এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.87.140 | ০৬ মার্চ ২০১১ ০২:২৮453239
  • দ্রি, এই লেখাটা নিয়ে কী বক্তব্য ?

    http://www.greenleft.org.au/node/46840
  • a x | 99.188.84.89 | ০৬ মার্চ ২০১১ ০৪:২৬453240
  • Libyan strongman Muammar Gaddafi told PM Manmohan Singh last week that his actions against his people in Libya were akin to India's actions against Kashmiris.
    ... Gaddafi's mercurial character, though, was on full display on Libya's national day, which he celebrated earlier this week. In a five-hour address in Tripoli, he mentioned India at least five times, including saying that he would give future commercial contracts to Indian and Chinese companies and that he was very pleased with India's vote in the UN Security Council.
    :-)

    http://timesofindia.indiatimes.com/india/Gaddafi-likens-his-crackdown-to-Indias-action-in-Kashmir/articleshow/7631784.cms

  • dri | 117.194.235.134 | ০৬ মার্চ ২০১১ ২২:২৫453241
  • :-), এইটা গদ্দাফি ভালো দিয়েছে।

    তবে ব্যাপারটা আয়রনিই। কাশ্মীরের থ্রেডে পাইদি চ্যাঠাম হাউসের রিপোর্টের একটা লিংক দিয়েছিলেন। http://www.chathamhouse.org.uk/files/16664_0510pp_kashmir.pdf। এই স্টাডিটা কে স্পনসর করেছিল জানেন? সাইফ আল-ইসলাম আল-গদ্দাফি। কর্নেল মুয়াম্মার গদ্দাফির মেজছেলে। রিপোর্টের সেকেন্ড পেজেই পাবেন।

    আসলে কি, প্রবলেমটা যখন অন্যের তখন সেটা খুব নিউট্রাল ভাবে স্টাডি করা যায়। ভালো ভালো বাইপার্টিসান কথা বলা যায়। টুকটাক উপদেশও দিয়ে দেওয়া যায়। কিন্তু ঠেলাটা যখন নিজের ঘাড়ে এসে পড়ে, তখন সকলেই রিফ্লেক্সিভলি গদিটা বাঁচাতে চায় বা ইনফ্লুয়েন্সটা ধরে রাখতে চায় যতটা পারা যায়। সে ইন্ডিয়াই হোক, বা লিবিয়া।

    ইন্ডিয়া এখন এইটা খুব রেলিশ করছে যে যারা কাশ্মীর নিয়ে জ্ঞান দিতে এসেছিল এখন তারাও দমননীতি নিতে বাধ্য হচ্ছে। আর গদ্দাফিও সেটা রিয়েলাইজ করে ইন্ডিয়ার সাথে মেকাপ করে নিতে চাইছে একঘরে হয়ে যাওয়া অ্যাভয়েড করতে।

    দাস ইজ পলিটিক্স।
  • a x | 99.188.84.89 | ০৬ মার্চ ২০১১ ২২:৫৭453242
  • আয়রনির এখানেই শেষ না, গদ্দাফির ছেলের পিএইচডি ডিসার্টেশন দেখলে আয়রনি কদ্দুর যেতে পারে বোঝা যায়! :-)

    "The role of civil society in the democratisation of global governance institutions: from 'soft power' to collective decision-making" এই হল টাইটেল। পিডিএফ ফর্ম্যাটের একটা লিংক ছিল, খুঁজে পেলে দিচ্ছি।
  • dri | 117.194.234.30 | ০৬ মার্চ ২০১১ ২৩:১৪453243
  • পাইদির দেওয়া রিপোর্ট সম্বন্ধে আমার বক্তব্য হল রিপোর্টটা কয়েকটা ভাগে বিভক্ত।

    প্রথম পার্টে আছে ছোট ছোট নিউজ স্নিপেট্‌স যা দিয়ে দাঁড় করাতে চাওয়া হয়েছে যে গদ্দাফি খুব হেভি হ্যান্ডে ডীল করেছে। তো এই নিউজগুলো সম্ভবত পুরোটা অ্যাকিউরেট নয়। অনেক এক্স্যাজারেশান আছে। যুদ্ধের সময় গুলের পরিমান খুব বাড়ে ডে টু ডে নিউজে। আপনি ইরাক ওয়ার ফলো করেছিলেন কিনা জানি না। আমি করেছিলাম। ডে টু ডে নিউজে প্রচুর পরিমান গুল ছিল। সেটা হাইন্ডসাইটে বোঝা যায়। এই সব সময় মিডিয়ার মনোপলি হয়ে যায়। এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, এটা গুলের রাস্তা আরো ক্লিয়ার করে দেয়। বায় দা ওয়ে, এই আর্টিক্‌লে বলা আছে গদ্দাফি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার সন্দেহ ইন্টারনেট বন্ধ করেছে ওয়েস্টার্ন ফোর্সেরাই। ওদের পক্ষে ইন্টারনেট বন্ধ করার সুবিধে বেশী। প্রত্যেকটা আই এস পি কে ধরে ইন্টারনেট বন্ধ করার চেয়ে ডি এন এস থেকে ইন্টার্নেট আটকানো অনেক সোজা। এবং অধিকাংশ ডোমেন নেম সার্ভারই আছে আম্রিকায়। যাই হোক, নানা রকম রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে মারামারি হচ্ছে। দু পক্ষই আর্মড। এখানে কোন সিটিজেন্‌স পীসফুল ডেমনস্ট্রেশান জাতীয় কিছু হচ্ছে না। রেবেলদের হাতে কেউ একটা অস্ত্র সাপ্লাই দিচ্ছে। অয়েল ওয়েলগুলো দখল নেওয়ার একটা ব্যাপার চলছে। আর একটা কথা মনে রাখতে হবে বিপ্লবীদের প্রভোকেশানও যথেষ্ট ছিল। বিপ্লবের একদম শুরুতে প্রোটেস্টাররা গভর্মেন্ট বিল্ডিংএ আগুন লাগিয়ে দিয়েছিল, টিভি স্টেশান অ্যাটাক করেছিল। হোয়াইট হাইস বা ক্যাপিটলে আগুন লাগানোর চেষ্টা করে দেখুন না কিরকম গভর্মেন্ট ব্যাকল্যাশ হয়। কিংবা সংসদে। কোন গভর্মেন্টই এইসব টলারেট করবে না। ওয়েস্টার্ন কাϾট্রগুলোতে ডাব্লু টি ও র সময় প্রোটেস্টারদের সাথে পুলিশের মারামারিগুলো চিন্তা করুন। এই তো সেদিন ইউ কে তে স্টুডেন্‌ট্‌স প্রোটেস্টের সময়ও খুব ব্রুটাল ছিল পুলিশ। আম্রিকায় পুলিশ অনেক হেভিলি ইকুইপ্‌ড থাকে। পুলিশের সমান সমান অস্ত্র নিয়ে রাস্তায় নামলে আম্রিকাতেও সিভিল ওয়ার হবে। ভারতে কাশ্মীরে যা হয় বা মাওবাদীদের সাথে যা হয় সে এই একই জিনিষ।

    দ্বিতীয় পার্টে আছে বিভিন্ন ইওরোপীয়ান দেশ কখন কিভাবে লিবিয়াকে সাহায্য করেছিল। এগুলো বায় অ্যান্ড লার্জ ঠিক। করবেই তো। সবাই চায় তেলের ডীল করতে। আর ডীল করতে গেলে নানা রকম সুযোগ সুবিধে দিতেই হবে। কোন সুযোগ সুবিধেও দেবেনা আর জাস্ট তেলটা নিয়ে চলে যাবে তাহলে তো কলোনী হয়ে গেল। নাইজিরিয়ার মত। ইটালীর সাথে লিবিয়ার বানিজ্যিক সম্পর্ক বেশ দৃঢ় ছিল। সেইজন্য শুরুতে সব ইওরোপিয়ান দেশ ছি ছি করলেও ইটালী কিন্তু বলেছিল লিবিয়ায় মিলিটারী হস্তক্ষেপ করতে না। কিন্তু পরে ই ইউর চাপে পড়ে এখন পুরনো মিলিটারী ট্রিটি পর্য্যন্ত ইউথড্র করে নিয়েছে।

    তৃতীয় পার্টে আছে কিছু স্ট্যাটিস্টিক্স। এই যেমন ইল্লিটারেসি বলা আছে ২০%। বলা হচ্ছে এটা খুব খারাপ। ইউ এন ডি পির ডেটা অনুযায়ী লিবিয়ার লিটারেসি ৮৮।৩%, অর্থাৎ ১২% এর কম মানুষ অশিক্ষিত। http://hdrstats.undp.org/en/countries/profiles/LBY.html ইউ এন ডি পি র রিপোর্ট অনুযায়ী তিউনিশিয়ায় ৮০% লিটারেট। http://hdrstats.undp.org/en/countries/profiles/TUN.html। কিন্তু আর্টিক্‌লে বলা আচে তিউনিশিয়ায় লিটারেসি বেশী। আর বলা আছে ৩০% আনেমপ্লয়মেন্ট। এটা পড়ে একটু আশ্চর্য্য হলাম। দুদিন আগেই আমি চেক করেছিলাম পভার্টি লাইনের নীচে থাকা মানুষের পার্সেন্টেজ ১০ এর কম ছিল লিবিয়ায়। এটা আমি উইকিতে দেখেছিলাম। কিন্তু আজ দেখছি বলছে ডেটা নট অ্যাভেলেব্‌ল। এটা আমার একটু গুপি লাগছে। বিশেষ করে অনেক রিপোর্ট পড়ছি বইরে থেকে (ইজিপ্ট, তিউনিশিয়া) আসা হাজার হাজার গেস্ট ওয়ার্কার নাকি এই গোলমালে পালিয়ে যাচ্ছে। যেখানে ৩০% আনেম্‌প্‌লয়মেন্ট সেখানে কখনো দলে দলে গেস্ট ওয়ার্কার আসে?
  • dri | 117.194.234.30 | ০৬ মার্চ ২০১১ ২৩:২৪453244
  • হ্যাঁ, সেটাও জানি। তবে এইখান থেকে জিনিষটা বড্ড বেশী কনস্পিরেটোরিয়াল হতে শুরু করে। লক্ষ্য করে দেখুন ডিসার্টেশানে 'গ্লোবাল গভর্নেন্সের' কথা আছে। রিংস আ বেল?

    ওনার ডিসার্টেশান ইভ্যালুয়েট করেছিলেন লর্ড মেঘনাদ দেশাই, যিনি আবার মার্কিস্ট ইকনমিস্ট। তিনি আবার ব্যারন টাইটেলও পেয়েছিলেন। (অর্থাৎ রানীমার আশীর্বাদধন্যও হয়েছিলেন)।

    লেট্‌স নট গো হিয়ার।
  • a x | 99.188.84.89 | ০৬ মার্চ ২০১১ ২৩:২৮453245
  • হ্যাঁ এবং এটা প্ল্যাজিয়ারাইসড কিনা তা নিয়েও প্রচুর ঘাপলা আছে।
  • dri | 117.194.234.30 | ০৬ মার্চ ২০১১ ২৩:৩৫453246
  • প্ল্যাজিয়ারাইজেশানের গল্পটা এখন মিডিয়াতে এল। মানে গদ্দাফি ফ্যামিলি যখন প্রকাশ্যে ওয়েস্টের অর্ডার মানল না।

    তবে প্ল্যাজিয়ারাইজ্‌ড হতেই পারে। সইফের বেসিক ডিগ্রি ইঞ্জিনিয়ারিংএ। কিন্তু সে পি এইচ ডি নামালো সম্পূর্ণ অন্য বিষয়ে। ডিগ্রি পাওয়ার পরের বছরই নাকি আবার লন্ডন স্কুল অফ ইকনমিক্স গদ্দাফি ফাউন্ডেশান থেকে কয়েক মিলিয়ান পাউন্ড ডোনেশান পায়।

    কথা হল প্ল্যাজিয়ারাইজ্‌ডই যদি হবে তাহলে এতদিন সেটা চাপা ছিল কেন?
  • people | 166.205.136.227 | ০৭ মার্চ ২০১১ ০৭:৩০453247
  • Powerofpeopleisstrongerthanpeopleinpower - proveninEgypt, Tunisia.

    Pleasedonotunderminepowerofpeoplewithyourcynicismandtheabilitytosniffconspiracyineverythingintheworld.
  • Sibu | 173.152.205.94 | ০৭ মার্চ ২০১১ ০৯:১৩453249
  • But you are allowed to undermine people's power by encouraging gullibility.
  • ppl | 69.236.168.181 | ০৭ মার্চ ২০১১ ০৯:৪৪453250
  • Encouraginggullibility!! Really!
    So, letussee...Inparwiththetheoriespreachedhere...1917Novwasprobablyaworkoffewjewishfolks, 1989cccpbreakupwasofcourseCIA'sproject...leftfrontcomingtopowerinWestBengalwasalongtermplanofKGB....
    Zeeeeees!!! Don'tyougettiredofallthese...

    Pleasecomeoutofcoldwarsyndromes...Can'tyouseewhatisgullible...
  • d | 14.99.72.58 | ০৭ মার্চ ২০১১ ১০:২৯453251
  • একি! আপনি বাংলা লিখতে পারেন না???
    এরাম রাম লজ্জা লজ্জা।
  • dri | 117.194.239.126 | ০৭ মার্চ ২০১১ ২২:৫০453254
  • কিছুদিন আগে ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের কিছু লোককে নাকি কিডন্যাপ করেছিল লিবিয়ার অপোজিশান গ্রুপ। এবার লিবিয়ার বৃটিশ অ্যাম্বাস্যাডারের সঙ্গে রেবেল গ্রুপের এক লীডার স্থানীয় ব্যক্তির কথোপকথন ব্রডকাস্ট করা হল লিবিয়ান স্টেট টিভিতে। http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/libya/8365590/British-ambassador-broadcast-on-Libyan-state-TV.html
  • dri | 117.194.239.126 | ০৭ মার্চ ২০১১ ২২:৫৯453256
  • জাপান গভর্মেন্ট ফাইজার এবং স্যানোফি অ্যাভেন্টিসের টীকা ব্যবহার করা স্থগিত রাখল চারজন বাচ্চার মৃত্যুর পর।

    Japan's health ministry has halted the use of vaccines made by Pfizer Inc and Sanofi-Aventis SA to prevent meningitis and pneumonia following the deaths of four children.

    The infants died shortly after receiving the vaccines and while it was unclear if there was link between the deaths and vaccines, use of Pfizer's Prevenar and Sanofi's ActHIB will be suspended while the deaths are investigated, the ministry said in a statement.


    http://news.yahoo.com/s/nm/20110307/ts_nm/us_japan_vaccine
  • lcm | 128.48.44.141 | ০৮ মার্চ ২০১১ ০৩:৩১453261
  • না দ্রি, ইউএস-এ তেলের দাম কম, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সে তো জানা কথা।
    বছর দু-তিনেক আগে যখন এখানে গ্যাস-এর দাম বেড়ে প্রায় ৪ ডলার/গ্যালন হয়েছিল, তখনও একই যুক্তি শোনা গিয়েছিল - শস্তার তেলের যুগ শেষ, গেট রেডি টু পে গ্লোবাল প্রাইস ... এসেট্রা... ন্যাট জিও তো একটা স্পেশাল ইস্যু বের করল - এন্ড অফ্‌ চিপ অয়েল। সেই হুজুগে কয়েকজনকে দেখলাম হাইব্রিড গাড়ীই কিনে ফেলল। কিন্তু, তারপর তো আবার তেলের দাম কমে গেল, ব্যাক টু 2.80-3.00 রেঞ্জ। এবং প্রায় দু বছর সেই দামে রইল।
    কিন্তু, এখন... এই কয়েক মাস হল আবার বাড়ছে। এবং এটাতে বলা হচ্ছে ইজিপ্ট/লিবিয়া... মিড্‌ল ইস্ট আনরেস্ট... ইত্যাদি কারণ। এটাও কি স্পেকুলেশন গেম?
    ইউএস-তে তেলের দাম গ্লোব্যালি কম থাকার একটা কারণ ছিল পার ক্যাপিটা কনসাম্প্‌শন্‌। কিন্তু এখন ইমার্জিং ইকনমির এবং BRIC দেশগুলোতে যেভাবে কনসাম্পশন বাড়ছে, তাতে ইউএস আর প্রাইস ডোমিনেট করবার অবস্থায় থাকতে পারছে না। এবং যার জন্যেই চাই তেল এলাকাগুলোতে পলিটিক্যাল আনরেস্ট। এই যে এত কিছু হচ্ছে মিড্‌ল ইস্টে... কিন্তু, সৌদি তে বিদ্রোহ নিয়ে বিশেষ খবর পাই না.... সৌদি-তে কিছু হচ্ছে না?...
  • lcm | 128.48.44.141 | ০৮ মার্চ ২০১১ ০৪:১৯453262
  • ওহ! সৌদি নিউজ লিংক দিয়েছ তুমি। সৌদিতে মিলিটারি নামাচ্ছে। সৌদিতে রিভল্যুশন - কেসটা ইন্টারেস্টিং। কারণ সৌদি হল ওয়েস্ট-এর বড় অ্যালাই।

  • lcm | 128.48.44.141 | ০৮ মার্চ ২০১১ ০৪:৩৫453263
  • রবার্ট ফিস্ক-এর আর্টিক্‌ল থেকে --
    ... US Secretary of State Hillary Clinton and Mr Obama will be gritting their teeth next Friday in the hope that either the protesters appear in small numbers, or that the Saudis "restrain" their cops and security....

    সৌদি-র কেসটাতে ইউএস-এর রোল .... ডেমোক্রেসি ডেমোক্রেসি খেলাটা এখানে গেড়াঁকলে।

  • Charles Davenport | 58.137.132.4 | ০৮ মার্চ ২০১১ ২০:২০453264
  • ফরাসী বিপ্লব, মেইজি রেস্টোরেশন এবং সিপাহী বিদ্রোহের অজানা কাহিনী জানলে হতবাক হয়ে যেতে হয়। বাংলাদেশের স্বাধীনতার পিছন বিল্ডারবার্গ গ্রুপের হাতের কথা কজনই বা জানে? ব্যাটল অফ আলজিয়ার্স কি মূলত: স্পেনের নিও-নাৎসিদের চক্রান্ত যাতে আলজিরিয় ইহুদীরা বিতাড়িত হয়? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অনেকেই জানেন না। মেইনস্ট্রিম চোখে ঠুলি না পরিয়ে রাখলে মানুষ অনেক আগে থেকেই জানত নেতাজীকে কে বা কারা সরিয়েছে।

    An evil group of men has always wanted to rule the entire world. In the past conquest has failed to achieve this, due to the resulting outrage and awareness of the enemy. In our present time an evil group are trying a subtle but effective way to rule. This is to gradually infiltrate and delude the masses into accepting their ideas. Such subtle gradualism, along with distraction (such as unnecessary work, study, entertainment and sport) is being used effectively. Few people will therefore be aware of what is going on.

    বিশদে জানতে হলে পড়ুন, ও পড়ান:

    http://www.trueconspiracies.com/
  • dri | 117.194.228.163 | ০৮ মার্চ ২০১১ ২২:৫৮453265
  • পড়ুন, পড়ুন। আমি কিছু পড়েছি। বহু পুরানো ইতিহাসের প্রবলেম হল অনেক সময়ই তথ্য অ্যাডেকোয়েট হয় না। অনেক কিছু মিসিং থাকে। আর কনটেক্সটাও একেবারে জ্যান্তভাবে থাকে না।

    এই থিসিসটা যদি সত্যি হয় তবে আমার বিশ্বাস কারেন্ট ইভেন্টের মধ্যেও এর প্রক্ষেপ আমরা পাব। এখন ঘটা ঘটনার কনটেক্সটটা আমরা একটু হলেও বেশী জানি। কথায় বলে, নিউজপেপার ইজ দা ফাস্ট ড্রাফ্‌ট অফ হিস্ট্রি।

    তাই, দেখা যাক এখন কী ঘটছে।
  • dri | 117.194.228.163 | ০৮ মার্চ ২০১১ ২৩:০১453266
  • বৃটেনের স্পেশাল ফোর্স গিয়েছিল লিবিয়ান রেবেলদের ট্রেনিং দিতে। সেই নিউজে টুইস্ট দিয়ে একটি ছোট ড্রামাতে পরিণত করল মেনস্ট্রীম মিডিয়া। http://www.breitbart.com/article.php?id=CNG.93280b7ec50a265e547c3fbb555a7bba.491&show_article=1
  • dri | 117.194.228.163 | ০৮ মার্চ ২০১১ ২৩:০৯453267
  • আইভরি কোস্টের ডিস্পিউটেড প্রেসিডেন্ট বাগবো একটি বম্বশেল ফেললেন। তিনি দেশের কোকো প্রোডাকশান ন্যাশানালাইজ করে দিলেন। এতদিন মাল্টিন্যাশানালরাই এই ট্রেড ক®¾ট্রাল করত।

    Ivory Coast is the world's biggest cocoa producer.

    The country's industry accounts for 40% of global supplies and is currently dominated by multinational companies.


    এবার বোঝা যাচ্ছে কেন ইউ এন বাগবোকে সরিয়ে উয়াত্তারাকে গদিতে বসাতে এত কীন।

    আসলে এতদিন আফ্রিকা নামেই স্বাধীন হয়েছিল। ইকনমিটা কলোনিয়ালই ছিল/আছে। এতদিনে একটু একটু করে যেন ফাঁস কাটছে। কয়েক বছর আগে জিম্বাবোয়েতে ল্যান্ড রিফর্ম করে সাদাদের হাত থেকে জমি কেড়ে নিল। এখানে কোকো প্রোডাকশান ন্যাশানালাইজ করে দিল।

    তবে এম্পায়ার ইউল স্ট্রাইক ব্যাক। লিবিয়ায় অলরেডি শুরু করেছে। আইভরি কোস্টেও অত সহজে ছাড়বে না।

    http://www.bbc.co.uk/news/world-africa-12672030
  • dri | 117.194.228.163 | ০৮ মার্চ ২০১১ ২৩:১২453268
  • বৃটেনে পুলিশ ফোর্সে মেজর শেকাপ। ২৮০০০ চাকরী যাবে। http://www.bbc.co.uk/news/uk-12672329
  • dri | 117.194.228.163 | ০৮ মার্চ ২০১১ ২৩:১৯453271
  • সাউথ কোরিয়া আর ইউ এস যুদ্ধ যুদ্ধ খেলছিল নর্থ কোরিয়ার একদম বর্ডার ঘেঁষে। (আম্রিকার বর্ডারের অত কাছে কোন ফাইটার প্লেন এলে আম্রিকা গুলি করে নামিয়ে দিত)। নর্থ কোরিয়া জিপিএস সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। তাতে যুদ্ধুখেলায় ডিসরাপশান হয়েছে। সাউথ কোরিয়া ক্ষুন্ন হয়েছে। http://www.arirang.co.kr/News/News_View.asp?nseq=113446&code=Ne2&category=2
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন