বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76] [77] [78] [79] [80] [81] [82] [83] [84] [85] [86] [87] [88] [89] [90] [91] [92] [93] [94] [95] [96] [97] [98] [99] [100] [101] [102] [103] [104] [105] [106] [107] [108] [109] [110] [111] [112] [113] [114] [115] [116] [117] [118] [119] [120] [121] [122] [123] [124] [125] [126] [127] [128] [129] [130] [131] [132] [133] [134] [135] [136] [137] [138] [139] [140] [141] [142] [143] [144] [145] [146] [147] [148] [149] [150] [151] [152] [153] [154] [155] [156] [157] [158] [159] [160] [161] [162] [163] [164] [165] [166] [167] [168] [169] [170] [171] [172] [173] [174] [175] [176] [177] [178] [179] [180] [181] [182] [183] [184] [185] [186] [187]     এই পাতায় আছে5554--5584


           বিষয় : হীরকের রানী ভগবান (৪)
          বিভাগ : নাটক
          শুরু করেছেন :s
          IP Address : 108.209.202.160 (*)          Date:23 May 2016 -- 08:44 AM
Name:  amit          

IP Address : 340123.0.34.2 (*)          Date:19 Sep 2018 -- 11:07 AM

সরকারের দোষ আছেই, মব্যা সরকার নীল সাদা পোচ ছাড়া আর কিছু করেনা, কিন্তু আমরাও বোধহয় পুরোপুরি নির্দোষ নয়। এই বাম- ডান , সিপিএম - তিনো পলিটিক্স এ না ঢুকেও যেটা বলা যায় যে বেসিক সেফটি নিয়ে আমরা চূড়ান্ত উদাসীন সব জায়গাতে। পাবলিক প্লেস এ সেফটি প্রাকটিস ফলো হচ্ছে কিনা, সেটা সরকারের দেখার অবশ্যি কাজ, কিন্তু আমরা নিজেরা যদি নিজের ঘরের সেফটি নিয়ে না ভাবি , সরকার কি প্রতি বাড়ি তে ঢুকে দেখবে ? অনেক রান্নাঘরে দেখেছি লোকে সিলিন্ডার এর পাশে নিচে মাটিতে বার্নার রেখেছে। এলপিজি ভারী গ্যাস বলে সব সময় বার্নার ওপরে রাখা উচিত, কাওকে বললে সে হাঁকিয়ে দেয় যে এতদিন কিছু হয়নি , এখন কেন হবে ? এ আমার নিজের অভিজ্ঞতা। ইলেক্ট্রিকের ওয়ারিং তো ছেড়েই দিলুম। আর ওই বাজারে এতদিন ধরে ভোলাটাইল মেটেরিয়াল ডাই করা হচ্ছে , একজন ও কেও কমপ্লেইন করতে পারে নি ? করলে কি হতো সেটা তো পরের কথা।

আগুন লাগা ছেড়ে দিন, দু চাকায় হেলমেট পড়তে লোকের অনীহা, লোকে এক্সিডেন্ট এ মরতে রাজি আছে , কিন্তু হেলমেট পড়তে না। নিজের মাথা বাঁচানোর চিন্তা কি আমি করবো নাকি সরকার এসে করবে ? একবার অফিস এ এটা বোঝাতে গেলে আমাকে একজন ধমক দিয়ে বলে যে যা দিনকাল বাঁচার চাইতে মরা ভালো , এর পর আর কি বলবো।

এই আমাদের মতো লোকজনই দমকল, পুলিশ সব জায়গাতে কাজ করে, তারা কি আর রাতারাতি পালটে যাবে ? শুধু পার্টি আর সরকারকে দোষ দিয়ে এ শোধরানোর নয়। আমরা যেখানে যাই , এই হ্যাবিট সঙ্গে নিয়ে যাই। সিঙ্গাপুর এতো বড়ো বড়ো শপিং মল, সেগুলোতে সেফটি ড্রিল, ফায়ার মনিটর, এক্সটিঙ্গুইসের সব রেগুলারলি চেক করে, চেক না করলেও হয়তো লোকজন সেরকম উল্টোপাল্টা ভাবে মাল রাখে না। আর লিটল ইন্ডিয়া তে মুস্তাফা তে যান, সেই চার দিকে ডাই করে জিনিস রাখা, ফায়ার এক্সিট খুঁজে পাওয়া যায়না, আগুন লাগলে সব ভেতরেই দম আটকে মরবে। চেকিং হয় ৩ মাসে একবার, তখন সব মাল সরিয়ে ঠিক ঠাক দেখায়, হয়ে গেলেই যে কে সেই। কে শোধরাবে? সব জায়গাতে ম্যানিপুলেট করি আমরা সিস্টেম বিগড়াতে।

যাক গিয়ে, টোয়ি বেপথে টেনে কাজ নেই। বাম - ডান চুলোচুলি চলুক।Name:  PT          

IP Address : 340123.110.234523.25 (*)          Date:19 Sep 2018 -- 01:43 PM

"বেসিক সেফটি নিয়ে আমরা চূড়ান্ত উদাসীন"
একদম ঠিক। তবে শুধু স্বল্পশিক্ষিত বা আমাদ্মীরাই দায়ী নয়। জগদ্বিখ্যাত ভারতীয় গবেষণাগারগুলোতে বিলেত ফেরৎ বিজ্ঞানীরা সেফটি কেমন হেলায় অবহেলা করে সেটা দেখার মত।
আমার শুধু আপত্তি অন্যের ঘাড়ে দোষ চাপানোর এই হাস্যকর প্রচেষ্টা নিয়ে।


Name:  sm          

IP Address : 2345.110.9004512.75 (*)          Date:20 Sep 2018 -- 10:37 AM

https://aajkaal.in/news/state/tmc-gawf


Name:  sm          

IP Address : 2345.110.9004512.75 (*)          Date:20 Sep 2018 -- 10:39 AM

বেশ খবর। কংগ্রেস নিজের খেলা দেখাচ্ছে। সি পি এম তথা বামেরা কি রিয়াকশন দেয়, সেটাই দেখার।))


Name:  PT          

IP Address : 340123.110.234523.24 (*)          Date:20 Sep 2018 -- 07:11 PM

"শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র স্কুল, ইসলামপুরে গুলিতে মৃত ১ ছাত্র"
এই অরাজক, বিশৃঙ্খল ও নৈরাজ্যের দেশে কে মুলোর দোরে গেল তাতে কি-ই বা আসে যায়।


Name:  sm          

IP Address : 7845.15.012323.78 (*)          Date:20 Sep 2018 -- 07:43 PM

এই সেই কংগ্রেস টিম, যার সঙ্গে জোট করার পক্ষে এতো সওয়াল, এতো আকুতি!))


Name:  ত           

IP Address : 7845.15.9003412.224 (*)          Date:21 Sep 2018 -- 12:54 AM

কি দুঃসাহস! চাকরী চাইছে
চাকরী-খেকোর রাজ্যে!
চল তোকে আজ লাশ করে দেই,
এটাই আমার কাজ যে!!


Name:  K          

IP Address : 785612.35.5667.99 (*)          Date:21 Sep 2018 -- 04:52 AM

কাল কি সব বামপন্থী ছাত্র সংগঠন ইসলামপুরের পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামবে??


Name:  K          

IP Address : 785612.35.5667.99 (*)          Date:21 Sep 2018 -- 04:53 AM

বিদ্যুৎ এর ইউনিটের দাম বাংলাতে অন্য রাজ্যের থেকে অনেক অনেক -
বিরোধীদের মুখে কুলুপ
কেন ?


Name:  কল্লোল          

IP Address : 238912.66.45.35 (*)          Date:21 Sep 2018 -- 10:45 PM

ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।
একটা স্কুলের ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চলে কেন? স্বরাষ্ট্র মন্ত্রীর জবাব চাই।Name:  PM          

IP Address : 018912.210.012323.15 (*)          Date:22 Sep 2018 -- 06:25 AM

ব্যস, বুড়ি ছোয়া হয়ে গেছে। আর কেউ কল্লোল দাকে প্যথলজিকাল বলতে পারবেন না। :D


Name:  কল্লোল          

IP Address : 342323.176.8923.166 (*)          Date:22 Sep 2018 -- 06:34 AM

আহাহা চটো ক্যানে। গান শোনো। বাম আমলে লেখা। যেবার যাদবপুর বি্বিদ্যালয়ে বুদ্ধ-বিমান পুলিশ পাঠালো।

https://www.youtube.com/watch?v=FW4ASdrgY8E
এইত্তো ক্যামঙ্গ প্যাথলজিকাল হয়ে গেলাম। এক্কেরে নৈরজ্য।
ঠিক আছে তো!!Name:  PM          

IP Address : 9001212.30.7845.202 (*)          Date:22 Sep 2018 -- 07:11 AM

eibaar nishchinta :) --


Name:  PT          

IP Address : 340123.110.234523.20 (*)          Date:22 Sep 2018 -- 08:19 AM

"সদরে কামান দাগতে" গিয়ে তিনোকে প্রথম স্বীকৃতি দেন কাকা অসীম। সেই সব্বোনাশের লাইন ধরে এই গানটি যথেষ্ট নিরপেক্ষ!!! তাই কমরেড যখনই এই আমলে কেউ গুলিতে মরবে তখনই ঐ আমল স্মরণ করিয়ে দেওয়া একটি পবিত্র কর্তব্য। তাতে এই আমলের গুলির মৃত্যুটি অনেক কম বেদনাদায়্ক হয় ও সেই কারণেই কোন মোমবাতি জ্বলে না।

সমস্যা একটাই। পেছন থেকে গুলি করে মারার যে নিরপেক্ষ কৌতুকটি নন্দীগ্রামের সময় থেকে চালু করা হয়েছিল তা এখনো চলছে। নন্দীগ্রামে কতজন পুলিশের গুলিতে মরেনি তা আমরা কেউ জানিনা এখনো। কিংবা দার্জিলিং ঃ "Police, however, deny opening fire in any of the incidents which have allagedy killed eight people." ভাঙ্গরে কার গুলিতে মানুষ মরেছে তা কেউ জানে? কাল পর্যন্ত "জেলার পুলিশ সুপার সুমিত কুমার স্পষ্ট ভাবে জানিয়ে দেন, পুলিশ গুলি চালায়নি।" পুলিশ যেখানে ছাত্র মারেনি সেখানে কিসের তদন্ত?

মনে পড়ে গেলঃ তাপসী মালিক হত্যার তদ্ন্তের গতিপ্রকৃতি কি মানবাধিকার কর্মীরা রাখে?

ঘেউ ঘেউ করার প্রস্তাবটা নেহাত-ই ফাঁকা বুলি ছিল। অবিশ্যি ঢপের জ্বালানিতে চলা রাজ্যের তাত্বিক তোল্লাইকারীরা যে ঐ লাইনেই খেলবে সে তো প্রত্যাশিতই।


Name:  কল্লোল          

IP Address : 342323.176.23.194 (*)          Date:22 Sep 2018 -- 08:36 AM

আহাহা। কষ্ট লাগে। সত্য কয়েছে। এ আমলে গুলি চললো, ওমনি লোকে ও আমলের কথা মনে পড়িয়ে দেয়। কি করা ভাই! অ্যালঝাইমার্সও হয় না এদের। তবে কি এঁদের (মানে গুরুর এঁদের)আবার রাস্তায় নামতে গাত্রে ব্যথা হয়। ঝাকগ্গে। গুরুতে ফাটালেই হব্বে।Name:  PT          

IP Address : 340123.110.234523.20 (*)          Date:22 Sep 2018 -- 08:51 AM

সে আমলের কতাই তো তুল্লাম গো। তাপসি মালিকের পোড়া শরীলের ছবি-ছাবা নিয়ে রাস্তায় নেমে মানবাধিকার কম্মীরা এট্টু পোশ্নো করার সাহস দেকাবে নাকি?

কিন্তু মোম্বাত্তি? কেউ মল্লেই তো মোম্বাত্তি হাতে রাস্তায় ঝাঁপ দেওয়াটাই সে আমলের দস্তুর ছিল। সেসব আলো কব্বে এক ফুঁয়ে নিবিয়ে দিয়ে পোতুল আর তার চ্যালা-বন্ধুরা সাত হাত গত্তের তলায় আশ্যয় নিয়েচে। মাজে-মদ্দে পুরনো অম্লরোগ চাগাড় দিয়ে উঠলে নিরপেক্কতা দেখানোর পোবিত্তিটাও চাগাড় দিয়ে ওঠে। তাই ঝক্কাস করে তদন্তের দাবী।
তো ওম-শান্তি-ওম ভালই চলছে।


Name:  কল্লোল          

IP Address : 342323.176.1267.76 (*)          Date:22 Sep 2018 -- 09:20 AM

আহা ফাটুক। গুরুতেই ফাটুক।


Name:  PT          

IP Address : 340123.110.234523.20 (*)          Date:22 Sep 2018 -- 09:30 AM

আহা পোতুলের মত বালখিল্যরা গান গেয়েই যদি সমস্যার সমাধান করতে পারত!! গভীরে যাও......গভীরে যাও......

"গুলিচালনার অভিযোগ প্রসঙ্গে অবশ্য একটা নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফরাক্কা, ঢোলাহাট, ভাঙড়, পুরুলিয়া, ইসলামপুর— পর পর এতগুলি জায়গায় জনবিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ট্রিগারে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পুলিশ গুলিচালনার অভিযোগ অস্বীকার করেছে। কোথাও বলেছে, শূন্যে গুলি চালানো হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে বলেছে গুলি চালানোই হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে গুলি কে চালাল? পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তারাই গুলি চালিয়ে থাকতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ক’জনকে ওই সব ‘গুলিচালনা’র অভিযোগে গ্রেফতার করা হল, তার কোনও স্পষ্ট হিসেব পুলিশ দেয়নি।

এ এক নতুন প্রবণতা বাংলায়। পুলিশের বিরুদ্ধে বার বার গুলিচালনার অভিযোগ উঠেছে। পুলিশ বার বার অভিযোগ অস্বীকার করছে।.....

এতগুলি ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। একটি ক্ষেত্রেও কি পুলিশকে তদন্তের মুখে দাঁড় করানো হল? হল না।"
https://www.anandabazar.com/editorial/it-remains-a-mystery-in-every-ca
se-who-shot-the-gun-dgtl-1.868407?ref=hm-ft-stry-ataglance-1Name:  বাঙাল          

IP Address : 238912.66.347812.82 (*)          Date:22 Sep 2018 -- 10:39 AM

সব্বোনাশ করেছে, এতবার গুলি চলেছে! কল্লোলদাকে তাহলে অতগুলো উদাহরণ দিতে হবে।


Name:  S          

IP Address : 90067.146.9004512.46 (*)          Date:22 Sep 2018 -- 11:05 PM

পুলিশের গুলিতে ২ ছাত্র নিহত হলো। দয়া করে এ আমাল ও আমল করবেন না। বুঝি যে আমার আপনার কিস্যু যায় আসেনা। অন্যের বাড়ির ছেলে তো। তবুও অন্তত ভদ্রলোকের মুখোশটা পড়ে থাকুন।


Name:  S          

IP Address : 90067.146.9004512.46 (*)          Date:22 Sep 2018 -- 11:11 PM

কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূলের বিরুদ্ধে যুব তৃণমূল সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।

https://abpananda.abplive.in/video/tv-show/district/coochbehar/homes-o
f-supporters-of-youth-tmc-allegedly-torched-by-tmc-at-dewanhat-of-cooc
h-behar-516984Name:  ত          

IP Address : 785612.35.561212.18 (*)          Date:23 Sep 2018 -- 06:52 AM


২০১১ সালে পুলিশের গুলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী রোজিনা খাতুনের মৃত্যুর মধ্য দিয়েই শুরু ছাত্র সমাজের ওপর বর্বরতা , রাজেশ, তাপস .........আর কত 😔


Name:  কল্লোল          

IP Address : 238912.66.1212.123 (*)          Date:23 Sep 2018 -- 07:46 AM

বড় এসএর পড়াশুনার জন্য -

আমার প্রথম পোস্টটা ছিলো এরকম -
Name: কল্লোল IP Address : 238912.66.45.35 (*) Date:21 Sep 2018 -- 10:45 PM
ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।
একটা স্কুলের ছাত্র বিক্ষোভ থামাতে গুলি চলে কেন? স্বরাষ্ট্র মন্ত্রীর জবাব চাই।

এতে এ আমল-সে আমল ছিলো না।
কিন্তু ছিপুয়েমদের তাতে অশান্তি। তাই -
Name: PM IP Address : 018912.210.012323.15 (*) Date:22 Sep 2018 -- 06:25 AM
ব্যস, বুড়ি ছোয়া হয়ে গেছে। আর কেউ কল্লোল দাকে প্যথলজিকাল বলতে পারবেন না। :D

ভাবলুম আহা কেষ্টর জীব, কষ্ট পাচ্ছে, তাই কষ্ট কমাতে এট্টু চুলকে দিলুম -
Name: কল্লোল IP Address : 342323.176.8923.166 (*) Date:22 Sep 2018 -- 06:34 AM
আহাহা চটো ক্যানে। গান শোনো। বাম আমলে লেখা। যেবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধ-বিমান পুলিশ পাঠালো।


https://www.youtube.com/watch?v=FW4ASdrgY8E

এইত্তো ক্যামঙ্গ প্যাথলজিকাল হয়ে গেলাম। এক্কেরে নৈরাজ্য।
ঠিক আছে তো!!

ততেই শিপুয়েমদের শান্তি হলো -
Name: PM IP Address : 9001212.30.7845.202 (*) Date:22 Sep 2018 -- 07:11 AM

eibaar nishchinta :) --

কেমং ভালো হলো না?
Name:  PT          

IP Address : 340123.110.234523.8 (*)          Date:23 Sep 2018 -- 09:12 AM

খবরের হেডিং তাহলে এই রকম হবেঃ
"নতুন লাশের সন্ধানে মানবাধিকার কর্মী"


Name:  কল্লোল          

IP Address : 238912.66.014512.211 (*)          Date:24 Sep 2018 -- 08:30 AM

তা বেশ।


Name:  PT          

IP Address : 340123.110.234523.6 (*)          Date:24 Sep 2018 -- 11:13 AM

আবার ভেঙ্গেছে ব্রী-ই-ই-জ.....তবে এটি আপন হাতে গড়া তাই ব্রিটিশ কিম্বা বাম কাউকেই দায়ী করা যাচ্ছে না। অবিশ্যি যারা সিন্ডিকেট চালায় তারা বাম আমলেই জন্মেছিল!!

"সূত্রের খবর, সোমবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের কালনাগিনী নদীর উপর ব্রিজটি তৈরি করা হচ্ছিল। এ দিন সকালে আচমকাই হুড়মুড় করে ভেঙে করে নির্মীয়মাণ ব্রিজটি।"


Name:  দ          

IP Address : 670112.220.565623.129 (*)          Date:21 Oct 2018 -- 10:00 AM

খ্যা খ্যা খ্যা খ্যা

https://www.anandabazar.com/state/women-rain-fist-blows-and-kicks-on-t
mc-councillor-in-hoogly-uttarpara-dgtl-1.883626?ref=state-new-stryName:  ?!?          

IP Address : 781212.194.672323.12 (*)          Date:21 Oct 2018 -- 11:50 AM

চরম-পরম মিথ্যেবাদীর মুক্তমঞ্চে যখন-তখন এস্‌সে স্‌স্বঘোষিত, স্‌স্‌স্বদাবীকৃত সমা-আ-আ-জ স্‌স্‌চেতনতা দীর্ঘজীবী হোক।


Name:  PT          

IP Address : 340123.110.234523.23 (*)          Date:22 Oct 2018 -- 09:59 AM

"মাওবাদীদের সঙ্গে বিজেপির যোগসাজশও উড়িয়ে দিচ্ছেন না রাজ্য গোয়েন্দারা। তাঁরা জেনেছেন, পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন সভাপতি কানাই হাঁসদা এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। জেনেছেন, জঙ্গলমহলে বিজেপির আকস্মিক বাড়বাড়ন্তে আদিবাসীদের একাংশেরও সক্রিয় ভূমিকা রয়েছে।"

সত্যি? অবিশ্যি অবিশ্বাস করিই বা কি করে? অতিবদ অতিবামেরা চিরকালই তো শেষে এই পথেই হেঁটেছে। কংশাল....মুলোশাল ....


Name:  sm          

IP Address : 785612.35.90089.157 (*)          Date:22 Oct 2018 -- 01:39 PM

মাকুশাল নাম টা কেমন?


Name:  PT          

IP Address : 340123.110.234523.24 (*)          Date:22 Oct 2018 -- 03:45 PM

ওটা সোনার পাথরবাটি জাতীয় শব্দ।

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76] [77] [78] [79] [80] [81] [82] [83] [84] [85] [86] [87] [88] [89] [90] [91] [92] [93] [94] [95] [96] [97] [98] [99] [100] [101] [102] [103] [104] [105] [106] [107] [108] [109] [110] [111] [112] [113] [114] [115] [116] [117] [118] [119] [120] [121] [122] [123] [124] [125] [126] [127] [128] [129] [130] [131] [132] [133] [134] [135] [136] [137] [138] [139] [140] [141] [142] [143] [144] [145] [146] [147] [148] [149] [150] [151] [152] [153] [154] [155] [156] [157] [158] [159] [160] [161] [162] [163] [164] [165] [166] [167] [168] [169] [170] [171] [172] [173] [174] [175] [176] [177] [178] [179] [180] [181] [182] [183] [184] [185] [186] [187]     এই পাতায় আছে5554--5584