![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
আর কিছু নয়
Swapan Majhi
প্রতিদিন পণ করি, তোমার দুয়ারে আর পণ্য হয়ে থাকা নয় ।
তারপর দক্ষিণা মলয়ের প্রভাবে, পণ ভঙ্গ করে, ঠিক ঠিক
খুলে দেই নিজের জানা-লা। তুমি ভাব, মূল্য পড়ে গেছে।
আমি ভাবি, মূল্য বেড়ে গেছে।
কখন যে কার মূল্য বাড়ে আর কার কমে , এই কথা ক'জনাই বা জানে?
এই না-জানাদের দলে আমিই প্রথম ।
তাই বার বার হেরে যাচ্ছি।
না, কোনকিছু জয় করবার শক্তি-সাহস-ইচ্ছে কোনটাই আমার নেই।
যদি পারি , ঘুরে দাঁড়াব; আর কিছু নয়।
তারপর দক্ষিণা মলয়ের প্রভাবে, পণ ভঙ্গ করে, ঠিক ঠিক
খুলে দেই নিজের জানা-লা। তুমি ভাব, মূল্য পড়ে গেছে।
আমি ভাবি, মূল্য বেড়ে গেছে।
কখন যে কার মূল্য বাড়ে আর কার কমে , এই কথা ক'জনাই বা জানে?
এই না-জানাদের দলে আমিই প্রথম ।
তাই বার বার হেরে যাচ্ছি।
না, কোনকিছু জয় করবার শক্তি-সাহস-ইচ্ছে কোনটাই আমার নেই।
যদি পারি , ঘুরে দাঁড়াব; আর কিছু নয়।
261
বার পঠিত (সেপ্টেম্বর ২০১৮ থেকে)
শেয়ার করুন |
আপনার মতামত দেবার জন্য নিচের যেকোনো একটি লিংকে ক্লিক করুন