বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5]     এই পাতায় আছে61--90


           বিষয় : ঝিঁঝিঁ বর্ষাকাপ ২০১৯
          বিভাগ : অন্যান্য
          শুরু করেছেন :S
          IP Address : 458912.167.34.76 (*)          Date:19 Jun 2019 -- 12:33 PM
Name:  বেঙ্গলী          

IP Address : 236712.158.566712.173 (*)          Date:30 Jun 2019 -- 08:29 AM

অস্ট্রেলিয়া ক্রমশ অপরাজেয় হয়ে উঠেছে। মিচেল স্টার্ক তো ভগবান এখন। বেহরেনডর্ফও ভালো বল করছে। কামিন্স তো আছেই। আগাগোড়া ভালো চাপ রেখে যাচ্ছে। ব্যাটে ম্যাক্সওয়েল ছাড়া সবাই ক্লিক করে গেছে। উইকেট না পড়লে তো কথাই নেই, চার পাঁচটা জলদি উইকেট পড়লেও কেউ না কেউ ঠিক একটা লড়াইয়ের রান তুলেই দিচ্ছে। লোয়ার মিডল অর্ডার মারাত্মক শক্তিশালী। এদিকে বিশ্বকাপে দ্বিতীয়বার সিরিজসেরা হওয়ার মুখে মিচেল স্টার্ক।


Name:  S          

IP Address : 236712.158.90056.249 (*)          Date:30 Jun 2019 -- 08:46 AM

ফাইনাল মনে হয় ইন্ডিয়া-অস্ট্রেলিয়াই হবে।


Name:  Amit          

IP Address : 237812.68.6789.27 (*)          Date:01 Jul 2019 -- 05:25 AM

সন্দেহ কিছুতেই যাচ্ছে না যে ইন্ডিয়া ইচ্ছে করে ইংল্যান্ড কে ম্যাচ ছেড়ে দিলো কালকে। হয় সেটা, নয়তো স্লগ ওভার র চাপ নেওয়ার লোক জাস্ট নেই। এতটা ডিফেন্সিভ ব্যাটিং লাস্ট ১০ ওভার এ ? এই ফ্লাট ব্যাটিং পিচ এ ? ইংল্যান্ড ১২-১৩ টা ছক্কা মেরে গেলো, আর আমরা ১ টা ? ইংল্যান্ড এর পেস ব্যাটারী আদৌ বলার মতো ই নয়, এর থেকে অস্ট্রেলিয়া র পেস ভালো ছিল।

মেজাজ বিগড়ে যাচ্ছে পুরো। যদি সন্দেহটা সত্যি হয়, অত্যন্ত বাজে উদা হয়ে থাকলো ম্যাচ ফিক্সিং এর। আর যদি সেটা না হয়, এর পর ইন্ডিয়া আর বড়ো রান তাড়া করতে পারবে কি না সন্দেহ হচ্ছে।


Name:  S          

IP Address : 890112.162.561223.237 (*)          Date:01 Jul 2019 -- 06:59 AM

প্রথম ১০ ওভারে এত কম রান করলো এই উইকেটে?


Name:  aranya          

IP Address : 236712.158.3467.111 (*)          Date:01 Jul 2019 -- 08:51 AM

প্রথম ১০ ওভারে কত রান আর সেশ ১০-এ কত?


Name:  Tim          

IP Address : 890112.162.671223.45 (*)          Date:01 Jul 2019 -- 08:25 PM

২৮/১
শেষটা মনে নেই। কোহলি আর রোহিত আউট হওয়ার পরই মনে হচ্ছিলো হবেনা। ধোনি আর কেদার খুবই অদ্ভুত খেলেছে। তবে ইন্ডিয়া ম্যাচটা প্রথম ইনিঙ্গসেই হেরে গেছে। মনে হচ্ছিলো ২০-২০ খেলা।


Name:  বেঙ্গলী          

IP Address : 237812.69.3434.106 (*)          Date:01 Jul 2019 -- 09:30 PM

শেষ দশে সত্তরের আশেপাশের কিছু করেছিল।
জনগণ শ্রীলঙ্কার আবিস্কা ফার্নান্দো খেলোয়াড়টিকে একটু খেয়াল রাখবেন। গত দুতিনটে খেলাতেই দেখছি। রকমারি মার রয়েছে হাতে, সাহসী ছেলে, ধৈর্য এবং খেলার গতিপ্রকৃতি অনুধাবনের ক্ষমতাও মন্দ না। মন বলছে শ্রীলঙ্কা একটা ভালো তিন নম্বর পেয়েই গেল।


Name:  aranya          

IP Address : 890112.162.9001223.51 (*)          Date:02 Jul 2019 -- 07:59 AM

ধোনি-র ব্যাটিং সত্যিই বিস্ময়কর। জেতার চেষ্টা করল না, যেখানে ভারতের সেমিফাইনালে যাওয়া এখনও নিশ্চিত নয় !


Name:  a          

IP Address : 236712.158.78.108 (*)          Date:02 Jul 2019 -- 11:24 AM

লোকে বল্ছে ওটা রানরেট ভালো রখার জন্যে কারণ উইকেট পড়লে রানরেটে ইম্প্যাক্ট হয়


Name:  Amit          

IP Address : 237812.68.6789.33 (*)          Date:02 Jul 2019 -- 12:05 PM

বুমরার বলে এদিকে বিজয় শঙ্কর আহত, বিশ্ব কাপ থেকে ছুটি।

ইন্ডিয়া টিম এ এবার নিয়ম করা হোক কেও বাজে খেললে বা বল নষ্ট করলে বেটা কে নেট প্রাকটিস এ খালি পায়ে বুমরার বোলিং খেলতে হবে :) :)


Name:  Kaju          

IP Address : 236712.158.34900.200 (*)          Date:02 Jul 2019 -- 12:29 PM

এবার লোকেশ রাহুলকে বোলিং করুক নেটে তাইলে। এত অপদার্থ ওপেনার টিকে থাকলে ইন্ডিয়া দাঁড়িয়ে দাঁড়িয়েই হেরে যাবে। ও আউট হলে স্বস্তির নিশ্বাস ফেলি। টেস্টে হয়ত ভালো, ওয়ানডে-র টোটালি অনুপযুক্ত। ধাওয়ান গিয়ে এই ব্যাটা ঢুকেছে। বল নষ্ট করার মার্কামারা।


Name:  sei          

IP Address : 236712.158.01900.11 (*)          Date:02 Jul 2019 -- 12:35 PM

ধোবিকে আর কতদিন টানবে মাতাল শাস্ত্রী।স্বার্থপর প্লেয়ার যে নিজের অ্যাভারেজ ঠিক রাখতে ব্যস্ত।শেষ ওভারে বিগ হিট করলো যাতে স্ট্রাইক রেট কুৎসিত না দেখায়।


Name:  রঞ্জন          

IP Address : 124512.101.560112.113 (*)          Date:02 Jul 2019 -- 01:08 PM

এখনও ধোনির বিকল্প নেই , যদিও ওর বয়সের প্রভাব দ্যাখা যাচ্ছে।
পন্থের শট সিলেকশন , তাড়াহুড়ো এগুলোতে টি টোয়েন্টির প্রভাব স্পষ্ট। আরও এক্সপোজার দরকার। বিজয়শঙ্করের জায়গায় আগেই চান্স দিলে ভাল হত ।
লোকেশ রাহুল চারনম্বরে খুব ভাল। ওপেনার নয় । কপাল খারাপ তাই শিখর আহত হল অ্যার ওকে দিয়ে ওপেন করিয়ে শ্যাম ও কুল দুইই গেল।
আজ বাংলাদেশের সঙ্গে খেলার মোড দেখে বোঝা যাবে কন্সপিরেসি থিওরি মে কিতনা দম হ্যায় !


Name:  Kaju          

IP Address : 236712.158.8989.217 (*)          Date:02 Jul 2019 -- 01:25 PM

আমার একদমই কোনো কন্সপিরেসি বলে মনে হয় না। স্রেফ নিশাহীন বাজে বোলিং আর ভুলভাল বোলারকে দেয়া ক্রুশিয়াল টাইমে।

শেন ওয়ার্নের বিষাক্ত লেগ স্পিনের একটা সংকলন ভিডিও দেখছিলাম। চাহাল ভাই-কে একটু টিপস দিতে পারে না? একটু বিশ্রাম নিয়ে বরং একদিন ওয়ার্নের কাছে একটু পাঠ নিক। সেদিন এত ভয়ানক মার খেলো কুল-চা জুটি, গায়ের ব্যথা মরতে মরতে একটু শিখে আসুক না। নইলে বিপদ আছে আজ ও পরবর্তীগুলোয়।


Name:  Kaju          

IP Address : 236712.158.8989.217 (*)          Date:02 Jul 2019 -- 01:25 PM

নিশাহীন নয়, দিশাহীন। নিশা তো ঘনিয়েই আছে।


Name:  রঞ্জন          

IP Address : 124512.101.450112.124 (*)          Date:02 Jul 2019 -- 02:39 PM

একটা দুঃস্বপ্ন আমাকে তাড়া করছে। সেমিতে ভারত হেরে গেছে।
ফাইনাল হচ্ছে অস্ট্রেলিয়া অ্যার ইংল্যান্ডের মধ্যে।
এমনই একটা দেখেছিলাম দেড় মাস আগে ইলেকশনের সময় যে সিপিএমের সিট শূন্য , ভোটক্ষয় অ্যার বিজেপির শক্তি বৃদ্ধি। যা তা ফলে গেল।
এটা যেন না ফলে হে ঠাকুর!
কিন্তু স্মিথ ওয়ার্নাররা ফিরে আসায় অসিদের ব্যাটিং দারুণ, ব্যালান্সড। ক্যাপ্টেন ফর্মে, অবশ্য ভারতের ক্যাপ্টেনও তাই।
কিন্তু ওদের পেস ব্যাটারি?
এবারের অধিকাংশ পিচ পাটা; তাই অসিদের চান্স বেশি , ভারতের চেয়েও।


Name:  Kaju          

IP Address : 236712.158.01900.11 (*)          Date:02 Jul 2019 -- 03:04 PM

আজকে দুই যাদব বিস্‌রাম লিয়েছে। ভুবি অ্যান্ড কার্তিক ইন। নতুন কিছু দেখা যাবে হয়ত।


Name:  sei          

IP Address : 236712.158.34900.2 (*)          Date:02 Jul 2019 -- 03:21 PM

আজকে ধোবিদাদু কে বসলে পারতো। আপদটা প্রাণ ত্যাগ না করলে দলত্যাগ করবে বলে মনে হয় না।


Name:  Kaju          

IP Address : 236712.158.34900.158 (*)          Date:02 Jul 2019 -- 03:46 PM

রাহুল-কে খিস্তি মারছিলাম, এবার একটু সিঙ্গল অন্ততঃ নিচ্ছে, ৪ টারও মারছে আরিব্বাস ! রোহিত সাহেবের ক্যাচ ফেলা গেল তাই, নইলে তিনি এতক্ষণে...


Name:  S          

IP Address : 237812.68.7845.143 (*)          Date:02 Jul 2019 -- 07:16 PM

রাহুল আজকে যত বল খেলেছে তার আদ্ধেক বল ডট বল। শিখরকে রিপ্লেস করার লোক নেই।
প্রথম ২৫ ওভারে উইকেট না দিয়ে ১৬২ করেও শেষে মাত্র ৩১৪ অবধি টানলো। উইকেট স্লো হয়ে গেছে কিনা সেটা বাংলাদেশের ব্যাটিং দেখলে বোঝা যাবে। শেষ ১০ ওভারে জঘণ্য ব্যাটিং করলো ইন্ডিয়া।
আজকে রোহিত একটা জীবন পেয়ে ১০০ করলো। এটা অনেকদিনের একটা ট্রেন্ড দেখছি। ভারতের ব্যাটসম্যানদের রান করতে গেলে একটা লাইফ দিতে হবে।
পন্থ আজকে ভালই খেলেছে। টি২০ মোডে, তবুও আজকের পরিস্থিতে কাউকে ঐ ইনিংসটা খেলতেই হত।
ধোনি হ্যাজ লস্ট হিজ গোল্ডেন টাচ। মনে হচ্ছে দেখে স্পিন খেলতেই ভুলে গেছে। আর লাস্ট কয়েক ওভারে খুব খারাপ ডিসিশান নিচ্ছে। সঙ্গে রয়েছে ওভারকনফিডেন্স, যেটা ওর পারফরমেন্সের সাথে একেবারেই মানানসই নয়।
জাদেজাকে কেন খেলানো হলোনা এতোদিনেও, সেটা বুঝলাম না।


Name:  Amit          

IP Address : 237812.68.6789.81 (*)          Date:03 Jul 2019 -- 03:16 AM

ইন্ডিয়া টিম মনে হয় শুরুতেই অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা ম্যাচ এ পিক করে গেছিলো, এখন আর ওই লেভেল এ খেলতে পারছে না। মিডল অর্ডার যেটা আগে সব থেকে স্টেবল এরিয়া ছিল , সেটাই শেকি হয়ে গেছে, বেন স্টোকস এর মতো ৩০-৫০ ওভার এ লম্বা ইনিংস খেলার কেও নেই। ধোনি কে আর ভরসা করা যাচ্ছে না। বোলিং ও বুমরা ছাড়া রান আটকানোর কেও নেই, শামি উইকেট পাচ্ছে , কিন্তু প্রচুর রান দিয়ে দিচ্ছে।

অন্য দিকে অস্ট্রেলিয়া শুরুতে একটু নড়বড় দেখাচ্ছিল , কিন্তু একদম ঠিক টাইম এ টপ ফর্মে ফিরছে।


Name:  sei          

IP Address : 236712.158.34900.200 (*)          Date:03 Jul 2019 -- 01:00 PM

আজ ইংল্যান্ড জিতলে নক আউট স্টেজে হারানো মুশকিল হবে। অস্ট্রেলিয়া টাফেস্ট টীম। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফাইনাল হওয়ার চান্স বেশি।


Name:  Kaju          

IP Address : 236712.158.23900.129 (*)          Date:03 Jul 2019 -- 01:19 PM

সেমিফাইনালে উঠবে
তারপরেই ফুটবে


Name:  sei          

IP Address : 236712.158.01900.253 (*)          Date:03 Jul 2019 -- 01:23 PM

ঠিক। ধোবিদাদু খেললে ইন্ডিয়া ফুটে যাবে।


Name:  Kaju          

IP Address : 236712.158.12900.238 (*)          Date:03 Jul 2019 -- 06:32 PM

ইংল্যান্ডের স্কোরবোর্ড গতকালকের ভারতের মতই। বেয়ারস্টো আর জেসন রয় যেতেই ধস নেমেছে। 7.5 থেকে 5.83-তে নামিয়ে দিয়েছে নিশাম বোল্ট-রা। এই নিউজিল্যান্ডের বোলিঙের সামনে পড়লে ভারতের দুর্গতির শেষ নেই। এখনো অব্দি যা দশা সেই অনুসারে।


Name:  pi          

IP Address : 236712.158.566712.233 (*)          Date:03 Jul 2019 -- 08:29 PM

লিখব না লিখব না করেও না লিখে আর পারলাম না।
প্রথমে ভাবতাম, ধোবি টাইপো।। নিজেকে বামপন্থী দেখান বলেই হয়তো আরো অপ্রত্যাশিত ছিল।।

(ডিঃ আমি ধোনিভক্ত নই।

মোদিকে মুদি বলে খিল্লির উদ্দেশ্য ( বোল্ড আন্ডারলাইন করে দি, ধোবি বা মুদি বলা না, এগুলোলে খিল্লি খিস্তি ব্যংগের উদ্দেশ্যে ব্যবহার করাকে)
এরকমই বিরক্তিকর লাগে।


Name:  রঞ্জন          

IP Address : 236712.158.455612.210 (*)          Date:04 Jul 2019 -- 06:38 AM

দীনেশ কার্তিককে না খেলিয়ে জাদেজাকে খেলালে ভালো হয় । ফিঙ্গার স্পিনও দরকার। ৬ষ্ঠ বোলার এবং আরেকজন অল-রাউন্ডার পাওয়া যায় । পন্থের এইস্তরে খেলার 'অকল' এবং ধৈর্য পিক আপ করছে। ভাল লার্নার।


Name:  sei          

IP Address : 236712.158.565612.163 (*)          Date:04 Jul 2019 -- 11:41 AM

জাদেজা হলো ধোনির আমদানি করা একজন মধ্যমানের প্লেয়ার যেমতি রায়না আর পি সিংহ মনপ্রীত গনী এরা ছিল।টিমে চান্স পেয়েছে এই অনেক।প্রথম ১১ তে ঢোকানো মানে একটা জায়গা নষ্ট করা।না হোমে লাগবে না জগ্গিতে।


Name:  রঞ্জন          

IP Address : 124512.101.780112.71 (*)          Date:04 Jul 2019 -- 02:57 PM

শুধু অসাধারণ ফিল্ডিঙয়ের জন্যে? এবং ৬নং বোলার-- ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে? ফিংগার স্পিন?


Name:  Kaju          

IP Address : 236712.158.895612.210 (*)          Date:04 Jul 2019 -- 05:02 PM

স্পিন তো ফিঙ্গার দিয়ে ছাড়া হয়ই না। ঃ) Wrist spin বা চায়নাম্যান বলছেন মনে হয়।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5]     এই পাতায় আছে61--90