এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:19fe | ০৮ মে ২০২২ ২০:৫০501734
  • এরা নিশ্চয় এলাকা বাড়ানোর জন্য রেকি করতে যাচ্ছে।

    এই এলাকা দখলের লড়াইয়ে আমার কান ঝালাপালা। আমার জানলার উল্টোদিকে নারকেল গাছে চিলেদের বাসা, ওরা নিজেদের মনে থাকে, কিন্তু তাদের ছানা হলেই এক পাল কাক এসে উত্যক্ত করতে শুরু করে। বাবা চিল উড়ে উড়ে কাক তাড়ানোর চেষ্টা করে আর মা চিল বাসায় বসে ভয়ানক তীক্ষ্ণ উচ্চগ্রামে কিচিরমিচির করে (উল্টোটাও হতে পারে, কে জানে)। অবস্থা বেগতিক দেখলে আরেকটি চিলও প্রতিরক্ষায় এসে যোগ দেয় দেখতে পাই। কিন্তু কাকেরা সংখ্যায় অনেক বেশি।

    আমাদের ওদিকে এরকম ছেয়ে রঙা ফঙ্গবেনে পাতিকাক আগে দেখা যেত না, শুধু বটতলা বাজারের জঞ্জালের স্তুপে কিছু। এছাড়া শুধু গভীর মিশকালো গম্ভীর স্থিতধী দাঁড়কাক।
    পাতিকাকের চালচলন আমি কলকাতা আসার আগে দেখিইনি, ডোমেস্টিক নিয়মিত কাক বলতে দাঁড়। কিন্তু আজকাল উল্টে গেছে দেখতে পাই।
  • π | ০৮ মে ২০২২ ২০:৩৭501733
  • এদিকে একটা ভিডিও দেখলাম, কোলকাতার কোন বারান্দা বা ছাদ থেকে তোলা হবে। তাতে দেখা যাচ্ছে, একপাল কাক একটা বেসরকারি বাসে চড়ে যাচ্ছে।  বাসে চড়ে বলতে বাসের ছাদে চড়ে। লাইন দিয়ে বসে। কেউ একটু এদিক ওদিক ফিরে নিজেদের মধ্যে কথা বলছে। তো, ব্যাপারটা এমনও নয় যে ওদের কোন এমারজেন্সি তাড়া আছে, কোথাও যাওয়ার, তাই খুব জোরে চলা বাস ধরল ( এটা লিখতে গিয়ে ধন্দে পড়লাম, দ্রুতগামী বাস আর কাকের মধ্যে কে কোন দূরত্ব তাড়াতাড়ি অতিক্রম করবে?) ,  জ্যামের মধ্যে বাসটা ঢিকঢিক করেই চলছিল, তাও সব নির্বিকার মুখে বাসেই বসে।  মানে এটা কি সিম্পল ল্যাদ না, কোন বিশেষ ব্যাপার। এমনিতেও কাকেদের বৈকালিক অধিবেশন নিয়ে আমার বহুদিনের কৌতূহল,  আমি দিনের পর দিন এসব মিটিং এর সাইলেন্ট অবজার্ভার হিসেবে কাটিয়েছি, কিন্তু অনেক কিছু পর্যবেক্ষণ তালিকায় ঢুকলেও অনেক রহস্যই অধরা। 
    এনিয়ে নিশ্চয় কোন গবেষণা হচ্ছে বা হবে। 
  • Guruchandali | ০৮ মে ২০২২ ২০:৩৬501732
  • বগটুই গণহত্যাকাণ্ডের অব্যবহিত পরে কবি জয় গোস্বামীর লেখা কবিতা নিয়ে ‘দগ্ধ’ নামে একটি পুস্তিকা আমরা প্রকাশ করেছিলাম। বগটুই এবং তার পরবর্তীকালে আরও কয়েকটি নারীনির্যাতন, ধর্ষণ এবং হত্যার প্রতিক্রিয়ায় জয় গোস্বামী আরও কিছু কবিতা লিখেছিলেন। সেই সবকটি লেখা নিয়ে আমরা প্রকাশ করতে চলেছি আরেকটি বই – ‘নিজের বিরুদ্ধে’। পার্টি-প্রশাসন-পুলিশের হাতে আক্রান্ত অসহায় নির্যাতিতা এবং তার পরিজনদের দুরবস্থার এক দলিল হয়ে থাকবে এই কবিতাগুলি। এই লেখাগুলির প্রেক্ষিত সাম্প্রতিক কিছু ঘটনা হলেও, পরিসর আরও ব্যাপ্ত। যে শাসনকাঠামোয় আমরা জীবন কাটাচ্ছি, তার সুযোগ-সুবিধাগুলি নিয়ে দুধেভাতে সংসার প্রতিপালন করছি, সেই কাঠামোর নৃশংসতা নিশ্চিতভাবে আমাদের নিজেদের দিকেও আঙুল তুলে দেয়- এই উপলব্ধির আয়না আমাদের সামনে তুলে ধরেছেন কবি।
     


    কবি মনে করেন এই বই বহুলোকের কাছে পৌঁছনো দরকার, বিশেষ করে ছাত্র-যুবকদের হাতে তো বটেই। প্রকাশক হিসাবে আমাদের তাই চেষ্টা থাকবে বইটিকে সুলভে প্রাপ্য করবার। আর, গুরুচণ্ডা৯ বই দত্তক নেওয়ার যে প্রকল্প বিগত কয়েকবছরে চালিয়ে আসছে, এই বইয়ের ক্ষেত্রে সেই দত্তকের প্রয়োজন আরও বেশি অনুভূত হচ্ছে। এই বইটি দত্তক নিতে উৎসাহীরা যোগাযোগ করুন [email protected] মেল আইডিতে।

    নিজের বিরুদ্ধে - জয় গোস্বামী
    প্রচ্ছদ ও অলঙ্করণ - চিরঞ্জিত সামন্ত
  • যোষিতা | ০৮ মে ২০২২ ২০:২২501731
  • ফোটো দেওয়া নিয়ে এই প্রথম আপত্তি দেখলাম এখানে। আগে গাদাগাদা ফোটো দিতে দেখেছি কেও আপত্তি করে নি। তবে সেসব ফোটো ব্রতীন পোস্ট করে নি সেটাও একটা কথা। 
    এখন যে আপত্তিটা লিখিতভাবে এলো সেটাও আশর্যজনক।
    পোস্ট মোছা হতো না আগে। প্রথম টই যেটা হাইড করা হয় সেটার মিশরের টই ছিল। হাইড করবার আগেই শোনা যায় কেও কেও পড়ে ফেলেছিল। আমি পড়ি নি। হাইড না করলে হয়ত ঐ টই নিয়ে আলোচনা কম হতো। কিন্তু হাইড করবার কারনেই এটি নিয়ে চর্চা হয়েছিল। টই হাইড করা হয়েছিল, আর পোস্ট ডিলিট করতে বললেই সমস্যা- অবশ্যই বুলিড ব্রতীন যেহেতু।
  • r2h | 2405:201:8005:90c7:c42f:98db:ff19:e6ba | ০৮ মে ২০২২ ১৮:৩০501730
  • ও, আর এই ছবি নিয়ে গুরু কিন্তু কোন হাঙ্গামা করেনি, মানে স্পিকটি নট। ছবিতে যাঁরা আছেন তাঁদের সম্মতি বা অসম্মতির ব্যাপার, সেটা গুরুতর।
    আর আমার একমাত্র আপত্তি ছিল ওই পার্সেপশন নিয়ে - ব্রতীনদাও সেই ব্যাপারে দ্বিমত নয় দেখছি। এবার পারমিতাদির  আপত্তির বেসিসে পোস্ট ডেল করে দিলেই দেবদূত স্বর্গে ফিরে যাবে।   
  • r2h | 2405:201:8005:90c7:c42f:98db:ff19:e6ba | ০৮ মে ২০২২ ১৮:০৫501729
  • পাবলিক প্লেস আর বৈঠকখানার তফাৎ আছে তো।
    ঠিক, ওই ভুল পার্সেপশনটাই না হওয়া ভালো। 
  • a | 59.102.29.98 | ০৮ মে ২০২২ ১৭:৫৮501728
  • একটা প্রশ্নঃ বইমেলাতে অনেকের ছবি দেওয়া হয়। শুধু পরিচিতরা নয়, সাধারণ ক্রেতাদেরও। সেক্ষেত্রে কি কনসেন্ট নেওয়া হয়? 
    জেনেরালি কনসেন্ট একটি জটিল আর গুরুত্বপূর্ণ বিষয়। সে ব্যাপারে গুরুর পলিসি আছে কি? থাকলে সেটা পরিস্কার করে জানানো হোক। সেটা না হলে কেউ কারো ছবি পাব্লিশ করলে সেটা নিয়ে হাঙ্গামা করার কোন মানেই নেই। 
    বাকি রইল ভিতর থেকে ব্যাব্স্থা করার। বেশ কিছুদিন গুরুতে ঘোরাফেরার ফলে সেই বহুকথিত ভিতরের লেভেলে কারা আছে বা থাকতে পারে সেটা নিয়ে একটা ধারণা করাই যায়। হেনেরালি তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকাটাও আদ্চর্য নয় কারণ অনেক ক্ষেত্রেই  তারা পূর্ব পরিচিত। সমস্যা হচ্ছে সেই পরিচয়ের ভিত্তিতে গুরুর কোন বিষয়ে কোন অতিরিক্ত সুবিধা ভোগ করলে। বা সেরকম কোন পার্সেপ্শন তৈরী হলে। 
  • Apu | 2401:4900:3eeb:3bdb:3dc3:cbc9:4a46:4e | ০৮ মে ২০২২ ১৬:৩২501727
  • কালকে রাজ্য় সরকারের ছুটি। ঠাকুর বাড়ি যাবো ।সারা দিন গান শুনবো ।আগে ও গেছিডু এক বার 
  • Apu | 2401:4900:3eeb:3bdb:3dc3:cbc9:4a46:4e | ০৮ মে ২০২২ ১৬:২৯501726
  • হতো ।একমত ।.শর্তাহীন ক্ষমা । আসলে ২৩ দিন আগে   মুখ্বই   মেমোরিতে  দেখালো। আমি  তে দিয়েও ছি। তবে  মুখ্বই  গুরু এক নয় এটা 
    বোঝা  উচিত ছিল আমার , সরি এগেন 
  • S | 2405:8100:8000:5ca1::10c:847d | ০৮ মে ২০২২ ১৫:১৬501725
  • ইলন মাস্ককে ফ্রী স্পীচ প্রতিষ্ঠা করার জন্য টুইটার কেনার পয়সা দিয়েছে সৌদি আর কাতার।
  • r2h | 134.238.18.211 | ০৮ মে ২০২২ ১৫:০৭501724
  • আবারও, স্যরি, এই জিনিসটাতে আমার কথা বলার ইচ্ছে একেবারেই ছিল না, কারন ব্যাপরটা সহজেই তিক্ততার দিকে যেতে পারে।

    পোস্ট ডিলিট হলো কি হলো না, এটা কোন ব্যক্তি বিশেষের ব্যস্ততার ব্যাপার না, গুরু যে কিছু লুজলি ডিফাইনড কিছু পলিসির ওপর ভিত্তি করে চলে তার ব্যাপার।

    অত্যন্ত ব্যতিক্রমী ইনস্ট্যান্স ছাড়া ব্যক্তিগত কারনে পোস্ট ডিলিট হয়নি। এবার ভেতর থেকে ব্যবস্থা ইত্যাদি বললে, যত মজা করেই বলা হোক, যে বিপুল পরিমান নীরব পাঠক গুরুতে আসেন তাঁদের কাছে গুরুর ব্যক্তিগত বৈঠকখানা হিসেবে ভুল বার্তা যেতে পারে, যেটা কাম্য না। এবং কেউ, সেটা যেই হোক, জাস্ট অগ্র পশ্চাত না ভেবে একটা পোস্ট করে ফেলে ব্যাকএন্ডের অ্যাকসেস আছে তেমন কাউকে দিয়ে পোস্ট ডিলিট করিয়ে, ব্যবস্থা করে দিয়েছি বলে ব্র‌্যাগ করলো, এটা অ্যাকসেপ্টেবল না, আমার কাছে, ইউজার হিসেবে। গুরুর ইউজাররা সেই ম্যাচিওরিটি দেখিয়ে এসেছেন এতদিন।

    এবার পারমিতাদি আপত্তি জানিয়েছে, অইইডেন্টিটি ডিসক্লোজার ইত্যাদি আইনেই, ছবিছাবাতে দেখা যাওয়া চরিত্রের আপত্তি বা সম্মতি সিরিয়াসলি নেওয়া হয়। সেই হিসেবে এবার ছবি ডিলিটের অত্যন্ত ভ্যালিড ক্ষেত্র আমার ধারনা আছে, আর ছবি ডিলিট হবেও।

    যদিও এইখানে একটা ক্যাচ আছে, এক দশক আগে এইরকম গেট টুগেদার গুরুর ভাট হিসেবেই অনেক সময় হতো (আমি অবশ্য বেশি লোকজনকে ব্যক্তিগতভাবে চিনি না, গুরুর বাইরের পরিচয়ের ব্যাকগ্রাউন্ডও জানি না), তো সেই সূত্রে ওরকুট পিকাসায় ছবি শেয়ার, গুরুতে তার লিংক দেওয়া, তখন কী কী ছিল মনে নেই, অন্য কোন ইমেজ আপলোড সাইটে ছবি তুলে তার লিংক সেসব চলতোই, তো, হয়তো এই পোস্ট ডেল হলেও এইসব ছবি কোথাও না কোথাও পাওয়া যাবে সেসময়ের ভাট টই খুঁজলে!

    আর সবচে মজার ব্যাপার হলো, গুরু থেকে ডিলিট হলেও, আইমাগুরে থেকেই যাবে। তো, সাইবার স্পেসে অ্যাসেট শেয়ার করতে সাবধান হওয়া ভালো। কোথায় নিজের কন্ট্রোল আছে আর কোথায় নেই, সেইটা কঠিন ব্যাপার।
  • Apu | 2401:4900:3eeb:3bdb:3dc3:cbc9:4a46:4e | ০৮ মে ২০২২ ১৪:৩৭501723
  • ঠিক আছে পারমিতা দি ।আমি কল্পতরু দাকে ,
    হুচি বলতেই ডিলিট মারতে বলেছিলাম ।কল্প দা বলেছিল করেদেবে। কিন্তু ব্যস্ত ছিল ।তাই করতে 
    পারে নি। 
     
    ইতিমধ্যে আমি ফোন করে পারমিশন নিতে থাকি ।তাই কল্প দা অনুগ্রহ করে সব ফটোডিলিট করেদাও ।ডিডি ঐশিক আর সায়ান  টা ছাড়া । ন্যাড়া দাও রাজি নয় ধরে নিয়েআ মার আর ন্যাড়া ফটো টা ডিলিট মারো প্লিজ 
  • যোষিতা | ০৮ মে ২০২২ ১৪:৩১501722
  • ব্রতীন,
    আমার ছবি কিছু থাকলে পোস্ট কর। কুনো আপত্তি নাই। 
  • Paramita | 2607:fb90:30e3:549d:587a:510c:3b4d:dcc2 | ০৮ মে ২০২২ ১৪:০৯501721
  • ব্রতীন,
     
    আমাদের বাড়ি ও আমার (এবং অন্যান্যদেরও) ছবি আমাদের / তাদের অনুমতি ব্যতিরেকে ভাটে পোস্ট করায় আমার আপত্তি আছে  আমি ফর দা রেকর্ড জানিয়ে গেলাম। 
     
    - পারমিতা
     
     
     
  • aranya | 2601:84:4600:5410:2dc5:c5e5:5df4:1638 | ০৮ মে ২০২২ ১৩:৫৩501720
  • গত কয়েক ঘন্টা ইবাংলালাইব্রেরী থেকে শুধু জাফর ইকবালের কল্পবিজ্ঞান পড়ছি। কী যে ভালবাসা, মানুষের প্রতি 
    এই একজন লেখক, যেন বেঁচে থাকেন আরও অনেক, অনেক  দিন 
  • হুম | 2405:8100:8000:5ca1::2d6:143f | ০৮ মে ২০২২ ১৩:৪২501719
  • জন্মভূমি পৃথিবী ধরলেও তাই। পুতিনের উদ্যোগে মানুষ জাতটা অবলুপ্ত হলে গ্রহটা রক্ষা পায়।
  • যোষিতা | ০৮ মে ২০২২ ১৩:১২501718
  • আজকে সকলে হ্যাপি মাদার্স ডে পাঠাচ্ছে। জন্মভূমি যদি মা হয়, তবে সেই মা আমাদের খুন হয়ে গেছে। দেশে গিয়ে দেখে এলাম মৃতদেহের পচন।
  • S | 2405:8100:8000:5ca1::9c:33e7 | ০৮ মে ২০২২ ১২:৩০501717
  • বহুদিন পরে একটা খুব ভালো স্কিট দেখলাম এসেনেলে। আ মাস্ট সী।

  • Abhyu | 47.39.151.164 | ০৮ মে ২০২২ ১১:৪৯501716
  • অভিনন্দন যদুবাবু, পরে বড়ো করে লিখিস।
  • π | ০৮ মে ২০২২ ০৯:৪২501715
  • নিরাপদ পাখিরার টইটা কেউ খুঁজে দিতে পারেন?  সার্চে পাইনা কেন?  ঃ(
  • π | ০৮ মে ২০২২ ০৯:২২501714
  • হ্যাঁ, যদুবাবু, এই লেখাটা চাইই চাই! 
  • dc | 182.65.203.146 | ০৮ মে ২০২২ ০৯:১৬501713
  • সব্বাইকে হ্যাপি মাদারস ডে, এমনকি বাবাদেরও :-)
  • aranya | 2601:84:4600:5410:3d6e:4cf9:c913:b49b | ০৮ মে ২০২২ ০৫:১৯501712
  • ভাল কাজ। আরও বিস্তারিত লিখিও, সময় পাইলে @যদুবাবু 
  • যদুবাবু | ০৮ মে ২০২২ ০৫:১০501711
  • গলা অব্দি (নাঃ, গলা পেরিয়ে নাকের ডগা অব্দি) কাজের চাপে আর হাজার বিশ্রী বাজে ঝামেলায় ডুবে আর এদিকে আসা হচ্ছে না বেশ অনেকদিন, একেবারে তিনকাল গিয়ে এককালে ঠেকেচে যাকে বলে, কিন্তু এই একটা খবর এখানে শেয়ার করতে ইচ্ছে হ'লো। আমাদের কয়েকজন বন্ধু/দিদি-সমমনস্ক একাডেমিক মানুষদের একটা প্রোজেক্টের ছোটো করে খবর। প্রোজেক্টের নাম "উইংস অফ স্কুল", বাংলায় 'ডানামেলার শিক্ষা" ...



    একটা স্কুলের ছবিও নীচে দিয়ে যাই। 



    পরে কাজ-টাজের চাপ একটু কমলে এ বিষয়ে একটু বড়ো করে লিখবো। অনেক সাজেশন/অ্যাডভাইস/বইপত্তরের খোঁজ ইত্যাদিও চাওয়ার আছে গুরু-জনদের কাছে :) 
  • aranya | 2601:84:4600:5410:3d6e:4cf9:c913:b49b | ০৮ মে ২০২২ ০৪:৩৭501710
  • রহস্য রোমাঞ্চ, থ্রিলার, অ্যাডভেঞ্চার, খেলাধূলো - এই সব সহজ বিষয়ে গুটিকয় বাংলা গপ্পের বই রেকমেন্ড করতে পারেন, বন্ধুরা 
    ধরেন, গোটা পাঁচেক, গত দু দশকে লেখা 
    দেশ হতে কিছু অতিথি আসছেন, তাদের নিয়ে আসতে বলতাম 
  • :|: | 174.251.163.141 | ০৭ মে ২০২২ ২২:৫৭501708
  • টপ টই ক'টার মধ্যে ভাটের পাতা নেই -- এটা মেনে নেওয়া বড় কষ্টের। আগেও হয়েছে, তবু বিরল ঘটনাই। তাই দু ছত্তর লিখে তুলে দিলাম।
  • dc | 2401:4900:2313:da09:e81d:d5ca:35ca:3589 | ০৭ মে ২০২২ ১১:০৬501707
  • টমাস নিউম্যানের একটা স্কোর শুনুন। সিনেমাটার নাম দ্য হেল্প, অসাধারন সিনেমা। আর স্কোরটা অন্ধকার ঘরে শুনতে পারলে খুব ভালো, বসু পরিবারের কারুর কাছে শুনতে পারলে তো কোন কথাই হবেনা। এক ঘন্টা সুন্দর কেটে যাবে। 
     
  • hehe | 108.61.67.106 | ০৭ মে ২০২২ ০৭:৫১501706
  • এটা কুলদার লেকা নাকি রে? ঘোঁট পাকানো আর আত্মপ্রচারে মালটার জুড়ি নেই। বিশ্বদীপ আরেক সেয়ানা হারামি। দুদিনের ছোকরা, রোয়াবখানি দ্যাকো!
     
    ঘুঘুর বাসা ঐ গল্পপাঠ। অমর মিত্তির ফালতু বুড়ো বয়সে পাত্তা পাওয়ার লোভে এসব দুনম্বরী মালের সঙ্গে জড়িয়ে গেচে। পোবাসী বাংলি কী নোংরা চিজ জানে না।
     
    হেহে, এনএবিসিও আচে দেকচি। রতনে রতন চেনে।
  • প্রণবেশ | 2601:5c0:c280:4020:7801:b997:c8ee:1ae6 | ০৭ মে ২০২২ ০৬:৩৭501705
  • শ্রীদীপেন-বিরচিত চটি প্রণবেশ-কে গল্পের বইয়ের মর্যাদা দিলে উত্তর অবশ্যই একটি এমফ্যাটিক হ্যাঁ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত