বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[40537]  [40536]  [40535]  [40534]  [40533]  [40532]  [40531]  [40530]  [40529]  [40528]  [40527]  [40526]  [40525]  [40524]  [40523]  [40522]  [40521]  [40520]  [40519]  [40518]  [40517]  [40516]  [40515]  [40514]  [40513]  [40512]  [40511]  [40510]  [40509]  [40508]  [40507] 

name:  S               mail:                 country:                

IP Address : 2390012.156.561223.1 (*)          Date:12 Feb 2019 -- 02:47 AM

আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে।


name:  র২হ               mail:                 country:                

IP Address : 232312.172.01900.75 (*)          Date:12 Feb 2019 -- 12:14 AM

S, এটা একেবারেই কানে না নেওয়ার বিষয় নয়, এটা করা আবশ্যক ছিল এতে কোন সন্দেহ নেই, বড় রকম ভুল হয়েছে এক্ষেত্রে - সংকলন ও সম্পাদনা টিম থেকে বলছি। অনুমতি নেওয়া পলিসির মধ্যেই পড়ে, অন্তত ছাপা পত্রিকার ক্ষেত্রে।


name:  S               mail:                 country:                

IP Address : 458912.167.34.76 (*)          Date:11 Feb 2019 -- 11:40 PM

একইরকম ইস্যুতে আগেও সতর্ক করতে চেয়েছি গুরুর ইনসাইডারদের। সেসব কথা কানেই নেয়না; উল্টে গালমন্দ করে। নীতির কথা ছেড়েই দিলাম, আইনি ঝামেলার থেকে দুরে থাকুন। এইসব ব্যাপারে গুরুকে প্রচন্ড উদাসীন মনে হয়েছে আমার। বিশেষ করে যেখানে টাকাপয়্সা আয়ের ব্যাপার জড়িত, সেসব ব্যাপারে সতর্কতার সঙ্গে কাজ করুন। আইনিভাবে মান্যতা পায়, সেরকম উপায়ে সম্মতি নেবেন। সেক্ষেত্রে টইয়ের নীচে ব্ল্যান্কেট স্টেটমেন্ট যথেষ্ট নাও হতে পারে।


name:  Ekak               mail:                 country:                

IP Address : 12.39.128912.222 (*)          Date:11 Feb 2019 -- 06:28 PM

* লেখা প্রতি


name:  Ekak               mail:                 country:                

IP Address : 12.39.128912.222 (*)          Date:11 Feb 2019 -- 06:27 PM

এই দঙ্গলে আমার নাম ও আছে, তাই আমিও স্যরি।

অনুমতি নেওআর সময় লেখার দরকারি পরিবর্তন নিয়েও কথা হতে যায়। এই কারোনেই নোট ছিলো, লেখা প্রয়িঙ্গ । এটা বাজে মিস।


name:  র২হ               mail:                 country:                

IP Address : 232312.172.01900.75 (*)          Date:11 Feb 2019 -- 04:57 PM

এইটা আছে ঠিকই, কিন্তু অনুমতি নেওয়াটা একে তো সৌজন্যের ব্যাপার আর অনলাইন এটা প্রায় ক্রস লিংকিংএর মত করে দেখা গেলেও (যদি যায়, তর্কযোগ্য) ছাপাতে অনুমতি নেওয়াটা যেকোনভাবেই কর্তব্য।
না নেওয়াটা খুব বাজে ভুল হয়েছে।


name:  ~               mail:                 country:                

IP Address : 90056.160.011223.3 (*)          Date:11 Feb 2019 -- 04:52 PM

""**এই বিভাগের কোনো কোনো লেখা সম্পাদকীয় বিবেচনার পর আলোচনা বিভাগে প্রকাশ করা হতে পারে৷ প্রকাশে আপত্তি থাকলে আলাদা করে জানান৷ নচেত্ সম্মতি আছে ধরে নেওয়া হবে৷""

-- এটা টইপত্তরের নিচে লেখা রয়েছে। আর এটা দেখার পরেই আমি আলাদা করে জানিয়েছি আমার কোনো লেখা যেন প্রকাশিত না হয়। কিন্তু ছাপা পত্রিকায় প্রকাশের ব্যপারে কিছু লেখা নেই সম্ভবত।


name:  শঙ্খ               mail:                 country:                

IP Address : 2345.110.125612.113 (*)          Date:11 Feb 2019 -- 04:51 PM

স্পিরিটটা ভালো লাগল। ভুলভ্রান্তি হতেই পারে, সেটাকে খোলা পাতায় স্বীকার ও মার্জনা চাওয়া খুব সহজ না। 👍👍


name:  র২হ               mail:                 country:                

IP Address : 232312.172.01900.75 (*)          Date:11 Feb 2019 -- 04:26 PM

এটা বাজে ছড়ানো হয়েছে, আর দায়িত্বটা আমারই ছিল। অনুমতি নেওয়া অবশ্যই যেকোন দিক থেকেই উচিত, আর লেখা ছাপা হলে লেখক ধন্য হবেন তা একেবারেই নয়, ছাপতে পারাটা সংকলকদেরই আনন্দ, এবং মাথায় রাখা যে পাঠকের প্রাপ্তিতে যেন ফাঁকি না পড়ে। খচে যাওয়াটা সম্পূর্ন জাস্টিফায়েড, অস্বীকার করার জায়গা নেই একেবারে।

টইতে না লেখা ও তার কারনটার জন্যে ধন্যবাদ।
বাকি কথা মেল টেলে, কিন্তু প্রকাশ্যে দায় স্বীকারটা ও মার্জনা প্রার্থনাটা জরুরী মনে করলাম।


name:  বোধিসত্ত্ব দাশগুপ্ত               mail:                 country:                

IP Address : 340123.99.121223.133 (*)          Date:11 Feb 2019 -- 03:51 PM

আজ সকালেই এক অগ্রজপত্রিমের কাছে গুরুচন্ডা৯ এক বছরের বাছাই বলে একটা পত্রিকা বা বের হয়েছে খবর পেলাম। 'পত্রিকা' র পোস্টে কড়চা টই তে তার কিছুক্ষন পরেই মনে হচ্ছে একই খবর পাওয়া গেল।

অবাক এবং বিরক্ত হলাম একটা বিষয়ে, এই 'বাছাই' এর প্রথম প্রবন্ধটি আমার, এবং এটি যে বেরোতে চলেছে, আমি একেবারেই খবর পাইনি, গুরুচন্ডা৯ জানানোর প্রয়োজন মনে করেন নি।

সম্পাদনা, প্রকাশনা তে বন্ধুবান্ধব দের ই নাম। বন্ধু বান্ধব রাই এই পত্রিকা, ট্রাস্ট, প্রকাশনা, আরো হয়তো অনেক কিছু চালান, আমি ওয়েব সাইট টা ব্যবহার করি অনেকদিন ধরে, মাঝে মাঝে সাইনড আর্টিকল ওয়েব সাইটে ছাপার জন্য দিয়েছি। অনেক দিন আগে যখন কাগুজে গুরু বেরোতো, তখন ও হয়তো কিসু লেখা ছিল সব টা মনে নেই। কাকে আর দোষারোপ করব, ন্যুনতম সৌজন্য হল, যে লেখকের লেখা ছাপা হবে তাকে জানানো বা সেই সূত্রে অনুমতি গ্রহণ। সেটা আশা করে লাভ নেই দেখা যাচ্ছে, এবং সবচেয়ে মজার হলো এরকম জিনিস পরে আটকানোর কোন ব্যবস্থা নেই এবং হবে কিনা জানা নেই, ইতমধ্যে অন্য কোন সালের 'বাছাই' তে এ জিনিস হয়েছে কিনা জানা নেই। আরো দুঃখের হল, কাউকেই খুঁজে পাওয়া যাবে না, যার এটা দায়িত্ত্ব ছিল বা থাকা উচিত ছিল, এসেনশিয়ালি গুরু একটা লেবার অফ লাভ, ভলানটারিজম এর উপরে নির্ভরশীল। তাছাড়া শত্রু কেউ নন তো উল্টে ঘনিষ্ঠ বন্ধু মনে না করার ও কারণ নেই। দুঃখপ্রকাশ আশা করি না, কারণ সেটা বন্ধু দের কাছে সব সময়ে আশা করা যায় না। কিন্তু সলিড খচে গেলাম।

একটা ওয়েব সাইটে প্রকাশনা তে পরিমার্জনা বা টই পত্তরের ফর্মে যে ধারাবাহিক ভাবে মন্তব্য জুড়ে দেওয়া যায় ভবিষ্যতের পরিমার্জনার জন্য, তার ব্যবস্থা ছাপা তে থাকে না, অতএব কতগুলো সমস্যা রয়ে গেল। ন্যুনতম আভাস পেলে খেটে খুটে অসম্পূর্ণতা গুলো কিছুটা মেটানো যেত। আসলে কিছুই না, আমরা রবাহুতো প্রাবন্ধিক এর দল, আপিস টাইমে পাতা ভরাই না চাইতেই এটা ওটা লিখে ফেলি, এই অবস্থায় লেখক হিসেবে, প্রস্তুতি পর্বে অন্তরভুক্তির কথা কারো মনে থাকার কথা না। বিষয়্টা কিছুই না, তবে গোটা বিষয়টাকেই প্রকাশক সম্পাদক সবার দিক থেকেই হালকা ভাবে নেবার লক্ষন। তার উপরে ভলান্টারিজম, সকলেই ভাবেন কারো না কারো উপকার করছেন, আর আমরাও ধন্য হচ্ছি আহা লেখা ছাপা হচ্ছে বলে। দুঃখজনক। নিজেই দুঃখপ্রকাশ করে গেলাম। কার কাছে ঠিক নিশ্চিত নই।

তবে এটা খোলসা করে বলে যাই, এটাকে টই তে না লেখার একটা কারণ আছে। অনেক সময়েই মনে হয়েছে, অনেকে যাঁরা চাননা গুরুচন্ডালি নিজেকে নানা ভাবে সংশোধন করতে করতে এগিয়ে চলুক, তাঁরা একটু টই তে নজর দেন বেশি, ভাটীর তুলনায়, এটা ভ্রান্তি এবং আরেকটি লেবার অফ লাভ হতে পরে। ভাট ই সই। আমার উদ্যোগের গোটাটাই ভাট যখন।

এবং সবচেয়ে দুঃখের হল, আমাকে এতটা লিখতে হল এমন একটা প্রবন্ধের বিষয়ে , যেটার হয়তো ওভারল কালের বিচারে বিন্দুমাত্র মূল্য নেই। এক প্রাবন্ধিকের শিক্ষানবিশি ছাড়া। বেশ রেগে গেলাম। এক কপি পাঠানো হলে বাধিত হই।

বোধিসত্ত্ব দাশগুপ্ত
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷