এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৫৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.231.53 | ১২ মার্চ ২০১১ ২৩:৫৯453340
  • ভূমিকম্পের কনস্পিরেসি তো আমি আগেই বলেছি। যে কানাঘুষো আছে যে মানুষ ভূমিকম্প ক্রিয়েট করতে পারে। এটা একটা ওয়াইডার ওয়েদার মডিফিকেশান টেকনিকের পার্ট। ছোট ছোট ভূমিকম্প মানুষ যে ক্রিয়েট করেছে সেটা মেনস্ট্রীম মিডিয়াতে রিপোর্টেডও হয়েছে। সম্ভবত আমি আগে ইজরায়েলে এরকম একটা ঘটনার রিপোর্ট এই থ্রেডে বা কনস্পিরেসি থ্রেডে দিয়েছি। বড় ভূমিকম্পগুলো গুলো সবসময়ই নেচারের ঘাড়ে চাপানো হয়। ফিফটিজ থেকেই বিভিন্ন দেশ ওয়েদার মডিফিকেশান নিয়ে লড়ে যাচ্ছিল। লেট নাইন্টিন সেভেন্টিজে একটা মাল্টিকাϾট্র ট্রিটি হয় যে অন্য দেশের ওপর ওয়েদার ওয়েপন ইউজ করা যাবে না। (কিন্তু টেস্টিং এর জন্য নিজের দেশের ওপর ওয়েদার ওয়েপন পারমিসিব্‌ল ছিল)। সো এই টেকনোলজি থেমে থাকেনি। অনেক দেশই ইন্ডিপেন্ডেন্ট ভাবে ওয়েদার মডিফিকেশান করতে পারে। ইউ এস, ই এউ, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল। ইন্ডিয়াও বোধ হয় কিছু কিছু পারে। ঝড় ফড় পারে হয়ত, কিন্তু আর্থকোয়েক প্রবাবলি পারে না। কোথায় পেট্রোলিয়াম আছে জানতে সিসমিক ওয়েভ ব্যবহার করা হয়। কিন্তু সেগুলো লো ইন্টেন্সিটি সিসমিক ওয়েভ। ঐটাই অনেক বেশী এনার্জি দিয়ে ছাড়লে (ঠিক ঠিক জায়গায়) আর্থকোয়েক হতে পারে। কিন্তু এত বিশাল আর্থকোয়েক ট্রিগার করতে গেলে প্রচুর এনার্জি চাই। তো সেসব করতে হার্প বা স্কেলার ওয়েভ জাতীয় টেকনলজি লাগে বলে লোকে বলে। তো এগুলো তো আজকাল সবাই জানে। এর রেলিভ্যান্ট যেটুকু ডকুমেন্ট অ্যাভেলেব্‌ল সেগুলো আমি আগেই দিয়েছি।

    কথা হল এই পার্টিকুলারটা সেইরকম কিনা। সেটা অত সহজে বোঝা সম্ভব না। ইভেন্টটাকে অনেক ডিটেলে দেখতে হবে। এর আশেপাশের ইভেন্ট দেখতে হবে। কার বেনিফিট হল, কার লস হল দেখতে হবে। তবে আন্দাজ পাওয়া যাবে। গতবছর হাইতির ভূমিকম্পের পর হুগো শাভেজ বলেছিল ওটা ক্রিয়েটেড ভূমিকম্প।

    আপাতত অবজার্ভেশান। অধৈর্য্য হলে চলবে না। পাতা উল্টে উত্তর দেহে নেওয়ার অভ্যেস ত্যাগ করতে হবে।

    (বায় দা ওয়ে, যেকোন নতুন টেকনলজির মত এটা ভালো কাজেও লাগানো যায়, আবার যুদ্ধেও লাগানো যায়। আমাদের ছোটবেলায় কে যেন এক গল্প বলেছিল আর্কিমিডিস নাকি লেন্স বানিয়েছিলেন শত্রুর জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। আবার লেন্স দিয়ে চশমাও বানানো হয়। নিউক্লিয়ার এনার্জি দিয়ে পাওয়ার প্ল্যান্টও বানানো যায়, আবার বোমাও বানানো যায়। ওয়েদার মডিফিকেশান টেকনলজিও তাই। আপনি মরুভূমিতে বৃষ্টি নামিয়ে দিতে পারেন। আবার ঝড়ঝঞ্ঝা, বন্যা এইসব করে মানুষকে হ্যারাসও করতে পারেন।)
  • dri | 117.194.231.53 | ১৩ মার্চ ২০১১ ০০:০৬453341
  • সৌদি আরব ডে অফ রেজের দিন শান্ত ছিল। যদিও তার আগের দিন পুলিশ গুলি চালিয়েছিল। আশেপাশের প্রচুর দেশ অশান্ত। ইয়েমেন, বাহরিন, কাতার।

    http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2011/03/11/AR2011031106594.html
  • dri | 117.194.231.53 | ১৩ মার্চ ২০১১ ০০:১৬453342
  • আম্রিকায় এ বছর এখনও পর্য্যন্ত মোট ২৫ টা ব্যাঙ্ক ফেল করল।
  • dri | 117.194.231.53 | ১৩ মার্চ ২০১১ ০০:২৯453344
  • বাবারে, নিকেইতে এই কথা বলছে --

    The Nuclear and Industrial Safety Agency (NISA) said Saturday afternoon the explosion at the Fukushima No. 1 nuclear plant could only have been caused by a meltdown of the reactor core.

    http://e.nikkei.com/e/fr/tnks/Nni20110312D12JFF03.htm

    কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া তো এখনও ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছে।
  • achintyarup | 121.241.214.38 | ১৩ মার্চ ২০১১ ০১:২৫453345
  • @ dri: আচ্ছা, একটা দেশ আরেকটা দেশে ভূমিকম্প ঘটিয়েছে এরকম ইন্সট্যান্স কি এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে?
  • 9 | 58.137.132.4 | ১৩ মার্চ ২০১১ ১৪:২৮453346
  • সব ভূমিকম্পই তো তাই। ঝড়, বন্যা, অগ্ন্যুৎপাত, মহাপ্রলয়, সমুদ্রমন্থন, শনির প্রকোপ, কলিযুগ, বেরিবেরি, পালসেটিলা, হাতেমতাই, এবি টেম্পুরা- সঅঅঅব।
  • dri | 117.194.231.214 | ১৩ মার্চ ২০১১ ২১:৪২453347
  • একটা দেশ অন্য দেশে ভূমিকম্প ঘটিয়েছে এরকম কথা কখনো স্বীকার করেনি। ভূমিকম্প ঘটালেই তো হল না, ঘটিয়ে বলতে হবে আমি ঘটিয়েছি। তবেই সেটা অফিশিয়াল হল। সুতরাং অফিশিয়ালি , না।

    কিন্তু সাইন্টিস্টরা ভূমিকম্প সিমুলেট করার চেষ্টা করছে (নিজের দেশের মধ্যেই) এরকম রিপোর্ট মেনস্ট্রীম মিডিয়াতে এসেছে। অবশ্যই খুব ছোট করে, স্মল ফন্টে। যাতে বেশে অ্যাটেনশান না পায়।

    ২৫শে অগাস্ট ২০০৯ এর রিপোর্ট:

    Israel Makes Waves by Simulating an Earthquake

    The Seismologic Division of the Ministry of National Infrastructure's Geophysical Institute will attempt to simulate an earthquake in the southern Negev on Thursday. The experiment, financed by the U.S. Defense Department, is a joint project with the University of Hawaii and is part of a scientific project intended to improve seismological and acoustic readings in Israel and its environs, up to a 1,000 km/621 mile radius.

    ...

    Israel will create a controlled explosion of 80 tons of explosive material, which will simulate the intensity of a tremor after an earthquake of Magnitude 3. Natural earthquakes of a similar intensity occur in the Middle East region about once a week, without the public feeling them.


    http://www.israelnationalnews.com/News/News.aspx/133083

    ১৪ই অক্টোবর ২০১০ এর রিপোর্ট:

    Earthquake Simulation Rattles Ottawa County

    A man-made earthquake shook parts of Ottawa County Wednesday.

    A group of scientists has been studying how to protect bridges during an earthquake. The big test came Wednesday, of all days, in Riverview Park in Miami.

    They've got the computers, they've got the cameras, and they've got an earthquake machine. All set up on the banks of the Neosho River in Miami. Scientists from OU, Iowa State, and UCLA have spent weeks preparing to create an earthquake. They're testing what it does to the support pilings that hold bridges.

    ...

    "When you have the magnitude 8 over in the Mississippi River it'll shake five times harder than you got shaken today in Norman, even though it's farther away and then you will be glad you had some small measure of seismic protection," Dr. Nigbor said.

    The tests are short, much like a real earthquake. Each one simulates the stress of a magnitude 8 earthquake, which is rare, but the scientists say it's important to go beyond normal to see how the pilings respond.


    http://www.newson6.com/Global/story.asp?S=13319221

    ২৭শে জানুয়ারী ২০১১ র রিপোর্ট :
    (এটা এক্স্যাক্টলি আর্থকোয়েক নয়। এমন একটা ডিটোনেশান যেটাকে বলছে সিসমিক এক্সপ্লোশান, এটা রিখটার স্কেলে মাপা যায়, এবং এর এফেক্টের সাথে ভূমিকম্পের তুলনামূলক বিচারের একটা ব্যাপার আছে)

    The Geophysical Institute of Israel carried out a controlled explosion using 100 tons of explosives Wednesday morning in order to calibrate the instruments of acoustic stations that monitor nuclear testing throughout the world.

    The explosion, carried out at the Israel Defense Forces' ground forces testing site in the Negev, is the largest controlled explosion ever conducted in Israel. It created a mushroom cloud that, according to preliminary measurements, reached a height of two to three kilometers, and sound waves that carried some 6,000 kilometers and could be measured at testing stations in Russia, Kazakhstan and even Mongolia.

    The blast, which measured 2.7 on the Richter Scale, was also detected by seismic stations throughout Israel.

    Dr. Rami Hofstetter, head of seismology at the Geophysical Institute, said the experiment was also important because learning how acoustic wave travel will make it possible to distinguish the waves produced by earthquakes from those produced by explosions, and thus to build a precise historical catalog of earthquakes in order to calculate seismic risks.


    এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে স্টেটেড গোল মানবকল্যাণ। আমরা স্টাডি করছি। আমরা যেন ভালো করে প্রেডিক্ট করতে পারি। আমাদের রিডিং যেন ভালো হয় ইত্যাদি। এইটা একটা ওয়েপন হতে পারে সে কথা কেউই বলছে না। এ কথা বলা যায় না।
  • achintyarup | 121.241.214.38 | ১৩ মার্চ ২০১১ ২২:০৩453350
  • গ্রেট!
  • dri | 117.194.238.131 | ১৩ মার্চ ২০১১ ২২:১০453351
  • এনভায়রন মডিফিকেশান নিয়ে কাজ হচ্ছে। এটুকু ফ্যাক্ট অস্বীকার করা যায় না। কারণ এটা এখন মেনস্ট্রীম মিডিয়ায় এসে গেছে। আর্টিফিশিয়াল রেইন, ক্লাউড সিডিংএর রিপোর্ট তো মাঝে মাঝেই মিডিয়ায় আসে। আমি আগে এই থ্রেডে (বা কনস্পিরেসি থ্রেডে) লিংক দিয়েছি। উৎসাহীরা (বা সন্দিগ্‌ধরা) ঘেঁটে দেখতে পারেন। গুগ্‌লও করতে পারেন।

    তবে মেনস্ট্রীম মিডিয়ায় এর অ্যাপ্লিকেশান মোর অর লেস জনমুখী। এর অ্যাপ্লিকেশান যে মানুষের ক্ষতি করতে পারে সেকথা মেনস্ট্রীম স্বীকার করে না। এবং সেই সম্ভাবনা নিয়ে আলোচনাও করে না।

    তাই ব্যাপারটা কনস্পিরেটোরিয়াল।

    তবে এর যে মিলিটারী অ্যাপ্লিকেশানের কথা মানুষ ভাবে তার সবচেয়ে ভালো গ্লিম্‌স পাওয়া যায় ১৯৭৭ সালের একটি ট্রিটিতে।

    Convention on the Prohibition of Military or Any Other Hostile Use of Environmental Modification Techniques

    আমার মনে হয় এ বিষয়ে উৎসাহী যারা তাদের এই ডকুমেন্টটি পড়া উচিৎ। ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট, http://www.state.gov/t/isn/4783.htm। বিশেষ করে নজর দিন এই জায়গাটা

    It is the understanding of the Committee that the following examples are illustrative of phenomena that could be caused by the use of environmental modification techniques as defined in Article II of the Convention: earthquakes, tsunamis; an upset in the ecological balance of a region; changes in weather patterns (clouds, precipitation, cyclones of various types and tornadic storms); changes in climate patterns; changes in ocean currents; changes in the state of the ozone layer; and changes in the state of the ionosphere.

    এইগুলো যদি কোন ভয়ের কারণ নাই হবে, তাহলে সেই ১৯৭৭ সালে এই ট্রিটি করার কি প্রয়োজন পড়ল সেটা একটুক্ষণের জন্য হলেও ভাবা ভালো। উনপঞ্চাশটি দেশ এই ট্রিটির সিগনেটরি।
  • dri | 117.194.238.131 | ১৩ মার্চ ২০১১ ২২:২২453352
  • অন্য গ্লিম্‌সটি পাওয়া যাবে আমেরিকার সেক্রেটারী অফ ডিফেন্স উইলিয়াম কোহেনের ১৯৯৭ সালের কনফারেন্স অন টেররিজ্‌মের অ্যাড্রেসে। পুরো অ্যাড্রেসটা এইখানে পাওয়া যাবে। http://www.fas.org/news/usa/1997/04/bmd970429d.htm

    বিশেষ করে এইখানে তিনি বায়োটেররিজ্‌ম একোটেররিজ্‌মের কথা বলেছেন ।

    There are some
    reports, for example, that some countries have been trying to
    construct something like an Ebola Virus, and that would be a very
    dangerous phenomenon, to say the least. Alvin Toeffler has written
    about this in terms of some scientists in their laboratories trying to
    devise certain types of pathogens that would be ethnic-specific so
    that they could just eliminate certain ethnic groups and races; and
    others are designing some sort of engineering, some sort of insects
    that can destroy specific crops. Others are engaging even in an
    eco-type of terrorism whereby they can alter the climate, set off
    earthquakes, volcanoes remotely through the use of electromagnetic
    waves.


    বুঝতেই পারছেন, সেক্রেটারী অফ ডিফেন্সের মত একজন একটা কনফারেন্সে এই কথা বলছেন। স্রেফ ঢপ না হওয়ারই চান্স বেশী।
  • dri | 117.194.227.162 | ১৩ মার্চ ২০১১ ২২:৩৪453353
  • আর্টিফিশিয়াল রেন খুব রিসেন্টলিও মিডিয়ায় এসেছে। অ্যাজ রিসেন্টলি অ্যাজ ৩রা মার্চ, ২০১১। এটা দেখলে অবাক হয়ে যেতে হয় ওয়েদার মডিফিকেশানের কত রকম অ্যাপ্লিকেশান হতে পারে।

    ফরমুলা ওয়ানের হর্তাকর্তারা ভাবছেন কার রেসিংএর সময় আর্টিফিশিয়াল বৃষ্টি নামালে কম্পিটিশান আরো উত্তেজক হবে কিনা! http://www.autoracingdaily.com/news/formula1/bernie-ecclestone-thinks-artificial-rain-may-liven-up-dull-f1-races/
  • dri | 117.194.226.108 | ১৩ মার্চ ২০১১ ২৩:৪৪453356
  • আর হ্যাঁ। হাইতির ভূমিকম্পের পর হুগো শাভেজ বলেছিলেন আমেরিকা এটা ঘটিয়েছে। কনস্পিরেসিবাদীরা এইসব আকছার বলে থাকেন। কিন্তু এত হাই প্রোফাইল লোক পাবলিকলি এরকম অ্যাকিউজেশান আর কখনো করেনি।

    http://www.foxnews.com/world/2010/01/21/hugo-chavez-mouthpiece-says-hit-haiti-earthquake-weapon/
  • dri | 117.194.234.58 | ১৪ মার্চ ২০১১ ২২:২০453358
  • মিয়াগির উপকূলে নাকি ১০০০ খানা মৃতদেহ পাওয়া গেছে। ৫০০০ মিসিং। http://english.kyodonews.jp/news/2011/03/77926.html। একটু একটু করে স্কেল অফ ডিভাস্টেশানটা বোঝা যাচ্ছে।
  • dri | 117.194.234.58 | ১৪ মার্চ ২০১১ ২২:৪৪453362
  • বাহরিনে প্রোটেস্টারদের ঠান্ডা করতে সেনা পাঠালো সৌদি আরব। http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011314124928850647.html

    ইয়েমেনে পুলিশের সাথে ডেমনস্ট্রেটারদের সংঘর্ষ। মৃত ৫। http://news.xinhuanet.com/english2010/world/2011-03/13/c_13776391.htm

    ইজিপ্টে এখনও প্রচুর ডেমনস্ট্রেশান হচ্ছে, কিন্তু হায় এখন আর তাদের পেছনে গুগল নেই।

    The anti-government protesters have been demanding that the army hand over power to a civilian government since the ouster of former Egyptian President Hosni Mubarak's regime last month.

    http://www.presstv.ir/detail/169836.html
  • dri | 117.194.234.58 | ১৪ মার্চ ২০১১ ২২:৫৫453363
  • অ্যাননিমাসের হ্যাকাররা ব্যাঙ্ক অফ অ্যামেরিকার প্রচুর ড্যামিং ইমেল ফাঁস করা শুরু করল। আরো নাকি করবে। অ্যাকচুয়াল যেখানে ইমেলগুলো আছে সেটা বার বার ডাউন হয়ে যাচ্ছে।

    http://www.theregister.co.uk/2011/03/14/anon_bofa_wikileak/
    http://www.businessinsider.com/anonymous-hackers-bank-of-america-wikileaks-emails-documents-2011-3
    http://bankofamericasuck.com/

    The documents released so far suggest workers at BoA subsidiary Balboa Insurance were planning to get rid of potentially sensitive documents referring to loans, without explaining why. More specifically, the emails purported to relate to the previous falsification of loan numbers on documents.
  • dri | 117.194.234.58 | ১৪ মার্চ ২০১১ ২৩:৫২453364
  • প্রোটেস্টারদের টন্ট করার জন্য ডয়েশবাঙ্কের এমপ্লয়ী সাসপেন্ডেড হল।

    According Here is the City, a group of Deutsche bankers were captured at the window of the firm's London HQ, pointing and laughing at demonstrators.

    One of them was waving around what appeared to be a £10 note, and allegedly mouthing "get a job" at the protestors.

    The chairman of the Medical Practitioners' Union told the Mirror, "It was shocking to see people acting in this way when we passed the bank. If it wasn't for the greed of bankers, the economy wouldn't be in such a mess, and there's a good chance the NHS wouldn't have to be making such devastating cuts."


    http://www.businessinsider.com/deutsche-banker-suspended-for-silly-taunt-2011-3
  • debu | 170.213.132.253 | ১৫ মার্চ ২০১১ ০০:২০453365
  • dri কি san diego তে থকেন?
  • dri | 117.194.243.108 | ১৫ মার্চ ২০১১ ২২:৫২453367
  • এখনও পর্য্যন্ত ফুকুশিমায় তিনটে রিয়্যাক্টরে এক্সপ্লোশান হয়েছে, একটাতে আগুন ধরে গেছে। দু নম্বর রিয়্যাক্টারে নাকি রেডিয়েশান লীক হচ্ছে। নাওতো কান দেশকে অ্যাড্রেস করে উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু কিছু দেশ তাদের এম্ব্যাসির লোকদের ফিরিয়ে নিচ্ছে। হাজার দশেক জাপানী মৃত বা নিখোঁজ। কয়েক হাজার বৃটিশও নাকি নিখোঁজ। (এরা জাপানে ইংরিজি টীচারের চাকরী করত)। পাওয়ার র‌্যাশানিং শুরু হয়েছে। জাপানে মাত্র ১৫% শতাংশ চাষজমি। তার একটা বড় অংশে নোনা জল ঢুকে এখন চাষের অযোগ্য হয়ে গেল বেশ কিছুদিনের জন্য। গাড়ীর ফ্যাক্ট্রি বন্ধ। নিকেই স্টক ইন্ডেক্স ১২% এর ওপর ডাউন। অন্যান্য যে সব স্টক এক্সচেঞ্জে জাপানী এক্সপোজার ছিল সব ডাউন। আমেরিকা সহ অনেক দেশে নিউক্লিয়ার বিরোধিতা শুরু হয়েছে পুরোদমে। নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের গুড়ে বালি। পুরোনোগুলোর ডিকমিশনিং ত্বরাণ্বিত হবে।
  • dri | 117.194.243.108 | ১৫ মার্চ ২০১১ ২২:৫৪453368
  • মিশরে বিপ্লবের পর সবকিছুই চালু হল। শুধু চালু হল না ইজিপ্সিয়ান স্টক এক্সচেঞ্জ। অধৈর্য্য হয়ে পড়ছে বিদেশে স্টক হোল্ডাররা। http://www.cnbc.com/id/42071522
  • dri | 117.194.243.108 | ১৫ মার্চ ২০১১ ২২:৫৯453371
  • সবচেয়ে সিরিয়াস কেস মিশিগানে।

    Michigan bill would impose "financial martial law"

    Michigan lawmakers are on the verge of approving a bill that would enable the governor to appoint "emergency managers" -- officials with unilateral power to make sweeping changes to cities facing financial troubles.

    Under the legislation, the Michigan Messenger reports, the governor could declare a "financial emergency" in towns or school districts. He could then appoint a manager to fire local elected officials, break contracts, seize and sell assets, eliminate services - and even eliminate whole cities or school districts without any public input.

    ...


    http://www.cbsnews.com/8301-503544_162-20042299-503544.html?tag=pop
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন