![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
Swapan Majhi প্রদত্ত সর্বশেষ দু পয়সা

ছন্দহীন কবিতা
একদিন দুঃসাহসের পাখায় ভর করে,
ছুঁতে চেয়েছিলাম কবিতার শরীর ।
দ্বিখন্ডিত বাংলার মত কবিতা হয়ে উঠলো
ছন্দহীন ।
অর্থহীন যাত্রার “কা কা” চিৎকারে,
ছুটে এলো
প্রতিবাদী পাঠক।
ছন্দভঙ্গের নায়ক
ডানা ভেঙ্গে পড়ি
পুঁথি পুস্তকের এক দোকানে।
আলোক প্রাপ্তির প্রত্যাশায়,
যোগ ধ্যানে কেটে গেলো
ক টা বছর ।
ফসলের গোলা ভরলো
ইঁদুর আর তেলাপোকায় ।
অন্য কেউ নয়
ওদের উৎপীড়নে--
আমি নিজেই এবার উড়াল দিলাম
নীল নয়নার দেশে ।
কুকুর আর বি
ছুঁতে চেয়েছিলাম কবিতার শরীর ।
দ্বিখন্ডিত বাংলার মত কবিতা হয়ে উঠলো
ছন্দহীন ।
অর্থহীন যাত্রার “কা কা” চিৎকারে,
ছুটে এলো
প্রতিবাদী পাঠক।
ছন্দভঙ্গের নায়ক
ডানা ভেঙ্গে পড়ি
পুঁথি পুস্তকের এক দোকানে।
আলোক প্রাপ্তির প্রত্যাশায়,
যোগ ধ্যানে কেটে গেলো
ক টা বছর ।
ফসলের গোলা ভরলো
ইঁদুর আর তেলাপোকায় ।
অন্য কেউ নয়
ওদের উৎপীড়নে--
আমি নিজেই এবার উড়াল দিলাম
নীল নয়নার দেশে ।
কুকুর আর বি
হয়নি
তুমি ভালবাসতে চেয়েছিলে।
আমিও ।
হয়নি।
তুমি
অনেক দূর অব্দি চলে এসেছিলে।
আমিও ।
হয়নি আর পথ চলা।
তুমি ফিরে গেলে,
জানালে,
ভালবাসতে চেয়েছিলে
হয়নি।
আমি জানলাম
চেয়ে পাইনি।
হয়নি।
জলভেজা চোখে ভেসে গেল
আমাদের অতীত।
স্মিত হেসে সামনে এসে দাঁড়ালো
পথ
দুজনার দু টি পথ।
সেপ্টেম্বর ২২, ০৮
আমিও ।
হয়নি।
তুমি
অনেক দূর অব্দি চলে এসেছিলে।
আমিও ।
হয়নি আর পথ চলা।
তুমি ফিরে গেলে,
জানালে,
ভালবাসতে চেয়েছিলে
হয়নি।
আমি জানলাম
চেয়ে পাইনি।
হয়নি।
জলভেজা চোখে ভেসে গেল
আমাদের অতীত।
স্মিত হেসে সামনে এসে দাঁড়ালো
পথ
দুজনার দু টি পথ।
সেপ্টেম্বর ২২, ০৮
আর কিছু নয়
প্রতিদিন পণ করি, তোমার দুয়ারে আর পণ্য হয়ে থাকা নয় ।
তারপর দক্ষিণা মলয়ের প্রভাবে, পণ ভঙ্গ করে, ঠিক ঠিক
খুলে দেই নিজের জানা-লা। তুমি ভাব, মূল্য পড়ে গেছে।
আমি ভাবি, মূল্য বেড়ে গেছে।
কখন যে কার মূল্য বাড়ে আর কার কমে , এই কথা ক'জনাই বা জানে?
এই না-জানাদের দলে আমিই প্রথম ।
তাই বার বার হেরে যাচ্ছি।
না, কোনকিছু জয় করবার শক্তি-সাহস-ইচ্ছে কোনটাই আমার নেই।
যদি পারি , ঘুরে দাঁড়াব; আর কিছু নয়।
তারপর দক্ষিণা মলয়ের প্রভাবে, পণ ভঙ্গ করে, ঠিক ঠিক
খুলে দেই নিজের জানা-লা। তুমি ভাব, মূল্য পড়ে গেছে।
আমি ভাবি, মূল্য বেড়ে গেছে।
কখন যে কার মূল্য বাড়ে আর কার কমে , এই কথা ক'জনাই বা জানে?
এই না-জানাদের দলে আমিই প্রথম ।
তাই বার বার হেরে যাচ্ছি।
না, কোনকিছু জয় করবার শক্তি-সাহস-ইচ্ছে কোনটাই আমার নেই।
যদি পারি , ঘুরে দাঁড়াব; আর কিছু নয়।
এদিক সেদিক যা বলছেনঃ

ভয়ানকই বটে। কবিতা হয়নি বলে, ভয়ানক মনে হতেই পারে। আবার আমার বিরহ বিচ্ছেদে আপনি কাতর হয়েছেন, তাই ভয়ান ...

সব সময় সবকিছু হয় না। তাই তো শিরোনাম ' হয়নি', না কবিতা, না প্রেম, না পাঠকের তৃপ্তি, না লেখকের তৃপ্তি। ...

হাহাহা। খুব ভাল লাগল জেনে। মানুষ সাধনা করেও টিন এজ থাকতে পারে না, আর আমি সাধনা ছাড়াই ............

কেমন আছেন বিপ্লবদা? এখানে আপনাকে পেয়ে খুব ভাল লাগল। ভাল থাকবেন।

ধন্যবাদ abc .