বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[38299]  [38298]  [38297]  [38296]  [38295]  [38294]  [38293]  [38292]  [38291]  [38290]  [38289]  [38288]  [38287]  [38286]  [38285]  [38284]  [38283]  [38282]  [38281]  [38280]  [38279]  [38278]  [38277]  [38276]  [38275]  [38274]  [38273]  [38272]  [38271]  [38270]  [38269] 

name:  de               mail:                 country:                

IP Address : 69.185.236.55 (*)          Date:10 Nov 2017 -- 11:37 AM

কবরে বসে কাবাবের কথা ভাবা শুনে মনে পড়লো - কয়েকদিন নিরিমিষ্যি খেয়ে বারাণসী বাসের পর আমার এক বন্ধু মণিকর্ণিকায় গিয়ে কাবাবের গন্ধ পাচ্ছিলো - খুবই হৃদয়বিদারক সত্য ঘটনা!


name:  de               mail:                 country:                

IP Address : 69.185.236.55 (*)          Date:10 Nov 2017 -- 11:34 AM

আমারো ভেসে ভেসে বেড়াতে আর খেতে ভাল্লাগে - সব শহর, মুম্বই, দিল্লী, পুণে, চেন্নাই, বারাণসী ভাল্লাগে - আরো সব জায়্গা - বিলাসপুর থেকে হেতমগড়, সব ভাল্লাগে। একটু হাঁ মুখো আছি, যাই দেখি তাই হাঁ করে দেখতে ভাল্লাগে। লুরুতে তো বচ্ছরে তিন-চার বার আসি - একটু জ্যাম, সে জ্যামের সময় এড়িয়ে গেলে সে ও এক দিব্ব শহর। একজায়গায় থিতু হয়ে বসে থাকতে সবচে' খারাপ লাগে - আজকাল পুণের প্রেমে পড়েছি। ক্ষীই ভালো ভালো খাবারের জায়্গা, জাংক জুয়েলারী, আর এমব্রয়ডারী- কটনের ওপর। মানুষজনও অতি ভালো। তবে অটোআলারা বম্বের থেকে খারাপ।

দমদি আর যারা যার পুনেতে থাকো, আউন্ধের দিকে পেশোয়া (peshwa) বলে একটা মারাঠী খাবারের দোকান আছে, সেখানে কখনো পনসাঞ্চি ভাজি আর জবার ভাকরি খেও। এক্কেবারে কচি এঁচোড়ের এতো সুন্দর একটা শুকনো তরকারি করে! এছাড়া গাঁটিকচুর পাতার একটা তরকারি, ফিশ টিক্কা, মাটনের নানা পদ - কতো বলবো। গরম গরম পুরানপোলি ঘি দিয়ে, আর খরবস বলে একটা জাফরান দেয়া ভাপা সন্দেশের মতো - ওখানে যা যা খেয়েছি তার মধ্যে এগুলো আমার সবচে' ভাল্লেগেছে। খুবই শস্তা খাবার - বম্বের তুলনায় আমার স্বর্গ মনে হয়!

এছাড়া পিস্তাচিও বলে একটা খাবারের জয়েন্ট - কাবাব আর টিক্কাগুলো খুবই ভালো - মুখে পড়লেই মিলিয়ে যায় গোছের - আর স্টার অ্যানিস দিয়ে একটা বেদানার জ্যুস করে - সেটা জাস্ট সুপার্ব!


name:  h               mail:                 country:                

IP Address : 194.185.177.155 (*)          Date:10 Nov 2017 -- 11:31 AM

দুটি গাড়িতে দুটি বাগান করবেন, নাম দেবেন অড আর ইভেন। ঃ-))))))))))))))))))))


name:  h               mail:                 country:                

IP Address : 194.185.177.155 (*)          Date:10 Nov 2017 -- 11:29 AM

কুমুদি একটা কাজ করুন, গাড়ির মধ্যে একটা বাগান করুন। তাহলে যাতায়াতের পথে জাঁই বাবুর মাথা চিবোনোর কথা না ভেবে, বা ওলকপি দের মুখে কথা স্মরণ করে হিক্কা না তুলে একটা ভালো কাজে মন দিতে পারবেন ঃ-)


name:  Rabaahuta               mail:                 country:                

IP Address : 167.119.105.105 (*)          Date:10 Nov 2017 -- 11:25 AM

এদিকে আপনি শের শাহের কবরে বসে কাবাবের কথা ভাবছেন আর ওদিকে দুটো লোক এসে মাথায় ধুনুচী পরিয়ে টাকাকড়ি নিয়ে মাথায় গাঁট্টা মেরে চলে গেল।

এমনিতে দিল্লীতে আমার সঙ্গে খারাপ কিছু হয়নি, কিন্তু কালাচাঁদ যেমন নিধিরামকে মারিয়াছিল তেমনই আপাত অকারনে আমার দিল্লীবিরাগ।


name:  kumu               mail:                 country:                

IP Address : 192.69.137.21 (*)          Date:10 Nov 2017 -- 10:54 AM

আর আমি একটি সন্ধ্যামালতীর গাছই বাঁচাতে পারলাম না।
খাজা দিল্লি,খাজা মাটি!!


name:  pi               mail:                 country:                

IP Address : 24.139.209.3 (*)          Date:10 Nov 2017 -- 10:46 AM

এই দিল্লিকে খাজা বলা সম্ভবই না।


https://s33.postimg.org/c2dn3ktjj/18922449_10155350937001407_585848764
9682325940_o.jpgname:  pi               mail:                 country:                

IP Address : 24.139.209.3 (*)          Date:10 Nov 2017 -- 10:42 AM

আর কেউ পারলে অপরাজিতার রেসিপি দেবেন। খান দু তিনশ অপরাজিতা গাছ হয়েছে।


name:  pi               mail:                 country:                

IP Address : 24.139.209.3 (*)          Date:10 Nov 2017 -- 10:39 AM

আমার লাউগাছ কিছুতেই সুবিধের হচ্ছেনা। এদ্দিন বাড়তৈ না, মরে যেত। এবার কী হয় দেখি।

আর আদা, হলুদ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। কেমন কী হয়, সেটাও দেখার। তবে সারপ্রাইজ দিল রাঙালু।


name:  pi               mail:                 country:                

IP Address : 24.139.209.3 (*)          Date:10 Nov 2017 -- 10:36 AM

ঢ্যাঁড়স খুব হয়েছিল, কিন্তু এবার থেকে আর করব্না। একে আলার্জি, তর উপর, বুড়ো হয়ে যায়, বোঝার আগেই। আর গাছে হাত দিলেই চুলকায় ঃ(
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷