এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Raj | 202.79.203.59 | ২৩ নভেম্বর ২০১০ ১২:১৫452738
  • না: গা ঢাকা আর কোথায় দিয়েছিলাম, ভাট বা টইগুলো ঘেঁটে দেখুন না :-) আর যদি দিয়েও থাকতাম দ্যাটস নান অফ ইওর বিজনেস

    একটা লেখার সমালোচনা করলে এত রাগ করারই কি আছে ন্যাড়াবাবু ?
  • Arpan | 204.138.240.254 | ২৩ নভেম্বর ২০১০ ১২:২৪452739
  • যা:! খিস্তিবাজ বিপলোবি বলার কী আছে? খালি তো সিপিয়েমের নাম নিয়েছে।
  • dd | 124.247.203.12 | ২৩ নভেম্বর ২০১০ ১৪:২২452740
  • তৃ প বু ভু অমর রহে।
    ক্ষী: বোরিং।

  • kd | 59.93.243.164 | ২৩ নভেম্বর ২০১০ ১৬:০৫452741
  • রাজ, এটা কিন্তু ভাই ঠিক বললে না। জানোই তো এখানে যে কেউ যা ইচ্ছে লিখতে পারে - তার জন্যে লেখক বা সম্পাদকদের দোষ দিচ্ছো কেন? (তবে তাতিন যদি সম্পাদকদের একজন হয়, তাহ'লে তোমার কমেন্ট ঠিক আছে)।

    সবচেয়ে ভালো হয় কী জানো? যদি সদা এই ঘটনাটিকে অন্য পার্সপেক্টিভে লেখে (ওর কমেন্ট পড়ে ধরে নিচ্ছি ওর চোখে অন্যরকম কিছু হয়েছিলো), তাহ'লে ঘটনাটির ফেয়ার রিপ্রেজেন্টেশন হয়। মানে দুধ কা দুধ, পানি কা পানি আর কী।

    ও হ্যাঁ, কোন কাগজ পড়তে বোলো না। কোনোটাই বিশ্বাস করি না। তার থেকে গুরুতে লেখা আঁখো দেখা হাল, সে যত বায়াস্‌ডই হোক না কেন, বিশ্বাস করবো।

    আর একটা কথা, কাউকে সিপিএম বলা কি শ্লেষাত্মক? যদি কেউ একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, করে, সো হোয়াট?
  • bb | 125.16.180.5 | ২৩ নভেম্বর ২০১০ ১৬:৫৪452742
  • @kd প্রশ্নটা এই জন্য কারণ কিছুদিন আগেই একই রকমের একটি বালখিল্য লেখা এসেছিল যাদবপুরের ব্যাপারে। আবার একই রকমের একটা লেখা যাতে যুক্তির চেয়ে কুযুক্তি বেশী তা প্রকাশ করা মানে এই ধরণের আবেগকে প্রশ্রয় দেওয়া।
    যেখানে ছাত্রনেতারা নিজেরা পরীক্ষা দিয়ে অন্যদের বয়কট করতে বলেন সেখানে অন্ত:ত যুক্তির চেয়ে বিরোধিতাই বেশী প্রকাশ পায়,আর যাইহোক তাকে সমর্থন করা!!!!
    গুরু বাম বিরোধী চরিত্র তার সম্পাদক মন্ডলীর লেখা আর লেখার সিলেকশন দিয়ে ক্রমশ দৃঢ হয়ে উঠছে।
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১০ ১৭:০৫452743
  • কুযুক্তির চেয়ে যুক্তি বেশী - এমন লেখা কে লিখবেন ? কবে লিখবেন ? গুচ কি তাহা রিজেক্ট করিবেক ? পোশ্নের পর পোশ্নো । জবাব চাই । জবাব দাও ।
  • nyara | 203.83.248.37 | ২৩ নভেম্বর ২০১০ ১৭:২২452744
  • আমার তো লেখাটা বেশ 'সু'যুক্তিপূর্ণ লাগল, বিশেষত: ঐ ভিসির অংশটা। তারপরে ধরুন লালঝান্ডাকে পাসের মতন ব্যবহার করা - সেও তো বেশ রিয়্যলিস্টিক। যদি গল্পও হয়, বেশ বিশ্বাসযোগ্য গল্প।

    অনেকদিন 'দ্বিচারিতা' নিয়ে কিছু শুনছি না। একটা বুলবুলভাজা হয়ে যাক, যেখানে কুযুক্তির থেকে যুক্তি বেশি থাকবে।
  • saikat | 202.54.74.119 | ২৩ নভেম্বর ২০১০ ১৭:৫২452745
  • আমার তো বিগ বি/বিগ বস হেভী লাগল। কুযুক্তির চেয়ে যুক্তি বেশী বলেই হয়ত।
  • Samik | 122.162.75.234 | ২৩ নভেম্বর ২০১০ ১৮:৩৪452746
  • অন্যরকম চোখে দেখা এই ঘটনার অন্যরকম যুক্তিপূর্ণ একটা প্রতিবেদন জমা দেওয়া হোক। আগামী শনিবারের মধ্যে। guruchandaliঅ্যাট জিমেল ডট কম। প্রকাশিত হবে সোমবারের বুলবুলভাজায়।

    অতিবাম বা বামবিরোধী, কোনওরকম রাজনৈতিক স্ট্যান্ডই গুরুচন্ডালির নেই।
  • Blank | 203.99.212.54 | ২৩ নভেম্বর ২০১০ ১৮:৩৭452748
  • অ্যান্টি সিপিয়েম স্ট্যান্ড ২০০%
  • dukhe | 122.160.114.85 | ২৩ নভেম্বর ২০১০ ১৮:৩৮452750
  • হোক হোক । সৈকত কিসসু বোঝে না - যুক্তি-কুযুক্তির তফাৎ করতে পারে না । আম্মো তাই । আমাদের আলোতে আনা হোক ।
    সে কবির বাণী লাগি কান পেতে আছি ।
  • Blank | 203.99.212.54 | ২৩ নভেম্বর ২০১০ ১৮:৩৮452749
  • এটা বেথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলা। এই বুলবুলভাজা নিয়ে নয়
  • kd | 59.93.243.164 | ২৩ নভেম্বর ২০১০ ১৯:১৩452751
  • ব্ল্যাঙ্কি,
    এখন এমনিতেই আশেপাশে যা দেখছি, অ্যান্টি-সিপিএম স্ট্যান্ড বেশ বেশীই। তাই গুরুতেও হয়তো তারই ছায়া। এতে আমাদের মতো লোকেদের খুব অসুবিধে হচ্ছে, এখনও আমার জানাশুনো অনেকে সিপিএমকে সাপোর্ট করছে - এদের শিক্ষাদীক্ষা, রুচির ওপর আমার শ্রদ্ধা আছে। এদের বক্তব্য শুনতে পাচ্ছি না,এরা শুধু ডিফেন্সিভ পজিশন নিচ্ছে। তুমি তো বেশ ভালো লেখো - লেখোনা একটা। তবে লেখাটা যেন প্রো-সিপিএম হয়, অ্যান্টি-মমতা না হয়। বোঝাও সিপিএম ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গের লোকেদের কী লাভ। তবে যদি বলো যে 'মমতা এলে সর্বনাশ হবে' এটাই কারণ, সেটা ঠিক হবে না।

    গুরুর সম্পাদকেরা যদি বুলবুলভাজায় না দেয়, কৈ প্রোয়া নেহি, টইতে লেখো, সেখানে তো আটকাতে পারবে না। সঙ্গে লিখে দিও - ওদের বুলবুলভাজাতে দিতে আপত্তি, তাই এখানে দিচ্ছো, ব্যস্‌।

    বাই দ্য ওয়ে, রাজ, অরিজিত - তোমাদের কাছেও চাইছি।
  • aka | 168.26.215.13 | ২৩ নভেম্বর ২০১০ ২০:১৫452752
  • মুখ্যমন্ত্রীর ব্যারিকেডে ঢুকলে তো পুলুশ ক্যালাবেই, এই নিয়ে আন্দোলনের কি আছে? আরে পুলুশের নিজের চাকরি রাখতে হবে তো! যদিও এটা স্টুডেন্ট সেন্টিমেন্টের অ্যাগেইনস্টে, মানে ইন জেনারাল পুলুশ দিয়ে ছাত্র কেলানো ঠিক না, কিন্তু এটা কি আ বহেল মুঝে মার কেস হল না?

    ভেবে দেখুন যদি ওর মধ্যে কোন মাওবাদী থানু থাকতেন, আর সেই বোমে বিগ-বি সমেত গোটা কুড়ি ছাত্র, পুলুশ মারা গেল? আপনারাই তখন পুলুশের নিষ্ক্রিয়তা নিয়ে পিতিবাদ পত্র লিখতেন, বুবুভা লিখতেন, ইত্যাদি।
  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ২০:৩৪452753
  • আমি যেটুকু বুঝেছি, এটা ২০০৫-এ অনশন ভাঙতে পুলিশ ঢোকানোর সঙ্গে ডিফারেন্ট- মুখ্যমন্ত্রীর ব্যারিকেড-এ ঢুকলে পুলিশ পেটাবেই। তারপর যদি আন্দোলন হয় সেটা পুলিশের দমনমূলক চরিত্রের বিরুদ্ধে, যে কেন একজনের জন্যে ৫০ জনকে পুলিশ পেটায় এটসেটরা।
  • sda | 117.194.195.236 | ২৩ নভেম্বর ২০১০ ২১:২৬452754
  • সদা সিপিএম কি আর এস এস সে প্রশ্ন অবান্তর। এই ভাটের (আর একটি শব্দ ইউজ করতে ইচ্ছে করছে কিন্তু ভদ্রতায় বাধছে) বিপ্লব-বিপ্লব খেলা দেখলে আগে হাসি পেতো, এখন তাও পায় না। এই হিপোক্রিট বিপ্লববিলাসী গুলোর জন্যে আজ পলিটিক্স কথাটা খিস্তির নামান্তর হয়ে উঠেছে।
    আর ছাপ্পাটা কবে মারা হবে তার জন্যে অপেক্ষা করছিলাম । :)
    হয় তুমি আমাদের পক্ষে, নয় বিরুদ্ধে - এই তো ইকুএশন !
  • sda | 117.194.195.236 | ২৩ নভেম্বর ২০১০ ২১:৩৫452755
  • আচ্ছা এই পরীক্ষা বয়কটের ছকটা পুরোনো হয়ে গেছে, এবার ক্যাম্পাসিং বয়কট করে দেখলে হয় না ? না কি এক্টু বেশি চাপ হয়ে যাবে !

  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ২১:৫৪452756
  • আহা আর এস এস না সিপিয়েম সেটা অবান্তর ক্যানো হবে? যদিচ ক্যাডার আর চাড্ডিদের বিভিন্ন বিষয়ে মিল প্রচুর- তবে কোন অ্যাঙ্গেল থেকে খিস্তোনো সেটা অবান্তর নয় বৈকি।

    আর, পলিটিক্সকে লোকে খিস্তোয় চার্পাশে নেতা এল সিদের দেখেই- যেমন চার অক্ষরের বদলে আজকাল সিপিয়েম ইউজ করে
  • sda | 117.194.195.236 | ২৩ নভেম্বর ২০১০ ২২:১২452757
  • কি মুশকিল , সব কিছু যদি পলিটিক্যালি ভাববো তবে কান্ডজ্ঞান কোথায় ব্যবহার করবো ? না কি বিপ্লবীদের ওসব থাকতে নেই !
    যাগ্গে যখন আপনার এতই জিজ্ঞাসা তবে এটাই জানুন যে সদা USDF এর সঙ্গে যুক্ত , নন্দীগ্রামের গনহত্যার বিরুদ্ধে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখিয়েছে আর এতৎসত্বেও ঢ্যামনামিকে ঢ্যামনামি বলে থাকে। কোন একটি বিশেষ রাজনৈতিক দলের কাছে বন্ধক দেওয়ার পক্ষে নিজের মাথাটা একটু বেশিই দামি - এটাও সদা মনে করে থাকে।
    প্রতিটি মানুষের রাজনৈতিক পরিচয় খোঁজা হয় বলেই একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী "অরাজনৈতিক" পরিচয়ের আড়ালে থাকতেই পছন্দ করেন। কেরিয়ারিজম নয় - স্রেফ মগজে কারফিউ জারি হওয়ার ভয়ে।
  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ২২:১৮452759
  • যাক, শুনে ভাল্লাগলো-
  • roks | 203.110.246.230 | ২৩ নভেম্বর ২০১০ ২২:২২452760
  • এই রে, অমি তো স্‌দা বাবুকে স্টার আনন্দ ভাবছিলাম :) [ম:]
    কিন্তু, বুভকে বিক্ষোভ দেখানোর প্রোগ্রামটায় ইউয়েসডিয়েফ ছিলো তো! তাহোলে, ১) স্‌দাবাবু এই কর্মসূচীর বিরোধী? অথবা, ২) কর্মসূচী নেওয়াই হয়েছিলো নিজেরা মার খাওয়ার / আরো কিছু লোককে মার খাওয়ানোর জন্যে?
  • Guruchandali | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২২:৩৬452761
  • -----------------------------------------------------------
    বুলবুলভাজায় সংযোজিত আরো দুখানি লেখা:

    অপার বাংলা : লং মার্চের ডায়রী ( প্রথম কিস্তি) - নাসরিন সিরাজ

    আলোচনা: দেবকী বসুর 'কবি', ১৯৪৯- একটি অটেকনিকাল পাঠ (প্রথম কিস্তি) - ত্রিদিব সেনগুপ্ত

    -----------------------------------------------------------
  • sda | 117.194.195.236 | ২৩ নভেম্বর ২০১০ ২২:৪১452762
  • আমি কোনকালে এই ধরনের কর্মসূচিকে সমর্থন করিনি/করিনা। তবে কি না, আমার সমর্থনেও ওদের কিছু যায় আসে না, আর ইউ এস ডি এফ যা করে সব ভাল এটা আমি ও মানি না।
    কদিন আগে যখন যাদবপুরে ঐ বিজেপি গুলোকে ক্যালালো তখন দু হাত তুলে সমর্থন করেছিলাম।
  • sda | 117.194.195.236 | ২৩ নভেম্বর ২০১০ ২২:৪৯452763
  • হ্যাঁ ঐ ক্যাম্পাসিং বয়কটের প্রশ্নটা ধামাচাপা পড়ে গেল । সে অবশ্য আগের থ্রেডেও পড়েছিল। সকালে পুঁজিবাদি আমেরিকার বিরুদ্ধে হুংকার দিয়ে বিকালে আমেরিকান কোম্পানিতে অ্যাপ্টি দিতে না গেলে আবার বিপ্লব হয় না কি !
  • tatin | 130.39.149.48 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:০৭452764
  • sda, আসলে প্রথমপ্রস্তাবে ফেটসু জেইউ-কে খিস্তোলে সেটাইয় একটা সিপিযেমিষ গন্ধ পাওয়া যায়- একদশকের বেশি অভিজ্ঞতা আর কি, আর বংশগত রোগের চিকিৎসা যেরূপ এন্টিবায়োটিকে হয়না সেরকম-ই পয়েন্টে কথা বলে সিপিয়েম-বিজেপির সঙ্গে আলোচনা চালানো যায় না- যাই হোক, এবার পয়েন্টে কথা বলি
    ১) বুদ্ধ ভটচায (উইথ ডিউ হেট্রেড টু ওয়ার্ডস হিম) ক্যাম্পাসে ঢোকার পর, তার নিরাপত্তাবেষ্টনীতে হামলা করা আত্মঘাতিতার নামান্তর- পুলিশ ক্যালাবেই, কাকে ক্যালালো আর কতটা ক্যালালো সেটা পরের প্রশ্ন, কিন্তু অনশনরত ছাত্রদের পেটানো আর সিএম-এর সামনে গিয়ে বাওয়াল দিতে গিয়ে ক্যাল খাওয়া আলাদা বিষয়। অন্যভাবে প্রতিবাদ জানানো যেত- প্যাসিভ অবস্থান করা যেত, গেট আটকানো যেত- যখন সিএম আসার কথা উঠলো তখন থেকেই বিভিন্ন স্তেপ নেওয়া যেত।
    ২) যাই হোক, এবার ক্যালানোর এফেক্টে পরীক্ষা বয়কট- ভীষণ অবান্তর এবং হঠকারী পদক্ষেপ মনে হয়- বয়কট আন্দোলন সাধারণত: ইজি টু অর্গানাইজ, কিন্তু যখন বাস্তবে দ্যাখা যাচ্ছে মিছিলে লোক হচ্ছে, পরীক্ষা বয়কটে যাওয়ার মানে নেই। (অবশ্য বয়কট না করলে মিছিলে লোক হট কিনা প্রশ্ন উঠতে পারে)- আরেকটা জিনিস, পরীক্ষা বয়কটের ইতিহাস জেইউতে ছিল না। ২০০৫-এ কিছু ছাত্রকে বহিষ্কার করলে মুভমেন্টের একটা স্টেজ-এ গিয়ে পরীক্ষা বয়কট হয়। কিন্তু সেই স্টেজ কি এখন ছিল? পুলিশি নিগ্রহের অভিযোগ কি ঐ অন্যায্য বহিষ্কারের সমানুপাতিক? মনে হয় না। আর, ফোর্থ ইয়ার কে ছেড়ে দিয়ে বাকিরা পরীক্ষা বয়কট করা, সত্যিই দৃষ্টিকটু।
    ৩) ফোর্থ ইয়ারকে ছেরে রাখার মধ্যে দিয়ে বোঝাই যায়, বাওয়ালটা ইউনিভার্সিটির সঙ্গে, নিজেদের কেরিয়ারের সঙ্গে নয়- এমনিতেও ক্যাম্পাসিং সেভাবে পঠনপাঠনের সঙ্গে যুক্ত অ্যাক্টিভিটি নয়- ইউনিভার্সিটির কোনও স্টেপ-এর এগেন্সটে প্রতিবাদ জানানো আর ক্যাম্পাসিং-এ না বসা এক ব্যাপার না- আমার চেনা বহু পাব্লিক ছিল, যারা বিভিন্ন কারণে ক্যাম্পাসিং-এ বসেনি, তবে পরীক্ষায় প্রায় সবাইই বসতো

    ৪) এতদ্‌স্‌বঙ্কেÄও কিছু কিচাইন তো ডেফিনিটলি আছে- পুলিশের পেটানো এবং তার ধরণ-ধারণ নিয়ে প্রচুর ছেলেপুলের মনে বিক্ষোভ না থাকলে এই জিনিসটা দাঁড়াতৈ না। আর, যাদবপুরের বাজারে বুদ্ধকে আনা মানে কেস কেলো করার দিকে নিয়ে যাওয়া এটা গোঁয়ার অথরিটি বুঝলে ভালো করতো- আর, এখনও জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করছে- স্টুডেন্টরা হঠকারী হলে অথরিটিও কম হঠকারি নয় বলবো।
  • roks | 203.110.246.230 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:১৩452765
  • তাতিন স্যার, সুমন্তবাবুর কথা বিশ্বাস করলে, ঘটনা ঘটেছে বিগ বি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই সময় ক্যাম্পাসে পুলিশের এতো "প্রো-অ্যাকটিভ' ভূমিকা নিয়েই সুমন্তবাবু কথা তুলেছেন।
  • tatin | 130.39.149.48 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:২০452766
  • roks, পুলিশ এমনি এমনি পেটালো? পুলিশের দবি দেখলাম যে পাথর ইত্যাদি ছুঁড়েছে
  • roks | 203.110.246.230 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:২৩452767
  • "পুলিশের দাবি'। সুমন্তবাবু সেরম হয়েছে বলে লেখেন নি। স্‌দাবাবু অবশ্য ভেতরের খবর জানতে পারেন।
  • tatin | 130.39.149.48 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৩৩452771
  • এরকমটা লিখেছে:
    "তারও কিছুক্ষন পরে যা হলো, সেইটার নানা ভার্শন আছে | পুলিশের দাবি, তাদের দিকে পাথর ইত্যাদি নিয়ে আক্রমন করতে যায় ছাত্র-ছাত্রীরা | অর্কুটের সিপিয়েম সমর্থক আরেক কাঠি সরেস, মহিলা কনস্টেবলকে থাপ্পড় মারার গপ্পো আমদানি করেছেন | এব,ং ছাত্র-ছাত্রীরা, স্বাভাবিকভাবেই, এসব অস্বীকার করেছে | তাদের দাবি, পুলিশই তেড়ে গিয়ে তাদের ওপর লাঠি চালায় | কিন্তু, বিগ বি বেরিয়ে যাওয়ার পরেও পুলিশ ক্যাম্পাসে কি করছিলো? আর, পুলিশকে তো অনেক জায়গাতেই উত্তেজিত জনতাকে ডিল করতে হয়, সব জায়গাতেই লাঠি চলে? নাকি, পুলিশের সহিষ্ণুতার অভাব ছিলো? প্লিজ, এখান থেকে এই কনক্লুশন টানবেন না যে আমি ছেলে-মেয়েরা পুলিশকে আক্রমন করেছিলো এটা ধরে নিয়ে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি | মোটামুটি কমন সেন্স দিয়ে যেটা বোঝা যায়, বিগ বি বেরিয়ে যাওয়ার পর পুলিশ একটু ঢিলে দিয়েছিলো . সেই সুযোগে কেউ কেউ ব্যারিকেডে ঢুকতে চায়, এব,ং তাতেই পুলিশের প্রত্যাঘাত | "
  • pi | 72.83.86.88 | ২৩ নভেম্বর ২০১০ ২৩:৩৩452768
  • আকাদা, সদা ও তাতিন,
    এই ঘটনা নিয়ে পরেরদিন বেরোনো খবরের কাগজের রিপোর্টগুলি দেখছিলাম।

    টেলিগ্রাফ:
    Within seconds of the convoy leaving, lathi-wielding policemen started chasing the agitators around the lawn in front of the auditorium.

    “Oke maro, oke maro (Beat her, beat her),” shouted a policeman to a female colleague as she chased a girl, who had allegedly slapped her, with a lathi. An officer of Jadavpur police station later said they had tried to restrain the agitators after being assaulted by them.

    Raktim Ghosh, the general secretary of the forum, denied the allegation and said: “The police attack was planned. They beat us mercilessly for holding a peaceful demonstration.”



    বা, ইণ্ডিয়ান এক্সপ্রেস :
    Once the CM’s convoy left the university, the police personnel posted there chased a handful of students and beat them. Some girl students were also among those who were beaten by the police.

    একজন ব্যারিকেডে ঢুকলো বলে কনভয় চলে যাবার পর সব প্রতিবাদরত ছত্রদের ধাওয়া ও লাঠিচার্জ করা হয়েছে বলেই তো মনে হয়েছে। আর, ছত্রদের ক্ষোভ টাও পুলিশের এই রোল নিয়েই , মনে হল।
    নইলে , এরকম একটা মাস বয়কট সফল হত বলে মনেও হয় না।

    তবে, চতুর্থ বর্ষের ছাড়টি সত্যি দৃষ্টিকটু আর সেখান থেকে সদার অন্য প্রশ্নের ভ্যালিডিটি ও এসে যায়,

    ডি: এগুলি আমার ব্যক্তিগত মতামত আর সেগুলি এই সাইটে প্রকাশ করার স্বাধীনতা আমার আছে বলেই মনে করি।
    এর মধ্যে গুরুচণ্ডা৯ র সম্পাদনার 'রং' খুঁজতে যাওয়ার ও কোনো মানে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন