বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58]     এই পাতায় আছে1501--1530


           বিষয় : ২০১৯ নির্বাচন ইত্যাদি
          বিভাগ : নাটক
          শুরু করেছেন :pi
          IP Address : 7845.29.677812.117 (*)          Date:08 Sep 2018 -- 06:21 PM
Name:  PT          

IP Address : 340123.110.234523.23 (*)          Date:29 May 2019 -- 07:12 AM

যত দোষ বাম রোষ?

অবশেষে খোঁজ পড়েছে। তবে বামপন্থার নয়, বাম সমর্থক ভোটারদের। গৌড়বঙ্গ থেকে গড়িয়ে আসা গৈরিক প্রবাহে প্লাবিত এই বঙ্গ। সঙ্গে সঙ্গে এর মূল কার্যকারণও খুঁজে পেয়েছেন বিশ্লেষকেরা। বাম ভোটের রং বদল।

********বামপন্থার সমষ্টিবোধক চিন্তাভাবনাকে পশ্চাৎমুখী, অচল অভিধায় সব সময় ব্যঙ্গ বিদ্রুপ কুৎসায় ম্লান করা হবে; বামপন্থীরা বৈপ্লবিক অভিপ্রায় ছেড়ে সংস্কার, আপসের গড্ডালিকা প্রবাহে যোগ দেবেন। আবার ঠেলায় পড়ে শুধু দক্ষিণপন্থীদের ঠেকাতে বামপন্থার নয়, বামপন্থীদের নয়, বামপন্থী ভোটার অনুসন্ধান হবে। এমন যেমন খুশি, তখন চাই বামপন্থার সরবরাহ ইতিহাসে অপ্রতুল।************
(নম্বা নম্বা তাত্বিক নিবন্ধ লেখার আগে এই বাক্যগুলো সরকারী বামেদের কাটা-ছেঁড়া করা পন্ডিতেরা ভাল করে পড়ুন-এটা পিটির সংযোজন)

বাস্তবে আজ কারও ভোটের রং আর পাকা নয়। সামান্য প্রতিকূলতার ধোপে রং চটে যাচ্ছে। প্রায় সবই ছোপানো চঞ্চল সিদ্ধান্তে। নির্বাচনী ইস্তাহার পড়ে, অনুপুঙ্খ বিচারে, সুদূরপ্রসারী ভাবনায় সংখ্যাগরিষ্ঠ ভোটার জনমতে অংশ নেন না। দলপতিদের ব্যক্তিত্ব বিচার, নিজস্ব, কৌমগত স্বার্থ, চটজলদি ফললাভ, অন্য ভাষা-ধর্মের প্রতি অসূয়া, ধাঁধানো উত্তেজনায় ভোটার তাঁর পছন্দকে গড়ে তোলেন।

এই ধরনের জনমতে শক্তিশালী রাষ্ট্রনায়কের আকাঙ্ক্ষা ও আবির্ভাব অনিবার্য। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের ভাবনাকে ছাপিয়ে জাতীয়তাবাদী ভাবনায় ভারত জমে জমাট। বিশ্বনাগরিক চেতনার প্রসারে তার পরিত্রাণ। সেই দায় একদা বামপন্থীদের ভোটারদের একা কেন বইতে হবে?

মানস দেব, কলকাতা ৭০০০৩৬

(আজকের সম্পাদক সমীপেষু; এই সময়)


Name:  Amit           

IP Address : 340123.0.34.2 (*)          Date:29 May 2019 -- 07:15 AM

ইস্ট ক্যাপচার না করে থামবে না মোদী। যতদূর সম্ভব যাবে। সত্যি , লেখার পরে দেখলুম, শায়মাপরসাদ । খিকজ :) :)

আর PT -দা , পিসিকে ছোট করবেন না, উনি কোবতে লেখেন, গান করেন , ছবি আঁকেন, ১০০ টা বই লিখেছেন। ওনার থেকে বড়ো ইন্টেলচুয়াল এক খান দেখান দিকি নি ?


Name:  Atoz          

IP Address : 125612.141.5689.8 (*)          Date:29 May 2019 -- 07:20 AM

যে সে ছবি নয়, কোটি টাকার ছবি।


Name:  PT          

IP Address : 340123.110.234523.23 (*)          Date:29 May 2019 -- 07:36 AM

কবিরা যে পিসির চেয়ার নিজেহাতে পরিষ্কার করে দেন, চিত্রশিল্পীরা যে পিসির শিল্পভাবনাকে উচ্চতর আসনে বসান আর নামে গায়ক-গায়িকারা যে পিসির সুরে-কথায় গান রেকর্ড করেন সেই পিসিকে ছোট করার ক্ষমতা কি পিটির আছে? বিশেষতঃ গুরুর পাতায়-যেখানে রাজনীতির তাবড় তাবড় বোদ্ধারা পিসির ক্ষুরধার রাজনৈতিক চিন্তা-ভাবনাকে প্রতিনিয়ত নয়নের মণির মত আগলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত ১৫ বছর ধরে!!


Name:  S          

IP Address : 458912.167.34.76 (*)          Date:29 May 2019 -- 07:39 AM

গুরুর বয়স ১৫ বছর?


Name:  PT          

IP Address : 340123.110.234523.23 (*)          Date:29 May 2019 -- 07:42 AM

কার যে কত বয়স সে সবেরও আর হিসেব রাখা যাচ্ছে না....কতদিন তক্ক করছি তাও মনে নেই......সব ঘেঁটে গেছে....


Name:  Atoz          

IP Address : 125612.141.5689.8 (*)          Date:29 May 2019 -- 07:48 AM

মুলোর মূলোৎপাটন যে কবে হবে কেজানে!


Name:  মানিক          

IP Address : 78900.84.6767.126 (*)          Date:29 May 2019 -- 11:11 AM

"Name: কল্লোল

IP Address : 232312.163.89.33 (*) Date:28 May 2019 -- 12:28 PM

মানিক। মমতা বলে আদৌ কেউ ছিলো বা আছে কি? বাম আমলে বোধহয় বাজপেয়ী বা আদবানী মেয়েদের ছদ্মবেশে বাংলায় আসতেন। এখন বোধহয় মোদী বা অমিত শাহ ছদ্মবেশটা ধরেন।
তাই না?"

কল্লোল রসিকতার চেষ্টা যতই করুন, মূল কথাটা থেকেই যাচ্ছে। মমতার কথা ফেস ভ্যালুতে নিতে হলে হয় নাদান নয় পাজি হতে হয়। মাথা ফাটার গল্পটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন ছাড়া মানা যায় না। মনিশের সাথে সেটিং, মোদীর সাথে সেটিং, এসব তো পুরোনো কথা। লালুর সাথে সেটিং এত আশ্চর্য্য লাগছে কেন কে জানে!! বায়ার্স রিমোর্স?


Name:  কল্লোল          

IP Address : 232312.163.89.33 (*)          Date:29 May 2019 -- 11:14 AM

মানিক। সিরিয়াসলি আপনার সাথে রসিকতা ছাড়া আর কিছু করার কথা ভাবছি না।Name:  S          

IP Address : 458912.167.34.76 (*)          Date:29 May 2019 -- 11:16 AM

মাথা ফাটার কেসটা কী?


Name:  dc          

IP Address : 127812.49.011223.144 (*)          Date:29 May 2019 -- 11:25 AM

মাথা ফাটার কেসটা আমি অল্প একটু জানি, দিদিকে নাকি কোন মিছিলে কে নাকি লাঠির বাড়ি মেরে মাথায় জখম করে দিয়েছিল (সেটা কি জ্যোতিবাবুর আমলে? আর তার পরেই কি জ্যোতি বাবু বলেছিলেন ওরম হয়? শিওর না)। তবে মানিকবাবু বোধায় হাইন্ডসাইট এরর করছেন। সেই একটা সময়ে দিদি অনেক আন্দোলন করতেন, প্রায় একাই সিপিএম মেশিনারির বিরুদ্ধে মিছিল টিছিল করতেন। এখনকার আরেসেস মেশিনারির থেকে তখন সিপিএম মেশিনারি কিছু কম ছিল না, গুন্ডাও সিপিএমের হাতে অঢেল ছিলো। তখন কেউ ভাবতোও না দিদি কখনো সিপিএমকে হটাতে পারবে। সেই সময়ে সেটিং করে মাথা ফাটানোর অভিনয় করে মানুষের সহানুভুতি পাওয়ার অভিনয় করবেন, এতোটা মনে হয়না। দিদির ইমেজ মেকওভার হয়েছে মেনলি বুদ্ধবাবু আসার পর। আমি যতোটুকু জানি আরকি, ভুলও হতে পারি।


Name:  S          

IP Address : 458912.167.34.76 (*)          Date:29 May 2019 -- 11:27 AM

সেতো আমিও জানি। সে নিয়ে নাকি সন্দেহও আছে। আজকেই অরুনাভবাবুর একটা ইন্টারভিউ দেখছিলাম, ভাটে লিন্ক দিয়েছি। তাতে উনি বললেন যে অন্য কারোর সঙ্গে হয়েছিলো ব্যাপারটা।


Name:  dc          

IP Address : 127812.49.011223.144 (*)          Date:29 May 2019 -- 11:31 AM

অ্যাঁ অন্য কারুর সাথে হয়েছিল নাকি? এরকম জানতাম না তো!


Name:  :।          

IP Address : 897812.175.233412.214 (*)          Date:29 May 2019 -- 11:52 AM

এরকম হতেই পারে মমতা শংকর বা মমতা কুলকার্নি বা অন্য কারো মাথা ফেটেছিল।Name:  Amit           

IP Address : 340123.0.34.2 (*)          Date:29 May 2019 -- 11:55 AM

জ্যোতি বসু র স্টেটমেন্ট টা বানতলার ঘটনার পরে না ? খুবই বাজে ঘটনা ছিল।

আমি যতটা শুনেছি তিনি ইংলিশ এ বলেছিলেন "it can happen" , এবার সেটা বাংলাতে ট্রান্সলেট হয়ে গেলো যে " ওরকম তো কতই হয়" ।


Name:  S          

IP Address : 458912.167.34.76 (*)          Date:29 May 2019 -- 12:14 PM

পন্কজ ব্যনার্জী।


Name:  english vinglish          

IP Address : 568912.220.120112.21 (*)          Date:29 May 2019 -- 12:23 PM

হু জ্যোতিবাউর ইংলিশ ট্র্যান্সলেট করবে এমন ধক কটা বাঙ্গালীর আছে?

তবে কিনা 'এরকম তো কতোই হয়। তারমানে কী এই যে...' এটাও বলেছিলেন। খাস বাংলায়।


Name:  b          

IP Address : 4512.139.6790012.11 (*)          Date:29 May 2019 -- 02:16 PM

এই মরেছে। পিসি ভাইপোকে খুন্তি-র ছেঁকা দিয়েছেন।


Name:  b          

IP Address : 4512.139.6790012.11 (*)          Date:29 May 2019 -- 02:17 PM

http://www.epaper.eisamay.com/Details.aspx?id=48818&boxid=44239


Name:  PM          

IP Address : 9001212.30.8934.76 (*)          Date:29 May 2019 -- 02:56 PM

https://www.mynation.com/india-news/hindu-consolidation-in-bengal-surp
assed-the-one-in-post-muzaffarnagar-up-ps72e4

Name:  মানিক          

IP Address : 78900.84.6767.126 (*)          Date:29 May 2019 -- 07:03 PM

কল্লোল কি ২১শে জুলাই, আর মনীশ গুপ্তকে মন্ত্রী করা নিয়েও রসিকতা করবেন? আপনার রসিকতাতে আমি মুগ্ধ।


Name:  মানিক          

IP Address : 78900.84.6767.126 (*)          Date:29 May 2019 -- 07:16 PM

ডিসি, মমতা ইদানীং অসৎ এমন তো না। সেই ইস্ট জর্জিয়ার পিএইচডি মনে করুন। ২১শে জুলাইও অনেক আগের। হঠাৎ এই মাথা ফাটার ব্যাপারটার সময় উনি খুব সৎ হয়ে গিয়েছিলেন ধরতে হলে একটা লিপ অফ ফেইথ দরকার হয়। এটা অন্ততঃ সম্ভাবনার মধ্যে যে উনি আর পাঁচটা ব্যাপারের মত এটাও ম্যানুফ্যাকচার করেছিলেন।

এবারে তার সাথে লালুকে আশ্রয় দেওয়া। এটা একটা প্যাটার্ন। মনীশকে মন্ত্রী করা, ২১শে জুলাই নিয়ে চেপে যাওয়া, লালুর মামলা ফুস ধাঁ হয়ে যাওয়া।

আমি ডাক্তার না। কিন্তু স্কাল ভেঙে যাওয়া মনে হয় সিরিয়াস ইনজুরি। সেটা হলে একজন ডাক্তারের ধরতে পারার কথা, এতদিন বাদেও।

কল্লোল বলেছেন লালুকে ব্যবহার করে মমতার মাথা ফাটিয়ে সিপিএম তাকে তাড়িয়ে দেয় (ও মমতা আশ্রয় দেয়, যেটা কল্লোল বলেন নি)। এই দাবীর কোন প্রমাণ আছে কি?

ভুল বুঝবেন না। সিপিএম নিয়ে আমার বিশেষ মোহ নেই। শুধু পিসীর সততা সম্পর্কে আমার মোহ আরো কম।


Name:  PT          

IP Address : 340123.110.234523.5 (*)          Date:29 May 2019 -- 07:31 PM

কিন্তু তিনো নিয়ে কল্লোলদার মোহ আমাকে বিস্মিত করতেই থাকে!!


Name:  PM          

IP Address : 018912.210.012323.15 (*)          Date:29 May 2019 -- 08:23 PM

অইটুকু ডিস্কাউন্ট কল্লোল্দাকে দেওয়া উচিত। এই পাতার রেসিডেন্ট তিনো প্রেমী হিসেবে 🤡


Name:  PM          

IP Address : 018912.210.012323.15 (*)          Date:29 May 2019 -- 08:26 PM

https://m.timesofindia.com/india/bjp-fares-well-in-minority-concentrat
ion-districts-wins-over-50-seats/articleshow/69556665.cms


সব অদউট স্ট্যাট ২ টো সম্ভাবনা ই ইন্ডিকেট করে

১। কেদারনাথ জি র মিরাকল

আথবা

২। ব্যালট বক্স এর মিরাকেল


Name:  Ekak          

IP Address : 90045.207.4556.87 (*)          Date:29 May 2019 -- 08:32 PM

মাথা ফাটা মানে স্কাল ভাঙ্গা হতে জানে কোন দুহ্খে ! হেড ইন্জুরি হয়ে চাট্টি রক্ত বেরোলে বান্গ্লায় বলে মাথা ফেটে গ্যাছে। ও হর বখত খেলার মাঠে হয়, মিছিলে লাঠি চার্জ হলেও হয়।

মাথায় ফটাস করে লাঠি পর্বে, মিকি মাউসের মত ঘুরে পড়ে জাবেন, সবাই ধরে নাস্সিঙ্গ হোমে নে জানে। গোটা চারেক স্টিচ।

এর মধ্যে এতো সর্প ভ্রম ওয়োর্দি নয়। ছেলেবেলায় মাথা ফাথা ফাটেনি আপ্ন দের ? ☺️


Name:  দেবাশিস          

IP Address : 5645.124.564512.34 (*)          Date:29 May 2019 -- 09:16 PM

একটা পুরোনো মজার ভিডিও দেখুন :-)

https://www.youtube.com/watch?v=9QO1YvSV6rY


Name:  dc          

IP Address : 127812.49.011223.144 (*)          Date:29 May 2019 -- 09:52 PM

মানিকবাবু, দিদিকে নিয়ে আমারও একবারেই মোহ নেই, কখনোই ছিলনা। তবে এই মাথা ফাটাফাটির ব্যপার মোটামুটি ছোটবেলার থেকেই শুনে আসছি। ঠিক কি হয়েছিল জানিনা (জানার খুব একটা ইন্টারেস্টও নেই)।


Name:  কল্লোল          

IP Address : 342323.191.3434.194 (*)          Date:29 May 2019 -- 10:53 PM

তিনোদের নিয়ে আমার কোন মোহ কোনকালেই ছিলো না। পকাবু সুতোয় বহুবার লিখেছি সিপিএমের বদলে তিনোরা এলেই সব ভালো হয়ে যাবে না। তিনোদের বিরুদ্ধেও লড়তে হবে একই ভাবে।
কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই।
লালুর রডের বাড়ি খেয়ে বেশ কিছুদিন অবস্থা ক্রিটিকাল ছিলো।
মমতাকে মহাকরন থেকে পুলিশ চ্যাঙ্গদোলা করে বার করে দিয়েছিলো। বেদী ভবনেও পুলিশের মার খেয়েছে।
পুলিশ নিয়ে তো বলার কিছু নেই। ক্ষমতায় এলে তাদের তুইয়ে চলেছেন সকলেই জ্যোতিবাবু থেকে মমতা।
লালু বা মনীশ কেন এই ২০১১তেও নন্দীগ্রামের সিপিএম বীরের দল তিনোতে নাম লিখিয়েছে। কসবার আনন্দমার্গী গণহত্যার মিচকে বাবলু তিনোতে। এগুলো সব দলই প্রশ্রয় দেয় ও ডোবে। আজ যেমন বিজেপি দিচ্ছে। ফরোয়ার্ড ব্লকের মনীরুল আজ তিনো হয়ে বিজেপিতে।

আজ সিপুয়েমরা ভান করছেন যেন সেদিন কিছুই হয় নি।
করুন। তাতেও সত্যিটা সত্যিই থেকে যাবে।
Name:  PT          

IP Address : 340123.110.234523.16 (*)          Date:29 May 2019 -- 11:19 PM

আ-হা-হা- সিপুএমরা যাই ভান করুক সেসব বারংবার উল্লেখ করেও কি তিনোদের আড়াল করা যাবে? আসল জায়্গায় গোলমাল হয়ে যাচ্ছে কল্লোলদা। যে সব ঘটনাকে সামনে রেখে সেই সময়ে সিপিএমের মুন্ডুপাত করতে সেগুলোর বেশীর ভাগই সাজানো ও মিথ্যে।
তালিকাটি দীর্ঘ যার শুরু রিজানুরের মৃত্যু দিয়ে............অবিশ্যি তা-আ-রো-ও আগে বুদ্ধবাবুর কনভয়ে মাইন ফাটানোর নিন্দা দিয়ে শুরু করতে হবে।

সেইসব মিথ্যাগুলো যে প্রকৃতই মিথ্যা ছিল সেটা স্বীকার করে নিলে তোমার মত আরো অনেকের সঙ্গে সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক করা যেত।

জানি, এর পরে হাড় হিম করা নীরবতা অথবা বক্রোক্তি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58]     এই পাতায় আছে1501--1530