![]() |
যা দেখলে চোখ কপালে উঠে যাবে
আকৃতি
আয়োজনের শেষ নেই। হাইপের চোটে অস্থির। লাখে লাখে লোক। কার্নিভ্যালের থেকেও বেশি ভিড়, বিশ্বকাপ ফুটবল ফাইনালকেও বলে কয়ে টেক্কা দেবে। পায়ের চাপে যা ধুলো ওড়ে, তা শারজার মরুঝড়ের কাছাকাছি।
প্রকৃতি
প্রকৃতিতে যাযাবর। কখন কোথায়, আগে থেকে বলা অসম্ভব। নন্দীগ্রাম যেমন সিঙ্গুরের পাশে হয়েও পাশে নয়, জেরুজালেম যেমন ইজরায়েলের অংশ হয়েও অংশ নয়, এও তেমন। আছে ঠিকই, কিন্তু এ বছর কোন বর্ডারের ধারে, সে বলা খুব কঠিন।
সময়
পাঁজি দেখে সূর্যগ্রহণের দিনক্ষণ আগে থেকে জানা যায়। দুগ্গাপুজো, ইদ মহরম, সবই কোনো না কোনো পাঁজিতে লেখা আছে। কিন্তু এই মহালগ্নের হিসেব খুবই জটিল।এ বছর আসছে কবে, জানতে গেলে, যীশুর জন্মের মতো, আকাশের তারার দিকে তাকিয়ে বসে থাকতে হবে।
তবুও বছর বছর খুঁজে-পেতে লাখে-লাখে লোক আসতেই থাকে এখানে? নাঃ চাকলা নয়। তারকেশ্বর নয়। দেওঘর নয়। উডস্টক নয়। এমনকি দার্জিলিং ও নয়। তবে কী? দেখুন নিচের ভিডিওয়।
আর আরও কিছু বিশদে জানতে চান? অবশ্যই
এই পাতাটি
দেখে নিন।
কোন বিভাগের লেখাঃ
![]() ![]() |
শেয়ার করুন |
আপনার মতামত দেবার জন্য নিচের যেকোনো একটি লিংকে ক্লিক করুন