এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৪১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.238.179 | ১১ মার্চ ২০১১ ২৩:০২453306
  • এরই মাঝে আবার হাওয়াইতে একটা হাল্কা (৪.৫) ভূমিকম্পও হয়ে গেছে। মাঝে নাকি সেলফোনও ডাউন ছিল।
  • dri | 117.194.238.179 | ১১ মার্চ ২০১১ ২৩:০৮453307
  • কয়েক দিন আগেও জাপানে ৭ এর ঘরে একটা ভূমিকম্প হয়েছিল। তাতে ক্ষয়ক্ষতি হয় নি।

    কিন্তু জাস্ট দু তিন দিন আগে চীন আর বার্মার বর্ডারে একটা ৫.৪ হয়েছিল, তাতে ২০ র ওপর লোক মারা গিয়েছিল, অনেকে ইনজিওর্ড হয়েছিল। প্রপার্টি ড্যামেজও হয়েছিল খুব।
  • dri | 117.194.238.179 | ১১ মার্চ ২০১১ ২৩:২২453308
  • লিবিয়ান ক্রাইসিস এখন ব্যাকবার্নারে চলে গেল। এমন কি সৌদি আরবে যে প্রোটেস্টের ভূত দেখছে অথরিটি, সারা রাস্তা পুলিশে চরিয়ে দিয়েছে, এবং কাল প্রোটেস্টারদের ওপর গুলিও চালিয়েছে সেগুলোও আর বেশী বাইট পাবে না।
  • dri | 117.194.238.179 | ১১ মার্চ ২০১১ ২৩:৫১453310
  • পরশু দিন একটা খুব অদ্ভুত রিপোর্ট পড়েছিলাম। রিপোর্টটা সুপারমুন নিয়ে। সুপারমুনের সাথে ডিজাস্টারের একটা 'সুপারস্টিশাস' যোগ নাকি আছে। এর আগে ২০০৪ এর সুনামিটাও নাকি সুপারমুনের কাছেপিঠে হয়েছিল। ১৯৭৪ এ অস্ট্রেলিয়ায় সাইক্লোন ট্রেসিও নাকি সুপারমুনের কাছাকাছি সময়ে। কিন্তু এবার বিজ্ঞানীরা অভয় দিয়েছিলেন।

    Pete Wheeler, of the International Centre for Radio Astronomy, told the website news.com.au: "There will be no earthquakes or volcanoes erupting, unless they are to happen anyway.

    http://www.telegraph.co.uk/science/space/nightsky/8369718/Moon-to-look-bigger-next-weekend-during-lunar-perigee.html। কমেন্ট সেকশানটা ইন্টারেস্টিং।
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০০:০৯453313
  • চারজন বাচ্চা টীকা নেওয়ার পর মারা গেলে ফাইজার আর স্যানোফি অ্যাভেন্টিসের টীকা ব্যান করেছিল জাপান সরকার। পরে আরো দুটি মৃত্যু রিপোর্টেড হয়। http://www.mysinchew.com/node/54504
  • a x | 99.54.168.236 | ১২ মার্চ ২০১১ ০০:১২453314
  • এই ভ্যাকসিন গুলো কোথায় তৈরি হয়েছিল? জাপানেই? বা খালি জাপানেই মার্কেট করা হয়েছিল?
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০০:১৬453316
  • কিছুদিন আগে এক ইউ এস ডিপ্লোম্যাট ওকিনায়ানদের (জাপানে ইউ এস মিলিটারী বেস) সম্বন্ধে কটু মন্তব্য করেছিলেন। পোলিটিকাল প্রেশারে পোজিশান রিশাফ্‌ল করতে হয়।

    Kyodo News reported on March 6 that Kevin Maher, head of the State Department’s office of Japan affairs, called Okinawans “masters of manipulation and extortion” in a speech at an American university late last year, based on written notes from some of the students. Maher told Kyodo the account was “neither accurate nor complete.”

    http://www.bloomberg.com/news/2011-03-10/u-s-apologizes-for-okinawa-comments-fires-japan-desk-head.html
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০০:২০453317
  • জাপানে নিউক্লিয়ার ইমার্জেন্সি সংক্রান্ত :

    Japan's nuclear safety agency said that to reduce the pressure, slightly radioactive vapor may be released at the plant near Onahama city, some 170 miles northeast of Tokyo. It added that the vapor would not impact the environment or health.

    If the outage in the cooling system persists, eventually radiation could leak out into the environment, and, in the worst case, could cause a reactor meltdown, a nuclear safety agency official said on condition of anonymity, citing sensitivity of the issue.


    http://www.msnbc.msn.com/id/42025882/ns/world_news-asiapacific/
  • pinaki | 95.109.7.4 | ১২ মার্চ ২০১১ ০০:২১453318
  • দ্রি, অক্ষর দেওয়া লিং এ দেখলাম আজ উইসকনসিনে স্টুডেন্ট র‌্যালি। কোনো খবর আছে - কি চলছে?
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০০:৩৫453319
  • সেসব কথা তো রিপোর্টে লেখা নেই।

    তবে সব টীকা সমান নয়। একই কোম্পানীর বানানো টীকার দুটো ব্যাচ দু রকম হতে পারে। এইতো বছর খানেক আগে একটি কোম্পানীর বানানো টীকায় লাইভ ভাইরাস ধরা পড়েছিল।

    অনেকেই (বিশেষ করে আফ্রিকানরা) এই অ্যাকিউজিশান করে যে ওদের ওপর নতুন নতুন রোগ প্রপাগেশানের এক্সপ্রিমেন্ট করার জন্য ভ্যাকসিনের সাহায্য নেওয়া হয়। মানে ধরুন, বুর্কিনা ফাসোতে এক যায়গায় পোলিও ভ্যাকসিন দেওয়ার পর হঠাৎ গড়ে গড়ে কলেরা হতে শুরু করল, এই রকম (এটা রিয়েল ডেটা নয়, জাস্ট নেচারটা বোঝানোর জন্য একটা ইম্যাজিনারি ইএক্সজাম্‌প্‌ল)। তার মানে এই নয় পোলিও ভ্যাকসিন মানেই কলেরার জীবাণু। অনেক বিনাইন পোলিও ভ্যাকসিনের ব্যাচও আছে। এই নিয়ে গদ্দাফির সাথে ইউ এনের একবার খুব লেগেছিল। ২০০৬ সালে। ইউ এন ভ্যাকসিন দিতে এসেছিল। তারপর ভেতরের খবর কিছু জানতে পেরে গদ্দাফি তাদের দূর করেছিল এই বলে যে ওটা আসলে এইডস ছড়ানোর ভ্যাকসিন। সেই নিয়ে একটা প্রচন্ড ডিপ্লোম্যাটিক ক্যাচাল হয়েছিল। ইউ এন স্পেশাল কমিশান পাঠিয়েছিল। সেই কমিশানের রিপোর্ট আজও পাবলিক হয়নি। এটসেট্রা। অনেকেই মনে করেন আফ্রিকায় এত এইডসের একটা কারণ ইউ এনের ভ্যাকসিন প্রোগ্রাম।

    তবে সাধারণত ফাস্ট ওয়ার্ল্ডে বাজে ভ্যাক্সিন দেওয়া হয় না। তাই জাপানের কেসটা একটু স্ট্রেঁজ। কে জানে, জাপানের সাথে রকাফেলারের কিছু ঝামেলা হল কিনা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে জাপান রকাফেলারের স্টুজ। এখন এই ইকনমিক ক্রাইসিসের পর থেকে বোধ হয় পাওয়ার ইকুয়েশান কিছু বদলাচ্ছে। জাপানে একটা গ্রুপ এখন চায়নার সাথে অ্যালাইন করতে চাইছে। আমাদের দেশেও যেমন একটা গ্রুপ প্রো-চায়না, আবার আরেকটা গ্রুপ প্রো-আম্রিকা, সেই রকম। বায় দা ওয়ে স্যানোফি অ্যাভেন্টিসে রকাফেলারের প্রচুর হোল্ডিং আছে।
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০০:৪৫453320
  • ইউসকনসিনে নিউজ হল অনেক নাটকের পর বিল পাস হয়ে গেল। ইউনিয়ানের কালেক্টিভ বার্গেনিং রাইট খর্ব করা হল। পরিবর্তে এক্ষুনি লেঅফ হবেনা। (চাকরী কারো যাবেনা, কিন্তু সবাই কম কম মাইনে পাবে, এইভাবে বাজেট ব্যালেন্স করা হল)।

    http://www.todaystmj4.com/news/local/117801583.html
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০১:১৬453321
  • উফ্‌, এই ভূমিকম্পটা বীভৎস ছিল। অলরেডি এর প্রায় শ'খনেক আফটারশক হয়েছে যেগুলো ৫+। ছোট ছোট আফটারশক ধরলে আরো বেশী! http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/Quakes/quakes_big.php
  • dri | 117.194.238.179 | ১২ মার্চ ২০১১ ০১:২৮453322
  • উত্তর ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটিতে চারজনকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে সুনামি। http://www.news10.net/news/story.aspx?storyid=127779&catid=2
  • Update | 72.83.77.254 | ১২ মার্চ ২০১১ ০৯:৪৩453323
  • Name:keloMail:Country:

    IPAddress:117.254.241.28Date:12Mar2011 -- 02:19AM

    সুপারমুনটা বেশ লাগল। তবে ঐ 'কিস্যু হবে না' ব্যাপারটার সঙ্গে একমত হতে পারলাম না। চাঁদের মত বিরাট একটা সেলেস্টিয়াল বডি পৃথিবীর এত কাছে চলে এলে কারো জজিয়তি না হোক, একটু আধটু ভূমিকম্প হবেই। ওপরের সমুদ্রে জোয়ার ভাঁটা একটু বেশী হবে , নিচে তেমনি ম্যাগমার সমুদ্রেও হবে। ভূমিকম্পটা কি স্কেলে কতটা হবে সেটা প্রেডিক্ট করার মত কোন মডেল এখনো তৈরি হয় নি। হলে জাপানের ভূমিকম্পটার কথাও আগে থাকতে বলা যেত।

    আর হ্যাঁ,জজিয়তির মত ক্রসফোরাম-বাওয়াল ও সুপারমুনের কারনে হবে না।

    আর এই ভূমিকম্পটা বীভত্‌স তো বটেই। উইকির যে লিঙ্কটা আমি দিয়েছি Date:11Mar2011 -- 04:55PM তাতে লক্ষ্য করলে দেখবেন, জাপান উপকূলের ঐ জায়গায় বছরে প্রায় ৯২ মিলিমিটার করে প্যাসিফিক প্লেট, ওখটস্ক প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই ৯২ মিমি / ইয়ার রেটটা পৃথিবীর সব প্লেট মুভমেন্টের স্পীডের মধ্যে অন্যতম হায়েস্ট রেট। সবচেয়ে বেশী অবশ্য এখন মারিয়ানা ট্রেঞ্চ অঞ্চলে (১০২ মিমি / ই) এবং টোঙ্গা অঞ্চলে (১১৯ মিমি / ই)। সৌভাগ্যবশত দুটি অঞ্চলই সমুদ্রর মধ্যে হওয়ায় ঐ অঞ্চলে ভূমিকম্প হলেও সরাসরি ক্ষয়ক্ষতি কম হয়।
    আজকের জাপানের ভূমিকম্পের পর সারা পৃথিবীতেই প্লেট বাউন্ডারীগুলো বরাবর বেশ কিছুদিন নানা মাপের ভূকম্প চলতেই থাকবে। বিশেষ নজর রাখুন প্যাসিফিক প্লেটের চারদিকে। মানে এদিকে জাপান, ফিজি টোঙ্গা, নিউজিল্যান্ড, সুমাত্রা আর ওদিকে সান ফ্রান্সিস্কো, চিলির দিকে।
    আমার নিচের পোস্টে দেওয়া লিঙ্কটায় পৃথিবীর লেটেস্ট কম্পগুলোর অবস্থান ও পরিস্থিতি পাবেন।

    এবারের সুপারমুন আপনাদের ভালো কাটুক, নির্বিঘ্নে কাটুক।
    ________________________________________

  • SS | 99.120.125.223 | ১২ মার্চ ২০১১ ১০:০৬453325
  • কেলো,
    সুপারমুন তো ১৯ শে মার্চ আর ভূমিকম্প হল ১১ ই মার্চ। তবুও এর সাথে সুপারমুনের যোগাযোগ আছে মনে করা হচ্ছে কেন?
  • kelo | 117.252.93.113 | ১২ মার্চ ২০১১ ১১:০৪453327
  • সুপারমুনের কারনেই হচ্ছে বলি নি, যোগাযোগ আছে বলেছি। আপনিও তাই বলেছেন - যোগাযোগ।

    যোগাযোগ সবসময় রিয়েলটাইম হয় না। একটু আগেপিছে হয়। টেলিফোনে টাইমল্যাগ থাকে, ভয়েস ওভার আইপি তে আরও টাইমল্যাগ থাকে। কোন মাধ্যমে যোগাযোগটা করা হচ্ছে তার ওপর সেটা কতটা রিয়্যালটাইম হবে সেটা নির্ভর করছে। অপটিক্যাল ফাইবারে যোগাযোগের চেয়ে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ অনেক বেশী স্লাগিশ।

    এখানে অবশ্য ব্যাপারটা টেলিযোগাযোগ নয়। এখানে চাঁদের টানে পৃথিবী তরল পদার্থ ফুলে ওঠার যোগাযোগের কথা বলা হচ্ছে।
    আপনি জিজ্ঞাসা করেছেন যে - “চাঁদ তো ১৯ শে মার্চ পৃথিবীর সবচে কাছে আসবে, তা - ১১ তারিখেই পৃথিবীর ম্যাগমাস্তর ফুলে উঠল কেন? ”
    এর ব্যাখ্যা হল- পৃথিবীর ম্যাগমা-সমুদ্র, পৃথিবীর জলের সমুদ্রের মত খোলা নয়। ম্যাগমাস্তরের ওপর দুধের সরের মত কন্টিনেন্টাল ক্রাস্ট জমে আছে। সোজা কথায়, তরল ম্যাগমা ওপরের পাতলা পাথরের আস্তরনে ঢাকা। এই পাতলা পাথরের আস্তরনই হচ্ছে আমাদের মহাদেশগুলো।
    এবার ধরুন সুপারমুনের কথা। চাঁদ পৃথিবীর কাছাকাছি এগিয়ে আসছে। ফলে জল, অন্যান্য তরল, ম্যাগমা সবই চাঁদের দিকে একটু বেশী ফুলে উঠছে। সমুদ্রের ক্ষেত্রে ফুলে ওঠায় কোন বাধা নেই, কারন তার ওপর খোলা বাতাস। কিন্তু ম্যাগমা ফুললে মুস্কিল। সে রয়েছে মহাদেশগুলোর তলায় চাপাপড়া অবস্থায়। ম্যাগমা যদি ফোলে তবে ওপরের ভাসমান মহাদেশগুলোয় একটু নাড়াচাড়া পড়তে বাধ্যে। জাপানে তাই হয়েছে।
    এবার প্রশ্ন হল উনিশের আগেই হল কেন?
    প্রেশারকুকারের কথা কল্পনা করুন। একটা প্রেশারকুকার আগুনে চাপালেন, ওয়েট দিলেন, এবার আপনি জানেন আঁচ বাড়ালে তাড়াতাড়ি হুইসল পড়বে, আঁচ কমিয়ে রাখলে দেরী হবে। কতটা বাড়ালে কতক্ষনে হুইসল পড়বে সেটা ভালো রাঁধুনীমাত্রেই জানেন। একবার হুইসল পড়ে গেলে আঁচ ম্যাক্সিমাম করে দিলেও সঙ্গে সঙ্গে আবার হুইসল পড়বে না। আবার প্রেশার ক্রিয়েট হবার সময়টুকু তাকে দিতে হবে।
    (ভাল রাঁধুনীরাও অনেকসময় আন্দাজ করতে পারেন না যে কখন হুইসল পড়বে, তাঁদেরও অনেকসময় একটা টোকা মেরে হুইসল ফেলাতে হয়।)
    সুপারমুনের কথা ভাবুন, চাঁদটা হঠাত করে উনিশে মার্চ কাছে এসে যাবে না। একটু একটু করে আসছে। মানে- আপনি প্রেশারকুকারের আঁচ বাড়াচ্ছেন। এমন প্রেশার তৈরি হল যে আঁচ ম্যাক্সিমাম হবার আগেই ১১ তেই হুইসল পড়ে গেল, মানে প্রেশার রিলিজ হল, মানে জাপানের ৮.৯ ভূকম্প হল। এবার ১৯ অব্দি আরও আঁচ বাড়বে। কিন্তু যেহেতু একবার প্রেশার রিলিজ হয়ে গেছে, তাই এই কদিনে আবার হুইসল পড়ার সম্ভাবনা কম। ভেতরে কি যে হচ্ছে তা কেউ জানি না, তাই জোর দিয়ে বলতে পারবেন না, যে এই কদিনে বা তার পরের আরও কদিনের মধ্যে আরও একবার ওখানে বা অন্য কোথাও হুইসল পড়বে কিনা।
    আমরা প্লুটো এমনকি গ্লিসে ৫৮১ সম্পর্কেও যেটুকু জানি, আমাদের নিজের গ্রহ পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তার দশ ভাগের একভাগও জানি না। তাই প্রেডিক্ট করা সম্ভব নয়। যোগাযোগ আছেই, একথাও জোর দিয়ে বলা সম্ভব নয়। আগের ঐ লিঙ্কেই তো দেখবেন মনীষীরা বলেছেন-
    PeteWheeler, oftheInternationalCentreforRadioAstronomy, toldthewebsitenews.com.au: "Therewillbenoearthquakesorvolcanoeserupting, unlesstheyaretohappenanyway.
    জাপানের পর উনি বলবেন “হওয়ারই ছিল তাই হয়েছে, দেখছেন না, উনিশের আগেই হয়েছে”
    কিন্তু আমার ব্যাখ্যাটা পড়লে আপনার ধারনা বদলালেও বদলাতে পারে। আমারটা আমার মতে বেশী লজিক্যাল। আমি হরিদাস পাল আর উনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অয়স্ট্রোনমি আলো করে বসে আছেন।
    কার কথা আপনি বিশ্বাস করবেন সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। আরও পাঁচটা মত শুনে যেটা খুশী বেছে নিন।

    আজকের টাইমসেও ছয়ের পাতায় এ নিয়ে একটা আর্টিকেল আছে অমিত ভট্টাচার্য্যের। তাতে উনি কিছু ভারতীয় কেষ্টবিষ্টুর মতামত দিয়েছেন। তাঁদের মতও হুইলার সাহেবের চেয়ে কিছু আলাদা নয়। আর একটা মজার কথা, টাইমসে জ্যোতিষীর মতামতও আছে, নবিন খান্না না কে যেন। সে অবশ্য উল্টো কথাই বলেছে।

    **আমার মুছেযাওয়া পোস্টগুলি রিকভার করে দেবার জন্য গুচ-কতৃপক্ষকে অজস্র ধন্যবাদ।

    নিচের পোস্টে টাইমসের আর্টিকেলটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি-
  • kelo | 117.252.93.113 | ১২ মার্চ ২০১১ ১১:৩০453328
  • যা:শ্লা!
    লিং দোব কি! টাইমসের অনলাইন ভার্সনে তো আর্টিকেলটাই নেই। অমিত ভট্টাচার্য্যের Is 'supermoon' connectedtothetsunami? র বদলে অনলাইন ভার্সনে ঠিক ঐ যায়গায় দেবব্রত মহাপাত্রের Farfromhome, Japanesepinefornewsofkin.
    স্পষ্টই বোঝা যাচ্ছে গভীর রাতে গুরুতে ফাজিনেস পড়ে, টাইমস সুপারমুনটা লাস্ট মোমেন্টে ছেপে দিয়েছে। আর আইটি কে আপডেটটা দিতে বলতে ভুলে গেছে।

    এইজন্নেই বলি, ইউনিকোড হোক বা বাংলা প্লেন, গুচ টাইমস ফাইমসের থেকে আলোকবর্ষ এগিয়ে।
  • kelo | 117.252.93.113 | ১২ মার্চ ২০১১ ১১:৫০453331
  • হ্যাঁ,
    কিন্তু আমারটায় কাগজের ঐ জায়গাটায় ঐ ছবিতে অন্য লেখা কেন?
    আর আমি এটা খুঁজে পেলাম নাই বা কেন?
    যাই বলুন- টাইমস শালা বহুত দুনম্বরী। (অচিন্ত্যদা বাদে)
  • SS | 99.120.125.223 | ১২ মার্চ ২০১১ ২০:৪৯453332
  • পড়লাম আর্টিকলটা। ১৯শে মার্চ চাঁদ আরো ৪০,০০০ কিমি কাছকাছি আসবে ১১ই এর থেকে। দেখা যাক আর কিছু হয় কিনা। আর একটা টার্ম পেলাম 'এক্সট্রিম সুপারমুন'। সেটা কী? এইবারেরটা এ: সু: হবে।

    আরো একটা কথা, সুপারমুন হয় প্রতি ১৮-২০ বছর (??) অন্তর। এর মাঝে কিন্তু আরো অনেক ডিজাস্টার ঘটে। যেমন ২০০৪ এর ভূমিকম্প (সুমাত্রায়, ৯.১)/সুনামি, যেটা আরো অনেক বেশি শক্তিশালী ছিল।
  • sayan | 98.225.200.39 | ১২ মার্চ ২০১১ ২১:০২453333
  • টোকিও'র ২৫০কিমি উত্তরে ফুকুশিমা নিউক্লিয়ার রিঅ্যাকটর ব্লাস্ট, রেডিয়েশন লীকেজ, ১০কিমি রেডিয়াসে মাস ইভ্যাক্যুয়েশন, অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী কিছু লোকের আহত হওয়ার খবর -

    http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12720219
  • dri | 117.194.231.53 | ১২ মার্চ ২০১১ ২২:৪৫453334
  • ফুকুশিমা দাইচিতে নিউক্লিয়ার প্ল্যান্টে যে ব্লাস্টটা হয়েছে সেটা পাম্পিং সিস্টেমে। নিউক্লিয়ার রিয়্যাক্টার অক্ষত আছে এখনও। এই মুহুর্তে রেডিয়েশানের ভয় নেই। কিন্তু রিয়্যাক্টারের তাপমাত্রা ধরে রাখতে হিমশিম খাচ্ছে কর্মীরা। ইন ফ্যাক্ট ফুকুশিমায় চারটি রিয়্যাক্টারের তিনটিতেই টেম্পারেচার রেগুলেশান ফেল করেছে। কারন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বিধ্বস্ত। ব্যাকাপ ডিজেল জেনারেটারে সমুদ্রের জল ঢুকে অকেজো হয়ে গেছে। ৮৭০০০ মানুষকে ইভ্যাকুয়েট করা হয়েছে। লোকজনদের আয়োডিন ট্যাবলেট দেওয়া হচ্ছে রেডিয়েশানের এফেক্ট কমানোর জন্য। http://edition.cnn.com/2011/WORLD/asiapcf/03/12/japan.nuclear/, http://search.japantimes.co.jp/cgi-bin/nn20110313a1.html
  • dri | 117.194.231.53 | ১২ মার্চ ২০১১ ২২:৫৭453335
  • ফুয়েলের কাছাকাছি রেডিয়েশান লেভেল নর্মালের ১০০০ গুন বেড়ে গেছে। অ্যাট দা গেট বেড়েছে ৮০ গুন। http://www.salon.com/news/feature/2011/03/11/as_japan_quake_power_plant

    যদি ক্যালামিটি কিছু হয়, নিউক্লিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিতে একটা সেটব্যাক হবেই। ভারতও খুব নিউক্লিয়ার নিউক্লিয়ার করে লাফাচ্ছিল। আম্রিকার সাথে কিসব চুক্তি করেছিল। সেসবের কী হবে কে জানে।

    চীন বলল, চীন এই ঘটনা ক্লোজলি মনিটার করছে। এর থেকে শিক্ষা নেবে। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর যে প্ল্যান আছে তা থেকে পিছু হটবে না। http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_644399.html

    এদিকে ইন্ডিয়ায় যদি পরিবেশবাদের চাপে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা হয়, তবে ইরানের সাথে ভালো রিলেশান করতে বাধ্য হবে এনার্জির জন্য।
  • dri | 117.194.231.53 | ১২ মার্চ ২০১১ ২৩:১২453336
  • ক্যালিফোর্নিয়া এবং ওরেগনে সুনামি এসেছে, কিন্তু জীবনহানি বেশী হয়নি। প্রপার্টির ক্ষতি যথেষ্ট হয়েছে। অনেক ডক নষ্ট হয়েছে। একটি বাড়ি ভেসে যাওয়ার খবর আছে। আর নষ্ট হয়েছে প্রচুর বোট। বেশ এক্সপেন্সিভ এই এক একটা বোট। আনইনশিওর্ড হলে ওনারের গেল। আর ইনশিওর্ড হলে ইনশিওরেন্স কোম্পানীর গেল। সব মিলিয়ে লস বেশ কিছু মিলিয়ান হবে। http://www.msnbc.msn.com/id/42044915/ns/world_news-asiapacific/
  • sayan | 98.225.200.39 | ১২ মার্চ ২০১১ ২৩:২৬453338
  • আশা করছি দ্রি এবার ফাজিনেস কাটিয়ে ভূমিকম্প-রিলেটেড কনস্পিরেসী মডেলটা পেশ করতে পারবেন। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন