• গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত বই

  • #১৩৬ শঙ্খ ঘোষের কবিতা - চতুর্মুখী গতিপথ : জয় গোস্বামী

    "সান্ধ্যআকাশ এসেছেন আজ নিজে আমার ঘরে
    কীভাবে তাঁর যত্ন করি? কী দিয়ে মান রাখি?
    বাঁকানো চাঁদ সঙ্গে এলো- জোৎস্নাটি একফালি ...

    আমার ঘর তো লেখায় ভরা- যে-জায়গাটা খালি
    সেই জায়গায় বসেন তিনি, বলেন : 'আমি থাকি
    কেবল নদীপ্রান্তরে নয়, লেখারও আগে-পরে ...'

    সান্ধ্যআকাশ পড়বেন তাই আদরযত্ন ভুলে
    তাঁর কাছে এই আলো-আঁধার খাতা দিলাম খুলে ..."

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৫ টাকা
  • #১৩৫ রাজধর্ম : স্বাতী ভট্টাচার্য

    গ্রামসভা থেকে আইনসভা, সর্বত্র আলোচনা-বিতর্কের পরিসর কমছে। বিতর্ক ছাড়াই একের পর এক আইন পাশ হচ্ছে। মানবাধিকার কমিশন বা তথ্যের অধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানও দুর্বল হচ্ছে, তাই ক্ষমতাসীনের ইচ্ছায় রাশ টানা কঠিন হচ্ছে। কোনও এক আইন বা বিধি দেখিয়ে রাষ্ট্র সহজেই দুর্বলের প্রতি নিষ্করুণ হতে পারছে, সমাজের কোনও কোনও অংশও রাষ্ট্রের প্রশ্রয়ে প্রায় দুর্বৃত্তের মতো ব্যবহার করছে। আইনসিদ্ধ অনৈতিক নির্দেশের অজস্র দৃষ্টান্তের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়, কোন নীতির নিরিখে রাজধর্মে শ্রদ্ধাশীল শাসক আপন সিদ্ধান্তের নৈতিকতা-অনৈতিকতা বিচার করবেন? এই সময়ে শুশ্রূষাবাদ আমাদের মনোযোগ দাবি করে, কারণ 'বিধিপালনই নৈতিকতা' - এই অবস্থানের বিপরীতে এর স্থান। এই মত বলে, অন্যের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়ার কাজই নৈতিক কাজ।

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৫ টাকা
  • #১৩৪ পূর্ব ইউরোপের ডায়েরি : হীরেন সিংহরায়

    ইতিহাস সরলরৈখিক নয়, তার ঋতু-পরিবর্তন, নতুন দিনের আশা, বা ঝড়ের পূর্বাভাষ কিছুই জানান দিয়ে আসে না। যেমন আসেনি ঊননব্বইয়ের নয়ই নভেম্বর - পূর্ব বার্লিনের হাজার হাজার মানুষ ছেনি, হাতুড়ি, শাবল - যা পেলেন, তাই নিয়ে যেদিন গুঁড়িয়ে দিলেন লৌহ-যবনিকা। যেমন আসেনি একানব্বইয়ের ছাব্বিশে ডিসেম্বর - কাস্তে-হাতুড়ি-শোভিত সেই নিশানটি যেদিন বিশ্বকে অবাক করে দিয়ে নেমে গেল ক্রেমলিনের চুড়ো থেকে। পোল্যাণ্ড, পূর্ব জার্মানি, এবং রাশিয়া - পূর্ব ইউরোপের পালাবদলের এক আশ্চর্য এবং ব্যক্তিগত ইতিহাসের গল্প বলেছেন হীরেন সিংহরায়, মঞ্চে নয়, মঞ্চের বাইরে মাটিতে থেকে। আর তা ধরা আছে এই বইটির পাতায়।

    প্রকাশ: ২০২৩ | দাম :২৫০ টাকা
  • #১৩৩ কাদামাটির হাফলাইফ : ইমানুল হক

    কাদামাটির হাফলাইফ - নিছক আত্মকথন বা স্মৃতিকথা নয়, সময়ের জীবন্ত দলিল। গ্রাম বাংলার সমবায়িক জীবনের ইতিহাস ও ইস্তেহার। যে জীবন ও উত্তরাধিকার আমরা পরিত্যাগ করেছি, করছি তার ইতিবৃত্ত। ইংরেজি, সংস্কৃত বা আরবি ফারসি রীতি নয় বাংলার নিজস্ব গদ্যরীতিতে লেখেন ইমানুল হক। বাঙালি যেভাবে কথা বলেন, যেভাবে ভাবেন - সেইভাবে বাংলা লেখেন। বাংলার গ্রাম বদলে যাচ্ছে। বলা ভালো, অতি সচেতন প্রয়াসে তাকে বদলে দেওয়া হচ্ছে। বাংলার গ্রাম কেমন ছিল, কী ঐতিহ্য আমরা বহন করি - তার দলিল এই বই। বাংলার জীবন (ছিল) সমবায়িক, ব্যক্তিকেন্দ্রিক গোষ্ঠীকেন্দ্রিক নয়। সেই জীবনের ইতিবৃত্ত এই বই। ১৯৬৬ থেকে বাংলার জীবনের চলচ্ছবি - আদত জীবন, যাপন ও চেতনার পতাকা 'কাদামাটির হাফলাইফ'।

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৯০ টাকা
  • #১৩২ যদুবাবুর টিউশনি - প্রোবাবিলিটি ও প্যারাডক্সের গল্প : জ্যোতিষ্ক দত্ত

    রোগলক্ষণ কিছুই নেই, ডাক্তারখানায় চটজলদি টেস্ট করে দেখলেন পজিটিভ, অথবা খুব ভুগছেন কিন্তু টেস্ট বলছে নেগেটিভ। এদিকে টেস্ট কিটের গায়ে লেখাঃ রোগ থাকলেই টেস্টে ধরা পড়বে। বেইজ থিয়োরেম বলে দেবে, পরীক্ষায় রোগ ধরা পড়লে সত্যিকারের অসুখ থাকার সম্ভাবনা, আর সত্যিকারের অসুখ বাসা বাঁধলে পরীক্ষায় তা ধরা পড়ার সম্ভাবনা - মোটেও এক নয়, জানতে হবে রোগটি কি বিরল? ঠিক যেমন, অপরাধীর সাথে অভিযুক্তের আপাত সাদৃশ্য থাকলেই বলা যায় না, অভিযুক্ত-ই অপরাধী। জানতে হবে কতটা বিরল সেই সাদৃশ্য? কাজে লাগবে প্রোসিকিউটর'স ফ্যালাসি। অথবা, দুটো চিকিৎসাপদ্ধতি তুলনা করতে গিয়ে দেখা গেলো, প্রথমটি পুরুষদের জন্যেও শ্রেষ্ঠতর, মহিলাদের জন্যেও, কিন্তু সবাইকে একত্র করলেই উল্টে যাচ্ছে হিসেব। ভুল নয়, সিম্পসন'স প্যারাডক্স। তেমনিই ধাঁধার মত, সারভাইভারশিপ বায়াস, কার্যকারণ - কজালিটি, অথবা চ্যালেঞ্জারের দুর্ঘটনা, আরও কত কী! বাছাই-করা বাজে খবরের স্রোতে হাবুডুবু খেতে খেতে, কঠিন-সহজ-ফেলনা সিদ্ধান্তের ঝামেলা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতেই পড়ে নিন সেইসব কয়েকটি গল্প।

    প্রকাশ: ২০২৩ | দাম :১০০ টাকা
  • #১৩১ হারানো দেশ হারানো মানুষ : অমর মিত্র

    আমাদের স্বাধীনতা এসেছিল দেশভাগের হাত ধরে। সিরিল র‌্যাডক্লিফ নামে এক ইংরেজ রাজ কর্মচারী, আইনজীবী ১৯৪৭ এর জুলাই মাসে ভারতে এসে, ১৯৪৭-এর ১৭-ই আগস্ট, মাত্র পাঁচ সপ্তাহে তাঁর কাজ সম্পূর্ণ করেন দিল্লিতে বসে। আমাদের স্বাধীনতা এল ১৫-ই আগস্ট, দেশ বিভাজন সম্পূর্ণ হলো ১৭-১৮-ই আগস্ট। স্বাধীন দেশ গড়া হয়েছিল কীভাবে, না মানচিত্রে দাগ কেটে। যাঁরা র‌্যাডক্লিফের উপদেষ্টা ছিলেন তাঁরাও পুবের বাংলা আর পশ্চিমের পাঞ্জাব চিনতেন না। বাংলা তো চিনতেন না-ই। ফলে স্বাধীনতা এল ভয়ানক উচ্ছেদ আর ভ্রাতৃঘাতী দাঙ্গার ভিতর দিয়ে। একটা সত্যকে স্বীকার করতে হয়, স্বাধীনতার আগে কেউ বুঝতেই পারেনি বাস্তবতা কোন দিকে যাচ্ছে। স্বাধীনতা মানে দিল্লির লালকেল্লা আর আগ্রার তাজমহল তোমার নয় মুসলমান, নতুন দেশে যাত্রা করো, স্বাধীনতা মানে হিংলাজ তীর্থ তোমার নয়, ভিন দেশে রয়ে গেল। কপোতাক্ষ বেতনা নদ নদী, পদ্মা মেঘনা ভিনদেশের হয়ে গেল। এই রকম কত কিছু ছিল আমাদের, হয়েছে, তোমাদের, গ্রাম নদী বটতলা, ভিটের উঠোন। সব যেন হারিয়ে গেছে দেশের সঙ্গে সঙ্গে। এই গ্রন্থটির পরিমার্জিত এই সংস্করণে গল্প, উপন্যাস নিবন্ধে দেশভাগকে স্মরণ করা হয়েছে।

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৮০ টাকা
  • #১৩০ গুনিন ও বেলেহাঁস : প্রতিভা সরকার

    গুনিন ও বেলেহাঁস - বৃত্তের পরিধির ধারের লোকজনের গল্প নিয়ে একটি সংকলন। 'লাইফ-সার্টিফিকেট' গল্পের দোর্দণ্ডপ্রতাপ অফিসার, অবসরের পর, কাঁচুমাচু হয়ে বসে পড়েন ব্যাঙ্কের ছোকরা কেরানির আসনের সামনের বেঞ্চে। সারা রাজ্য চষে বেড়ানো ইনস্পেক্টর ব্যাঙ্কের সিঁড়ি ধরে প্রতিস্থাপনযোগ্য হাঁটু হেঁচড়ে ওঠেন নভেম্বরের দোরগোড়ায়। এইভাবেও পাতার মধ্যিখানের শিরোনাম থেকে মার্জিনে, ফুটনোটে সরে আসে মানুষ। এই পরিধির ধারে হটকে হয়ে যাওয়া কতরকম, - তার নিদর্শন সংসারের অশান্তিতে ঘর ছাড়া অংক স্যার থেকে শুরু করে সেই মেয়েটি যে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার গাড়িতে উঠে পোষা বেড়ালের জন্য বাড়ি ফিরে আসে, সকলের মধ্যেই ছড়িয়ে থাকে। কিম্বা, শেয়ালমারা বেদে সম্প্রদায়ের দম্পতি, যারা গর্ভিণী শেয়ালের মরদটাকে মেরে মা-শেয়ালের অপেক্ষায় ঝোপের ধারে বসে অথবা গ্রামের একঘরে হয়ে পড়া ছেলেটি, যাকে সবাই গুনিন ভেবে ভয় পায়- এদের সবার মুখে সেই মার্জিনের খুলিছাপ। সেই ছাপ আমার আপনার গালেও তো বসেছিল লকডাউনের দিনগুলোয়। গুনিন ও বেলেহাঁস এইসব একাকিত্বের আখ্যান সংগ্রহ।

    প্রকাশ: ২০২৩ | দাম :১১০ টাকা
  • #১২৯ দুষ্কালের আখ্যানমালা : দময়ন্তী

    শিল্পবিপ্লব, কলোনী ও বিশ্বায়ন উত্তর পৃথিবীতে দুঃসময়ের চলনগুলি কৌতূহলোদ্দীপক। সময়ের ক্রীড়নক সামান্য মানুষ ঠাহর করতে পারে না বজ্রাঘাতের আভাস, সমকালের অলাতচক্রে বন্দী মানুষ ধ্রুপদী ট্র্যাজেডির অনিবার্য পার্শ্বচরিত্র হয়ে তলিয়ে যায়। আগামীর ইতিহাস লেখক পরিসংখ্যান বিচার করেন বটে, একাকী মানুষের স্তিমিত হাহাকারের খতিয়ান উপেক্ষিতই থাকে। দময়ন্তী লিখেছেন এই শুষ্ক অশ্রুর আখ্যানমালা। দময়ন্তী গভীর অভিনিবেশে দেখেছেন মানুষকে। মানুষের মর্মবেদনার যাপন লিখেছেন - তাঁর লেখনীতে জড়ানো হেমন্তের নির্লিপ্তি। সিজনস অব বিট্রেয়ালের পাঠক এই গভীর অথচ উদাসীন সমানুভবের সঙ্গে পরিচিত। দুঃসময়ের এইসব অমোঘ অনাড়ম্বর এবং অনিবার্য গল্প নিয়ে এই সংকলন।

    প্রকাশ: ২০২৩ | দাম :১৪০ টাকা
  • #১২৮ ধর্মাধর্ম : কিশোর ঘোষাল

    ব্যাকরণের মূল সূত্রগুলি কীভাবে পেয়েছিলেন পাণিনি? বলা হয় মহেশ্বর শিব এই সূত্রগুলি পাণিনিকে দিয়েছিলেন। তেমনি নাট্যশাস্ত্রও ভরত অধ্যয়ন করলেন শিবের কাছ থেকেই। এমনকি বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন বিষয়, যেমন রসায়ন, কৃষি এইসবেরও আদি শাস্তা দেবতারাই। অর্থাৎ, যেখানে ইতিহাস আর ব্যক্তিনামের ভণিতা দেয় না, সেই সবকিছুই সভ্যতা দেবতার নামে অর্পণ করে রেখেছে। কিম্বা আদি উদ্ভাবকরাই দেবতার জায়গা নিয়ে বসে আছেন আমাদের স্মৃতিভাষ্যে। এইভাবে দেখলে জানা যায়, আমাদের ইতিহাসের ব্যক্তিনামবিহীন ধোঁয়াচ্ছন্ন শূন্যস্থানটায় বসে আছে ধর্ম। খেয়াল করি, ইতিহাসের আকর বলে আমরা যা যা হাতে নিয়ে বসি, তা তো আসলে ধর্মেরই বই। কিশোর ঘোষাল খুবই প্রাঞ্জল করে ভারত ইতিহাসের ওঠাপড়াকে ধরেছেন ধর্মের বিকাশের ইতিহাস দিয়ে। বলতে গেলে ধর্মের এক ঈশ্বর-নিরপেক্ষ বস্তুবাদী পাঠ তাঁর 'ধর্মাধর্ম' বইটি। এর বিভিন্ন তত্ত্ব পূর্বের পণ্ডিতদের কাজে বিক্ষিপ্তভাবে পাওয়াই যায়, কিন্তু প্রাগৈতিহাসিক থেকে মধ্যযুগ অবধি পুরো ইতিহাসটা একজায়গায় ধরা হয়নি বললেই চলে। ধর্ম আর ভারতের ইতিহাস, দুটোরই যখন অন্তর্জলি যাত্রা চালানো হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, তখন এই বই উল্টে দেখা দরকার, পাল্টানোর কথা ভাবতে হলে।

    প্রকাশ: ২০২৩ | দাম :৭০০ টাকা
  • #১২৭ দক্ষিণ দামোদর জনপদ : কৃষ্ণা মালিক

    জীবনের রূপক হিসাবে নদী সততই দৃষ্টান্তস্বরূপ। এই উপন্যাসের পটভূমি পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর অঞ্চল। দামোদর নদ যেমন বর্ষায় উদ্ভাসিত আর বর্ষান্তরে ম্রিয়মাণ, সময়ের ব্যবধানে এই ক্ষুদ্র ভূখণ্ডটির মানুষের জীবনও সেইরূপ। আপাত বৈশিষ্ট্যহীনতার অন্তরালে এই ভূখণ্ডের একটি অত্যন্ত শ্লাঘনীয় বৈশিষ্ট্য রয়েছে—উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শান্তা যা অকস্মাৎ উপলব্ধি করে—বাংলা ও বাঙালীর গর্বের মঙ্গলকাব্যের মহাকবিগণের অতীত বিচরণভূমি এই অঞ্চল। রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ক্ষেত্রে কিছু নক্ষত্রতুল্য মহামানবের আবির্ভাব নগরজীবন থেকে দূর অন্তরালে থাকা গ্রামীণ এলাকাটিকে অহংকারী করে তুলেছিল একদা—বর্তমান সময় ও প্রজন্ম তা বিস্মৃত হয়েছে। শান্তার চিন্তন ও কলমে সেই বিস্মৃতির আবরণ সরিয়ে অতীত উদ্বোধিত হয়, আর তা প্রাসঙ্গিক হয়ে এসে মানুষের ঘরবাড়ি ও জীবনের হাত ধরে আবহমান কাল।

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৫০ টাকা
  • #১২৬ করোনাকালীন দ্বিতীয় পর্ব : অনুরাধা কুন্ডা

    করোনাকালীন। সময়ের ক্যানভ্যাস। বিস্তৃত, বিপুল-আকার। বহুতলসমন্বিত। শিল্পী অনুরাধা কুন্ডা। কালসমুদ্রের মাঝখানটিতে বসে সময়ের ছবি ধরে রাখার পণ করেছিলেন তিনি। বড কঠিন কাজ। অতি-নৈকট্য আর নৈর্ব্যক্তিকতার আড়াআড়ির কথা কে না জানে। তবু অনুরাধা সুদক্ষ জাদুকরী। সাহিত্য-নাটক-সিনেমা-গান ইত্যাদি বহুশিল্পের অঙ্গনে অনায়াস-চারী। সম্মিলিত ক্রাফটের জাদুছোঁয়ায় অসাধ্যসাধন করেন তিনি। তাল মিলিয়েছে স্বচ্ছ, কাটাকাটা অথচ প্রায়-কাব্যিক গদ্য। সঙ্গে ছিল অনুরাধার লাবডুব জীবনকে অন্তরঙ্গ ভালবাসার বোধ।

    প্রকাশ: ২০২৩ | দাম :৪০০ টাকা
  • #১২৫ ছয়ে রিপু : সৈকত বন্দ্যোপাধ্যায়

    এই গল্পগুলিতে ঋতুর সঙ্গে মিশে যায় রিপু, লোভের সঙ্গে পাপ, কামনার সঙ্গে শাস্তি। হঠাৎ উবে যায় মানুষ, ইতিহাস থেকে উঠে আসে পুরোনো হানাদাররা। শীতবন্দরে দরজায় উপস্থিত হয় গুপ্তঘাতক। দিনের আলোয় হানা দেয় জ্যান্ত পাইথন। যীশুর জন্মদিনে ঘটতে থাকে নানা অলৌকিক ঘটনা। হঠাৎ ছুরি মারতে উদ্যত হয় চেনা প্রেমিকা। রাজনীতি আর যৌনতা মিশে যায়, শান্তিরক্ষকই হয়ে ওঠে খুনি, ফ্রিজের ভিতর শোনা যায় মলোটভ ককটেলের শব্দ, দেবদূত হয়ে উড়ে যায় ভিখিরি, কিন্তু শেষমেশ কোথাও কি পৌঁছয় সবকিছু?

    প্রকাশ: ২০২৩ | দাম :৮০ টাকা
  • #১২৪ বিনাহ বিতাস : একক

    "নিজের লেখা কবিতা দুভাবে বাতিল করা যায়। এক হলো গোল্লা পাকিয়ে ডাস্টবিনে, আরেক: সাজিয়ে গুছিয়ে ছেপে ফেলে"

    প্রকাশ: ২০২৩ | দাম :১০০ টাকা
  • #১২৩ ভৌত খামার : নলিনী বেরা

    ভূত শব্দের আরেক অর্থ অতীতও। ভূতের মতই ইতিহাস আমাদের ঘাড়ে চেপে বসে, তাকে দেখা যায় না, কিন্তু খাঁচার পাখি ভূত শিয়রে বসিয়ে ছোলা খায় নামতা পড়ে, চারঅক্ষরে গালি দেয়। আবার বিশেষ বিশেষ তন্ত্রে সিদ্ধ হলে ভূত নাচিয়ে দেওয়া যায় শ্রেণিশত্রুর ভিটেয়। সারা ইউরোপ তখন ভূত দেখতে শুরু করে! এই আখ্যানে সুদূর মেদিনীপুর থেকে ভূতের চারা এনে কলকাতার পাশে, হাওড়ার ডুমুরজলায় বপন করা হবে। ইউরোপ আমেরিকার বাজারে কিম্বা বাংলারই প্রান্তিক জেলার হাটে ভূতের দাম আছে। কিন্তু কে না জানে হাওড়ার নার্সারির মাল কলকাতাতেই বিকোতে হবে, আবার হাওড়ার অতীত জুড়ে থাকে প্রত্যন্ততর জেলার মাঠ থেকে আহৃত শস্যের চালানের সঙ্গেই। তো আধা-কেরানিয়াল, আধা আলোকপ্রাপ্ত কলকাতার বাজারে কি সেই ভূতের দাম উঠবে আদৌ? কলকাতার বাজারে বিজ্ঞাপন দিতে গিয়ে লেখক দেখা পান কে সি পালের, যিনি গাছের মগডালে উঠে ল্যাম্পপোস্টের সানুদেশে লিখে যাচ্ছেন- সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।

    প্রকাশ: ২০২৩ | দাম :১২৫ টাকা
  • #১২২ অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২ তত্ত্ব, তথ্য ও কিছু কূটকচালি : হীরেন সিংহরায়

    অর্থনীতির জাহাজের খবরে অনাগ্রহী আদার ব্যাপারী পাঠকের মগজে ভাষার জাদুতে ভুলিয়ে ভালিয়ে খানিক অর্থনীতি ঠুসে দেওয়ার কাজটিতে হীরেন সিংহরায়ের জুড়ি মেলা ভার। তবে পাঠক পুস্তিকাটির পাতা ওলটালেই বুঝবেন এ অর্থনীতি সে অর্থনীতি নয়, যা কালেজের ছেলেপুলেরা তাদের মাস্টারদের থেকে গণ্ডূষ ভরে নিয়ে গলায় ঢালে আর পরম মুহূর্তে পরীক্ষার খাতায় উগরে দিয়ে নিজ নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করে।

    প্রকাশ: ২০২৩ | দাম :৮০ টাকা
  • #১২১ অন্ত্যেষ্টিশিল্প ইতিহাস, নৃতত্ত্ব, শিল্পরীতি ও অর্থনীতির প্রেক্ষাপটে : সুদীপ্ত পাল

    "সমাধিতে অতিসজীব ব্যক্তি-পোর্ট্রেট, ব্যক্তিকেন্দ্রিক স্মৃতিফলকের বাহুল্য কি সেই যুগের ব্যক্তিস্বাতন্ত্র্যের স্বাক্ষর? বুদ্ধের নখ আর যীশুর ক্রস নিয়ে গল্পগুলো রহস্য-রোমাঞ্চ সিরিজে জায়গা পাবার মত। এত ঝরঝরে ভাষায় এত ডিটেইল্ড গবেষণা-পূর্ণ লেখা এই বিষয়ে বাংলায় হয়নি হলফ করে বলা যায়।"

    প্রকাশ: ২০২৩ | দাম :২২৫ টাকা
  • #১২০ আলির কবিতা : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

    আলি বলে কিছু হয়না। কিন্তু আলির কবিতার সঙ্গে আছি নয় নয় করে ৩৩ বছর। আয়নায় যখন নিজের মুখ দেখা যায় না তখন কী হয় আমরা জানি। আলির কবিতা আমার কাছে আয়নায় মুখ দেখার সামিল। বিপজ্জনক কিন্তু অনিবার্য। যারা ঝুঁকি নিতে পছন্দ করেন, তাঁরা, কেউ কেউ আলির কবিতা পড়বেন। এটাই আমার অনুমান।

    প্রকাশ: ২০২৩ | দাম :৩৫ টাকা
  • #১১৯ আট পাঠে এক কবি (শঙ্খ ঘোষ) : সম্পাদনা: অভীক মজুমদার, নীলাঞ্জন হাজরা।

    এই বই কবি শঙ্খ ঘোষের পাঠপ্রতিক্রিয়ার সংকলন। কিন্তু এ ঠিক আমাদের চেনা পাঠ নয়। আমরা বাংলা কবিতার স্থানীয় পাঠ এবং প্রতিক্রিয়ায় অভ্যস্ত। স্থানীয় কবি, স্থানীয় সমঝদার ও সমালোচক নিয়ে সে এক ছোট্টো বৃত্ত। কিন্তু জলে টুপ করে পড়া উপলখণ্ডটি যে ঢেউ তোলে, তার তরঙ্গ তো শুধু এই ছায়াচ্ছন্ন ঘেরাটোপেই আটকে থাকেনা। তা যে ধারণার সীমানা ছাড়িয়ে চলে যায় অনেক বেশি দূরে, এই সংকলন তার প্রত্যক্ষ প্রমাণ। শঙ্খ ঘোষের কবিতা নিয়ে এখানে লিখেছেন ভারতের নানা ভাষার প্রতিষ্ঠিত কবিরা। লিপিবদ্ধ করেছেন কবি ও তাঁর কবিতা নিয়ে তাঁদের নিজস্ব পাঠ। কেউ কেউ এঁকেছেন ছবি। সেসবই ধরা থাকল, এই দুই মলাটের মধ্যে। শঙ্খ ঘোষের কবিতা যে শুধু স্থানীয় নয়, তার তরঙ্গ যে বহুদূরের বন্দরেও তৈরি করে নিজস্ব অনুরণন, এ বই তারই সাক্ষ্য দেয়।

    প্রকাশ: ২০২৩ | দাম :১২০ টাকা
  • #১১৮ আমার যৌনতা - দ্বিতীয় খন্ড: ক্যুইয়র কথা কও : সম্পাদনা- ঋষভ

    সে প্রায় দশ বছর আগের কথা। গুরুচন্ডালি থেকে প্রকাশ পেল ঞ্ছআমার যৌনতাঞ্জর প্রথম খন্ড। কানাঘুষো আর ৩৭৭-এর আড়ালে থাকা কিছু মানুষের আত্মকথন। আত্মার কথন। তার পরে গঙ্গা-যমুনা-পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল। একে একে ঘটে গেছে নানান আইনি পরিবর্তন। আইনের চোখে একসময়ের 'অপরাধী'-রা এখন আর অপরাধী নন। অস্ফূটে বলা কথারা আজ অনেক স্পষ্ট। অনেক বাঙ্ময়। কিন্তু, সত্যিই কি পাল্টেছে সময়? কতটা এগিয়েছে ক্যুইয়র মানুষের জীবন? রাষ্ট্রের আইনি অবস্থানের পরিবর্তনের সাথে সাথে সত্যিই কি পালটেছে সমাজের অন্তর্লীন সুর? না কি এ শুধুই আমাদের ভুলে থাকা? কথকতার দেশে, ক্যুইয়র জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি-ভাল লাগা-মন্দ লাগা-স্মৃতিচারণ-স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষার কথকতা শোনানোর জন্য, আবার বছর দশেক পরে আমরা নিয়ে এলাম 'আমার যৌনতা (দ্বিতীয় খন্ড) - ক্যুইয়র কথা কও'... আমাদের কথা, আরেকবার, আমাদের ভাষায়।

    প্রকাশ: ২০২৩ | দাম :১২৫ টাকা
  • #১১৭ চার রঙের উপপাদ্য : ইন্দ্রাণী

    কেবলমাত্র চারটি রং দিয়ে এঁকে ফেলা যায় অসম্পৃক্ত সমরঙের ভুবন। যৎসামান্য অনুভূতি ও আবেগসমূহের ঝুলি নিয়ে প্রতিটি মানুষ ভেসে বেড়ায় বিচ্ছিন্ন প্রাগৈতিহাসিক দ্বীপের মতো, হিমযুগ কিংবা তার অবসানের অপেক্ষায়। তেমনই সামান্য ক'টি চরিত্রের সামান্য জীবন ঘিরে আবর্তিত হয়েছে এই উপন্যাস। ছোটগল্পের মাধ্যমে ইন্দ্রাণীর পরিমিত ও গভীর লেখনীর সঙ্গে পাঠকের পরিচয় নতুন নয়। তাঁর প্রথম উপন্যাসে ইন্দ্রাণী সাজিয়ে তুলেছেন এক বৃহত্তর ক্যানভাসকে, যেখানে কলমে রচনা করা রংকে ছোঁয়া যায় আঙুলে আর চেনা পৃথিবীর মিস্টিক কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ে হিমযুগের নির্জন আলো।

    প্রকাশ: ২০২২ | দাম :১৭৫ টাকা
  • #১১৬ নিজের বিরুদ্ধে : জয় গোস্বামী

    বগটুই এবং তার পরবর্তীকালে আরও কয়েকটি নারীনির্যাতন, ধর্ষণ এবং হত্যার প্রতিক্রিয়ায় জয় গোস্বামী আরও কিছু কবিতা লিখেছিলেন। সেই সবকটি লেখা নিয়ে আমরা প্রকাশ করতে চলেছি আরেকটি বই – ‘নিজের বিরুদ্ধে’। এলাকার প্রভাবশালীদের হাতে আক্রান্ত অসহায় নির্যাতিতা এবং তার পরিজনদের দুরবস্থার এক দলিল হয়ে থাকবে এই কবিতাগুলি। এই লেখাগুলির প্রেক্ষিত সাম্প্রতিক কিছু ঘটনা হলেও, পরিসর আরও ব্যাপ্ত। যে শাসনকাঠামোয় আমরা জীবন কাটাচ্ছি, তার সুযোগ-সুবিধাগুলি নিয়ে দুধেভাতে সংসার প্রতিপালন করছি, সেই কাঠামোর নৃশংসতা নিশ্চিতভাবে আমাদের নিজেদের দিকেও আঙুল তুলে দেয়- এই উপলব্ধির আয়না তুলে ধরেছেন কবি।

    প্রকাশ: ২০২২ | দাম :৩০ টাকা
  • #১১৫ দগ্ধ : জয় গোস্বামী

    লেখালিখির এ কোনো উপযুক্ত সময়ই নয়। একদিকে গ্রাম জ্বলে খাক, সারিসারি পোড়া লাশের গন্ধ। অন্যদিকে গর্দভের রাজত্ব। আকচা-আকচি। কোন প্রতিবাদ মাপে মাপ, রেডিমেড, নাকি দর্জির মর্জিমাফিক, তাই নিয়ে তর্জা। পোড়া লাশ, আর মধ্যরাতের এই যাত্রা নিয়েই গুরুচণ্ডা৯ ছাপছে বই। ছাপছে, কারণ, না ছেপে উপায় নেই। কবিও লিখছেন, কারণ না লিখে উপায় নেই। ভূমিকায় কবি বলছেন, "রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।"

    প্রকাশ: ২০২২ | দাম :১৫ টাকা
  • #১১৪ কুমুদির জন্যে : গুরুচণ্ডা৯

    কুমুদি চলে গেলেন। কুমুদি রয়ে গেলেন তাঁর লেখায়। কুমুদি রয়ে গেলেন স্মৃতিতে।
    স্মৃতিস্তম্ভের স্থবিরতাকে ভালবাসিনি আমরা, চেয়েছি স্মৃতির চলমানতা। অক্ষর বেয়ে বেয়ে পরের প্রজন্মেও পৌঁছে যাক কুমুদি- তারা চিনুক আমাদের কুমুদিকে, ভালবাসুক, লেখা পড়ুক, পড়াক বন্ধুদের। কুমুদিও তাদের চিনতে চাইবেন- বলাই বাহুল্য। স্মিত সহাস্য মুখে জিগ্যেস করবেন- কই, কী লিখচ, শোনাও দেখি। এই সব অলীক চেনাজানাকে বাস্তব করতে গুরুচণ্ডা৯ শুরু করল বার্ষিক 'কুমুদি জন্য গল্প' - কিশোর কিশোরীদের বাংলা গল্প লেখার আয়োজন।
    প্রথম বছরের অংশগ্রহণকারীদের লেখা গল্প প্রকাশিত হল এই বইয়ে। বইয়ের শেষাংশে থাকল বড়দের স্মৃতিচারণ, কুমুদিকে নিয়ে।

    প্রকাশ: ২০২২ | দাম :১২০ টাকা
  • #১১৩ দগ্ধ : জয় গোস্বামী

    লেখালিখির এ কোনো উপযুক্ত সময়ই নয়। একদিকে গ্রাম জ্বলে খাক, সারিসারি পোড়া লাশের গন্ধ। অন্যদিকে গর্দভের রাজত্ব। আকচা-আকচি। কোন প্রতিবাদ মাপে মাপ, রেডিমেড, নাকি দর্জির মর্জিমাফিক, তাই নিয়ে তর্জা। পোড়া লাশ, আর মধ্যরাতের এই যাত্রা নিয়েই গুরুচণ্ডা৯ ছাপছে বই। ছাপছে, কারণ, না ছেপে উপায় নেই। কবিও লিখছেন, কারণ না লিখে উপায় নেই। ভূমিকায় কবি বলছেন, "রামপুরহাটের বগটুই গ্রামে প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদল নিরপরাধ মানুষ। ঘুমোতে যাওয়ার আগে ওরা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, এই ঘুম ভাঙবে না আর। মানুষ পোড়া কটু গন্ধ নাকে নিয়ে যে রাতে ওদের সন্ত্রস্ত প্রতিবেশীরা গ্রাম ছাড়ছে, এই কবিতাগুলি সেই বিনিদ্র রজনীর সন্তান। যে শিশু, যে মা জীবদ্দশায় জানতে পারেনি কোন গোষ্ঠীর হাতে তার বাঁচা-মরার অধিকার ন্যস্ত, এ কবিতাগুচ্ছ তারই নিরুপায় শোকগাথা।"

    প্রকাশ: ২০২২ | দাম :১০ টাকা
  • #১১২ রুনু সাদা না রুনু কালো? : গুরুচণ্ডা৯ এবং বিসংবাদ

    রুণু গুহনিয়োগি সাদা না কালো, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার ব্যাপারই নেই। রুনুর নিজেরও তেমন ছিলনা। নইলে একখানা বই লিখে তার নাম কেউ “সাদা আমি কালো আমি” দেয়না। এসব প্রলাপ অবশ্য ২৫ বছরেরও বেশি আগের। যখন রুনুর বইখানা প্রকাশিত হয়। তার পাতায় পাতায় রুনুর বীরত্ববর্ণনা, পাড়ার ছেনোমস্তানের আত্মজীবনীর কিংসাইজ ভারসান যেন। কিন্তু বছর ২৫ পরে দেখা যাচ্ছে, অত সহজে বিষয়টা ছেড়ে দেওয়া ঠিক হয়নি। এখন আরেকটি আধা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ঘাড়ের উপর নাচছে। “রুনু সাদা না রুনু কালো?” এই আধারেটরিকাল প্রশ্নের খুল্লামখুল্লা জবাব দিচ্ছেন মহাশ্বেতা দেবী, অশোক দাশগুপ্ত, তুষার তালুকদার, সুজাত ভদ্ররা। বইটা আজকের নয়। রুনুর বইয়ের প্রায় সমবয়সী।বিসংবাদ ২৫ বছর আগেই প্রকাশ করেছিল বইটা। তখন সে বই নিঃশেষিত হয়েছিল। ২৫ বছর পরে কানমলার আবার প্রয়োজন হয়েছে। তাই পুনঃপ্রকাশ হল গুরুচণ্ডা৯ এবং বিসংবাদের যৌথ উদ্যোগে।

    প্রকাশ: ২০২২ | দাম :৭০ টাকা
  • #১১১ রসুই ঘরের রোয়াক : স্মৃতি ভদ্র

    ছ বছরের মেয়েটি ঠাকুমা, ঠাকুদ্দা, পিসি, কাকা, আইনুল চাচা, গোলেনুর দাদি, কোহিনূর দাদি সকলের মধ্যে বড় হচ্ছিল। বড় হওয়া তার ঠাকুমার রসুইঘর দেখতে দেখতে। সেই রসুইঘরের অনুপম বর্ণনা এই বইয়ের সম্পদ। খুব নিচু স্বরে কথা বলেন স্মৃতি। অতি নিবিড় তাঁর কথনভঙ্গি। পড়তে পড়তে বুক ভরে যায়। তাঁদের পরিবারের তাঁত ছিল বাহিরবাড়িতে। ভিতরবাড়িতে এক উনুন, এক উঠান, এক অন্ন। বাবা যতদিন বদলি না হচ্ছেন ততদিন এমনই চলছিল। সেই এক উনুনের পরিবারের প্রধান। এই গ্রন্থ নিছক রান্নাবান্নার বই নয়। আরো অতিরিক্ত যা আছে মন ভরিয়ে দেয়। অপূর্ব এক পরিবার, অপূর্ব এক গ্রাম, মাকুর শব্দ, করতোয়া নদী, এক জীবনের শিকড়বাকড়ের কথা তুলে এনেছেন স্মৃতি। এই রসুইঘরে একছত্র আধিপত্য ঠাকুমার। তিনি ভোরে ওঠেন, স্নান সারেন, চা দিয়ে আরম্ভ হয় পরিবারের দিন। স্মৃতির এই বই আরম্ভ হচ্ছে পালং শাকের সুক্ত দিয়ে।

    প্রকাশ: ২০২২ | দাম :২৮০ টাকা
  • #১১০ রুহানি : সুপর্ণা দেব

    পথ আসলে মস্ত গোঁয়ার প্রেমিক, কবি রেহান কৌশিক লিখেছিলেন। সত্যি সে একেবারে নাছোড়! এ সর্বনেশে পথ! মির্জা গালিবও হাড়ে হাড়ে বুঝেছিলেন। জিন্দগী ইয়ুঁ ভি গুজর হী যাতি / কিঁউ তেরা রাহ গুজার ইয়াদ আয়া? জীবন তো এমন ভাবেই বেশ কেটে যেত, কেন তোমার পথের কথা মনে এলো? রবিবাবুকে আর নাই বা উল্লেখ করলাম। পথে চলতে চলতে দুটি বিপরীত আকর্ষণ হয়। আসক্তি আর বৈরাগ্য! আর তার মাঝখানে থাকে একটা অচিন পাখি! এই অচিন পাখির ডানায় ভর দিয়ে আসে মায়া! রুহানির গল্পপথে, কোহরা, মেহরনিগার, আলমিত্রা বা দোলনচম্পা বারবার এসে দাঁড়িয়েছে। বিল্টু দাদুর ছবি আঁকার রং তুলি, হঠাৎ করে হাজির হওয়া ইবন বতুতার ঝোলা, ইউরেশিয়ার তৃণভূমিতে দাস্তানগুরুর জোব্বার ভেতর থেকে মুঠো করে উড়িয়ে দিয়েছে তারা সময় থেকে সময়হীনতার গল্প। হিরামনের ডানার মধ্যে গুটিয়ে থাকা অনন্ত পথকে টেনে এনে নিজেরাই পথিক সেজে বসেছে বারবার।

    প্রকাশ: ২০২২ | দাম :১২০ টাকা
  • #১০৯ সমকামিতা ও বিবর্তন : সুদীপ্ত পাল

    সমকামিতা একটা সময় কার্যত নিষিদ্ধ ছিল। জেল-জরিমানা হত। ঠিক সত্তর বছর আগে, ১৯৫২ সালে বিশ্ববিশ্রুত বিজ্ঞানী অ্যালান টুরিং বিলেতের আদালতে সমকামিতার অপরাধে 'অপরাধী' প্রমাণিত হন। তাঁকে কারাবাস এবং হরমোন-'চিকিৎসা'র মধ্যে, যেটা খুশি বেছে নিতে বলা হয়। টুরিং হরমোন চিকিৎসা বেছে নেন। এবং তারপর এই অত্যাচার সহ্য না করতে পেরে বছর দুয়েকের মধ্যে টুক করে আত্মহত্যা সেরে নেন। নামেই বোঝা যাচ্ছে, বিষয়বস্তুটা কী। তবে একটা কথা বলে দেওয়া ভালো, 'বিজ্ঞান সব জানে, আসুন আপনাকে বুঝিয়ে দিই' এই দৃষ্টিভঙ্গী নিয়ে বইটা লেখা হয়নি। অন্য সমস্ত কিছুর মতোই সমকামিতা প্রসঙ্গেও নানা ব্যাখ্যা আছে। তার কিছু অংশ পরস্পরবিরোধী। ব্যাখ্যা হয়নি, এমন জিনিসও আছে। সবই এসেছে এই বইয়ে। কারণ, ব্যাপারটা একেবারেই এই নয়, যে, 'সমকামিতা বিজ্ঞানসম্মত, তাই একে মেনে নিন'। বরং উল্টো, 'সমকামিতা ঘোরতর বাস্তব, তাই একে স্বীকার করুন, বিজ্ঞানকে দিন ব্যাখ্যা করতে'। মহাবিশ্বের অর্ধেক জিনিসের ব্যাখ্যা আমাদের জানা নেই, তাতে মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করেনা। 'আগে নিঃশ্বাস-প্রশ্বাস বিজ্ঞান সম্মত কিনা জেনে নিই, তারপর প্রশ্বাস নেব' এরকম কেউ আজ অবধি কেউ বলেনি। সমকামিতাকেও সেই ভাবেই দেখতে হবে। এই হল সময়ের দাবী। তার মানে এই নয়, যে, সমকামিতার ব্যাখ্যার প্রয়োজন নেই। বা বিজ্ঞানের আলোকে দেখার দরকার নেই। ব্যাপারটা এখানেও উল্টো। সমকামিতা আছে বলেই, বিজ্ঞানের প্রয়োজন অনুসন্ধানের। এই বইটি সেই অনুসন্ধানেরই অংশ।

    প্রকাশ: ২০২২ | দাম :৩৫ টাকা
  • #১০৮ যে সুচিত্রা সেন কিডন্যাপ হয়েছিলেন : কুলদা রায়

    কুলদা রায় একজন বিপজ্জনক ব্যক্তি। এই জন্য নয়, যে, তিনি বিপজ্জনক কিছু লেখেন। আসল বিপদ তাঁর দেখার ভঙ্গীতে। কত লোকে কত ভাবে দেখে। কেউ আড়চোখে, কেউ সোজাসুজি। কারও দৃষ্টি ঘোরালো, কেউ চোখ পাকিয়ে তাকায়। কেউ কটাক্ষ করে, কেউ রাখে নজরবন্দী। কিন্তু দেখে একই জিনিস। কুলদা রায় এর মধ্যে থেকে এমন কিছু দেখে ফেলবেন, যা ব্যাকরণে নেই। এ কথা সক্কলে জানে, যে, সুচিত্রা সেনকে যখন দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার জন্য চিঠি দেওয়া হল, তখনতিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। কাউকে দেখা দিচ্ছেন না। শোনা যায়, সুচিত্রা সেন তার দরজার নিচে দিয়ে একটি চিরকুট পাঠিয়েছিলেন। লিখেছিলেন, না, তিনি এ পুরস্কারটি নিতে পারেন না। সুচিত্রা সেন সেজে থাকতে তার আর ভালো লাগছে না। ফিনিস। এখান থেকে কুলদা রায় প্রত্যক্ষ করেন, যে, উনি আসলে সুচিত্রা সেন নন। সেজে ছিলেন মাত্র। আসল সুচিত্রা সেন তবে কোথায়? জানার জন্য কুলদার লেখা গল্প পড়তে হবে। তাতে যাই থাক, মোদ্দা কথা এই, যে, সেটা আম পাবলিকের নজরে পড়ে নি। কুলদা বাংলায় গল্প লেখেন। কুলদার বিপজ্জনক দৃষ্টির কারণে, সে গল্প ভারত না বাংলাদেশের, বোঝা ক্রমশ দুষ্কর হয়ে যায়। তার মধ্যে আবার দুমদাম ঢুকে পড়ে ফেসবুক।

    প্রকাশ: ২০২২ | দাম :১৩৫ টাকা
  • #১০৭ অনুদানের লজ্জা : স্বাতী ভট্টাচার্য

    রূপশ্রী, সবুজসাথী, আনন্দধারা, লক্ষ্মীশ্রী। যেন সিরিয়ালের নাম। আসলে পশ্চিমবঙ্গ সরকারের নানারকম অনুদানের প্রকল্প হলে কী হবে, তা নিয়ে যা চলছে তা মেগাসিরিয়ালের চেয়ে কম কিছু না।। ঘোষণার পর থেকে হট্টগোল, আর তর্জা। সে তর্জার একদিকে আছে, "এ তো ভিক্ষের দান"। লাইন দাও, নাম লেখাও, পয়সা পাও। ক্লাবদের পুজোর পঞ্চাশ হাজার টাকা পাইয়ে দেবার সঙ্গে তুলনা চলছে। পারলে বেল-আউটের সঙ্গেও মিলিয়ে দেওয়া হয় আর কী। আর অন্যদিকে আছে, "সরকারের কাজই মানুষের সেবা করা। অনুদান ভিক্ষে কেন হবে, ও তো জনসেবার অংশ।" যেন, জনসেবা মানেই অনুদান। আর এটাই সরকারের একমাত্র কাজ। অনুদানের ব্যাপারটা ঠিক সরলরেখায় চলেনা। তার নানা নৈতিকতা আছে। বিভিন্ন মাত্রার ঔচিত্য অনৌচিত্য আছে। সেসব নিয়েই স্বাতী ভট্টার্যের বই, অনুদানের লজ্জা। এটি আসলে একটি বক্তৃতা। লিখিত আকারে বই হয়ে বেরোচ্ছে এই প্রথম।

    প্রকাশ: ২০২২ | দাম :৩০ টাকা
  • #১০৬ গুল্মদের গল্পসল্প : কমলেশ পাল

    এই সংকলনের সাতাশটি গল্পে জীবনের বয়ে চলা - মূলত প্রান্তিক। প্রতিটি গল্পই যেন আপন মুদ্রাদোষে একলা - কোথাও নরনারীর সম্পর্কের বিচিত্র নকশা, কোথাও প্রান্তিক মানুষের অদৃশ্য শক্তিকে উপরতলার মানুষের গোপন ভয়, কখনও বা তাত্ত্বিক দ্বন্দ্ব গল্পের চেহারা নিয়েছে। কোথাও গল্প সাদামাটা শুরু হয়ে শেষে বিস্ফোরক, কোথাও বা অগ্রজ লেখকের কোনো গল্পের ছায়া চকিতে উঁকি দিয়েই একদম মিলিয়ে গেছে অনন্য ট্রিটমেন্টে। গল্পের শেষ কবিতার রূপ নেয় কোথাও, চিরন্তন সত্যি কথা আশ্চর্য সব উচ্চারণে বলা হতে থাকে বারবার, রোদ-রক্তের বাস্তব থেকে জ্যোৎস্নার মায়ায় ঢুকে পড়ে গল্পের মানবমানবী, আবার নাটকের কুশীলবের দৈনন্দিন ছাপিয়ে স্বপ্নে মঞ্চ আসে - সে নাটকেও মুশকিল আসান হয় না - মঞ্চ অদৃশ্য হয়ে ফিরে আসে ভাঙা আয়না, নায়ক নিজেকেই ভেংচি কাটে। লেখক কমলেশ পাল। এই বিশিষ্ট বর্ষীয়ান কবি প্রচার-উজ্জ্বল হ্যালোজেন বৃত্তের বাইরে মেদুর আলোবাসী। কবিতায় সমর্পিত যাপনের হাত গলে যে কটি গল্প, প্রতিটিই অনন্য। তাদের একত্রে গ্রন্থনা এই প্রথম।

    প্রকাশ: ২০২২ | দাম :১৫০ টাকা
  • #১০৫ সফেদ গাধাটি একা : শুভেন্দু চট্টোপাধ্যায়

    শেষ কয়েক বছর তিনি অল্প সংখ্যক কবিতা লিখেছেন। বিনয়ের বিতর্কিত 'ভুট্টা সিরিজ' ভাব, অর্থ ও অস্থিরতা সহ শুভেন্দুকে অন্য কবিতা লেখার নির্বাসন দিয়েছে। উৎস এটুকু; রূপক, প্রতীক ও ইমেজারি, সর্বোপরি নতুন ভাষা ও সংকেতে রচিত কবিতাগুলো স্বতঃস্ফূর্ত ও মৌলিক। অক্ষরবৃত্ত অটুট, কখনো ভাঙচুর, তবু স্বীয়। সেক্সুয়ালিটি বিষয় করে লেখা কবিতার কপালে দুর্ভোগ অনেক। সবদিকে প্রতিকূল, সর্বার্থে ঝুঁকিপূর্ণ এই পরিসরে শুভেন্দু সওয়ার হয়ে স্থির। তাঁর যাত্রা আপাত-সুগম নয়।

    প্রকাশ: ২০২২ | দাম :৩৫ টাকা
  • #১০৪ অরূপ বৃন্দাবন ও অন্যান্য পদ : সোমনাথ রায়

    মধ্যযুগ ছিল অন্ধকার, তারপর জল পড়িল, পাতা নড়িল, ফুল ফুটিল এবং সিরাজ বধ করিয়া, সগর্বে য়ুরোপ আসিয়া বাংলাকে গ্লোবাল করিয়া জ্ঞানের আলো দেখাইল, সোমনাথ এইসব ঢপেচ্চ্পেও বিশ্বাস করে না। সে রামপ্রসাদের ভক্ত। প্রগতি নামক লিনিয়ারিটিকে এন্তার দুচ্ছাই করে, বোধহয় একটু বেশিই করে। ইংরেজ এসে বাংলায় স্বর্গের সিঁড়ি বানিয়ে দিয়েছিল, সেই পাশ্চাত্য সিঁড়ি দিয়ে আমরা ক্রমাগত উপরে উঠে একদিন মেঘ ও ইনস্যাট ছাড়িয়ে সুখের সপ্তম স্বর্গে পৌঁছব, এতে সে বিশ্বাস করে না। মধ্যযুগের বাংলার সমৃদ্ধি শুধু সাংগীতিক বা আধ্যাত্মিক ছিল না। আমরা জানি পৃথিবীর অর্থনীতির সামনের সারিতে ছিল চৈতন্যমণ্ডিত বাংলাদেশ। উৎপাদনের শীর্ষে উঠতে রাষ্ট্র-সমাজের দ্বন্দ্ব, জাতিদ্বেষ, ব্যক্তিগত লোভ হিংসা এইসব সমস্যার সমাধান তাকে করতে হয়েছিল নিশ্চয়ই। যেমন আবশ্যিকভাবে এসেছিল এলিয়েনেশন, কমোডিটি ফেটিশ প্রভৃতি প্রশ্নগুলির উত্তর খোঁজা। হরিবিরহের বাংলা উপলব্ধি করেছিল না-পাওয়াও এক বড় অর্জন এবং সেই অর্জন সমন্বয়ের। সেই অর্জন তাকে দিয়েছিল বৃন্দাবনের উপাসনার অধিকার। এইসকল আলোচনা পাওয়া যাবে প্রকাশিতব্য বই "অরূপ বৃন্দাবন ও অন্যান্য পদ"-এ।

    প্রকাশ: ২০২২ | দাম :৫০ টাকা
  • #১০৩ করোনাকালীন : অনুরাধা কুন্ডা

    করোনা চলছে। জীবনও। এই ভয়ানক অতিমারী কালেও, লাখে লাখে পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার দিনেও, অজস্র মৃত্যুমিছিল, অনন্ত লকডাউন, পেরিয়েও চলছে নয়া স্বাভাবিকতা। নিউ নর্মাল। মুখোশ যেখানে অঙ্গভূষণ, কিন্তু থেকে যায় চোখের ইঙ্গিত। সিনেমাহল বন্ধ, প্রেক্ষাগৃহে লালবাতি, কিন্তু কোন অনন্ত সময়ের পিছন থেকে উঁকি দিয়ে যায়, সেই কবে মরে যাওয়া দিব্যা ভারতী। বাড়ি থেকে পালিয়েছিল জুহি। তার শরীর ভারি, কিঞ্চিৎ বাতিল হওয়া দিব্যার মতো। হিরোইন হওয়া কপালে নেই, প্রেমিক সটকেছে, কিন্তু ক্লায়েন্ট আছে এই করোনাকালেও। বন্ধ আছে উড়োজাহাজ, রিসর্ট কিন্তু খোলা। এই হোটেলের মালিক নাকি সুনীল শেট্টি। তাকে কখনও দেখা হয়নি, কিন্তু ভাইরাস দেখা হয়ে যায় জুহির। জ্বর আসে ধুম। অসমাপ্ত কনস্ট্রাকশানের নিচে জ্বরে হাত পা কাঁপে। ঘোরের মধ্যে ভাত আর সর্ষের তেলের গন্ধ পায়। কাউকে ফোন করার কথা মনে পড়ে না। শুধু মায়ের গন্ধ পায়। মায়ের চোখদুটো শ্যামাদিদির মত। অনুরাধা কুন্ডা করোনাকালের এই জীবন এবং মৃত্যুকে লিপিবদ্ধ করেছেন।

    প্রকাশ: ২০২২ | দাম :২৩০ টাকা
  • #১০২ হননকাল : প্রতিভা সরকার

    এ এক অদ্ভুত সময়। এ এক হননকাল। পৃথিবীতে কালান্তক করোনার আক্রমণের বাইরেও ঘটে চলেছে একটানা প্রাণঘাতী হননযজ্ঞ। না, ভাইরাস না। ভাইরাস মানুষের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, তা রীতিমতো আনুষ্ঠানিকভাবে মানুষেরই নিয়ন্ত্রণে। রাজনৈতিক নেতৃত্বে, সম্পূর্ণ পরিকল্পনামাফিক ভাবে নিত্যদিন ধ্বংস করা হচ্ছে, জল, জঙ্গল আবাসভূমি। এ এক অদ্ভুত সময়, যখন সাড়ম্বরে ধ্বংসসাধনের নাম দেওয়া হয়েছে উন্নয়ন, বন্যাকে চিরস্থায়ী করার নাম হয়েছে বন্যানিয়ন্ত্রণ, উচ্ছেদকে বলা হচ্ছে নগরায়ন, আর কর্পোরেট শকুনের নাম বেদান্ত। ঢাকঢোল পিটিয়ে এইসব নিত্যনতুন নামের আবাহন চলছে। চলছে ডিজে সহযোগে লাগাতার ভাসানগীতির উদযাপন। আর এই মহাধামাকার নিচে চাপা পড়ে যাচ্ছে, প্রান্তজনের মিহি আর্তনাদ। উন্নতির উৎসব চলছে দিগ্বিদিকে। প্রতিভা সরকার, ধবংসের এই রাজসূয় যজ্ঞের কথা লেখেন। কর্পোরেট বুটের নিচে চাপা পড়া আর্তনাদের কথা লেখেন। তিনি নিয়মগিরির লুঠেরাদের কথা লেখেন। মানুষ, পরিবেশ, সরকার, কর্পোরেটকে ঘিরে, যে ধ্বংসযজ্ঞ চলছে, এবং চলেই যাচ্ছে, প্রতিভার এই বই তারই বিবরণ। কিছুটা তথ্য, কিছুটা অভিজ্ঞতা মিলিয়ে-মিশিয়ে তৈরি হয়েছে, উন্নয়নের নিচে যে অন্ধকার, যে ডালে বসে আছি, সেই ডালই কেটে ফেলার বাহারি আহাম্মকির বিজ্ঞাপনের যে আড়ম্বর, নিজের আবাসস্থল নষ্ট করে ফেলার বাহাদুরির যে আস্ফালন, তারই আখ্যান।

    প্রকাশ: ২০২২ | দাম :১১০ টাকা
  • #১০১ বাঙালির খাপছাড়া ইতিহাস : সৈকত বন্দ্যোপাধ্যায়

    এই বইটিতে চারটি লেখার সমাহার। খুব গোদাভাবে বললে, দুটি রাজনীতির ইতিহাস প্রসঙ্গে, অন্য দুটি সংস্কৃতির রাজনীতি প্রসঙ্গে। মোহনদাস করমচাঁদ গান্ধী ও সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক মতপার্থক্য, বাংলা ভাগ, হিন্দি সিনেমার সফলতা ও বাংলার বিফলতা এবং টিভি সিরিয়ালের হাল - এই বিষয়গুলিকে এমনভাবে দেখা হয়েছে, যা বস্তুত বাংলা ভাষায় আগে কখনও হয় নি। উপরোক্ত পংক্তিটি বিজ্ঞাপনমূলক নয়, পরিচিতিমূলক। আর, এই বইটিতে সুখপাঠের হদিশ মিলবে না।

    প্রকাশ: ২০২২ | দাম :৬০ টাকা
  • #১০০ দিল্লি হত্যাকান্ড ২০২০ : সোমনাথ গুহ

    সিএএ আইন প্রবর্তনের পর শাহীনবাগ এবং তৎপরবর্তী যে 'দাঙ্গা' হয়েছিল মাত্র দুবছর আগে, ২০২০ সালে, পরবর্তী দুবছরের করোনা পরিস্থিতিতে সেকথা অনেকটাই চাপা পড়ে গেছে। অথচ ভয়াবহতার নিরিখে এই ঘটিয়ে তোলা 'দাঙ্গা' অন্যান্য গণহত্যাগুলির চেয়ে কম কিছু নয়। 'দাঙ্গা' চলাকালীন, ২৭শে ফেব্রুয়ারি, কিছু সমাজকর্মী দিল্লির কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা দেখেন, যে, পদ্ধতি এবং প্রকরণে নির্দিষ্ট সংখ্যালঘু জনগোষ্ঠীকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তোলা হয়েছিল দিল্লিতে, তা ২০০২ এর গুজরাত বা ১৯৮৪ র দিল্লির 'দাঙ্গা'র থেকে পৃথক কিছু নয়। হত্যার সংখ্যা নিঃসন্দেহে অনেক কম, কিন্তু পদ্ধতি এবং নৃশংসতা একেবারে এক। এইসব টুকরো-টুকরো রিপোর্ট, ধারাবিবরণী এবং আরও অনেক কিছু জুড়ে সোমনাথ গুহ ধরেছেন দিল্লির দাঙ্গার ইতিহাসকে। যা মাত্র দুবছর আগে ঘটলেও, মনে হয় যেন অনেক আগের কথা। সেই কারণেই এই ইতিহাস বারংবার পড়া দরকার।

    প্রকাশ: ২০২২ | দাম :০ টাকা
  • #৯৯ ৪৬ হরিগঙ্গা বসাক রোড : শক্তি দত্ত রায়

    ডিহং, ডিবং, গাবরু বাংলা সাহিত্যে তত বিখ্যাত নয়। ক্ষীণতোয়া মনু নদীর নাতি পুতিও বর্তমান, তাই বা কে জানত? সেসব নদীর জলে সময়ের ছায়া কেমন ভাবে পড়েছিল তাও আমরা সম্যক জানি না। ময়মনসিংহের ঠুনকি, মানকি বা আৎকা পীরের বিষয়েও আমাদের জ্ঞান সীমিত। ভারত ভূখন্ডে পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, আসামের বাঙালীদের জীবন কেমন ছিল? আমরা জানিনা। ঈশান কোণের ভারতবর্ষ, আমাদের ভূগোলের বাইরে, তার ইতিহাসও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে পাওয়া যায়না। আমরা 'মেঘে ঢাকা তারা' জানি, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কলোনির বেদনা জানি। গ্রাম বাংলার পথের পাঁচালি জানি, নাগরিক টানাপোড়েনের সাত-পাকে-বাঁধা জানি। কিন্তু উত্তর-পূর্বের আখ্যান জানিনা। সেখানে ষাট সত্তরের দশকে মফস্বলের স্কুলে চাকরি নিয়ে আসা একটি মেয়ের জীবন আবর্তিত হত কোন অক্ষের চারদিকে? কেমন করে চলতো জীবন, বেঁচে থাকা? পূর্বনারীর স্মৃতিতে খোদাই করা থাকলেও সেসব আখ্যান ইতিহাস বইয়ে সুলভ নয়। '৪৬ হরিগঙ্গা বসাক রোড' এই অভাব কিছুটা কমাবে বলেই আমাদের আশা। প্রবীণা লেখিকা বলেছেন "ব্যক্তিজীবনে যদি সময়ের ছায়া পড়ে, তাহলেই আর, নাহি মা ডরি শমনে"।

    প্রকাশ: ২০২২ | দাম :১৪০ টাকা
  • #৯৮ সূর্যমুখীর এরোপ্লেন : ইন্দ্রাণী

    ইন্দ্রাণীর সাধনা নৈঃশব্দের। বাক্য নিক্তি মেপে। আখ্যান ছেনি হাতুড়ি দিয়ে কোঁদা। সেও এক ম্যাজিক, তবে অন্ধকারের। যেখানে পৃথিবীর কিমাকার ডায়নামোর পরে মহীনের ঘোড়ারা ঘাস খেতে আসে, এ সেসব এলাকার কাহিনী। হুড়োহুড়ি, গুঁতোগুঁতিতে ইন্দ্রাণী নেই। তার বাইরের যে অন্ধকার ইন্দ্রাণীর ম্যাজিক সেই অঞ্চলের। একাকী অভিযাত্রীর নৈঃশব্দের উড়ান তো একটুতে শেষ হবার নয়। নিঃস্তব্ধতার অনুরাগী যাঁরা আছেন, তাঁরাও এই যাত্রার সঙ্গী। তাঁদের জন্যই এই লেখা। যাঁরা পড়বেন, তাঁরা তৈরি থাকুন, কারণ এ বই পড়ারও প্রস্তুতি লাগে।

    প্রকাশ: ২০২২ | দাম :১৩০ টাকা
  • #৯৭ বঁধু, The Bride : Archan Mukherjee

    যার প্রতিটা পাতা ওল্টালে মনে হবে - "এ কি কেবলই ছবি, শুধুই পটে লিখা..."। ছবি তো শুধু ছবি নয়, আঁধার রাতের একলা ঘরে কমলিকা খুঁজে ফিরেছিল সকল রাজার রাজাকে, তাই মনে হয় " রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর / প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর," আর সেজন্যই কিছু ছবির নির্বাক রূপের অব্যক্ত কথাও কখনও কখনও "অঙ্গে অঙ্গে বাঁশি বাজায়"। প্রেম নাকি বন্ধুতা বন্ধুতা নাকি ভালবাসা, এ এক অদ্ভুত টানাপোড়েন। রাধা নাকি মীরা, প্রেম তো আসলে সাধনা, জীবাত্মার থেকে পরমাত্মার মধ্যে হারিয়ে যাওয়া...

    প্রকাশ: ২০২২ | দাম :৫৫০ টাকা
  • #৯৬ নিমো গ্রামের গল্প : সুকান্ত ঘোষ

    নিমো গ্রামের ছেলে সুকান্ত তার গাঁয়ের কথা লিখেছেন। ১০০% পিওর ন্যাকামি বর্জিত। কাব্যিক কুয়াশায় পিয়াল শাখে নীলকণ্ঠ পাখি মধুপান করে না, দিব্বি ঘোড়ানিম গাছে হাঁড়িচাচা কচর মচর করে গুবড়ে পোকা খায়। একেবারে ধরা ছোঁয়ার জগত। কাদা মাটির দুনিয়া। কোনো পোলিটিকালি সুসিদ্ধ ভ্যানতাড়া নেই, চাষার ব্যাটা চাষাকে অন্নদাতা বলার মতন বাবুগিরি তার পোষায় নি। একসাথে বড় হওয়া গাঁয়ের ছেলেপুলেরা ফিস্টি করে, মাতাল হয়, গাব্দা বুমবক্সে হিন্দি গানের সাথে হুলিয়ে নাচে, সারাজীবন একই কাজ করেও গাঁয়ের দর্জির সেলাই করা প্যান্টে ঝুল কম বেশি হয়, প্রেমে পড়ে, সংসার হয়। অজস্র জীবন। রোজকার সুখ দুঃখ। সব মিলিয়ে উপচে পড়ে বেঁচে থাকার হাজার মজা। এই বই পড়লেই, পাঠকেরা নিমো গ্রামের মানুষ বনে যায়, অসাড়েই। এমনই তার ম্যাজিক।

    প্রকাশ: ২০২১ | দাম :৩৩০ টাকা
  • #৯৫ করোনার দিনগুলি : ড: ঐন্দ্রিল ভৌমিক

    এই তো কটা দিন আগের কথা। অথচ এর মধ্যেই মনে হয় অন্য এক জন্ম। তখনও করোনাকে কেউ চোখে দেখিনি। জিনিসটা বাঘ, সিংহ, নাকি দাড়িওয়ালা রাম ছাগল- কিচ্ছু বুঝতে পারছিলাম না। শুধু শুনছিলাম, প্যান্ডেমিক, লকডাউন, কোয়ারান্টাইন এই সব কমিউনিটি মেডিসিনের একাডেমিক শব্দ। তাল মেলাতে পারছিলাম না। নিত্য নতুন চমক। আজ জনতা কারফিউ তো কাল থেকে পুরোপুরি লকডাউন। আজ স্বাস্থ্যকর্মীদের ঘণ্টা বাজিয়ে সংবর্ধনা, হেলিকাপ্টার থেকে পুষ্পবৃষ্টি তো কাল গালি দিয়ে পাড়া ছাড়া করা। অত্যন্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। আর আমি ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার সব কিছুর দর্শক হয়ে গেলাম। অনেক কষ্টে জোগাড় করলাম একটা এন৯৫ মাস্ক, এক বোতল স্পিরিট। আমার বিশ্বস্ত বাহনে চেপে খুপরিতে ঘুরে ঘুরে রোগী দেখতে থাকলাম। রোগী কম থাকায় হাতে বেশ সময় থাকছিল। লিখতে শুরু করলাম রোজনামচা। আমি গল্পওয়ালা। সব ঘটনাতেই গল্প খুঁজে বেড়াই। জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখতে বললে ঘাবড়ে যাই। তাই রোজনামচায় কোনো জ্ঞানের কথা ছিলো না। ছিলো যা প্রতিদিন দেখছি সেই সব গল্প। রোগীদের গল্প। সেইসব ছাই পাঁশ লেখা বড় যত্নে একত্রিত করে গুরুচন্ডা৯ বের করেছে, ‘করোনার দিনগুলি’। এই বইয়ের কোনো সাহিত্য মূল্য নেই। কোনো মহৎ উদ্দেশ্য নেই। বই পড়ে জ্ঞানবৃদ্ধির কোনো সুযোগ নেই। আছে শুধু লকডাউন এবং আমফান পরবর্তী সময়ে কয়েকটি মানুষের জীবনের সুখ দুঃখের গল্প আর এক খুপরিজীবি চিকিৎসকের ঘ্যান ঘ্যান।

    প্রকাশ: ২০২১ | দাম :১১০ টাকা
  • #৯৪ অতিমারী নিয়ে মারামারি : ড: জয়্ন্ত ভট্টাচার্য

    এক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাইরাস। এক অদৃশ্য শত্রু। আর তার জেরেই পাল্টে গেল তামাম দুনিয়া, আমাদের দৈনন্দিন যাপন। বিশ্বব্যাপী তাণ্ডবে প্রাণ হারালেন অগণিত। রুজি গেল ততোধিকের। শত্রু ভাইরাসকে আমরা এখন একটু বেশি চিনি। কিন্তু একবার মনে করুন তো একেবারে গোড়ার দিকের কথা। একটি করে সংক্রমণের খবর আসছে আর আতঙ্কে শিউরে উঠছি আমরা। মানুষে মানুষে অবিশ্বাস। দেশে দেশে পারস্পরিক দোষারোপ, বিদ্বেষ। সন্ত্রস্ত মানুষ জীবন বাঁচাতে নিজের ঘরে সেঁদিয়ে যাচ্ছেন। জীবিকার কথা তখন গৌণ। সেই অন্ধকারময় দিনগুলোতে একমাত্র সম্বল ছিল সঠিক বিজ্ঞানভিত্তিক তথ্য। আর সেই তথ্য সরবরাহের দায়িত্ব যখন তুলে নেন এক অভিজ্ঞ চিকিৎসক-প্রাবন্ধিক, তখনই গাঁথা হতে থাকে চলমান ইতিহাসের একটি একটি করে ইঁট। আমরা জানতে পারি অতিমারীর বিজ্ঞান, তার ইতিহাস, তাকে ঘিরে রাজনীতি ও তার বিশ্বায়নের কথা।

    প্রকাশ: ২০২১ | দাম :১১০ টাকা
  • #৯৩ ফেসবুক: মুখ ও মুখোশ : অর্ক দেব, পরঞ্জয় গুহঠাকুরতা, সিরিল স্যাম

    আমরা যারা সামাজিক মাধ্যমের আলোকিত বৃত্তে ঘোরাফেরা করি, তারা সবাই হোয়াটস-অ্যাপ ইউনিভার্সিটির নাম জানি। সামাজিক মাধ্যম, ভারতবর্ষে বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক কীভাবে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে, তাকে কীভাবে কৌশলে ব্যবহার করা হচ্ছে বিভেদ তৈরির কাজে, নির্বাচনের কাজে, এমনকি দাঙ্গা লাগানোর সদুদ্দেশ্যে, সেও আমরা মোটামুটি জানি। কিন্তু কী তার গভীর রহস্য, ব্যবহার করা হচ্ছে, না, করতে দেওয়া হচ্ছে, নাকি এতেই সামাজিক মাধ্যমগুলির ফায়দা, সেই বিশদতায় আমরা চট করে ঢুকিনা। কারণ, তাতে আমাদের অস্তিত্ব নড়ে যাবারই বিরাট সম্ভাবনা। আমরা যারা সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করি, তারা পরঞ্জয় গুহঠাকুরতার নামও জানি। জানি, তিনি ঢুকেছিলেন এর গভীরে। সিরিল স্যামের সঙ্গে লিখেছিলেন আস্ত একটি গবেষণামূলক বই। এবং সঙ্গত কারণেই তিনি বিপদের খাঁড়া মাথায় নিয়ে নড়াচড়া করছেন। ইংরিজিতে লেখা সেই বইটির নাম ছিল, দা রিয়েল ফেস অফ ফেসবুক, যা একই সঙ্গে বিপজ্জনক ও বেস্টসেলার।

    প্রকাশ: ২০২১ | দাম :১৬০ টাকা
  • #৯২ রুকুর গ্যালাক্সি : বিনায়ক রুকু ভট্টাচার্য

    'রুকু বড় হচ্ছে কিন্তু বুদ্ধি বাড়ছে না' | বাড়লেই কি হবে | রুকুর নৌকো নেই Kayak নেই | 'কেটলি কেবিন ঘর' নেই | সমুদ্রে তোলার পাল নেই, হাল নেই | নোনতা জলে চিনি মিশিয়ে শরবত, বৃষ্টি শাওয়ার চালিয়ে গামলা সমুদ্র ভরি | কচুবন জলে ভাসে | ঝিঁঝিঁ পোকা সাঁতারে |

    প্রকাশ: ২০২০ | দাম :১৫০ টাকা
  • #৯১ A Silent Saga : colonial Calcutta caught in camera : অর্চন, অভিজিৎ, জয়দীপ ও চন্দ্র

    ঔপনিবেশিক কলকাতা / কিছু নৈঃশব্দের আখ্যান Are calendars just to mark dates or to follow up with anniversaries? Can a calendar transcend time? If you think yes, then your belief is valid. Kolkata based Archan Mukherjee has come up with a unique calendar which will take you back to the colonial period of Kolkata (Calcutta), yet make perfect relevance to the present day.

    প্রকাশ: ২০২০ | দাম :২৫০ টাকা
  • #৯০ এখন মৃত্যুর ঘ্রাণ : অমর মিত্র

    একলা নারীটি বন্ধ ফ্ল্যাটে বসে সঙ্গ চায়, মেঘের কথা ভাবে, ভাবে বৃষ্টিদিনের কথা। আর এসবের মধ্যেই পুলিশি প্রহরায় সবুজ ফসলী জমি হাতছাড়া হয়ে যায় কৃষকের। অনন্তদৈর্ঘ্যের ক্যাসেটের ফিতের মতো সমস্ত জড়িয়ে একাকার হয়ে যায় এই অদ্ভুত সময়ে, বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর ঘ্রাণ, এই আশ্চর্য উপন্যাসে, নতুন কলেবরে, গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত হতে চলেছে ২০২০ র বইমেলায়। (প্রচ্ছদ : চিরঞ্জিত সামন্ত)

    প্রকাশ: ২০২০ | দাম :১১০ টাকা
  • #৮৯ বাকি অংশ বিজ্ঞাপন বিরতির পর : অর্ণব সাহা

    বাস্তবতা এবং ফ্যান্টাসি এখানে হাতে হাত ধরে চলে। নিঃশেষে ফুরিয়ে যাওয়া আর দুর্দমনীয় বেঁচে থাকা কোলাজের মতো থাকে পাশাপাশি। চলনে থ্রিলারপ্রতিম, গড়নে তন্বী, গতিতে ধাবমান অশ্বের মতো দ্রুত এই আখ্যানকে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে রাজনীতি, কারণ রাজনীতি ছাড়া সমসাময়িকতা অর্থহীন। (প্রচ্ছদের মূল ছবি ইন্দ্রনীল সাহার। সহযোগিতায় সায়ন করভৌমিক।)

    প্রকাশ: ২০২০ | দাম :১১০ টাকা
  • #৮৮ প্রলাপ নদীর কথা : অনিন্দিতা গোস্বামী

    জীবন কেবলই ছায়া ও মায়া ঘেরা শান্ত বৃষ্টিচ্ছায় অঞ্চল নয়, বরং এক হাঁটাপথ, যেখানে বুনো ফুলের পাশেই উঁকিঝুঁকি মারে নাগরিক কাঁটাতার। পেলবতা আর ক্রুরতা থাকে মিলেমিশে। নরম আলপনা আর কাটা-কাটা সরলরেখার যোগফল যে জটিল আঁকিবুঁকি তৈরি করে, তার নামই জীবন। তার নামই উপন্যাস, কারণ জীবন আর উপন্যাস আলাদা কিছু নয়। (প্রচ্ছদের মূল ছবি ইন্দ্রনীল সাহার। সহযোগিতায় সায়ন করভৌমিক।)

    প্রকাশ: ২০২০ | দাম :৮০ টাকা
  • #৮৭ পেন্ডুলাম : জয়ন্ত দে

    জয়ন্ত দে একজন মায়াবী কথাকার। হয়ত বা মায়ার আবরণেই তিনি পাঠককে বেঁধে রাখার কৌশল আবিষ্কার করেন। সেখানে যুক্ত হয়ে যায় এক অপরূপ গদ্যভাষা। আবার প্রয়োজনে জাদুবাস্তবতারও আশ্রয় নেন। তাই ‘পেণ্ডুলাম’, ‘আজিবলাল ও সুন্দরী’-র মত গল্প অন্য মাত্রা পায়। কিন্তু এই মায়ার অন্তরালে অন্তঃশীলা থাকে চাপা নিষ্ঠুরতা। একটি ঘড়ির গল্প কীভাবে যেন সাম্প্রদায়িক হিংসার উৎসমুখ খুলে দেয় চুপিসাড়ে, আমরা বুঝতেও পারি না। কখন আধুনিক দেবদাস হাতে তুলে নেয় হন্তারক ছুরি, তা আমাদের অজ্ঞাত থেকে যায়। অপরিদৃষ্ট মানববৃত্তির জলছবি আঁকতে আঁকতে জয়ন্ত দে আসলে মানবিকতার পলেস্তারা খসিয়ে দেন এক লহমায়, মানবমনের গূঢ়তলচারী বিকারকে তাঁর লিখনবিশ্ব করে তোলেন। মানুষ ও সমাজের সেই আশ্চর্য যৌক্তিক বিপর্যয় তার সমস্ত ট্র্যাজেডি নিয়ে পাঠকের সামনে।

    প্রকাশ: ২০২০ | দাম :১১০ টাকা
  • #৮৬ ফরিশতা ও মেয়েরা : প্রতিভা সরকার

    ভিশতিওয়ালার যে লোককথায় মিশে গেছে একদিনের জন্য আগ্রার সিংহাসনে বসার খোয়াব, তার বিপরীতপ্রান্তে দাঁড়িয়ে থাকে বেপর্দা নাপাক নারীর আখ্যান। দুই নারীর মৃতদেহ একসংগে যেখানে ডুব দেয় অনন্ত বালিখালের গহীনে, যেখানে জলঝাঁঝির বিছানা প্রস্তুত হয়ে থাকে অভ্যর্থনার জন্য, সেই নদীর ধারেই সম্ভবত রাত হলে দেবদাসীর কোলে মাথা রেখে শুয়ে পড়বে মানুষ। গল্পের পর গল্প জুড়ে প্রতিভা সরকার নির্মাণ করে গিয়েছেন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ উপমহাদেশের কাহিনী, যার পরতে পরতে মিশে থাকে কারবালার প্রান্তরে রক্তপাত থেকে পরশুরামের কুঠারে জননীর ছিন্নমুণ্ডের উপাখ্যান। সেই উপাখ্যানের গর্ভে জন্ম নেয় দলিত আত্মশক্তি নির্মাণের অধ্যায়, অথবা সোনাগাছির কথকতা। তার সংগে সংগত রেখেই ফরিশতার হাতে হাত রেখে মানুষের দল ঘুরে চলে মালদহ থেকে তামিলনাড়ু হয়ে কাঁসাইয়ের চর পর্যন্ত।

    প্রকাশ: ২০২০ | দাম :৯০ টাকা
  • #৮৫ হেনরীদ্বীপের পরণকথা : অভিজিৎ সেনগুপ্ত

    হেনরীদ্বীপের ঠিকানাহীনতায় এক মানুষের বেঁচে থাকার চেষ্টা ও সেই চেষ্টার মূল্য চোকাতেই কোনো নিরুদ্দেশে তার বিলুপ্ত হয়ে যাওয়া, আর সেই লুপ্ত পুরুষের জন্য এক নারীর গহন হৃদয়ের সন্ধান - এই হল এই উপন্যাসের মর্মকথা

    প্রকাশ: ২০২০ | দাম :১২০ টাকা
  • #৮৪ চ্যুত; লুনাটিক : দীপাংশু আচার্য

    প্রচ্ছদ ডিজাইন: অনীশ কয়াল
    প্রচ্ছদে ব্যবহৃত ফটোগ্রাফ: সন্দীপ সমাদ্দার (পান্তু)
    প্রচ্ছদে ব্যবহৃত আঁকিবুঁকি: দীপাংশু আচার্য
    প্রচ্ছদ সহায়তা: সায়ন কর ভৌমিক
    কবিতাগুলির রচনাকাল: ২০১৬ থেকে ২০১৮

    প্রকাশ: ২০২০ | দাম :৪৫ টাকা
  • #৮৩ বিশ্বাসের কাছে নতজানু : চিরশ্রী দেবনাথ

    এতক্ষণ দম চেপে রেখে যে লেখাগুলো পড়লাম, এখন এই ষোলো পাতার কবিতাদের হালকা চলন দেখে ভাবছিলাম হয়তো রিলিফ পাব একটু। কিন্তু, তা নয়। পড়ছি, ‘তবু মনে হয়, আমাদের ছেলেরাও একদিন তুলে নিয়ে যাবে/সব ফাটা গোড়ালির মেয়েদের,/আচ্ছন্ন শীতে সেই মেয়েরা বিবাহ তুলে দেবে ছেলেদের হাতে।’ পড়ছি, আর কেবলই ভাবনার জন্ম হচ্ছে। যেমন, ‘বেহালাবাদক’ নামের কবিতাটিতেই দেখুন না, ‘কবিতায় প্রতিবাদ হারিয়ে গেলে, জেগে ওঠো শ্লোগান/শ্লোগান হারিয়ে গেলে, আগুনের কাছে জখম নাও’, বর্ণনা পার হয়ে বিকল্প বর্ণনা তৈরি হচ্ছে। যেমন, ‘বড়দিন’ কবিতায় জীবনানন্দের ধানসিড়ি নদীকে অন্যতর মাত্রা দিচ্ছেন এই কবি। আঁতিপাঁতি করে এই ফুরফুরে চেহারার বইটিতে প্রেম খুঁজতে গিয়ে পড়ে ফেললাম, ‘ভালোবাসায় ছিলাম বলে কিছু লেখা হয়নি, লেখা যায়নি/সময় লাগবে, অনেক সময়, এই বিজন স্রোত বয়ে নিয়ে যেতে হচ্ছে একা,/কেন যে জানি না... ’

    প্রকাশ: ২০২০ | দাম :২০ টাকা
  • #৮২ সৌম্য যেভাবে আকাশ দেখেছিল : মণিশঙ্কর বিশ্বাস

    চলে এসেছে। সমস্ত ট্র‍্যাফিক রুলস, ধুলো, শীতঘাম, নুনজল, গার্গল, থ্রোট ইনফেকশন, একটা বই থেকে আরেকটা বইয়ের অল্পবয়সী দূরত্ব, 'মহাকবি'দের সতর্কবার্তা ইত্যাদি সবকিছু পার করে সে এসেছে।

    প্রকাশ: ২০২০ | দাম :২০ টাকা
  • #৮১ মন্দ সাইদাতি : জারিফা জাহান

    প্রথম কবিতার বই, ২০২০ বইমেলায় প্রকাশিতব্য গুরুচন্ডা৯ থেকে। এযাবৎকাল যেটুকু লিখেছি, বলা ভাল লেখার চেষ্টা করেছি, তাদের আদৌ মলাটবন্দী হবার কতটুকু যোগ্যতা আছে তা পাঠকই বলতে পারবেন। 'সাইদাতি' অর্থ ম্যাডাম। নিজেকে কখনাই 'ভাল মেয়ে'র সংজ্ঞায় খাপ খাওয়াতে পারি না, প্রসঙ্গ যখন 'মাওলা মেয়ে'। বোরখা পরানো টু কম পড়াশোনার সমস্ত ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে মেয়েদের পিছিয়ে রাখার মগজধোলাইকে গালভরা নামে বাজারে বিক্রির প্রসঙ্গে লেখা হয়েছে একেকটা লেখা। সেগুলো কবিতা হিসেবে কতটা গ্রহণযোগ্য তা অবশ্য পাঠপ্রতিক্রিয়াই বলবে। - লেখিকা

    প্রকাশ: ২০২০ | দাম :২০ টাকা
  • #৮০ পিতৃপরিচয় : বেবী সাউ

    ‘বাবা আর আমি, আমি আর বাবা/দু’জনকে দু’জনে এড়িয়ে চলি... /যেন দুটো শত্রুজাত দেশ/সীমারেখা নিয়ে পরমাণু বোমা বানাতে শিখেছে/আমাদের সেই অমিমাংসিত, অপ্রয়োজনীয় ল্যান্ডলাইন মা/অসহায়/চুপচাপ দৃশ্য দেখেন’, কবিরই প্রতিচ্ছবি দেখতে পাই যেন এই শিরোনামহীন একের পর এক কবিতায়। কখন যেন বেবী, অজান্তে, ঢুকে পড়ছেন বাবার খোলশে। লিখছেন, ‘পুতুলখেলাকে খুব ঘৃণা করতেন... /বাবা বাড়ি ফেরার আগেই, পুতুলের রান্নাপাতি, সংসার লুকিয়ে ফেলতাম/সব জেনেও কিছু না জানার ভান করতে করতে/বাবা নিজেই একটা বিরাট খেলার সংসারে ঢুকে পড়েছেন/নিজেই জানেন না’। শিকড় খুঁজতে খুঁজতে বেবী এই অসামান্য কবিতাটিও লিখে ফেলেন একসময়, ‘আমার বেচারা বাবা, আমাদের অঙ্ক শেখাতে বসতেন... /দেখতাম এক দিকভ্রান্ত মানুষ দুই প্লাস দুই মেলাতে গিয়ে/একটা আকাশ, একটা নদী এবং মাছের ছবি এঁকে ফেলেছে, অজান্তে... ’

    প্রকাশ: ২০২০ | দাম :২০ টাকা
  • #৭৯ অযথা চিঠিপত্র বিলি না করে পোস্টাপিসটা খুলে যাচ্ছে সামহন্তা ফুলে : তনুজ

    কবিতা

    প্রকাশ: ২০২০ | দাম :৩০ টাকা
  • #৭৮ ইরানে : নীলাঞ্জন হাজরা

    তেহরান, খোই, ত্যাবরিজ, ক্যান্দোভান, ইসফাহান, ভ্যারজানে, শিরাজ, পার্সেপোলিস, ইয়জ্দ, মশহদ, নিশাবুর জুড়ে টইটই। হোটেলে নয়, ইরানি বন্ধুদের বাড়িতে থাকা,পাত-পেড়ে খাওয়া, ঘোরা, আড্ডা। সাইট-সিয়িং নয়,দেশটাকে ভিতর থেকে জানার চেষ্টা। সেই আশ্চর্য অভিজ্ঞতাই রঙ্গিন চিত্র সমেত এই বইয়ে, নবকলেবরে।

    প্রকাশ: ২০২০ | দাম :০ টাকা
  • #৭৭ হিরণ্যরেতাঃ : অজিত রায়

    অতঃপর, খাদ্য-আন্দোলনের বছর ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-টেক করল। অর্থাৎ ১৯৫৯। তখন পরিপূর্ণ কংরেস জমানা, এবং কম্যুনিস্টরা সড়কে। পুলিশ তেড়ে এলে বলা হচ্ছে, 'কমরেডস, রেজিস্ট করুন!' --- যখন, ঊর্ধ্ব গগনে বাজে মাদল।

    ধানবাদ অঞ্চলের বিখ্যাত শ্রমিক নেতা, সদ্যপ্রয়াত এ কে রায়ের জীবনী অবলম্বনে লেখা উপন্যাস 'হিরণ্যরেতাঃ' -- অজিত রায়ের অনন্য গদ্যভাষায়।

    প্রকাশ: ২০২০ | দাম :১২০ টাকা
  • #৭৬ আচাভূয়া উড়াপাক ও অন্যান্য রচনা : অভিষেক ভট্টাচার্য

    প্রতিটি গল্প লেখকের একটি ঘরানা থাকে। কিন্তু একই লেখকের হলেও, এই সংকলনের একেকটি গল্প একেক ঘরানার। আলাদা বুনন, পৃথক অন্তর্বস্তু। কোথাও সরলরেখা আছে, কোনোটা ভেঙে ফেলা। কোনো ন্যারেটিভ কাটা-কাটা, কোনো বিবরণ বিস্ফোরক। কোনো আখ্যান ছোটো ছোটো টুকরোয় তৈরি, কোনো আখ্যান যতিহীন লম্বা বাক্যে। গল্পগুলিরও কোনো নির্দিষ্ট একটি গন্তব্য নেই, এবড়োখেবড়ো করে গাঁথা মালার মতো তারা সেঁটে থাকে এই পুস্তিকায়।

    প্রকাশ: ২০২০ | দাম :৬০ টাকা
  • #৭৫ সরমার সন্ততি : বিপুল দাস

    উত্তরবঙ্গের এক রাজবংশী জোতদার ভান্ডি সিং -এর দুরন্ত বাসনা আর তার ছেলে রূপলালের আত্মপরিচয়ের উৎসসন্ধানে যাত্রা। আর জোত কীভাবে একসময় মহানগর হয়ে উঠল,সেই নিয়েই এই উপন্যাস, নতুন কলেবরে, গুরুচণ্ডা৯ থেকে। প্রকাশিত, ২০২০ জানুয়ারি। প্রচ্ছদ : চিরঞ্জিত সামন্ত

    প্রকাশ: ২০২০ | দাম :১৫০ টাকা
  • #৭৪ পাঁচ মাথার মোড় : সঞ্জয় মুখোপাধ্যায়

    এই একবিংশ শতকে দঁড়িয়ে বাঙালি বলি যাকে, কীভাবে তৈরি হয়েছে তার মনন? ঠিক কী তার সংস্কৃতির অভিজ্ঞান? এক কথায় বলা মুশকিল। চল্লিশ পঞ্চাশ বা ষাটের দশকে সৃষ্টির জগতের যে দানবরা বাঙালি মানসে দাপিয়ে বেড়িয়েছেন, তাঁরা সবাই বাঙালিও নন। পুরোনো কলকাতার গলিঘুঁজিতে দেবব্রত বিশ্বাস বা ঋত্বিক ঘটক, যতটা স্বছন্দ ছিলেন সলিল চৌধুরি কিংবা হেমন্ত মুখোপাধ্যায় ডিলান এবং বিটলরাও প্রায় ততটাই। করতলগত আমলকির মতোই অনায়াসে এই বিরাটাকৃতি আইকনদের মুঠোয় ধরেছেন লেখক, তারপর নির্দ্বিধায় পুরে ফেলেছেন দুই মলাটের মধ্যে। এক এক করে নিয়ে গেছেন দেবব্রত কিংবা ঋত্বিকের অন্তরঙ্গ বৈঠকখানায়, সলিল কিংবা হেমন্তর রন্ধনশালায়। বাঙালি মননের মানচিত্রের সন্ধানে যে পাঠক, তাঁর কাছে এই বই অবশ্যপাঠ্য।

    প্রকাশ: ২০২০ | দাম :৪০ টাকা
  • #৭৩ হাম্বা হাম্বা : সৈকত বন্দ্যোপাধ্যায়

    অনেকেই ভাবেন, হাম্বা কেবল বর্তমানের ডাক। কিন্তু কথাটা একেবারেই ঠিক নয়। একথা অনস্বীকার্য, যে, বর্তমানে হাম্বা সর্বত্র। রণে-বনে সংসদে ও রাজভবনে। কিন্তু অতীতেও গরু ডাকিত, তাহাকে বলে হাম্বার ভূত। ভবিষ্যতও নিঃসন্দেহেই হাম্বামুখর হতে চলেছে। আগামীর হিন্দি-হিন্দু-হিন্দিস্তানে হাম্বা কেবল শোনা যাবে পবিত্র দেবনা-গো-রি তে। অতীত থেকে ভবিষ্যতে হাম্বার এই যাত্রা অবশ্যম্ভাবি। তাই এই বইয়ে তিনটি লেখা আছে। প্রথমটি অতীতের হাম্বা। পরের দুটি বর্তমান ও ভবিষ্যতের। তিন কালকে একসূত্রে গেঁথে লেখা হয়েছে এই হাম্বায়ন। বিশ্বে প্রথমবার। আশা করা যায় এও একদিন মহাকাব্যের মর্যাদা পাবে।

    প্রকাশ: ২০২০ | দাম :২৫ টাকা
  • #৭২ উদ্বাস্তু কলোনির কথা : একটি স্মৃতিকথা সংকলন : সম্পাদনা : কল্লোল

    সাত দশক আগে ভারতের স্বাধীনতা পাঞ্জাব ও বাংলার মানুষকে উপহার দিয়েছিল দেশভাগ আর তার সাথে জুড়ে থাকা আতঙ্ক। হঠাৎ করে সম্পূর্ণ পরিচয়হীন হয়ে যাওয়া মানুষকে, অজ্ঞাতপরিচয় হয়ে যাওয়ার অপমান, যন্ত্রণাকে ঠেলে ফেলে লড়তে হয়েছিল নতুন পরিচিতি গড়ে তোলার লড়াই। সেই বিরাট লড়াইয়ের সামান্য একটি অংশ এই বইটি। আজ সাত দশক আগের এই আখ্যানকে নতুন করে বলতে হচ্ছে। এর একটি কারন যেমন ইতিহাসকে ফিরে দেখা, অন্য কারনটি অবশ্যই অনুপ্রবেশ নিয়ে আজকের রাজনীতির কুৎসিত আস্ফালন, যার মূর্ত রূপ - এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলার মানুষ একবার যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, রাষ্ট্রের অঙ্গুলীহেলনে সেই একই যন্ত্রণার সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার। সেই যন্ত্রণার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই এই আখ্যানের পুনঃপাঠ প্রয়োজন।

    প্রকাশ: ২০২০ | দাম :১১০ টাকা
  • #৭১ হারিয়ে যাওয়া গল্প : সম্পাদক অমর মিত্র

    বাংলা সাহিত্যের সেই সব শক্তিমান লেখক যারা লিখতে এসে উজ্জ্বল মণিমুক্তার মতো গল্প লিখতে লিখতে থেমে গিয়েছিলেন অজ্ঞাত কারণে, অকাল মৃত্যুও হয়েছিল কারও। তাদের সেইসব রত্নের পুনরুদ্ধার এই সংকলন।

    প্রকাশ: ২০২০ | দাম :১৬৫ টাকা
  • #৭০ নৈ:শব্দ্যের সংলাপ : বিশ্বসাহিত্যের নির্বাচিত সাক্ষাৎকার : ভাষান্তর ও সম্পাদনা - এমদাদ রহমান

    বিশ্বসাহিত্যের ২২জন বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকারে সমৃদ্ধ এই বইটিতে যে অজস্র মণিমুক্তো ছড়িয়ে আছে সেগুলিকে কুড়িয়ে নিলে হয়তো জীবনের অনেককিছুই অন্যভাবে দেখা সম্ভব। এমদাদ রহমান, সাহিত্য আলোচক ও সফল গল্পকার, বছরের পর বছর শ্রমের একাগ্রতায় এই সাক্ষাৎকারগুলির যথার্থ অনুবাদ করেছেন। অপার কৌতূহল, উদ্যম, মেধা, ও অধ্যবসায় ব্যতীত কাজটির সফলতা সম্ভব ছিল না। তাঁর ভাষান্তরের মধ্যে তিনি যেন বহু গভীর প্রশ্নের উত্তর খুঁজছেন - যাঁরা বিশ্বমানের কাহিনী সৃষ্টি করেন কী তাড়নায় তাঁদের এই সৃষ্টি, কী অনুপ্রেরণায় তাঁদের এই চালনা। ফিকশন লেখার আর্ট শুধুমাত্র বিশেষজ্ঞদের জন্য নয়, কালোত্তীর্ণ সাহিত্যে অনুরক্ত পাঠকের জন্যও এই সাক্ষাৎকারগুলি বহ দিগন্তের উন্মোচন করতে পারে, এমদাদ রহমান সেই দিগন্তরেখা দেখারই আহ্বান জানিয়েছেন এই বইটিতে।

    প্রকাশ: ২০২০ | দাম :২৭৫ টাকা
  • #৬৯ কুমুদির রোমহর্ষক গল্পসমূহ : জয়ন্তী অধিকারী

    কুমুদির গল্প এক নারীর জীবনের টুকরো গল্পের সমাহার, যার সময়সীমা গত সত্তরের দশক থেকে এই নতুন শতক। সময়টা উথালপাতাল থেকে দ্রুত পটবদলের, রঙচটা সাদাকালো খবরের কাগজ থেকে ইন্টারনেট আর ঝকঝকে কেবল টিভিতে বদলে যাবার টাইমটেবিল। কিন্তু জীবন শুধু এই ছক মেনে চলেনা। গৃহযুদ্ধ, পটপরিবর্তন, রাজনীতির পাশাপাশি পায়ে-পায়ে চলতে থাকে আরও এক জীবন। তা অনেক ধীরলয় আর আটপৌরে। কিন্তু বদল সেখানেও আসে, এসেছে। মেয়েদের সেই আটপৌরে জীবন আর তার বদলে যাবার কাহিনী ধরা আছে এই টুকরো গল্পের রসময় ছোট্টো ঝুড়িটিতে।

    প্রকাশ: ২০১৯ | দাম :১৫০ টাকা
  • #৬৮ এক গাঁয়ের ডাক্তারের গল্প : ড: অনিরুদ্ধ সেনগুপ্ত

    এই বই বস্তুত ঢাল-তরোয়ালহীন এক সৈনিকের সসম্মানে যুদ্ধে অবতীর্ণ হবার আখ্যান। বেহাল স্বাস্থ্যব্যবস্থার বহুচর্চিত ভাঙা নৌকোয় অবতীর্ণ হন এক তরুণ চিকিৎসক। কোনো এক প্রত্যন্ত গ্রামে। এ বই তাঁর হালহীন নৌকো চালিয়ে তীরে ভেড়ার নিজস্ব বর্ণনা।

    প্রকাশ: ২০১৯ | দাম :৯০ টাকা
  • #৬৭ রংনাম্বার - হিরণ মিত্রের সঙ্গে কথোপকথন : অদ্রীশ বিশ্বাস, বিষাণ বসু

    শিল্পী হিরণ মিত্রের দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব, প্রয়াত লেখক অদ্রীশ বিশ্বাসের সংগে, সংযোজন হিসেবে একটি দীর্ঘ মূল্যবান সাক্ষাতকার, বিষাণ বসুর নেওয়া। দেশের ছবি, বিদেশের ছবি থেকে হালফিল ডিজিটাল আর্ট। ছবির জগৎ-এর একটা সার্বিক চিত্র উঠে এলো শিল্পী হিরণ মিত্রের সাথে এই অকপট সাক্ষাৎকারে। সাক্ষাৎকার ঠিক নয়, এ এক শিল্প-আড্ডা। সাথে হিরণ মিত্রের মঞ্চ-প্রচ্ছদ-সিনেমা-শিল্পজীবন। প্রচ্ছদ - হিরণ মিত্র।

    প্রকাশ: ২০১৯ | দাম :২৫০ টাকা
  • #৬৬ তাহাদের কথা : (ফেমিনিজম ডট কম-এর সংকলন, একটি গুরুচণ্ডাঌ সম্পাদনা)

    বিরাট বিরাট প্রতীকি বিপ্লব নয়।রকেট বিজ্ঞান বা বিমান চালনা নয়। ছোটো ছোটো পেশা, তেমন কোনো বাধাও নেই ঢুকে পড়তে তবু যেন মেয়েদের জন্য অনধিগম্য। সেইসব এলাকায় চুপচাপ ঢুকে পড়ছেন মেয়েরা। কোনো প্রচার, গৌরবগাথা, এবং সর্বাপেক্ষা যা গুরুত্বপূর্ণ, সমাজ-সংসারের প্রতি বিরাট কোনো অভিযোগ ছাড়াই, স্রেফ নিজের জোরে। পাড়া-প্রতিবেশি-আত্মীয়-স্বজনরা কখনও সাহায্য করছেন, কখনও করছেননা। কিন্তু বাধা হয়েও দাঁড়াচ্ছেননা কোথাও। কোনো বিজয়কেতন, কোনো প্রচারের দামামা ছাড়াই মেয়েরা দাঁড়াচ্ছেন নিজের পায়ে। বলছেন নিজেদের জীবিকার গল্প। জীবনের কথা। এ বই তাঁদেরই নিজের ভাষায়, তাহাদেরই কথা। প্রচ্ছদ - চিরঞ্জিত সামন্ত

    প্রকাশ: ২০১৯ | দাম :৭০ টাকা
  • #৬৫ তোমার সঙ্গে খেলা : বিপুল দাস

    পুবদিকেও হাইরাইজের কাজ শুরু হয়েছে। কিছুদিন বাদে পুব আকাশের দখলও নিয়ে নেবে ইট, সিমেন্ট, কংক্রিট। পার্টি অফিসগুলো দোতলা হয়ে যাচ্ছে। মেঝেতে টাইলস্‌ বসছে। মার্বেলের সিঁড়ি। কিছুদিন বাদে সকালবেলার রোদ আর শাশ্বত পাবে না। অথচ খুব রোদের দরকার শাশ্বতর। প্রতিদিনই মনে হয় তার শরীরের রক্ত আজ আরও একটু শীতল হয়ে গেল বুঝি। আগের মত আবার বুঝি স্থবির হয়ে পড়বে। শীতঘুমে যাওয়ার সময় হল তার। এভাবেই ভাঙনের কথা দিয়ে শুরু হয় এই উপন্যাস। মিতাকে আগুনে জ্বালিয়ে মারতে চেয়েছিল তার স্বামী। বুকে পোড়া ঘায়ের যন্ত্রণা নিয়ে মিতা আর উদাসীন শাশ্বত একসঙ্গে গিয়েছিল নিখিল বিশ্বাস নামের আশ্চর্য এক মানুষের কাছে।

    প্রকাশ: ২০১৯ | দাম :৮০ টাকা
  • #৬৪ নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য কাহিনি : অমর মিত্র

    শ্রীরামচন্দ্র গ্লাস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেখানে শ্রীরাম আবাসনের বিজ্ঞপ্তি। বন্ধ কাচকলের শ্রমিক বৈরাগী মন্ডল বিজ্ঞপ্তি দেখেছিল প্রথম। সে ভাবত কাচকল বন্ধ হয়ে আছে বটে, কিন্তু খুলবে নিশ্চয়। কবে খুলবে তার খোঁজে কলকাতার আলিপুরে মালিকের বাড়ি পর্যন্ত গিয়েছিল সে। গিয়ে ফিরে এসেছিল। সে এখনো ঘুমের ঘোরে শেষ রাতে কারখানার সাইরেন শুনতে পায়। কারখানার প্রাচীরের ভিতরে ছিল যে নিম গাছ, তার ফুলের গন্ধ টের পায় চৈত্র সন্ধ্যায়। সবই ঠিক আছে, শুধু বড় বড় তালা খুললে হয়। আবাসনের কাজ আরম্ভের আগে বকেয়া পাওনা মেটাতে এসেছিল ক্তৃপক্ষ। নিরীহ শ্রমিক বৈরাগী বুঝতে পেরেছিল না খুলে টাকা দিয়ে দেওয়া মানে কারখানা আর খুলবে না। সেই রাতে পুলিশ তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কিন্তু পরে বলে বৈরাগীকে তোলেইনি। এই উপন্যাস সেই সত্য অনুসন্ধানের এক হৃদয় বিদারক বৃত্তান্ত। প্রচ্ছদ - চিরঞ্জিত সামন্ত।

    প্রকাশ: ২০১৯ | দাম :১৩০ টাকা
  • #৬৩ মলয় রায়চৌধুরী নিজের বাছাই - গদ্যের সম্ভারের চূড়োয় ছোট্টো পালক : মলয় রায়চৌধুরী

    নিজের বাছাই বলতে তাই আমার পছন্দের বাছাই নয় ; যারা সামনে নেই তাদের তো বাছাই করার সুযোগ নেই । সুতরাং যারা চোখের সামনে পড়ল, তাদের থেকেই বেছে নিলুম । পাঠকের কাছে পৌঁছোতে পারেনি, এই ভেবে বেছে নিলুম । লেখাগুলো শ্রেষ্ঠ বা শিল্প বা মাস্টারপিস ইত্যাদির পর্যায়ে পড়বে না ; আগেই বলেছি, যে এই ব্যাপারগুলো আমি বুঝি না । কেউ সত্যিই বোঝে কিনা সে-ব্যাপারে আমার ঘোর সন্দেহ আছে । তবে আমি চেষ্টা করেছি যে বিয়ে আর বিয়ের পরের নানা রকমের তত্বের মতন আমার প্রতিটি লেখার আড়ালে যে তত্ব সাজানো হয়েছে তার সঙ্গে পাঠকের পরিচয় হোক । প্রচ্ছদে ব্যবহৃত গীতাঞ্জলী যোশীর আঁকা লেখকের প্রতিকৃতি। নামাঙ্কন - চিরঞ্জিত সামন্ত

    প্রকাশ: ২০১৯ | দাম :১৬৫ টাকা
  • #৬২ নাগরিকপঞ্জি ও ডিটেনশন ক্যাম্পঃ আসামে নাগরিক তৈরীর বৃত্তান্ত : সংকলন ও সম্পাদনাঃ দেবর্ষি দাস, স্বাতী রায়, সোমনাথ রায়

    এন আর সি আমাদের এক ৪০ লাখি মানবিক সঙ্কট উপহার দিয়েছে। সাথে সাথে ডি ভোটার, বর্ডার পুলিশ, বিদেশি ট্রাইবুনাল, ডিটেনশন ক্যাম্প, অরিজিনাল ইনহ্যাবিটান্ট ইত্যাদি শব্দাবলীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই বই বাংলা পাঠককে এন আর সি ও ডি ভোটার সংক্রান্ত হয়রানির সাথে পরিচয় করে দেবে। সংখ্যাগুরুর হাতে সংখ্যালঘুর অত্যাচারে রাষ্ট্র কী বিপজ্জনক ভূমিকা নিতে পারে বইয়ের লেখাগুলি তা পরিষ্কার করে দেখিয়েছে। প্রচ্ছদ - দেবরাজ গোস্বামী নামাঙ্কন - চিরঞ্জিত সামন্ত

    প্রকাশ: ২০১৯ | দাম :৩০ টাকা
  • #৬১ লক্ষ্মীর পাঁচাঌ : সম্পাদনাঃ যশোধরা রায়চৌধুরী

    এ আসলে চিরাচরিত লক্ষ্মীর পাঁচালিকে পুনর্নবীকরণের এক প্রয়াস। লক্ষ্মীর পাঁচালির পয়ার ছন্দটিকে অবিকৃত রেখে বিষয়বস্তুটিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে লেখা হচ্ছে নতুন একটি পাঁচালি। একে প্যাঁচালিও বলা যেতে পারে, বা প্যারডি। লোকশিক্ষেও বলা যেতে পারে, বা সাবভার্শন। লিখছেন নানা প্রজন্মের মহিলা ও পুরুষ কবিরা। এর দু-একটি পদ্য ইতিমধ্যেই প্রকাশিত, নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে পপুলারও। এবার সম্পূর্ণ বইটি আপনি পাবেন গুরুচণ্ডাঌর প্রকাশনায়। ছাপা অক্ষরে। যা একটি সম্পূর্ণ ও নবীকৃত লক্ষ্মীর পাঁচাঌ।

    প্রকাশ: ২০১৯ | দাম :৬০ টাকা
  • #৬০ মজুররত্ন (গল্প সংকলন) : তন্বী হালদার

    এ এক অন্য জগৎ। এখানে ফরেস্ট বাংলোর চৌকিদারের ছেলের বউ বেহুলা, স্বামীর নাম লখিন্দর। এখানে মেথর কোয়ার্টারের যাত্রাপালায় রাবণের বৌ হয় সীতা। ভিখিরিরা গেয়ে ওঠে একবার বিদায় দে মা ঘুরে আসি। এখানে বিহার থেকে সোনাগাছি ঘুরে আসা মেয়ের নাম গঙ্গা। এখানে সকাল অন্য রকম। রাত অচেনা। অজনা মানুষ, অচেনা গল্প, অপরের জগৎ। অন্য ভাষা অন্য সুরে এই অনন্য উপাখ্যানগুলি গেঁথেছেন তন্বী হালদার। প্রচ্ছদে ব্যবহৃত তৃণা লাহিড়ীর পেপার কাট।

    প্রকাশ: ২০১৯ | দাম :১৩০ টাকা
  • #৫৯ পাড়াতুতো চাঁদ (সংকলন - ছোট গল্প) : ইন্দ্রাণী

    শঙ্খ ঘোষ বলেছিলেন, 'আমরা যখন সত্যিকারের সংযোগ চাই, আমরা যখন কথা বলি, আমরা ঠিক এমনই কিছু শব্দ খুঁজে নিতে চাই, এমনই কিছু কথা, যা অন্ধের স্পর্শের মতো একেবারে বুকের ভিতরে গিয়ে পৌঁছয়। পারি না হয়তো, কিন্তু খুঁজতে তবু হয়, সবসময়েই খুঁজে যেতে হয় শব্দের সেই অভ্যন্তরীণ স্পর্শ।" ইন্দ্রাণী খুঁজে চলেছেন। প্রচ্ছদে ব্যবহৃত তৃণা লাহিড়ীর পেপার কাট।

    প্রকাশ: ২০১৯ | দাম :৭০ টাকা
  • #৫৮ মোদীনমিক্স : মৈত্রীশ ঘটক, উদয়ন মুখার্জী

    লিখেছেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সের অধ্যাপক মৈত্রীশ ঘটক এবং উদয়ন মুখার্জি। অনুবাদ করেছেন অধ্যাপক সৌম্য শাহীন। অর্থনীতির কী হাঁড়ির হাল, চিরে চিরে দেখেছেন এবং প্রতিটি শব্দ ওজন করে লিখেছেন।

    প্রকাশ: ২০১৯ | দাম :২০ টাকা
  • #৫৭ মোদীকেয়ার - কার মুনাফা বেশি, জনগণ না কর্পোরেট কোম্পানিগুলোর? : সম্পাদনা : পুণ্যব্রত গুণ এবং সত্য শিবরামন

    চটি বই। এই জমানায় স্বাস্থ্যব্যবস্থার কী হাল হয়েছে, প্রত্যক্ষ অভিজ্ঞতায় সকলেই জানেন। কিন্তু ভিতরে-ভিতরে অপূরণীয় ক্ষতি কী হয়েছে, লিখছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা, যাঁরা সামনে এবং ভিতর থেকে সরাসরি দেখছেন বিষয়টা। সম্পাদনা করেছেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং সত্য শিবরামন।

    প্রকাশ: ২০১৯ | দাম :৪৫ টাকা
  • #৫৬ অতিনাটকীয় : একক

    কাজী যখন জোলারে জিগান ঃ গেলো বুধবার রাত সাতটায় তুমি অমুকের বাড়ির খাটালে সিঁদ কেটে ঢুকে মোষ চুরি করেছিলে ? জোলা তো রেগে আগুন ! সে এগারো দিন সময় চেয়ে নিল কাজীর কাছ থেকে , তারপর সেরা উকিল -লোক লস্কর ও সাক্ষী সাবুদ এনে কাঁটায় কাঁটায় প্রমান করে দিল , বুধবার নয় জোলার পো মোষ চুরি করেচে বিষ্যুতের ভোরে , বাগানের খোলা দরজা দিয়ে ঢুকে । তার বাগ্মিতা ও উপস্থিত বুদ্ধিতে ধন্য ধন্য কল্ল গাঁয়ের জনগণ । অন্তিমে, জোলার হেঁটোয় কাঁটা দিয়ে ডালকুত্তাদের ভুরিভোজ হলো । এই কৃশকায় বইটির ফঙ্গবেনে কাহিনীসমূহ , গল্পসাহিত্যের বিন্যাসে ও ঘটনাপ্রবাহের যুক্তিজালবিস্তারে উপরিউক্ত জোলার পদাঙ্কানুসারী।এবার , কাজীর বিচার পাঠকের হাতে । প্রচ্ছদ - একক।

    প্রকাশ: ২০১৯ | দাম :৬০ টাকা
  • #৫৫ সিজনস অফ বিট্রেয়াল : দময়ন্তী

    ইতিহাস শুধু বইয়ে লেখা থাকেনা, গণস্মৃতিতেও ধরা থাকে ইতিহাসের উল্টে আসা পাতা। দেশভাগ সংক্রান্ত এই বইটি তেমনই এক গণস্মৃতির আর্কাইভ। দেশভাগের প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলিকে লেখিকা তুলে এনেছেন পারিবারিক অ্যালবাম থেকে। এ একেবারেই কোনো কল্পকাহিনী নয়, বরং স্মৃতিতে থাকা দেশভাগের আখ্যান, যার সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে আছে সেই বাস্তবতা, যাকে ইতিহাস বলা হয়ে থাকে। এই বইয়ের প্রতিটি অনুচ্ছেদে ফুটনোট হিসেবে তাই জুড়ে দেওয়া আছে এতাবৎকালের লিখিত ইতিহাস ও পারিবারিক স্মৃতির রেফারেন্স। ব্যক্তির স্মৃতি এখানে ইতিহাস হয়ে উঠেছে, আর ইতিহাস হয়ে উঠেছে গণস্মৃতির উপজীব্য। বাংলায় দেশভাগ নিয়ে লেখা এবং স্মৃতিকথন, কারোরই কোনো অভাব নেই। কিন্তু এ দুটিকে পরতে পরতে জুড়ে দিয়ে ইতিহাসের কঠিন বাস্তবতা আর টানটান মানবিক ফিকশনের অনন্য এক যুগলবন্দী গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত এই বই। প্রচ্ছদ - দেবরাজ গোস্বামী, নামাঙ্কন - চিরঞ্জিত সামন্ত

    প্রকাশ: ২০১৯ | দাম :১১০ টাকা
  • #৫৪ আগুনপাহাড় : পিনাকী ঠাকুর

    শহর তখন হয়ে ওঠে নিজেই একটা হারমোনিয়াম। শপিং মলের আলোর পিছনে অন্ধকার ছায়া। একটু পরেই ভিখিরিবাজার। ভিখিরিদের শিশুরা বিক্রি করে দেয় এনজিওর উপহার, গরম সোয়েটার। পয়সা নিয়ে নেশা করে। গড়িয়াহাটের মোড়ে তখন খরিদ্দার খুঁজছেন জাদুকর। আমাকে নামিয়ে দিয়ে যায় কেউ লেক স্টেডিয়ামে। রঙ খুঁজে পাই না। বিকেল আমাকে উগরে দিচ্ছে তৃতীয় বিশ্বের ভিড়ের রাস্তায়। আড়ালে তৈরি হয় আগুনপাহাড়, কবে তার বিস্ফোরণ হবে কেউ জানে না।'

    প্রকাশ: ২০১৯ | দাম :২০ টাকা
  • #৫৩ সিমোন দ্য নেলসন : রোশনারা মিশ্র ও চিরঞ্জিৎ সামন্ত

    বাংলা ভাষায় এই প্রথম গ্রাফিক কবিতার বই কিনা সে বিতর্কে না ঢুকে বলা যায়, রেখা ও শব্দের বিভঙ্গে এই ছোট্টো বইটি অনন্যসাধারণ। রেখা কখনও আধুনিক ও কাটাকাটা, কখনও তুলির মতো পেলব। শব্দ কখনও রূপকথার মতো বিভঙ্গময়, কখনও রূপকথারই মতো ক্রূর। "এতসব টানাপোড়েনের কোনো মীমাংসা নেই। মুক্ত নাকি ছন্দ, পূর্ব ও পশ্চিম, রূপকথা না কেচ্ছা, বিষয় বা আঙ্গিক - সবই মুলতুবি রেখে গড়ে উঠেছে এই গ্রাফিক কবিতা - সিদ্ধান্ত, যে নেবে, তারই।" এই প্রতিজ্ঞাটি ব্যক্ত হয়েছে বইয়ের ব্লার্বে।

    প্রকাশ: ২০১৮ | দাম :৪০ টাকা
  • #৫২ দিনগুলি, রাতগুলি : সৈকত বন্দ্যোপাধ্যায়

    "গঙ্গার পাড়ে, বোটানিকাল গার্ডেনের পাশে সেই ক্যাম্পাসে মাঠের নাম লর্ডস ও ওভাল, পুকুরের নাম বিদিশার ঝিল। ক্যাম্পাসের ঠিক মাঝখানে কবরখানা, একদিকে মুচিপাড়া, অন্যদিকে সায়েবপাড়ার মাঝখানে 'রহস্যময় মেয়েদের হল'। এখানে আছে 'লাভার্স লেন', যেখানে চাঁদের আলোয় হাত ধরাধরি করে প্রেমিক-প্রেমিকারা হাঁটে। "সৈকত ভাল লেখেন, কী খারাপ লেখেন, তা আমার ভাবার এক্তিয়ারে পড়েনা। এ তো আর 'চুপ, আদালত জারি আছে'র মতো ব্যাপার নয়। এখানে গণেশ পাইনের 'আততায়ী'র মুখ আলো-অন্ধকার ফাঁসিয়ে মাঝে মাঝে জেগে ওঠে। পিটার স্যাফারের নাটকে সতেরো বছরের অ্যালান কেন পাঁচটি ঘোড়াকে অন্ধ করে দিয়েছিল? ড. ডিমার্ট কোনোদিন কি তা জানতে পারবে? আমরা জানতে পারব? 'দিনগুলি রাতগুলি' চোরাস্রোতে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। কোথায়? সেই হদিশ জানা থাকলে এ লেখা তো আর উপন্যাস হতনা। মিথ্যার চেয়েও সত্যের বড় বিপজ্জনক শত্রু আত্মবিশ্বাস। সৈকতের উপন্যাস এই আত্মবিশ্বাসের প্রতিস্পর্ধী সত্যের হিরণ্ময় মুখ।" -- এই বইয়ের ভূমিকায় লিখেছিলেন, রবিশঙ্কর বল।

    প্রকাশ: ২০১৮ | দাম :৭০ টাকা
  • #৫১ তক্কোগুলি, চরিতাবলী ও আখ্যানসমূহ : কল্লোল

    মানবচরিত্র এক বর্ণালীর সমন্বয়। কাল বিশেষে সেইসব বর্ণের উপর দুটি বিশেষণ আরোপিত হয়, ভালো ও মন্দ। বর্ণগুলি কোনো জলবিভাজিকায় বিভক্ত নয়। প্রায়শঃই তারা একে অন্যের সঙ্গে মিশে নতুন বর্ণের জন্ম দেয়। কালান্তরে এক একটি বর্ণের সাথে যুক্ত থাকা বিশেষণ দুটি স্থান বদল অক্রে মাত্র, কিন্তু আশ্চর্যভাবে ভালো ও মন্দ থেকেই যায়, তাদের ভালোত্ব ও মন্দত্বে মিশেই থেকে যায়, তৃতীয় বিশেষণ জন্ম নেয়না। তাই হয়তো কোনোকালেই মানুষ ব্যক্তি ও সামূহিকভাবে পুরোপুরি ভালো বা মন্দ হয়ে উঠবেনা। ফলে ভালো থাকার স্বপ্নটি, সকলে মিলে ভালো থাকার স্বপ্নটি অসম্পূর্ণই থেকে যাবে হয়তো। এই অসম্পূর্ণতার হাত ধরে এক আশ্চর্য আকাঙ্খার। এইসব ছোটোবড়ো আখ্যানসকল গেঁথে গেঁথে একটি মহোপাখ্যান গড়ে তোলার আকাঙ্খা। জানি, পণ্ডিতরা নিদান হেঁকেছেন মহোপাখ্যানের দিন ফুরিয়েছে, কিন্তু শেষ বিচার কে কবে করেছে? কারাগার ও মধ্যভূমির আখ্যানকার লিখছেন, তাঁর দ্বিতীয় আখ্যানটি। লিখছেন, "একটি মহোপাখ্যানের অকিঞ্চিতকর অংশ হয়ে থাকার স্বপ্নে লিখতে থাকি। স্বপ্ন না পূরণ হলেই বা ক্ষতি কী?"

    প্রকাশ: ২০১৮ | দাম :১৫০ টাকা
  • #৫০ কাশ্মীর, রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র ও জনমত : মিঠুন ভৌমিক

    কাশ্মীরের আখ্যান এক অদ্ভুত আখ্যান। "পার্স্পেক্টিভ একটা অদ্ভুত ব্যাপার। বেড়ার এপারে যে সন্ত্রাসবাদী, ওপারে সে দেশপ্রেমী। ওপারে যে দখলদার, এপারে সে বেনেভোলেন্ট প্রশাসক। কিন্তু কোথাও কি কোনো অবজেক্টিভিটির অবকাশ নেই? সম্ভবতঃ নেই। সম্ভবতঃ তা অবাস্তব, মতান্তরে অসম্ভব। জার্মান সাহেব নীটশে যেমন বলে গেছেন-'There are no facts, only interpretetions'। হাওয়ার্ড জিন যেমন বলে গেছেন ঐতিহাসিকের অবজেক্টিভিটি অনুচিত, অসঙ্গত। অপরপক্ষে ইতিহাসকে পুরোপুরি সাবজেক্টিভিটি'র হাতে ছেড়ে দিলে যে কী মারাত্মক ফল হতে পারে, তার ভুক্তভোগী আমরা... অতএব কোথাও একটা ব্যালান্সের প্রয়োজন অনস্বীকার্য-আদর্শ গ্যাসের মত আদর্শ অবজেক্টিভ ইতিহাস অসম্ভব জেনেও তার যথাসাধ্য কাছাকাছি পৌঁছোনোর একটা চেষ্টা।ইতিহাসচর্চার এই অবজেক্টিভিটি নিয়ে মিঠুন ভেবেছেন এবং এই বইটি জুড়ে মিঠুন তারই একটি প্রয়াস চালিয়ে গেছেন; সব্সময় সফল হয়েছেন কিনা তার উত্তর পাঠকরাই দেবেন। " - ভূমিকায় লিখেছেন ইন্দ্রনীল ঘোষদস্তিদার।

    প্রকাশ: ২০১৮ | দাম :৬০ টাকা
  • #৪৯ গোরা নকশাল : কল্লোল লাহিড়ি

    টানা ন্যারেটিভের মাধ্যমে সময়ের পট-পরিবর্তনকে বুনে চলা বেশ মুনশিয়ানার পরিচয়। কল্লোল সেটুকু পেরেছেন। তাঁর লেখাটির পাঠ খুব সুখকর অভিজ্ঞতা নয়। এক রম্য দুপুরের রোদে পিঠ ঠেকিয়ে এক নিঃশ্বাসে এই ছোট উপন্যাসটি পড়ে ফেলা সম্ভব নয়। ভাগ্যিস নয় ! ভাগ্যিস এখনো কিছু কিছু গল্প আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যাদের কুড়িয়ে আনতে গেলে কেটে যায় বেশ কিছু শ্রমবহুল রাত! এভাবেই কিছু কিছু আখ্যান তাদের কাঠিন্যের অন্তরালে দিনবদলের হাতিয়ার হিসেবে অক্ষরের রাইফেলটিকে উদ্যত করে বেঁচে থাকুক।

    প্রকাশ: ২০১৮ | দাম :৬০ টাকা
  • #৪৮ কুরবানি অথবা কার্নিভ্যাল : শাক্যজিৎ ভট্টাচার্য

    কুরবানি অথবা কার্নিভ্যাল-- গুরুচণ্ডালি থেকে প্রকাশিত একটি রাজনৈতিক থ্রিলার, যার বিষয়বস্তু হল ছাত্ররাজনীতি। দক্ষিণ কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, তার প্রেম, অবিশ্বাস, সন্দেহ, ভালবাসা নিয়ে লেখা উপন্যাস, বামপন্থী ছাত্ররাজনীতির আলো-অন্ধকারময় ইতিবৃত্ত নিয়ে উপন্যাস, 'কুরবানি অথবা কার্নিভ্যাল'। সমস্ত পরিণতির সম্ভাবনাগুলোকে গুপ্তঘাতকের ছুরির মত সযত্নে নিজের আস্তিনে লুকিয়ে রেখে কোন রাস্তায় হাঁটবে ছাত্র রাজনীতি? কুরবানির? নাকি কার্নিভ্যালের? বইটি প্রকাশ পেয়েছে ১৩ই অক্টোবর, ২০১৮।

    প্রকাশ: ২০১৮ | দাম :১৫০ টাকা
  • #৪৭ সর্ষেদানায়, ইচ্ছেডানায়ঃ অচল সিকির মোটরসাইকেল ডায়েরি : অচল সিকি

    অবশেষে সেই সকাল এসেই গেল, অনেকদিন পর যে সকালের জন্য আমি হাত কামড়াব। বছর বিশেক পর আত্মজীবনীর পাতায় স্বীকার করে যাব, এই একটা বই বার করা ভুল হয়ে গেছে বিলকুল। খাচ্ছিল-দাচ্ছিল, কী দরকার ছিল উসকানোর। মধ্যবিত্ত মানুষ দিব্যি সকালে আপিসে গাল খাচ্ছিল, বিকেলে চার আনার মাল। আফ্রিকা টাফ্রিকা, হনলুলু কি মেক্সিকো দেখতে হলে হাতের কাছে বোকা বাক্স ছিল। ন্যাশানাল জিওগ্রাফিক, আরও কত হাবিজাবি। আর এই ছোকরা শুধু সেসব রুলবুক ভেঙে একলা বাইক নিয়ে লাদাখ থেকে লখনৌ, গ্যাংটক থেকে গোবিন্দপুর করে বেড়াচ্ছে তাই না, সেসব লিপিবদ্ধ করেও ফেলেছে। সুস্থ মানুষকে অসুস্থ করার মহতী প্রোজেক্টে ইন্ধন জোগানো ছাড়া আর কী? প্ররোচনার দায়ে এর জেল জরিমানা হওয়া উচিত। হ্যাঁ, অচল সিকির বইয়ের কথাই বইছি। তার বাইক বগলে লাদাখ জয়ের হম্বিতম্বির কাহিনি। ...

    প্রকাশ: ২০১৮ | দাম :২৫০ টাকা
  • #৪৬ স্বাস্থ্য (অ)ব্যবস্থা : সম্পাদনাঃ পুণ্যব্রত গুণ (সারা বাংলা সবার জন্য স্বাস্থ্য প্রচার কমিটি এবং গুরুচণ্ডা৯ প্রয়াস)

    স্বাস্থ্য ভারতীয়দের মৌলিক অধিকার নয়। তদুপরি '৪৭ পরবর্তী সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে যে কল্যাণকর ভূমিকা পালন করার উদ্যোগ ছিল, রাষ্ট্র তার থেকে সরে আসছে গত শতকের নব্বই-এর দশকের শুরু থেকে। স্বাস্থ্য এখন মূলত পণ্য, পুঁজির চারণক্ষেত্র এবং মৃগয়াভূমি।এই অদ্ভুত ব্যবস্থায় নাগরিকের ক্ষোভ মেটাতে রাষ্ট্রের কোনও কার্যকর উদ্যোগ নেই, পরিবর্তে আছে কেবল একের পর এক ফাঁপা ঘোষণা। আর স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে চিকিৎসকদের জনগণের রোষের সামনে দাঁড় করিয়ে দেওয়া। যেন একমাত্র তাঁদের দোষেই মানুষ যথাযথ পরিষেবা পাচ্ছেন না।এই সংকলনে লিখেছেন চিকিৎসকরা, জনস্বাস্থ্য আন্দোলনের কর্মীরা, নীতিনির্ধারকরা....যাতে বাস্তবটাকে বোঝা যায়, এবং সেই অনুযায়ী চলার পথ ঠিক করা যায়।

    প্রকাশ: ২০১৮ | দাম :১২০ টাকা
  • #৪৫ My Letter to silence - নৈঃশব্দের পত্রগুচ্ছ : অর্চন মুখার্জি, অভিজিৎ মজুমদার

    ভারতীয় প্রান্তিক যৌনতার মানুষদের বড় হয়ে ওঠার সঙ্কট ও সংগ্রামের এক চিত্রময় বিবরণ। অর্চনের ক্যামেরায় কখনো ব্যক্তির টানাপোড়েন ব্যপ্ত হয়েছে সমষ্টির যন্ত্রণায়, কখনো নিতান্ত গোপন লুকোনো ইচ্ছে ধরা পড়ে গেছে লেন্সের চোখে। অভিজিতের কলম সেই দশটি ছবিকে শব্দ দিয়েছে কবিতায়, গল্পে, কথোপকথনে, স্বগতোক্তি আর চিঠিতে। আপনারা অনেকেই হয়তো বইটিকে আগে ই-বুক ফরম্যাটে দেখেছেন, পছন্দ করেছেন, ভলোবেসেছেন। এইবার এল বইয়ের আকারে, দু'মলাটের ভিতরে শব্দবন্দী হয়ে।

    প্রকাশ: ২০১৮ | দাম :৩০০ টাকা
  • #৪৪ সবার জন্য স্বাস্থ্য-একটি স্বপ্ন যা সত্যি করা যায় : সম্পাদনাঃ পুণ্যব্রত গুণ (সারা বাংলা সবার জন্য স্বাস্থ্য প্রচার কমিটি এবং গুরুচণ্ডা৯ প্রয়াস)

    ঘুণধরা স্বাস্থ্যব্যবস্থা, আজ রোগী এবং চিকিৎসকদের প্রায় একে অপরের সঙ্গে যুযুধান প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। কোথাও মানুষ মারা যাচ্ছেন চিকিৎসা নামধারী মুনাফাযন্ত্রের চাপে। কোথাও চিকিৎসক বিপন্ন বোধ করছেন আক্রমনের আশঙ্কায়। অথচ শর্টকাটে এ সমস্যার সমাধান হবার উপায় নেই। দীর্ঘমেয়াদী কোনো সদুত্তরও কি আছে, এই সমস্যার? সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন দীর্ঘদিনের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। এই বইয়ে।লিখছেনঃ পুণ্যব্রত গুণ, বিনায়ক সেন, অরুণ সিংহ, শ্রীনাথ রেড্ডি, রাহুল মুখার্জি, সত্য শিবরমন, অলকেশ মন্ডল, বঙ্কিম দত্ত। 'সবার জন্য স্বাস্থ্য' শুধু একটি বই নয়। এটি সকলের জন্য আশু এবং জরুরি একটি বিষয়। সংকট সমাধানের জন্য জন সচেতনতা গড়ে তোলার প্রথম ধাপ।

    প্রকাশ: ২০১৮ | দাম :৬০ টাকা
  • #৪৩ বাংলা স্ল্যাং, সমুচয় ঠিকুজিকুষ্ঠি : অজিত রায়

    অজিত রায়ের গদ্যপ্রযুক্তি, প্রকাশদীপ্তি ও ব্লেডের মতন ক্ষুরধার চলিত শব্দপ্রয়োগে অভ্যস্ত পাঠকেরা তাঁকে ভালোবাসেন তাঁর একদম নিজস্ব এক চলমান গদ্যশক্তির জন্যে। অজিত রায় মানেই এক নিরন্তর অস্থবিরতা, এক শিল্পিত চলিষ্ণুতা। বাংলা স্ল্যাং নিয়ে উনি কাজ করছেন অনেকদিন। 'বাংলা স্ল্যাং, সমুচয় ঠিকুজিকুষ্ঠি' - বইএর ভাষা মোলায়েম বাঙলা গদ্যভাষা নয়। এ বইএর দুই মলাটের ভিতরে লেখক তুলে আনছেন বাংলা স্ল্যাং এর আগা ও গোড়া। তালিকা ও ইতিবৃত্ত। এবং অতি অবশ্যই স্ল্যাং অভিধান। অজিত রায়ের গদ্য বাংলা ভাষার বিপুল গুরু ও চণ্ডাল সূত্রের বাহক। তৎসম, স্ল্যাং আর বাংলা-বিহারের চলিত শব্দের এক অদ্ভুত সমুচয় । এই ভাষাতেই তিনি লিখেছেন স্ল্যাং এর উপাখ্যান। স্ল্যাংকে শুধু অপভাষা বা শুধু খিস্তি, এর কোনোটাই বলা যায় না, বলেছেন লেখক। তাহলে স্ল্যাং কী? বাংলা স্ল্যাং কী কী? জানতে হলে বইটি অবশ্যপাঠ্য।

    প্রকাশ: ২০১৮ | দাম :১৮০ টাকা
  • #৪২ নির্বাচিত গল্পপাঠ (প্রথম খণ্ড) : অপার বাংলার গল্পসংকলন, গল্পকারদের গল্পকথা

    গল্পপাঠে আন্তরজালে প্রকাশিত গল্পকারদের সেরা গল্পটি নিয়ে 'নির্বাচিত গল্পপাঠ' নামের এই সংকলনটি বই আকারে বের করেছে। শুধু সেরা গল্পটি পড়িয়েই সন্তুষ্ট নয় তারা-- ৮৫ জন গল্পকারের লেখার শৈলীটাও সাক্ষাৎকারের আকারে গ্রন্থিত হয়েছে। এখান থেকে বাংলা ভাষার গল্প লেখার গতিপ্রকৃতি ও লেখার কলকব্জা সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়া যাবে। যারা বাংলা গল্প নিয়ে গবেষণা করেন তাঁদের জন্য 'নির্বাচিত গল্পপাঠ' একটি আকরগ্রন্থ হিসেবে কাজ করবে। আর তরুণ লেখকদের জন্য এই বইটি হয়ে উঠবে টেক্সট। পাঠকদের দেবে গল্পপাঠের একটি বিশ্বমানের পাঠবোধ। - অমর মিত্র

    প্রকাশ: ২০১৭ | দাম :৪০০ টাকা
  • #৪১ নির্বাচিত গল্পপাঠ (দ্বিতীয় খণ্ড) : অপার বাংলার গল্পসংকলন, গল্পকারদের গল্পকথা

    গুরুচণ্ডালী একটা গুরুতর কাণ্ড ঘটাতে পেরেছে। বেশি নাম শোনা, কম নাম শোনা, বা নাম না শোনা গল্পকারদের ৮৫টি গল্প, দুই খণ্ডে গ্রন্থিত করেছে। কোন সীমা নেই। এই বাংলা ওই বাংলা ইউরোপ আমেরকা কানাডা যেখানে গল্প লেখার কাজ চলছে তার সুলুক সন্ধান করে অসম্ভব পরিশ্রম এবং খরচ করে এই দুরূহ কর্মটি সম্পাদন করেছেন। এই সংকলন দুটির উপরি পাওনা হচ্ছে- দুটি খণ্ডের ভূমিকা। একটি অমর মিত্রের, অপরটি যিনি লিখেছেন তিনি তার নাম জানান নি। আবাক করার মতো পুরো কাজটি দেখে আমি বিস্ময় প্রকাশ করছি। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। - স্বপ্নময় চক্রবর্তী

    প্রকাশ: ২০১৭ | দাম :৪০০ টাকা
  • #৪০ এক ব্যাগ ৯০ – ১৯ টি কবিতার বই : সংকলন

    আস্ত নব্বইকে একটা ব্যাগে আঁটিয়ে দেওয়া সম্ভব না, যদিও ইচ্ছে ছিল সেটাই। পরিবর্তে আসছে নব্বইয়ের এক ঝাঁক কবির এক ঝাঁক বই। ১৯৯০ এর বদলে ১৯টি নব্বই। ১৯র ৯০। ১৯৯০। ৯০ এর রূপকথা। ভুলে যাওয়া ৯। ভুলে যাওয়া ৯০। পাচ্ছেন একই ব্যাগের ভিতরে। দেখতে থাকুন, এই জাদুব্যাগের ভিতর থেকে শহর আর শহরতলীর একঝাঁক খোলা জানালা দিয়ে উড়ে যাবে নষ্ট নব্বইয়ের পুরোনো পায়রারা।
    যে কবিদের যে বইয়েরা ঠাঁই পেয়েছে এই ব্যাগেঃ
    - অয়ন চক্রবর্তী – বিষণ্ণ রূপকথা
    - অংশুমান কর – সরে দাঁড়ালেন লেন্ডল
    - আর্যনীল মুখার্জি – জলতলের ফটোগ্রাফি
    - কল্পর্ষি বন্দোপাধ্যায় – যে গান শোনে না কেউ
    - চন্দ্রিল ভট্টাচার্য – সরুচাকলি
    - পারমিতা মুন্সি – কূর্মাবতার
    - প্রসূন ভৌমিক – উজ্জ্বল শ্যামবর্ণা বান্ধবীকে
    - মিতুল দত্ত – উইকএন্ড
    - যশোধরা রায়চৌধুরী – সাক্ষরতা মিশন
    - রোশনারা মিশ্র – ১৯৮৯
    - শমিত রায় – উহ্য
    - শান্তনু রায় – পড় শুধু স্মৃতি
    - শুভেন্দু চট্টোপাধ্যায় – যে বয়েস হরিণের নয়
    - সার্থক রায়চৌধুরী – আত্মার আশ্চর্য সেলফি
    - সাম্যব্রত জোয়ারদার – যখন ফানুসেরা ওড়ে
    - সায়ন কর ভৌমিক – পাখিয়াল
    - সুমন মান্না – ফোনঘর
    - সোমনাথ রায় – রেলিং জড়িয়ে প্লাস্টিক
    - হিন্দোল ভট্টাচার্য – লেখো আলো, লেখো অন্ধকার
    (* প্রত্যেকটি কবিতার বই আলাদা করে কেনা সম্ভব, দাম ২০ টাকা করে, Buy বাটন ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন)

    প্রকাশ: ২০১৭ | দাম :৩৩০ টাকা
  • #৩৯ বস্টনে বংগে : বর্ন ফ্রি

    “গত বছর এই ডিসেম্বর মাসেই সুপ্রীম কোর্টের রায় আবার নতুন করে আমাকে ক্রিমিনাল করে দিয়েছিল। যবে থেকে বুঝতে শিখেছি তখন থেকেই জেনে এসেছি এই ভারতে আমার বা আমাদের মত মানুষদের কোনো আইন্সন্মত জায়গা নেই। ঝোপের আড়ালে, পার্কের কোনায়, পাবলিক টয়লেটে অথবা ভিড় ট্রেনের কামরায় আমরা চাইলে থাকতে পারি কিন্তু তোমাদের নাটকে, গল্পে কবিতায় সিনেমার ডিসকোর্সে আমরা নেই। তোমাদের বেডরুমে আমরা সবসময় থেকেছি, কিন্তু তোমাদের ড্রয়িংরুমের আলোচনায় আমাদের ডাক পড়েনি। বরং বিভিন্ন সময়ে বন্ধুদের মুখে শুনেছি ‘ওইসব করতে হলে আমেরিকায় গিয়ে কর, ইন্ডিয়াতে করলে পুলিশে ধরবে’। তারা অনেক সময়েই কথাগুলো মজা করে বলেছে। আমি জানি, আমার যৌনপরিচয় না জেনেই বলেছে, কিন্তু কতটা ব্যথা দেওয়া সত্যি কথা বলে ফেলেছে সেটা তারা নিজেরাও বোঝেনি।” বস্টন থেকে কলকাতা, আমেরিকা থেকে ভারতে, এক ‘অন্যরকম’ যুবকের অন্যরকম রচনা। ধারাবাহিক হিসেবে প্রকাশিত হয়েছিল গুরুচন্ডা৯তে। কিছু পরিবর্তিত পরিমার্জত রূপে এবার বই হয়ে।

    প্রকাশ: ২০১৭ | দাম :৫০ টাকা
  • #৩৮ কামান বেবি : বিপুল দাস

    এই উপন্যাস আসলে জাদুবাস্তবতার আড়ালে এক আধুনিক পথের পাঁচালির আখ্যান নির্মাণের দিকে এগিয়ে গেছে, যেখানে ঘরপালানো বালক আবার উৎসের দিকে যাত্রা শুরু করে, হারিয়ে যাওয়া ঘুড়ি খুঁজে নেয় নিজস্ব ঠিকানা। বিপুল দাস এক আশ্চর্য গদ্যকার। নরম, তুলোর মত উড়ে যায় তাঁর যে শব্দরা, তারাই আবার তেজি অশ্বের মতো মাটিতে সজোরে পা ঠোকে। হ্রেষাধ্বনিতে ভেসে যায় চরাচর।

    প্রকাশ: ২০১৭ | দাম :৬০ টাকা
  • #৩৭ অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত : শাক্যজিত ভট্টাচার্য

    কেমন ছিল ভুলে যাওয়া নব্বইয়ের দশক? তার সিনেমা, বাংলা সিরিয়াল, তার ফেলে আসা শুকিয়ে যাওয়া লাল পতাকা, তার বন্ধ কারখানা, তার প্রেম, বন্ধুতা আড্ডা? চিলেকোঠার জঞ্জাল ঘেঁটে খুঁজে পাওয়া এক চিলতে পুরোনো কৈশোর, যেখানে ছাদভর্তি অ্যান্টেনার কাঁটাতার থেকে অন্যমনে ঝুলে আছে এক পশলা অন্য নব্বই।

    প্রকাশ: ২০১৭ | দাম :৭০ টাকা
  • #৩৬ আদালত-মিডিয়া-সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি : দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামী

    বারো বছর আগে রাজ্যে সর্বশেষ ফাঁসির ঘটনাটি ঘটেছিল আলিপুর সেন্ট্রাল জেলে। চোদ্দো বছর সলিটারি সেলে রাখার পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ধনঞ্জয় আগাগোড়া নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। নাগরিক সমাজের একাংশও ধনঞ্জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যাসত্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সেই সংশয় আরও গভীর হয়েছে দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামীর দীর্ঘ অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে তদন্ত ও বিচার-প্রক্রিয়া নিয়েও। সেই অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন গ্রন্থাকারে প্রকাশিত।

    প্রকাশ: ২০১৭ | দাম :১১০ টাকা
  • #৩৫ বৃহৎ ন্যানোপুরাণ : সৈকত বন্দ্যোপাধ্যায়

    এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, যে, ন্যানো প্রসঙ্গে বারবার ১৯৯৬ সালের কথা আসছে কেন। ন্যানো তো ২০০৬ সালের কারবার, বিশুদ্ধ নিউজ চ্যানেল সিদ্ধান্ত মতে যখন সিঙ্গুরের ইতিহাসের সূচনা হল। সিঙ্গুর বাজার থেকে মাইল দুই দূরে শুরু হল যুগান্তকারী টাটা কারখানার কাজ। টাই পরা কর্পোরেট জেন্টলমেনদেরকে ঝাঁটা ও জুতো নিয়ে তাড়া করল বিক্ষুব্ধ কৃষককুল। তৎপরবর্তী দুইবছরে কড়ক্কড় বাজ পড়িল, কুকুর-বিড়াল বৃষ্টি হইল, বঙ্গের ভাগ্যাকাশে লোডশেডিং হল, একযোগে শুরু হল শিল্পবিপ্লব এবং কৃষকবিদ্রোহ। কৃষি থেকে শিল্প হল, টিভিচ্যানেল ফুলে কলাগাছ হল, রাজায়-রাজায় জোরদার পাঞ্জা লড়াই শেষে ঘুড়ি উড়ল বাঙালিটোলায়, বেড়াবেড়ি-বাজেমেলিয়া-গোপালনগর-ছআনি-রতনপুর ইত্যাদি অশ্রুতপূর্ব বিচিত্র নামে ভরে গেল জগৎ চরাচর, চ্যানেলে চ্যানেলে দেখা গেল লাল-নীল ন্যানো গাড়ি আর বেচারাম মান্নার মুখ। কলকাত্তাইয়া আঁতেলদের মতে, এই হল সিঙ্গুরের ইতিহাসের সূচনাবিন্দু। বিগ ব্যাং। প্রথম আদি তব সৃষ্টি। ইহার পূর্বে ছিল অন্ধকার। মধ্যযুগ। অবাঙ্‌মনসগোচর ইতিহাসহীনতা। ব্ল্যাকহোল ও সিঙ্গুলারিটি। এইসব। এ হল লিমিটেড এডিশন ঠাকুরমার ঝুলি, বিশুদ্ধ ন্যানোপুরাণ, সিঙ্গুরবাসীদের জন্য লিখিত সিঙ্গুরবাসী বরদাচরণ রচিত সিঙ্গুরের ভূমিপুত্রের ইতিহাস, এ খাঁটি দিশি মাল টাগরায় জোর থাকলে তবেই খাওয়া যাবে। শারদীয়া প্রতিদিনে (২০১৬) প্রকাশিত উপন্যাস।

    প্রকাশ: ২০১৭ | দাম :৯০ টাকা
  • #৩৪ ওই মণিময়, তার কাহিনি : রবিশংকর বল

    "ভয়াবহ ভালো লেখা। একমাত্র মেটাফার পেঁজা তুলোর মতন উড়ন্ত – ভাসমান – তবু স্বাধীন নয় – নিজে উড়তে পারে না – তবু মনে হয় নিজেই উড়ছে – আসলে নিজে উড়তে পারে না – হাওয়ায় ওড়ায় " – সন্দীপন চট্টোপাধ্যায়।এমনি এমনিই তো কেউ দেখে ফেলতে পারে গাছের পাতার উল্টোদিক। কোনো না কোনো ভাবে। বহুকাল ধরে পড়ে থাকা অনড় পাথরের বুকে মাথা রেখে শুয়ে শুনে ফেলতেও তো পারে ইতিহাসের শতশতশতজলঝর্ণার ধ্বনি। সেখান থেকে কলরোল হৃৎবদলও তো হয়ে যেতে পারে। তেমন স্রোতের থেকে নিঃসৃত শব্দসমাহার একটি চরিত্রের কারণও তো হয়ে উঠতেই পারে। কিংবা ফলাফল। অথবা বহমানতা। এই সবই হয়ে ওঠে। হয়ে উঠছে, এই বিন্যাসটিতে।

    প্রকাশ: ২০১৬ | দাম :৬০ টাকা
  • #৩৩ অ(ন)ন্য মহীন : গুরুচন্ডালি

    ‘আমি আবার কাঁদব হাসব, এই জীবন জোয়ারে ভাসব, ... ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা’ – সলিলীয় এই গানটি, বাণীর দিক থেকে প্রায় যেন একই রকম কথা বলে। কিন্তু ভাব ও সুরে সলিলের এই গানে আছে তীব্র রোমান্টিক উদ্দীপনা, আর মহীনের ‘ফিরে আসব’তে সেই উদ্দীপনার জায়গা নেয় নিখাদ বিষণ্ণতা। এই বিষণ্ণতাই মহীন এবং সলিল চৌধুরির মধ্যের ছেদবিন্দু। এখানে দাঁড়িয়ে, ঠিক যেভাবে প্রায় একই কথা একদা সলিল নিজেই বলেছিলেন রবীন্দ্রনাথকে, মহীন এবং তার পিতৃপুরুষ গৌতম চট্টোপাধ্যায় যেন সেই সুরেই সলিল চৌধুরিকে বলছেন, তুমি আমার পিতা, কিন্তু আমার পথ এবার আলাদা হল। কারণ আমার অন্ধকারের রঙও বদলে গেছে, আমার মধ্যে ঢুকে গেছে এই জীবনানন্দীয় বিষণ্ণতা। এখানে দাঁড়িয়েই জীবনানন্দ পরবর্তী সময়ে কাব্যের মধ্যে যে সুর, সেই সুর গানের মধ্যে ঢুকছে, তার কথার মধ্যে ঢুকছে। এর মধ্যে চিরন্তন ভালোবাসা, চিরন্তন বিচ্ছেদের সমস্ত দুঃখগুলো আছে, কিন্তু সেটা আর শুধু সাদা-কালোর দুঃখ নয়, এর মধ্যে আরও রং, অনেক শেড ঢুকে গেছে। এই উপচে পড়া বিষণ্ণতাই সেই জিনিয়াসের চিহ্ন, যার নাম মহীন।' -দেবজ্যোতি মিশ্র

    প্রকাশ: ২০১৬ | দাম :১১০ টাকা
  • #৩২ আশালতা : অমর মিত্র

    এই বইয়ে আছে ১৯৮৪র কুলছুমের হাত। ওই সময়ে লেখা বছিরদ্দি ভূমি ধরিতে যায়, আর একটু পরের নদী ভূমি .....জমি নিয়ে বাঁচা মানুষের ইতিবৃত্ত। কুলছুম একটি বালিকা। তার বাবা ক্ষেত মজুর। কুলছুমের হাত ভাত না পেয়ে রেগে অগ্নিশর্মা বাবার মুখ চেপে ধরে তালাক উচচারণের মুহুর্তে। আশ্চর্য মানুষ আর জনজীবনের কথা এই বইয়ের সব গল্পে।

    প্রকাশ: ২০১৬ | দাম :১০০ টাকা
  • #৩১ মহেঞ্জোদারো : সৈকত বন্দ্যোপাধ্যায়

    "সময়টাই ভুলভাল। স্বাধীনতা সংগ্রাম, হাংরি, ভিয়েতনাম, নকশালবাড়ি, পথের পাঁচালি, বার্লিন ওয়াল, তিয়েন-আন-মেন স্কোয়্যার, এমনকি ইন্টারনেট অব্দি সব শেষ। এখন শুধু খুঁটে খাওয়া। পেডিগ্রি ছাড়া আর কিছু হবার নেই। আমি সেখানেও গোল্লা। থাকি কেষ্টপুরে। ফিল্ম ইনস্টিউটের গণ্ডি মাড়াইনি, জেএনইউ চোখে দেখিনি, ইপিডাব্লু আমার কোনো প্রবন্ধ ছাপেনি। বন্ধুবান্ধবরাই পাত্তা দেয়না তো বাইরের লোক। সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে একবার এক ট্যাক্সিতে উঠেছিলাম। আর পাঁচ বছর বয়সে একবার জ্যোতি বসুর কোলে বসে ছবি তুলেছিলাম। ব্যস। পেডিগ্রি বলতে এই। কিন্তু সে ছবির নিচেও লিখে না দিলে আমাকে আমি বলে চেনা যাবে না।" বিধিসম্মত সতর্কীকরণঃ এ কাহিনির সব ঘটনাই কাল্পনিক, কারণ, আয়নার মধ্যে কোনো জ্যান্ত মানুষ থাকেনা, আর মৃতের শহরে বেঁচে থাকে শুধু প্রত্নতত্ত্ব।

    প্রকাশ: ২০১৬ | দাম :৭০ টাকা
  • #৩০ অবান্তর পাঠশালা : অনুবাদ: জয়া মিত্র

    সত্তরের দশকে যখন সামাজিক ন্যায়ের দাবীতে উত্তাল আমাদের দেশ, তখন ওই একই দাবীতে একই রকম ঝড় আছড়ে পড়ছে লাতিন আমেরিকার আর্জেন্টিনায়। হাজার তিরিশেক তরুণ-তরুণী 'নিখোঁজ' হয়েছিলেন ওই দেশে, নানারকম বন্দীশালায়। সেরকমই এক গোপন বন্দীশালার বিবরণ 'দা লিটল স্কুল'। লিখেছেন সেই নরকের এক অধিবাসিনী। যেন অন্য ভাষার আরেক হন্যমান, যা অনুবাদ করেছেন জয়া মিত্র।

    প্রকাশ: ২০১৫ | দাম :১০০ টাকা
  • #২৯ নখদন্ত : মলয় রায়চৌধুরী

    খুঁজে পাওয়া পুরোনো ডাইরির পাতায় তিনটি সমান্তরাল জবানিতে লিপিত হচ্ছে এই আখ্যান। ভারি বিক্ষিপ্তভাবে তার কিছু লেখা, খানিকটা যাত্রার বিবেকের মতন এসে পড়ছে বাকি ঘটনা পরম্পরার মধ্যে। ঘটনাক্রম মূলতঃ রতিক্রিয়াময়। এবং ক্রমশঃ দিয়েই শরীরী উচ্চারণ থেকে মননশীলতায় এসে পড়ছে এই আখ্যান, এবং আশ্চর্যভাবে হয়ে উঠছে সমসময়ের বিশ্বরাজনীতির কমেন্টারি।

    প্রকাশ: ২০১৫ | দাম :৭০ টাকা
  • #২৮ মিছিলে বাদল সরকার : অদ্রীশ বিশ্বাস

    এই সাক্ষাৎকার মূলত তাঁর দেশবিদেশে খ্যাতি অর্জনকারী নন-প্রসেনিয়াম থিয়েটার নিয়ে। অনেকে সহজ করে বলেন “থার্ড থিয়েটার”, উনি বলেন “অঙ্গনমঞ্চ”। সেই অঙ্গনমঞ্চ নিয়েই এই সাক্ষাৎকার। যার গুরুত্ব কখনওই দিইনি আমরা।এটাই একমাত্র সাক্ষাৎকার, যেটায় কেবলমাত্র অঙ্গনমঞ্চ ও তার পশ্চাদপট, ভাবনার গড়ে ওঠা, রাজনীতি ও রাজনীতির ফাঁদে-পড়া নাটক ও স্বয়ং বাদল সরকার।

    প্রকাশ: ২০১৫ | দাম :৪০ টাকা
  • #২৭ অপ্রকাশিত মরিচঝাঁপি : সম্পাদনা: তুষার ভট্টাচার্য

    কেবল একটি দ্বীপের নাম মাত্র নয়, মরিঝঝাঁপি প্রাণ ও অধিকার হত্যার একটি নিকৃষ্টতম উদাহরণ। মরিচঝাঁপি মানে নিরন্ন, অনিকেত মানুষের নতুন করে গড়ে তোলার লড়াই। মরিচঝাঁপি মানে প্রকৃতি ও রাষ্ট্র, এই দুই প্রবলতম প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ। মরিচঝাঁপি মানে আক্রান্ত মানুষের জন্য বৃহত্তর জনসমাজের বরাদ্দ হওয়া নির্বিকার নীরবতা। এইসব টুকরোটাকরা, নীরবতার ইতিহাস, লড়াই ও পরাজয়ের অভিজ্ঞতা নিয়েই এই বই। এর নাম 'অপ্রকাশিত মরিচঝাঁপি', কারণ, মরিচঝাঁপির সম্পূর্ণ ইতিহাস এখনও অপ্রকাশিতই।

    প্রকাশ: ২০১৫ | দাম :২০০ টাকা
  • #২৬ অসুখ সারান : ঈপ্সিতা পালভৌমিক

    সমকামিতা সারুক বা না সারুক, সঙ্গে রাখুন এই হ্যান্ডবুকটি। স্কেপটিক্যালদের কথাকে গুলি মেরে পড়তে থাকুন আমাদের সাজেশনাবলী, সঙ্গে থাকুন একদম শেষ |

    প্রকাশ: ২০১৪ | দাম :৩০ টাকা
  • #২৫ অরূপ তোমার এঁটোকাঁটা : মলয় রায়চৌধুরি

    কাশী থেকে কলকাতা, বৈষ্ণবের খঞ্জনি থেকে জিমি হেনড্রিক্স। কেকাবউদি থেকে স্বর্ণকেশী ম্যাডলিন। এ এক অন্য আকাশে উড়ান, যা চেনা হলেও দূরবর্তী। কাল্পনিক হলেও বাস্তব।

    প্রকাশ: ২০১৪ | দাম :৭০ টাকা
  • #২৪ খেরোবাসনা : সৈকত বন্দ্যোপাধ্যায়

    শুনে কাইন্ডলি আঁতকে উঠবেন না, যে, মোটে ২০১০ সালে জন্ম হলেও এই আধাখেঁচড়া কাহানিটি আদতে সেই মেগা উপন্যাসেরই সহোদর, যার নাম কারুবাসনা...

    প্রকাশ: ২০১৪ | দাম :১০০ টাকা
  • #২৩ অন্য যৌনতা – সংকলন : গুরুচন্ডালি

    পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের আড়ালে অজস্র দৃশ্যের জন্ম হয়। জন্ম হয় পাওয়া, অপ্রাপ্তি,নিঃসঙ্গতা এবং বেদনার। "আমার যৌনতা"র এই দ্বিতীয় সংস্করণে আরও বড়ো আকারে নিজেদের এসব অভিজ্ঞতা, অনুভূতির কথা লিখেছেন এইসব মানুষরা, যাঁরা "স্ট্রেট" নন।

    প্রকাশ: ২০১৪ | দাম :১১০ টাকা
  • #২২ প্রসঙ্গ ধর্ষণ – সংকলন : গুরুচন্ডালি

    অধিক বিবরণ নিষ্প্রয়োজন। ধর্ষিতা এবং ধর্ষিতদের (হ্যাঁ, পুরুষদেরও ধর্ষণ হয়), নিজস্ব উপলব্ধি, আর আরো কিছু অন্যান্য টুকরো-টাকরার সংকলন রইল এখানে।

    প্রকাশ: ২০১৪ | দাম :৪০ টাকা
  • #২১ বাংলা কাব্যগীতির অন্য ধারা – সংকলন : বিনয় চক্রবর্তী, গৌতম নাগ, কল্লোল, সম্বিৎ বসু

    সোপা থেকে নগর ফিলোমেল। সলিল চৌধুরি থেকে প্রতুল মুখোপাধ্যায়। রঞ্জন প্রসাদ থেকে নাগরিক। এ হল কাব্যগীতির অন্যধারা। বাংলা গানের নতুন বাড়ি, যা শুধু ফুল ফল ও পাতা নয়। এ হল বাংলাগানের নতুন ঘরকন্না, নতুন এক ময়মনসিংহ গীতিকার ইতিবৃত্ত।

    প্রকাশ: ২০১৪ | দাম :৩০ টাকা
  • #২০ আমার কারাবাস শাহবাগ এবং অন্যান্য : আসিফ মহিউদ্দীন

    ফ্যাসিবাদ নয়, জরুরী অবস্থা নয়। ইতালি না, মধ্যপ্রাচ্য না। আন্তোনিও গ্রামশি নয়, নাজিম হিকমত নয়। জেলবন্দী ছিলেন আমাদের পাশের বাড়ির কজন। স্রেফ নাস্তিকতার "অপরাধ"এ। পড়ুন একবিংশ শতাব্দীর জেলখানার চিঠি।

    প্রকাশ: ২০১৪ | দাম :০ টাকা
  • #১৯ বর্ণসংকর : বিপুল দাস

    গল্পের মরে যাওয়া নদীর বাঁকে এক পঙ্গু রমণী হুইল চেয়ারে বসে - হাতে আশ্চর্য পুষ্পমঞ্জরী- প্রখর রোদে শুকিয়ে যায়, ঝিরিঝিরি বৃষ্টিতে অথবা রোদ মেদুরে নতুন মঞ্জরী ফুটে ওঠে। কথার ঢালে পাহাড় নাচে, ঢেউ ভাঙ্গে দ্বিধা। ক্যামেরা যার হদিশ পায় না।

    প্রকাশ: ২০১৪ | দাম :১৩০ টাকা
  • #১৮ বঙ্গমঙ্গল : প্রকল্প ভট্টাচার্য

    সমবেত হাসি যেমন হররা হয়ে ওঠে, ছড়াও তেমন কখনও কখনও হয়ে উঠতে পারে ছররা । যদি তাক ঠিক থাকে, তাহলে বাঘ-সিংহ না হোক, তাতে দুচারটে পাখিপাখালি মারা যায় অনায়াসে । আর ঠিকঠাক তাক করে মারার কায়দাকে প্রকল্পের ছড়া না বলে তাকে আমরা বলতে পারি ছড়ার প্রকল্প, তাক প্র্যাকটিস করতে হলে যাতে অংশগ্রহণ করতেই হবে ।

    প্রকাশ: ২০১৪ | দাম :২০ টাকা
  • #১৭ অলৌকিক প্রেম ও নৃশংস হত্যার রহস্যোপন্যাস : মলয় রায়চৌধুরী

    হাংরি বা অ্যাংরি নয়, লেখক চেয়েছিলেন, একটি রঙচঙে বটতলার বই। আকৃতিতে ডিটেকটিভ ও প্রকৃতিতে অন্তর্ঘাতী। বটতলার বিকল্প চটি ছাড়া আর কীইবা হতে পারে।

    প্রকাশ: ২০১৩ | দাম :৭০ টাকা
  • #১৬ অন্য মহীন অন্য ধারার গান : তাপস দাস (বাপি), কল্লোল, রঞ্জনপ্রসাদ

    ভাঙা আয়নাতেও তো কিছু ছবি আসে। শান্ত পুকুরে ঢিল ছুঁড়লে তৈরি হয় ভাঙাচোরা ছবির কোলাজ। এই টুকরো সংকলনে মহীনের ঘোড়াগুলি এবং/অথবা অন্যধারার গানের অন্য কোনো ভাঙাচোরা ছবি ভেসে উঠলেও উঠতে পারে।

    প্রকাশ: ২০১৩ | দাম :০ টাকা
  • #১৫ খান্ডবদাহন : সৈকত বন্দ্যোপাধ্যায়

    সবার উপরে, এ সেই ব্যক্তি-লেখকের ব্যক্তিগত আখ্যান, যে কিছুটা বিপ্লবী খানিকটা ক্রিকেট-বিশেষজ্ঞ, সামান্য শিশু ও বাকিটা কালাপাহাড়, স্লাইট আমেরিকান। প্রচুর আজগুবি জিনিস থাকলেও এখানে মিথ্যে কথা প্রায় নেই বললেই চলে। এই কাহিনির নায়ক নিরোও এই কাহিনীর কথক তাই পৃথক কিন্তু অভিন্ন।

    প্রকাশ: ২০১৩ | দাম :৮০ টাকা
  • #১৪ কাঠপাতার ঘর : কুলদা রায়

    ডায়াস্পোরিক লেখালেখি বিষয়ে সলমন রুশদি এক জায়গায় বলেছিলেন – সীমান্ত পেরিয়ে আসা নতুন সমাজে আমাদের মনে হয় আমরা বুঝি দ্বৈত ভুবনের বাসিন্দা। কুলদা রায়ের লেখায় সেই যন্ত্রণা এসেছে একদম অন্য ভাবে।

    প্রকাশ: ২০১৩ | দাম :৯০ টাকা
  • #১৩ পেলেকার লুঙ্গী : আনোয়ার শাহাদাত

    এখানে জোয়ার আসে। ভাটা আসে। ধানের গর্ভ হয়। টিয়া পক্ষী আসে। আর কলসকাঠীর হাটে পেলেকার্ড লুঙ্গীর আলাপ ওঠে। এই পেলেকার্ড লুঙ্গী পরে ঈদ্গাহে যাবে কলম ফরাজী।

    প্রকাশ: ২০১৩ | দাম :০ টাকা
  • #১২ মহাভারত : শুদ্ধসত্ত্ব ঘোষ

    এমন দেশ গোটা পৃথিবীতে আর একটিও নেই যেখানে মহাকাব্যের চরিত্ররা দেবতা হয়েছে, অগণিত জনস্রোতের জীবন-মৃত্যুর অধীশ্বর থেকেছে আজকের সময় অব্দিও। এমন মহাকব্যিক প্রভাব এই পৃথিবীতে কোনো দেশের, কোনো জাতির জীবনে নেই।

    প্রকাশ: ২০১৩ | দাম :০ টাকা
  • #১১ কোনো এক : শ্রাবণী

    কোন বিশেষ একটি গল্প বলার উদ্দেশ্যে এ লেখা শুরু হয়নি, তবু কখন যেন গাঁয়ের কথার বিনিসুতোর মালা গাঁথা হয়ে কাহিনির রূপ ধরেছে। এক একটি চরিত্র সে মালার একটি পুঁতি বা ফুল যাই হোক না কেন, পাশাপাশি থেকেও প্রত্যেকে এরা স্বতন্ত্র ... কোন হারিয়ে যাওয়া জীবনের চিরচেনা লোকজন সব ... পশ্চিমবাংলার একদা সাধারণ, মাটির কাছের মানুষজনের সাধারণ গল্প।

    প্রকাশ: ২০১৩ | দাম :০ টাকা
  • #১০ কারাগার বধ্যভূমি ও স্মৃতিকথকতা : কল্লোল

    স্মৃতি। তার প্রতিবারের বয়ান সামান্য বদলে বদলে যায়। ঠিক ঠিক অমনটাই যে ঘটেছিলো তা হয়তো আজ আর বলা যাবে না, কিন্তু ঘটতেও পারতো কিংবা সংগোপনে ইচ্ছে ছিলো অমনটাই ঘটুক। বা হয়তো সেটা আদৌ স্মৃতিচারণ নয় -স্মৃতিকথকতা। তথ্য নয়, তত্ত্ব নয়, বিগত সত্তরের দশকের স্মৃতিকথকতা ধরা রইল এই দুই মলাটের মধ্যে।

    প্রকাশ: ২০১২ | দাম :১২০ টাকা
  • #৯ আমার উন্মন বাদ্যকর : ইন্দ্রনীল ঘোষদস্তিদার

    গল্প নয়, আখ্যান। আখ্যান নয়, উপকথা। উপকথাও নয়, আসলে এ এক ধোঁয়া-ঢাকা দ্বীপ, যেখানে আজও কোনো অভিযাত্রীর পা পড়েনি। যাঁরা কুয়াশা-ঘেরা বন্দর ভালোবাসেন, ভালোবাসেন ধাবমান অশ্বের সাবলীল ছন্দ, এই অলৌকিক নাগরিক উপকথাগুলি তাঁদের এক ভিন গ্রহে সেই নতুন দ্বীপের সন্ধান দেবে।

    প্রকাশ: ২০১২ | দাম :২০ টাকা
  • #৮ শিন্টু ধর্মাবলম্বী রাজা সবুজ ভদ্রমহিলা এবং একজন অভদ্র সামুকামী : আবু মুস্তাফিজ

    লেখক বাংলাদেশের। আমরা প্রথমবার প্রকাশ করছি পশ্চিম পার থেকে। নামে সায়েন্স ফিকশান থাকলেও আদতে এটি কোনো সায়েন্স ফিকশনই নয়। তবে ফিকশন কীভাবে বাস্তবতা হয়ে ওঠে, বাস্তবতা কেমন করে হয়ে ওঠে প্রাকৃতিক, আর দুই বাংলা ঠিক কোনখানে জুড়ে যায়, সে রহস্য জানতে গেলে আপনাকে এই বই পড়তেই হবে।

    প্রকাশ: ২০১২ | দাম :২০ টাকা
  • #৭ আমার যৌনতা – সংকলন : গুরুচন্ডা৯

    পুরুষ মাত্রেই নারীকে কামনা করেনা। বা নারী মাত্রেই পুরুষকে। পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের আড়ালে অজস্র দৃশ্যের জন্ম হয়। জন্ম হয়, চাওয়া, পাওয়া, অপ্রাপ্তি, আঘাত, নিঃসঙ্গতা এবং বেদনার। সেসব নিয়ে কোনো মহৎ উপন্যাস রচিত হয়না। নির্মিত হয়না কোনো প্রেমগাথা। এসব দৃশ্যের কিয়দংশ রইল এই বইয়ে। নিজেদের অভিজ্ঞতা, অনুভূতির কথা সোজাসুজি লিখেছেন এইসব মানুষরা, যাঁরা "স্ট্রেট" নন। মিডিয়াব্যাপী পুরুষ এবং নারীর একমাত্রিক যৌন আখ্যানের ধামাকার পাশাপাশি এই লেখা গুলিও থাক না।

    প্রকাশ: ২০১১ | দাম :১১০ টাকা
  • #৬ বন্দরের সান্ধ্যভাষা : সৈকত বন্দ্যোপাধ্যায়

    ডিসিপ্লিনারি পাওয়ারের থাবার বাইরে, পশ্চিমের সর্বব্যাপী মসৃণ ক্ষমতার ডিসকোর্সের বাইরে, কিছু খুঁত থেকেই যায়। পশ্চিম থেকে পুবে, বন্দর থেকে বন্দরে, মসৃণ চলাচলের মধ্যে থেকে যায় এক ধূসর ও বিস্তীর্ণ জলরাশি। সন্ধ্যা ঘনিয়ে এলে বন্দর-শহর জুড়ে শোনা যায় পাখিদের আর্তনাদ। এই সেই সান্ধ্যভাষা, যার প্রত্নতাত্বিক খননে পাওয়া যেতে পারে চিকচিকে অভ্র ও মেটেরঙ তামা, দ্বীপান্তরের বেদনা, শিল্পবিপ্লবের রহস্য। এই বইটি সেই সম্ভাব্য খননেরই উপক্রমণিকা।

    প্রকাশ: ২০১১ | দাম :৪০ টাকা
  • #৫ লা জবাব দিল্লি : শমীক মুখোপাধ্যায়

    এ বই কোনো গল্পের বই নয়, কাহিনির জালও বোনা নেই এখানে। নিতান্তই রোজকার পথ চলার ফাঁকে ফাঁকে একটা শহরকে যে ভাবে চিনে নেওয়া যায়, সেই চেনবার প্রচেষ্টাই করা হয়েছে এর প্রতিটা পর্বে। ভালো-মন্দ মিশিয়ে দিল্লি আর তার আশেপাশের উপনগরী, নয়ডা গাজিয়াবাদ গুরগাঁও ফরিদাবাদ ইত্যাদির বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন ঘটনাবলী, আড্ডার ছলে জড়ো করে দেওয়া এখানে। যাঁরা তেমন চেনেন না দিল্লিকে, তাঁদের জন্যে তো বটেই, যাঁরা চেনেন, থাকেন এই শহরে, তাঁদের জন্যেও আমার তরফে রইল এই ছোট্ট উপহার।

    প্রকাশ: ২০১১ | দাম :১১০ টাকা
  • #৪ ঘেন্না পিত্তি : সোমনাথ রায়

    ওইটুকুই তো প্রতিশোধ নিতে পারিউষ্ণীষে তোর ছুঁইয়ে আসবো ঘেন্নার তরবারি ।বীতরাগ হওয়া সভ্যতা ভুলে সমবেত পথচারী ভারি উল্লাসে জ্বালিয়ে ফেলবে মানুষের ঘরবাড়ি,রূপের চাঙারি, শস্যের গাড়ি, ...পেয়ারিয়া শুকসারি - ওইটা কিন্তু ...পারি।

    প্রকাশ: ২০১১ | দাম :৩০ টাকা
  • #৩ হাম্বা : সৈকত বন্দ্যোপাধ্যায়

    আমরা পন্ডিতদের সম্মান করি, আঁতেলদের ভয় পাই, পুলিশকে স্যার বলি, ঝাঁকড়াচুলো ব্যান্ডবাদক আর ক্যাটখুকিদের ফাটবাজি দেখে কুঁকড়ে যাই। আমরা লেখালিখি বলতে মাস্টারের নোটবই বুঝি, আইন বলতে পুলিশের ধাতানি। আমরা উড়ালপুলকে উন্নয়ন বলি, মার্কসবাদকে প্রগতি। আঁতলামি বলতে গোদার বুঝি আর (সুইট ইংলিশে) হাউ-আর-ইউ-ডুয়িং বলাকে স্মার্টনেস। আমাদের যাপন মানে চর্বিত চর্বণ। জীবন মানে মেগা-সিরিয়াল। পরিশীলন মানে গরু রচনা।এই পরিশীলন নামক গরু রচনার বিরুদ্ধে গরুদের এক নিজস্ব বিদ্রোহের বুলি হল হাম্বা। হাম্বা একই সঙ্গে নিপীড়িতজনের দীর্ঘশ্বাস এবং হৃদয়হীন জগতের হৃদয়। একই সঙ্গে অভব্যতা ও আকাটপনা। হাম্বা বিদ্রোহের এক গোপন কোড। আত্মাহীন অবস্থার আত্মা, জনতার আফিম। গরু রচনা আমাদের ভবিতব্য হলেও হাম্বাই আমাদের ভিত্তি। হাম্বা সর্বশক্তিমান, কারণ ইহা হাম্বা।

    প্রকাশ: ২০১০ | দাম :৫০ টাকা
  • #২ আমার সত্তর : দীপ্তেন

    ...না, দোষ দেই না কাউকেই। আমি নিজেই তো বালিতে মুখ গুঁজে। তবে সংস্কৃতির জগতে যারা খুব মন দিয়ে ঐ ইমেজগুলো ছড়াচ্ছিলেন তারাও ব্যবসায়ী। তাদের কবিতা,গান,নাটক এই সবের সাথে নোংরা পাজামা,কানে গোঁজা বিড়ি,অবিন্যস্ত চুল, সোনাগাছিতে উন্মত্ততা, মাদ্যিক কাল্ট - এরাও পণ্য। এমারজেন্সীর এক গুঁতো এদের সবাইকে ল্যাংটো করে দিয়েছিলো । মুখ গোঁজার জন্য অত বড় মরুভুমি আর ছিলো না...ডান থেকে বাম, টিভি বিতর্ক থেকে দেয়াল লিখন, সকলেরই আছে নিজস্ব সত্তর। এই সত্তরটি লেখকের নিজস্ব।

    প্রকাশ: ২০১০ | দাম :২৫ টাকা
  • #১ আলোচাল : সুমন মান্না

    কাঁচের গেলাস শব্দ করেনা – ভেঙে দিলে আওয়াজ হয় – টুংটাং বাজালে হয় ধ্বনি। সেই গেলাসকে উল্টোনো চশমায় দেখে বা না দেখে অনুভব করলে তবে না শব্দ হবে। শব্দই কথা বলে সে শুনি বা না শুনি – বাকি সবকিছু পারিনা এড়াতে – শুনে যেতে হয় বা হবে। জিভ তো একটাই সবার – সেই লকলক করে ওঠে, আর কখনো বা হাঁফাতে থাকে স্বেদগ্রন্থি আলগা করে। তোমাকে বলা কথাগুলো ওর, না বলাগুলো আমার – সেগুলো বলতে গিয়ে জিভ বেরিয়ে যায় – মাক্কালী!!

    প্রকাশ: ২০১০ | দাম :০ টাকা