এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rupankar sarkar | 117.194.233.84 | ১৫ নভেম্বর ২০১০ ১০:৫৮452705
  • আপনাকে অনেক ধন্যবাদ। না, সাহায্য চাইতাম, যদি দেখতাম আমি এইসব আলোচনা নিয়ে আরো এগোব। কিন্তু না, আমি আমার নিজের জায়গায় ফিরে যাব। মানে যেখানে আমি বেশ মান্যিগন্যি লোক আরকি। সব কুকুর-ই নিজের গলি ছাড়লে দিশেহারা হয়ে যায়। আপনাকে এবং আপনাদের সকলকে অনেক, অনেক ধন্যবাদ ও শুভেছছা
  • Samik | 122.162.75.170 | ১৫ নভেম্বর ২০১০ ১১:১১452706
  • কোথা হইতে কী ঘটিল, কিছুই কিন্তু বোঝা যাইল না। ভার্চুয়াল পাতায় চলা তর্কবিতর্ক কি পছন্দ হল না আপনার? বিশেষ কোনও কারণে আপনার অভিমান হয়েছে এটুকু বোঝা গেল, কিন্তু উৎসটা ঠিক বোঝা গেল না।
  • Tim | 173.163.204.9 | ১৫ নভেম্বর ২০১০ ১২:৫০452708
  • শিশুদের টইটা মাটি না করে এখানে কিছু কথা লিখে রাখতে এলাম। বলতে পারেন আমার কৈফিয়ৎ। কৈফিয়ৎ, কারণ আমার কাছে কৈফিয়ৎ চাওয়া হয়েছে, এবং ভবিষ্যতেও হবে। এবং এই কৈফিয়ৎ চাওয়াটা খুবই সঙ্গত। শিশুদিবস সংখ্যায় আমার লেখাটা বেরোবার পরে এক বন্ধু জানতে চেয়েছেন কেন এরকম একটা সংখ্যার জন্য ঐ গল্পটা দিলাম। আমার ভাইপোর বয়স আট। তার মা তাকে বলেছিলো কাকুর নতুন গল্পটা বেরোলে পড়তে দেবে। বলা বাহুল্য, সেই দূর্ভাগ্য যাতে তার না হয় সেই ব্যবস্থা করা গেছে। আমারো সৌভাগ্য, প্রশ্নটা ওর মুখ থেকে আমায় শুনতে হবেনা।
    কিন্তু, প্রশ্নটা থেকেই যায়, কেন? এবার সেই কথা বলবো।

    ১৪ই নভেম্বর সংখ্যাটা প্রকাশিত হওয়ার ৬ দিন আগে, ৯ তারিখ আমার কাছে লেখা চাওয়া হয়। আমি সেইমত একটা গল্প লেখা শুরু করি। তিনটে অণুগল্প দেওয়ার কথা ভেবে। অবশ্যই ছোটোরা আর বড়োরা পড়ে আনন্দ পাবে এমন কিছু লেখার ইচ্ছে নিয়ে লেখা শুরু করি। কারণ, আমি যত বোকাই হইনা কেন, ছোটোরা গুরুচন্ডালীয় বৈপ্লবিক লেখালেখির আওতার বাইরে, এইটুকু বুঝি।
    যাই হোক, ১১ তারিখ রাতে আমাকে জানানো হয় যে লেখাগুলো শিশুসংখ্যার জন্য নেওয়া হলেও, তাদের টার্গেট অডিয়েন্স বড়োরাই। হ্যাঁ, শিশুদিবসেই প্রকশিত হবে। লেখা হতে হবে গুরুচন্ডালীর চরিত্রের সাথে মানানসই। একই সঙ্গে এও জানানো হয়, প্রাথমিকভাবে ভাবা হলেও, ছোটোদের লেখা/আঁকা প্রকাশ করাও বাতিল হচ্ছে।
    সুতরাং, এই অধম, ১২ আর তেরো তারিখের পণ্ডশ্রমে আগের অণুগল্পর থেকে একটি বেছে নিয়ে কিক্কাওয়ার গল্প লেখে। বিশেষভাবে নজর রেখে গল্পটা লেখা হয়, আশ্বস্ত হয়ে, যে শিশুরা নয়, স্রেফ দরকচা মেরে যাওয়া ধেড়েরা লিখবে ও পড়বে এই সংখ্যা।

    কিন্তু ক্ষি আশ্চর্য!! ওয়ান ফাইন মর্নিং উঠে দেখা যায় কচিকাঁচাদের অসাধারণ সব লেখা নিয়ে, যেমনটি হওয়া উচিত, ঠিক সেরকমই হয়েছে শিশু ইস্পেশাল। সুতরাং প্রশ্ন ওঠে। কে ঐ হংসোমধ্যে বকো যথা স্যাডিস্টিক লেখক? কেনই বা এই ধাষ্টামো? ইত্যাদি। প্রভৃতি।

    আমার কোনো ব্লগ নেই। মুখপাত্র নেই। মঞ্চ নেই। কোন অভিযোগও নেই। কিন্তু কৈফিয়ৎ দেওয়ার দায় আছে। তাই এইসব লিখলাম। সম্পাদকীয় লিখে ক্ষমা চাওয়ার সুযোগ ও অজুহাত থাকলে হয়ত লিখতাম না।

    আর শেষে একটা অনুরোধ আছে। এই বিশেষ সংখ্যাটা যদি পিডিএফ হয়, বা ছেপে বেরোয়, সেখানে ( এবং সম্ভব হলে শিশুদিবসের অনলাইন এডিশনেও) আমার লেখাটা যেন না থাকে।

  • Guruchandali | 72.83.86.88 | ১৫ নভেম্বর ২০১০ ১৩:০৫452709
  • ছোটোদের লেখা/আঁকা প্রকাশ করা বাতিল করা হচ্ছে, এরকম কোনো কথা কখনো বলা হয়নি।
  • Tim | 173.163.204.9 | ১৫ নভেম্বর ২০১০ ১৩:৪৮452710
  • ১। এর উত্তরে সমস্তটা প্রমাণ করার জন্য আমাকে মেইল আর চ্যাট কোট করতে হয়, যা অনৈতিক ও অবাঞ্ছিত। আর, আমার কিছু প্রমাণ করারও নেই। কৈফিয়ৎ দেওয়ার ছিলো যাদের কাছে, দিয়েছি।

    ২। গুরুচন্ডালী নামের কারুর সাথে এই ব্যাপারে আমার কোন কথা হয়নি, লেখা চাওয়া ও দেওয়ার সমস্ত ধাপেই ব্যক্তিগত চিঠি চালাচালি হয়েছে। সুতরাং এখন একটা অ্যাবস্ট্র্যাক্ট নামের সাথে আমি এই বিষয়ে তর্ক করবোনা।

    ৩। যদি এইরকম করে ভাবলে সুবিধে হয়, যে, সমস্ত জেনেশুনেও টিম ফালতু ঝামেলা করছে, তাহলে কিছু বলার নেই। কিন্তু একাধিক লোকের ভুল বোঝাবুঝির ক্রশ আমি বইতে রাজি নই।

    আশাকরি এই বিষয়ে আর কিছু লিখতে হবেনা।
  • Baijayanta | 122.248.183.1 | ১৫ নভেম্বর ২০১০ ১৩:৫৯452711
  • টিমকে থ্যাঙ্কু- সবার অকৃত্রিম প্রশস্তির মধ্যে তাল কাটার অপরাধে অপরাধী সাব্যস্ত হবার ভয়ে যা লিখি নি, সেটা লিখে দেওয়ার জন্য। ছোটোদের অমলিন হৈহুল্লোড়ের মধ্যে বড়োদের লেখাগুলো, খুব নরমভাবে বললে, বেখাপ্পা। সাধারণ পাঠক হিসেবে পশ্চাৎপট জানতে চাই না, কিন্তু গুরুচন্ডালীর অর্থটাকে এতটা আক্ষরিক করে দেওয়ার নীতি ভালো লাগে নি।
  • Tim | 173.163.204.9 | ১৫ নভেম্বর ২০১০ ১৪:২০452712
  • একথা অনস্বীকার্য যে শুধু ছোটোদের লেখা থাকলেই ভালো হতো। তবে বড়োদের বাকি লেখাগুলো নিয়ে আমার তেমন অসুবিধে হচ্ছেনা। মানে বেমানান লাগছেনা আরকি।

  • kd | 59.93.206.89 | ১৫ নভেম্বর ২০১০ ১৫:১৭452713
  • বুলবুলভাজা প্রকাশনের কী নিয়মকানুন আমি জানি না। হয়তো মিনিমাম কতোগুলো লেখা হ'লে প্রকাশ করা যাবে, এর'ম কিছু আছে। তা না হ'লে বড়দের লেখাগুলো আলাদা করে ""বড়দের শিশুদিবস'' সংখ্যাতে বার করলেই হতো। মানে বড়দের লেখাগুলো ভালো হ'লেও কেমন যেন তালে কাটছে।

    মানে বিরিয়ানিও ভালো, পায়েসও ভালো, তাই বলে পায়েস দিয়ে বিরিয়ানি কি চলে?

    ও হ্যাঁ, পড়লুম টিম লিখেছে 'গুরুচন্ডালির চরিত্রের সাথে মানানসই'। 'গুরুচন্ডালির চরিত্র'? এমন কিছু আছে নাকি? আর অ্যাদ্দিন ধরে আমায় সবাই বলে আসচে গুরু চরিত্রহীন! দেকেচো ক্ষান্ডো! :)
  • Ishan | 122.248.182.16 | ১৫ নভেম্বর ২০১০ ১৫:১৮452715
  • টিম হঠাৎ কৈফিয়ৎ দিচ্ছে কেন বুঝলাম না। ব্যক্তিগত কৈফিয়ৎ এই পাতাতেই বা কেন? ব্যক্তিগত পর্যায়ে কিছু ভুল বোঝাবুঝি থাকলে ব্যক্তিগতভাবেই মিটিয়ে নেওয়া হোক। এইটাই অনুরোধ।

    আমার দিক থেকে, গুরুচন্ডালির টার্গেট, উইথ নো এক্সেপশন্স, বড়োরা। এবার বড়োরা কোনো লেখা কচিকাঁচাদের শেয়ার করবেন কিনা, বা, কোনো লেখা ছোটো-বড়ো সবার সমান ভালো লাগতে পারে কিনা, সে অন্য প্রসঙ্গ। সেই দিক থেকে এই শিশুদের লেখা নিয়ে প্রকাশিত হওয়া বুলবুলভাজাও কোনো ব্যতিক্রম নয়। এটি বড়োদের আমোদের জন্য শিশু এবং বৃদ্ধদের দ্বারা রচিত কিছু লেখার সংকলন।

    এবার এটার কমিউনিকেশনে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। অন্যকে আর কি দোষ দেব, নিজেই তো হাফ মেল পড়িনা। :) তবে সেরকম কিছু হয়ে থাকলে কথাবার্তা বলেই মিটিয়ে ফেলা হোক না। খামোখা টইয়ে লেখালিখির দরকার কি।

    আশা করি, এটা এত বড়ো প্রসঙ্গ না, যে, এর পরেও আমরা কনটিনিউ করব।

    পু: লেখা/সাজানোর ভালো/মন্দ নিয়ে আলোচনা/সমালোচনা করতে কোনো দ্বিধা করবেন না।
  • Arpan | 204.138.240.254 | ১৫ নভেম্বর ২০১০ ১৫:২৭452716
  • টিম কেন কৈফিয়ৎ দিচ্ছে আমিও বুঝিনি। টিমের গল্পটা এই একঝাঁক কচিকাঁচাদের সব পেয়েছি আসরের মাঝে চরিত্রগতভাবে বেমানান। কিন্তু তার দায় তো টিমের না, দায় সম্পাদকমণ্ডলীর। লেখক আমন্ত্রণ, লেখা নির্বাচন, সংকলন এবং প্রকাশের সমস্ত দায় এবং দায়িত্ব একমাত্র সম্পাদকমণ্ডলীরই। পাঠক হিসেবে এটুকু বুঝি।
  • bb | 117.195.175.69 | ১৫ নভেম্বর ২০১০ ১৭:০১452717
  • @ Tim আমি আপনাকে চিনি না এই পাতা ছাড়া। আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা আলাদা ভাবে মিটিয়ে নিন। এটা এমন কিছু গুরুতর নয়,এই নিয়ে মনোমাল্যিনে আমরা যেন আপনার মত ভাললেখককে না হারাই।
  • Biplob Rahman | 202.164.213.4 | ১৫ নভেম্বর ২০১০ ১৯:৫০452718
  • কুলদা রায়ের 'বইদাদু' পড়ে মুগ্‌ধ-বিমুগ্‌ধ! শাবাশ!
  • Biplob Rahman | 202.164.213.4 | ১৫ নভেম্বর ২০১০ ২০:০১452719
  • মৈত্রেয়'র লেখা পড়ে মন খারাপ হলো। শিশুদের এখন পড়ার সময় বেশী, খেলার সময় সত্যিই খুব কম। শাবাশ কুচো লেখক ও আঁকিয়ে আমার!
  • tatin | 70.177.55.6 | ১৫ নভেম্বর ২০১০ ২১:৫৩452720
  • আমার দুটো জিনিস মনে হচ্ছে

    ক) বড়দের লেখা আর ছোটদের লেখা আলাদা বিভাগ না করায়, পাঠকের এক্সপেক্টেশন লেভেলের সঙ্গে ক্রমপর্যায়ে আসা লেখাগুলোম্যাচ করছেনা। হতে পারে এটা একটা এক্সপেরিমেন্ট,কিন্তু সন্দেশ শুকতারাতেও মনে হয় বিভাগ আলাদা করা থাকতো।

    খ) একদ্ম অপাপবিদ্ধ গেঁড়ে বাচ্চাদের (অ্যাভারেজ বয়স ৬) লেখার পরই বরদের ফান্ডাশ্রিত লেখা আসছে। আর বড়দের যে লেখাগুলো, সেগুলো হয় পুরোপুরি বড়দের নয় মিনিমাম সেগুলো ১২-১৩ বছরের জন্যে। এইখানে কিছু ঐ বয়:সন্ধির ছায়া পড়া হাতের লেখা থাকলে একটা স্মুদ ট্রান্সিজন তাও আসতে পারত মনে হয়।
  • ranjan roy | 122.168.248.138 | ১৫ নভেম্বর ২০১০ ২২:৫৩452721
  • আমি এই বক্তব্যের সাথে একমত যে টিমের লেখা ম্যাগাজিন অংশে বেরুনোর পর কেন ওখানে
    বেরোলো সেটা পুরোপুরি গুচ'র সম্পাদকমন্ডলীর দায়িত্ব। কাজেই টিমের কোন কৈফিয়ৎ দেবার
    দায়িত্ব বা বাধ্যবাধকতা কিছুই নেই।
    অ্যাই হাট্টীমাটিমটিম!রাগ কোরো না প্লিজ!
    তোমার লেখা গল্প-কবিতার ভক্ত আমরা অনেকেই।
  • anandaB | 135.214.42.54 | ১৬ নভেম্বর ২০১০ ০১:১০452722
  • সোমনাথ-এর এই অণু গল্পটি আমার অসাধারণ লাগলো
  • Sanchari | 59.93.254.126 | ১৮ নভেম্বর ২০১০ ১২:৩৯452723
  • ঊর্জার লেখাটা খুব সুন্দর হয়েছে। It was really very sweet. Wish you write more and more and present us with the same smile always.. :-)
  • Guruchandali | 72.83.86.88 | ২২ নভেম্বর ২০১০ ২৩:১১452724
  • ---------------------------------------------------------------------
    প্রকাশিত হল, সোমবারের বুলবুলভাজার কূটকচা৯ : যত কাণ্ড যাদবপুরে, পর্ব দুই।
    লিখেছেন: সুমন্ত

    বুলবুলভাজার বাকি লেখারা ক্রমে আসিতেছে। :)
    ------------------------------------------------------------------
  • sda | 117.194.203.143 | ২৩ নভেম্বর ২০১০ ১০:৫০452726
  • সক্কাল সক্কাল নির্মল আনন্দ। কোথায় লাগে বত্তমান ! ভাগ্যিস ঘোড়া-টোড়া নেই ধারেকাছে , থাকলে হেসে হেসেই মারা পড়তো বেচারা !
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০১০ ১১:১৪452727
  • কয়েকদিন আগে অন্য কোন একটা থ্রেডে একটা কমেন্ট দেখলাম - "Eventually the revolutionaries become the established culture, and then what will they do?'

    সেটা মনে পড়লো। আর পরশুরামের সেই গল্পটা। বাদুড় প্রয়োজন। অনেকগুলো।
  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ১১:১৬452728
  • sda কি সিপিয়েম নকি? :D
  • kulada roy | 74.72.144.174 | ২৩ নভেম্বর ২০১০ ১১:২৮452729
  • #২৪৪৭;#২৪৩৯;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৫২৪;#২৪৯৭;#২৫২৭;#২৪৯৪; #২৪৭৭;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৭৪;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৩;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;? #২৪৮৯;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭০;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;#২৪৮২;#২৫০৩; #২৪৭৬;#২৪৮০;#২৪৯৫;#২৪৮৬;#২৪৯৪;#২৪৩৯;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৫;#২৫০৭; #২৪৫৪;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭৮;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৭;#২৪৩৮;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭৮;#২৪৭২;#২৫০৩;?
  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৩৩452730
  • কুলদা-দা, ইউনিকোডে ক্লিক করে মত দিন
  • Raj | 202.79.203.59 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৩৫452731
  • এই তো সদা দেখলে !! ক্যামন তোমায় গায়ে ছাপ্পা মেরে দিয়েছে আর মজা পাওয়ার জন্য শুধু লেখককেই নয় তাদেরকেও ধন্যবাদ দাও যেনারা এই লেখা বাছাই করে ছাপিয়েছেন।

    না: লোকে এমনকি এই অধমও শুধু শুধু আবাপ-আজকাল-বত্তোমান-পোতিদিন কে গাল দ্যায়

  • Raj | 202.79.203.59 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৫১452732
  • আর sda হার্মাদ সিপিয়েম না যদুকুলের খিস্তিবাজ বিপলোবি তাতে আপনার কি মশাই?? সমালোচনা কি একেবারেই সহ্য হয় না যে সঙ্গে সঙ্গে লেবেল সেঁটে দিতে হবে !

    অনুরোধ রইল ভবিষ্যতে প্রবন্ধ-নিবন্ধ-গাল-গপ্পোর তলায় লিইখ্যা দেবেন - ""সমালোচনা গ্রহণযোগ্য নহে শুধু তেলমারা আশকারাই চলিবে""
  • Ishan | 122.248.182.16 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৫৪452733
  • সমালোচনা কত্তে কোনো সমস্যা হচ্ছে কি? হলে খপর দেবেন। :)
  • Raj | 202.79.203.59 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৫৭452734
  • না না সমস্যা কেন হবে , তবে এই ছাপ্পা মারা বা দেগে দেওয়া উল্টোদিকের হলে যে কি হয় তা তো অনেক দেখাই আছে ;-)
  • tatin | 70.177.55.6 | ২৩ নভেম্বর ২০১০ ১১:৫৮452735
  • মোলো যা, আমি লিখেচি নাকি! অমি সমালোচনার সমালোচন কোর্লুম- তবে ভুল বলিনি মোনে হচ্চে
  • nyara | 203.83.248.37 | ২৩ নভেম্বর ২০১০ ১২:০৪452737
  • রেসিডেন্ট প্রতিবাদী রাজ সিপিয়েমের গোটাকয়েক মেজ-সাইজের নেতা কনভিক্টেড হবার পরে হালকা গা ঢাকা দিয়েছিলেন। আবার সগর্জনে প্রত্যাবর্তন। বেলকাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন