এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • অ্যারন বুশনেল

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩১৮ বার পঠিত | রেটিং ৪.৮ (৪ জন)
  • "আমি আমেরিকান ​​​​​​​বিমানবাহিনীর ​​​​​​​একজন ​​​​​​​সক্রিয় ​​​​​​​সদস্য। ​​​​​​গণহত্যার অংশ হয়ে আমি আর থাকবনা। আমি চরম একটা  প্রতিবাদ করতে চলেছি।  কিন্তু ​​​​​​​প্যালেস্তাইনের মানুষ ​​​​​​​তাদের ​​​​​​​দখলদারদের ​​​​​​​হাতে ​​​​​​​যে ​​​​​​​অভিজ্ঞতার মুখোমুখী ​​​​​​​হচ্ছে, ​​​​​​​তার ​​​​​​​সঙ্গে ​​​​​​​তুলনা ​​​​​​​করলে, ​​​​​​​এটা ​​​​​​​আদৌ ​​​​​​​চরম ​​​​​​​কিছু ​​​​​​​না। ​​​​​​​আমাদের ​​​​​​​শাসক ​​​​​​​শ্রেণী ​​​​​​​ঠিক ​​​​​​​করছে, ​​​​​​​এটাই ​​​​​​​এখন ​​​​​​​স্বাভাবিক।" - হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলছিল ছেলেটা। হাতে ফোন ক্যামেরা, তাতে মুখ দেখা যাচ্ছে। ​​​​​​​যেমন ​​​​​​​আর পাঁচটা ​​​​​​​সমাজমাধ্যমের ভিডিওয় হয়। মেয়েরা নেচে রিল করে। কেউ বাণী দেয়। তফাত একটাই। ছেলেটার পরনে  ছিল পুরোদস্তুর ​​​​​​​সামরিক ​​​​​​​পোশাক।

    তফাত অবশ্য আরও একটা আছে। ছেলেটা বাণী দিয়েই ক্ষান্ত হয়নি। ওয়াশিংটন ডিসির ইজরায়েল দূতাবাসের সামনে তারপর সে ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করায়। একটু দূরে ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে মাথায় গায়ে একটা বোতল থেকে ঢেলে দেয় তরল দাহ্যপদার্থ। তারপর শান্তভাবে নিজের গায়ে আগুন দেয়। পড়ে যাবার আগে পর্যন্ত, আর্তনাদ নয়, চিৎকার করে বলছিল, "প্যালেস্তাইনকে মুক্ত কর"। 

    ছেলেটার নাম অ্যারন বুশনেল। বয়স ২৫। খবরটা পড়ে, দেখে, এবং শুনে, প্রথমেই মনে হল, তা বলে এইভাবে? অন্য কিছু কি করা যেতনা? তারপর মনে হল, ধাক্কা কত বেশি হলে, তবেই এ জিনিস করা যায়। এ ছেলে ছিল সামরিকবাহিনীতে সাইবারডিফেন্স অপারেশন স্পেশালিস্ট। যেটা ঝপ করে মনে করিয়ে দেবে এডওয়ার্ড স্নোডেনের কথা। তিনিও ছিলেন, যদ্দূর জানা যায়, সাইবার নজরদারির কাজে।ওইসব গোপন কাজে, এমন কিছু থাকে, যা, মানুষের মাথাই ওলটপালট করে দেয়। বুশনেল বলেছে প্যালেস্তাইনে গণহত্যা। স্নোডেনের সময় ছিল আফগানিস্তান। আফগানিস্তানের উপর একটা সিনেমা দেখছিলাম, তাতে গ্রামকে গ্রাম লোক, ড্রোনহানায় হয় নেই, নয়তো পঙ্গু। একটা গ্রামে ড্রোন হত্যা করেছিল এক মুরুব্বিকে। তারপর তাঁর সমাধির অনুষ্ঠানে আবার ড্রোনহানা। মরে আরও কিছু লোক। ঠান্ডা মাথার এইসব অপারেশন চলে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে, যা আমরা জানতে পারিনা। আমাদের মিডিয় গেলায় স্রেফ তালিবানদের কথা। সেন্সুয়াল অডিও ভিসুয়াল। গোপন গণহত্যার কথা, জানে শুধু সিকিউরিটি অপারেশনের লোক। কী করবে তারা। কীকরে থামাবে?  স্নোডেন খুব ঠান্ডা মাথায় খবর ফাঁস করে রাশিয়ায় আশ্রয় নিয়ে বসে আছেন। সবাই তো স্নোডেন না। কী করবে তারা? 

    সায়গনে বৌদ্ধ সন্ন্যাসীর গায়ে আগুন দেবার ছবি জগদ্বিখ্যাত হয়েছিল। মায়ানমারেও। কিন্তু তাঁরা ছিলেন সন্ন্যাসী। এ ছেলে সৈন্য। আর ঘটনাটা ঘটল আমেরিকার মাটিতে। শুনে সত্যিই মনে হয়েছিল, তা বলে মরে যেতে হবে? তারপর মনে হল, আমি এসব বিচার করার কে। দুপা ঝুঁকি নিতে হলে তিনবার ভাবি, মুদির দোকানদারের মতো সাবধানী জীবন। ঝুঁকির কিইবা জানি, সাহসের কীইবা জানি, আর কোন পরিস্থিতিতে, কাউকে কিচ্ছু না করে নিজেকে শেষ করে মানুষ, তারই বা কী জানি। ভারতীয় সংসদে তিনটে ছেলেমেয়ে, কাউকে কিচ্ছু না করে স্রেফ ধোঁয়া জ্বালিয়ে প্রতিবাদ করে, জেলে পচছে। কেন করেছে, জানি? যতীন দাস কেন স্রেফ না খেয়ে মরে গেলেন, জানি? ড্রোন হানায়, নাকি কিসে  দিল্লি সীমান্তে কতজন মরে গেল, কোথাও কোনো খবর হবেন জেনেও, কেন গেল জানি? রোজ সকালে দাঁত মাজা ছাড়া জানিটা কী? শহীদের সম্মানটুকু দিতে পারি। সেটুকুই থাক। আর ভালোবাসা। গোড়া থেকে এই অবধি অ্যারনকে তুমি করেই লিখলাম তো, এই জন্যই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:2521:7ae:3fdc:4b54 | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩০528928
  • 'শহীদের সম্মানটুকু দিতে পারি। সেটুকুই থাক। আর ভালোবাসা' - yes
  • aranya | 2601:84:4600:5410:e955:9162:fb46:4d4a | ০১ মার্চ ২০২৪ ০৮:৩৭528933
  • খাবারের লাইনে দাঁড়িয়েও গুলিতে মরতে হচ্ছে, বুভুক্ষু মানুষদের। জেনোসাইড বোধহয় এমনই হয় :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন