এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::9e:c2fc | ২৩ নভেম্বর ২০২২ ০৪:০৭512162
  • একটা নতুন ডেটা দেখলাম যে আম্রিগাতে সবথেকে বেশি তেল আছে (লার্জেস্ট প্রুভেন ওয়েল রিজার্ভ)। এইটা কি সত্যি? নাকি "আম্রিগা নম্বর ওয়ান" টাইপের ব্যাপার?
  • যদুবাবু | ২৩ নভেম্বর ২০২২ ০৩:৩১512161
  • ল্যাদোশদা অস্ত্রালয়ের গোলকি হয়ে খেলে দিয়েছে এর মধ্যে? খুবি উমদা ব্যাপার আছে। 
  • হজবরল | 188.68.49.3 | ২৩ নভেম্বর ২০২২ ০২:০৬512160
  • গোলকিটা পুরো ল্যাদোশ। ফ্রান্স একটার পর একটা ভরেই যাচ্ছে। 
  • হজবরল | 185.14.97.176 | ২৩ নভেম্বর ২০২২ ০১:১০512159
  • অস্ট্রেলিয়ার ডিফেন্স ভালো না
  • হার্জেন্টিনা | 2600:1002:b009:e4c4:99a0:3402:504e:aa3 | ২৩ নভেম্বর ২০২২ ০০:৩০512158
  • রেগে গিয়ে কেঁদে ফেলে বল্লেন বৌদি 
    হারজিত আছে ঠিকই, তাই বলে সৌদি?!
  • | ২২ নভেম্বর ২০২২ ২০:২১512157
  • হার্জেন্টিনা হেরে গেছে। laugh
  • LM10 | 23.106.56.14 | ২২ নভেম্বর ২০২২ ১৯:৫২512156
  • শালা সৌদি আরব ফিফাকে টাকা খাইয়েছে। তেলের টাকা।
  • Ranjan Roy | ২২ নভেম্বর ২০২২ ১৯:৪৪512155
  • গোল keeper এর মাথার ওপর দিয়ে lob দু'জন ব্যাক যেভাবে লাইন থেকে ফিরিয়ে দিল,  আর ওদের কাউন্টার attack!!!
  • হজবরল | 5.255.104.95 | ২২ নভেম্বর ২০২২ ১৭:৩৮512154
  • সৌদী আরব জিতে গেল ২-১
  • হজবরল | 185.14.97.176 | ২২ নভেম্বর ২০২২ ১৭:২৯512153
  • মারাত্মক ডিফেন্স করছে সৌদী আরব
  • Ranjan Roy | ২২ নভেম্বর ২০২২ ১৭:১১512152
  • আজ সৌদী আরবের গোল কিপার  একাই একশো. 
  • সিএস  | 103.99.156.98 | ২২ নভেম্বর ২০২২ ১৫:২৬512151
  • মরাচৌ এককালে একটা বড় গল্প লিখেছিলেন, 'ঘোগ' নামে, ১৯৯০ - ৯২ সাল নাগাদ। সে এক সবিশেষ লেখা, ফ্যান্টাসি - জাদুবাস্তব -অতিবাস্তব  - অদ্ভুতুড়ে - ধাঁধাময়, শেষ করে আবার প্রথম থেকে পড়া দাবী করে। লেখাটির নামও কেন 'ঘোগ' সেও ভেবেটেবে বার করতে হয়, লেখাটিতে কেই বা বাঘ কেই বা সেই বাঘের ঘরে ঘোগ, নাকি বাংলা লেখালেখির মধ্যে মরাচৌই সেই ঘোগ, বিশেষ করে ঐ লেখার সময়ে যখন নতুন করে বাংলাবাজারে উনি উদয় হলেন, এই সব নানারকমের প্রশ্ন ওঠে।

    এখানে ইদানীং মরাচৌর লেখার তোড় আর সে নিয়ে লোকজনের অস্বস্তি দেখে সেই ঘোগের কথা মনে হল।
  • একক  | 49.37.39.147 | ২২ নভেম্বর ২০২২ ১৫:১৪512150
  • না। ফ্লাড করা বা শর্ট ইন্টারভ্যালে হাই ভলিউম ডেটা আপলোড করা অবশ্যই আলাদাভাবে বিচারযোগ্য। 
     
    রাস্তায় হাঁটার অধিকার সকলের রয়েচে। মিছিল বের কল্লে তো ট্র্যাফিক আর রেগুলেশনে প্রভাব পড়বেই। 
     
    তবে  আমার মলয়বাবুর ওই আমিকেত্তনের কাঁটা বেছে বাকি প্রবন্ধ ইত্যাদি পড়তে বেশ লাগে কাজেই বায়াসড আছি :)
  • কি মুশকিল! | 117.223.216.181 | ২২ নভেম্বর ২০২২ ১২:৩৮512149
  • মরাচৌ-এর অনেক রেডি লেখা আছে। ছাপা বা না ছাপা। ইউনিকোডেই লেখেন দীর্ঘকাল বলে সেসবই রেডি টু পেস্ট।  আগে টইতে পেস্ট করতেন, একটাই টই উঠে আসত। সেটা আবার পাইয়ের খুলে দেওয়া ছিল, ফলে মরাচৌ লিখছেন এমনটা সবসময় বোঝাও যেত না। এখন ব্লগে লিখছেন। প্রতিটা পোস্টই টইপত্তরের ট্যাবে স্বতন্ত্র এন্ট্রি হচ্ছে। তাই মনে হছে সাইট জুড়ে লিজের লেখা ফ্লাড করছেন। একটা লোক নিজের সারা জীবনের লেখালেখি ধরুন গোটা কুড়ি তিরিশ বই এর যাবতীয় ইন্ডিভিজুয়াল এন্ট্রি ডিজিটাল মিডিয়ায় নিয়ে এলে সে তো ভলুমিনাস হবেই। কয়েকশ না-কবিতা, কয়েকশ না-গদ্য। লেখক শেষ বয়সে চাইতেই পারেন তাঁর যাবতীয় লেখা নেট এ থাকুক। চিরকাল যাতে সবাই পড়তে পারে চাইলেই। আপনি যদি তাঁর সব বইয়ের সব পাতা উল্টাতে আগ্রহী না থাকেন, সমস্ত পোস্ট এ মনোযোগ দেওয়ারও কিছু নেই। নর্মাল ম্যাচুরিটি বশত অনাগ্রহের জিনিস ইগনোর করুন। জুকারবার্গ বা ফেসবুকের আ্যাডমিনদের চেনেন না বলে যেমন  সেখানের অপছন্দের অনাগ্রহের জিনিস আবোলতাবোল পোস্ট নিয়ে অভিযোগ না জানিয়ে এড়িয়ে যান, এখানেও, সেই ম্যাচুরিটিতে, ঈশান বা হুতো বা লসাগুকে চেনেন বলেই অনাগ্রহের জিনিস নিয়ে আলোচনা না করে ইগনোর করে যান। 
     যেকোনো বাংলা ব্লগ সাইটেই সমস্ত ব্লগ পোস্টের নোটিফিকেশন প্রথম নিড়পাতায় আসে। গুরুতে সেইটি বর্তমানে টইপত্তরের লিস্ট। সেইটি দেখেই এত উদবেলিত হওয়ার কিছু হয়নি।
    গুরুর টেক টিম বরং ভাবতে পারেন সব বিভাগের লেখা৷ একত্রে এক লিস্টে ক্লাব না করে লিস্টটাকে বিভাগ অনুযায়ী সাবডিভাইড করার কথা। বা এক একটা বিভাগের লিস্ট সেই সেই বিভাগের ট্যাবে রেখে গ্র‍্যান্ড লিস্টটা প্রথম  পাতায় রাখার মতো কোনো  অপশনের কথা।
  • হজবরল | 185.220.101.30 | ২২ নভেম্বর ২০২২ ১২:২৮512148
  • রিসেশন সামলাতে ডিজনি আবার পুরোনো সিইওকে ফিরিয়ে আনল
  • &/ | 107.77.232.58 | ২২ নভেম্বর ২০২২ ১২:১৫512147
  • কোর গ্রূপ , নিচের এগারোটা বত্রিশ বিষয়ে স্টেপ 
  • &/ | 107.77.232.58 | ২২ নভেম্বর ২০২২ ১২:১৩512146
  • হুতেন্দ্র , একটু দেখুন , কোর গ্রূপকে ইনফর্ম করুন .
  • Ranjan Roy | ২২ নভেম্বর ২০২২ ১২:০৫512145
  • কে কে, 
    আপনার বক্তব্য খুব ভালো লাগলো. 
    এক,  নিজের বিশ্বাস,  আস্থার কথা  ব্যক্ত করা ঠিক আছে.  কিন্তু জোর করে সেটা অন্যের উপর চাপিয়ে দেয়া কেন?
    দুই,  সবার মত শোনা দরকার. 
    নিজেকে বেশি বেশি করে জাহির করা কেন?
    এর মধ্যে খানিকটা দেখনদারি আছে.  সবাই দেখুক,  আমি অন্যদের থেকে আলাদা,  নির্বিশেষ নই , বিশেষ.
    এটা আত্ম বিশ্বাসের অভাব বলেই মনে হয়. 
  • দাবিটা কি? | 188.68.58.131 | ২২ নভেম্বর ২০২২ ১১:৩২512144
  • খিস্তিট্যান আগে ঠিকঠাক মনস্থির করেন, একবার কইসেন কমুনিটি স্টান্ডার্ড চাই, আরেকবার কইসেন ফ্রী আবহাওয়া চাই?
  • নিজের নিজের দর্শন অন্যদের সঙ্গে ভাগ | 2600:1002:b009:e4c4:99a0:3402:504e:aa3 | ২২ নভেম্বর ২০২২ ০৯:২৮512143
  • কিন্তু ইদিকে যে মরাচৌ নিজের দর্শন ভাগ করতে গিয়ে মিসো সাব্যস্ত হয়ে গেলেন, সব স্পেস খেয়ে নিলেন এমন অনুযোগেও পড়লেন! 
  • &/ | 151.141.85.8 | ২২ নভেম্বর ২০২২ ০৯:১১512142
  • সেটাই তো। একটা ফ্রী আবহাওয়া যদি থাকে, সবাই তাহলে নিজের নিজের দর্শন অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারে।
  • kk | 2601:448:c400:9fe0:78bd:8a32:3f71:b119 | ২২ নভেম্বর ২০২২ ০৯:০৪512141
  • dc, এই কবিতাটা খুব ভালো লাগে। টোলকিন সাহেব বড় সুন্দর করে কথা বলতেন।

    অ্যান্ডর, হ্যাঁ একদম ঠিক। ফ্রি ফ্লোয়িং আলোচনা হোক। বিন্দাস হোক। আমার ইদানিং ফোকাস করা নিয়ে খুব সমস্যা হয়। তাই অনেক সময় নিজেকে টেনেটুনে লাইনে ফেরাতে হয়। স্বগতোক্তি করতে গিয়ে খেয়াল করিনি সেটা অন্যরকম মানে বোঝাতে পারে। খেয়াল করা উচিৎ ছিলো অবশ্য।
  • dc | 2401:4900:1cd1:5ec3:dd44:1c39:3109:58fc | ২২ নভেম্বর ২০২২ ০৮:৫২512140
  • kk এর জন্য 
     
    “To the sea, to the sea! The white gulls are crying,
    The wind is blowing, and the white foam is flying.
    West, west away, the round sun is falling,
    Grey ship, grey ship, do you hear them calling,
    The voices of my people that have gone before me?
    I will leave, I will leave the woods that bore me;
    For our days are ending and our years failing.
    I will pass the wide waters lonely sailing.
    Long are the waves on the Last Shore falling,
    Sweet are the voices in the Lost Isle calling,
    In Eressea, in Elvenhome that no man can discover,
    Where the leaves fall not: land of my people forever!”
     
  • &/ | 151.141.85.8 | ২২ নভেম্বর ২০২২ ০৮:৫১512139
  • ফ্রী অ্যাসোসিয়েশনই তো ভালো। তাতে একটা স্বতঃস্ফূর্ত আলোচনা হবার সম্ভাবনা থাকে। বেশ একটা যাকে বলে তরতর কলকল করে বয়ে চলা নদীর মতন। নিয়ম বেঁধে দেওয়া, গন্ডী টেনে দেওয়া বিতর্কসভা তো এটা নয়! সেইরকম ফ্রী স্পিরিট আলোচনাই তো অনেক আগে হত!
  • kk | 2601:448:c400:9fe0:78bd:8a32:3f71:b119 | ২২ নভেম্বর ২০২২ ০৮:৪৫512138
  • ও, আর দেখুন, টই বেলাইন হয়ে যাচ্ছে তো শুধু আমিই বলেছি।"কেউ কেউ" আর কোথায়? তবে অনুযোগ করিনি। নিজের কথাই বলতে চাইছিলাম -- লেখা সম্পর্কে যা বলার ছিলো সেটা বলতে ভুলে গিয়ে অন্য হাজার গল্প এনে ফেলছিলাম বলে।
  • kk | 2601:448:c400:9fe0:78bd:8a32:3f71:b119 | ২২ নভেম্বর ২০২২ ০৮:৪১512137
  • ফুটিচার সাহেব,
    সত্যিকারের সমুদ্র মানে আক্ষরিক অর্থেই সমুদ্র বোঝাচ্ছিলাম। আরেকটু যদি বিস্তার করি তো বলা যায় প্রকৃতির জল এলিমেন্টটাই। আমি মরে গেলাম, আমার দেহটা লোকে পোড়ালো বা পুঁতে ফেললো বা ডাম্পস্টারেই ফেলে দিলো, কিম্বা ডোনেটই করলাম, তা কিছুদিন পর সে তো ডিকম্পোজড হবে সেটা জানাই আছে। তখন তা প্রকৃতির সব এলিমেন্টেই মিশে গেলো। প্রাণ বলতে যা ছিলো, সেটা একটা এনার্জি বই কিছু না। সেই এনার্জিও জাস্ট অন্য কোনো ফর্মে ট্রান্সফর্মড হয়ে গেলো। এই তো ব্যাপার। এবার আমি একে প্রকৃতি, এলিমেন্ট্স, এনার্জি বলছি। কেউ একেই ঈশ্বর, নারায়ণ বা যেকোনো আধ্যাত্মিক নামেই ডাকতে পারেন। যাঁর যেমন নিজস্ব পার্সেপশন, অথবা বিশ্বাস অথবা ইচ্ছে। সে সব ঠিকই আছে। কারুর কোনো বিশ্বাস বা ধারণা নিয়ে আমার কোনো আপত্তিও নেই। কেউই নিজের বিশ্বাস জোর করে অন্যের ওপর না চাপালেই হলো।

    অ্যান্ডরের সাতটা একান্নর পোস্টটা পড়ে একটা কথা মনে হলো। অন্যদের কথা বলতে পারবোনা, তবে আমার মনে হয় সবকিছুতে অত অ্যাগ্রেসিভ ভাবে নিজের বিশ্বাস-অবিশ্বাসের পরিচয় প্রতিষ্ঠা করতে হবে তাও তো না। আমি পার্সোনালি কোনো বিশেষ 'ঠাকুর'কে বিশ্বাস করিনা, বা কোনো রিলিজিয়াস আচার-অনুষ্ঠান মেনে চলিনা। কিন্তু সব ধর্মেরই ফিলোজফি নিয়ে জানার আগ্রহ আছে। আমার মনে হয় নিজেকে সবসময় আস্তিক-নাস্তিক-ধার্মিক, এটা সেটা লেবেল লাগাতেই হবে এমন কোনো কথা নেই। সেই সাথেই রিলিজিয়াস বিলিফের প্রতিবাদ স্বরূপ পদবী বাদ দিলাম, গলা ফাটালাম, কোনোভাবে দুনিয়াকে ডেকে ভালো করে বুঝিয়ে দিলাম আমি কী মানিনা (বা কী মানি), এরও কোনো দরকার নেই। আমি পৃথিবীতে এসেছি একজন দর্শক হয়ে। এখানে যা কিছু দেখার আছে, শেখার আছে, যতট্কু সাধ্যে কুলোয় শেখার চেষ্টা করি। কারুর কাছেই কোনো কিছু প্রমাণ করার, প্রতিষ্ঠা করার আমার তাগিদ নেই। অন্যের পার্সেপশন কী সেটা জানতে, লক্ষ্য করতেও ভালো লাগে।
  • অর্থাৎ কিনা সেই ঘুরে ফিরে নারায়ণে গিয়ে পড়ছে | 198.16.66.125 | ২২ নভেম্বর ২০২২ ০৮:২১512136
  • এই যেমন দেখুন,
    CPM and BJP join hands against Vizhinjam strike Vizhinjam port fishermen protest malayalam news | manoramanews | kerala news | india news | national news | Fishermen | Breaking News
     
    আদানির বন্দর প্রকল্প। স্থানীয় জেলেরা প্রতিবাদ করছে। বিজেপি আর সিপিয়েম জেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করছে।
    পল্টিভায়া কেরালার নারায়ণতত্ত্ব সম্পর্কে দুপয়সা দেবেন নাকি?
  • হজবরল | 23.129.64.218 | ২২ নভেম্বর ২০২২ ০৮:১২512135
  • জিন ম্যাপিংয়ের জন্য পদবী দরকার
  • &/ | 151.141.85.8 | ২২ নভেম্বর ২০২২ ০৭:৫১512134
  • আর একটা কূটপ্রশ্ন মনে জাগল। এই যে যাঁরা নিজেদের নাস্তিক ঘোষণা করেন, তাঁরা কি শুধু আধ্যাত্মিকভাবেই সেটা করেন? কারণ সামাজিকভাবে ধর্মসম্বন্ধীয় জিনিসগুলোও যদি ত্যাগ করেন, তাহলে থাকবেন কোথায়? পদবীর পৈতাটি গলা থেকে না ঝোলানো থাকলে ব্যাংক পোস্টাপিস আপিস পাসপোর্ট সব জায়্গায় টুইয়ে দেবে তো! এমনকি সার্টিফিকেটগুলো পর্যন্ত সব নাম ও পদবীওয়ালা। আর পদবী মানেই জাতধর্ম হ্যানো ত্যানো এসে গেল। তারপর ধরুন দেশ, জাতীয়তাবাদ। সেখানেও তো ন্যাশনাল অ্যান্থেম ইত্যাদিতে "জয় হে জয় হে" , তারপরে লাইফ ইন্সুরেন্স অব ইন্ডিয়া --সেখানেও তো শুনি লেখা থাকে "যোগক্ষেম বহাম্যহম", অর্থাৎ কিনা সেই ঘুরে ফিরে নারায়ণে গিয়ে পড়ছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত