এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৩৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 70.1.85.169 | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১৭453007
  • মিত্র-মশায়ের সাবটেরানিয়ান আগুনের এট্টুসখানি আঁচ, ফ্রম ইউএসএ - উইথ হেট্রেড।


    http://www.nytimes.com/2011/02/12/opinion/12herbert.html?_r=1&hp

    In an Op-Ed article in The Times at the end of January, Senator John Kerry said that the Egyptian people “have made clear they will settle for nothing less than greater democracy and more economic opportunities.” Americans are being asked to swallow exactly the opposite. In the mad rush to privatization over the past few decades, democracy itself was put up for sale, and the rich were the only ones who could afford it.

  • Sags | 122.169.10.170 | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২453009
  • সব-ই তো বুঝলাম যে আমরা অনেকটা বেশি ভাবছি সাধারন ব্যাপার নিয়ে - অভ্যুথান সাধারণ ভাবেই এসেছে, কোনো থিয়োরী নেই। কিন্তু তাহলে এই সোরোস বাবু যিনি এখন বিলিয়ন ডলার নিয়ে রিটায়ার করতে পারেন তিনি এইসব কাজে এত ব্যস্ত কেন? তাছাড়া পৃথিবীর তাবর তাবর দেশগুলো হঠাৎ চুপ মেরে গেলো, একটা প্রচ্ছন্ন সাপোর্ট রয়েছে। গুগল, ফেসবুক - এগুলো দিয়ে কি অভ্যুথ্যান হয়? আর রেট্রোস্পেকটিভ অ্যানালিসিস তো সবাই করছে - তাই তো এতদিন করা হয়েছে। সো কল্ড রেজিম চেন্‌জ হচ্ছে কিছু কিছু লোকেদের সার্থে। আর এত বড় অভ্যুথ্যান হতে গেলে চাই পয়সা, সময়, মিডিয়া, পলিটিক্স, মিলিটারি, আঁতেল, এবং লোকবল। কোথা থেকে আসছে সেগুলো?
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩১453010
  • ঠিক যেভাবে বেন আলির অ্যাকাউন্ট এওরোপীয়ান ইউনিয়ান ফ্রিজ করে দিয়েছিল, মুবারকের অ্যাসেট সুইস গভর্মেন্ট ফ্রিজ করে দিল। http://www.hindustantimes.com/Swiss-government-freezes-Mubarak-s-assets/Article1-661421.aspx

    এইভাবে দুটো করাপ্ট দেশের ইল গটেন গেইন্‌স ইওরোপীয়ান ব্যাঙ্কদের হাতে চলে এল। এমন দুই দেশের যাদের 'ডিক্টেটারদের' ওরাই সাপোর্ট করে পাওয়ারে বসিয়েছিল।

    নতুন নতুন ডেটার দিকে তাকানোর অবশ্যই প্রয়োজন আছে। এটা অরেকটি ডেটা।
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৫453011
  • আবার অর্পণ যেটা দিয়েছেন। আলজিরিয়া এবং ইয়েমেনে। বিবিসিতে ছবিও দিয়েছে। http://www.bbc.co.uk/news/world-middle-east-12441180
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৮453012
  • উইকিলীক্‌সের লীক্‌ড কেব্‌লে নাকি ছিল সুলেমানের সাথে ইজরায়েলের আঁতাত ছিল। http://www.irishtimes.com/newspaper/world/2011/0209/1224289345178.html

    এই খবর বেরোলো আইরিশ টাইমসে, অফ অল পেপার্স। উইকিলীক্‌সের ধারক ও বাহক, সেই গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, লা মোন্দ, এল পেই, ডার স্পীগেল এরা এই বিষয়ে একদম চুপ। (মে বি এরপর বেরোবে, এখন যখন আইরিশ টাইমস ছেপেই দিল)।
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫১453013
  • হারেৎজে ব্রেকিং নিউজে দেখাচ্ছে বাহরিনের রাজা নাকি দেশবাসীদের ঘুষ দেবেন প্রোটেস্ট না করার জন্য!

    Bahrain King to pay citizens equivalent of 10,000 NIS each to not demonstrate

    http://www.haaretz.com/misc/breaking-news
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৪453014
  • পাকিস্তানের কোর্ট বেনাজির হত্যার কেসে মুশারফের জন্য নন-বেইলেব্‌ল ওয়ারেন্ট জারি করল। মুশারফকে এখন কে এক্সাইল দিয়েছে? বৃটেন। http://www.thehindu.com/news/international/article1445647.ece.
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:১৩453016
  • জাস্ট ফর ফান, ব্ল্যাক সোয়ান থিওরীর প্রেমিসটা অশোক মিত্রের ওপর অ্যাপ্লাই করা যাক।

    a. the illusion of understanding, or how Ashok Mitra thinks he knows what is going on in a world that is more complicated (or random) than he realizes

    কিন্তু তাতে কী? অশোক মিত্র যা ভেবেছেন সেটা বলেছেন। সেই মতটা দিয়ে অন্যকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন। যদিও আমি এই ভিউয়ের সাথে একমত নই। এটা অ্যাজিউম করে যে আরব ওয়ার্ল্ডের ক্ষোভের আগুন বায় ইটসেল্ফ, উইদাউট এক্সটার্নাল হেল্প খুব পোটেন্ট। কেন সৌদি আরবে কিছু হচ্ছেনা? কেন এতদিন কিছু হয়নি?

    ব্ল্যাক সোয়ান থিওরির প্রবলেম হল, এটা বলতে চায় যে দ্যাখ রিয়েলিটি বড় জটিল। তুমি যা ভাবছ তার চেয়েও বেশী জটিল। আসলে ওসব তুমি বুঝবে না। (তার চেয়ে টিভি দেখ। কান পেতে শোন মানুষের কান্না। বেশী ভেব না।)

    কথা হল, আন্ডারস্ট্যান্ডিং তো নেই। ইলিউশান অফ আন্ডারস্ট্যান্ডিং ই আছে। বিভিন্ন লোকের। তাতে মাল্টিপ্‌ল ইন্টারপ্রিটেশান থেমে থাকবে কেন?

    আর এই রিয়েলিটি বড় র‌্যান্ডম, এই কথাটা বার বার বলা হয়, কনস্পিরেটোরিয়াল ইন্টারপ্রিটেশানগুলো ডিসক্রেডিট করার জন্যই, যারা বলতে চায় যে অনেক কিছুই, যেগুলো র‌্যান্ডম বলে চালিয়ে দেওয়া হয়, সেগুলো আসলে প্ল্যন্‌ড, ম্যানিপুলেটেড, ক®¾ট্রালড।
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৭453017
  • @Sags
    ফাস্ট ওয়ার্ল্ডের পর লীগ অফ নেশানশ বলে একটা অর্গানাইজেশান ফর্ম করা হয়েছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সেটাকেই মডিফাই করে হল ইউ এন। ও ই সি ডি আরেকটু পরে তৈরী হয়। কিন্তু এই ধরণের ক্লাব বানানোর উদ্দেশ্য একটাই। আ স্টেপ টুওয়ার্ডস ওয়ান ওয়ার্ল্ড গভর্মেন্ট। আরো আরো দেশকে একটা ছাতার তলায় নিয়ে আসা। রকাফেলার ফ্যামিলি নিউ ইয়র্কে নিজেদের জমি বিনে পয়সায় ছেড়ে দিয়েছিল ইউ এনের হেড কোয়ার্টার্স বানানোর জন্য। এবং যদি লক্ষ্য করেন, দেখবেন ইউ এন বড্ড বেশী অন্য দেশের অ্যাফেয়ার্সে নাক গলায়। যেমন কিছুদিন আগে আইভরি কোস্টে ইলেকশানের রেজাল্ট নিয়ে ঝামেলা হয়েছিল। তখন ইউ এন জোর বিবৃতি দিয়েছিল। বলেছিল আমরা অমুককে মানি না, কিন্তু তমুককে মানি। ইজিপ্টের কেসেও ইউ এন বিবৃতি দিয়েছিল। কিভাবে ইজিপ্টের এই ক্রাইসিস সামলানো উচিৎ। এটা এক ধরণের সুপ্রান্যাশানাল বডি যার মূল কাজটা হল ন্যাশানাল সভার্নিটিকে কোন না কোন ভাবে বাড়তে না দেওয়াঅ/কমানো।

    এরকম আরো অনেক বডি আছে। ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশান। হেগে ইন্টারন্যাশানাল কোর্ট। আরেকটু ছোট স্কোপের মধ্যে ইওরোপীয়ান ইউনিয়ান।

    এদের গোলগুলো সব সমান। ই ইউতে প্রথমে হয়েছিল মাস্ত্রিক্ত ট্রিটি। পরের লিসবন ট্রিটিতে কনট্র্যাক্টগুলো আরো বাইন্ডিং। দেশের অনেক আইনকানুনও ওভাররাইড করে যেতে পারে ই ইউর আইন।
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:৪৫453018
  • @a x

    এলবারাদেইয়ের সাথে কমিউনিস্ট জায়েদ-এল-এলেমির কানেকশান খুব ইন্টারেস্টিং!

    ইন্টারন্যাশানাল ব্যাঙ্কারের গোল আর কমিউনিস্টের গোল কি কোথাও ইন্টারসেক্ট করে?
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:৫১453019
  • করে। কমিউনিস্টরাও আসলে এক ধরণের ওয়ান ওয়ার্ল্ড গভর্মেন্টই চায়। 'ওয়ার্কার্স অফ দা ওয়ার্ল্ড, ইউনাইট'।

    মে বি, দেয়ার ইজ আ কানেকশান?
  • dri | 117.194.236.99 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০২:০৭453020
  • যদিও প্রকৃত কমিউনিজ্‌ম ট্রুলি ইন্টারন্যাশানাল, কমিউনিজ্‌মে নানা রকম ফ্যাকশান আছে। যেমন স্ট্যালিনের কমিউনিজ্‌ম ছিল ন্যাশানাল, কিন্তু ট্রটস্কির কমিউনিজ্‌ম ছিল ইন্টারন্যাশানাল।

    জেকব শিফ ছিলেন একজন দুঁদে ব্যাঙ্কার। রথস্‌চাইল্ড, ওয়ারবার্গ এদের সাথে রিলেটেড। ওয়ারবার্গদের সাথে তো ফ্যামিলি রিলেশান ও ছিল। জেকব শিফ ছিলেন কুন অ্যান্ড লোবের প্রতিষ্ঠাতা। এ হেন জেকব শিফ ট্রটস্কিকে ২০ মিলিয়ান ডলার দিয়েছিলেন রাশিয়ায় বলশেভিজ্‌মের ফাইনাল ট্রায়াম্‌ফের জন্য। কেন!?

    For the father-in-law of Max Warburg's brother, Felix, was Jacob Schiff, senior partner in Kuhn, Loeb & Co. (Paul and Felix Warburg, you will recall, were also partners in Kuhn, Loeb & Co. while Max ran the Rothschild-allied family bank of Frankfurt.) Jacob Schiff also helped finance Leon Trotsky. According to the New York Journal-American of February 3, 1949: "Today it is estimated by Jacob's grandson, John Schiff, that the old man sank about 20,000,000 dollars for the final triumph of Bolshevism in Russia."

    http://www.whale.to/b/communism_q.html
  • Baijayanta | 14.96.28.251 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৮453021
  • বিচারধারার ফারাকটা একদম গোড়ায়, এবং সেটা এতটাই বিপ্রতীপ যে কথোপকথনের মাধ্যমে কোনো সহমতে পৌঁছানোর সম্ভাবনা প্রায় অলীক।

    এই বিচারধারার একটি মাত্রা হল গ্র্যান্ড ন্যারেটিভ বা বিচ্ছিন্নতার মধ্যে একটি সাধারন উপপাদ্যকে খুঁজে বের করার প্রয়াস যা এই গ্র্যান্ড ন্যারেটিভটিকে তৈরি করে। চিন্তাধারাটি দেকার্তিয়, অর্থাৎ ক, খ, গ- এই ঘটনাগুলির মধ্যে যদি একটি সাধারণ x উপাদান থাকে, যা এক্ষেত্রে "অভ্যুত্থান", তাহলে নিশ্চয় ক, খ ও গ- এই তিনটি ঘটনার কারণের মধ্যেও একটি সাধারণ উপাদান থাকবে। কারণ এই বিচারধারায় দুই আর দুইয়ে চারই হতে পারে, পাঁচ হবার কোনো সম্ভাবনা নেই, অতএব ঐ লুকিয়ে থাকা এক খুঁজে বের করতে পারলেই ব্যাপারটার খেই পাওয়া যায়।

    দ্বিতীয় মাত্রাটি ঔপনিষদীয়- ঈশাবাস্যমিদং যৎকিঞ্চ জগত্যাং জগৎ- সর্বভূতে ব্রহ্ম বিরাজমান। কিছু সংখ্যালঘু মানুষের স্বার্থপর গোষ্ঠী মানুষের ইতিহাসকে চালিত করছে, অর্থাৎ রাজদ্বারে অথবা শ্মশানে সর্বত্র সেই ব্রহ্মস্বরূপ সোরোসদের সূক্ষ্ম হস্তক্ষেপ। এইভাবে ইতিহাসকে দেখতে গেলে দুটি স্বত:সিদ্ধকে মেনে নিতে হয়। প্রথমত:, সাধারণ মানুষের এজেন্সির সম্ভাবনাকে সম্পূর্ণ নস্যাৎ করতে হয়। এবং দ্বিতীয়ত:, হোমো র‌্যাশনালিসের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে শিকাগো মডেলে হোমো সুপার-র‌্যাশনালিসের ধারনাকে বলবৎ করতে হয়, যে ধারণায় মানুষ তাদের সামাজিক ও ব্যক্তিগত প্রবৃত্তি, প্রথা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের ঊর্ধ্বে পৌঁছে যাওয়া জলজ্যান্ত ট্যুরিং মেশিন।
  • dri | 117.194.238.176 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২২453022
  • সহমতে পৌঁছনোর চাপ নেই।

    বিচারধারা যাই হোক, ডেটার মুখোমুখি হতেই হয়। আর দেকার্তে বা উপনিষদে আপত্তি কিসের যদি হোমো র‌্যাশানালিসে না থাকে?

    এবার একটা অ্যালায়েন্স অফ ইউথ মুভমেন্ট মিশরের রিভলিউশানে সাড়া জাগিয়েছে। তাদের ওয়েবসাইট http://www.movements.org/। এদের মিশান স্টেটমেন্ট ওদের সাইটেই পাওয়া যাবে।

    Movements.org is a not-for-profit organization dedicated to helping grassroots activists to build their capacity and make a greater impact on the world. Through the use of new technologies, grassroots activists have more capacity than ever to make change in their communities. Yet wired social movements continue to grapple with the challenges of scaling and sustaining themselves over time.

    দেখা যাক এই আপাত নোব্‌ল অর্গানাইজেশানের স্পনসর কারা। http://www.movements.org/pages/sponsors এই পাতার গেলে আমরা আবার ব্রহ্মদর্শন করতে পাই, কখনো গুগলরূপে, কখনো পেপসিরূপে, কখনো CBSরূপে আবার কখনো MSNBCরূপে। এর মধ্যে গুগল এবং পেপসি এই দুজন কাউন্সিল অন ফরেন রিলেশানসের কর্পোরেট মেম্বার। CFR এর ওয়েবসাইটে এদের নাম জ্বলজ্বল করছে। CFR এর কথা আমি আগে কনস্পিরেসি থ্রেডে বলেছি। এক দশক আগে এরা ছিল সিক্রেট অর্গানাইজেশান, ইলুমিনাটির মত। তখন এদের অস্তিত্ব অফিশিয়ালি ডিনাই করা হত। এখন এদের রীতিমত ওয়েবসাইট আছে।

    মুভমেন্ট ডট অর্গের দু একজন বোর্ড মেবারের প্রোফাইলও খুব ইন্টারেস্টিং। কোফাউন্ডার জারেড কোহেন গুগলে আছেন, CFR এ ছিলেন।

    Jared Cohen is the Director of Google Ideas, a new entity at Google aiming to re-frame and act on old challenges in new and innovative ways. He is also an Adjunct Fellow at the Council on Foreign Relations, where he focuses on terrorism and counter-radicalization, the impact of connection technologies, and “21st century statecraft.”Previously, he served for four years as a member of the State Department’s Policy Planning Staff under both Secretaries of State Condoleezza Rice and Hillary Clinton. In this capacity, he advised on the Middle East, South Asia, counter-terrorism, counter-radicalization, and the development of the “21st century statecraft” agenda. He is twice a recipient of the Secretary of State’s Meritorious Honor Award.


    আরেক কোফাউন্ডার জেসন লীবম্যান ক্রেডিট সুইসে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে কাজ শুরু করেছিলেন, আগে গুগলে কাজ করেছেন, ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সাথে কাজ করেছেন, টাইম ওয়ার্নার, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের সাথে কাজের অভিজ্ঞতাও আছে।

    Jason is the co-founder of Movements.org. In 2007, Jason co-founded Howcast Media with the goal of creating the largest – and highest quality – library of how-to videos on the web, providing users with the answer to almost any question, whenever, wherever they need to know how. Since launching Howcast.com in February 2008, Howcast streams tens of millions of videos every month across its multi-platform distribution network. Howcast also works directly with brands, agencies, and organizations such as GE, Proctor & Gamble, Kodak, 1-800-Flowers.com, Staples, U.S. Department of State, U.S. Department of Defense, American Red Cross, and Ford Motor Company to create custom branded entertainment, innovative social media, and targeted rich-media campaigns.
    Before Howcast, Jason worked for four years at Google, where he played an integral role in growing strategic content licensing and monetization relationships for the YouTube, Google Video, and AdSense teams. While at Google, Jason was responsible for forging key relationships with a wide range of Google's largest media partners, including Time Warner, News Corp, Viacom, Warner Music, Sony Pictures, Reuters, The New York Times, and the Washington Post Company.
    Prior to Google, Jason was at Applied Semantics before it was acquired by Google in 2003, which was one of Google's largest acquisitions in its history. At Applied Semantics, he held several positions, including Executive Vice President of Sales and Business Development. In this role, he was responsible for overseeing and introducing new monetization products, including AdSense, to web publishers.

    Jason began his career at Credit Suisse as an investment banker. A New York City native, Jason graduated from Duke University.


    অরেকজনের নাম সুজান ভিলা। তিনি ডিরেক্তার অফ কনটেন্ট অ্যান্ড আউটরীচ। তাঁর প্রোফাইলে একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে।

    She oversees the website’s editorial direction, strategy and training resources, and recruits and trains activists from over 27 countries.


    মানে আজকাল অ্যাক্টিভিজ্‌মেরও ট্রেনিং হয়। মাস্টার্সে তাঁর গবেষনার বিশয় ছিল the role of the internet and mobile phones in democratization and development

    এই প্রোফাইলের লোকজন এইরকম স্পনসরশিপ নিয়ে একটা লেফটিস্ট ইউথ মুভমেন্ট করছে?

    ব্যাঙ্কিং ইন্টারভেন্‌শানের এভিডেন্স এত বেশী যে জাস্ট রেটরিক দিয়ে একে কাউন্টার করা যায়না।
  • dri | 117.194.230.91 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৩453023
  • যতদিন মিডিয়া চেয়েছিল প্রোটেস্ট দেখাবে ততদিনই দেখিয়েছে। এখনও কিছু লোক প্রোটেস্ট করছে। কিন্তু মিডিয়া আর তাদের দেখাচ্ছে না। মিডিয়ার তরফ থেকে প্রোটেস্টের এইখানেই ইতি। মুবারক গেছে। তাকে যে রিপ্লেস করল সেই সিলেকশান সাধারণ মানুষের এজেন্সির কোন ভূমিকা ছিল না। সেটা বন্ধ দরজার পেছনেই ঠিক হয়েছে।
  • dri | 117.194.230.91 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৬453024
  • ইজিপ্টে তো বন্ধু সরকার ছিল। তাই বিদ্রোহ অর্গানাইজ করা রিলেটিভলি সহজ ছিল। মুভমেন্ট ডট অর্গ এবার ইরানে একটা সিমিলার জিনিষের কথা ভাবছে, কিন্তু তার আউটকাম নিয়ে তত নিশ্চিত নয়। http://www.movements.org/blog/entry/mubarak-falls-and-iranians-plan-a-protest-what-do-they-expect/
  • dri | 117.194.230.91 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৯453025
  • কায়েরোর মিউজিয়াম থেকে ১৮টা মূল্যবান জিনিষ চুরি গেছে। তার মধ্যে আছে তুতানখামেনের স্ট্যাচু। http://www.bbc.co.uk/news/world-middle-east-12443678
  • dri | 117.194.230.91 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৩453027
  • নর্থ আফ্রিকা (মূলত তিউনিশিয়া) থেকে মাইগ্রেশানে চাপে ইটালি। একটি দ্বীপে জনসংখ্যার প্রায় সমান সমান ইমিগ্র্যান্ট এসে উপস্থিত হয়েছে। http://english.aljazeera.net/news/europe/2011/02/20112122328974957.html
  • Arijit | 61.95.144.122 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৭453028
  • মোদ্দা কথা হল এইটে -

    "Ash nazg durbatulûk, ash nazg gimbatul,
    Ash nazg thrakatulûk agh burzum-ishi krimpatul.
    '

    ওয়ান ওয়ার্ল্ড ইত্যাদি সবকিছুর মূলেই এই। কবি সেই কব্বে লিখে গেছেন;-)
  • Arijit | 61.95.144.122 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬453029
  • অন আ সিরিয়াস নোট - ইজিপ্টে অভ্যুত্থান ঘটিয়ে স্টেবিলিটি ভেঙে সৌদি আর ইজরায়েলকে খামোখা চটিয়ে এই "ওয়ান ওয়ার্ল্ড'-এর প্রবক্তাদের লাভ কি?
  • Sags | 114.143.7.146 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২০453030
  • দ্রির এই কথাটার সাথে আমি একমত - ব্যাঙ্কারদের ভূমিকা বড্ড বেশি এইসমস্ত কেসে। তাই চট করে সম্ভাবনা গুলো উড়িয়ে দেওয়া যায় না। আর ঐ ইনভেস্টমেন্ট নামক প্রাণীগুলি আর যাই হউক শাকাহারী নয় - ঐসব বামপন্থী অভ্যুথ্যানে কোনো ইন্টারেস্ট নেই। শুনি যে বলশেভিক মুভমেন্টেও প্রচুর পয়সা ঢালা হচ্ছে। সাধারন মানুষের লড়াইটা কোনো ফ্যাক্টরি নয় - সে তো রোজ-ই চলছে।
  • dri | 117.194.224.220 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২453031
  • ইজরায়েল আদৌ চটেনি। সুলেমান খুবই প্রো-ইজরায়েল। ইজরায়েল ভালো আছে। আসলে ইজিপ্টে রিয়েল পলিটিকাল চেঞ্জ কমই হয়েছে। ট্র্যাডিশানালি ইজিপ্টে আসল পাওয়ার ছিল আর্মির হাতে। এখনও তাই আছে। কিন্তু এতদিনের এই দু:শাসনের পর মানুষের ক্ষোভটা গিয়ে পড়েছিল মুবারকের ওপর। তো মুবারক গেছে। রিভলিউশানের একটা ক্যাথার্টিক এফেক্ট আছে। কিছু ভালো হল কি হল না সেটা বুঝতে বুঝতে কেটে যাবে তিন চার বছর। কিন্তু মুবারক যেতে প্রেশার কুকারে এতদিনের জমা স্টীম কিছুটা বেরিয়ে গেল। পরের সিটি পড়তে সময় লাগবে। এখন দিন বদলের প্রমিস টমিস করে কেটে যাবে এক বছর কি দু বছর। ওবামা আসার পর যেমন হয়েছিল। টেম্পোরারিলি ইজিপ্সিয়ান সমাজ তো শান্ত হল। কোন রিয়েল চেঞ্জ না করে একদল ক্ষেপা জনতাকে শান্ত করাই তো একটা বিরাট অ্যাচিভমেন্ট।

    কিন্তু না। ইজিপ্ট আসল টার্গেট নয়। ঘেঁটে দেওয়ার আসল টার্গেট হল ইরান, সিরিয়া, টার্কি, এবং সর্বোপরি চীন। লক্ষ্য করে থাকবে যেই ২৫ তারিখ ফেসবুকে আর টুইটারে বিপ্লবের ডাক শুরু হল ইজিপ্টে, সিরিয়া, চীন সঙ্গে সঙ্গে ওদের ইন্টারনেট ব্লক করে দিয়েছিল। আর টার্কিতে তো গেল ডিসেম্বারে একটা মিলিটারী ক্যু প্লট হয়েছিল। তাতে ১৬৩ জন মিলিটারী অফিশিয়ালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গতকালই টার্কিশ কোর্ট তাদের গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। http://www.presstv.com/detail/165002.html। ইরানে কি হয় কি হয় সেই নিয়ে স্পেকুলেশান তো মুভমেন্ট ডট অর্গে শুরু হয়ে গিয়েছে, দেখেছ নিশ্চয়ই। আর ইরানের এক কম্যান্ডার এই কথা বলেছে

    Western intelligence agencies are searching for a mentally challenged person who can set himself on fire in Tehran to trigger developments like those in Egypt and Tunisia,

    http://www.timeslive.co.za/world/article911056.ece/Western-spies-trying-to-start-Iran-revolt--Militia

    আর এই যে কিছুদিন আগে গুগল খুব হইচই করেছিল চীনে ফ্রিডম অফ স্পীচ নেই টেই বলে। গোঁসা করে চলেও গিয়েছিল কিছুদিন। তার কারণটা একটু একটু আন্দাজ করা যাচ্ছে এবার। ওরা চেয়েছিল গুগলের লোকজনদের নতুন খোলা কোম্পানীর দেশে দেশে ডেমোক্রেসি ছড়ানোর টেকনোলজিগুলো চীনের ওপর এক্সপেরিমেন্ট করে দেখবে। তাতে চীন রাজি হয়নি।

    যাই হোক, আমার মনে হয় এটাই ওয়ান-ওয়ার্ল্ডের প্রবক্তাদের শর্ট টার্ম গোল। মুখে বলবে সারা আরব দুনিয়া জুড়ে বিপ্লব। অন্য দেশের বিপ্লবগুলো ফর শো। রিয়েল ডিস্টেবিলাইজেশান চাই ইরানে, সিরিয়ায়।

    আর বায় দা ওয়ে, আশ নাজ্‌গ দুর্বাই তুলুক আর গিম্বাই তুলুক, মনে রেখো ওয়ান ওয়ার্ল্ডের প্রবক্তারা মূলত অনেক জেনারেশানের খান্দানী সাকসেসফুল বিজনেসম্যান আর ব্যাঙ্কার। ওয়ান ওয়ার্ল্ড একটা লং টার্ম গোল। (ইন ফ্যাক্ট বিভিন্ন গ্লোবালাইজেশানের চুক্তি, ইন্টারন্যাশানল মনিটরী ফান্ড, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ইউ এন, ইন্টারন্যাশানাল কোর্ট, ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশান ইত্যাদির মধ্যে দিয়ে আমরা অলরেডি গ্লোবাল গভর্নেন্সের দিকে পা বাড়িয়ে দিয়েছি)। এদের অনেক শর্ট টার্ম গোলও আছে। যে সব দেশের সে¾ট্রাল ব্যাঙ্ক এদের কথা মত চলেনা তাদের সাবভার্ট করা। ইভেন আপাতত এই ফাইনান্সিয়াল ক্রাইসিস থেকে রক্ষা পাওয়া ইত্যাদি।
  • dri | 117.194.235.221 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪০453033
  • লিবিয়ায় দিনক্ষণ ঠিক হয়ে গেছে। ১৭ই ফেব্রুয়ারী প্রোটেস্ট। ডে অফ অ্যাঙ্গার।

    কারা থাকছেন?

    Activists abroad, bloggers, social media geeks and an unknown number of Libyans ...

    http://www.allvoices.com/contributed-news/8181445-february-17-day-of-anger-in-libya

    ক'জন লিবিয়ান থাকছেন সেটা ম্যাটারই না। বাইরে থেকে বড় বড় অ্যাক্টিভিস্ট, ব্লগাররা সব আসছেন।

    গদ্দাফি ইন্টারনেট অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা শুরু করলেন। ফেসবুক ব্যবহার করতেও বারণ করলেন। http://www.afrik-news.com/article18954.html
  • dri | 117.194.235.221 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৪453034
  • ইরানের পার্লামেন্টের স্পীকার আলি লারিজনি প্রোটেস্টের জন্য আমেরিকাকে দায়ী করে বললেন,

    The main purpose was to clone [the protests] so they could claim that the crises plaguing US-linked dictatorships in the region has spread and that Iran -- which has been the forerunner of democracy in the region -- is also having internal problems,

    http://www.presstv.ir/detail/165348.html
  • dri | 117.194.242.80 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৫453038
  • লিবিয়ায়ও ঝামেলা বাড়ছে। পুলিশ জল-কামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট চালাচ্ছে। http://www.bbc.co.uk/news/world-africa-12477275। লিবিয়ার ওপর ওয়েস্টের খুব লোভ। অনেক তেল আছে। আবার যত তেল সে তুলনায় কম লোক বলে গদ্দাফির লোকজনকে সন্তুষ্ট রাখতে বেশী সুবিধে হয়। তাই রিয়েল অসন্তোষ অন দা গ্রাউন্ড ইজিপ্ট, সৌদি আরবের তুলনায় কম। তাই এখানে লোকজন জড় করতে একটু বেশী খাটতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন