এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76] [77] [78] [79] [80] [81] [82] [83] [84] [85] [86] [87] [88] [89] [90] [91] [92] [93] [94] [95] [96] [97] [98] [99] [100] [101] [102] [103] [104] [105] [106] [107] [108] [109] [110] [111] [112] [113] [114] [115] [116] [117] [118] [119] [120] [121] [122] [123] [124] [125] [126] [127] [128] [129] [130] [131] [132] [133] [134] [135] [136] [137] [138] [139] [140] [141] [142] [143]     এই পাতায় আছে4247--4277


           বিষয় : হীরকের রানী ভগবান (৪)
          বিভাগ : নাটক
          শুরু করেছেন :s
          IP Address : 108.209.202.160 (*)          Date:23 May 2016 -- 08:44 AM
Name:  dd          

IP Address : 116.51.30.127 (*)          Date:17 Oct 2017 -- 09:17 AM

না, না, আমারো সখ চেগেছে। আমি ও পোঁ ধরবো। রেকারিং ডেসিমেলের চূড়ান্তো।

আরে পিটি স্যার। তিনো আমোলের গু গোবোরের কথা উঠলেই বাম আমলের বিষ্ঠা আর গোময়ের কথা উঠাই নি আমি। মানে ওটাই এজেন্ডা ছিলো না।

ঐ যে, আপনি পরম নির্লিপ্ততায় "বীজ বপনে"এর কথা কইলেন। তাতেই আমার কাতুকুতু পেয়ে গেলো। এমন লুম্পেন জমিন রইলো পতিত ছিলো বাম আমলে আর তিনোযুগে "বীজ বপন" করে তাতে সোনার ফসল ফলেছে। ঐ বীজ বপনের কথায় আমি মজন্তালি রোগে আক্রান্ত হলেম।

আর এই ফাটা রেকর্ডের প্রতোযোগিতায় হা রে রে করে নামবার আগে আপনেকে বিধিসম্মত সতর্ক করেদি। আমি কিন্তু রিটায়ার্ড মানুষ (বা মতান্তরে ছাগোল)। সময়ের মিলিওনেয়ার। বিলিওয়েনেয়ার।

সখ চাগলে পাই(*)এর শেষতম সংখ্যাও বার করে দিতে পারি।

(*)আরে, এ আমাদের ফাইদি নয়। অংকের পাই।


Name:  robu          

IP Address : 213.132.214.84 (*)          Date:17 Oct 2017 -- 09:32 AM

যাই হোক, এটাও থাকে, জেসচার হিসেবে।
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=35356&boxid=152329458


Name:  PT          

IP Address : 55.64.222.97 (*)          Date:17 Oct 2017 -- 09:53 AM

আমারো অঢেল সময়। দুবেলা বাড়ি-হাসপাতাল করা আর সন্ধ্যেবেলায় ডিজের ধামাকা শোনার জন্যে নম্বা ছুটি নিয়ে এখন কোলকাতায়। তো আমাকে কেউ ধ্রুব-তারা বা ফাটা রেকর্ড বললে ধন্য মনে করি। কেননা যখন-তখন গোলপোস্ট সরিয়ে ধান্দাবাজী বা বালখিল্য তাত্বিকতা করা আবার আমার ধাতে নেই।

সুবিধে মত ভুলে গিয়েছেন কিনা জানিনা। হালের বীজ বপনের সময়ে তাবড় তাবড় পন্ডিতেরা "পরিবর্তন" শব্দটির বহুল ব্যবহার করেছিল। তার জন্যে গঙ্গা-নিন্দিত কুম্ভিরাশ্রু ও গিনিস-নিন্দিত মোমবাতীর ব্যবহার হয়। অতএব ১৯৭৭ আর ২০১১-র বীজ বপনের মধ্যে বিস্তর ফারক আছে। সেটি বুঝতে না চাওয়াটাও ধান্দাবাজী বা বালখিল্যতার প্রকটিত লক্ষণ।

কিন্তু ঐ বিশেষ শব্দটির প্রবক্তারা আর ঐ শব্দটির ভার বহন করতে রাজী নয়। উল্টে পায়ের ফাঁকে ল্যাজ গুটিয়ে হাওয়া হয়ে গিয়েছে। কাজেই যখন কোন পন্ডিত পিজির মাইকের সঙ্গে আমার হাসপাতালের ডিজের তুলনায় নেমে একই মানের বীজ বপনের গপ্প ফাঁদে তখন আমার ভেতরের ফাটা রেকর্ডটি নিজের থেকেই হা-হা, হো-হো করে বেজে ওঠে।

তবে পাইয়ের পেছনে বেশী সময় ব্যয় করবেন না। ঐ সংখ্যাটি অনেক আগেই আমাদের প্র-প্রদাদুরা শোলোকের মাধ্যমে ঠিক করে দিয়েছেন। বরং পায়ের ফাঁকে গুটিয়ে যাওয়া অসংখ্য ল্যাজ সোজা করার কাজে ব্যয় করুন। সময়ের সদ্ব্যবহার হবে।

https://www.youtube.com/watch?v=EJuzCftzf80


Name:  T          

IP Address : 165.69.191.249 (*)          Date:17 Oct 2017 -- 09:58 AM

এবং এই সমস্ত কিছুর মধ্যে বেকেনবাউয়ার এবং গোষ্ট পালকে টেনে আনার তীব্র প্রতিবাদ করি।


Name:  dd          

IP Address : 116.51.30.127 (*)          Date:17 Oct 2017 -- 10:18 AM

হাঃ হাঃ হাঃ। হো হো হো। হি হি।

পিটি স্যার কি কইছেন শুনুন । "সুবিধে মত ভুলে গিয়েছেন কিনা জানিনা। হালের বীজ বপনের সময়ে তাবড় তাবড় পন্ডিতেরা "পরিবর্তন" শব্দটির বহুল ব্যবহার করেছিল। তার জন্যে গঙ্গা-নিন্দিত কুম্ভিরাশ্রু ও গিনিস-নিন্দিত মোমবাতীর ব্যবহার হয়। অতএব ১৯৭৭ আর ২০১১-র বীজ বপনের মধ্যে বিস্তর ফারক আছে। সেটি বুঝতে না চাওয়াটাও ধান্দাবাজী বা বালখিল্যতার প্রকটিত লক্ষণ।

কিন্তু ঐ বিশেষ শব্দটির প্রবক্তারা আর ঐ শব্দটির ভার বহন করতে রাজী নয়। উল্টে পায়ের ফাঁকে ল্যাজ গুটিয়ে হাওয়া হয়ে গিয়েছে"।

আরে, সেই বাদশাহী আমোল থেকে যতো পন্ডিতেরা "বাম" বিরোধী কথা কয়েছেন,"পরিবর্ত্তন"এর ইজারা নিয়েছেন, তাদের সকলের কর্মের দায় কি আমাকেই নিতে হবে? এ আবার কি আব্দার? আপনেকে আমি পাল্টা আব্দার করেছি কি, যে যতো বাম,পন্ডিত ও মুর্খ, যারা রাস্তায় ঘাটে এখনো মিছিল টিছিল করে টোকেনিজমের চূড়ান্ত করে, আদেখলাপনা করে, তাদের সকলের ঐ দুটো (শিং দুটো)টেনে ধরবার দায়িত্ব আপনের। তাইলে আমি স্বচ্ছন্দে ব্যা ব্যা করতে করতে সব ছগোলের ল্যাজ গুটানোর দায়িত্ব নিতে রাজী আছি। (তবে ছাগোলেরা ন্যাজ গুটায় না, আপাততঃ এই কূট প্রশ্নটি এভয়েড কল্লেম)।

লুম্পেনের রাজ্যে পরিবর্ত্তন হয় নি। গনেশ যেমন ছিলেন তেমনি আছেন। অন্ধ হলে কি বিলয় বন্ধ থাকে? থাকে নি যে সে তো পষ্টোই দেখছেন।আপাততঃ আপনাকে আগামী ভুত চতুর্দশীর শুভেচ্ছা জানাই।


Name:  dd          

IP Address : 116.51.30.127 (*)          Date:17 Oct 2017 -- 10:44 AM

ও হো।

পিটি স্যার লিখলেন দুবেলা বাড়ী হাঁসপাতাল কত্তে হচ্ছে। কার আবার কী হোলো? যা হোক, এইসব তক্কো মক্কো থাক। আশা করি যিনি হসপিটালে তিনি সুস্থ হয়ে ঝট করে বাড়ী ফিরে আসুন।

তদ্দিন,রেস্ট নিন।


Name:  PT          

IP Address : 55.64.222.97 (*)          Date:17 Oct 2017 -- 10:45 AM

না না, আপনাকে অত গুরুদায়িত্ব বহন করতে হবে না। শুধু ৭৭-এর প্রথিত বীজ নজরে এল কিন্তু কুম্ভিরাশ্রু ও মোমমাতির সার প্রয়োগের পরেও "নতুন করে "বীজ বপন" কোথায় হোলো স্যার " জাতীয় সরল সরল গোল গোল প্রশ্ন করলেন বলে এত কথা।Name:  dd          

IP Address : 116.51.30.127 (*)          Date:17 Oct 2017 -- 10:47 AM

ঠিক আছে। মশলা খান।

এই গুচ'র পরমবোরচক্র (টাইপো নয়) খেতাপের লড়াই মূলতবী থাকুক।


Name:  s          

IP Address : 108.214.98.109 (*)          Date:17 Oct 2017 -- 10:55 AM

এদিকে আবার নববিপ্লবীরা ব্যক্তিস্বাধীনতার দাবীতে আকাশ বাতাস মথিত করে দিচ্ছে।

http://www.epaper.eisamay.com/epaperimages/17102017/17102017-md-em-6/1
52815521.JPGName:  s          

IP Address : 108.214.98.109 (*)          Date:17 Oct 2017 -- 11:18 AM

পিটিদার জন্য ফেসবুক থেকে।
-------
আমাদের পাড়ার জগাইবাবু সরকারপন্থী মানুষ, পরপোকারী, পাড়ায় রক্তদান শিবির করেন, মানুষের বিপদে আপদে পাশে থাকেন। শুনলাম জগাইবাবুর ভাইয়ের নাকি ক’দিন ধরে খুব জ্বর চলছে। মনে হল এক বার খবরটা নেওয়া উচিত। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘আপনার ভাইয়ের কী হয়েছে?
জগাইবাবু (জবা) ইয়ে মানে কী আর বলব।।ওই ডেঙ।। না না ডেঙ নয় ডেঙ নয়, আমাদের রাজ্যে ডেঙ নেই…থাকলেও আনাচে কানাচে এক আধটা… আমার ভাইয়ের ওই ধরুন গিয়ে গীতাঞ্জলি হয়েছে।
আমিঃ গীতাঞ্জলি? বলেন কী। ভয় টয় নেই তো?
জবাঃ ভয়! ভয় আবার কী? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে…পড়েননি?
আমিঃ সে তো পড়েছি। তা গীতাঞ্জলি হলে কী হয়?
জবাঃ তেমন কিছু নয়, ওই রক্তের গীতবিতানটা কমে যায়। তখন বাইরে থেকে গীতবিতান সাপ্লাই দিতে হয়।
আমিঃ তা আপনার ভাই কি বাড়িতেই আছেন?
জবাঃ বাড়িতে রাখতে সাহস পেলাম না। সবাই বলল, অনেক বোতল গীতবিতান লাগবে। তাই আমাদের মালটি সুপার স্পেশালিটিতে ভর্তি করিয়েছি।
আমিঃ রক্ত পরীক্ষা হয়েছে?
জবাঃ রক্ত পরীক্ষা? না, ওটাকে আমরা বলছি সোনার তরী টেস্ট। মানে এসটি বলি। হ্যাঁ এসটি হয়েছে। তাতে গীতাঞ্জলি পজিটিভ।
আমিঃ ডাক্তার কী বলছেন?
জবাঃ ডাক্তার তো বলছেন কেসটা পিজিতে রেফার।।না না সরি।। রেফার নয়, রেফার সিপিএম বলত, আমরা বলি না, ডাক্তার বলছে কেসটা পিজিতে চণ্ডালিকা করতে হবে। তাই অপেক্ষা করছি অ্যামবুলেন্সের জন্য।
আমিঃ কেন এই হাসপাতালে বেড নেই?
জবাঃ আছে কিন্তু গীতাঞ্জলি পেশেন্টে ভর্তি সব ওয়ার্ড। পুরো হাসপাতালটা মশাই রবীন্দ্র রচনাবলী হয়ে গেছে।
আমিঃ রাস্তায় শুনছি খুব জ্যাম, এত সিরিয়াস গীতাঞ্জলি নিয়ে এতটা পথ যাবেন, আমার তো চিন্তাই হচ্ছে। আপনি বরং, এখনও সময় আছে, দেবতার গ্রাস এক্সপ্রেসে এসি চেয়ার কারে করে ভাইকে নিয়ে চলে যান। তাড়াতাড়ি হবে।
জবাঃ আরে না, খোঁজ নিয়ে নিয়েছি। ওই তো দেনা-পাওনা রোড ধরে চোখের বালির মোড়, সেখান থেকে সোজা নৌকাডুবি। সোয়া ঘণ্টার পথ। আপনি চিন্তা করবেন না।
এই বলে জগাইবাবু দ্রুত পায়ে মাল্টি সুপার স্পেশালিটির দিকে হাঁটা দিলেন।


Name:  s          

IP Address : 108.214.98.109 (*)          Date:17 Oct 2017 -- 11:27 AM

কে বলে পঃবঃ সরকারের টাকা নেই।

http://www.epaper.eisamay.com/epaperimages/17102017/17102017-md-em-12/
15392939.JPGName:  PT          

IP Address : 160.129.67.222 (*)          Date:18 Oct 2017 -- 09:54 PM

কন্যাশ্রী নিয়ে এত দাপাদাপির পরেও?
West Bengal has got the dubious distinction of having the maximum number of married girl children at 40 per cent, a survey considered by the Supreme Court has said.
http://www.business-standard.com/article/current-affairs/40-of-country
-s-child-brides-reside-in-west-bengal-supreme-court-survey-11710120118
7_1.htmlName:  PM          

IP Address : 55.124.7.118 (*)          Date:18 Oct 2017 -- 10:12 PM

কারাতের বিজেপি প্রীতি নিয়ে আজকের আবাপতে প্রকাশিত চিঠি টা কেউ পোস্ট করবে না? লোক জন দেখলাম রাস্তা ঘাটে খুব কথ বলছে চিঠিটা নিয়ে


Name:  s          

IP Address : 156.88.225.53 (*)          Date:20 Oct 2017 -- 07:46 AM

এই ব্যাপারটা ধীরে ধীরে অসভ্যতার পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের বিপ্লবী বামেরা সব শীতঘুমে গেছেন। এরপর পঞ্চায়েতের আগে গোটা পনের জাঠা করতে গিয়ে উদোম ক্যালানি খেয়ে আবার খোলসে ঢুকে যাবেন।

http://www.epaper.eisamay.com/epaperimages/20102017/20102017-md-em-1/1
3647635.JPGName:  PT          

IP Address : 160.129.67.89 (*)          Date:20 Oct 2017 -- 09:43 AM

"ডেঙ্গি-অস্ত্র পেয়েও ময়দানে কই বিরোধীরা"
.......দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের আক্ষেপ, ‘‘তৃণমূল নেত্রীর মতো আচরণ আমরা করতে পারতাম না। এই সময়ে হাসপাতালে বিক্ষোভে দেখাতে গেলেও মানুষের অসুবিধা হবে। তা সত্ত্বেও আরও কিছু হয়তো করা যেতো!’’.........
http://www.anandabazar.com/state/opposition-misses-dengue-chance-1.692
942?ref=state-new-stryName:             

IP Address : 116.193.233.219 (*)          Date:21 Oct 2017 -- 09:47 AM


http://www.epaper.eisamay.com/epaperimages/21102017/21102017-md-em-1/1
41012603.jpgName:  PT          

IP Address : 160.129.67.89 (*)          Date:21 Oct 2017 -- 10:19 AM


http://www.epaper.eisamay.com/epaperimages/21102017/21102017-md-em-4/1
41637995.JPGName:  T          

IP Address : 129.74.180.59 (*)          Date:21 Oct 2017 -- 11:10 AM

সবাই লিঙ্ক দিচ্ছে যখন তখন আমিও দিই।
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=35452&boxid=141816230


Name:  sm          

IP Address : 52.110.198.46 (*)          Date:21 Oct 2017 -- 01:07 PM

এরকম রং দেওয়া রসগোল্লা সন্দেশ বিক্রেতা দের ধরা উচিত।
আজকে একটা সল্টলেক এর কোন ভুজিয়াওয়ালার দোকানের সন্দেশ খেলাম ;পুরো হলুদ রঙের।
ওটাতে জাফরানের 'জ'নেই।
২৫ -৩০ টাকা দাম হবে বোধ হয়। আর্টিফিশিয়াল কালার আর কেমিক্যাল এ ভরপুর।
লোভের মাত্রা কোথায় গেছে!


Name:  T          

IP Address : 129.74.180.59 (*)          Date:21 Oct 2017 -- 01:10 PM

ইনি কৃত্রিম রঙ ব্যবহার করছেন কোথায় লিখেছে।


Name:  sm          

IP Address : 52.110.198.46 (*)          Date:21 Oct 2017 -- 01:14 PM

না, ফুলের পাপড়ি দিয়ে রং তৈরী করেছে।


Name:  T          

IP Address : 129.74.180.59 (*)          Date:21 Oct 2017 -- 02:52 PM

তাই হবে, দুলিবাবু যখন বলছেন।


Name:  (Read-Only)          

IP Address : 127.194.229.15 (*)          Date:22 Oct 2017 -- 01:02 AM

http://www.anandabazar.com/editorial/consuming-that-it-is-difficult-to
-live-without-selfishness-1.693318?ref=editorial-new-stryName:  PT          

IP Address : 160.129.67.89 (*)          Date:22 Oct 2017 -- 08:53 AM

আশা করি বিলীয়মান বামপন্থার ছিদ্রান্বেষীরা এই বিভৎস ব্যক্তিস্বাধীনতার ছাগলামীর ব্যপারটি নিয়েও ভাবনা-চিন্তা করবে। ভোগবাদীরা তো এমন সরকারকেই ক্ষমতাসীন করবে যাতে তাদের ভোগব্যবস্থা সুরক্ষিত থাকে।


Name:  sm          

IP Address : 52.110.207.253 (*)          Date:22 Oct 2017 -- 08:59 AM

একটু সহজ করে লিখুন। বাম ভোগবাদীরা খুব কষ্ট পাবেন।
বামেদেই মতন ভোগবাদী সারা বিশ্বে কম দেখা গেছে।
সে চেসেস্কু,লেনিন বা স্ট্যালিন হোক বা বঙ্গে জ্যোতিবাবু বা লক্ষণ শেঠ হন।


Name:  PT          

IP Address : 160.129.67.89 (*)          Date:22 Oct 2017 -- 10:37 AM

তালিকায় বেঁচে থাকা ব্যক্তিত্ব এখন কোন দলে যেন? ভোগবাদী বাম দলে টিকে থাকতে পারলেন না-কি সমস্যা!!


Name:  sm          

IP Address : 52.110.207.253 (*)          Date:22 Oct 2017 -- 11:10 AM

কে জানে কোন দোলে?কিন্তু ভোগবাদী ছিলেন বামের আমল থেকেই। আর এক সাংসদের কথা কি বলবো!ওনার ঘড়ি. ,পেন ,ফোন ,বিদেশ যাত্রা তো বহুচর্চিত!খুব ই গুণী সাংসদ ছিলেন।এখন অবিশ্যি পার্টি মুখ ঘুরিয়েছে।তখন কিন্তু কদর ছিল।তা,আপ্নেও তো তেড়ে ফুঁড়ে ডিফেন্ড করতেন। ব্যক্তিগত জীবন যাত্রা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই বা থাকা উচিত নয় এসব বলে।
ভোগবাদ ,সুবিধেবাদ,মার্ক্সবাদ আর সমাজবাদ সব মিলে মিশে দই হয়ে গেছে যে মহায় !


Name:  PT          

IP Address : 160.129.67.89 (*)          Date:22 Oct 2017 -- 12:10 PM

অঃ তাহলে দলটা ভোগবাদীদের নয়, কিছু কিছু মানুষ ভোগবাদী? গোলপোস্টটা আগে ঠিক করে তারপরে খেলতে নামলে ভাল হয়। আর আমি কি প্রসঙ্গে প্রতিবাদ করেছিলাম তা লিখিত ভাবেই আছে-তার আর ফুট্নোটের কোন প্রয়োজন নেই।

তবে যে নিবন্ধ প্রসঙ্গে মন্তব্য করেছিলাম সেটার মূল তত্ব অনুধাবন করতে না পারলে এমনতর আলপটকা আমড়াগাছী মন্তব্য চলতেই থাকবে, তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে!!

ভোগবাদের লেনিন বা ট্রাপ্ম বলে কিছু নাই। বিস্তর আবর্জনা আছে। বিশেষতঃ ভারতবর্ষে।
"তথ্য বলছে, নগর-ভারত প্রতিদিন এক লক্ষ একান্ন হাজার আটশো একত্রিশ টন কঠিন বর্জ্য উত্পন্ন করে।"
লেনিন থেকে লক্ষণকে গাল দিয়ে কি আর এই সমস্যার সমাধান হবে?


Name:  T          

IP Address : 129.74.180.59 (*)          Date:22 Oct 2017 -- 12:16 PM

বাব্বা, যা অবস্থা, তাতে মনে হচ্ছে ড্রেজিং কত্তে লাগবে।


Name:  sm          

IP Address : 52.110.206.200 (*)          Date:22 Oct 2017 -- 01:31 PM

তা ,হাফপ্যান্ট, নেমে পড়ো হাতা গুটিয়ে।


Name:  T          

IP Address : 129.74.180.59 (*)          Date:22 Oct 2017 -- 02:29 PM

নিজের প্রয়োজন নিজে মেটান ভাই। আপনা হাথ...

এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74] [75] [76] [77] [78] [79] [80] [81] [82] [83] [84] [85] [86] [87] [88] [89] [90] [91] [92] [93] [94] [95] [96] [97] [98] [99] [100] [101] [102] [103] [104] [105] [106] [107] [108] [109] [110] [111] [112] [113] [114] [115] [116] [117] [118] [119] [120] [121] [122] [123] [124] [125] [126] [127] [128] [129] [130] [131] [132] [133] [134] [135] [136] [137] [138] [139] [140] [141] [142] [143]     এই পাতায় আছে4247--4277