্রুয়ারি ২০১১ থেকে ওরা এপিঠ-ওপিঠ পুরো সূর্য্যটা কভার করা শুরু করেছে। ফলে সূর্য্যের মতিগতি জানার জন্য এরপর আপনার ওদের ওপর ভরসা করলেই চলবে। সূর্য্যের দিকে তাকিয়ে ১০৮ বার মার্তন্ড্য মন্ত্র জপ করার দিন শেষ।
    গুগল-মুন আর গুগল মার্স তো ছিলই, এবারে গুগল-সান ও এল বলে। গুগল-মুন যদি কোনদিন না দেখে থাকেন তো টুক করে এইবেলা একবার দেখে নিন-
    http://www.google.com/moon/

    STEREOProject এর মূল সাফল্যের খবরটা ওদের মুখ থেকেই জেনে নিন-
    http://stereo.gsfc.nasa.gov/news/news.shtml
    নি:সন্দেহে এর পর থেকেই সোলার অ্যাকটিভিটি নিয়ে লেখালিখি বেড়েছে।

    *লিঙ্ক ভেঙ্গে গেলে একটু জোড়াতাড়া দিয়ে কাজ চালিয়ে নেবেন দ করে।

  • Sags | 114.143.7.146 | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৫453103
  • গুগল মুন - এই জিনিস তো গুগলের কাছে আসার কথা নয়। এগুলো নাসা আর ডিফেন্সের কাছে থাকার কথা। তাহলে গুগল পায় কি করে? আর শুধু গুগল কেন? অন্যরা পায় না কেন? এর বিনিমায়ে গুগলকে কি কি দিতে হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন