এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sda | 117.194.198.144 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৩৪452770
  • "প্রথমপ্রস্তাবে........................আলোচনা চালানো যায় না" - এই ধরনের সেল্ফ- তোল্লাইদান আর ঔদ্ধত্যই কি আজ সিপিএমের পতনের অন্যতম কারন নয়? এর থেকে আমরা কি শিক্ষা পাই ?
    আর, ফোর্থ ইয়ারকে ছেড়ে রাখার মধ্যে একটি প্রবাদবাক্যের সার্থকতা খুঁজে পাওয়া যায় - "চাচা আপন প্রান (চাকরি) বাঁচা।" এটা কোন অন্যায় নয়, শুধু এই সব বৈপ্লবিক ইমেজ খুলে রেখে সোচ্চারে এটি ঘোষনা করলেই আমার তরফ থেকে আর কোন অসন্তোষ থাকতো না।
    ধরুন, স্লোগানটা যদি এরকম হত-"কলেজ কর্তৃপক্ষের অনাচারের বিরুদ্ধে কলেজের দেওয়া চাকরির সুযোগ বয়কট করুন " , ভালো লাগতো না শুনতে ?
  • pi | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৩৬452772
  • 'কলেজের দেওয়া চাকরির সুযোগ ' আবার কী ? :)
  • sda | 117.194.198.144 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৪১452773
  • ক্যাম্পাস ইন্টারভিউ তো কলেজেই হয় এবং তার বন্দোবস্তো TPO করেন। চাকরি যে পায় সে নিজের দমেই পায় , কিন্তু কলেজে ক্যাম্পাসিং ন হলে ঝক্কি তো অনেক বেশি পোহাতে হবে, তাই না ?
  • pi | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৪৬452774
  • আচ্ছা সদা, কিছু প্রশ্ন করি।
    তুই লিখেছিস, নন্দীগ্রাম কাণ্ডের বিরোধিতা করিস। এর আগেও বুদ্ধবাবুর ভূমিকার প্রতিবাদ করেছিস, কলেজস্ট্রীটে মিছিলে গিয়ে।
    এবার সেই মিছিলে যে কথাগুলো বলা হয়েছিল, যে প্রতিবাদ দেখানো হয়েছিল, সেগুলো নিশ্চয় এখনো বলবি। তাহলে, এমতাবস্থায় যদি বুদ্ধবাবু আসেন তোদের কলেজে, সেই প্রতিবাদ জানাবি না ? কালো পতাকা দেখানো হলে তাকে সমর্থন করবি না ? প্রতিবাদের এই ধরণ নিয়ে আপত্তি আছে ?
    কেউ একজন ব্যারিকেড ভাঙলো বলে, তোকে কি তোর সহপাঠিনীকে ও যদি পুলিশ লাঠি পেটা করে, সেটা সোনামুখ করে মেনে নিবি ?
  • I | 14.96.46.221 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৪৯452775
  • এবারের বুলবুলভাজা'র তিনটি লেখার মধ্যে মানের এত্ত তফাৎ, যে অবাক লাগল। যাদবপুর নিয়ে লেখাটি অত্যন্ত সস্তা এবং তা নিয়ে চাপান-উতোরও স্বাভাবিকভাবেই বিরক্তিকর রকমের সস্তা।
    নাসরিন সিরাজের লেখা পড়ে আমার ভালো লাগছে। কিন্তু শুরুটা একটু কেতাবী, আর হঠাৎ করে লেখার ঢং বেশ ঘরোয়া হয়ে আসে। আমি নিজ স্বভাবদোষে এখন আর পাথুরে লেখা নিতে পারি না, তাই সূচনা দেখে কষ্ট পাই । আর হ্যাঁ, টাইপোগুলি ঠিক করে দেওয়া যেত। পরের কিস্তির জন্যে বসে আছি।

    ত্রিদিব সেনগুপ্ত'র লেখা নিয়ে কিছু বলতে গেলে পক্ষপাতদোষ হতে পারে। লেখাটা নিশ্চই শেষ হয়ে যায় নি? তাহলে কিন্তু বেশ খাপছাড়া লাগবে । সে যতই দীপঙ্করদা বলুক না কেন, সাজানো বাগান, গোছানো জিনিষ দেখতে ওর ভালো লাগে না।
  • pi | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৫৩452776
  • যাদবপুরের ক্যাম্পাসিং করানোটা কর্তৃপক্ষের দাক্ষিণ্য, দায়োত্বের মধ্যে পড়ে না, করাচ্ছে বলে কৃতার্থ করে দিচ্ছে, এরকম টা তো জানা ছিল না। বর ,ং ইঞ্জিনীয়ারিং এর মত বিজ্ঞান ও অন্যান্য বিভাগেও কর্তৃপক্ষ দায়িত্ব ও উদ্যোগ নিয়ে এটা করাক, এটা দাবী করা হত। প্রাইভেট কলেজের ছাত্ররা এ নিয়ে দাবী তোলেনা ?
  • pi | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৫৫452777
  • ত্রিদিব সেনগুপ্তর লেখাটার শিরোনামেই তো 'প্রথম কিস্তি' আছে।
  • tatin | 130.39.149.48 | ২৪ নভেম্বর ২০১০ ০০:০০452778
  • "যাদবপুর নিয়ে লেখাটি অত্যন্ত সস্তা এবং তা নিয়ে চাপান-উতোরও স্বাভাবিকভাবেই বিরক্তিকর রকমের সস্তা।"

    অথচ দেখুন ওটারই টিআরপি বেশি
  • sda | 117.194.198.144 | ২৪ নভেম্বর ২০১০ ০০:০১452779
  • কলেজে বুদ্ধদেব বাবু এলে কিচ্ছু করবো না। কলেজে ঢুকেছি পড়তে, মার্কস পেতে, আর চাকরি পেতে।তাতে প্রবলেম হতে পারে এমন কিছু করবো না।বুদ্ধবাবু আসুন আর বিল গেটস , does not matter। নন্দীগ্রামের সময় নিজের ভেতর থেকে মনে হয়েছিল কিছু বলা দরকার , বলেছিলাম । কোন একজনকে কালো পতাকা দেখালে কিচ্ছু প্রমান হয় না।
    আমাকে বা আমার সহপাঠীকে পুলিশ মারলে প্রতিবাদ করবো। আইনি পথে প্রতিবাদ যদ্দুর ব্যবস্থা নেওয়া যায় নেবো। কিন্তু পরীক্ষা বয়কটের মাধ্যমে কিছু করবো না। ওতে নিজের সুবিধাবাদী চরিত্র প্রকাশিত হয় , অন্যায়কারীর গায়ে হাত ও পড়ে না।
    আর, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের হস্তক্ষেপ সংক্রান্ত আইনটির সংশোধন জরুরি। ছাত্র বলে কোন মানবিক অধিকারটা পাইনা বাপু যে অপরাধ করলেও পুলিশকে পারমিশন নিতে হবে ক্যাম্পাসে ঢুকতে ?
  • pi | 72.83.86.88 | ২৪ নভেম্বর ২০১০ ০০:০৬452781
  • পরীক্ষা বয়কট করে কী 'সুবিধা' পাওয়া যায় ?

    নন্দীগ্রামের পর বুদ্ধবাবু কলেজে এলে তাহলে কিছু বলতিস না ? :)

    কালো পতাকা দেখালে কিছু প্রমাণ হয়না, তা বেশ। তা, কলেজ স্ট্রীটের প্রতিবাদী মিছিলেই বা কী প্রমাণ হয় ? :)
  • sda | 117.194.198.144 | ২৪ নভেম্বর ২০১০ ০০:০৭452782
  • pi দি : হ্যাঁ এই সংক্রান্ত নিয়ম আছে। তবে কি না, কলেজ চাইলে একটি ও কোম্পানি না আনতে পারে।
    আলোচনাটা সত্যিই চরম বোরিং দিক এ এগোচ্ছে।
  • sda | 117.194.198.144 | ২৪ নভেম্বর ২০১০ ০০:১৭452783
  • ১। একটা সার্টেন পার্সেন্টেজ পরীক্ষা না দিলে পরীক্ষা ভ্যালিড হয় না। প্রিপারেশন ভাল নেই যাদের তাদের পোয়াবারো।
    ২।কী বলবো ? ইচ্ছে না হলে যেতাম না।
    ৩। কিচ্ছু প্রমাণ হয়নি। অসন্তোষ দেখানো জাস্ট। কলেজ ক্যাম্পাসে বিপ্লব করিনি। কলেজ স্ট্রিটে রীতিমতো পুলিশের অনুমতি নিয়ে সভা করেছি।
    এইবার আমি মুখ বন্ধ করলাম।

  • pi | 72.83.86.88 | ২৪ নভেম্বর ২০১০ ০০:২৫452784
  • কালো পতাকা দেখানোটাও একধরণের অসন্তোষ প্রকাশ। সেটা বে আইনি বলে জানতাম না। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো ও। কেউ কন্‌ফার্ম করলে ভালো হয়।
    যাই হোক, কাটলাম।

  • I | 14.96.46.221 | ২৪ নভেম্বর ২০১০ ০০:৪০452785
  • পাইকে,
    সরি, খেয়াল করি নি।
  • Kanad | 128.227.35.115 | ২৪ নভেম্বর ২০১০ ০৩:০৯452786
  • ekjonex-JUhisebebolteparieisemesterboycottkoratanitantyomurkhami.Etekintumukhyomontri, VCbaonyokarurkhotihochhena, khotitahochhechatroder.

    Lekhaproshonge, lekhatibhisonbhabebiased.prothomdikeniropekkhotadekhaleosesher3-4teparagraphelekhoknijerasolrupchiniyediyechen.Setaapottirbyaparna......apottirbyaparhochhelekhoknijekeniropekhoboledabikoray

    amiekhaneCPMketenekichuibolchinaebongdefinitelyeighotonarprotibadkorchi.Pulisherokormonyotakesompurnobhabedayikorchi.Kintukichuproshno

    1) mohilapulishkechormarbarghotonataCPMerchelerana, Anandabazareoberiyechilo......amarjotodurdharonaoikagojtiCPMchalayna
    2) Librarykormochariramerechiloetarkonopromanacheki? nathaklesudhustudentderkothaybhorshakoreerokomlekhata..........hehe
    3) Firstyearerstudentramoteoseniorderdekhesahospayna.Ultota, firstyearraseniorderbhoyeporikhaboycottejayna.AmifacebookerJUgroupejotobareiporikhaboycotteragainstebolechi, beshkichufirstyearamakesupportkoreche (andallpassoutsaswell).Onekfirstyearerfacebookstatusmsgedekechitaraporikhaditechay.
    ebong, nijerfirsthandexperience.2003erclassboycottersomoyami1styrchilam.tokhonamraclasskortechaitam.kintutothakothitoseniorraamaderekprokarjorkoreboycotteniyejeto.
    bohubareromboycottthekeamrapalatam.kajeiporikhaboycottkekonomoteisupportkorteparlamna.arjarabairethekekorchen, tnaderdurodorshitasombondheamarproshnoache.tnarajodiJUkeIITrstandardenaniyegiyeBESUrstandardeniyejetechan, taholeamikibolbo!!!
  • Abhyu | 80.221.2.104 | ২৪ নভেম্বর ২০১০ ০৩:৪৩452787
  • কণাদবাবু, বাংলা লেখার টিউটোরিয়ালটা হাল্কা করে দেখে নিন না? আরম্ভ করুন, দেখবেন খুব শিগ্গীরই আর বাংলায় লিখতে অসুবিধে হচ্ছে না, বরং লিখতে আর পড়তে ভালো লাগছে।
  • aranya | 144.160.226.53 | ২৪ নভেম্বর ২০১০ ০৪:৪০452788
  • ত্রিদিব সেনগুপ্তের মত আমিও সত্তরের প্রথম দিকে 'কবি' পড়ি, কতবার যে পড়েছিলাম, বড় প্রিয় বই। আর ঐ গানটা - 'জীবন এত ছোট কেনে..'
    খুব ভাল লিখছেন ত্রিদিব বাবু, সুন্দর বিশ্লেষণ, কবি প্রসঙ্গে অন্য রচনা/সিনেমাকেও ছুঁয়ে যাচ্ছেন - পরের কিস্তির জন্য আগ্রহ জাগছে, আর সিনেমাটাও দেখতে ইচ্ছে করছে।
  • Guruchandali | 122.162.75.94 | ২৪ নভেম্বর ২০১০ ০৮:৫৪452789
  • ঠান্ডা পড়েছে, বোঝা যাচ্ছে। তাই লেটে দৌড়চ্ছে বুলবুলভাজা। আজ শেষমেশ প্রকাশিত হল এ সপ্তাহের শেষ বুলবুলভাজা।

    উত্তরবঙ্গ - ৮ : শমীক মুখোপাধ্যায়
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০১০ ১০:০৩452790
  • একটা পয়েন্ট -

    যাদবপুর নিয়ে লেখাটা অত্যন্ত শস্তা সেটা বলার জন্যে সিপিয়েম বা অন্য কিছু হওয়ার দরকার পড়ে না। কাজেই sda-র প্রথম পোস্টের পর তাতিনের লেবেলিংটা অশোভন। এবং তার পর আরো কয়েকজনের উতোরচাপান আরো অশোভন।

    আর পার্টিকুলারলি কেডি-র জন্যে কিছু পয়েন্ট -

    (১) অজ্ঞানে বা সজ্ঞানে আপনিও লেবেলিং করে ফেললেন। ব্ল্যাংকের পোস্টের পরিপ্রেক্ষিতে আপনার উত্তরে ব্ল্যাংকি, রাজ এবং আমার নাম টেনে। গুরুচন্ডালির স্ট্যান্ড এই মূহূর্তে অ্যান্টি-সিপিয়েম এটা বলার জন্যে সিপিয়েম সমর্থক হওয়ার দরকার পড়ে না। হতে পারে এটা অ্যানার্কিস্ট স্ট্যান্ড, সিপিয়েমের পরে তৃণমূল বা অন্য যে কেউ হলেও এই স্ট্যান্ডই থাকবে - কিন্তু সেটা ভবিষ্যতের ব্যাপার।

    (২) গুরুচণ্ডালিতে কোনোরকম বিতর্ক বা সেই ধরণের লেখার কোনো ইচ্ছে নেই। মাঝে মধ্যে ভাটাই, ইচ্ছে করলে। ইচ্ছে না করলে আসি না। এটা জাস্ট জানিয়ে দেওয়ার জন্যে লিখলাম।

    (৩) গুরুচন্ডালি (প্রিন্ট এবং ওয়েব কপি) একঘেঁয়ে থীম নিয়ে চলবে কিনা, বা শস্তা লেখা বা বাজে কোয়ালিটির লেখা (জরুরী বিষয় নিয়ে হলেও) ছাপবে কিনা - সেটা নিয়ে আমার কোনো বক্তব্য থাকার কথা নয়। আগে থাকতো, এখন নেই। এই লেখাটা নিয়ে যেটুকু বলার সেটুকু এক লাইনে লিখেছি, তার বেশি কোনো চাপানউতোরে আমার আগ্রহ নেই। অনর্থক টানাটানি না করাই বাঞ্ছনীয়।
  • ghoti | 59.162.23.4 | ২৪ নভেম্বর ২০১০ ১০:৩৪452793
  • কি জালি লেখা মাইরি সুমন্ত-র লেখা টা! এটা ছোটগল্প হলে জমতেও পারত, কিন্তু, বুবুভা?? না:, ফেল!
    আবেগ, গুজব ও কল্পনা মিশিয়ে (এবং সেটাকে স্বীকার করে) যে মালটি নামল, তা কমেন্টানোর যোগ্য নয়, বড় কাঁচা লেখা, প্রোপাগান্ডা হিসাবে অবিশ্যি মন্দ লয়।
    আমরা সারাদিন মাস্টার-দের কাঁচা খিস্তি করতাম নিজেদের পরীক্ষা-পরবর্তী ফ্রাস্ট্রুময় আড্ডায়। তা সেই যুক্তি মেনে মাস্টার-রা ঘেরাও পরবর্তী ফ্রাস্ট্রুময় করিডোরে যদি ছাত্রদের কাঁচা দিয়ে থাকে দু চারটে, সেটার জন্য কান্নাকাটি করার কারণগুলো ঠিক পরিষ্কার নয়।
    বিগ-বি-র পেছনে কাঠি করব, আর পুলিশ আমাদের জন্য কাঠির আগা ছুঁচলো করে দেবে, এমনটা ভাবা ঠিক নয়, দুর্বলমস্তিষ্কের পরিচয় (নাকি বালখিল্য?)।
    আমি কাউকে মারলে, এটা জেনেই মারব যে সে প্রত্যাঘাত করবে, এবং, অবশ্যই, প্রত্যাঘাতে সক্ষম! যদুবাবুর বাজারে কেউ এয়াইডিএসো কে মারে না। কারণ সেখানে তারা প্রত্যাঘাতে সক্ষম নয়। ফলে, মারতে নেমেছি যখন, মার খেতে হবে জেনেই নেমেছি। তাই, কেন আমাদের মারল, এটা তো স্ক্রিপ্টে ছিল না, হাম মারেঙ্গা তুম সহ্য করেঙ্গা এইরকম কান্নাকাটিগুলো না করাই ভাল।
    বাই দি ওয়ে, আমি সিপিয়েম সমর্থক।
  • Arijit | 61.95.144.122 | ২৪ নভেম্বর ২০১০ ১০:৩৭452794
  • ও, আরেকটা ছোট কথা।

    সুনীল গাঙ্গুলি এসে নীললোহিতের কোনো বাজে লেখার সপক্ষে অজুহাত দিলে বা ভালো লেখার প্রশংসা করলে সেটা যেমন দৃষ্টিকটু হত, এক্ষেত্রেও তাই হয়েছে।
  • kd | 59.93.207.233 | ২৪ নভেম্বর ২০১০ ১১:১০452795
  • অরিজিত, যদি 'লেবেলিং' করে থাকি, জ্ঞানেই করেছি। তোমরা তিনজন যে সিপিএম সাপোর্ট করো, এটা আমি তোমাদের কাছ থেকেই জেনেছি, নিজের কানে শুনে বা নিজের চোখে পড়ে (তবে সেগুলো যদি ব্যঙ্গার্থক হয়ে থাকে, আমি ধরতে পারিনি)। আর সেইজন্যেই অন্য কারুর নাম লিখিনি, লেখার কথা ভাবিইনি।

    গুরুতে লিখবে না বলেছো, ঠিক আছে। যদি জানাও অন্য কোথাও লিখেছো, পড়বো, ভালো লাগবে। তবে ঐ কাগুজে লোকেদের লেখা পড়তে বোলোনা, কেউই বিশ্বাসযোগ্য নয়। তোমার অন্য লেখা পড়েছি, তোমার স্টাইলটা জানা, তাই তোমার রাজনৈতিক লেখাও at face value নেওয়ার কনফিডেন্স আছে।

    আর আমি পড়বো জানার জন্যে, কোনো সমালোচনা করার জন্যে নয়। আর তুমি মনে হয় আমার সিচুয়েশন জানো, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল, যে কেউ সরকারে আসুক না কেন, আমার কিছু যাবে আসবে না, আকবা।
  • Manish | 59.90.135.107 | ২৪ নভেম্বর ২০১০ ১১:১৪452796
  • শমীকের লেখা পড়ে ফেললাম। বরাবরের মতো ভালো লেগেছে কিন্তু এবার কোনো ছবি নেই কেনো।

    সুমন্তর লেখা পড়ে মনে হচ্ছিলো বর্তমান বা প্রতিদিন পড়ছি।
  • bandhan | 59.162.23.4 | ২৪ নভেম্বর ২০১০ ১১:২৯452797
  • basadhusadhuasadharanduradanto.....thankyou
  • Bratin | 122.248.182.16 | ২৪ নভেম্বর ২০১০ ১২:৪৬452798
  • শমীকের লেখা পড়লাম। প্রতিবার ই পড়ি কিন্তু লেখা হয়। তাই এবারে ভাবলাম ল্যাদ কাটিয়ে লিখেই ফেলি। সুন্দর সহজ সাবলীল লেখা। দেখার আর উপলব্ধির চোখ। আর একদম অকপট লেখা। মন ছুঁয়ে যায়।
  • Bratin | 122.248.182.16 | ২৪ নভেম্বর ২০১০ ১২:৫৭452799
  • আমদের এখানে কোথায় কী !! আমি ল্যাদখোর ছেলে তাই শীতকাল বড় প্রিয়। লেপ মুড়ি দিয়ে ল্যাদ খাওয়ার মজাই আলাদা....
  • kallol | 220.226.209.2 | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৩৭452800
  • কালো পতাকা দেখালে লাঠি গুলি খেতে হতো কংগ্রেস আমলে। ম্যাকনামারাকে গো ব্যাক বললে কংগ্রেস সরকারের পুলিশ গো ব্যাকওয়ালাদের ঠ্যাঙ্গাবে, সেটাই তো ঠিক।
    বিগ-বিকে গো ব্যাক বললে সেটাই হবে। যদিও এটা কংগ্রেস আমল নয়। তাতে কি।
  • Fevi | 80.219.210.110 | ২৪ নভেম্বর ২০১০ ১৬:৩৪452801
  • যাহ। আমি তো ভাবছিলাম কল্লোল দা এবারেও লেডিস হোস্টেল রিলেটেড কিছু লিখবেন।
  • kallol | 220.226.209.2 | ২৪ নভেম্বর ২০১০ ১৭:০৫452802
  • কেন যে বাজাও বারে বারে ব্যাথার বীণাখানি
    ফেলিয়া এসেছি যারে বিগত জনমে
    কেন বাজাও তারে, বারে বারে
  • Biplob Rahman | 202.164.213.4 | ২৪ নভেম্বর ২০১০ ১৭:৪৯452804
  • নাসরিন সিরাজের লেখাটি খুব ভালো। লেখাটি আরেকটু গোছানো হলে পড়তে আরো ভালো লাগতো। পরের পর্বের অপেক্ষায়।...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন